SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download ~ Exam Cares

৯ম-১০ম শ্রেণির গাইড

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

সাধারণ বিজ্ঞান

তৃতীয় অধ্যায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.

SSC General Science

MCQ

Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি

🔷 রক্ত : রক্ত একটি ক্ষারধর্মী তরল জটিল টিস্যু। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন হিসেবে রক্তে অক্সিজেন পরিবহন করে।

🔷 রক্তের উপাদান : রক্তের প্রধান উপাদানগুলো হলো- রক্তরস বা প্লাজমা এবং রক্তকণিকা। রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% রক্তকণিকা। রক্তকণিকাগুলো প্রধানত তিন রকমের। যথা : লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা।

🔷 রক্তকণিকার কাজ :

i. লোহিত কণিকার প্রধান কাজ হলো দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা।

ii. শ্বেতকণিকার প্রধান কাজ হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা।

iii. অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করতে সাহায্য করা।

🔷 রক্তের কাজ :

i. শ্বাসকার্য : রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে পরিবহন করে। লোহিত কণিকা ও রক্তরস প্রধানত এ কাজটি করে।

ii. হরমোন পরিবহন : অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবহন করে।

iii. খাদ্যসার পরিবহন : দেহের সঞ্চয় ভাণ্ডার থেকে এবং পরিপাককৃত খাদ্যসার দেহের টিস্যু কোষগুলোতে বহন করে।

iv. বর্জ্য পরিবহন : নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থগুলোকে বৃক্কে পরিবহন করে।

v. উষ্ণতা নিয়ন্ত্রণ : দেহে তাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

vi. রোগ প্রতিরোধ : দেহে রোগজীবাণু প্রবেশ করলে মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। লিম্ফোসাইট শ্বেত কণিকা অ্যান্টিবডি গঠন করে দেহের ভেতরের জীবাণুকে ধ্বংস করে এবং বাইরের থেকে জীবাণু দ্বারা আক্রমণ প্রতিহত করে।

🔷 রক্তের গ্রুপের বৈশিষ্ট্য : অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণিবিন্যাসকে রক্তের গ্রুপ বলে। অ্যান্টিজেন A ও B এই দুই ধরনের হয়। যে মানুষের রক্তকোষে A অ্যান্টিজেন থাকে তাকে গ্রুপ A, যে মানুষের রক্তকোষে B অ্যান্টিজেন থাকে তাকে গ্রুপ B, যে মানুষের রক্তে A ও B উভয় অ্যান্টিজেন থাকে তাকে AB গ্রুপ এবং যার মধ্যে A ও B অ্যান্টিজেনের কোনোটিই থাকে না, তাকে গ্রুপ O বলে আখ্যায়িত করা হয়।

🔷 রক্ত গ্রহণে প্রয়োজনীয় সতর্কতা : এক ব্যক্তির দেহ থেকে রক্ত অন্য ব্যক্তির দেহে প্রদান করতে হলে উভয় ব্যক্তির রক্ত সমবিভাগের হতে হয়। সমবিভাগের না হলে ভিন্ন গ্রুপের রক্ত গ্রহিতার রক্তকে জমাট বাঁধিয়ে প্রাণহানির কারণ হতে পারে। মাদকসেবী, জটিল রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে।

🔷 Rh ফ্যাক্টর : Rh ফ্যাক্টর রেসাস (Rhesus) নামক বানরের সাথে রক্তকণিকায় অবস্থিত এক ধরনের অ্যাগ্লুটিনোজেন।

Rh ফ্যাক্টরের গুরুত্ব :

সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একজন Rh- (Rh নেগেটিভ) মহিলার সঙ্গে Rh+ (Rh পজেটিভ) পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে Rh+, কারণ Rh+ একটি প্রকট বৈশিষ্ট্য। ভ্রূণ অবস্থায় সন্তানের Rh+ ফ্যাক্টরযুক্ত লোহিত কণিকা Agরার মাধ্যমে রক্তে এসে পৌঁছাবে। ফলে মায়ের রক্ত Rh- হওয়ায় তার রক্তরসে অ্যান্টি Rh ফ্যাক্টর (অ্যান্টিবডি) উৎপন্ন হবে।

অ্যান্টি Rh ফ্যাক্টর মায়ের রক্ত থেকে Agরার মাধ্যমে ভ্রূণের রক্তে প্রবেশ করে ভ্রূণের লোহিত কণিকাকে ধ্বংস করে। ফলে ভ্রূণও বিনষ্ট হয় এবং গর্ভপাত ঘটে। এ অবস্থায় শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচণ্ড রক্তস্বল্পতা এবং জন্মের পর জন্ডিস রোগ দেখা দেয়।

যেহেতু Rh বিরোধী অ্যান্টিবডি মাতৃদেহে খুব ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই প্রথম সন্তানের কোনো ক্ষতি হয় না এবং সুস্থ জন্মায়। কিন্তু পরবর্তী গর্ভাধারণ থেকে জটিলতা শুরু হয় এবং ভ্রূণ এতে মারা যায়। তাই বিয়ের আগে হবু বর-কনের রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত এবং একই Rh ফ্যাক্টরযুক্ত (হয় Rh+ নয়তো, Rh-) দম্পতি হওয়া উচিত।

🔷 রক্ত সঞ্চালন : মানুষের রক্তসংবহনতন্ত্র হৃৎপিণ্ড, ধমনি, শিরা ও কৈশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনি ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল বলে। অলিন্দে যখন সিস্টোল হয় নিলয় তখন ডায়াস্টোল অবস্থায় থাকে। এভাবে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমে সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালিত হয়।

🔷 আদর্শ রক্তচাপ, হার্টবিট, হার্টরেট এবং পালসরেটের মধ্যে সম্পর্ক : হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। স্বাভাবিক রক্তচাপকে ১৪০/৯০ (mmHg) আকারে প্রকাশ করা হয়। একটি সিস্টোল ও একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন হয়। সময় লাগে প্রায় ০. ৮ সেকেন্ড। একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৬০-১০০ বার হয়। এটিকে হার্টবিট বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয়, তখন তাকে পালসরেট বলে। আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনিতে হার্টবিটের স্পন্দন গণনা করা যায়। আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপের ডায়াফ্রাম বসিয়ে এবং স্টেথোস্কোপের নলের শেষ প্রান্ত দুটি কান লাগিয়েও এ শব্দ অনুভব করা যায়।

🔷 রক্তচাপজনিত শারীরিক সমস্যা সৃষ্টির কারণ ও প্রতিরোধের কৌশল : শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করতে থাকে, তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। রক্তের চাপ যদি কম থাকে তা হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি। তবে অতিরিক্ত শারীরিক ওজন, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থিরচিত্ত ও মানসিক চাপ, রক্তে কোলেস্টেরলের আধিক্য ব্যক্তিদের মধ্যে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি। এক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে- স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক ও ফেইলিউর, বৃক্কের কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো মারাত্মক নয়।

তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধা সৃষ্টি হয়। রক্তচাপজনিত সমস্যা প্রতিরোধে যেসব কৌশল গ্রহণ করা যেতে পারে তা হলো- ১. ডায়াবেটিস যদি থাকে তা নিয়ন্ত্রণ করা, ২. দেহের ওজন বৃদ্ধি না করা, ৩. চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, ৪. মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকা, ৫. নিয়মিত ব্যায়াম করা, ৬. ৭-৮ ঘণ্টা ঘুমানো ইত্যাদি।

বোর্ড বইয়ের অনুশীলনীর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. জমাট বাঁধানো কোনটির কাজ?

[ক] লোহিত কণিকা

✅ অণুচক্রিকা

[গ] শ্বেত কণিকা

[ঘ] লসিকা কোষ

২. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে-

[ক] ধমনি ও পালমোনারি ধমনি

[খ] শিরা ও পালমোনারি শিরা

✅ ধমনি ও পালমোনারি শিরা

[ঘ] শিরা ও ধমনি

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

অভিষেক ঢাকা হতে মানিকগঞ্জ যাবার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়। ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল আমি রক্ত দিতে পারব।

৩. অভিষেকের রক্তের গ্রুপ কী ছিল?

[ক] A

[খ] B

[গ] AB

✅ O

৪. রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই?

[ক] O2

[খ] CO2

✅ Cl2

[ঘ] N2

৫. মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন?

[ক] ৬০ দিন

[খ] ৮০ দিন

✅ ১২০ দিন

[ঘ] ১৬০ দিন

৬. লিউকোমিয়া কী?

[ক] নিউমোনিয়া

[খ] প্লেগ

[গ] কলেরা

✅ ব্লাড ক্যান্সার

৭. ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি?

✅ চোখে ঝাপসা দেখা

[খ] খাওয়ার প্রতি আকর্ষণ কমে যায়

[গ] শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ হয়

[ঘ] মনঃসংযোগ নষ্ট হয়

৮. অণুচক্রিকার গড় আয়ু কত?

[ক] ১-৫ দিন

✅ ৫-১০ দিন

[গ] ১-১৫ দিন

[ঘ] ১১০-১২০দিন

৯. কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই?

[ক] A

[খ] B

✅ O

[ঘ] AB

১০. শ্বেত রক্তকণিকার কাজ কোনটি?

✅ রোগ জীবাণু ধ্বংস করা

[খ] অক্সিজেন পরিবহন করা

[গ] রক্ত জমাটবদ্ধ করা

[ঘ] কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা

১১. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট?

[ক] ৫

✅ ৪

[গ] ৩

[ঘ] ২

১২. রক্তের তরল অংশকে কী বলে?

[ক] লসিকা

[খ] রক্তকোষ

✅ প্লাজমা

[ঘ] সিরাম

১৩. কোন রোগটির কারণে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়?

[ক] পলিসাইথিমিয়া

[খ] অ্যানিমিয়া

[গ] লিউকোমিয়া

✅ পারপুরা

১৪. কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে?

[ক] A

[খ] B

[গ] O

✅ AB

১৫. রক্ত রসে পানির পরিমাণ কত?

[ক] ৮৭%

[খ] ৮৮%

[গ] ৮৯%

✅ ৯০%

১৬. শ্বেত কণিকার গড় আয়ু কত দিন?

✅ ১-১৫

[খ] ১-১৪

[গ] ১-১৩

[ঘ] ১-১২

১৭. রক্তরসে থাকে-

i. অক্সিজেন

ii. ক্লোরিন

iii. কার্বন ডাইঅক্সাইড

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮. শ্বেত রক্তকণিকা-

i. প্লিহা থেকে উৎপন্ন হয়

ii. হেপারিন নিঃসৃত করে

iii. কোষে অক্সিজেন সরবরাহ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৯. শ্বেত রক্তকণিকা-

i. অ্যান্টিবডি গঠন করে

ii. হেপারিন নিঃসৃত করে

iii. কার্বন ডাইঅক্সাইড নির্গত করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০. নাড়ির গতি নির্ধারণ হয়-

i. শিরার মাধ্যমে

ii. কৈশিকনালীর মাধ্যমে

iii. ধমনির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ iii

[ঘ] i ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :

রহমান সাহেব যথেষ্ট খাওয়া সত্ত্বেও তার ওজন কমতে থাকে, অবসাদ ও ক্লান্তি বোধ করেন এবং দৃষ্টিশক্তি কমে আসছে। এ সব কারণে ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ঔষধ ও নিয়ম মেনে চলার উপদেশ দিলেন।

[ঢা. বো. ’১৫]

২১. রহমান সাহেবের কি রোগ হয়েছে?

✅ মধুমেহ

[খ] উচ্চ রক্তচাপ

[গ] হার্ট ব্লক

[ঘ] ক্যান্সার

২২. উক্ত অবস্থায় রহমান সাহেব-

i. খাদ্য নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা মেনে চলতে হবে

ii. শর্করা বেশি খেতে হবে

iii. মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করতে হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ i ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

রত্নার রক্তে কোনো অ্যান্টিজেন নেই ও জয(-)। কিন্তু রত্নার স্বামীর রক্তে জয(+)।

২৩. রত্না কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে?

✅ O ও Rh (+)

[খ] A ও Rh (-)

[গ] AB ও Rh (-)

[ঘ] B ও Rh (+)

২৪. গর্ভধারণের ক্ষেত্রে রত্নার-

i. ২য় ভ্রূণ মারা যাবে

ii. লোহিত রক্তকণিকা জমাট বাঁধতে পারে

iii. শিশুর জণ্ডিস হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :

২৫. অ এর কোন প্রকারটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?

✅ বেসোফিল

[খ] নিউট্রোফিল

[গ] অণুচক্রিকা

[ঘ] ইওসিনোফিল

২৬. B এর আয়ুষ্কাল কত দিন?

✅ ১০

[খ] ১৫

[গ] ১২০

[ঘ] ১৫০

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

সালমার রক্তের গ্রুপ ‘O’ এবং Rh- এবং তার স্বামীর ‘A’। তাদের তিন বছর বয়সের একটি সন্তান রয়েছে। এখন সালমা আরও একটি সন্তান নিতে চাচ্ছেন। কিন্তু তার স্বামীর রক্ত পরীক্ষা করে ডাক্তার তাকে সন্তান নিতে নিষেধ করলেন।

২৭. সালমার রক্তের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

[ক] A এন্টিজেন নেই

[খ] B এন্টিবডি নেই

✅ কোনো এন্টিজেন নেই

[ঘ] কোনো এন্টিবডি নেই

২৮. ডাক্তার সালমাকে সন্তান নিতে নিষেধ করার কারণ-

i. ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে

ii. গর্ভপাত হতে পারে

iii. সন্তানের রক্তস্বল্পতা হতে পারে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

রক্ত, রক্ত উপাদান ও রক্তের অস্বাভাবিকতা – পৃষ্ঠা : ৪৫-৫১

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯. রক্তে রক্তকণিকার শতকরা হার কত? (জ্ঞান)

[ক] ৫৫%

[খ] ৫০%

[গ] ৪৭%

✅ ৪৫%

৩০. রক্তরসে আসার পূর্বে লোহিত কণিকাগুলো নিউক্লিয়াসবিহীন হয়ে যায় কোন প্রাণীতে? (জ্ঞান)

✅ স্তন্যপায়ী প্রাণীর

[খ] পক্ষীকুল

[গ] মেরুদণ্ডী প্রাণী

[ঘ] মাছ

৩১. একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? (জ্ঞান)

[ক] ৪. ৫ লিটার

[খ] ৪. ৫-৬ লিটার

✅ ৫-৬ লিটার

[ঘ] ৬-৭ লিটার

৩২. প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের ক্ষেত্রে রক্তে RBC-এর পরিমাণ কত? (জ্ঞান)

✅ ৪. ৫-৫. ৫ লাখ/ঘন মিমি

[খ] ৫. ১-৫. ৯৫ লাখ/ঘন মিমি

[গ] ৬-৬. ২ লাখ/ঘন মিমি

[ঘ] ৬. ২-৬. ৫ লাখ/ঘন মিমি

৩৩. প্রতি ঘনমিলিমিটারে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের রক্তে WBC এর সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ২৫০০-৫০০০

✅ ৪০০০-১০,০০০

[গ] ৬০০০-৮০০০

[ঘ] ৫০০০-৯০০০

৩৪. প্রতি ঘন মিলিমিটারে পুরুষের রক্তে অণুচক্রিকার সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ১,০০,০০০-৪,০০,০০০

[খ] ১,৩০,০০০-৪,০০,০০০

✅ ১,৫০,০০০ – ৪,০০,০০০

[ঘ] ২,০০,০০০ – ৪,০০,০০০

৩৫. অণুচক্রিকার গড় আয়ু কত দিন? (জ্ঞান)

[ক] ১৫

[খ] ১-১৫

✅ ৫-১০

[ঘ] ৫-২৫

৩৬. রক্তনালির ভিতরে রক্ত জমাট বাঁধাকে কী বলা হয়? (জ্ঞান)

[ক] কোয়াগুলেশন

[খ] রক্ততঞ্চন

✅ থ্রম্বোসিস

[ঘ] হিমোলাইসিস

৩৭. রক্তের বর্ণ লাল হওয়ার কারণ কোনটি? (অনুধাবন)

[ক] লাল রঞ্জক পদার্থ

✅ হিমোগ্লোবিন

[গ] হিমোসায়ানিন

[ঘ] রক্তরস

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

৩৮. কোন যন্ত্রের সাহায্যে রক্ত থেকে রক্তকণিকা ও রক্তরসকে পৃথক করা যায়? (জ্ঞান)

[ক] টারবাইন

[খ] স্ফিগমোম্যানোমিটার

✅ সেন্ট্রিফিউগাল

[ঘ] তড়িৎ যন্ত্র

৩৯. লোহিত কণিকার উৎপত্তিস্থল কোনটি? (অনুধাবন)

[ক] প্লিহা

[খ] যকৃৎ

✅ অস্থিমজ্জা

[ঘ] হৃৎপিণ্ড

৪০. রক্তে লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে কী হয়? (অনুধাবন)

[ক] পাণ্ডুরোগ হয়

✅ অ্যানিমিয়া হয়

[গ] যক্ষা হয়

[ঘ] ক্যানসার হয়

৪১. রক্ততঞ্চন ঘটার জন্য অণুচক্রিকার মূল উপাদান নিচের কোনটি? (অনুধাবন)

[ক] ফাইব্রিন

[খ] অ্যাকটিন

✅ থ্রম্বোপ্লাসটিন

[ঘ] হিস্টাসিন

৪২. থ্রম্বোসাইটোসিসে কী ঘটে? (অনুধাবন)

[ক] অণুচক্রিকার সংখ্যা হ্রাস পায়

✅ অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পায়

[গ] শ্বেত কণিকা হ্রাস পায়

[ঘ] লোহিত রক্ত কণিকা বৃদ্ধি পায়

৪৩. রক্তের কণিকাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কণিকা কোনটি? (অনুধাবন)

[ক] লোহিত কণিকা

[খ] ইওসিনোফিল

✅ অণুচক্রিকা

[ঘ] বেসোফিল

৪৪. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে তরল যোজক কলার কোন কোষ যুক্ত? (অনুধাবন)

[ক] লোহিত কণিকা

[খ] অণুচক্রিকা

✅ লিম্ফোসাইট

[ঘ] বেসোফিল

৪৫. হেপারিন নিঃসৃত হয় কোন রক্ত কোষ থেকে? (অনুধাবন)

[ক] প্লাজমা

[খ] মনোসাইট

[গ] লিম্ফোসাইট

✅ বেসোফিল

৪৬. নিচের কোনটি মানবদেহে অক্সিজেন বহন করে দেহের বিভিন্ন কলাকোষে নিয়ে যায়? (অনুধাবন)

[ক] রক্তরস

✅ লোহিত রক্ত কণিকা

[গ] অণুচক্রিকা

[ঘ] শ্বেতকণিকা

৪৭. প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের রক্তে প্রতিঘন মিলিমিটারে RBC এর সংখ্যা কত? (অনুধাবন)

[ক] ৫,০০০

[খ] ৫০,০০০

[গ] ৬০,০০০

✅ ৫,০০,০০০

৪৮. RBC-এর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধিকে কী বলে? (অনুধাবন)

[ক] লিউকেমিয়া

[খ] অ্যানিমিয়া

[গ] লিউকোসাইটোসিস

✅ পলিসাইথিমিয়া

৪৯. রক্ত বাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোনটি? (অনুধাবন)

[ক] হিমোগ্লোবিন

✅ হেপারিন

[গ] থ্রম্বিন

[ঘ] রক্তরস

৫০. অ্যাগ্রানুলোসাইট শ্বেত কণিকা কোনটি? (অনুধাবন)

[ক] নিউট্রোফিল

[খ] বেসোফিল

✅ মনোসাইট

[ঘ] ইউসিনোফিল

৫১. কোনটিতে রক্তের অ্যান্টিজেন থাকে? (অনুধাবন)

[ক] রক্তরসে

✅ রক্তকোষ RBC তে গ সিরামে

[ঘ] হিমোগ্লোবিনে

৫২. রক্তের তরলতা বজায় রাখে কোনটি? (অনুধাবন)

[ক] লসিকা

[খ] লসিকা নালি

[গ] রক্তকণিকা

✅ রক্তরস

৫৩. শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী? (অনুধাবন)

[ক] লোহিত কণিকা সৃষ্টি করা

✅ জীবাণু ধ্বংস করা

[গ] পুষ্টি সরবরাহ করা

[ঘ] অক্সিজেন বহন করা

৫৪. মানবদেহে তরল টিস্যু কোনটি? (অনুধাবন)

✅ রক্ত

[খ] রক্তরস

[গ] রক্ত কণিকাসমূহ

[ঘ] শ্বেতকণিকা

৫৫. রক্ত কী কী নিয়ে গঠিত? (অনুধাবন)

[ক] রক্তরস এবং প্লাজমা

[খ] অণুচক্রিকা ও প্লাজমা

✅ রক্তকণিকা এবং রক্তরস

[ঘ] লোহিত কণিকা ও প্লাজমা

৫৬. উৎপন্নের পর লোহিত রক্ত কণিকাগুলো সঞ্চিত থাকে কোথায়? (জ্ঞান)

[ক] অস্থিমজ্জায়

✅ প্লিহায়

[গ] যকৃতে

[ঘ] প্যানক্রিয়াসে

৫৭. লিউকোসাইটোসিস কী? (প্রয়োগ)

[ক] অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি

✅ শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি

[গ] লোহিত কণিকার বৃদ্ধি

[ঘ] শ্বেত কণিকার সংখ্যা হ্রাস

৫৮. মানুষের রক্তে অবস্থিত তিন প্রকার রক্তকণিকা কোনগুলো? (অনুধাবন)

[ক] এরিথ্রোসাইট, লিউকোসাইট, হিমোগ্লোবিন

[খ] এরিথ্রোসাইট, লিউকোসাইট, রক্তরস

✅ এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট

[ঘ] এরিথ্রোসাইট, হিমোগ্লোবিন, রক্তরস

৫৯. ইওসিনোফিলের প্রধান কাজ কোনটি? (অনুধাবন)

[ক] অ্যান্টিবডি উৎপাদন করা

[খ] হেপারিন ক্ষরণ করা

✅ এলার্জি প্রতিরোধ করা

[ঘ] রক্ততঞ্চন করা

৬০. লিম্ফোসাইটের কাজ কোনটি? (অনুধাবনা)

[ক] রক্ততঞ্চনে সহায়তা করা

✅ অ্যান্টিবডি উৎপাদন করা

[গ] অক্সিজেন পরিবহন করা

[ঘ] এলার্জি প্রতিরোধ করা

৬১. পিতা ও মাতার অটোজোম ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন রোগ সৃষ্টি হয়? (জ্ঞান)

[ক] পারপুরা রোগ

✅ থ্যালাসিমিয়া

[গ] লিউকেমিয়া

[ঘ] অ্যানিমিয়া

৬২. মানুষের রক্তে হিমোগ্লোবিনে উপস্থিত খনিজ পদার্থের নাম কী? (জ্ঞান)

[ক] কপার

[খ] জিঙ্ক

✅ লোহা

[ঘ] সোডিয়াম

৬৩. রক্তে শ্বেতকণিকার সংখ্যা যখন অত্যধিক হারে বেড়ে ৫০,০০০ – ১,০০,০০০ হয় তখন তাকে কী বলে? (জ্ঞান)

[ক] লিউকোপেনিয়া

✅ লিউকেমিয়া

[গ] পারপুরা

[ঘ] লিউকোসাইটোসিস

৬৪. লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে কী বলে? (জ্ঞান)

✅ পলিসাইথিমিয়া

[খ] অ্যানিমিয়া

[গ] থ্যালাসিমিয়া

[ঘ] লিউকেমিয়া

৬৫. মানুষের এরিথ্রোসাইটের জীবনকাল কত দিন? (জ্ঞান)

[ক] ১০০

✅ ১২০

[গ] ১৪০

[ঘ] ১৯০

৬৬. রক্তের অক্সিজেন পরিবহন করে কোনটি? (অনুধাবন)

[ক] লোহিত কণিকা

[খ] রক্তরস

[গ] রক্তকণিকা

✅ অক্সিহিমোগ্লোবিন

৬৭. রক্তের প্রধান উপাদানগুলোর কোনটির পরিমাণ কত? (জ্ঞান)

[ক] রক্তরস ৪৫% এবং রক্তকণিকা ৫৫%

[খ] রক্তরস ৫০% এবং রক্তকণিকা ৫০%

✅ রক্তরস ৫৫% এবং রক্ত কণিকা ৪৫%

[ঘ] রক্তরস ৪০% এবং রক্তকণিকা ৬০%

৬৮. শ্বসনের ফলে কোষে সৃষ্ট CO2 -কে ফুসফুসে পরিবহন করে কী হিসেবে? (অনুধাবন)

[ক] কার্বাইড হিসেবে

[খ] বাইকার্বাইড হিসেবে

✅ বাইকার্বনেট হিসেবে

[ঘ] কার্বনেট হিসেবে

৬৯. কোনটি হরমোন, এনজাইম ও লিপিডকে দেহের বিভিন্ন অংশে বহন করে? (অনুধাবন)

✅ রক্তরস

[খ] রক্তকণিকা

[গ] লোহিত রক্ত কণিকা

[ঘ] শ্বেত রক্তকণিকা

৭০. নিচের কোনটির অক্সিজেন বহন করার ক্ষমতা আছে? (অনুধাবন)

[ক] রক্তরস

✅ রক্ত

[গ] সিরাম

[ঘ] লসিকা

৭১. গ্লোবিউলিন কী? (অনুধাবন)

✅ রক্তরসের প্রোটিন

[খ] সিরাম

[গ] অ্যান্টিজেন

[ঘ] লসিকা কলার অংশ

৭২. কোন ধরনের শ্বেতকণিকা থেকে হেপারিন ও হিস্টাসিন উভয় নিঃসৃত হয়? (জ্ঞান)

[ক] মনোসাইট

✅ বেসোফিল

[গ] নিউট্রোফিল

[ঘ] লিম্ফোসাইট

৭৩. দেহে রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন কোনটি? (অনুধাবন)

✅ নিউট্রোফিল

[খ] থ্রম্বোসাইট

[গ] হেপারিন

[ঘ] থ্রম্বিন

৭৪. রক্তের কোন উপাদান রক্ত বাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? (জ্ঞান)

[ক] থ্রম্বিন

[খ] হিমোগ্লোবিন

✅ হেপারিন

[ঘ] রক্তরস

৭৫. রক্তবাহিকা কেটে গেলে রক্ততঞ্চনে প্রয়োজন হয় কোনটি? (অনুধাবন)

[ক] Na+ ও প্রোথ্রম্বিন

[খ] Na+ ও K+

[গ] Na+ ও থ্রম্বোপ্লাস্টিন

✅ Ca+ ও থ্রম্বোপ্লাস্টিন

৭৬. কেটে গেলে রক্ত জমাটের সঠিক প্রক্রিয়া কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] থ্রম্বোসাইট- থ্রোম্বোপ্লাসটিন-ফাইব্রিন

✅ থ্রোম্বোপ্লাসটিন – থ্রমবিন – ফাইব্রিন

[গ] থ্রমবিন – থ্রোম্বোপ্লাসটিন – ফাইব্রিন

[ঘ] ফাইব্রিন – থ্রমবিন – থ্রোম্বোপ্লাসটিন

৭৭. রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন কোনটি? (অনুধাবন)

[ক] হিমোগ্লোবিন

[খ] অ্যালবুমিন

✅ ফাইব্রিনোজেন

[ঘ] গ্লোবিউলিন

৭৮. অ্যাগ্রানুলোসাইট শ্বেতকণিকা কোনটি? (অনুধাবন)

[ক] নিউট্রোফিল

[খ] বেসোফিল

✅ মনোসাইট

[ঘ] ইওসিনোফিল

৭৯. নাইট্রোজেনবিহীন কোন জৈব যৌগ ডায়াবেটিস রোগীর রক্তে বেশি থাকে? (অনুধাবন)

✅ গ্লুকোজ

[খ] ফ্যাট

[গ] কোলেস্টেরল

[ঘ] সেলুলোজ

৮০. কোন ভিটামিন রক্তক্ষরণ প্রতিরোধ করতে সহায়তা করে? (জ্ঞান)

[ক] ভিটামিন-A

[খ] ভিটামিন-B

✅ ভিটামিন-K

[ঘ] ভিটামিন-C

৮১. অণুচক্রিকাতে রক্ততঞ্চনকারী যে পদার্থটি থাকে সেটির নাম কী? (জ্ঞান)

[ক] বেসোফিল

✅ থ্রম্বোপ্লাসটিন

[গ] ফাইব্রিন

[ঘ] মায়োসিন

৮২. রক্তনালির ভেতরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলা হয়? (জ্ঞান)

[ক] থ্যালাসিমিয়া

[খ] কোয়াগ্লুনেশন

✅ থ্রম্বোসিস

[ঘ] পারপুরা

৮৩. রক্তে অণুচক্রিকার সংখ্যার হ্রাস পাওয়ার কারণে দেহে যে রোগ সৃষ্টি হয় সেটির নাম কী? (জ্ঞান)

✅ পারপুরা

[খ] থ্রম্বোসাইটোসিস

[গ] লিউকোসাইটোসিস

[ঘ] পলিসাইথিমিয়া

৮৪. রক্তে অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধি পাওয়াকে কী বলা হয়? (জ্ঞান)

[ক] পারপুরা

✅ থ্রম্বোসাইটোসিস

[গ] লিউকোসাইটোসিস

[ঘ] লিউকেমিয়া

৮৫. কোন রক্তকণিকার অস্বাভাবিকতার কারণে থ্যালাসিমিয়া হয়? (অনুধাবন)

✅ লোহিত কণিকা

[খ] হিমোগ্লোবিন

[গ] অণুচক্রিকা

[ঘ] শ্বেত কণিকা

৮৬. মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যদি ২০,০০০-৩০,০০০ হয় তখন সে অবস্থাকে কী বলে? (জ্ঞান)

[ক] লিউকেমিয়া

[খ] থ্যালাসিমিয়া

✅ লিউকোসাইটোসিস

[ঘ] পারপুরা

৮৭. রক্তের গ্রানুলোসাইট কণিকা কোনটি? (অনুধাবন)

[ক] WBC

[খ] RBC

✅ নিউট্রোফিল

[ঘ] মনোসাইট

৮৮. কোনটি ক্ষারধর্মী? (জ্ঞান)

[ক] পাকস্থলীর রস

✅ রক্ত

[গ] বিশুদ্ধ পানি

[ঘ] pH 4 মানের পানি

৮৯. নিচের কোন pH মানটি রক্তের হতে পারে? (অনুধাবন)

[ক] ৫

[খ] ৫. ৫

[গ] ৬. ৫

✅ ৭. ৫

৯০. লোহিত কণিকার উৎপত্তি স্থান কোনটি? (অনুধাবন)

[ক] পেশি

[খ] প্লিহা

✅ অস্থিমজ্জা

[ঘ] হৃৎপিণ্ড

৯১. শ্বেত কণিকার উৎপত্তি স্থান কোনটি? (অনুধাবন)

[ক] অস্থিমজ্জা

[খ] পেশি

[গ] হৃৎপিণ্ড

✅ প্লিহা

৯২. রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার কাজ করে কে? (জ্ঞান)

[ক] বেসোফিল

[খ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

✅ হিমোগ্লোবিন

[ঘ] রক্তরস

৯৩. কোনটি না থাকার কারণে RBC এর আয়ু কম? (অনুধাবন)

[ক] গলগিবডি

[খ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

✅ নিউক্লিয়াস

[ঘ] নিউক্লিওলাস

৯৪. নিচের কোন উপাদানের অক্সিজেন বহন করার ক্ষমতা আছে? (অনুধাবন)

[ক] সিরাম

✅ লোহিত কণিকা

[গ] রক্তরস

[ঘ] লসিকা

৯৫. মানবদেহে কোন WBC সব থেকে বেশি সংখ্যক থাকে? (অনুধাবন)

[ক] মনোসাইট

[খ] বেসোফিল

[গ] ইউসিনোফিল

✅ নিউট্রোফিল

৯৬. মানুষের WBC এর গড় আয়ু কত? (জ্ঞান)

[ক] ১-১২ দিন

[খ] ১- ১৩ দিন

[গ] ১-১৪ দিন

✅ ১-১৫ দিন

৯৭. রক্তবাহিকার মধ্যে রক্ততঞ্চনকে বাধা দেয় কোনটি? (অনুধাবন)

[ক] থ্রম্বিন

[খ] হিমোগ্লোবিন

✅ হেপারিন

[ঘ] রক্তরস

৯৮. কোন রোগে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাবে? (অনুধাবন)

[ক] জণ্ডিস

✅ নিউমোনিয়া

[গ] পলিসাইথিলিয়া

[ঘ] পারপুরা

৯৯. ভ্রূণ দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যা কত থাকে? (জ্ঞান)

[ক] ৫০-৭০ লক্ষ

[খ] ৬০-৭৫ লক্ষ

[গ] ৬৫-৮০ লক্ষ

✅ ৮০-৯০ লক্ষ

১০০. শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে RBC এর সংখ্যা কত থাকে? (জ্ঞান)

✅ ৬০-৭০ লক্ষ

[খ] ৭০-৭৫ লক্ষ

[গ] ৭৫-৮০ লক্ষ

[ঘ] ৮০-৮৫ লক্ষ

১০১. পূর্ণ বয়স্ক নারীর দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে RBC এর স্বাভাবিক সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ৩-৪ লক্ষ

✅ ৪-৫ লক্ষ

[গ] ৮-৯ লক্ষ

[ঘ] ৯-১০ লক্ষ

১০২. দেহের প্রতি কোষে অক্সিজেন বহন করে নিয়ে যায় কোনটি? (অনুধাবন)

[ক] লিউকোসাইট

[খ] থ্রম্বোসাইট

✅ এরিথ্রোসাইট

[ঘ] মনোসাইট

১০৩. কোন কোষ অ্যামিবার মতো দেহের আকৃতির পরিবর্তন করতে পারে?   (অনুধাবন)

✅ শ্বেত কণিকা

[খ] লোহিত কণিকা

[গ] অণুচক্রিকা

[ঘ] স্নায়ু কোষ

১০৪. শ্বেতকণিকা কোন প্রক্রিয়ায় দেহের জীবাণু ধ্বংস করে? (জ্ঞান)

[ক] প্লাজাসালাইসিস

✅ ফ্যাগোসাইটোসিস

[গ] অসমোসিস

[ঘ] লাইসিস

১০৫. দানাহীন শ্বেতকণিকা কোনটি? (প্রয়োগ)

[ক] ইওসিনোফিল

[খ] বেসোফিল

✅ মনোসাইট

[ঘ] নিউট্রোফিল

১০৬. হিস্টামিনের কাজ কী? (জ্ঞান)

[ক] জীবাণু ধ্বংস করা

[খ] জীবাণু ভক্ষণ করা

[গ] রক্ততঞ্চনে সহায়তা করা

✅ এলার্জি প্রতিরোধ করা

১০৭. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত? (জ্ঞান)

[ক] ১১-১৩ gm/dl

[খ] ১২-১৪ gm/dl

✅ ১৪-১৬ gm/dl

[ঘ] ১৬-১৮ gm/dl

১০৮. আহারের পূর্বে সুস্থ ব্যক্তির রক্ত শর্করার স্বাভাবিক সীমা কোনটি? (জ্ঞান)

✅ ৩. ৬-৬. ০ mmol/L

[খ] ৪. ৬-৮. ০ mmol/L

[গ] ৮. ০-১০ mmol/L

[ঘ] ৯-১০ mmol/L

১০৯. কোন রোগে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়? (জ্ঞান)

[ক] নিউমোনিয়ায়

[খ] থ্যালাসিমিয়া

✅ পারপুরা

[ঘ] থম্বোসাইটোসিস

১১০. কোন অবস্থায় রক্তে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়? (জ্ঞান)

[ক] নিউমোনিয়া

[খ] থ্যালাসিমিয়ায়

[গ] পারপুরা

✅ থ্রম্বোসাইটোসিস

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১১. রক্তের অক্সিজেন পরিবহন করে- (অনুধাবন)

i. হিমোগ্লোবিন

ii. অক্সিহিমোগ্লোবিন

iii. রক্তরস

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ i ও ii

[ঘ] i ও iii

১১২. মানুষের রক্তের WBC- (অনুধাবন)

i. মনোসাইট

ii. বেসোফিল

iii. থ্রম্বোসাইট

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৩. দেহে রোগ প্রতিরোধ গড়ে তোলে- (অনুধাবন)

i. নিউট্রোফিল

ii. থ্রম্বোসাইট

iii. লিম্ফোসাইট

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৪. রক্তবাহিকা কেটে গেলে বা আঘাত প্রাপ্ত হলে, সেস্থানে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সম্পন্ন করে- (অনুধাবন)

i. থ্রোম্বোপ্লাসটিন

ii. থ্রমবিন

iii. ফাইব্রিন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৫. দেহে এলার্জি প্রতিরোধ করে- (অনুধাবন)

i. বেসোফিল

ii. নিউট্রোফিল

iii. ইওসিনোফিল

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ i ও iii

[ঘ] ii ও iii

১১৬. স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকা- (অনুধাবন)

i. লম্বা আকৃতির

ii. বিভাজিত হয় না

iii. প্লিহায় সঞ্চিত থাকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৭. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহের জীবাণু ধ্বংস করে- (প্রয়োগ)

i. লিম্ফোসাইট

ii. নিউট্রোফিল

iii. মনোসাইট

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৮. রক্ত রসের মধ্যে ছড়িয়ে থাকে-

i. সব ধরনের রক্ত কণিকা

ii. লোহিত ও শ্বেতকণিকা

iii. নিউট্রোফিল ও অণুচক্রিকা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৯. সারা দেহে অক্সিজেন পরিবাহিত হয়- (অনুধাবন)

i. রক্ত দ্বারা

ii. লোহিত কণিকা দ্বারা

iii. শ্বেতকণিকা দ্বারা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১২০. অণুচক্রিকাগুলো- (অনুধাবন)

i. সকল কোষ অঙ্গাণু ধারণ করে

ii. সম্পূর্ণ কোষ নয়

iii. ভগ্ন অবস্থায় থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১২১. স্তন্যপায়ী প্রাণীদের রক্ত এক ধরনের- (প্রয়োগ)

i. লাল বর্ণের অস্বচ্ছ ও লবণাক্ত তরল

ii. তরল যোজক টিস্যু

iii. তরল যা CO2 বহন করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

✅ i, ii ও iii

১২২. মেরুদণ্ডী প্রাণীদের দেহে O2 ও CO2 বহন করে- (প্রয়োগ)

i. হিমোগ্লোবিন

ii. অক্সি হিমোগ্লোবিন

iii. লোহিত রক্ত কণিকা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১২৩. বংশগতির বাহক প্রচ্ছন্ন জিন দ্বারা মানবদেহে ঘটে- (অনুধাবন)

i. পারপুরা

ii. অ্যানিমিয়া

iii. থ্যালাসিমিয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ iii

[ঘ] ii ও iii

Leave a Comment