SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download ~ Exam Cares

১. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার?

[ক] ২১০০

[খ] ২২০০

✅ ২৩০০

[ঘ] ২৪০০

২. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো-

i. ক্ষতির পরিমাণ হ্রাস করা

ii. ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা

iii. পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রফিক ও তার বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

৩. রফিক ও তার বন্ধুরা যে কাজ করেছে তাকে কী বলা যায়?

[ক] প্রতিরোধ

[খ] প্রতিকার

✅ সাড়াদান

[ঘ] পুনরুদ্ধার

৪. উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করার উপায়-

i. আশ্রয়কেন্দ্র নির্মাণ

ii. দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণদান

iii. গণসচেতনতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

☕ বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নদী ভাঙনের সাথে সম্পর্কিত নয় কোনটি? [সকল বোর্ড’১৬]

[ক] জলবায়ু পরিবর্তন

[খ] বৃক্ষ নিধন

গ.নদীর গতিপথ পরিবর্তন

[ঘ] পরিবেশের রুক্ষতা

২. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের চিত্রটি লক্ষ কর :

পূর্বপ্রস্তুতি ⇒ পুনরুদ্ধার ⇒ A ⇒ প্রতিরোধ ⇒ প্রশমন

[সকল বোর্ড’১৬]

‘A’ চিহ্নিত স্থানে কোনটি হবে?

[ক] আচরণ

[খ] সহযোগিতা

[গ] উন্নয়ন

[ঘ] প্রচারণা

৩. কোন সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামির সৃষ্টি হয়? [সকল বোর্ড’১৬]

[ক] ১৯৪১

[খ] ১৯৪২

[গ] ১৯৪৩

[ঘ] ১৯৪৪

৫. বাংলাদেশের আন্তর্জাতিক নদী কতগুলো? [সকল বোর্ড ’১৫]

[ক] ৭৫

[খ] ৭৫

[গ] ৫৮

✅ ৫৭

৬. কিসের কারণে এ দেশের আবহাওয়া আর্দ্র থাকে? [সকল বোর্ড ’১৫]

[ক] নদী

[খ] পাহাড়

✅ বনভূমি

[ঘ] সাগর

৭. দুর্যোগ কী ধরণের ঘটনা? [বিএএফ শাহীন কলেজ]

✅ বিপর্যয়পূর্ব ঘটনা

[খ] বিপর্যয়কালীন ঘটনা

[গ] বিপর্যয়সময়ের ঘটনা

[ঘ] বিপর্যয় পরবর্তী ঘটনা

৮. বিপর্যয় কী ধরনের ঘটনা? [আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা]

[ক] দুর্যোগ পরবর্তী ঘটনা

[খ] একটি ধীরগতির ঘটনা

[গ] দুর্যোগকালীন ঘটনা

✅ একটি আকস্মিক ও চরম ঘটনা

৯. ২০০০ সালের বন্যায় কত জমির ফসল নষ্ট হয়? [রাজশাহী সরকারি মাদ্রাসা হাই স্কুল]

[ক] ০.৬৫ লক্ষ হেক্টর

✅ ১.৮৪ লক্ষ হেক্টর

[গ] ২.০০ লক্ষ হেক্টর

[ঘ] ২.৫৪ লক্ষ হেক্টর

১০. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কী? [নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] সামাজিক পরিবর্তন

✅ ভৌগোলিক অবস্থান

[গ] পরিবেশের স্বাভাবিক প্রতিবন্ধকতা

[ঘ] পরিবেশের অস্বাভাবিক প্রতিকূলতা

১১. গত তিন দশকে বাংলাদেশের কোন অংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে? [যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] উত্তরাংশে

[খ] পশ্চিমাংশে

[গ] দক্ষিণাংশে

✅ পূর্বাংশে

১২. নদীভাঙন কখন বেশি হয়? [অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা]

✅ বর্ষাকালে

[খ] শীতকালে

[গ] গ্রীষ্মকালে

[ঘ] হেমন্তকালে

১৩. নদী ভাঙনের কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? [মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]

[ক] ঘূর্ণিঝড়

[খ] বৃষ্টিপাত

✅ খরা

[ঘ] তীব্র শীত

১৪. প্রতিবছর বাংলাদেশ নদীভাঙনে কত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা]

[ক] ১৮০

✅ ২০০

[গ] ২৫০

[ঘ] ৩০০

১৫. বাংলাদেশে ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]

✅ গঠনগত

[খ] অবস্থানগত

[গ] বলয়গত

[ঘ] বৈশিষ্ট্যগত

১৬. দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] দুই

✅ তিন

[গ] চার

[ঘ] পাঁচ

১৭. দুর্গতদের মাঝে খাবার বিতরণ ও আহতদের চিকিৎসা ব্যবস্থা দুর্যোগের কোন ধরণের কাজ? [মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

[ক] প্রতিরোধ

✅ সাড়াদান

[গ] প্রতিকার

[ঘ] পুনরুদ্ধার

১৮. ‘স্পারসো’ কীভাবে আবহাওয়া অদিপ্তরকে সাহায্য করছে? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]

✅ ভূ-উপগ্রহের মাধ্যমে

[খ] অর্থনৈতিক সাহায্য প্রদানের মাধ্যমে

[গ] অবকাঠামো গঠনে

[ঘ] দুর্যোগ প্রশমনের প্রস্তুতি গ্রহণে

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৫ ও ১৭৬ নং প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি ভোলার চর তজমুদ্দিনে ভয়াবহ মহাসেন সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষয়ক্ষতি রোধে এগিয়ে আসে।

[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

১৯. অনুচ্ছেদ অনুসারে সরকার ও বেসরকারি সংস্থার কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের অন্তর্ভুক্ত?

[ক] প্রতিরোধ

[খ] প্রশমন

✅ সাড়াদান

[ঘ] পূর্বপ্রস্তুতি

২০. উক্ত এলাকায় বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্য হলো-

i. জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করা

ii. ত্রাণ পৌঁছানো ও পুনর্বাসন নিশ্চিত করা

iii. পুনরুদ্ধার কাজ ভালোভাবে করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

☕ বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

💝 দুর্যোগ ও বিপর্যয়, বন্যা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮৩

🍭 পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ- বাংলাদেশ।

🍭 সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘন ঘটায়- দুর্যোগ।

🍭 কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা হলো- বিপর্যয়।

🍭 দুর্যোগ জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় ফলে- ঐ জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না।

🍭 জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে দুর্যোগ।

🍭 বাংলাদেশে ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে- ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ সালে বন্যা, এর মধ্যে ১৯৯৮ সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

🍭 বাংলাদেশের প্রধান ৩টি নদীর উৎস- চীন, নেপাল, ভারত ও ভুটান।

🍭 বন্যার জন্য দায়ী ৯০ শতাংশ পানিই বাংলাদেশের প্রধান ৩টি নদী দিয়ে আসে।

🍭 বন্যা নিয়ন্ত্রণ ও এর মাধ্যমে ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজন- আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২১. যা সমাজের স্বাভাবিক কাজকর্মে বিঘন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতিসাধন করে তাকে কী বলা হয়? (জ্ঞান)

✅ দুর্যোগ

[খ] বিপর্যয়

[গ] দুর্যোগ ব্যবস্থাপনা

[ঘ] প্রশমন

২২. বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী পত্রিকার লিড নিউজে থাকে। এ ঘটনাগুলো একত্রে কী নামে পরিচিত? (প্রয়োগ)

[ক] দুর্বিপাক

[খ] জলবায়ু

[গ] বিপর্যয়

✅ দুর্যোগ

২৩. বিপর্যয় কী? (অনুধাবন)

[ক] জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন

✅ আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা

[গ] অর্থনৈতিক অবস্থার চরম অবনতি

[ঘ] স্বাভাবিক কাজকর্মে মারাত্মক বিঘন সৃষ্টি

২৪. নিচের কোনটি দুর্যোগ নয় কিন্তু বিপর্যয়? (উচ্চতর দক্ষতা)

[ক] বন্যা

[খ] ঘূর্ণিঝড়

✅ গ্রিনহাউস প্রতিক্রিয়া

[ঘ] জলোচ্ছ্বাস

২৫. বন্যা কী? (অনুধাবন)

[ক] বরফ গলা পানিপ্রবাহ

[খ] বর্ষার আকাশে মেঘের আনাগোনা

✅ নদীর ধারণক্ষমতা বহির্ভূত পানিপ্রবাহ

[ঘ] প্রচুর মৌসুমি বৃষ্টিপাত

২৬. বাংলাদেশে নদীর সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ৫০০

[খ] ৬০০

✅ ৭০০

[ঘ] ৮০০

২৭. বাংলাদেশে মোট কতটি নদীর উৎসস্থল ভারতে? (জ্ঞান)

[ক] ৪৮

[খ] ৫০

[গ] ৫২

✅ ৫৪

২৮. বাংলাদেশে বন্যা সংঘটনে প্রধান প্রাকৃতিক কারণ কোনটি? (অনুধাবন)

[ক] হিমালয়ের পানিপ্রবাহ

✅ উজানে প্রচুর বৃষ্টি

[গ] নদী ভরাট

[ঘ] জোয়ার-ভাটা

২৯. বন্যা সংঘটনের মানবসৃষ্ট কারণ নয় কোনটি? (অনুধাবন)

[ক] বৃক্ষ কর্তন

[খ] বাঁধ নির্মাণ

[গ] অপরিকল্পিত নগরায়ণ

✅ ভৌগোলিক অবস্থান

৩০. নিচের কোনটি বন্যার মানবসৃষ্ট কারণ? (অনুধাবন)

[ক] নদীর তলদেশ পলি দ্বারা আবৃত হওয়া

✅ গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ

[গ] বঙ্গোপসাগরের তীব্র জোয়ারভাটা

[ঘ] উজান থেকে নেমে আসা পানিপ্রবাহ

৩১. বাংলাদেশে কত ধরনের বন্যা দেখা দেয়? (জ্ঞান)

[ক] দুই

✅ তিন

[গ] চার

[ঘ] পাঁচ

৩২. ঋতুভিত্তিক → বিস্তৃতি ব্যাপক → ক্ষতির হার বেশি → পানির হ্রাস- বৃদ্ধির গতি ধীর; এটি বন্যার কোন শ্রেণিবিভাগের অন্তর্গত? (প্রয়োগ)

[ক] স্বল্প স্থায়ী

[খ] আকস্মিক

[গ] জোয়ার-ভাটাজনিত

✅ মৌসুমি

৩৩. বাংলাদেশের পার্বত্য এলাকায় কী ধরনের বন্যা দেখা যায়? (জ্ঞান)

✅ আকস্মিক

[খ] মৌসুমি

[গ] ঋতুভিত্তিক

[ঘ] জোয়ার-ভাটাজনিত

৩৪. অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ নেয়? (জ্ঞান)

[ক] আকস্মিক

[খ] ঋতুভিত্তিক

✅ জোয়ার ভাটাজনিত

[ঘ] স্বল্প স্থায়ী

৩৫. জোয়ার ভাটাজনিত বন্যা কোথায় দেখা যায়? (অনুধাবন)

[ক] অববাহিকা এলাকায়

✅ উপকূলীয় এলাকায়

[গ] উজানে

[ঘ] পার্বত্য এলাকায়

৩৬. এলাকা প্লাবিত হয়ে জীবন ও সম্পদের ক্ষতিসাধন, একে কী বলা হবে? (অনুধাবন)

[ক] জলোচ্ছ্বাস

[খ] নদীভাঙন

[গ] ঘূর্ণিঝড়

✅ বন্যা

৩৭. বাংলাদেশে কত সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়? (জ্ঞান)

✅ ১৯৯৮

[খ] ২০০৪

[গ] ২০০৭

[ঘ] ২০০৮

৩৮. বন্যার প্রধান কারণ কোনটি? (অনুধাবন)

[ক] নদীতে জোয়ার সৃষ্টি

[খ] নদীর তলদেশ ভরাট

✅ বর্ষায় ভারী বৃষ্টিপাত

[ঘ] অবাধে গাছপালা কর্তন

৩৯. বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি? (অনুধাবন)

[ক] খরা

✅ বন্যা

[গ] জলোচ্ছ্বাস

[ঘ] ভূমিকম্প

৪০. বাংলাদেশের বন্যার ক্ষয়ক্ষতির সাথে উপকারও হয়। এর প্রমাণ বহন করে কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে

[খ] জানমালের ক্ষতি হয়

✅ জমিতে পলি জমা হয়

[ঘ] রাস্তাঘাটের ক্ষতিসাধিত হয়

৪১. বন্যা নিয়ন্ত্রণের জন্য তুমি কোনটি যথাযথ পদক্ষেপ মনে কর? (অনুধাবন)

[ক] নদীর তীরে জঙ্গল পরিষ্কার করা

[খ] নদীর গতিপথ অপরিবর্তিত রাখা

✅ নদীশাসন সুনিশ্চিত করা

[ঘ] পুকুর খনন না করা

৪২. বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনার অন্তর্গত কোনটি? (অনুধাবন)

[ক] দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা

✅ ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা

[গ] নদীর দুই তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর পানি উপচেপড়া বন্ধ করা

[ঘ] পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা

৪৩. বন্যা নিয়ন্ত্রণের ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনার অন্তর্গত কোনটি?উচ্চতর দক্ষতা)

✅ ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা

[খ] নদী শাসনব্যবস্থা সুনিশ্চিত করা

[গ] নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা

[ঘ] বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন করা

৪৪. শহর বেষ্টনীমূলক বাঁধ নির্মাণ কোন ধরণের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্গত? (অনুধাবন)

✅ সহজ প্রকৌশলগত

[খ] শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশলগত

[গ] সাধারণগত

[ঘ] জটিলগত

৪৫. কোনটি সহজ প্রকৌশলগত বন্যানিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মধ্যে পড়ে? (অনুধাবন)

[ক] জলাধার নির্মাণের মাধ্যমে পানিপ্রবাহকে নিয়ন্ত্রণ করা

[খ] নদীর তীরকে স্থায়ী ও সুদৃঢ় কাঠামোর সাহায্যে সংরক্ষণ করা

✅ রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা

[ঘ] নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা

৪৬. বাংলাদেশের প্রধান তিনটি নদীর অববাহিকা এলাকার দৈর্ঘ্য কত? (জ্ঞান)

[ক] ১০,৪৩,৭৮৯ কিলোমিটার

✅ ১৫,৫৪,০০০ কিলোমিটার

[গ] ১৭,৮৯,১২৩ কিলোমিটার

[ঘ] ১৯,৫৪,০০০ কিলোমিটার

৪৭. প্রধান তিনটি নদীর কত শতাংশ বাংলাদেশে অবস্থিত? (জ্ঞান)

[ক] ৫

[খ] ৬

✅ ৭

[ঘ] ৮

৪৮. প্রধান তিনটি নদীর কত শতাংশ পানি বাইরে থেকে আসে? (জ্ঞান)

[ক] ৬০

[খ] ৭০

✅ ৮০

[ঘ] ৯০

৪৯. প্রধান তিনটি নদী দিয়ে আসা কত শতাংশ পানি বন্যার জন্য দায়ী? (জ্ঞান)

[ক] ৬০

[খ] ৭০

[গ] ৮০

✅ ৯০

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫০. দুর্যোগের ফলে- (প্রয়োগ)

i. বাস্তুতন্ত্রে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে

ii. স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়

iii. জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫১. প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই বাংলাদেশে ধনসম্পদ ও জানমালের ক্ষতিসাধন করে। যেমন – (অনুধাবন)

i. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস

ii. বন্যা ও খরা

iii. ভূমিকম্প ও সুনামি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫২. বাংলাদেশের বন্যার প্রাকৃতিক কারণগুলো হলো- (উচ্চতর দক্ষতা)

i. হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ

ii. বঙ্গোপসাগরের তীব্র জোয়ার-ভাটা

iii. নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৩. বাংলাদেশে বন্যা সৃষ্টি করে- (অনুধাবন)

i. উজান অববাহিকা থেকে আসা পানি

ii. ভারীবর্ষণ

iii. নদনদীর পানি ধারণক্ষমতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৪. বাংলাদেশে বন্যার ধরন- (অনুধাবন)

i. দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবাহিত পাহাড়ি নদীতে আকস্মিক বন্যা

ii. বর্ষা ঋতুতে সংঘটিত মৌসুমি বন্যা

iii. উপকূলীয় এলাকায় জোয়ার-ভাটাজনিত স্বল্পস্থায়ী বন্যা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৫. জোয়ার-ভাটাজনিত বন্যার বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)

i. স্বল্পস্থায়ী

ii. সাধারণ উচ্চতা ৩ থেকে ৬ মিটার

iii. অমাবস্যা ও পূর্ণিমায় ভয়াবহ রূপ নেয়

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] i ও ii

✅ i, ii ও iii

৫৬. বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়- (অনুধাবন)

i. ১৯৭৪ ও ১৯৮৪ সালে

ii. ১৯৮৮ ও ১৯৯৮ সালে

iii. ১৯৭০ ও ২০০১ সালে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৭. বন্যানিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)

i. ক্ষতির পরিমাণ হ্রাস করা

ii. উজানের পানির অনুপ্রবেশ বন্ধ করা

iii. সতর্কীকরণ ব্যবস্থায় উন্নয়ন সাধন করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :

পদ্মা, যমুনা ও মেঘনা নদীর অববাহিকা অঞ্চলের মোট আয়তন সাড়ে ১৫ লক্ষ কিলোমিটার, যার শতকরা ৭ ভাগ বাংলাদেশে অবস্থিত। অববাহিকা অঞ্চল থেকে পানিপ্রবাহ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলে বাংলাদেশে বন্যা হয়।

৫৮. অনুচ্ছেদের ৩টি নদীর উৎস – (উচ্চতর দক্ষতা)

i. চীন ও নেপালে

ii. ভারত ও ভুটানে

iii. আফগানিস্তান ও ইরানে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৯. অববাহিকার এ পানিপ্রবাহ দ্বারা বাংলাদেশে কী ধরনের বন্যা হয়? (প্রয়োগ)

✅ মৌসুমি

[খ] আকস্মিক

[গ] স্থায়ী

[ঘ] পার্বত্য

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশের উজানে এবং এর অভ্যন্তরে বর্ষাকালে অতিবৃষ্টি হয়। এতে দেশের প্রধান নদনদী ও এর অববাহিকা এলাকায় পানির চাপ বেড়ে যায়। দেশ বন্যায় প্লাবিত হয়।

৬০. অনুচ্ছেদে সৃষ্ট বন্যা কোনটি? (প্রয়োগ)

✅ মৌসুমি

[খ] আকস্মিক

[গ] স্বল্পস্থায়ী

[ঘ] পাহাড়ি

৬১. উক্ত বন্যার প্রভাবে- (উচ্চতর দক্ষতা)

i. মানুষের প্রাণহানি ঘটে

ii. বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়

iii. মাঝে মাঝে সুনামি দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচে অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :

বন্যা নিয়ন্ত্রণে শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা খুবই ফলপ্রসূ। কিন্তু বাংলাদেশ এখনও এ কৌশল গ্রহণে উল্লেখযোগ্য সাফল্য পায়নি।

৬২. অনুচ্ছেদে বন্যা নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে বাংলাদেশে সাধারণত কোনটির প্রয়োগ রয়েছে? (প্রয়োগ)

✅ ড্রেজারের ব্যবহার

[খ] নদীর তীরে জঙ্গল সৃষ্টি

[গ] বেড়িবাঁধ নির্মাণ

[ঘ] নদী শাসন

৬৩. অনুচ্ছেদে প্রকৌশলগত ব্যবস্থাপনার মধ্যে পড়ে- (উচ্চতর দক্ষতা)

i. সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ

ii. ড্রেজারের মাধ্যমে নদীর পানি পরিবহন ক্ষমতা বৃদ্ধি

iii. ভারত থেকে আসা পানি নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

💝 খরা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮৫

🍭 দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে-খরা।

🍭 বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ স্বাভাবিক কার্যক্রের বিঘন সৃষ্টি করে- মানুষ ও জীবজগতের।

🍭 খরার সময় বেড়ে যায়- অগ্নিকাণ্ডের উপদ্রব।

🍭 উত্তর পুর্বাঞ্চলে খরার প্রভাবে- কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়।

🍭 বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমে বায়ুর কারণে- ঘূর্ণিঝড় হয়।

🍭 ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে এবং চারপাশে যথাক্রমে-নিম্নচাপ ও উচ্চচাপ বিরাজ করে।

🍭 বাংলাদেশের একটি চলমান প্রক্রিয়া – নদীভাঙন।

🍭 দেশের প্রায় ১০০টি উপজেলায় – নদীভাঙন সংঘটিত হয়।

🍭 পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহ তীব্র বলে- ক্ষয়সাধন বেশি হয়।

🍭 প্রতিবছর প্রায় ৮,৭০০ হেক্টর জমি নি:শেষ হয়ে যায়- নদীভাঙনে।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৪. খরা কী? (অনুধাবন)

[ক] বায়ুমণ্ডলে প্রয়োজনীয় আর্দ্রতার অভাব

[খ] ভূগর্ভস্থ পানি ওঠানো বন্ধ হয়ে যাওয়া

[গ] ধূলিময় মাটি ওড়া

✅ দীর্ঘস্থায়ী বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করা

৬৫. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়? (জ্ঞান)

[ক] বন্যা

✅ খরা

[গ] নদীভাঙন

[ঘ] ভূমিকম্প

৬৬. খরার কারণে বাংলাদেশে মারাত্মকভাবে কী ব্যাহত হয়? (অনুধাবন)

[ক] মিঠাপানির প্রাপ্তি

[খ] খনিজ সম্পদ আহরণ

✅ ফসল উৎপাদন

[ঘ] আবহাওয়ার সমভাবাপন্নতা

৬৭. বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটি? (অনুধাবন)

[ক] দক্ষিণ-পূর্বাঞ্চল

[খ] দক্ষিণ-পশ্চিমাঞ্চল

✅ উত্তর-পূর্বাঞ্চল

[ঘ] উত্তর-পশ্চিমাঞ্চল

৬৮. খরা মোকাবিলায় ফলপ্রসূ উপায় কী? (উচ্চতর দক্ষতা)

[ক] মাটিতে জৈব সার প্রয়োগ করা

[খ] নদনদীতে ড্রেজিংয়ের ব্যবস্থা করা

✅ ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো

[ঘ] মাটি লতাগুল্ম দিয়ে আচ্ছাদিত করা

৬৯. কী কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়? (অনুধাবন)

[ক] বায়ুপ্রবাহ

[খ] আর্দ্রতা

[গ] কেন্দ্রস্থলের

✅ নিম্নচাপ

৭০. কোনো স্থানের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করলে কী অবস্থা সৃষ্টি হয়? (জ্ঞান)

✅ ঘূর্ণিঝড়

[খ] জলোচ্ছ্বাস

[গ] খরা

[ঘ] হারিকেন

৭১. বাংলাদেশে আশ্বিন-কার্তিক মাসে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়? (জ্ঞান)

✅ ঘূর্ণিঝড়

[খ] বন্যা

[গ] খরা

[ঘ] নদীভাঙন

৭২. বাংলাদেশে কোন সময় ঘূর্ণিঝড় হয়? (জ্ঞান)

✅ চৈত্র-বৈশাখ

[খ] আশ্বিন-কার্তিক

[গ] পৌষ-মাঘ

[ঘ] আষাঢ়-শ্রাবণ

৭৩. কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজের কারণে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হলে তাকে কী বলে? (জ্ঞান)

[ক] ঝড়

✅ ঘূর্ণিঝড়

[গ] সুনামি

[ঘ] সাইক্লোন

৭৪. বর্ষাকালে ঘূর্ণিঝড় সংঘটনের যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] প্রচণ্ড উত্তাপ

[খ] প্রচুর বৃষ্টিপাত

✅ মৌসুমি বায়ু

[ঘ] হিমালয়ের বরফ গলা

৭৫. ঘূর্ণিঝড় কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ? (জ্ঞান)

[ক] স্থায়ী

✅ সাময়িক

[গ] নিয়মিত

[ঘ] সাধারণ

৭৬. আমাদের দেশে নদীভাঙনের কারণের সাথে নিচের কোনটি অসঙ্গতি প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)

[ক] নদীগর্ভে ফাটলের উপস্থিতি

[খ] নদীগর্ভে শিলার উপাদান

✅ নদীর পানির লবণাক্ততা বৃদ্ধি

[ঘ] রাসায়নিক দ্রব্যের উপস্থিতি

৭৭. বাংলাদেশের প্রায় কতটি নদী উপনদীতে বন্যা ও ভাঙনের ঘটনা ঘটে? (জ্ঞান)

[ক] ১১০

✅ ৪১০

[গ] ৪৩১

[ঘ] ৪৪৫

৭৮. বাংলাদেশের প্রত্যক্ষভাবে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কত? (অনুধাবন)

[ক] ১.০ মিলিয়ন

✅ ১.৫ মিলিয়ন

[গ] ২.০ মিলিয়ন

[ঘ] ২.৫ মিলিয়ন

৭৯. নদীভাঙনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নেয় কত লোক? (অনুধাবন)

[ক] এক লক্ষ

[খ] দুই লক্ষ

✅ তিন লক্ষ

[ঘ] চার লক্ষ

৮০. প্রতি বছর বাংলাদেশে কত হেক্টর জমি নদীভাঙনে নি:শেষ হয়ে যায়? (জ্ঞান)

[ক] ৫,০০০

[খ] ৬,৫০০

✅ ৮,৭০০

[ঘ] ৯,৮০০

SSC ভূগোল ও পরিবেশ (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

৮১. নদী ভাঙন বাংলাদেশে কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)

[ক] স্বাভাবিক

[খ] অস্বাভাবিক

✅ চলমান

[ঘ] ঋতুভিত্তিক

৮২. দেশের কতটি উপজেলায় নদীভাঙন সংঘটিত হয়? (জ্ঞান)

[ক] ৯০

✅ ১০০

[গ] ১১০

[ঘ] ১২৫

৮৩. প্রতি বছর কোন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? (জ্ঞান)

[ক] জানুয়ারি থেকে এপ্রিল

[খ] মার্চ থেকে জুন

✅ জুন থেকে সেপ্টেম্বর

[ঘ] আগষ্ট থেকে অক্টোবর

৮৪. কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মানুষ ভূমিহীন হয়ে পড়ে? (জ্ঞান)

[ক] বন্যা

✅ নদীভাঙন

[গ] খরা

[ঘ] ঘূর্ণিঝড়

৮৫. কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মানুষ শহর-নগরে ভাসমান হিসেবে বাস করতে বাধ্য হয়? (জ্ঞান)

[ক] বন্যা

[খ] খরা

[গ] ঘূর্ণিঝড়

✅ নদীভাঙন

৮৬. শহর অঞ্চলে ভাসমান জীবনযাপন করতে বাধ্য হতে হয় কাদের? (অনুধাবন)

✅ নদীভাঙন এলাকার মানুষদের

[খ] খরাকবলিত এলাকার মানুষদের

[গ] বন্যাকবলিত এলাকার মানুষদের

[ঘ] ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৭. খরা সৃষ্টির কারণ হিসেবে বিবেচিত হয়- (উচ্চতর দক্ষতা)

i. বায়ুমণ্ডলে রুক্ষ ও শুষ্কভাব

ii. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস

iii. পর্যাপ্ত বৃক্ষনিধন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৮. অনাবৃষ্টি বা খরার প্রভাবে- (প্রয়োগ)

i. দুর্ভিক্ষ দেখা দেয়

ii. পানির অভাব হয়

iii. অগ্নিকাণ্ডের উপদ্রব বাড়ে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৯. বাংলাদেশে ঘূর্ণিঝড় সংঘটিত হয়- (অনুধাবন)

i. আশ্বিন-কার্তিক মাসে

ii. চৈত্র-বৈশাখ মাসে

iii. পৌষ-মাঘ মাসে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯০. ঘূর্ণিঝড়ের সঙ্গে পরিচিত জনগোষ্ঠীর বসবাস এলাকা- (অনুধাবন)

i. চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ

ii. স›দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া

iii. উরিরচর, চরজব্বার, চর আলেকজান্ডার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৯১. আমাদের দেশে নদীভাঙনের কারণে- (প্রয়োগ)

i. বিপুল জনগোষ্ঠী ঘরবাড়ি হারায়

ii. আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যায়

iii. আবহাওয়ায় চরমভাব বিরাজ করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯২. নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপাদানসমূহ হলো- (অনুধাবন)

i. চাষযোগ্য জমি ও পারিবারিক সম্পদ

ii. বসতবাড়ি ও গাছপালা

iii. গবাদি পশু ও বৈদ্যুতিক টাওয়ার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :

আরজু মিয়া চাষ করতে পারছে না। মাটি ফেটে চৌচির। জমিতে পানি দিবে কী, তার নিজের খাওয়ার পানিই নেই।

৯৩. উক্ত দুর্যোগের প্রভাব কী? (প্রয়োগ)

[ক] অসময়ে বৃষ্টিপাত

✅ পানির তীব্র অভাব

[গ] কালবৈশাখীর ঝড়

[ঘ] ঋতু পরিবর্তন

৯৪. আরজু মিয়া যে প্রাকৃতিক দুর্যোগের শিকার তার কারণ হিসেবে বিবেচিত- (উচ্চতর দক্ষতা)

i. অনেকদিন বৃষ্টিহীন অবস্থা বিরাজ করা

ii. মাটির রুক্ষরূপ গ্রহণ করা

iii. মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দেওয়া

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :

ঘূর্ণিঝড় কী, কীভাবে সৃষ্টি হয় এসব প্রশ্ন অমিতের মনে অনেকদিন ধরে। একদিন তার চাচা বিষয়টি বুঝিয়ে দিলেন।

৯৫. অনিক চাচার কাছে ঝড় সম্পর্কে কী জানবে? (প্রয়োগ)

[ক] সাগর থেকে আসা প্রচণ্ড ঝড়

✅ ঘূর্ণন আকারের প্রচণ্ড ঝড়

[গ] হিমালয় পর্বত থেকে আসা ধূলিঝড়

[ঘ] ঋতু বদলের সময়কার প্রচণ্ড ঝড়

৯৬. উক্ত দুর্যোগটি সৃষ্টি হয়- (উচ্চতর দক্ষতা)

i. একটি স্থানের কেন্দ্রস্থলে নিম্নচাপ তৈরি হলে

ii. এর চারপাশে উচ্চচাপ বিরাজ করলে

iii. জলীয়বাষ্প অতিমাত্রায় শীতল হলে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :

যমুনা নদীর তীরে বাড়ি ছিল সায়মার। আজ সে নি:স্ব হয়ে ঢাকার এক বস্তিতে থাকে। বাসাবাড়িতে কাজ করে।

৯৭. উক্ত দুর্যোগ রোধের উপায় কী? (প্রয়োগ)

✅ নদীর তীরে বৃক্ষরোপণ করা

[খ] নদীর প্রবাহপথে বাধা সৃষ্টি করা

[গ] নদীর পানি দূষণ বন্ধ করা

[ঘ] নৌ চলাচলে সাবধান থাকা

৯৮. সায়মা যে দুর্যোগের শিকার তার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. জলবায়ুর পরিবর্তন

ii. নদীর গতিপথ পরিবর্তন

iii. বৃক্ষনিধন

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] i ও iii

✅ i, ii ও iii

💝 ভূমিকম্প ও সুনামি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮৯

🍭 বাংলাদেশের পূর্বাঞ্চলে রয়েছে টারশিয়ারি যুগের পাহাড় যা- গঠনগত কারণে ভূমিকম্পপ্রবণ।

🍭 বাংলাদেশের উত্তরে আসামের খাসিয়া ও জয়ন্তিয়া পাহাড়, হিমালয়ের পাদদেশ, আন্দামান দ্বীপপুঞ্জ ও বঙ্গোপসাগরের তলদেশে- ভূমিকম্প প্রবণতা লক্ষ করা যায়।

🍭 ১৫৪৮ সাল থেকেই বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে -ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগৃহীত শুরু হয়।

🍭 ভূমিকম্পের সময় হাতের কাছে রাখতে হবে- লোহাকাটা করাত পানির বোতল ইত্যাদি।

🍭 ভূমিকম্পের সঙ্গে সম্পর্ক রয়েছে- সুনামি সংঘটনের।

🍭 কক্সবাজার ও সন্নিহিত অঞ্চলে সুনামির প্রভাব ঘটে- ১৭৬২ সালের ২ এপ্রিল।

🍭 ৭.৫ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প সংঘটনের ফলে সুনামি হয়-মায়ানমারের আরাকান উপকূলে।

🍭 আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয়- ১৯৪১ সালে।

🍭 ইন্দোনেশিয়ার সিনুয়েলুয়ে দ্বীপে সংঘটিত ভূমিকম্পের ফলে বাংলাদেশে সুনামি আগমন ঘটে- ২০০৪ সালে ২৬ ডিসেম্বর।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৯. বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, এমন দুর্যোগ কোনটি? (অনুধাবন)

[ক] বন্যা

[খ] খরা

[গ] ঘূর্ণিঝড়

✅ ভূমিকম্প

১০০. বাংলাদেশের পূর্বাংশে উত্তর-দক্ষিণে বিস্তৃত পাহাড়গুলোকে কাদের সমগোত্রীয় বলে ধরা হয়? (জ্ঞান)

[ক] তিব্বত ও ইরানের পার্বত্য এলাকার

[খ] হিমালয় পর্বতের

[গ] সাগরের তলদেশের পাহাড়ের

✅ আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের

১০১. গঠনগতভাবে বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি? (অনুধাবন)

[ক] প্লাইস্টোসিনকালের সোপানসমূহ

✅ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

[গ] সাম্প্রতিকালের প্লাবন সমভূমিসমূহ

[ঘ] দক্ষিণাংশের বদ্বীপ অঞ্চল

১০২. বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি? (অনুধাবন)

✅ উত্তর-দক্ষিণে বিস্তৃত পাহাড়ি অঞ্চল

[খ] উত্তরবঙ্গের বরেন্দ্র ভূমি অঞ্চল

[গ] মধ্যাঞ্চলের সমভূমি অঞ্চল

[ঘ] দক্ষিণাঞ্চলের বনভূমি অঞ্চল

১০৩. আমাদের দেশের পূর্বে মিয়ানমারের আরাকান ও ইয়োমার অস্তিত্ব এবং উত্তর-পূর্বে নাগা-দিসাং-জাফলং অঞ্চলের সংশ্লিষ্টতা নিচের কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনকে অবশ্যম্ভাবী করে তুলছে? (প্রয়োগ)

[ক] খরা

[খ] অগ্ন্যুৎপাত

[গ] দাবানল

✅ ভূমিকম্প

১০৪. কত সাল থেকে বাংলাদেশে ভূমিকম্প সংক্রান্ত রেকর্ড সংগৃহীত হয়? (জ্ঞান)

[ক] ১৫০২

[খ] ১৫২০

[গ] ১৫৩৮

✅ ১৫৪৮

১০৫. ভূমিকম্পের উপকেন্দ্র বলতে কী বোঝায়? (অনুধাবন)

[ক] যে স্থান থেকে ভূমিকম্পের শক্তির মাত্রা মাপা হয়

[খ] যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়

✅ কেন্দ্র থেকে লম্বালম্বিভাবে ভূপৃষ্ঠের উপরিস্থ বিন্দু

[ঘ] যে স্থানে ভূমিকম্প অনুভূত হয়

১০৬. ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সঙ্গে কত ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত? (জ্ঞান)

[ক] এক

[খ] দুই

✅ তিন

[ঘ] চার

১০৭. ভূমিকম্পের অগভীর কেন্দ্র কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)

[ক] ০-২০

[খ] ০-৪০

[গ] ০-৬০

✅ ০-৭০

১০৮. ভূমিকম্পের মধ্য পর্যায়ের কেন্দ্র কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)

[ক] ৫০-১৫০

✅ ৭০-৩০০

[গ] ৯০-৩৫০

[ঘ] ১১০-৪০০

১০৯. ভূমিকম্পের গভীর কেন্দ্র কত কিলোমিটার বিস্তৃত? (জ্ঞান)

[ক] ১,১০০

[খ] ১,২০০

✅ ১,৩০০

[ঘ] ১,৪০০

১১০. কত সালে সমগ্র বাংলাদেশকে ভূকম্পনীয় সংঘটিত অঞ্চলে ভাগ করা হয়েছে? (জ্ঞান)

✅ ১৯৯৩

[খ] ১৯৯৫

[গ] ১৯৯৭

[ঘ] ২০০০

১১১. রিখটার স্কেল কী? (অনুধাবন)

[ক] ভূকম্পন যন্ত্র

[খ] ভূকম্পন স্কেল

[গ] শক্তি স্কেল

✅ ভূকম্পন মাত্রা পরিমাপক স্কেল

১১২. ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে? (জ্ঞান)

[ক] মিটার

✅ রিখটার

[গ] মিলিমিটার

[ঘ] সেন্টিমিটার

১১৩. বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে কীরূপ ঝুঁকি বহন করছে? (প্রয়োগ)

✅ মারাত্মক

[খ] মাঝারি

[গ] কম

[ঘ] পরিমাপহীন

১১৪. বাংলাদেশে ভূমিকম্প সংঘটিত অঞ্চল হিসেবে মধ্য অঞ্চলকে কোন অঞ্চল হিসেবে ভাগ করা হয়েছে? (জ্ঞান)

[ক] অঞ্চল-১

✅ অঞ্চল-২

[গ] অঞ্চল-৩

[ঘ] অঞ্চল-৪

১১৫. ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কীরূপ ঝূঁকিপূর্ণ? (অনুধাবন)

[ক] মারাত্মক

[খ] মাঝারি

✅ কম

[ঘ] স্বাভাবিক

১১৬. ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে রিখটার স্কেল মাত্রা ৫ কী নির্দেশ করে? (অনুধাবন)

[ক] মারাত্মক ঝুঁকিপূর্ণ

[খ] মাঝারি ঝুঁকিপূর্ণ

✅ কম ঝুঁকিপূর্ণ

[ঘ] ঝুঁকিপূর্ণ

১১৭. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি? (অনুধাবন)

[ক] দক্ষিণ-পশ্চিমাংশ

[খ] পশ্চিম-উত্তরাংশ

✅ উত্তর-পূর্বাংশ

[ঘ] মধ্যাঞ্চল

১১৮. ট্রেনে বা গাড়ির ভিতরে থাকাকালীন ভূমিকম্প হলে কী করা উচিত? (প্রয়োগ)

✅ কোনো জিনিস ধরে দাঁড়িয়ে থাকা উচিত

[খ] তাড়াতাড়ি বের হয়ে যাওয়া উচিত

[গ] ড্রাইভারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা উচিত

[ঘ] নিচু হয়ে বসে থাকা উচিত

১১৯. তুমি কেনাকাটা করতে শপিংমলে আছ। হঠাৎ শুনলে ভূমিকম্প সংঘটনের খবর। এমন সময় কী করবে? (জ্ঞান)

[ক] কোনো জিনিস ধরে দাঁড়িয়ে থাকব

[খ] দ্রুত দোকানে ঢুকে পড়ব

✅ প্রথমে নিচু হয়ে বসে পরে স্থান ত্যাগ করব

[ঘ] কোনো জিনিস ধরে দাঁড়িয়ে থাকব

১২০. বাড়ির বাইরে থাকাকালীন ভূমিকম্প হলে কী করবে? (প্রয়োগ)

[ক] বাবা মায়ের সাথে যোগাযোগ করব

✅ খোলা মাঠে বা স্থানে দাঁড়াব

[গ] দ্রুত স্থান ত্যাগ করব

[ঘ] নিচু হয়ে বসে পড়ব

১২১. সারাদেশে ভবন নির্মাণে কী অনুসরণ করা বাধ্যতামূলক করা উচিত? (জ্ঞান)

[ক] সয়েল টেস্ট

✅ বিল্ডিং কোড

[গ] সুপরিসর করিডোর

[ঘ] উন্মুক্ত স্থান

১২২. সুনামি কী? (অনুধাবন)

[ক] প্রণালি

[খ] ঘূর্ণিঝড়

✅ সমুদ্র ঢেউ

[ঘ] পর্বত

১২৩. কত সালে কক্সবাজার এবং সন্নিহিত অঞ্চলে সুনামির প্রভাব ঘটে? (জ্ঞান)

[ক] ১৭৫০

✅ ১৭৬২

[গ] ১৭৭০

[ঘ] ১৭৮৫

১২৪. মিয়ানমারে আরাকান উপকূলে রিখটার স্কেলে কত মাত্রার ভূমিকম্প সংঘটনের ফলে সুনামির আগমন হয়? (জ্ঞান)

[ক] ৩

[খ] ৪.৫

[গ] ৬

✅ ৭.৫

১২৫. কত সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয়? (জ্ঞান)

[ক] ১৯৩৭

✅ ১৯৪১

[গ] ১৯৫০

[ঘ] ১৯৫৭

১২৬. ১৯৪১ সালে বঙ্গোপসাগরের সুনামিতে কত লোক প্রাণ হারায়? (জ্ঞান)

[ক] ৪,০০০

✅ ৫,০০০

[গ] ৬,০০০

[ঘ] ৭,০০০

১২৭. ২০০৪ সালের ২৯শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার কোন দ্বীপে সুনামি সংঘটিত হয়েছিল? (জ্ঞান)

[ক] সুমাত্রা

[খ] জাভা

✅ সিনুয়েলুয়ে

[ঘ] বোর্নিও

১২৮. কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? (জ্ঞান)

[ক] কালবৈশাখী

[খ] ভূমিকম্প

[গ] বন্যা

✅ সুনামি

১২৯. ভূমিকম্পের সঙ্গে কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের সম্পর্ক রয়েছে? (জ্ঞান)

[ক] বন্যা

[খ] ঘূর্ণিঝড়

[গ] কালবৈশাখী

✅ সুনামি

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩০. বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে-

(উচ্চতর দক্ষতা)

i. উত্তরে হিমালয় চত্বর এবং মালভূমির অবস্থানের কারণে

ii. পূর্বে মিয়ানমারের আরাকান ইয়োমার অস্তিত্বের জন্য

iii. উত্তর-পূর্বে নাগা-দিসাং-জাফলং অঞ্চলের সংশ্লিষ্টতা থাকার জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] i ও iii

✅ i, ii ও iii

১৩১. বাংলাদেশে ভূকম্পনীয় সংঘটিত অঞ্চল-২ নির্দেশ করে- (প্রয়োগ)

i. মাঝারি ঝুঁকিপূর্ণ

ii. রিখটার স্কেল মাত্রা ৬

iii. ভয়াবহ ক্ষয়ক্ষতি

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ i ও ii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

১৩২. বাংলাদেশে ভূমিকম্প প্রবণতা লক্ষ করা যায়- (অনুধাবন)

i. বঙ্গোপসাগরের তলদেশে

ii. চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে

iii. সিলেটের টিলা এলাকায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৩৩. ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঢাকা শহর ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে – (অনুধাবন)

i. পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায়

ii. নগরায়ণের চাপ বেড়ে যাওয়ায়

iii. যানবাহনের আধিক্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩৪. বাড়িতে থাকাকালীন সময়ে ভূমিকম্প হলে- (প্রয়োগ)

i. দ্রুত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করব

ii. গ্যাসের চুলা বন্ধ করব

iii. তাড়াতাড়ি বাড়ি থেকে বের হব

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৩৫. সুনামি সৃষ্টির কারণ- (প্রয়োগ)

i. ভূমিকম্প

ii. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

iii. নিম্নচাপ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :

ঢাকা শহর পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্য হারাতে বসেছে। ঢাকা শহর ক্রমেই একটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

১৩৬. ঢাকা শহরের জন্য উক্ত দুর্যোগটি কী? (প্রয়োগ)

[ক] বন্যা

[খ] খরা

[গ] ঘূর্ণিঝড়

✅ ভূমিকম্প

১৩৭. ঢাকা শহরে উক্ত দুর্যোগ সংঘটনে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণ- (উচ্চতর দক্ষতা)

i. পানির স্তর নেমে যাওয়া

ii. নগরায়ণ বেড়ে যাওয়া

iii. অসহনীয় যানজট সৃষ্টি হওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ i ও ii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :

এমরান তার পড়ার টেবিলে ঝাঁকুনি অনুভব করল। সে বাইরে মানুষের চিৎকার শুনতে পেল।

১৩৮. বাংলাদেশ কেন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত? (প্রয়োগ)

[ক] ভৌগোলিক কারণে

[খ] জলবায়ুর কারণে

✅ গঠনগত কারণে

[ঘ] উপকেন্দ্রের অবস্থানের কারণে

১৩৯. উক্ত ঘটনার ক্ষেত্রে করণীয়- (উচ্চতর দক্ষতা)

i. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা

ii. গ্যাসের চুলা বন্ধ করা

iii. খোলা মাঠে দাঁড়ানো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৬ ও ১২৭ নং প্রশ্নের উত্তর দাও :

অনিন্দ্য টেলিভিশনে দেখে একটি দেশের গভীর সমুদ্রে ভূমিকম্প ঘটায় দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

১৪০. উক্ত ঘটনার ফলে কোন দুর্যোগটি ঘটতে পারে? (প্রয়োগ)

✅ সুনামি

[খ] খরা

[গ] ঘূর্ণিঝড়

[ঘ] জলোচ্ছ্বাস

১৪১. উক্ত ঘটনার ফলে সৃষ্ট দুর্যোগটি বেশি ঘটার সম্ভাবনা আছে- (উচ্চতর দক্ষতা)

i. পাহাড়ি এলাকায়

ii. সমুদ্র তীরবর্তী এলাকায়

iii. ভূমিকম্পপ্রবণ অঞ্চলে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

💝 দুর্যোগ ব্যবস্থাপনা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৯২

🍭 দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে- একটি ব্যবহারিক বিজ্ঞান।

🍭 দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো- ৩টি।

🍭 দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকে বলে- প্রশমন।

🍭 দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ হলো – সাড়াদান।

🍭 দুর্যোগ প্রতিরোধ, প্রশমন এবং পুর্ব প্রস্তুতি- দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।

🍭 সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে- দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বুঝায়।

🍭 দুর্যোগ প্রতিরোধে কাঠামোগত ও অবকাঠামোগত প্রশমনের ব্যবস্থা রয়েছে।

🍭 মহাকাশ গবেষণার সরকারি একটি সংস্থা হচ্ছে- স্পারসো।

🍭 আগাম সতর্কীকরণের জন্য নিয়োজিত রয়েছে- আবহাওয়া অধিদপ্তর।

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪২. দুর্যোগ ব্যবস্থাপনা কী? (অনুধাবন)

[ক] একটি মানবিক বিজ্ঞান

[খ] একটি মনস্ততাত্ত্বিক বিজ্ঞান

✅ একটি ব্যবহারিক বিজ্ঞান

[ঘ] একটি তাত্ত্বিক বিজ্ঞান

১৪৩. দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? (অনুধাবন)

[ক] গণসচেতনতা বৃদ্ধি

[খ] উদ্ধারকর্মী নিয়োগ

[গ] উন্নত যন্ত্রাদি ব্যবহার

✅ সুষ্ঠু প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ

১৪৪. নিচের দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে (?) চি‎হ্নিত স্থানে কী হবে? (প্রয়োগ)

[ক] পর্যবেক্ষণ

✅ প্রশমন

[গ] নিরীক্ষণ

[ঘ] অনুসন্ধান

১৪৫. দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কোনটি? (অনুধাবন)

✅ প্রতিরোধ, প্রশমন, পূর্বপ্রস্তুতি

[খ] সাড়াদান, উন্নয়ন, পুনরুদ্ধার

[গ] প্রতিরোধ, প্রশমন, পুনরুদ্ধার

[ঘ] প্রতিরোধ, পুনরুদ্ধার, উন্নয়ন

১৪৬. দুর্যোগ ব্যবস্থাপনার কাজ কী? (অনুধাবন)

✅ দুর্যোগ প্রতিরোধ করা

[খ] ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা

[গ] দুর্যোগের সময় মানুষকে সাহায্য করা

[ঘ] মানুষের উন্নত খাওয়ার ব্যবস্থা করা

১৪৭. কোন সময় দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়? (জ্ঞান)

[ক] দুর্যোগ প্রশমন সময়

✅ দুযোগ পূর্ব সময়

[গ] দুর্যোগ পুনরুদ্ধার সময়

[ঘ] দুর্যোগের সময়

১৪৮. কীভাবে অবকাঠামোগত উপায়ে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব? (অনুধাবন)

✅ বেড়িবাঁধ তৈরি করে

[খ] আশ্রয় কেন্দ্র নির্মাণ করে

[গ] নদী খনন করে

[ঘ] গণসচেতনতা বৃদ্ধি করে

১৪৯. কোনটি কাঠামোগত প্রশমনের অন্তর্ভুক্ত? (অনুধাবন)

[ক] পূর্ব প্রস্তুতি

[খ] প্রশিক্ষণ

✅ নদী খনন

[ঘ] গণসচেতনতা বৃদ্ধি

১৫০. দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি অত্যন্ত ব্যয়বহুল? (জ্ঞান)

[ক] উন্নয়ন

[খ] উদ্ধার

[গ] অবকাঠামোগত প্রশমন

✅ কাঠামোগত প্রশমন

১৫১. দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগপূর্ব প্রস্তুতিকে কী বলে? (জ্ঞান)

[ক] পুনরুদ্ধার

[খ] উন্নয়ন

[গ] সাড়াদান

✅ প্রশমন

১৫২. দুর্যোগ প্রশমনের মধ্যে কোন বিষয় অন্তর্ভুক্ত? (অনুধাবন)

[ক] দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন

✅ মজবুত পাকা ভবন নির্মাণ

[গ] দুর্যোগপূর্ণ অঞ্চল চি‎হ্নিতকরণ

[ঘ] প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা

১৫৩. কোনটি দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত? (অনুধাবন)

[ক] গণসচেতনতা বৃদ্ধি

✅ অর্থনৈতিক উন্নয়ন

[গ] ত্রাণসামগ্রী বিতরণ

[ঘ] ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ

১৫৪. সরকার কর্তৃক বেড়িবাঁধ নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনার কোন ধরনের অংশ? (অনুধাবন)

[ক] উন্নয়ন

[খ] প্রতিরোধ

✅ প্রশমন

[ঘ] পুনরুদ্ধার

১৫৫. কোনটি দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমনে দুর্যোগপূর্ব প্রস্তুতি? (অনুধাবন)

✅ আশ্রয় কেন্দ্র নির্মাণ

[খ] উপযুক্ত প্রশিক্ষণ

[গ] ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ

[ঘ] আবহাওয়ার পূর্বাভাস

১৫৬. দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কী বলে? (জ্ঞান)

[ক] দুর্যোগের প্রতিরোধ

[খ] দুর্যোগের প্রশমন

✅ দুর্যোগের প্রস্তুতি

[ঘ] দুর্যোগের পুনরুদ্ধার

১৫৭. জেলেদের মধ্যে রেডিও সরবরাহ কোন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা? (অনুধাবন)

[ক] কাঠামোগত

✅ অকাঠামোগত

[গ] সাড়াদান

[ঘ] উন্নয়ন

১৫৮. কখন উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়? (জ্ঞান)

[ক] দুর্যোগের সময়

[খ] দুর্যোগের পূর্বে

✅ দুর্যোগের পরপরই

[ঘ] পুনরুদ্ধারের পর

১৫৯. দুর্যোগের পরপরই কোনটি দরকার? (অনুধাবন)

[ক] পুনরুদ্ধার

[খ] উন্নয়ন

✅ সাড়াদান

[ঘ] ত্রাণদান

১৬০. দুর্যোগের পর পর নিরাপদ স্থানে যাওয়া কোন ধরনের কার্যক্রমের অন্তর্ভুক্ত? (অনুধাবন)

[ক] প্রশমন

[খ] প্রতিরোধ

✅ সাড়াদান

[ঘ] উন্নয়ন

১৬১. দুর্যোগের যে ক্ষয়ক্ষতি হয় তা কাটিয়ে ওঠাকে কী বলে? (জ্ঞান)

✅ পুনরুদ্ধার

[খ] প্রশমন

[গ] উন্নয়ন

[ঘ] প্রতিরোধ

১৬২. বন্যাকবলিত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণে সেনাবাহিনীর উদ্যোগ কোন ধরনের কাজ? (প্রয়োগ)

✅ দুর্যোগ পুনরুদ্ধার

[খ] দুর্যোগ উন্নয়ন

[গ] দুর্যোগ সাড়াদান

[ঘ] দুর্যোগ প্রতিরোধ

১৬৩. দুর্যোগপ্রবণ এলাকায় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ার পূর্বে কোন বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? (উচ্চতর দক্ষতা)

[ক] উন্নয়ন কর্মকাণ্ডে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া যায় তার ওপর

[খ] কতগুলো আশ্রয় কেন্দ্র নির্মাণ করা যায় তার ওপর

[গ] কত সংখ্যক মানুষ ওই এলাকায় বসবাস করে তার ওপর

✅ এলাকার ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের ওপর

১৬৪. ‘স্পারসো’ কী? (অনুধাবন)

[ক] সংবাদ সংস্থা

[খ] বেসরকারি সংস্থা

[গ] বন্যা পূর্বাভাস কেন্দ্র

✅ মহাকাশ গবেষণা সংস্থা

১৬৫. ভূউপগ্রহের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্ককরণে সহায়তা করে কোন সংস্থা? (অনুধাবন)

[ক] আবহাওয়া অধিদপ্তর

[খ] রেড ক্রিসেন্ট

✅ স্পারসো

[ঘ] রেড ক্রস

১৬৬. বন্যা পূর্বাভাস কেন্দ্র কোন সংস্থার আওতাধীন? (জ্ঞান)

✅ পানি উন্নয়ন বোর্ডের

[খ] সমাজসেবা অধিদফতরের

[গ] আবহাওয়া অধিদফতরের

[ঘ] মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের

১৬৭. বাংলাদেশ বেতার ও টেলিভিশনের মাধ্যমে সতর্ক সংকেত দেওয়া হয় কেন? (অনুধাবন)

[ক] মানুষের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য

✅ নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ ও ক্ষয়ক্ষতি কমাতে

[গ] মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে

[ঘ] ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাতে

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৮. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে বোঝায়- (অনুধাবন)

i. দুর্যোগ সংঘটনের পরে ত্রাণকার্য পরিচালনা

ii. দুর্যোগ পূর্ববর্তী কর্মপরিকল্পনা তৈরি

iii. দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ সংক্রান্ত ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে গৃহীত কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৬৯. দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় পড়ে- (উচ্চতর দক্ষতা)

i. প্রতিরোধ ও প্রস্তুতি

ii. সাড়াদান

iii. পুনরুদ্ধার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৭০. দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান হলো- (অনুধাবন)

i. দুর্যোগ প্রতিরোধ

ii. দুর্যোগ প্রশমন

iii. দুর্যোগের পূর্বপ্রস্তুতি

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] ii

✅ i, ii ও iii

১৭১. দুর্যোগ প্রশমনের মধ্যে আছে- (উচ্চতর দক্ষতা)

i. দুর্যোগের স্থায়িত্ব হ্রাস

ii. দুর্যোগের পূর্বপ্রস্তুতি

iii. সম্পূর্ণ প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭২. কাঠামোগত দুর্যোগ প্রশমন হলো- (অনুধাবন)

i. বেড়িবাঁধ নির্মাণ

ii. বিপদ সংকেত প্রচার

iii. আশ্রয়কেন্দ্র নির্মাণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৩. দুর্যোগ প্রস্তুতির অন্তর্ভুক্ত বিষয় হলো- (অনুধাবন)

i. বেতার যন্ত্র প্রস্তুত রাখা

ii. ড্রিল বা ভূমিকা অভিনয়

iii. মজবুত পাকা ভবন নির্মাণ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৪. দুর্যোগকালীন করা উচিত- (অনুধাবন)

i. প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ সংগ্রহ

ii. নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া

iii. গবাদিপশুকে সরিয়ে নেওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ভূগোল ও পরিবেশ MCQ 🌏 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ডায়াগ্রাম থেকে ১৭৫ ও ১৭৬ নং প্রশ্নের উত্তর দাও :

১৭৫. ডায়াগ্রামের কোনটি দুর্যোগপূর্ব ব্যবস্থা? (প্রয়োগ)

[ক] সাড়াদান

[খ] পুনরুদ্ধার

✅ প্রশমন

[ঘ] উন্নয়ন

১৭৬. ডায়াগ্রামের অন্তর্ভুক্ত কার্যক্রম – (উচ্চতর দক্ষতা)

i. গণসচেতনতা সৃষ্টি

ii. পাকা ভবন নির্মাণ

iii. প্রশিক্ষণ নেওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

Leave a Comment