SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১২ pdf download ~ Exam Cares

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️

প্রতিটি পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান, যা “আয় বুঝে ব্যয় কর” নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং কোনো পরিবারের সংঘটিত যাবতীয় লেনদেনসমূহ যথাযথভাবে লিপিবদ্ধ করে বছর শেষে পারিবারিক আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় এবং পরিবারের সম্পদ ও দায়দেনার পরিমাণ নির্ধারণ করাকে বলা হয় পারিবারিক হিসাবনিকাশ।

◈ পারিবারিক হিসাবনিকাশের বৈশিষ্ট্য

পারিবারিক হিসাবনিকাশের প্রধান বৈশিষ্ট্য পাঁচটি।

১. অমুনাফাভোগী সংগঠন;

২. স্বতন্ত্র একক নির্ধারণ;

৩. দায়বদ্ধতা;

৪. নগদ লেনদেন;

৫. নির্ধারিত খাত।

◈ পারিবারিক হিসাবনিকাশের প্রয়োজনীয়তা

পারিবারিক হিসাবনিকাশের প্রয়োজনীয়তা ছয়টি।

১. সুষ্ঠু পরিকল্পনা;

২. পারিবারিক সচ্ছলতা;

৩. মূল্যবোধ সৃষ্টি;

৪. পারিবারিক বাজেট;

৫. সঞ্চয় এবং ভোগ প্রবণতা;

৬. পারিবারিক শৃঙ্খলা।

পারিবারিক ভবিষ্যৎ আয় ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে পারিবারিক বাজেট বলে। এটি জীবনের দীর্ঘমেয়াদি লক্ষ্যসমূহ বাস্তবায়নে সাহায্য করে। সাধারণত সপ্তাহ, মাস কিংবা বছরের জন্য পারিবারিক বাজেট প্রস্তুত করা হয়। পারিবারিক বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব নিকাশ পরিচালনা করতে পারলে নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবন যাপন করা সম্ভব।

◈ পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী

১. প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুককরণ;

২. মূল্য নিরূপণ;

৩. সম্ভাব্য আয় নির্ধারণ;

৪. বাজেটের ভারসাম্য রক্ষা;

৫. যুগোপযোগী ও নমনীয় বাজেট প্রণয়ন।

আয় ও ব্যয়ের ভারসাম্য থেকেই পারিবারিক বাজেট তৈরি করা হয়। পারিবারিক কাঠামোর ওপর ব্যয়ের খাতওয়ারী বণ্টন নির্ভর করে থাকে। সাধারণত খাদ্য খাতে ২০% – ২৫%; বস্ত্রখাতে ৫% – ১০%; বাসস্থান খাতে ৩০% – ৪০%; শিক্ষাখাতে ১০% – ১৫% এবং যাতায়াত খাতে ১৫% – ২০% খরচ করা হয়ে থাকে।

◈ পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

পরিবারের আর্থিক অবস্থা বা তহবিল ও আয় ব্যয়ের সঠিক চিত্র পাওয়ার জন্যে নিন্মোক্ত তিনটি ধাপে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়:

১. প্রাপ্তি ও প্রদান হিসাব (Receipts and Payments Accounts)

২. আয়-ব্যয় বিবরণী (Statements of Income and Expenditure)

৩. আর্থিক অবস্থার বিবরণী (Statements of Financial Position)

◈ প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য

১. প্রাপ্তি ও প্রদান হিসাব নগদান বইয়ের মত কিন্তু নগদান বই নয়।

২. বাম পাশে প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স এবং ডানদিকে সমাপনী নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স লেখা হয়।

৩. যাবতীয় প্রাপ্তি বাম দিকে এবং যাবতীয় প্রদান ডাক দিকে লেখা হয়।

৪. এখানে প্রাপ্তি ও প্রদানসমূহ সময়কাল বিবেচনায় না এনে চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল কালের হিসাব লিপিবদ্ধ করা হয়।

৫. বর্তমান বছরের বকেয়া আয় ও ব্যয় এখানে লিপিবদ্ধ করা হয় না।

৬. নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বেশি হতে পারে না বিধায় বাম দিক সব সময় বড় হয়।

৭. এখানে স্থায়ী সম্পদের অবচয় অন্তর্ভুক্ত করা হয় না।

৮. এ হিসাবের মাধ্যমে নগদ প্রবাহ (Cash Flow) জানা যায়।

১. হিসাববিজ্ঞানের দৃষ্টিতে পরিবারকে বিবেচনা করা হয়-

[ক] মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে

[খ] অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে

[গ] মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে

✅ অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে

২. পরিবারের বেশিরভাগ লেনদেন সংঘটিত হয়-

✅ নগদে

[খ] চেকে

[গ] ধারে

[ঘ] বিনামূল্যে

৩. পারিবারিক বাজেট তৈরি হয়-

[ক] সম্ভাব্য আয়ের ভিত্তিতে

[খ] প্রকৃত আয়ের ভিত্তিতে

✅ সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে

[ঘ] প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে

৪. প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়-

i. মূলধন জাতীয় প্রাপ্তি

ii. মুনাফা জাতীয় প্রাপ্তি

iii. মুনাফা জাতীয় প্রদান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫. পারিবারিক আয় ও ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়-

✅ চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়

[খ] বিগত ও চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয়

[গ] চলতি ও পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়

[ঘ] বিগত, চলতি ও পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়

৬. পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়?    [রাজশাহী বোর্ড ’১৫]

[ক] ০২টি

✅ ০৩টি

[গ] ০৪টি

[ঘ] ০৫টি

৭. পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়-

i. বাড়িঘর নির্মাণ

ii. শিক্ষা ব্যয়

iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৮. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের দ্বারা-

i. উদ্যোক্তার কর্মসংস্থান হয়

ii. পরিবারের কর্মসংস্থান হয়

iii. সমাজের কর্মসংস্থান হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে-

i. উদ্যোক্তার দক্ষতার উপর

ii. নির্ভুল হিসাবরক্ষণের উপর

iii. মূলধন বিনিয়োগের উপর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়-

✅ মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ

[খ] হাঁস-মুরগীর চিকিৎসা খরচ

[গ] দুগ্ধ খামারের গরুর খাবার খরচ

[ঘ] প্রকল্পের পাহারাদারের মজুরি

১১. পারিবারিক বাজেট প্রস্তুতের প্রথম পদক্ষেপ কোন্টি?

✅ প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকাকরণ

[খ] সম্ভাব্য আয় নির্ধারণ

[গ] দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ

[ঘ] দ্রব্য বা সেবার চাহিদা ও সরবরাহের তথ্য সংগ্রহকরণ

১২. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হলো-

i. নগদান হিসাব

ii. প্রাপ্তি ও প্রদান হিসাব

iii. আয়-ব্যয় বিবরণী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩. “পারিবারিক তহবিল” আর্থিক বিবরণীতে কী হিসাবে দেখানো হয়?

[ক] সম্পদ

✅ দায়

[গ] আয়

[ঘ] ব্যয়

১৪. পারিবারিক হিসাব-নিকাশের প্রথম ধাপ কোনটি?

[ক] আয়-ব্যয় হিসাব

[খ] সম্পদ ও দায় হিসাব

[গ] আর্থিক অবস্থার বিবরণী

✅ প্রাপ্তি ও প্রদান হিসাব

১৫. কামরুজ্জামানের পরিবারের বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। পারিবারিক বাজেটের নমুনার শিক্ষাখাতে আনুমানিক ব্যয় কত টাকা?

✅ ৩৬,০০০-৫৪,০০০

[খ] ৫৪,০০০-৭২,০০০

[গ] ৭২,০০০-৯০,০০০

[ঘ] ১,০৮,০০০-১,৪৪,০০০

১৬. পারিবারিক হিসাব-নিকাশের বৈশিষ্ট্য কোনটি?

[ক] সুষ্ঠু পরিকল্পনা

[খ] মূল্যবোধ সৃষ্টি

✅ নগদ লেনদেন

[ঘ] পারিবারিক সচ্ছলতা

১৭. পারিবারিক বাজেটে শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের পরিমাণ কত?

[ক] ৫%-১০%

✅ ১০%-১৫%

[গ] ১৫%-২০%

[ঘ] ২০%-২৫%

১৮. প্রাপ্তি ও প্রদান হিসাবের সাথে কোনটি সামঞ্জস্যপূর্ণ?

[ক] আয়-ব্যয় হিসাব

✅ নগদান বই

[গ] বিশদ আয় বিবরণী

[ঘ] রেওয়ামিল

১৯. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ কয়টি?

[ক] ২টি

✅ ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

২০. নয়ন চৌধুরীর পরিবারের বার্ষিক আয় ৫,০০,০০০ টাকা হলে, তার পরিবারে আনুমানিক যানবাহন খরচের পরিমাণ কত?

✅ ৭৫,০০০-১,০০,০০০ টাকা

[খ] ৫০,০০০-৭৫,০০০ টাকা

[গ] ২৫,০০০-৫০,০০০ টাকা

[ঘ] ১০,০০০-১২,৫০০ টাকা

২১. কিসের ভিত্তিতে পারিবারিক বাজেট তৈরি হয়?

[ক] সম্ভাব্য আয়ের ভিত্তিতে

[খ] প্রকৃত আয়ের ভিত্তিতে

✅ সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে

[ঘ] প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে

২২. কী হিসাবে পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দেখান হয়?

[ক] আয় হিসেবে

[খ] সম্পদ হিসেবে

✅ দায় হিসেবে

[ঘ] সঞ্চয় হিসেবে

২৩. একটি পরিবারের মোট আয়ের কতভাগ বস্ত্রখাতে ব্যয় করা হয়?

[ক] ৩০%-৫০%

[খ] ৩০%-৪০%

[গ] ১০%-১৫%

✅ ৫%-১০%

২৪. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?

[ক] হিসাব

[খ] পরিমাণ

✅ বাজেট

[ঘ] অর্থায়ন

২৫. জনাব করিমের বেতন ২০,০০০ টাকা হলে বাসস্থান খাতে তাঁর সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ কত হবে?

✅ ৮০০০ টাকা

[খ] ৭৬০০ টাকা

[গ] ৭০০০ টাকা

[ঘ] ৬০০০ টাকা

২৬. কোনটি আয়-ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে?

[ক] গহনা ক্রয়

✅ খাদ্যসামগ্রী ক্রয়

[গ] ফ্রিজ ক্রয়

[ঘ] ব্যাংকে জমা

২৭. পরিবারের বেশীরভাগ লেনদেন সংঘটিত হয়-

✅ নগদে

[খ] চেকে

[গ] ধারে

[ঘ] বিলের মাধ্যমে

২৮. আমরা কীভাবে স্বল্প আয়ে ভালো জীবনযাপন করতে পারি?

[ক] ব্যয় নিয়ন্ত্রণ করে

✅ বাজেট প্রণয়ন করে

[গ] চাহিদা হ্রাস করে

[ঘ] লেনদেনের হিসাব রেখে

২৯. জনাব করিমের পরিবারে ২০১৪ সালের ১ জানুয়ারি ব্যাংক ঋণ ১,০০,০০০ টাকা ও মোট সম্পদের পরিমাণ ৫,০০,০০০ টাকা ছিল। চলতি বছর ব্যাংক ঋণের ৬০,০০০ টাকা পরিশোধ করলে তাঁর পারিবারিক হিসাবে প্রভাব পড়বে-

i. সম্পদ কমবে

ii. দায় কমবে

iii. আয় কমবে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৩০. মানুষের সুখের ঠিকানা হচ্ছে-

i. টাকা-পয়সা

ii. পারিবারিক বন্ধন

iii. সম্পদ

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ ii

[গ] i ও iii

[ঘ] i ও iii

৩১. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে উদ্যোক্তার-

i. দক্ষতা

ii. মেধা

iii. পর্যাপ্ত মূলধন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩২. মানুষের সুখের ঠিকানা কী? (জ্ঞান)

✅ পারিবারিক বন্ধন

[খ] সামাজিক বন্ধন

[গ] পরিবেশ

[ঘ] গ্রামীণ পরিবেশ

৩৩. পরিবারকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কী দরকার? (জ্ঞান)

[ক] হিসাব রক্ষণ

✅ পরিকল্পনা

[গ] সঞ্চয়

[ঘ] আয় নির্ধারণ

৩৪. কখন আয় বুঝে ব্যয় করা সম্ভব হয়? (জ্ঞান)

[ক] বাজেট প্রণয়ন করা হলে

[খ] সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে

✅ আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে

[ঘ] আয়-ব্যয়ের সমন্বয় করা হলে

৩৫. পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যে কোনটি অপরিহার্য? (জ্ঞান)

[ক] অধিক আয়

[খ] সঠিক ব্যয়

[গ] অপরিকল্পিত সম্পদ

✅ সঠিক হিসাব নিকাশ

৩৬. ব্যবসায় প্রতিষ্ঠানের মতো পরিবারের নিচের কোনটি সংরক্ষণ করা প্রয়োজন? (অনুধাবন)

[ক] নগদান হিসাব

✅ আয়-ব্যয় হিসাব

[গ] অব্যবসায়ী হিসাব

[ঘ] উদ্বৃত্তপত্র

৩৭. আয় এবং ব্যয়ের কী থাকা জরুরি? (জ্ঞান)

[ক] হিসাব

[খ] ব্যাখ্যা

✅ পূর্ব পরিকল্পনা

[ঘ] সমন্বয়

৩৮. জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে কোনটির গুরুত্ব অত্যধিক? (জ্ঞান)

[ক] সঠিক পারিবারিক বাজেট প্রণয়ন

[খ] সামাজিক বন্ধন প্রতিষ্ঠা

✅ সুচিন্তিত পরিকল্পনা

[ঘ] আয়ের বৃদ্ধি ঘটানো

৩৯. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করা সম্ভব হয় কখন? (জ্ঞান)

[ক] পরিবার সচ্ছল হলে

[খ] প্রচুর আয় হলে

✅ সঠিক বাজেট প্রণয়ন করা হলে

[ঘ] অধিক সম্পদ থাকলে

৪০. সামাজিক ও পারিবারিক জীবনযাপনে কোনটি করা উচিত? (অনুধাবন)

[ক] প্রচুর আয় করা

[খ] কম ব্যয় করা

[গ] আয় ও ব্যয় সমান হওয়া

✅ আয় বুঝে ব্যয় করা

৪১. পরিবার স্বাবলম্বী হওয়ার জন্যে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নিতে হলে প্রথমে কোনটি করতে হবে? (অনুধাবন)

[ক] পারিবারিক বাজেট প্রণয়ন

✅ প্রকল্প বাজেট প্রণয়ন

[গ] প্রকল্পের আয় নির্ধারণ

[ঘ] প্রকল্পের ব্যয় নির্ধারণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৪২. পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে- (অনুধাবন)

i. আয়-ব্যয়ের পরিকল্পনা না থাকলে

ii. আয়-ব্যয়ের সঠিক হিসাব না থাকলে

iii. সম্পদ ও দায়ের হিসাব না থাকলে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৩. পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে- (অনুধাবন)

i. আয়ের পূর্ব পরিকল্পনা

ii. ব্যয়ের পূর্বে পরিকল্পনা

iii. সম্পদের পূর্বে পরিকল্পনা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৪. পরিবার হচ্ছে- (অনুধাবন)

i. অমুনাফাভোগী প্রতিষ্ঠান

ii. সেবামূলক প্রতিষ্ঠান

iii. পরিবার প্রধান থেকে পৃথক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৫. পরিবারকে অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান বলার কারণ- (অনুধাবন)

i. অন্যান্য প্রতিষ্ঠানের মত পরিবারেরও আর্থিক লেনদেন সংঘটিত হয়

ii. মুনাফা অর্জনের সুযোগ আছে

iii. পরিবারে আয় এবং ব্যয় আছে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৪৬. পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)

[ক] ৪

✅ ৫

[গ] ৬

[ঘ] ৮

৪৭. ‘অমুনাফাভোগী সংগঠন’ পারিবারিক হিসাব ব্যবস্থার কী? (জ্ঞান)

[ক] উদ্দেশ্য

✅ বৈশিষ্ট্য

[গ] প্রয়োজনীয়তা

[ঘ] অসুবিধা

৪৮. পারিবারিক হিসাবনিকাশের ক্ষেত্রে লাভ-ক্ষতির প্রশ্ন নেই কেন? (উচ্চতর দক্ষতা)

✅ পরিবার অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান বলে

[খ] পরিবার কোনো প্রতিষ্ঠান নয় বলে

[গ] মুনাফা করযোগ্য বলে

[ঘ] করের আওতায় নেই বলে

৪৯. পারিবারিক হিসাব ব্যবস্থায় ‘স্বতন্ত্র একক নির্ধারণ’ বলতে কোনটি বোঝানো হয়েছে? (জ্ঞান)

[ক] পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে একই বিবেচনা করা

[খ] পরিবার এবং তার সদস্যদের একই বিবেচনা করা

✅ পরিবার এবং তার কর্তা ব্যক্তিকে পৃথক বিবেচনা করা

[ঘ] পরিবারের কর্তাকে অন্যান্য সদস্য থেকে পৃথক বিবেচনা করা

৫০. পারিবারিক হিসাবনিকাশের কী নেই? (জ্ঞান)

[ক] স্বচ্ছতা নেই

✅ জবাবদিহিতা নেই

[গ] শৃঙ্খলা নেই

[ঘ] নিয়মনীতি

৫১. নিচের কোনটি পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য? (অনুধাবন)

[ক] হিসাব সংরক্ষণ

[খ] মূল্যবোধ সৃষ্টি

✅ দায়বদ্ধতা অনুপস্থিত

[ঘ] পারিবারিক সচ্ছলতা

৫২. হিসাব নিরীক্ষার প্রয়োজন হয় না কোন প্রতিষ্ঠানে? (অনুধাবন)

[ক] শিক্ষা প্রতিষ্ঠান

[খ] দাতব্য প্রতিষ্ঠান

[গ] সরকারি প্রতিষ্ঠান

✅ পরিবারে

৫৩. পারিবারিক হিসাবনিকাশ পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? (জ্ঞান)

[ক] প্রয়োজন

✅ প্রয়োজন হয় না

[গ] অবশ্যই প্রয়োজন

[ঘ] সরকারের ইচ্ছাধীন

৫৪. পরিবারের অধিকাংশ লেনদেন কীভাবে সংঘটিত হয়? (জ্ঞান)

[ক] ধারে

✅ নগদে

[গ] পণ্য বিনিময়ের মাধ্যমে

[ঘ] বিলের মাধ্যমে

৫৫. কেন পারিবারিক হিসাবনিকাশ কার্য অত্যন্ত সহজ ও সরল হয়? (অনুধাবন)

[ক] একজনের নিয়ন্ত্রণে থাকায়

✅ নগদে লেনদেন হওয়ায়

[গ] নির্দিষ্ট নিয়ম না থাকায়

[ঘ] আইনি নিয়ন্ত্রণ না থাকায়

৫৬. বেশির ভাগ ক্ষেত্রে কিসের খাত নির্ধারিত থাকে? (জ্ঞান)

[ক] নগদান হিসাবের

✅ পারিবারিক হিসাবনিকাশের

[গ] আত্মকর্মসংস্থানমূলক হিসাবের

[ঘ] চূড়ান্ত হিসাবের

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫৭. পারিবারিক হিসাবের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. হিসাবের ক্ষেত্রে প্রতিটি পরিবার এক একটি একক

ii. পারিবারিক হিসাব কারো কাছে প্রকাশ করতে হয় না

iii. পারিবারিক হিসাব অত্যন্ত কঠিন কাজ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৮. পারিবারিক হিসাবনিকাশ কারো নিকট পেশ করতে হয় না বলে- (অনুধাবন)

i. জবাবদিহিতার প্রয়োজন হয় না

ii. দায়বদ্ধতা নেই

iii. পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৯. পারিবারিক হিসাবনিকাশ কার্য সহজ হওয়ার কারণ- (অনুধাবন)

i. নগদ লেনদেন

ii. জবাবদিহিতা না থাকা

iii. আইনি জটিলতা না থাকা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬০. পরিবারে সুষ্ঠু পরিকল্পনার সম্ভব হয় কখন? (জ্ঞান)

[ক] পরিবারের সবাই একত্রিত হলে

[খ] কর্তা প্রচুর আয় করলে

✅ হিসাবনিকাশে স্বচ্ছতা থাকলে

[ঘ] পারিবারিক শৃঙ্খলা বজায় থাকলে

৬১. কোনটির মাধ্যমে পারিবারিক বন্ধনকে অনেক বেশি উপভোগ করা সম্ভব? (অনুধাবন)

[ক] পারিবারিক বাজেট

[খ] পারিবারিক শৃঙ্খলা

[গ] ভোগ প্রবণতা

✅ সুষ্ঠু পরিকল্পনা

৬২. নিচের কোন মতবাদ অনুযায়ী হিসাব ব্যবস্থা পরিচালিত হলে পারিবারিক সুখ ও সচ্ছলতা বৃদ্ধি পাবে? (জ্ঞান)

✅ ‘আয় বুঝে ব্যয় কর’

[খ] অধিক সঞ্চয় কর

[গ] ব্যয়ের পরিমাণ হ্রাস কর

[ঘ] ব্যয় অনুযায়ী আয় কর

৬৩. ‘আয় বুঝে ব্যয় কর’-এটা কী? (জ্ঞান)

✅ মতবাদ

[খ] পারিবারিক হিসাবের বৈশিষ্ট্য

[গ] পারিবারিক হিসাবের উদ্দেশ্য

[ঘ] হিসাবের প্রয়োজনীয়তা

৬৪. করিম সাহেব তার পরিবারে পারিবারিক হিসাব ব্যবস্থা চালু রেখেছেন। কোনটি সৃষ্টিতে এই ব্যবস্থা সহায়তা করবে? (প্রয়োগ)

[ক] নৈতিক চরিত্র গঠনে

[খ] স্বৈরাচারিতা সৃষ্টিতে

✅ নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে

[ঘ] নৈতিক দায়িত্ববোধ সৃষ্টিতে

৬৫. সঞ্চয়ের প্রবণতা পারিবারিক হিসাবনিকাশের কী? (জ্ঞান)

[ক] বৈশিষ্ট্য

✅ প্রয়োজনীয়তা

[গ] উদ্দেশ্য

[ঘ] সমস্যা

৬৬. পারিবারিক হিসাব রাখলে কী হয়? (জ্ঞান)

[ক] সঞ্চয়ের প্রবণতা হ্রাস পায়

✅ সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি পায়

[গ] সঞ্চয়ের প্রবণতা হ্রাস বৃদ্ধি কোনটিই হয় না

[ঘ] সঞ্চয়ের প্রবণতা আসলেই কমে যায়

৬৭. সুন্দরভাবে জীবনযাপন করার জন্যে বর্তমান আয়ের একটি অংশ কী করা উচিত? (জ্ঞান)

✅ সঞ্চয় করা

[খ] বিনিয়োগ করা

[গ] পুরোটাই ভোগ করা

[ঘ] ঋণ দেওয়া

৬৮. পারিবারিক বিশৃঙ্খলা ও কলহ থেকে রক্ষা পাওয়া যায় কোনটির কারণে? (অনুধাবন)

[ক] মূল্যবোধ সৃষ্টিতে

✅ স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে

[গ] সঞ্চয় প্রবণতা বৃদ্ধির কারণে

[ঘ] সুষ্ঠু পরিকল্পনার কারণে

৬৯. ‘পারিবারিক কলহ দূর’ পারিবারিক হিসাবনিকাশের কী? (জ্ঞান)

✅ প্রয়োজনীয়তা

[খ] সুবিধা

[গ] বৈশিষ্ট্য

[ঘ] উদ্দেশ্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭০. পারিবারিক হিসাব ব্যবস্থার জন্য প্রয়োজন- (অনুধাবন)

i. সুষ্ঠু পরিকল্পনা

ii. পারিবারিক সচ্ছলতা

iii. পারিবারিক বাজেট

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭১. ‘আয় বুঝে ব্যয় কর’-এ মতবাদ অনুযায়ী হিসাব ব্যবস্থা পরিচালিত হলে- (অনুধাবন)

i. পরিবারের সুখ বৃদ্ধি পায়

ii. সচ্ছলতা বৃদ্ধি পায়

iii. আয় বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭২. ‘মূল্যবোধ সৃষ্টি’ পারিবারিক হিসাব ব্যবস্থার- (অনুধাবন)

i. বৈশিষ্ট্য

ii. উদ্দেশ্য

iii. প্রয়োজনীয়তা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৩. সুষ্ঠু হিসাবনিকাশের মাধ্যমে- (অনুধাবন)

i. সম্পদ বৃদ্ধি পায়

ii. ভোগ প্রবণতা হ্রাস পায়

iii. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৪. স্বচ্ছ হিসাব ব্যবস্থা বজায় থাকলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কর্তা ব্যক্তির- (অনুধাবন)

i. পারিবারিক বন্ধন ছিন্ন হয়

ii. মনোমালিন্য হয় না

iii. ভুল বোঝাবোঝির অবকাশ থাকে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

পারিবারিক বাজেট

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৫. বাজেট কী? (জ্ঞান)

✅ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ

[খ] জ্যামিতিক প্রকাশ

[গ] বর্ণনামূলক প্রকাশ

[ঘ] গাণিতিক প্রকাশ

৭৬. নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশকে কী বলে? (জ্ঞান)

[ক] পারিবারিক বাজেট

✅ বাজেট

[গ] ভবিষ্যত পরিকল্পনা

[ঘ] সুষ্ঠু পরিকল্পনা

৭৭. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে? (জ্ঞান)

✅ বাজেট

[খ] হিসাব নিরীক্ষা

[গ] পরিসংখ্যান

[ঘ] অডিটিং

৭৮. পারিবারিক বাজেট কত দিনের জন্য প্রস্তুত করা হয়? (জ্ঞান)

[ক] এক সপ্তাহের জন্য

[খ] এক মাসের জন্য

[গ] এক বছরের জন্য

✅ সপ্তাহ, মাস কিংবা বছরের জন্য

৭৯. পারিবারিক বাজেট কী? (জ্ঞান)

✅ পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যত পরিকল্পনা

[খ] পরিবার কেন্দ্রিক ব্যয়ের পূর্বে পরিকল্পনা

[গ] একটি সুষ্ঠু পরিকল্পনা

[ঘ] পরিবারের প্রতিটি সদস্যের আয় ও ব্যয় বাজেট

৮০. পরিবারের আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] বাজেট

✅ পারিবারিক বাজেট

[গ] উৎপাদন বাজেট

[ঘ] ঘাটতি বাজেট

৮১. পরিবারের আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে? (জ্ঞান)

[ক] পারিবারিক তহবিল

✅ পারিবারিক বাজেট

[গ] পারিবারিক হিসাব

[ঘ] ব্যয় নিয়ন্ত্রণ

৮২. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে কোনটি ঘটে? (জ্ঞান)

[ক] আয় ও ব্যয় সমান হয়

[খ] মূলধন বৃদ্ধি পায়

✅ আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ থাকে না

[ঘ] আয়ের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে

৮৩. পারিবারিক বাজেট প্রণয়ন করার ফলে আয়ের অতিরিক্ত ব্যয় করার সুযোগ থাকে না কেন? (জ্ঞান)

[ক] পরিবারের সদস্যদের খরচ করতে দেওয়া হয় না

[খ] পরিবারের আয় বৃদ্ধি করা হয়

✅ পরিবারকে একটি নির্দিষ্ট কাঠামোর ভিতর আনা যায়

[ঘ] পরিবারের সদস্যদের চাহিদা কমানো হয়

৮৪. পারিবারিক সচ্ছলতা বৃদ্ধিতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)

[ক] আয় অনুযায়ী ব্যয় করা

[খ] সঞ্চয়ী এবং হিসাব স্বচ্ছতা

[গ] পারিবারিক সম্পদের সুষ্ঠু ব্যবহার

✅ পারিবারিক বাজেট প্রণয়ন

৮৫. বাজেটের উদ্বৃত্ত দ্বারা গঠিত পারিবারিক তহবিল বাস্তবায়নে সহায়তা করে কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] ভবিষ্যতের স্বল্পমেয়াদি পরিকল্পনা

[খ] অতীতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

✅ ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

[ঘ] বর্তমানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৬. সাধারণত পারিবারিক বাজেটের হিসাবকাল হয়- (অনুধাবন)

i. সাপ্তাহিক

ii. মাসিক

iii. বাৎসরিক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৭. নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব যদি- (অনুধাবন)

i. আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়

ii. আয় বুঝে ব্যয় করা হয়

iii. কার্যকরী বাজেট প্রণয়ন করা হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৮. পারিবারিক বাজেটের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ- (অনুধাবন)

i. বাজেট প্রণয়ন দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে সাহায্যে করে

ii. বাজেটের মাধ্যমে পরিবারের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়

iii. বাজেটের মাধ্যমে পরিবারের সঞ্চয় করার অভ্যাস সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

পারিবারিক বাজেটের প্রস্তুত প্রণালী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৯. পারিবারিক বাজেটের পদক্ষেপ কয়টি? (জ্ঞান)

[ক] ৩টি

[খ] ৪টি

✅ ৫টি

[ঘ] ৬টি

৯০. পারিবারিক বাজেটের প্রথম ধাপ বা পদক্ষেপ কী? (জ্ঞান)

[ক] মূল্য নিরূপণ

[খ] সম্ভাব্য আয় নির্ধারণ

[গ] বাজেটের ভারসাম্য রক্ষা

✅ প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ

৯১. পারিবারিক বাজেট প্রস্তুতের দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)

[ক] প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকাকরণ

[খ] সম্ভাব্য আয় নির্ধারণ

✅ দ্রব্য বা সেবার মূল্য নির্ধারণ

[ঘ] দ্রব্যের চাহিদা সম্পর্কিত তথ্য সংগ্রহকরণ

৯২. কী অনুযায়ী দ্রব্য বা সেবাকার্যের মূল্য জেনে নিয়ে মোট মূল্য বাজেটে অন্তর্ভুক্ত করতে হয়? (জ্ঞান)

✅ তালিকা অনুযায়ী

[খ] মান অনুযায়ী

[গ] সংখ্যা অনুযায়ী

[ঘ] পরিকল্পনা অনুযায়ী

৯৩. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে? (অনুধাবন)

✅ সম্ভাব্য আয়ের সকল উৎস

[খ] সম্ভাব্য ব্যয়ের খাত

[গ] পারিবারিক সম্পত্তি

[ঘ] সামাজিক মর্যাদা

৯৪. প্রতিটি পরিবারেই বাজেটের মূল লক্ষ্য কী থাকে? (জ্ঞান)

[ক] সীমিত আয়ের মধ্য থেকে সীমিত সুবিধা গ্রহণ

[খ] সীমিত আয়ের মধ্যে থেকে নির্দিষ্ট সুবিধা গ্রহণ

✅ সীমিত আয়ের মধ্য থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণ

[ঘ] বেশি আয়ের মধ্য থেকে বেশি সুবিধা গ্রহণ

৯৫. পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার সময় কোন বিষয়টিতে লক্ষ্য রাখতে হবে? (প্রয়োগ)

[ক] আয় যেন ব্যয়ের চেয়ে বেশি না হয়

✅ ব্যয় যেন আয়ের চেয়ে বেশি না হয়

[গ] সম্পদ যেন দায় অপেক্ষা কম না হয়

[ঘ] মুনাফা জাতীয় আয় অপেক্ষা মুনাফা জাতীয় ব্যয় যেন কম না হয়

৯৬. পারিবারিক বাজেটের উদ্দেশ্য কী? (জ্ঞান)

✅ আয় অনুযায়ী ব্যয় নির্বাহ করা

[খ] প্রয়োজন অনুযায়ী ব্যয় নির্বাহ করা

[গ] নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী ব্যয় করা

[ঘ] জীবনযাত্রার মান উন্নয়ন করা

৯৭. কোনটির উপর ভিত্তি করে পারিবারিক বাজেট তৈরি হয়? (জ্ঞান)

✅ সম্ভাব্য আয় ও সম্পদের ভিত্তিতে

[খ] প্রকৃত আয় ও দায়ের ভিত্তিতে

[গ] প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে

[ঘ] সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে

৯৮. যুগোপযোগী বাজেট কিরূপ? (জ্ঞান)

✅ বাস্তবধর্মী এবং যুক্তিসঙ্গত

[খ] আনুমানিক

[গ] কল্পনাপ্রসূত

[ঘ] খাতওয়ারী

৯৯. পারিবারিক বাজেট নমনীয় হবে কেন? (অনুধাবন)

✅ কোনো একটি খরচ বেড়ে গেলে যেন অন্য একটি খরচ কমানো যায়

[খ] যুগোপযোগী বাজেট প্রণয়নের জন্যে

[গ] পারিবারিক বাজেটে শৃঙ্খলা আনয়নের জন্যে

[ঘ] সম্ভাব্য আয়ের উৎস স্থির বলে

১০০. পারিবারিক বাজেট করার সময় কোনটি করা অনুচিত? (অনুধাবন)

[ক] মূল্য নিরূপণ

[খ] সম্ভাব্য আয়ের হিসাব

✅ অতিরিক্ত আয়ের হিসাব

[ঘ] প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০১. পারিবারিক বাজেটের ফলে- (অনুধাবন)

i. আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা হয়

ii. ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়

iii. মিতব্যয়ী হওয়া সহজ হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০২. পারিবারিক বাজেট হতে হবে- (অনুধাবন)

i. বাস্তবধর্মী

ii. নমনীয়

iii. কাল্পনিক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৩. পারিবারিক বাজেটের ফলে- (অনুধাবন)

i. আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা হয়

ii. ক্রয় নিয়ন্ত্রণ সহজ হয়

iii. মিতব্যয়ী হওয়া সহজ হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৪. পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন তখনই সম্ভব হবে, যখন- (অনুধাবন)

i. প্রয়োজন ও চাহিদার গুরুত্ব অনুসারে দ্রব্যের তালিকা প্রস্তুত করা হবে

ii. সম্ভাব্য আয়ের সকল উৎস সঠিকভাবে চিহ্নিত করা হবে

iii. আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০৫. পারিবারিক বাজেটের পদক্ষেপগুলো হচ্ছে- (অনুধাবন)

i. প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ

ii. মূল্য নিরূপণ

iii. সম্ভাব্য আয় নির্ধারণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৬ ও ১০৭নং প্রশ্নের উত্তর দাও:

জনাব সবুজ আহমেদ একজন স্কুল শিক্ষক। তিনি মাসে ৬,৭০০ টাকা বেতন পান। পারিবারিক সচ্ছলতার জন্যে তিনি টিউশনি করে আরো ২,৫০০ টাকা আয় করেন এবং পরীক্ষার খাতা দেখেও ১,৫০০ টাকা অতিরিক্ত আয় করেন থাকেন। তবে তার সংসারে খরচের হিসাব দেখে মিতব্যয়ী মনে হয় না।

১০৬. জনাব সবুজের প্রতি মাসের আয় কত? (প্রয়োগ)

[ক] ৬,৭০০ টাকা

[খ] ৯,২০০ টাকা

✅ ১০,৭০০ টাকা

[ঘ] ১১,২০০ টাকা

১০৭. জনাব সবুজের পরিবারে মিতব্যয়িতা অর্জনে তিনি উদ্যোগ গ্রহণ করতে পারেন- (অনুধাবন)

i. ব্যয় বৃদ্ধির পাশাপাশি আয় বৃদ্ধি করার মাধ্যমে

ii. আয় ও ব্যয়ের সঠিক হিসাব রাখার মাধ্যমে

iii. বাস্তবমুখী বাজেট প্রস্তুত করার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

পারিবারিক বাজেটের নমুনা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০৮. পরিবারের আর্থসামাজিক অবস্থার ওপর পারিবারিক বাজেটের কী নির্ভর করে? (জ্ঞান)

✅ বাস্তবতা

[খ] পরিকল্পনা

[গ] প্রকৃতি

[ঘ] উদ্দেশ্য

১০৯. পারিবারিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)

[ক] পরিবারের আয়ের ওপর

[খ] পরিবারের সম্ভাব্য ব্যয়ের ওপর

[গ] পরিবারের গঠন প্রকৃতির ওপর

✅ পরিবারের আর্থসামাজিক অবস্থার ওপর

১১০. পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত? (জ্ঞান)

[ক] ১০% – ১৫%

[খ] ৫% – ১০%

✅ ২০% – ২৫%

[ঘ] ৩০% – ৪০%

১১১. পরিবারের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়? (জ্ঞান)

[ক] খাদ্য খাতে

[খ] শিক্ষা খাতে

✅ বাসস্থান খাতে

[ঘ] বস্ত্র খাতে

১১২. জনাব মাসুদ তালুকদার একজন চাকরিজীবী। তাঁর মাসিক বেতন ২৫,০০০ টাকা। তাঁর পারিবারিক বাজেটে শিক্ষাখাতে ব্যয়ের পরিমাণ কত ধরবেন? (প্রয়োগ)

✅ ২,৫০০ – ৩,৭৫০ টাকা

[খ] ৪,০০০ – ৪,৫০০ টাকা

[গ] ১,৫০০ – ২,০০০ টাকা

[ঘ] ১,০০০ – ১,৫০০ টাকা

১১৩. জনাব মাহফুজ সাহেব পেশায় একজন ডাক্তার। তিনি মাসে ৪০,০০০ টাকা উপার্জন করেন। তাঁর বাজেটে বাসস্থান খাতে ব্যয় কত হবে? (প্রয়োগ)

[ক] ৫,০০০ – ৮,০০০ টাকা

[খ] ১০,০০০ – ১৪,০০০ টাকা

✅ ১২,০০০ – ১৬,০০০ টাকা

[ঘ] ২০,০০০ – ২৫,০০০ টাকা

১১৪. মো. ইউসুফ তার পরিবারের আনুমানিক ব্যয় ধরেছিলেন ২৫,০০০ টাকা কিন্তু প্রকৃতপক্ষে তার পরিবারের ব্যয় হলো ২৭,০০০ টাকা। এক্ষেত্রে মো. আলীর বাজেটের ফলাফল কিরূপ হবে? (প্রয়োগ)

[ক] উদ্বৃত্ত বাজেট

[খ] মোট ক্ষতি

✅ ঘাটতি বাজেট

[ঘ] নিট ক্ষতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১৫. পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উপর নির্ভরশীল- (অনুধাবন)

i. সার্থক বাজেট প্রণয়ন

ii. সার্থক বাজেট বাস্তবায়ন

iii. সার্থক বাজেট সংশোধন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৬. প্রতিটি পরিবারের বাজেট- (অনুধাবন)

i. একই রকম হবে না

ii. একই মানের হবে না

iii. একই উপাদান সমৃদ্ধ হবে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৭. বাজেট প্রণয়নের সময় বিবেচনায় রাখতে হয়- (অনুধাবন)

i. পরিবারের গঠন ও আকৃতি

ii. পরিবারের আয়

iii. সদস্যদের রুচিবোধ ও সামাজিক পরিচিতি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৮. জনাব নাজমুল হোসাইন একজন চাকরিজীবী। তার পরিবারের ব্যয়ের জন্য অন্তর্ভুক্ত হবে- (প্রয়োগ)

i. শিক্ষা, চিকিৎসা ও বস্ত্র

ii. ভাড়া প্রাপ্তি ও বিবিধ খরচ

iii. সুদ প্রদান, বাসস্থান খরচ ও যাতায়াত ভাড়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস মাকসুদার বেতন ও অন্যান্য উৎস হতে প্রতি মাসে ১৯,০০০ টাকা আয় করেন। তিনি তার পরিবারে মাসে নিন্মোক্ত খরচগুলো করে থাকেন-

i. বাসস্থান খাতে ৮,০০০ টাকা;

ii. খাদ্যখাতে ৩,৫০০ টাকা;

iii. শিক্ষাখাতে ৩,০০০ টাকা;

iv. যানবাহন ও অন্যান্য খাতে ১,৭০০ টাকা।

১১৯. মিসেস মাকসুদার তার আয়ের শতকরা কত ভাগ বাসস্থান খাতে ব্যয় করেছেন? (প্রয়োগ)

[ক] শতকরা ৩৮ ভাগ

[খ] শতকরা ৪০ ভাগ

✅ শতকরা ৪২ ভাগ

[ঘ] শতকরা ৪৩ ভাগ

১২০. মিসেস মাকসুদার সঞ্চয় বৃদ্ধির জন্য উদ্যোগ নিতে হবে- (উচ্চতর দক্ষতা)

i. আয়ের সাথে সঙ্গতি রেখে বাজেট প্রস্তুত করতে

ii. ব্যয়ের খাতওয়ারি বণ্টনের আনুমানিক শতকরা হার নির্ণয় করতে

iii. প্রয়োজন ও চাহিদা অনুযায়ী ব্যয়ের তালিকা প্রস্তুত করতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস আখি তার পরিবারের প্রধান এবং তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ১৮,০০০ টাকা বেতনে কর্মরত। সম্মানী ১,৩০০ টাকা, প্রাপ্ত ভাড়া ২,০০০ টাকা, খাদ্য বাবদ ব্যয় ৬,৩০০ টাকা, বাসস্থান বাবদ ব্যয় ১২,০০০ টাকা, অনুদান প্রাপ্তি ৪,৫০০ টাকা, আসবাবপত্র বাবদ ব্যয় ৫,০০০ টাকা এবং অন্যান্য খাতে ব্যয় ৩,০০০ টাকা। এছাড়া তিনি লটারির ১০,০০০ টাকা পাওয়ার আশা করেন।

১২১. মিসেস আখির মোট আয়ের পরিমাণ কত? (প্রয়োগ)

[ক] ৩৫,৮০০ টাকা

✅ ২৫,৮০০ টাকা

[গ] ২১,৩০০ টাকা

[ঘ] ১৯,৩০০ টাকা

১২২. যদি ঘাটতি হয়ে থাকে তবে তা মোকাবিলার জন্যে মিসেস আখিকে- (উচ্চতর দক্ষতা)

i. আয় বাড়াতে হবে

ii. আয় বুঝে ব্যয় করতে হবে

iii. কার্যকরী পারিবারিক বাজেট প্রণয়ন করতে হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১২৩. পরিবারের আর্থিক অবস্থা এবং আয় ব্যয়ের চিত্র পাওয়া যায় কী থেকে? (জ্ঞান)

[ক] চূড়ান্ত হিসাব থেকে

[খ] উদ্বৃত্তপত্র থেকে

✅ পারিবারিক আর্থিক বিবরণী থেকে

[ঘ] আয়-ব্যয় বিবরণী থেকে

১২৪. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী থেকে কী পাওয়া যায়? (জ্ঞান)

✅ পারিবারিক সম্পদ ও দায়ের প্রতিচ্ছবি

[খ] পারিবারিক নগদ লেনদেনের প্রতিচ্ছবি

[গ] দৈনন্দিন জমা খরচের প্রতিচ্ছবি

[ঘ] ব্যবসায়ের আয় ব্যয়ের প্রতিচ্ছবি

১২৫. পারিবারিক আর্থিক বিবরণীর পর্যায় কয়টি? (জ্ঞান)

✅ ৩টি

[খ] ৪টি

[গ] ৫টি

[ঘ] ৬টি

১২৬. পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)

[ক] আয়-ব্যয় বিবরণী

[খ] পারিবারিক তহবিল

✅ প্রাপ্তি ও প্রদান হিসাব

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

১২৭. পারিবারিক হিসাবনিকাশের দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)

[ক] পারিবারিক তহবিল

✅ আয়-ব্যয় বিবরণী

[গ] প্রাপ্তি ও প্রদান হিসাব

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

১২৮. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সর্বশেষ ধাপ কোনটি? (জ্ঞান)

✅ আর্থিক অবস্থার বিবরণী

[খ] আয়-ব্যয় বিবরণী

[গ] প্রাপ্তি ও প্রদান হিসাব

[ঘ] পারিবারিক তহবিল

১২৯. পারিবারিক হিসাব ব্যবস্থায় কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)

✅ আয়-ব্যয় বিবরণী

[খ] লাভ লোকসান বিবরণী

[গ] মুনাফা জাতীয় আয়-ব্যয় হিসাব

[ঘ] ক্রয়-বিক্রয় হিসাব

১৩০. পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে শ্রেণিবদ্ধভাবে এবং সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

✅ প্রাপ্তি ও প্রদান হিসাব

[খ] আয়-ব্যয় বিবরণী

[গ] নগদান হিসাব

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

১৩১. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ? (জ্ঞান)

[ক] খতিয়ান বই

✅ নগদান বই

[গ] আয়-ব্যয় বিবরণী

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

১৩২. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদান বইয়ের মতো হলেও নগদান বই নয়? (অনুধাবন)

[ক] জমা-খরচের চূড়ান্ত বিবরণী

[খ] আয়-ব্যয় বিবরণী

✅ প্রাপ্তি-প্রদান হিসাব

[ঘ] উৎপাদন ব্যয় হিসাব

১৩৩. সকল প্রকার নগদ প্রাপ্তি-প্রদান হিসাবের কোন পাশে হিসাবভুক্ত করা হয়? (অনুধাবন)

✅ ডেবিট পাশে

[খ] ক্রেডিট পাশে

[গ] উভয় পাশে

[ঘ] সম্পদ পাশে

১৩৪. সকল নগদ প্রদান প্রাপ্তি-প্রদান হিসাবের কোন পাশে হিসাবভুক্ত করা হয়? (অনুধাবন)

[ক] ডেবিট পাশে

✅ ক্রেডিট পাশে

[গ] উভয় পাশে

[ঘ] দায় পাশে

১৩৫. প্রাপ্তি প্রদান হিসাব থেকে জানা যায় কোনটি? (অনুধাবন)

[ক] আয়ের পরিমাণ

[খ] ব্যয়ের পরিমাণ

[গ] সম্পদের পরিমাণ

✅ নগদ প্রবাহের পরিমাণ

১৩৬. প্রাপ্তি প্রদান হিসাবের কোন দিক সর্বদাই বড় হয়? (অনুধাবন)

[ক] ডান দিক

✅ বাম দিক

[গ] উভয়দিক সমান

[ঘ] সম্পদ দিক

১৩৭. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্ষেত্রে কোনটি সঠিক? (জ্ঞান)

✅ সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে ও প্রদান ক্রেডিট পাশে হিসাবভুক্ত করা হয়

[খ] মূলধন ও মুনাফাজাতীয় আয় সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে লেখা হয়

[গ] মূলধন ও মুনাফাজাতীয় ব্যয়সমূহ প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিকে লেখা হয়

[ঘ] সকল প্রকার সম্পদ ডেবিট দিকে এবং দায়সমূহ ক্রেডিট দিকে লেখা হয়

১৩৮. প্রাপ্তি ও প্রদান হিসাবের মাধ্যমে কোনটি প্রদর্শিত হয়? (জ্ঞান)

[ক] সম্পত্তি ও দায়ের অবস্থা

[খ] মুনাফা জাতীয় আয়-ব্যয়ের পরিমাণ

[গ] পরিবারের আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি

✅ সমাপনী নগদ উদ্বৃত্ত

১৩৯. স্থায়ী সম্পদের অবচয় সংক্রান্ত লেনদেন কোন হিসাবে অন্তর্ভুক্ত হয় না? (অনুধাবন)

✅ প্রাপ্তি-প্রদান হিসাবে

[খ] আয়-ব্যয় বিবরণীতে

[গ] আর্থিক বিবরণীতে

[ঘ] নগদ প্রবাহ বিবরণীতে

১৪০. চলতি সালের মুনাফাজাতীয় আয় এবং মুনাফাজাতীয় ব্যয় নিয়ে নিচের কোনটি তৈরি করা হয়? (অনুধাবন)

[ক] প্রাপ্তি-প্রদান হিসাব

✅ আয়-ব্যয় বিবরণী

[গ] আর্থিক অবস্থার বিবরণী

[ঘ] সম্পদ ও দায়ের বিবরণী

১৪১. হিসাবকাল শেষে শুধুমাত্র চলতি সালের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] আর্থিক অবস্থার বিবরণী

✅ আয়-ব্যয় বিবরণী

[গ] উদ্বৃত্তপত্র

[ঘ] প্রাপ্তি প্রদান হিসাব

১৪২. আয়-ব্যয় বিবরণীতে ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হলে তাকে কী বলে? (জ্ঞান)

[ক] আয়াতিরিক্ত ব্যয়

✅ ব্যয়াতিরিক্ত আয়

[গ] নিট লাভ

[ঘ] নিট ক্ষতি

১৪৩. আয়-ব্যয় বিবরণীতে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে কী বলে? (জ্ঞান)

✅ আয়াতিরিক্ত ব্যয়

[খ] ব্যয়াতিরিক্ত আয়

[গ] আয় উদ্বৃত্ত

[ঘ] ঘাটতি

১৪৪. পারিবারিক আয়-ব্যয় হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে, পার্থক্যকে কী বলা হয়? (জ্ঞান)

[ক] পারিবারিক তহবিল

[খ] সম্পত্তি হিসাবে

[গ] বাড়তি

✅ ঘাটতি

১৪৫. পরিবারের আয়-ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী সৃষ্টি হয়? (জ্ঞান)

✅ পারিবারিক তহবিল হ্রাস পায়

[খ] পারিবারিক বাজেট

[গ] পারিবারিক মোট আয়

[ঘ] পারিবারিক তহবিল

১৪৬. পারিবারিক আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় কোনটি? (জ্ঞান)

[ক] বিগত বছরের মুনাফা জাতীয় ব্যয়

✅ চলতি বছরের প্রাপ্য আয়

[গ] পরবর্তী বছরের মুনাফা জাতীয় ব্যয়

[ঘ] পরবর্তী বছরের মূলধন জাতীয় ব্যয়

১৪৭. পারিবারিক আয়-ব্যয় হিসাব-এর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী সৃষ্টি হয়? (জ্ঞান)

[ক] পারিবারিক বাজেট

✅ পারিবারিক তহবিল

[গ] পারিবারিক মোট আয়

[ঘ] পারিবারিক মোট ব্যয়

১৪৮. আর্থিক অবস্থার বিবরণী বলতে কী বোঝায়? (জ্ঞান)

[ক] আয়-ব্যয় বিবরণী

[খ] দৈনন্দিন লেনদেন বিবরণী

✅ সম্পদ ও দায়ের বিবরণী

[ঘ] জমা-খরচের চূড়ান্ত বিবরণী

১৪৯. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য কী? (জ্ঞান)

[ক] হিসাবকাল শেষে পরিবারের সম্পদ সম্পর্কে ধারণা লাভ

[খ] হিসাবকাল শেষে পরিবারের দায় সম্পর্কে ধারণা লাভ

[গ] পারিবারিক তহবিল সম্পর্কে ধারণা লাভ

✅ হিসাবকাল শেষে পরিবারের সম্পদ, দায় ও পারিবারিক তহবিল সম্পর্কে ধারণা লাভ

১৫০. জনাব আকরাম একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ের মতো তার পরিবারেও কিছু সম্পদ ও দায় রয়েছে। তিনি সম্পদ ও দায়ের অবস্থা জানার জন্য কোনটি তৈরি করবেন? (প্রয়োগ)

[ক] প্রাপ্তি-প্রদান হিসাব

[খ] আয়-ব্যয় বিবরণী

✅ আর্থিক অবস্থার বিবরণী

[ঘ] চূড়ান্ত হিসাব

১৫১. পরিবার ব্যবসায় প্রতিষ্ঠান নয় বলে পরিবারে কোনটি অনুপস্থিত? (অনুধাবন)

[ক] দায়

[খ] সম্পদ

✅ প্রারম্ভিক মূলধন

[ঘ] ঋণ

১৫২. সোহেল আহমেদ তার পরিবারের আর্থিক অবস্থা কতটুকু শক্তিশালী তা জানার জন্যে কোনটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)

[ক] প্রাপ্তি ও প্রদান হিসাব

[খ] আয়-ব্যয় বিবরণী

[গ] লাভ-লোকসান হিসাব

✅ আর্থিক অবস্থার বিবরণী

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১২

১৫৩. পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখানো হয়? (অনুধাবন)

[ক] সম্পদ হিসাবে

[খ] প্রারম্ভিক মূলধন হিসাবে

✅ দায় হিসাবে

[ঘ] আয় হিসাবে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৫৪. আর্থিক বিবরণী প্রস্তুত করা অপরিহার্য। কারণ এর মাধ্যমে- (অনুধাবন)

i. পরিবারের আর্থিক অবস্থার চিত্র পাওয়া যায়

ii. ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হয়

iii. পরিবারের আয় ব্যয়ের সঠিক চিত্র পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৫৫. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ- (অনুধাবন)

i. আয়-ব্যয় হিসাব

ii. নগদান হিসাব

iii. আর্থিক অবস্থার বিবরণী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৬. প্রাপ্তি ও প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয়- (অনুধাবন)

i. মুনাফা জাতীয় প্রদান

ii. বকেয়া আয়

iii. মূলধন জাতীয় প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৭. প্রাপ্তি ও প্রদান হিসাব বহির্ভুত- (অনুধাবন)

i. চলতি বছরের বকেয়া আয় ও ব্যয়

ii. চলতি বছরে অগ্রিম আয় ও ব্যয়

iii. স্থায়ী সম্পদের অবচয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৮. পারিবারিক আর্থিক বিবরণীর প্রাপ্তি-প্রদান হিসাবে লিপিবদ্ধ হয়- (অনুধাবন)

i. মূলধন ও মুনাফা জাতীয় আয়সমূহ ডেবিট দিকে

ii. মূলধন জাতীয় ব্যয়সমূহ ডেবিট দিকে

iii. মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়সমূহ ক্রেডিট দিকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৯. পারিবারিক মুনাফা জাতীয় ব্যয় এর উদাহরণ- (অনুধাবন)

i. খাদ্য ক্রয়

ii. টেলিভিশন ক্রয়

iii. সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬০. প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয়- (অনুধাবন)

i. সকল প্রকার নগদ লেনদেন

ii. মূলধন ও মুনাফা জাতীয় আয়-ব্যয়

iii. সকল প্রকার অনগদ লেনদেন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬১. আয়-ব্যয় বিবরণীর ক্ষেত্রে সঠিক হলো- (অনুধাবন)

i. ব্যয়াতিরিক্ত আয় দ্বারা পারিবারিক তহবিল বৃদ্ধি পায়

ii. ঘাটতি দ্বারা পারিবারিক তহবিল হ্রাস পায়

iii. সব সময় আয় উদ্বৃত্ত হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬২. পারিবারিক আর্থিক বিবরণীতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য হলো- (অনুধাবন)

i. আয়ের উদ্বৃত্ত নির্ণয়

ii. ঘাটতি নির্ণয়

iii. সমাপনী নগদ উদ্বৃত্ত নির্ণয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৩. আর্থিক অবস্থার বিবরণী তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে এর মাধ্যমে- (অনুধাবন)

i. পরিবারের সম্পদ সম্পর্কে জানা যায়

ii. পরিবারের দায় সম্পর্কে জানা যায়

iii. পারিবারিক তহবিল সম্পর্কে জানা যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৬৪. নগদ বিবরণী বা প্রাপ্তি প্রদান হিসাবের বাম দিকের যোগফল সর্বদাই ডান দিকের যোগফল অপেক্ষা বেশি থাকার কারণ- (অনুধাবন)

i. বেশি টাকার পরিমাণগুলো কম দিকে লেখা হয়

ii. প্রদান টাকার পরিমাণ কখনই প্রাপ্ত টাকা অপেক্ষা বেশি হতে পারে না

iii. বামদিকে প্রাপ্তির পরিমাণ ডানদিকে প্রদানের পরিমাণ থাকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৫. প্রাপ্তি ও প্রদান বিবরণী থেকে জানা যায়- (উচ্চতর দক্ষতা)

i. মোট নগদ প্রাপ্তির পরিমাণ

ii. বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ

iii. বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৬৬. প্রাপ্তি-প্রদান হিসাবের জের সর্বদাই আয়-ব্যয় হিসাবের জেরের সমান হয় না, কারণ- (উচ্চতর দক্ষতা)

i. আয়ের সবটুকু নগদে আদায় নাও হতে পারে

ii. আয় অপেক্ষা নগদ খরচের পরিমাণ বেশি হতে পারে

iii. আয়ের উদ্বৃত্ত কখনোই নগদ জমা অপেক্ষা বেশি হতে পারে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় বিবরণী প্রস্তুত প্রণালী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৭. আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় কোনটি হতে? (জ্ঞান)

✅ প্রাপ্তি ও প্রদান হিসাব হতে

[খ] পারিবারিক তহবিল হতে

[গ] আর্থিক অবস্থার বিবরণী হতে

[ঘ] নগদান বই হতে

১৬৮. মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান আয় ব্যয় বিবরণীর কোন দিকে বসবে? (অনুধাবন)

[ক] বিবরণীর আয়ের দিকে

✅ বিবরণের আয় এবং ব্যয়ের দিকে

[গ] বিবরণীর ব্যয়ের দিকে

[ঘ] সম্পদের দিকে

১৬৯. স্থায়ী সম্পদের অবচয় আয়-ব্যয় বিবরণীর কোন দিকে বসবে? (অনুধাবন)

[ক] আয়ের দিকে

✅ ব্যয়ের দিকে

[গ] উভয় দিকে

[ঘ] ক্রেডিট দিকে

১৭০. পরিবারের সদস্যদের পেশা থেকে যে অর্থ প্রাপ্তি ঘটে তাকে কী বলা হয়? (জ্ঞান)

✅ পারিবারিক আয়

[খ] পারিবারিক ব্যয়

[গ] পারিবারিক তহবিল

[ঘ] পারিবারিক সঞ্চয়

১৭১. ডাক্তারের প্র্যাকটিস থেকে প্রাপ্ত অর্থ কোন উৎসের অন্তর্গত? (অনুধাবন)

✅ পেশা হতে আয়

[খ] অনুদান

[গ] অন্যান্য উৎস হতে আয়

[ঘ] মুনাফার অংশ

১৭২. কোনটি পরিবারের স্বাভাবিক আয় হিসেবে গণ্য করা হয়? (অনুধাবন)

[ক] অভিভাবক কর্তৃক নবগঠিত পরিবারকে এককালীন দান

[খ] ঋণের মাধ্যমে প্রাপ্ত অর্থ

✅ পেশা থেকে আয়

[ঘ] সম্পত্তি বিক্রয় করে প্রাপ্ত অর্থ

১৭৩. কমলা বিক্রি করে কৃষকের যে আয় হয় তা তার নিকট কী জাতীয় আয় হিসাবে গণ্য হয়? (অনুধাবন)

[ক] মূলধন জাতীয় প্রাপ্তি

✅ পারিবারিক আয়

[গ] নিয়মিত আয়

[ঘ] মুনাফার অংশ

১৭৪. মূলধন জাতীয় আয়কে কেন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না? (অনুধাবন)

[ক] এটা স্বল্পকালীন ও অনিয়মিত

✅ এটা দীর্ঘকালীন ও অনিয়মিত

[গ] এটা নিয়মিত ও দীর্ঘকালীন

[ঘ] এটা পৌনঃপুনিক ও এককালীন

১৭৫. সঞ্চয়পত্রের সুদ প্রাপ্তি পরিবারের কোন জাতীয় আয়? (জ্ঞান)

[ক] মোট আয়

[খ] মূলধন জাতীয় আয়

[গ] নিট আয়

✅ মুনাফা জাতীয় আয়

১৭৬. কোনটি মুনাফাজাতীয় পারিবারিক আয়? (অনুধাবন)

✅ প্রাপ্ত বাড়ি ভাড়া

[খ] সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ

[গ] বাড়ি নির্মাণ ঋণের সুদ

[ঘ] ব্যাংক থেকে গৃহীত ঋণ

১৭৭. মুনাফাজাতীয় ব্যয় নিচের কোনটি? (অনুধাবন)

[ক] পরিবারের দীর্ঘকালীন ব্যয়

[খ] পরিবারের বাৎসরিক ব্যয়

[গ] পরিবারের মাসিক ব্যয়

✅ পরিবারের দৈনিক ব্যয়

১৭৮. পরিবারে আপ্যায়ন খরচ কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)

[ক] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

[খ] মূলধন জাতীয় ব্যয়

✅ মুনাফা জাতীয় ব্যয়

[ঘ] মূলধনায়িত ব্যয়

১৭৯. পরিবারের আয়-ব্যয় হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা সৃষ্টি হয় কোনটি? (জ্ঞান)

[ক] পারিবারিক বাজেট

[খ] পারিবারিক মোট আয়

[গ] পারিবারিক মোট ব্যয়

✅ পারিবারিক তহবিল

১৮০. পরিবারের দৈনন্দিন বাজার খরচ কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)

[ক] স্থায়ী খরচ

✅ মুনাফা জাতীয় ব্যয়

[গ] বাৎসরিক খরচ

[ঘ] মূলধন জাতীয় ব্যয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮১. আয়-ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে- (অনুধাবন)

i. চলতি বছরের প্রাপ্য আয় ও বকেয়া ব্যয়

ii. স্থায়ী সম্পদের অবচয়

iii. বিগত বছরের আয়-ব্যয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮২. আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে- (অনুধাবন)

i. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না

ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান আয় ব্যয় বিবরণীতে আসবে না

iii. বিগত ও পরবর্তী সালের কোনো আয় ব্যয় এই বিবরণীতে আসবে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮৩. আয়-ব্যয় বিবরণীতে দেখাতে হয় না- (অনুধাবন)

i. মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান হিসাব

ii. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত

iii. প্রাপ্তি ও প্রদান হিসাবের সমাপনী উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৮৪. পারিবারিক তহবিল নির্ণয়ে নিচের কোন সূত্রটি ব্যবহার করা হয়? (জ্ঞান)

✅ পারিবারিক তহবিল = মোট সম্পত্তি-মোট দায়

[খ] পারিবারিক তহবিল = মোট সম্পত্তি-চলতি দায়

[গ] পারিবারিক তহবিল = মোট সম্পত্তি-মোট সম্পদ

[ঘ] পারিবারিক তহবিল = মোট সম্পত্তি -সম্ভাব্য দায়

১৮৫. পারিবারিক তহবিল সৃষ্টি হয় কোনটি দ্বারা? (জ্ঞান)

[ক] ঘাটতি দ্বারা

[খ] ডেবিট উদ্বৃত্ত দ্বারা

✅ আয় উদ্বৃত্ত দ্বারা

[ঘ] বাজেট দ্বারা

১৮৬. আয় উদ্বৃত্ত আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে অন্তর্ভুক্ত করা হয়? (জ্ঞান)

[ক] সম্পদের দিকে দেখানো হয়

[খ] দায়ের দিকে দেখানো হয়

✅ পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয়

[ঘ] পারিবারিক তহবিল থেকে বিয়োগ করা হয়

১৮৭. আয় উদ্বৃত্ত পারিবারিক তহবিলের সাথে কী করা হয়? (জ্ঞান)

[ক] ডেবিট করা হয়

[খ] ক্রেডিট করা হয়

[গ] বিয়োগ করা হয়

✅ যোগ করা হয়

১৮৮. নিচের কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তি হিসাবে বিবেচিত হবে? (জ্ঞান)

[ক] মনিহারি ও বস্ত্র ক্রয়

[খ] কাঁচাবাজার ও খাদ্যসামগ্রী ক্রয়

[গ] দেনাদার ও ব্যাংক ঋণ পরিশোধ

✅ জমি ও সঞ্চয়পত্র ক্রয়

১৮৯. মূলধন জাতীয় ব্যয়ের কারণে পরিবারে কোনটি বৃদ্ধি পায়? (অনুধাবন)

[ক] দায়

[খ] আয় উদ্বৃত্ত

✅ সম্পত্তি

[ঘ] ঘাটতি

১৯০. পরিবারের সম্পদ বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? (জ্ঞান)

[ক] মুনাফা জাতীয় ব্যয় দ্বারা

[খ] মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় দ্বারা

✅ মূলধন জাতীয় ব্যয় দ্বারা

[ঘ] পারিবারিক ব্যয় দ্বারা

১৯১. ‘ফ্রিজ ক্রয়’ কোন জাতীয় ব্যয়? (অনুধাবন)

✅ মূলধন জাতীয় ব্যয়

[খ] মুনাফা জাতীয় ব্যয়

[গ] মুনাফা জাতীয় আয়

[ঘ] মূলধন জাতীয় আয়

১৯২. নচের কোনটি পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ? (অনুধাবন)

[ক] কাঁচাবাজার

✅ কম্পিউটার ক্রয়

[গ] মনিহারি খরচ

[ঘ] বস্ত্রখাতে ব্যয়

১৯৩. কোন ব্যয়গুলো পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে অন্তর্ভুক্ত হয়? (অনুধাবন)

[ক] মুনাফা জাতীয় ব্যয়

[খ] বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

✅ মূলধন জাতীয় ব্যয়

[ঘ] মুলধনায়িত ব্যয়

১৯৪. পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি? (জ্ঞান)

[ক] আপ্যায়ন ব্যয়

[খ] বাড়ি ভাড়া

✅ জমি ক্রয়

[ঘ] ঋণের সুদ

১৯৫. পারিবারিক তহবিল নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)

[ক] প্রাপ্তি-প্রদান হিসাবের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত

[খ] প্রাপ্তি-প্রদান হিসাবের সমাপনী নগদ উদ্বৃত্ত

[গ] প্রারম্ভিক ও সমাপনী নগদ উদ্বৃত্ত

✅ প্রাপ্তি-প্রদান হিসাবের প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত

১৯৬. পরিবারের বাৎসরিক বস্ত্রখাতে বয় কোন জাতীয় ব্যয়? (জ্ঞান)

[ক] মূলধন জাতীয় ব্যয়

✅ মুনাফা জাতীয় ব্যয়

[গ] মোট ব্যয়

[ঘ] নিট ব্যয়

১৯৭. মি. লিটনের ১ জানুয়ারি ২০১৩ তারিখে প্রারম্ভিক সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,২৫,০০০ টাকা। তাঁর পারিবারিক তহবিলের পরিমাণ কত? (প্রয়োগ)

[ক] ৫০,০০০ টাকা

[খ] ৩০,০০০ টাকা

✅ ২৫,০০০ টাকা

[ঘ] ২০,০০০ টাকা

১৯৮. মূলধন ১,০০,০০০ টাকা, ঋণ ৪০,০০০ টাকা ও সম্পত্তি ক্রয় ১,২০,০০০ টাকা হলে, সম্পদ ও দায়ের পার্থক্য কত? (প্রয়োগ)

[ক] ৪০,০০০ টাকা

[খ] ৩০,০০০ টাকা

✅ ২০,০০০ টাকা

[ঘ] ১৫,০০০ টাকা

১৯৯. ৩১-১২-২০১৪ তারিখে পারিবারিক হিসাব প্রস্তুতের সময় মি. রহিম জানতে পারলেন যে, বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ১,০০০ টাকা। হিসাবের কোথায় দেখাতে হবে? (প্রয়োগ)

✅ আয়-ব্যয় হিসাবের ব্যয় পাশে এবং আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে তা লিখবেন

[খ] শুধুমাত্র আয়-ব্যয় হিসাবের ব্যয় পাশে লিপিবদ্ধ করবেন

[গ] শুধুমাত্র উদ্বর্তপত্রের দায় পাশে লিপিবদ্ধ করবেন

[ঘ] কিছুদিন পর হাতে অর্থ আসলে পরিশোধ করবেন ভেবে হিসাব বহিভর্ূত রাখবেন

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০০. পারিবারিক তহবিল প্রভাবিত হয়- (অনুধাবন)

i. ঘাটতির দ্বারা

ii. আয় উদ্বৃত্ত দ্বারা

iii. মুনাফার দ্বারা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২০১. আর্থিক বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে- (অনুধাবন)

i. আয় উদ্বৃত্ত যোগ করা হয়

ii. ঘাটতি বিয়োগ করা হয়

iii. ঋণ অন্তর্ভুক্ত করা হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০২. আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে- (অনুধাবন)

i. পরিবারের কোনো মূলধন থাকে না

ii. প্রারম্ভিক সম্পদ হতে প্রারম্ভিক দায় বাদ দিয়ে পারিবারিক তহবিল নির্ণয় করা হয়

iii. পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবে প্রদর্শন করা হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২০৩. পরিবারের সম্পদ বৃদ্ধি পায়- (অনুধাবন)

i. অনিয়মিত ব্যয়ের মাধ্যমে

ii. মুনাফা জাতীয় ব্যয়ের মাধ্যমে

iii. মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০৪. পারিবারিক চূড়ান্ত হিসাবের পর্যায়গুলো হলো- (অনুধাবন)

i. প্রাপ্তি ও প্রদান হিসাব

ii. আয়-ব্যয় হিসাব

iii. উদ্বৃত্তপত্র

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২০৫. পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে- (অনুধাবন)

i. প্রাপ্তি ও প্রদান হিসাব হতে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে

ii. মূলধন নির্ণয় করতে হবে

iii. আয়-ব্যয় বিবরণী হতে উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৬ ও ২০৭ নং প্রশ্নের উত্তর দাও:

১ জানুয়ারি ২০১৫ সালে মিসেস আবিদা পারিবারিক অবস্থা ছিল নিম্নরুপ:

দালানকোঠা ২,০০,০০০ টাকা, আসবাবপত্র ৮০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা, হাতে নগদ ২০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।

২০৬. ১ জানুয়ারি ২০১৪ মিসেস আবিদার পারিবারিক তহবিল কত ছিল? (উচ্চতর দক্ষতা)

[ক] ৩,৫০,০০০ টাকা

[খ] ৩,৩০,০০০ টাকা

[গ] ৩,০০,০০০ টাকা

✅ ২,৮০,০০০ টাকা

২০৭. মিসেস আবিদা দেনার পরিমাণ কত ছিল? (প্রয়োগ)

[ক] ২০,০০০ টাকা

[খ] ৪০,০০০ টাকা

[গ] ৫০,০০০ টাকা

✅ ৭০,০০০ টাকা

আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০৮. পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্যে যে কোনো ব্যক্তি কোন উদ্যোগটি গ্রহণ করতে পারে? (অনুধাবন)

[ক] জনসেবামূলক উদ্যোগ

✅ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ

[গ] সরকারি চাকরির উদ্যোগ

[ঘ] ব্যবসায় উদ্যোগ

২০৯. মৎস্য চাষ, মৌমাছি চাষ, গবাদি পশু পালন ও হাঁস-মুরগী প্রতিপালন ইত্যাদিকে কী বলা হয়? (জ্ঞান)

✅ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ

[খ] ব্যবসায় উদ্যোগ

[গ] সেবামূলক উদ্যোগ

[ঘ] সরকারি উদ্যোগ

২১০. আত্মকর্মসংস্থান উদ্যোগের মাধ্যমে কী সৃষ্টি করা সম্ভব? (জ্ঞান)

[ক] ভূমির উন্নয়ন করা সম্ভব

✅ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব

[গ] ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করা সম্ভব

[ঘ] ব্যবসায় উন্নয়ন করা সম্ভব

২১১. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ কারা গ্রহণ করতে পারে? (জ্ঞান)

[ক] শিল্প উদ্যোক্তারা

[খ] ব্যবসায়ীরা

[গ] শ্রমিকরা

✅ যেকোনো ব্যক্তি

২১২. শিক্ষিত বেকার যুবক-যুবতী পেশা হিসেবে গ্রহণ করে সচ্ছল জীবনযাপন কীভাবে করতে পারে? (অনুধাবন)

[ক] বিদেশ গমন করে

[খ] অবৈধভাবে ব্যবসায় করে

✅ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করে

[ঘ] জনগণের উন্নয়ন সাধন করে

২১৩. কোনটির ওপর আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের সফলতা নির্ভরশীল? (অনুধাবন)

[ক] নির্ভুল হিসাবরক্ষণ

✅ প্রকল্প বিশ্লেষণ

[গ] সঠিক আয়-ব্যয় নির্ধারণ

[ঘ] সংগৃহীত মূলধন

২১৪. ছোটো খাটো আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প তৈরি এবং তা পরিচালনার জন্য কোনটি অপরিহার্য? (উচ্চতর দক্ষতা)

[ক] পরিকল্পনা

[খ] ব্যয় নিয়ন্ত্রণ

✅ বাজেট এবং যথাযথ হিসাবরক্ষণ ব্যবস্থা

[ঘ] সম্ভাব্য আয়ের হিসাব

২১৫. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয় কোনটি? (জ্ঞান)

[ক] মাছের খাবার ক্রয়ের খরচ

[খ] হাঁস-মুরগির চিকিৎসা খরচ

✅ দুগ্ধখামার নির্মাণের খরচ

[ঘ] প্রকল্পের পাহারাদারের মজুরি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৬. য কোনো ব্যক্তি আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে পারে- (অনুধাবন)

i. পরিবারের উন্নয়নের জন্য

ii. সমাজের উন্নয়নের জন্য

iii. রাষ্ট্রের উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২১৭. আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের উদাহরণ হচ্ছে- (অনুধাবন)

i. হাঁস-মুরগী প্রতিপালন

ii. তাঁত ও কুটির শিল্প প্রকল্প

iii. চিংড়ি চাষ প্রকল্প

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২১৮. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভরশীল- (অনুধাবন)

i. উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতার ওপর

ii. নির্ভুল হিসাবরক্ষণের ওপর

iii. উদ্যোক্তার দক্ষতার ওপর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৯. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের দ্বারা সৃষ্টি হয়- (অনুধাবন)

i. সরকারের রাজস্ব বৃদ্ধি

ii. পরিবারের কর্মসংস্থান

iii. উদ্যোক্তার কর্মসংস্থান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২২০. পারিবারিক বাজেট অনুযায়ী বস্ত্রখাতে শতকরা কতভাগ ব্যয় হয়?

✅ ৫-১০

[খ] ৭-১২

[গ] ১০-১৫

[ঘ] ১০-২০

২২১. পরিবারের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়?

[ক] খাদ্য খাতে

[খ] শিক্ষা খাতে

✅ বাসস্থান খাতে

[ঘ] বস্ত্রখাতে

২২২. প্রাপ্তি প্রদান হিসাব থেকে কী জানা যায়?

[ক] প্রারম্ভিক সম্পদসমূহ

[খ] প্রারম্ভিক দায়সমূহ

[গ] সমাপনী সম্পদসমূহ

✅ নগদ প্রবাহ

২২৩. প্রাপ্তি ও প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কোন বইয়ের অনুরূপ?

[ক] খতিয়ান বই

✅ নগদান বই

[গ] আয়-ব্যয় বিবরণী

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

২২৪. পারিবারিক তহবিলের সাথে যোগ করা হয় কোনটি?

✅ ব্যয়াতিরিক্ত আয়

[খ] আয়াতিরিক্ত ব্যয়

[গ] ঘাটতি

[ঘ] মূলধন

২২৫. অনিয়মিত ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়ের কারণে পরিবারের কোনটি বৃদ্ধি পায়?

[ক] দায়

[খ] আয় উদ্বৃত্ত

✅ সম্পত্তি

[ঘ] ঘাটতি

২২৬. তোমার পরিবারের আয় ৫০,০০০ টাকা। বাসস্থান খাতে ব্যয় ১৬,৭০০ টাকা। খরচের হার কত?

[ক] ২১%

[খ] ২০%

✅ ৩৩%

[ঘ] ৯%

২২৭. পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে দেখানো হয়?

[ক] সম্পদ হিসেবে

[খ] প্রারম্ভিক মূলধন হিসেবে

✅ দায় হিসেবে

[ঘ] আয় হিসেবে

২২৮. মাহাদীদের পরিবারের খাদ্য খাতে ব্যয় হয় ৪৮,০০০ টাকা তাদের পরিবারিক আয় ২,০০,০০০ টাকা খাওয়ারী বণ্টন অনুযায়ী মাহাদীদের খাদ্য খাতে ব্যয়-

[ক] খুবই কম

[খ] বেশি

[গ] মাত্রাতিরিক্ত

✅ যুক্তিসংগত

২২৯. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প তৈরি ও পরিচালনার জন্য অপরিহার্য-

✅ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ

[খ] সঠিক আয় ব্যয়

[গ] বাজেট ও যথার্থ হিসাব রক্ষণ

[ঘ] শিক্ষিত বেকার যুবক-যুবতি

২৩০. পরিবারের আর্থিক দুর্বলতা খুঁজে বের করা এবং সংশোধনীর প্রতিষেধক হিসেবে কাজ করে কোনটি?

[ক] পারিবারিক বাজেট

[খ] পারিবারিক আয়-ব্যয়

✅ পারিবারিক হিসাব ব্যবস্থা

[ঘ] ভবিষ্যত পরিকল্পনা

২৩১. দান-দক্ষিণা কোন জাতীয় পারিবারিক আয়?

[ক] নিয়মিত

[খ] প্রাত্যহিক

✅ অনিয়মিত

[ঘ] অনিয়ন্ত্রিত

২৩২. মি. ফারুকের বার্ষিক আয় ১,৮০,০০০ টাক। তিনি খাদ্য খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন?

[ক] ৩৬,০০০ টাকা

✅ ৪৫,০০০ টাকা

[গ] ৫৪,০০০ টাকা

[ঘ] ৭২,০০০ টাকা

২৩৩. পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয় করা হয়?

[ক] ১৫% – ২০%

[খ] ২০% – ২৫%

[গ] ২৫% – ৩০%

✅ ৩০% – ৪০%

২৩৪. পারিবারিক আর্থিক বিবরণীর প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?

[ক] আয়-ব্যয় বিবরণী

[খ] পারিবারিক তহবিল

✅ প্রাপ্তি ও প্রদান হিসাব

[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

২৩৫. ১ জানুয়ারি তারিখে জনাব এনাম ৮,০০,০০০ টাকার বাড়িঘর, ২,০০,০০০ টাকার আসবাবপত্র ও ১০,০০০ টাকার ঋণ ছিল। তার পারিবারিক তহবিল কত?

[ক] ১,০০,০০০ টাকা

✅ ৯,৯০,০০০ টাকা

[গ] ৮,০০,০০০ টাকা

[ঘ] ২,১০,০০০ টাকা

২৩৬. পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি?

[ক] আপ্যায়ন ব্যয়

[খ] বাড়িভাড়া

✅ জমি ক্রয়

[ঘ] ঋণের সুদ

২৩৭. পারিবারিক হিসাবনিকাশের ফলে-

i. পরিবারের সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়

ii. সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পায়

iii. আয়ের সাথে ব্যয়ের সংগতি রক্ষা করা যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৩৮. পারিবারিক আয়ের উৎস হলো-

i. দান-দক্ষিণা

ii. লাভ বা মুনাফা

iii. সঞ্চয়ের প্রবণতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৩৯. পারিবারিক আর্থিক বিবরণীর ধাপসমূহ হলো- (অনুধাবন)

i. প্রাপ্তি ও প্রদান হিসাব

ii. আয়-ব্যয় বিবরণী

iii. আর্থিক অবস্থার বিবরণী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪০. পারিবারিক সুষ্ঠু হিসাবনিকাশের মাধ্যমে-

i. নৈতিক মূল্যবোধ সৃষ্টি হয়

ii. ভোগ প্রবণতা হ্রাস পায়

iii. পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪১. পারিবারিক বাজেট হতে হবে-

i. বাস্তবধর্মী

ii. যুক্তিসংগত

iii. কাল্পনিক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪২. পরিবার অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসাবে তৈরি করে-

i. আয়-ব্যয় বিবরণী

ii. আর্থিক অবস্থার বিবরণী

iii. লাভ-লোকসান বিবরণী

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪৩. প্রাপ্তি ও প্রদান হিসাব লিপিবদ্ধ করা হয়-

i. মুনাফা জাতীয় প্রদান

ii. বকেয়া আয়

iii. মূলধন জাতীয় প্রাপ্তি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪৪. আত্মকর্মসংস্থানের ফলে উন্নয়ন হয়-

i. উদ্যোক্তার

ii. পরিবারের

iii. সমাজের

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৫ ও ২৪৬ নং প্রশ্নের উত্তর দাও:

জনাব আরিফ ৩০,০০০ টাকা বেতনে চাকরি করেন এবং অন্যান্য খাত হতে গড়ে তিনি মাসিক ১০,০০০ টাকা আয় করেন।

২৪৫. জনাব আরিফ খাদ্যখাতে সর্বোচ্চ ব্যয় করেন-

[ক] ১,৫০,০০০ টাকা

✅ ১,২০,০০০ টাকা

[গ] ১,৬০,০০০ টাকা

[ঘ] ১,৪০,০০০ টাকা

২৪৬. তিনি বাসস্থান খাতে সর্বোচ্চ ব্যয় করেন-

✅ ১,৯২,০০০ টাকা

[খ] ১,৮০,০০০ টাকা

[গ] ১,৭০,০০০ টাকা

[ঘ] ১,৮২,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪৭ ও ২৪৮নং প্রশ্নের উত্তর দাও:

জনাব তৌহিদের পরিবারে জানুয়ারি ২০১৪ তারিখের পরিবারের তহবিলের পরিমাণ ২,০০,০০০ টাকা ছিল। উক্ত বছরে তার পরিবারে মুনাফা জাতীয় আয়ের তুলনায় ব্যয় ১২,০০০ টাকা কম ছিল।

২৪৭. উক্ত পারিবারিক আয়-ব্যয় হিসাবের-

i. ডেবিট উদ্বৃত্ত হবে

ii. ক্রেডিট উদ্বৃত্ত হবে

iii. ক্রেডিট পাশে ১২,০০০ টাকা বেশি হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪৮. পারিবারটির সমাপনী পারিবারিক তহবিল কত হবে?

[ক] ১২,০০০

[খ] ১,৮৮,০০০

[গ] ২,০০,০০০

✅ ২,১২,০০০

Leave a Comment