SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download ~ Exam Cares

১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?

[ক] দেশি ব্যাংক

[খ] ভোক্তাদের ব্যাংক

[গ] জাতীয় ব্যাংক

✅ আঞ্চলিক ব্যাংক

২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-

i. সরকারকে সহায়তা দেয়া

ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা

iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

✅ i ও ii

[ঘ] i ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।

৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?

[ক] কাঠামোভিত্তিক

[খ] মালিকানাভিত্তিক

[গ] নিয়ন্ত্রণভিত্তিক

✅ বিশেষ মক্কেলভিত্তিক

৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?

[ক] জীবনধারণের মানোন্নয়ন করা

✅ মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা

[গ] পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা

[ঘ] মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া

৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? (সকল বোর্ড ’১৫)

✅ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা

[খ] জীবনযাত্রার মানোন্নয়ন

[গ] সামাজিক অবদান

[ঘ] উপদেষ্টা ও পরামর্শদাতা

৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? (সকল বোর্ড ’১৫)

[ক] নিরাপত্তার নীতি

✅ মুনাফার নীতি

[গ] তারল্য নীতি

[ঘ] দক্ষতার নীতি

সূচনা : পৃষ্ঠা-৮৪

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)

✅ ব্যাংকিং ব্যবসায়ের

[খ] অংশীদারি ব্যবসায়ের

[গ] পাইকারি ব্যবসায়ের

[ঘ] খুচরা ব্যবসায়ের

৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)

✅ ইলেকট্রনিক ব্যাংকিং

[খ] এনি ব্রাঞ্চ

[গ] মনিটরিং

[ঘ] ফোন

৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)

[ক] ঋণের সুবিধা

[খ] বিলাসবহুল

[গ] বৈদেশিক বিনিময়

✅ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা

১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] লেনদেনের আধিক্য

[খ] ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন

✅ নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব

[ঘ] গ্রাহকদের চাহিদার পরিবর্তন

১১. কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? (অনুধাবন)

[ক] ব্যাংকের অবস্থানের

[খ] ব্যাংকের আকারের

[গ] সরকার পরিবর্তনের

✅ নতুন নতুন ব্যাংকিং পণ্য

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২. যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ের পরিবর্তন সাধিত হয়েছে- (অনুধাবন)

i. আকার ও আকৃতির

ii. নীতি ও পরিচালনায়

iii. উদ্দেশ্য ও গঠনে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩. প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করেছে- (অনুধাবন)

i. নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে

ii. ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার মাধ্যমে

iii. ক্রেতার প্রয়োজন অনুসারে সেবা প্রস্তুত করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

ব্যাংকের উদ্দেশ্যাবলি : পৃষ্ঠা : ৮৪

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪. কী কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? (অনুধাবন)

✅ বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে

[খ] অনেক শাখার কারণে

[গ] এলাকার ভিন্নতার কারণে

[ঘ] ব্যাংকের ধরনের পার্থক্যের কারণে

১৫. ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)

[ক] ৩

✅

[গ] ৫

[ঘ] ৬

১৬. তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (অনুধাবন)

✅ মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে

[খ] সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে

[গ] গ্রাহকদের প্রেক্ষাপটে

[ঘ] জীবনযাত্রার মানোন্নয়নের প্রেক্ষাপটে

১৭. ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিতি অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের কী? (জ্ঞান)

[ক] সুবিধা

[খ] অসুবিধা

✅ উদ্দেশ্য

[ঘ] সীমাবদ্ধতা

১৮. ব্যাংকের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)

✅ সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ

[খ] অর্থ জমা করে রাখা

[গ] তারল্য কম রাখা

[ঘ] কম আমানত অধিক ঋণ

১৯. প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি? (জ্ঞান)

[ক] মোট ব্যয়

[খ] মুখ্য ব্যয়

✅ সুযোগ ব্যয়

[ঘ] উৎপাদন ব্যয়

২০. যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পায়? (জ্ঞান)

[ক] গ্রাহকদের

✅ মালিকপক্ষের

[গ] ব্যাংকারের

[ঘ] বিনিয়োগকারীদের

২১. ব্যাংক বিভিন্ন খাতে কী করে? (জ্ঞান)

[ক] ঝুঁকি গ্রহণ

✅ বিনিয়োগ

[গ] তথ্য সরবরাহ

[ঘ] হিসাব নিকাশ

২২. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধিতে সচেষ্ট হয়? (অনুধাবন)

[ক] মুনাফা অর্জন বৃদ্ধিতে

[খ] সুনাম বৃদ্ধিতে

✅ দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে

[ঘ] বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধিতে

২৩. ব্যাংক কীভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে? (অনুধাবন)

[ক] অর্জিত মুনাফার অংশ মালিকপক্ষকে বণ্টন করে

[খ] অর্জিত মুনাফা দ্বারা মূলধন গঠন করে

✅ অর্জিত মুনাফার অংশ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে

[ঘ] গ্রাহকদের বিভিন্ন রকম সেবাদান করে

২৪. অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? (অনুধাবন)

[ক] সামাজিক উন্নয়নে

[খ] সমাজ গঠনমূলক কাজে

[গ] শিল্পোন্নয়নে

✅ সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে

২৫. নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? (জ্ঞান)

✅ কেন্দ্রীয় ব্যাংক

[খ] বাণিজ্যিক ব্যাংক

[গ] সোনালী ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

২৬. চেক কখন বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? (অনুধাবন)

✅ অ্যাকাউন্টে টাকা জমা থাকলে

[খ] অ্যাকাউন্টে টাকা জমা না থাকলে

[গ] বাড়িতে নগদ অর্থ জমা থাকলে

[ঘ] কারও কাছ থেকে ঋণ নিলে

২৭. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়? (অনুধাবন)

✅ ব্যাংক চেক

[খ] ডিমান্ড ড্রাফট

[গ] প্রত্যয়নপত্র

[ঘ] সঞ্চয়পত্র

২৮. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? (অনুধাবন)

[ক] নোট ও মুদ্রা প্রচলন করে

✅ বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে

[গ] কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

[ঘ] তহবিল বিনিয়োগ করে

২৯. জনাব রিয়াজের রূপালী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে ৫ লাখ টাকা জমা আছে। তিনি যদি ৬০,০০০ টাকা দ্বারা একটি কম্পিউটার ক্রয় করেন। তাহলে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করবেন কীভাবে? (প্রয়োগ)

✅ চেক দ্বারা

[খ] প্রত্যয়নপত্র দ্বারা

[গ] পে-অর্ডার করে

[ঘ] নগদ অর্থ দ্বারা

৩০. দেশের মূলধন গঠনে সাহায্যে করা এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করা কার প্রধান উদ্দেশ্য? (জ্ঞান)

✅ ব্যাংকের

[খ] সরকারের

[গ] গ্রাহকের

[ঘ] মালিকদের

৩১. ব্যাংক অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে কী উন্নয়নে অংশগ্রহণ করে? (অনুধাবন)

[ক] সামাজিক উন্নয়নে

✅ অর্থনৈতিক উন্নয়নে

[গ] রাজনৈতিক উন্নয়নে

[ঘ] জনগণের উন্নয়নে

৩২. কোন ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)

[ক] বিনিয়োগ ব্যাংক

✅ কেন্দ্রীয় ব্যাংক

[গ] বাংলাদেশ কৃষি ব্যাংক

[ঘ] বাণিজ্যিক ব্যাংক

৩৩. দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কী নিয়ন্ত্রণে রাখতে হয়? (অনুধাবন)

[ক] ঋণ

✅ মুদ্রাবাজার

[গ] বিনিয়োগ

[ঘ] শিল্প

৩৪. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে? (জ্ঞান)

✅ বাণিজ্যিক ব্যাংক

[খ] সরকার

[গ] বিনিয়োগ ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

৩৫. সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে? (জ্ঞান)

[ক] সামাজিক অবদান

[খ] উন্নয়নে অংশগ্রহণ

[গ] অর্থ স্থানান্তর

✅ কর্মসংস্থান সৃষ্টি

৩৬. কীভাবে ব্যাংক বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করে? (জ্ঞান)

[ক] বিনিয়োগ বৃদ্ধি করে

[খ] ঋণ নিয়ন্ত্রণ করে

✅ কর্মসংস্থান সৃষ্টি করে

[ঘ] মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে

৩৭. কোন ধরনের ব্যবসায়কে ব্যাংক অগ্রাধিকারভাবে অর্থায়ন করে? (জ্ঞান)

✅ যারা অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে

[খ] যারা বেশি লভ্যাংশ প্রদান করে

[গ] যারা বেশি বিনিয়োগ খাত সৃষ্টি করে

[ঘ] যারা সরকারকে সহযোগিতা করে

৩৮. গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক কী সৃষ্টি করে? (জ্ঞান)

✅ আমানত

[খ] ঋণ

[গ] আয়ের উৎস

[ঘ] তহবিল

৩৯. কোন আমানতের ক্ষেত্রে যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়? (অনুধাবন)

[ক] দীর্ঘস্থায়ী আমানত

[খ] চলতি আমানত

✅ সঞ্চয়ী আমানত

[ঘ] মেয়াদি আমানত

৪০. তন্বীর ব্যাংক হিসাব থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সে টাকা তোলায় তেমন লাভ পেল না। তন্বীর ব্যাংক হিসাব নিচের কোনটি? (প্রয়োগ)

[ক] চলতি হিসাব

[খ] সঞ্চয়ী হিসাব

✅ মেয়াদি হিসাব

[ঘ] উত্তোলন হিসাব

৪১. কার অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য? (জ্ঞান)

[ক] সরকারের

✅ গ্রাহকের

[গ] ব্যাংকারের

[ঘ] মালিকের

৪২. গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা যায়? (অনুধাবন)

[ক] বিমা কোম্পানিতে

✅ ব্যাংকে

[গ] সমিতিতে

[ঘ] বাড়িতে

৪৩. ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে তখন সে কী মূল্যায়ন করে? (অনুধাবন)

[ক] প্রকল্পের মান

[খ] প্রকল্পের সুনাম

✅ প্রকল্পের লাভজনকতা

[ঘ] প্রকল্পের বিনিয়োগ

৪৪. ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে? (অনুধাবন)

[ক] আর্থিক ও অর্থ সংক্রান্ত পরামর্শ

✅ ব্যাংকের পেশাগত দক্ষতা

[গ] প্রকল্প পরিবর্তন পরিমার্জন

[ঘ] প্রকল্প মূল্যায়ন

৪৫. ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কী করে? (উচ্চতর দক্ষতা)

✅ শক্তিশালী করে

[খ] হতাশ করে

[গ] উচ্চমান প্রদান করে

[ঘ] নিম্নমান প্রদান করে

৪৬. ব্যাংক গ্রাহককে কী সংক্রান্ত পরামর্শ দেয়? (জ্ঞান)

[ক] আয় ব্যয় সংক্রান্ত

[খ] ঋণ সংক্রান্ত

[গ] বিনিয়োগ সংক্রান্ত

✅ অর্থ সংক্রান্ত

৪৭. ব্যাংক মক্কেলের কী হিসেবে কাজ করে? (জ্ঞান)

✅ অছি

[খ] সহায়তাকারী

[গ] উপদেষ্টা

[ঘ] সমন্বয়কারী

৪৮. কোনটির মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ বিদেশ স্থানান্তর করা যায়? (অনুধাবন)

[ক] গ্রাহক সেবার

[খ] বিনিয়োগের

✅ ব্যাংকিং সেবার

[ঘ] বিমার

৪৯. গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক কী করে? (জ্ঞান)

[ক] নিরাপত্তা প্রদান

[খ] কর্মসংস্থান সৃষ্টি

✅ নতুন সেবা ও পণ্য সৃষ্টি

[ঘ] প্রতিনিধিত্ব

৫০. কোন মেশিনের সাহায্যে নগদ টাকা তোলা যায়? (জ্ঞান)

✅ এটিএম মেশিন

[খ] সেলাই মেশিন

[গ] মানি রিডেবল মেশিন

[ঘ] নিটিং মেশিন

৫১. বর্তমানে সারাদেশের বড় বড় শহরে কত ঘণ্টা ব্যাংকিং সেবা চালু আছে? (জ্ঞান)

[ক] ২০

[খ] ২২

✅ ২৪

[ঘ] ২৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫২. ব্যাংকের লক্ষ্য হলো- (অনুধাবন)

i. মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা

ii. ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা প্রদান করা

iii. জাতীয় আয় বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৩. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে সচেষ্ট হয়- (অনুধাবন)

i. দেশে উৎপাদন বৃদ্ধিতে

ii. জাতীয় আয় বৃদ্ধিতে

iii. সামাজিক উন্নয়ন বৃদ্ধিতে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৪. সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য যেসব কাজ করে তা হলো- (অনুধাবন)

i. মুদ্রাবাজার গবেষণা

ii. নোট ও মুদ্রা প্রচলন

iii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৫. ব্যাংকের পরামর্শের মাধ্যমে সরকারের পক্ষে সম্ভব হয়- (উচ্চতর দক্ষতা)

i. অস্থিতিশীল মুদ্রামান স্থির করা

ii. স্বল্প মুদ্রাস্ফীতি নির্ধারণ করা

iii. অর্থনৈতিক সমৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৬. গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলী হচ্ছে- (অনুধাবন)

i. আমানত সৃষ্টি

ii. প্রতিনিধিত্ব

iii. অর্থ স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৭. সঞ্চয়ী আমানতের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. এর সুদ প্রায় ৭%

ii. সর্বনিম্ন ১ মাস জমা রাখতে হয়

iii. যখন প্রয়োজন তখনই টাকা তোলা যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৮. ঋণ প্রদানের পূর্বে ব্যাংকের যেসব বিষয় বিবেচনায় আনা উচিত- (উচ্চতর দক্ষতা)

i. প্রস্তাবিত প্রকল্পের আকার

ii. প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা

iii. প্রস্তাবিত প্রকল্পের লাভজনকতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৯. ব্যাংক গ্রাহকদের পক্ষে, প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করে- (অনুধাবন)

i. ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে

ii. বিনিময় বিলে স্বাক্ষর করার মাধ্যমে

iii. বাসাভাড়া সংগ্রহ করার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬০. জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে- (অনুধাবন)

i. অধিক আমানত সংগৃহীত হয়

ii. ভোগের প্রবণতা বৃদ্ধি পায়

iii. শিল্প ও ব্যবসায়ের উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৬১. ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো- (অনুধাবন)

i. মুদ্রার সঞ্চালন বৃদ্ধি

ii. সেবা প্রদান ও সম্পর্কের উন্নয়ন

iii. বিনিয়োগ ও শিল্পায়ন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :

যমুনা ব্যাংক বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এটি জনগণের অলস অর্থ আমানত রাখে ও অধিক হার সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক ব্যবসায়ে টিকে থাকতে চায়।

৬২. যমুনা ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কী? (প্রয়োগ)

[ক] আমানত রাখা

[খ] ঋণ দেওয়া

[গ] সুদ গ্রহণ করা

✅ মুনাফা অর্জন করা

৬৩. যমুনা ব্যাংকটির সুনাম বৃদ্ধিতে করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)

i. নতুন নতুন শাখা প্রতিষ্ঠা

ii. দক্ষতার উন্নয়ন

iii. সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :

মি. নাইম একজন পাট ব্যবসায়ী। দৈনন্দিন পাট বিক্রি হতে যে লাভ হয়, তার পুরোটা খরচ না করে তিনি কিছু জমা করেন। এখন ভাবছেন সঞ্চিত অর্থ নিরাপদে সংরক্ষণের কথা।

৬৪. নাইম কোন প্রতিষ্ঠানে অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন? (প্রয়োগ)

✅ বাণিজ্যিক ব্যাংকে

[খ] বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানে

[গ] বিমা প্রতিষ্ঠানে

[ঘ] সমবায় সমিতিতে

৬৫. মি. নাইমের জন্য কোন ধরনের হিসাব প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)

[ক] চলতি হিসাব

✅ সঞ্চয়ী হিসাব

[গ] স্থায়ী হিসাব

[ঘ] বিশেষ হিসাব

নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব মেহেদী নিজের জমানো অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে হাউজিং ব্যবসায় শুরু করতে চান। এ ক্ষেত্রে তিনি ব্যাংকে ঋণের জন্য আবেদন করলেন।

৬৬. জনাব মেহেদী কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন? (প্রয়োগ)

[ক] গ্রুপ ব্যাংক

✅ বাণিজ্যিক ব্যাংক

[গ] চেইন ব্যাংক

[ঘ] কেন্দ্রীয় ব্যাংক

৬৭. ব্যাংক জনাব মেহেদীকে যেসব বিষয়ে পরামর্শ দিতে পারে- (উচ্চতর দক্ষতা)

i. প্রকল্পের লাভজনকতা

ii. প্রকল্পের পরিবর্তন ও পরিমার্জন

iii. প্রকল্পের যথার্থতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

ব্যাংকের গঠন : পৃষ্ঠা : ৮৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৮. কোন ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়? (জ্ঞান)

✅ কেন্দ্রীয় ব্যাংক

[খ] সোনালী ব্যাংক

[গ] সমবায় ব্যাংক

[ঘ] বিনিয়োগ ব্যাংক

৬৯. প্রাইভেট ব্যাংকের পরিচালকের সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ১-৭ জন

✅ ২-১৩ জন

[গ] ৫-১০ জন

[ঘ] ৫-১৫ জন

৭০. প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ সংখ্যা কত? (জ্ঞান)

[ক] ২ জন

[খ] ৭ জন

[গ] ১০ জন

✅ ১৩ জন

৭১. জনাব সালাম কেন্দ্রীয় ব্যাংকের আইন মেনে একটি প্রাইভেট ব্যাংক স্থাপন করতে চান। এজন্য সর্বনিম্ন কতজন পরিচালক থাকতে হবে? (প্রয়োগ)

✅ ২ জন

[খ] ৩ জন

[গ] ৭ জন

[ঘ] ১৩ জন

৭২. সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে কোন ব্যাংক প্রতিষ্ঠিত? (জ্ঞান)

[ক] প্রাইভেট ব্যাংক

✅ পাবলিক ব্যাংক

[গ] শিল্প ব্যাংক

[ঘ] বেসিক ব্যাংক

৭৩. জহিরুল ইসলাম একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এজন্য তাকে নিচের কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? (প্রয়োগ)

✅ বাংলাদেশ ব্যাংকের

[খ] সোনালী ব্যাংকের

[গ] কৃষি ব্যাংকের

[ঘ] শিল্প ব্যাংকের

৭৪. বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংক পরিচালিত হলে তা কিরূপ হবে? (অনুধাবন)

[ক] আইনসংগত হবে

✅ বেআইনি হবে

[গ] নিয়ন্ত্রণকারী হবে

[ঘ] অনিয়ন্ত্রণকারী হবে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৫. প্রিম ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক। এ ব্যাংকে পরিচালকের সংখ্যা- (প্রয়োগ)

i. সর্বনিম্ন ২ জন

ii. সর্বোচ্চ ১৩ জন

iii. বিশেষ ক্ষেত্রে ১৫ জন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব হাসান সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকার অদূরে মাওয়ায় একটি প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন।

৭৬. জনাব হাসান সাহেব ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? (প্রয়াগ)

[ক] শিল্প ব্যাংকের

[খ] সোনালী ব্যাংকের

✅ বাংলাদেশ ব্যাংকের

[ঘ] বাণিজ্যিক ব্যাংকের

৭৭. জনাব হাসান সাহেবের প্রতিষ্ঠিত ব্যাংকে পরিচালক থাকবে- (প্রয়োগ)

i. সর্বনিম্ন ২জন

ii. সর্বনিম্ন ৭ জন

iii. সর্বোচ্চ ১৩ জন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

ব্যাংকিং ব্যবসার মূলনীতি : পৃষ্ঠা – ৮৬

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৮. ব্যাংকিং কী ধরনের ব্যবসায়? (জ্ঞান)

[ক] ঝুঁকিহীন

✅ ঝুঁকিবহুল

[গ] পাইকারি ব্যবসায়

[ঘ] খুচরা ব্যবসায়

৭৯. ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য কোনটি মেনে চলতে হয়? (অনুধাবন)

[ক] পদক্ষেপ

[খ] প্রক্রিয়া অনুসরণ

✅ মৌলিক নীতি

[ঘ] পরামর্শ গ্রহণ

৮০. ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয় কেন? (উচ্চতর দক্ষতা)

✅ অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে

[খ] প্রকল্পের লাভজনকতার কারণে

[গ] দক্ষ ব্যবস্থাপনার কারণে

[ঘ] নিরাপত্তার কারণে

৮১. ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? (জ্ঞান)

✅ নিরাপত্তার নীতি

[খ] দক্ষতার নীতি

[গ] সুনামের নীতি

[ঘ] বিনিয়োগের নীতি

৮২. ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত কেন? (উচ্চতর দক্ষতা)

[ক] গ্রাহকের জমাকৃত অর্থের নিরাপত্তার জন্য

✅ ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে

[গ] ঋণের অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করতে

[ঘ] নিরাপত্তা নিশ্চিত করতে

৮৩. ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেয় তাকে কী বলে? (জ্ঞান)

✅ প্রদত্ত সুদ

[খ] প্রাপ্ত সুদ

[গ] প্রাপ্ত বাট্টা

[ঘ] প্রদত্ত বাট্টা

৮৪. ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ পায় তার নাম কী? (জ্ঞান)

[ক] প্রদত্ত সুদ

✅ প্রাপ্ত সুদ

[গ] প্রদত্ত কমিশন

[ঘ] প্রাপ্ত কমিশন

৮৫. আমানতকারীর প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত? (অনুধাবন)

[ক] নিরাপত্তার নীতি

✅ তারল্যের নীতি

[গ] সততার নীতি

[ঘ] উন্নয়নের নীতি

৮৬. সার্থক ব্যাংকিং ব্যবসায়ের জন্য কিসের প্রয়োজন? (প্রয়োগ)

[ক] সচ্ছলতার নীতি

✅ সঠিক তারল্য নীতি

[গ] দক্ষতার নীতি

[ঘ] সেবার নীতি

৮৭. মুনাফা বেশি হবে এ আশায় চ ব্যাংক লিমিটেড বেশি ঋণ সরবরাহ করে। এতে চ ব্যাংক তার আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে না এবং ঋণ আদায়েও ব্যর্থ হয়। এক্ষেত্রে চ ব্যাংক লিমিটেড কোন নীতি না মানায় আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে? (উচ্চতর দক্ষতা)

[ক] সচ্ছলতার নীতি

[খ] নিরাপত্তার নীতি

[গ] বিশ্বস্ততার নীতি

✅ তারল্যের নীতি

৮৮. ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)

[ক] একক মালিকানা

✅ আর্থিক সচ্ছলতা

[গ] গোপনীয়তা রক্ষা

[ঘ] ঝুঁকি এড়ানো

৮৯. আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কী হতে পারে? (জ্ঞান)

[ক] গ্রাহক শূন্য

[খ] ঋণগ্রস্ত

[গ] দুর্নীতিগ্রস্ত

✅ দেউলিয়া

৯০. প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য ব্যাংকের কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? (জ্ঞান)

✅ দক্ষতার নীতি

[খ] প্রচার নীতি

[গ] সুনামের নীতি

[ঘ] বিশেষায়নের নীতি

৯১. ব্যাংকের অন্যতম দায়িত্ব কোনটি? (জ্ঞান)

[ক] অর্থনৈতিক উন্নয়ন করা

[খ] আকর্ষণীয় প্রচারণার ব্যবস্থা করা

✅ গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা

[ঘ] অতিরিক্ত সুদ আদায় করা

৯২. ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের উপায় কোনটি? (অনুধাবন)

[ক] প্রচার করা

[খ] সেবার নীতি গ্রহণ করা

✅ হিসাবের গোপনীয়তা রক্ষা করা

[ঘ] কর্মচারীদের দক্ষতা

৯৩. মি. সৌরভের ইউনিভার্স ব্যাংকে একটি ব্যাংক হিসাব আছে যাতে তার বেতনের ১৫,০০০ টাকা জমা হয়। মি. সৌরভের বন্ধু মি. সিজান ব্যাংক থেকে জেনে নিয়ে মি. সৌরভের নিকট ১০,০০০ টাকা ধার চায়। এখানে ইউনিভার্স ব্যাংকটি কোন নীতি অনুসরণে ব্যর্থ হয়েছে? (প্রয়োগ)

[ক] সততার নীতি

[খ] দক্ষতার নীতি

[গ] প্রচারের নীতি

✅ গোপনীয়তার নীতি

৯৪. বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

✅ বিনিয়োগ নীতি

[খ] সেবার নীতি

[গ] উন্নয়ন নীতি

[ঘ] প্রচারনীতি

৯৫. ব্যাংক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ নীতি কোনটি? (অনুধাবন)

[ক] সচ্ছলতার নীতি

[খ] তারল্য নীতি

✅ উন্নয়নের নীতি

[ঘ] সেবার নীতি

৯৬. ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে?অনুধাবন)

[ক] সুনাম নীতির মাধ্যমে

[খ] বিনিয়োগ নীতির মাধ্যমে

✅ মিতব্যয়িতার নীতির মাধ্যমে

[ঘ] সাবধানতার নীতির মাধ্যমে

৯৭. ‘স্বল্প ব্যয়ে অধিক কাজ’ কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? (অনুধাবন)

[ক] সচ্ছলতার নীতি

✅ মিতব্যায়িতার নীতি

[গ] নিরাপত্তার নীতি

[ঘ] সাবধানতার নীতি

৯৮. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী? (জ্ঞান)

[ক] উন্নত ব্যবস্থাপনা

[খ] দক্ষ পরিচালনা

[গ] সেবামূলক কার্যক্রম

✅ ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা

৯৯. ঢাকা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। গ্রাহকের আস্থা অর্জন করতে ব্যাংকটি কোন নীতি অনুসরণ করবে? (প্রয়োগ)

[ক] দক্ষতার নীতি

[খ] সেবার নীতি

✅ সততা ও বিশ্বস্ততার নীতি

[ঘ] সুনামের নীতি

১০০. নিচের কোনটির বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ ব্যাংকে জমা রাখে? (অনুধাবন)

✅ আস্থার

 

[খ] সেবার

[গ] দক্ষতার

 

[ঘ] সুনামের

১০১. গ্রাহকের অর্থ ও মূল্যবান সম্পদ জমা রাখতে ব্যাংক কোন ধরনের সেবা প্রদান করে? (জ্ঞান)

[ক] প্রতিনিধিত্ব

 

[খ] অছি

[গ] সঞ্চয়ী

 

✅ লকার

১০২. ‘গঙ্গা’ ব্যাংকের ব্যাংকার মি. অমিত এক বছর আগে ১০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এতে ব্যাংকের সুনাম ক্ষুণন হয়। ব্যাংকের এরূপ পরিণতির জন্য কোন নীতি দায়ী? (প্রয়োগ)

[ক] নিরাপত্তার নীতি

✅ সততার ও বিশ্বস্ততার নীতি

[গ] সুনামের নীতি

[ঘ] সেবার নীতি

১০৩. বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা উচিত? (জ্ঞান)

[ক] বিনিয়োগের নীতি

[খ] মিত্যব্যয়িতার নীতি

[গ] উদ্দেশ্যের নীতি

✅ সাবধানতার নীতি

১০৪. কোন নীতি অনুসরণ করলে ব্যাংকের কার্য দক্ষতার মান বৃদ্ধি পায়? (জ্ঞান)

[ক] দক্ষতার নীতি

✅ বিশেষায়নের নীতি

[গ] মুনাফার নীতি

[ঘ] বিনিয়োগ নীতি

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৫. সোনালী ব্যাংক যদি তাদের আমানতের সব টাকা তরল অবস্থায় রেখে দেয়। তাহলে ব্যাংকটির অবস্থা হবে- (প্রয়োগ)

i. কোনো বিনিয়োগ হবে না

ii. মুনাফাও হবে না

iii. উন্নয়ন হবে না

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৬. ব্যাংকের তারল্যনীতির মূলকথা- (অনুধাবন)

i. অতিরিক্ত তারল্য থাকবে না

ii. তারল্যে সংকটও হবে না

iii. কোনো তারল্য থাকবে না

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৭. ণ ব্যাংক লিমিটেড প্রচুর পরিমাণে অর্থ ঋণ হিসেবে প্রদান করায় নগদ অর্থের পরিমাণ কমে যায়। পরবর্তীতে আমানতের অর্থ আসায় এ অর্থ ঋণ হিসেবে না দিয়ে সংরক্ষণ করতে চায়। এক্ষেত্রে ণ ব্যাংকের করণীয় হলো- (প্রয়োগ)

i. স্বল্পমেয়াদি বিল ও বন্ড ক্রয়

ii. দীর্ঘমেয়াদি বিল ও বন্ড ক্রয়

iii. সরকারি ট্রেজারি বিল ক্রয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৮. ব্যাংক ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে- (প্রয়োগ)

i. ব্যাংক ব্যবস্থাপনার বোর্ডের ওপর

ii. কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতার ওপর

iii. গ্রাহকদের দক্ষতার ওপর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৯. ব্যাংকের প্রসার সম্ভব- (প্রয়োগ)

i. উপযুক্ত প্রচারের মাধ্যমে

ii. বোধগম্য প্রচারের মাধ্যমে

iii. আকর্ষণীয় প্রচারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১০. বিনিয়োগ নীতি প্রয়োগ করা হয়- (অনুধাবন)

i. বিনিয়োগের আকার নির্ধারণে

ii. বিনিয়োগের মেয়াদ নির্ধারণে

iii. সুদের হার নির্ধারণে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১১. ব্যাংক সুনাম সৃষ্টি করে- (প্রয়োগ)

i. উন্নত ব্যবস্থাপনার দ্বারা

ii. দক্ষ পরিচালনার দ্বারা

iii. সেবামূলক কার্যাদির দ্বারা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১২. আস্থা ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে- (অনুধাবন)

i. ব্যাংকের কর্মদক্ষতা

ii. ব্যাংকের বিশ্বস্ততা

iii. ব্যাংকের সেবামূলক কার্যাদি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৩. ব্যাংক ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করে- (অনুধাবন)

i. অনুৎপাদনশীলতার ক্ষেত্রে

ii. নিশ্চিয়তার ক্ষেত্রে

iii. অনিশ্চয়তার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৪. বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা প্রয়োজন- (অনুধাবন)

i. অনিশ্চয়তা এড়ানোর জন্য

ii. মিতব্যয়িতা অর্জনের জন্য

iii. ঝুঁকি এড়ানোর জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৫. ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে যেসব ক্ষেত্রে- (অনুধাবন)

i. বৈদেশিক বাণিজ্যে

ii. ঋণদানে

iii. নোট ইস্যুতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৬. ব্যাংক বিশেষায়নের ফলে- (উচ্চতর দক্ষতা)

i. কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়

ii. মিতব্যয়ী হওয়া সম্ভব হয়

iii. মক্কেলদের অধিক সেবা প্রদান সম্ভব হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৭. তারল্য সংরক্ষণ ও মুনাফা অর্জনের মধ্যে সম্পর্ক হলো- (উচ্চতর দক্ষতা)

i. তারল্য সংরক্ষণ ও মুনাফা অর্জনের মধ্যে সমন্বয় বিধানের ফলে ব্যাংক লাভবান হয়

ii. অধিক অর্থ বিনিয়োগ করলে বাহকদের চেক ফেরত যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়

iii. অধিক নগদ সংরক্ষণ করা হলে ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেয়ে মুনাফা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :

সুরমা ব্যাংক লিমিটেড জনগণের কাছ থেকে জুন ২০১৩ তে ১০০ কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। এর মধ্যে ১০ কোটি টাকা নগদ রেখে ব্যাংকটি ৯০ কোটি টাকা ঋণ হিসেবে বাজারে সরবরাহ করে।

১১৮. নগদ ১০ কোটি টাকা সুরমা ব্যাংকটিকে কোন নীতি মেনে চলতে সাহায্যে করবে? (প্রয়োগ)

✅ তারল্যের নীতি

[খ] ঋণদানের নীতি

[গ] নিরাপত্তার নীতি

[ঘ] বিশ্বস্ততার নীতি

১১৯. নগদ ১০ কোটি টাকা সুরমা ব্যাংকের পক্ষে যে কাজটি করবে তা হলো- (প্রয়োগ)

i. ঋণদান সামর্থ্য সংরক্ষণ

ii. চেকের দ্রুত মর্যাদা দান

iii. অর্থসংস্থান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

ব্যাংকের শ্রেণিবিন্যাস : পৃষ্ঠা – ৮৭

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১২০. বাংলাদেশে একক মালিকের ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ নেই- (অনুধাবন)

[ক] বাণিজ্যিক ব্যাংকের আইন অনুযায়ী

✅ কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী

[গ] সমবায় আইন অনুযায়ী

[ঘ] বিমা আইন অনুযায়ী

১২১. কোন ব্যাংকের কোনো শাখা অফিস নেই? (জ্ঞান)

[ক] চেইন ব্যাংক

[খ] পরিবহন ব্যাংক

✅ একক ব্যাংক

[ঘ] শ্রমিক ব্যাংক

১২২. একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই কোন দেশে? (অনুধাবন)

✅ বাংলাদেশে

[খ] ভারতে

[গ] থাইল্যান্ডে

[ঘ] চীনে

১২৩. যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] চেইন ব্যাংকিং

[খ] গ্রুপ ব্যাংকিং

[গ] একক ব্যাংকিং

✅ শাখা ব্যাংকিং

১২৪. জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? (প্রয়োগ)

✅ শাখা ব্যাংক

[খ] চেইন ব্যাংক

[গ] গ্রুপ ব্যাংক

[ঘ] জাতীয় ব্যাংক

১২৫. যৌথ মালিকানায় গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণন রেখে ব্যাংকিং কার্য্যাবলি সম্পাদন ও নিয়ন্ত্রণ করে কোন ধরনের ব্যাংক? (জ্ঞান)

[ক] শাখা ব্যাংক

✅ চেইন ব্যাংক

[গ] গ্রুপ ব্যাংক

[ঘ] বাণিজ্যিক ব্যাংক

১২৬. A, B, C ও D দুর্বল ব্যাংক হওয়ায় ব্যাংকিং ব্যবসায়ের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ব্যাংক চারটি একত্রিত হয়ে ব্যাংকিং ব্যবসায় করতে চাইলে কোন ধরনের ব্যাংকিং তাদের জন্য প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)

[ক] গ্রুপ ব্যাংকিং

[খ] শাখা ব্যাংকিং

✅ চেইন ব্যাংকিং

[ঘ] একক ব্যাংকিং

১২৭. দুই বা ততোধিক ব্যাংক মিলে কিসের সৃষ্টি হয়? (অনুধাবন)

✅ গ্রুপ ব্যাংকের

[খ] চেইন ব্যাংকের

[গ] শাখা ব্যাংকের

[ঘ] বাণিজ্যিক ব্যাংকের

১২৮. হোল্ডিং কোম্পানির অধীনে পরিচালিত হয় কোন ব্যাংক? (অনুধাবন)

[ক] চেইন ব্যাংকিং

[খ] একক ব্যাংক

✅ গ্রুপ ব্যাংকিং

[ঘ] শাখা ব্যাংক

১২৯. গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব কার? (জ্ঞান)

[ক] কেন্দ্রীয় ব্যাংকের

✅ হোল্ডিং কোম্পানির

[গ] সরকারের

[ঘ] সাবসিডিয়ারি কোম্পানির

১৩০. কার্যভিত্তিক ব্যাংক কয়টি? (জ্ঞান)

[ক] ৯

✅ ১১

[গ] ১২

[ঘ] ১৪

১৩১. দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক কোন ব্যাংক? (জ্ঞান)

[ক] বিনিময় ব্যাংক

[খ] কৃষি ব্যাংক

[গ] বাণিজ্যিক ব্যাংক

✅ কেন্দ্রীয় ব্যাংক

১৩২. ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? (জ্ঞান)

[ক] বাণিজ্যিক ব্যাংক

✅ কেন্দ্রীয় ব্যাংক

[গ] কৃষি ব্যাংক

[ঘ] শিল্প ব্যাংক

১৩৩. কৃষি ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? (অনুধাবন)

[ক] আর্থিক প্রতিষ্ঠান

✅ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান

[গ] মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান

[ঘ] সেবামূলক প্রতিষ্ঠান

১৩৪. দেশের শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] শিল্পঋণ সংস্থা

✅ শিল্প ব্যাংক

[গ] BDBL ব্যাংক

[ঘ] ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক

১৩৫. BDBL কী? (জ্ঞান)

[ক] Bangladesh Development Building Limited

✅ Bangladesh Development Bank Limited

[গ] Bangladesh Development Branch Licence

[ঘ] Bangladesh Development Bank Licence

১৩৬. বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)

[ক] বিনিয়োগ ব্যাংক

[খ] আমদানি- রপ্তানি ব্যাংক

✅ বিনিময় ব্যাংক

[ঘ] ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক

১৩৭. তিথি গ্রুপ বাজারে নতুন শেয়ার ছেড়েছে। এক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)

[ক] লেখক

[খ] ড্রাফটার

✅ অবলেখক

[ঘ] আন্ডারড্রাফটার

১৩৮. বন্ধকি ব্যাংক কিসের প্রয়োজনে ঋণ দিয়ে থাকে? (অনুধাবন)

✅ শিল্পের প্রয়োজনে

[খ] মূলধন গঠনের জন্য

[গ] যন্ত্রপাতি ক্রয়ের জন্য

[ঘ] ভূমি ক্রয়ের জন্য

১৩৯. ভূমি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ দেয় যে ব্যাংক তাকে কী বলে? (জ্ঞান)

[ক] বিনিয়োগ ব্যাংক

[খ] পরিবহন ব্যাংক

[গ] শিল্প ব্যাংক

✅ বন্ধকি ব্যাংক

১৪০. পরিবহন ব্যাংক কেন প্রতিষ্ঠা করা হয়? (উচ্চতর দক্ষতা)

[ক] যানবাহন আধুনিকীকরণের জন্য

[খ] যন্ত্রাংশ আমদানি করার জন্য

[গ] পরিবহন ক্রয়ের জন্য

✅ পরিবহন শিল্পের উন্নয়নের জন্য

১৪১. পরিবহন ব্যাংক কী ধরনের ব্যাংক? (জ্ঞান)

✅ বিশেষায়িত ব্যাংক

[খ] সমন্বয় ব্যাংক

[গ] জাতীয় ব্যাংক

[ঘ] আঞ্চলিক ব্যাংক

১৪২. ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কীভাবে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে থাকে? (অনুমোদন)

[ক] ঋণ প্রদান করে

[খ] ব্যবসায় সম্প্রসারণ করে

✅ আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে

[ঘ] লভ্যাংশের প্রবৃদ্ধি করে

১৪৩. আমদানি ও রপ্তানি ব্যাংকের মূল উদ্দেশ্য কী? (অনুধাবন)

[ক] আমদানি ও রপ্তানি বাণিজ্যে অনুমোদন দান

✅ আমদানি ও রপ্তানি বাণিজ্যে সহায়তা করা

[গ] আমদানিকারকের পক্ষে অধিক নিশ্চয়তা দান

[ঘ] রপ্তানিকারকের সাথে আমদানিকারকের সম্পর্কের উন্নয়ন

১৪৪. আমদানির জন্য প্রত্যয়নপত্র ইস্যু করে কোন ব্যাংক? (জ্ঞান)

[ক] বিনিময় ব্যাংক

✅ আমদানি-রপ্তানি ব্যাংক

[গ] শিল্প ব্যাংক

[ঘ] কৃষি ব্যাংক

১৪৫. সমবায় ব্যাংকের মূল বৈশিষ্ট্য কী? (অনুধাবন)

✅ সমবায়ের নীতি ও আইন দ্বারা গঠিত ও পরিচালিত

[খ] প্রাচুর্য ও সচ্ছলতার নীতি ও আইন দ্বারা গঠিত

[গ] রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক নীতি দ্বারা গঠিত

[ঘ] যেকোনো ব্যাংক নীতি দ্বারা গঠিত

১৪৬. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককে কেন সরকারি ব্যাংক বলা হয়? (জ্ঞান)

[ক] অর্ধ-সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত

✅ সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত

[গ] বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত

[ঘ] শুধুমাত্র সরকারি লোকের ব্যবহারযোগ্য বলে

১৪৭. মিজান সাহেব তার কয়েকজন শিল্পপতি বন্ধু মিলে নিজস্ব উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। তাদের প্রতিষ্ঠিত ব্যাংকটি কোন ধরনের? (প্রয়োগ)

✅ বেসরকারি ব্যাংক

[খ] সরকারি ব্যাংক

[গ] রাষ্ট্রায়ত্ব ব্যাংক

[ঘ] বিশেষায়িত ব্যাংক

১৪৮. বিশেষায়িত ব্যাংক কোনটি? (অনুধাবন)

✅ গ্রামীণ ব্যাংক

[খ] সোনালী ব্যাংক

[গ] অগ্রণী ব্যাংক

[ঘ] ঢাকা ব্যাংক

১৪৯. রহিম একজন দরিদ্র কৃষক। তিনি ঋণের জন্য স্থানীয় ব্যাংকে গেলে ম্যানেজার তাকে জামানত ছাড়া ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানাল। এমতাবস্থায় ঋণ পেতে রহিম কোন ব্যাংকের দ্বারস্থ হবেন? (প্রয়োগ)

[ক] জনতা ব্যাংকে

[খ] অগ্রণী ব্যাংকে

✅ গ্রামীণ ব্যাংকে

[ঘ] ন্যাশনাল ব্যাংকে

১৫০. বাংলাদেশের কোন ব্যাংক প্রথম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু করে? (জ্ঞান)

[ক] কৃষি ব্যাংক

✅ গ্রামীণ ব্যাংক

[গ] বিনিয়োগ ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

১৫১. স্বশাসিত ব্যাংকের মুখ্য পদে প্রতিনিধি প্রেরণ করেন কে? (জ্ঞান)

[ক] ব্যাংকের চেয়ারম্যান

[খ] মন্ত্রী পরিষদ

[গ] ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর

✅ সরকার

১৫২. বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে কী বলে? (জ্ঞান)

✅ বিদেশি ব্যাংক

[খ] আন্তর্জাতিক ব্যাংক

[গ] বিনিময় ব্যাংক

[ঘ] আমদানি-রপ্তানি ব্যাংক

১৫৩. নিচের কোনটি বিদেশি ব্যাংক? (অনুধাবন)

✅ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক

[খ] ব্র্যাক ব্যাংক

[গ] সোনালী ব্যাংক

[ঘ] শিল্প ব্যাংক

১৫৪. নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক? (অনুধাবন)

[ক] কর্মাস ব্যাংক

[খ] সমবায় ব্যাংক

[গ] অগ্রণী ব্যাংক

✅ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক

১৫৫. কোন ব্যাংক দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে? (জ্ঞান)

[ক] আন্তর্জাতিক ব্যাংক

[খ] আঞ্চলিক ব্যাংক

[গ] একক ব্যাংক

✅ জাতীয় ব্যাংক

১৫৬. একটি দেশের জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে কোন ব্যাংক? (প্রয়োগ)

✅ আন্তর্জাতিক ব্যাংক

[খ] জাতীয় ব্যাংক

[গ] বিদেশি ব্যাংক

[ঘ] স্বশাসিত ব্যাংক

১৫৭. কোন ধরনের আইনের আওতায় দেশীয় ব্যাংক গঠিত ও পরিচালিত? (জ্ঞান)

[ক] আঞ্চলিক ব্যাংকিং আইনের আওতায়

✅ দেশীয় ব্যাংকিং আইনের আওতায়

[গ] সামাজিক ব্যাংকিং আইনের আওতায়

[ঘ] আন্তর্জাতিক ব্যাংকিং আইনের আওতায়

১৫৮. কোনটি বিদেশি ব্যাংকের বৈশিষ্ট্য? (অনুধাবন)

[ক] দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করা

✅ এক দেশে নিবন্ধিত কিন্তু ব্যবসায় অন্যদেশে পরিচালিত করা

[গ] শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা

[ঘ] বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করা

১৫৯. আমাদের দেশে স্বতন্ত্রভাবে কোন ব্যাংক নেই? (অনুধাবন)

✅ শ্রমিক ব্যাংক

[খ] মহিলা ব্যাংক

[গ] স্কুল ব্যাংক

[ঘ] ভোক্তাদের ব্যাংক

১৬০. মহিলা ব্যাংক কী ভিত্তিক ব্যাংক? (জ্ঞান)

✅ বিশেষ মক্কেলভিত্তিক

[খ] নিবন্ধনভিত্তিক

[গ] মালিকানাভিত্তিক

[ঘ] নিয়ন্ত্রণভিত্তিক

১৬১. বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? (জ্ঞান)

[ক] ১৯৫৮

✅ ১৯৬০

[গ] ১৯৬৮

[ঘ] ১৯৭০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

১৬২. মক্কেলদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দিতে কোন ধরনের ব্যাংক গঠিত ও পরিচালিত হয়? (জ্ঞান)

[ক] আঞ্চলিক ব্যাংক

✅ ভোক্তাদের ব্যাংক

[গ] বাণিজ্যিক ব্যাংক

[ঘ] স্বশাসিত ব্যাংক

১৬৩. ক্রেডিট কার্ড সরবরাহ করে কোন ব্যাংক? (জ্ঞান)

[ক] স্কুল ব্যাংক

✅ ভোক্তা ব্যাংক

[গ] শ্রমিক ব্যাংক

[ঘ] মহিলা ব্যাংক

১৬৪. সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ব্যাংকের নাম কী? (অনুধাবন)

[ক] দেশি ব্যাংক

[খ] আন্তর্জাতিক ব্যাংক

✅ পূর্ণরাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক

[ঘ] ব্র্যাক ব্যাংক

১৬৫. আংশিক নিয়ন্ত্রিত ব্যাংকের কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রিত হয়? (উচ্চতর দক্ষতা)

[ক] বাজার নিয়ন্ত্রণ নীতির অধীনে

✅ আংশিক সরকার ও আংশিক ব্যাংক নীতির অধীনে

[গ] সম্পূর্ণ বেসরকারি নীতির অধীনে

[ঘ] ইসলামিক ব্যাংকিং নীতির অধীনে

১৬৬. কোন ব্যাংকের ওপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই? (জ্ঞান)

[ক] পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক

[খ] আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক

✅ বাজার নিয়ন্ত্রিত ব্যাংক

[ঘ] ভোক্তাদের ব্যাংক

১৬৭. বাজার অর্থনীতি বলতে কয়টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়? (জ্ঞান)

[ক] ২

[খ] ৩

✅

[ঘ] ৫

১৬৮. বাজার নিয়ন্ত্রিত ব্যাংক কোন ধরনের অর্থনীতির অন্তর্ভুক্ত? (অনুধাবন)

✅ বাজার অর্থনীতি

[খ] শেয়ার অর্থনীতি

[গ] আন্তর্জাতিক অর্থনীতি

[ঘ] অপরিবর্তনশীল অর্থনীতি

১৬৯. বাংলাদেশে কেন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়েছিল? (উচ্চতর দক্ষতা)

✅ ৯০ ভাগ মুসলিম জনগোষ্ঠীর সেবাদানের লক্ষ্যে

[খ] বৈদেশিক মুসলিম জনগোষ্ঠীর লক্ষ্যে

[গ] ধর্মভীরু জনগোষ্ঠীর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে

[ঘ] সকল ধর্মের জনগোষ্ঠীর সেবাদানের লক্ষ্যে

১৭০. ঋণগ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে কী বলে? (জ্ঞান)

[ক] মুদারাবা

[খ] মুসারাকা

✅ মুরাবাহা

[ঘ] ইজারা

১৭১. মুরাবাহা সেবায় ঋণগ্রহীতাকে অর্থায়ন করার প্রেক্ষিতে ব্যাংক কী পেয়ে থাকে? (অনুমোদন)

[ক] শুধুমাত্র ঋণের অর্থ

✅ লাভসহ ঋণের অর্থ

[গ] অধিক সুদসহ ঋণের অর্থে

[ঘ] শুধু সুদের অর্থ

১৭২. কোন ব্যাংক থেকে গ্রাহক ইজারা সেবা পেয়ে থাকে? (জ্ঞান)

[ক] বিদেশি

[খ] আঞ্চলিক

✅ ইসলামি

[ঘ] সরকারি

১৭৩. নিচের কোনটি ইসলামি ব্যাংক? (অনুধাবন)

[ক] ন্যাশনাল ব্যাংক লিঃ

[খ] অগ্রণী ব্যাংক লিঃ

✅ এক্সিম ব্যাংক লিঃ

[ঘ] ঢাকা ব্যাংক লিঃ

১৭৪. বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কোনটি? (অনুধাবন)

✅ সোনালী ব্যাংক

[খ] বাংলাদেশ ব্যাংক

[গ] কৃষি ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৫. ব্যাংকিং ব্যবসায়কে যেসব ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা যায়- (অনুধাবন)

i. কাঠামো

ii. মালিকানা

iii. অঞ্চল ও নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৭৬. শাখা ব্যাংকের উদাহরণ হলো- (অনুধাবন)

i. জনতা ব্যাংক লি.

ii. সোনালী ব্যাংক লি.

iii. ব্যাংক অব ইংল্যান্ড

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৭. কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হলো- (অনুধাবন)

i. মুদ্রা প্রচলন

ii. অর্থ সরবরাহ

iii. ঋণ নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৭৮. কেন্দ্রীয় ব্যাংক- (অনুধাবন)

i. বাংলাদেশ ব্যাংক

ii. ব্যাংক অব ইংল্যান্ড

iii. ব্যাংক অব জাপান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৭৯. BDBL একটি শিল্প ব্যাংক। এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে-

i. যন্ত্রপাতি সংগ্রহের জন্য

ii. ভূমি ক্রয়ের জন্য

iii. কারখানা নির্মাণের জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮০. বিনিময় ব্যাংক প্রতিষ্ঠিত হয়- (অনুধাবন)

i. বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য

ii. বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য

iii. কৃষি উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮১. বিনিয়োগ ব্যাংকের কাজ হচ্ছে- (অনুধাবন)

i. ব্রিজ ফিন্যান্স

ii. ডিবেঞ্চার ফিন্যান্স

iii. রপ্তানি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮২. আমদানি-রপ্তানি ব্যাংকের কাজগুলো হলো- (অনুধাবন)

i. আমদানির জন্য ঋণ সরবরাহ

ii. প্রত্যয়নপত্র সুবিধা প্রদান

iii. আমদানির তদারকি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮৩. অংশীদারি ব্যাংক ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. ব্যাংকের কার্য্যাবলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ

ii. অংশীদারি আইনের ভিত্তিতে গঠিত

iii. অংশীদারি আইনে পরিচালিত ও নিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৪. অঞ্চলভিত্তিক ব্যাংকের প্রকারভেদ হলো- (অনুধাবন)

i. আঞ্চলিক ব্যাংক

ii. জাতীয় ব্যাংক

iii. আন্তর্জাতিক ব্যাংক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮৫. আন্তর্জাতিক ব্যাংকের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. ব্যাংকটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে

ii. ব্যাংকটি জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে

iii. ব্যাংকটির শাখা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮৬. নিবন্ধনভিত্তিক শ্রেণিকরণে ব্যাংক হচ্ছে- (অনুধাবন)

i. দেশি ব্যাংক

ii. বিদেশি ব্যাংক

iii. আঞ্চলিক ব্যাংক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৭. মহিলারা ব্যাংকের উদ্দেশ্য হলো মহিলাদেরকে- (অনুধাবন)

i. সঞ্চয়ে উৎসাহিত করা

ii. ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিত করা

iii. ব্যবসায়ে অগ্রগতির নিয়মকানুন জানানো

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৮. বাজার অর্থনীতিতে যেসব প্রশ্নের উদ্ভব হয়- (অনুধাবন)

i. কে উৎপাদন করবে

ii. কার জন্য উৎপাদন করবে

iii. কী পদ্ধতিতে উৎপাদন হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৮৯. বাজার অর্থনীতিতে প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব- (উচ্চতর দক্ষতা)

i. বাজারে চাহিদার মাধ্যমে

ii. বাজারে গুদামজাতকরণের মাধ্যমে

iii. বাজারে সরবরাহের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৯০. ইসলামি ব্যাংকিং-এর শব্দগুলো হচ্ছে- (অনুধাবন)

i. মুদারাবা

ii. মুসারাকা

iii. মুরাবাহা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৯১. এক্সিম ব্যাংক লিঃ একটি ইসলামি ব্যাংক। এই ব্যাংকের মুদারাবা সেবার অংশ হচ্ছে- (প্রয়োগ)

i. গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেয়

ii. ব্যবসায়ের শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করা

iii. ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য অর্থায়ন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৯২. ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় রয়েছে এমন পণ্যগুলো হলো- (অনুধাবন)

i. কার্দ-এ হাসান

ii. বাই-মুয়াজ্জেল

iii. বাই-সালাম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৯৩. বাংলাদেশে ইসলামি ব্যাংক ব্যবস্থায় ব্যাংক হলো- (অনুধাবন)

i. এক্সিম ব্যাংক লিমিটেড

ii. শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড

iii. আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও :

সুমন সাহেব ইসলামী ব্যাংকে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তার ব্যবসায়ে ব্যবহৃত গাড়িগুলো ইসলামী ব্যাংকের ঋণ নিয়ে কেনা হয়েছিল। তাছাড়াও ব্যাংকের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে যৌথ উদ্যোগে তাদের একটি ব্যবসায় রয়েছে। সব মিলিয়ে ইসলামী ব্যাংক ব্যবসায়ীর পথপ্রদর্শক।

১৯৪. সুমন সাহেবের ব্যবসায়ের ব্যবহৃত গাড়িসমূহ ইসলামি ব্যাংকের কোন সেবার অন্তর্গত? (প্রয়োগ)

[ক] মুদারাবা

[খ] মুসারাকা

[গ] ইজারা

✅ মুরাবাহা

১৯৫. কীভাবে সুমন সাহেব ইসলামি ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনা করতে পারেন? (উচ্চতর দক্ষতা)

✅ মুসারাকা সেবার মাধ্যমে

[খ] মুদারাবা সেবার মাধ্যমে

[গ] মুরাবাহা সেবার মাধ্যমে

[ঘ] ইজারা সেবার মাধ্যমে

নিচের উদ্দীপকটি পড়ে ১৯৬ ও ১৯৭ নং প্রশ্নের উত্তর দাও :

করিম ও তার সমমনা কয়েকজন ব্যবসায়ী অর্থ নিয়ে ব্যবসায় করার সিদ্ধান্ত নিয়েছে। এরা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত করতে চায়।

১৯৬. করিমদের ব্যবসায়টি কোন ধরনের? (প্রয়োগ)

[ক] একক ব্যাংক

✅ শাখা ব্যাংক

[গ] গ্রুপ ব্যাংক

[ঘ] চেইন ব্যাংক

১৯৭. করিমদের ব্যবসায়টির ক্ষেত্রে প্রযোজ্য হবে- (উচ্চতর দক্ষতা)

i. ক্ষুদ্রায়তন প্রকৃতির প্রতিষ্ঠান

ii. মূলধন গঠন ও ঋণদান ক্ষমতা বেশি

iii. শ্রম বিশেষণ ও শ্রমবিভাগের সুযোগ আছে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৯৮ ও ১৯৯ নং প্রশ্নের উত্তর দাও :

কৃষক হাসান গতানুগতিক ব্যাংকগুলো থেকে নিয়মনীতির কারণে ঋণ নিতে পারত না। এখন কিছু কিছু ব্যাংক হাসানদের মতো কৃষকদের জামানতবিহীন ঋণ প্রদান করছে। হাসান এ রকম একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে কৃষি কাজে সাফল্য অর্জন করেছে।

১৯৮. হাসানদের মতো কৃষকদের জামানতবিহীন ঋণ প্রদান করে কোন ব্যাংক? (প্রয়োগ)

[ক] স্বশাসিত ব্যাংক

[খ] বেসরকারি ব্যাংক

✅ বিশেষায়িত ব্যাংক

[ঘ] সরকারি ব্যাংক

১৯৯. হাসান কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে? (প্রয়োগ)

✅ গ্রামীণ ব্যাংক

[খ] পাইকারি ব্যাংক

[গ] চেইন ব্যাংক

[ঘ] গ্রুপ ব্যাংক

নিচের উদ্দীপকটি পড়ে ২০০ ও ২০১ নং প্রশ্নের উত্তর দাও :

মমিন রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংক থেকে তার খামারের জন্য ঋণের মাধ্যমে বেশ আর্থিক সহযোগিতা পায়। ওই অঞ্চলে এ ব্যাংকটি সেখানকার সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। স্থানীয়ভাবে এ ব্যাংক সকলের সহযোগিতা করে।

২০০. মমিনের সহযোগিতায় এগিয়ে আসা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)

✅ আঞ্চলিক ব্যাংক

[খ] দেশীয় ব্যাংক

[গ] ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

২০১. মমিনের মতো অনেককে সাহায্যার্থে এক একটি অঞ্চলভিত্তিক ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়ে থাকে? (উচ্চতর দক্ষতা)

[ক] দেশীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য

[খ] বিনা শর্তে সকলকে সাহায্যার্থে

[গ] আঞ্চলিকভাবে সব নিয়ন্ত্রণের জন্য

✅ অঞ্চলের বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য

২০২. বাংলাদেশের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] সোনালী ব্যাংক

[খ] অগ্রণী ব্যাংক

[গ] রূপালী ব্যাংক

✅ বাংলাদেশ ব্যাংক

২০৩. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি? (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

[ক] বিনিময় বিল

✅ চেক

[গ] হুন্ডি

[ঘ] ব্যাংক ড্রাফট

২০৪. ব্যাংক সুদ দেয়া হয় না কোন আমানতের ওপর? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] সঞ্চয়ী আমানত

[খ] স্থায়ী আমানত

✅ চলতি আমানত

[ঘ] মেয়াদি আমানত

২০৫. সঞ্চয়ী আমানতে সুদের পরিমাণ কত? (চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তবিদ্যালয়)

[ক] প্রায় ৫%

✅ প্রায় ৭%

[গ] প্রায় ৯%

[ঘ] প্রায় ১৩%

২০৬. মেয়াদি আমানতে সুদের পরিমাণ কত? (সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] প্রায় ৭%

[খ] প্রায় ১১%

✅ প্রায় ১৩%

[ঘ] প্রায় ১৫%

২০৭. মেয়াদি আমানত সর্বনিম্ন কত দিন ব্যাংকে জমা রাখতে হয়? (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়; বিসিআইসি কলেজ, ঢাকা)

[ক] ১৫ দিন

✅ ৩০ দিন

[গ] ৪৫ দিন

[ঘ] ৬০ দিন

২০৮. আমানতকারীকে তার সুবিধামতো আমানত সৃষ্টিতে সাহায্য করা ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল)

[ক] সাধারণ উদ্দেশ্য

[খ] অন্যতম উদ্দেশ্য

✅ মৌলিক উদ্দেশ্য

[ঘ] সামাজিক উদ্দেশ্য

২০৯. ব্যাংক কখন কোনো প্রকল্পে অর্থ লগ্নী করে? (কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

[ক] প্রকল্পের বাজার গবেষণা করে

[খ] প্রকল্পের সাংগঠনিক কাঠামো দেখে

[গ] প্রকল্পের মূলধনের পরিমাণ দেখে

✅ প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে

২১০. গ্রাহকরা কিসের মাধ্যমে নগদ টাকা ছাড়া পণ্য ক্রয় করে থাকে? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

[ক] বিনিময় বিল

[খ] পাঞ্চ কার্ড

✅ ক্রেডিট কার্ড

[ঘ] সঞ্চয়পত্র

২১১. পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের সর্বনিম্ন পরিচালকের সংখ্যা কত? (সামসুল হক খান কলেজ, ঢাকা)

[ক] ২ জন

[খ] ৫ জন

✅ ৭ জন

[ঘ] ১৩ জন

২১২. কোন ব্যাংকের অনুমোদন ছাড়া বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠা করা অসম্ভব? (কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

[ক] সোনালী ব্যাংক

✅ বাংলাদেশ ব্যাংক

[গ] রূপালী ব্যাংক

[ঘ] অগ্রণী ব্যাংক

২১৩. সমবায় বা অন্য যেকোনো নামে পরিচালিত ব্যাংকগুলোকে বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয় কেন? (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

✅ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন হওয়ায়

[খ] সর্বনিম্ন পরিচালকের সংখ্যা ২ জনের কম হওয়ায়

[গ] মূলধনের অপর্যাপ্ততা হওয়ায়

[ঘ] ত্রুটিপূর্ণ সাংগঠনিক কাঠামো হওয়ায়

২১৪. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি? (ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

[ক] ১৫টি

✅ ১৬টি

[গ] ১৯টি

[ঘ] ২১টি

২১৫. আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণগ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে কী বলা হয়? (কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

[ক] ব্যাংকের মূলধন

[খ] ব্যাংকের সম্পত্তি

[গ] ব্যাংকের তারল্য

✅ ব্যাংকের মুনাফার প্রধান অংশ

২১৬. তারল্যনীতি ব্যাংক ব্যবসায়ের কোন ধরনের নীতি? (ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা)

[ক] বিশেষ মূলনীতি

[খ] প্রধান মূলনীতি

✅ অন্যতম মূলনীতি

[ঘ] অপরিহার্য মূলনীতি

২১৭. ব্যাংক দেউলিয়া হয় কখন? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট; ব্লু বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] নিরাপত্তার অভাবে

[খ] মুনাফার অভাবে

✅ আর্থিক সচ্ছলতার অভাবে

[ঘ] সততার অভাবে

২১৮. কোন নীতি ব্যাংকের কার্য পরিধি সম্প্রসারণে সাহায্য করে? (ল²ীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] মিতব্যয়িতার নীতি

[খ] সচ্ছলতার নীতি

✅ প্রচারের নীতি

[ঘ] গোপনীয়তার নীতি

২১৯. মক্কেলের দাবি পূরণের সামর্থ্য কোন নীতির অন্তর্ভুক্ত? (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

[ক] সেবার নীতি

[খ] বিশেষায়নের নীতি

[গ] নিরাপত্তার নীতি

✅ সুনামের নীতি

২২০. ব্যাংকের সফলতা কোন নীতির ওপর অনেকাংশে নির্ভর করে? (কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

[ক] মুনাফার নীতি

[খ] সচ্ছলতার নীতি

✅ বিনিয়োগের নীতি

[ঘ] সততার নীতি

২২১. কীভাবে ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] অধিক তারল্য সৃষ্টি করে

✅ ব্যয় সংকোচন করে

[গ] অধিক আমানত সংগ্রহ করে

[ঘ] ঋণ প্রদান করে

২২২. ব্যাংকিং ব্যবসায়কে কত ভাবে শ্রেণিবিন্যাস করা যায়? (খুলনা জিলা স্কুল)

[ক] ৬

[খ] ৭

[গ] ৮

✅

২২৩. কোন ব্যাংকের কার্য্যাবলি শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে? (ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] চেইন ব্যাংক

[খ] গ্রুপ ব্যাংক

✅ একক ব্যাংক

[ঘ] শাখা ব্যাংক

২২৪. বাংলাদেশে কোন ব্যাংক অপ্রচলিত? (ফেনী সরকারি পাইলট হাইস্কুল, খুলনা জিলা স্কুল)

✅ একক ব্যাংক

[খ] শাখা ব্যাংক

[গ] গ্রুপ ব্যাংক

[ঘ] চেইন ব্যাংক

২২৫. আলাদা সত্তাহীন ব্যাংক কোনটি? (সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] একক ব্যাংক

✅ শাখা ব্যাংক

[গ] দেশি ব্যাংক

[ঘ] বিদেশি ব্যাংক

২২৬. চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কী? (সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল)

[ক] মুনাফা অর্জন

[খ] সামাজিক উন্নয়ন

✅ পারস্পরিক উন্নতি সাধন

[ঘ] সেবা দান

২২৭. কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কী? (ফেনী সরকারি পাইলট হাইস্কুল)

[ক] মুনাফা অর্জন

[খ] সামাজিক উন্নয়ন

✅ মুদ্রা বাজারকে সুসংগঠিতকরণ

[ঘ] ঋণ নিয়ন্ত্রণ

২২৮. ন্যাশনাল ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] সঞ্চয়ী ব্যাংক

[খ] শিল্প ব্যাংক

✅ বাণিজ্যিক ব্যাংক

[ঘ] বিনিয়োগ ব্যাংক

২২৯. শিল্প ব্যাংকের মূল লক্ষ্য কী? (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর)

[ক] শিল্পের সম্প্রসারণ

✅ শিল্পখাতে উন্নয়ন

[গ] শিল্পখাতে ঋণ প্রদান

[ঘ] সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া

২৩০. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংক? (ল²ীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] কৃষি ব্যাংক

[খ] বিনিয়োগ ব্যাংক

✅ শিল্প ব্যাংক

[ঘ] বিনিময় ব্যাংক

২৩১. বন্ধকি ব্যাংক ঋণ প্রদানের সময় আমানত হিসেবে কী বন্ধক রাখে? (ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] ঘরবাড়ি

[খ] কারখানা

[গ] যন্ত্রপাতি

✅ ভূমি

২৩২. বন্ধকি ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে থাকে? (এস এ এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ, ঢাকা)

[ক] স্বল্পমেয়াদি

[খ] মধ্যমেয়াদি

✅ দীর্ঘমেয়াদি

[ঘ] চিরস্থায়ী

২৩৩. যমুনা ব্যাংক কোন ধরনের ব্যাংক? (বরগুনা জিলা স্কুল, বরগুনা)

[ক] সরকারি ব্যাংক

✅ বেসরকারি ব্যাংক

[গ] স্বশাসিত ব্যাংক

[ঘ] বিশেষায়িত ব্যাংক

২৩৪. কোনটি বাংলাদেশের যৌথ মালিকানাধীন ব্যাংক? (এস ও এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ, ঢাকা)

[ক] যমুনা ব্যাংক

[খ] অগ্রণী ব্যাংক

[গ] কৃষি উন্নয়ন ব্যাংক

✅ কমার্স ব্যাংক লি.

২৩৫. স্বশাসিত ব্যাংকের মালিক কে? (এস ও এস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ, ঢাকা)

[ক] জনগণ

[খ] কেন্দ্রীয় ব্যাংক

✅ সরকার

[ঘ] আর্থিক প্রতিষ্ঠান

২৩৬. উন্নত দেশগুলোতে মক্কেলভিত্তিক শ্রেণিকরণে কোন ব্যাংক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

[ক] সমবায় ব্যাংক

✅ স্কুল ব্যাংক

[গ] গ্রামীণ ব্যাংক

[ঘ] কৃষি ব্যাংক

২৩৭. কত সালে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামিক ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়? (এ কে উচ্চ বিদ্যালয়, ঢাকা)

[ক] ১৯৮০ সালে

[খ] ১৯৮১ সালে

[গ] ১৯৮২ সালে

✅ ১৯৮৩ সালে

২৩৮. কোন সেবার মাধ্যমে লাভ-ক্ষতি বণ্টন করে ইসলামী ব্যাংক ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে? (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর)

✅ মুসারাকা

[খ] মুরাবাহা

[গ] মুদারাবা

[ঘ] ইজারা

২৩৯. বাংলাদেশের ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত অন্যতম ব্যাংক কোনটি? (ভি. জে. সরকারি মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা)

✅ আইসিবি ইসলামিক ব্যাংক লি.

[খ] গ্রামীণ ব্যাংক

[গ] কৃষি ব্যাংক

[ঘ] সমবায় ব্যাংক

২৪০. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের- (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

i. আকার

ii. গঠন

iii. উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪১. ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি এড়ানো কঠিন হয়ে যায়- (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)

i. শক্তিশালী নির্ভরযোগ্য ব্যবস্থাপনা না থাকলে

ii. দক্ষ ব্যবস্থাপনা না থাকলে

iii. নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা না থাকলে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪২. ব্যাংকের সুনাম বৃদ্ধির পূর্বশর্ত হলো- (চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃবিদ্যালয়)

i. উন্নত ব্যবস্থাপনা ও দক্ষ পরিচালনা

ii. গোপনীয়তা রক্ষা করা

iii. সেবামূলক কার্যাদি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪৩. কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যবসায়ের- (কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, ময়মনসিংহ)

i. মুরব্বি

ii. পরিচালক

iii. নিয়ন্ত্রক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪৪. শিল্প ব্যাংক ঋণ প্রদান করে থাকে- (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)

i. যন্ত্রপাতি ও ভূমি ক্রয়ের ক্ষেত্রে

ii. মূলধন গঠনের ক্ষেত্রে

iii. কারখানা নির্মাণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪৫. ব্যবসায় সংগঠনভিত্তিক ব্যাংকগুলো হলো- (বরগুনা জিলা স্কুল)

i. একমালিকানা ব্যাংক

ii. অংশীদারি ব্যাংক

iii. রাষ্ট্রীয় মালিকানাভিত্তিক ব্যাংক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪৬. বর্তমানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে- (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

i. গ্রাহক ও ঋণদাতার মধ্যে যৌথ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা

ii. ধর্মীয় বিশ্বাসের সাথে সঞ্চয়ে উৎসাহ দান

iii. শুধুমাত্র উৎপাদনশীল এবং ব্যবসায় নির্ভর ক্ষেত্রে ঋণ দেওয়া

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৪৭ ও ২৪৮ নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশের সাত জন প্রতিষ্ঠিত ও সুধী সমাজের ব্যক্তি একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ব্যাংকটি কোন জায়গায় স্থাপন করলে জনগণকে বেশি সেবা প্রদানের সাথে সাথে অধিক মুনাফা অর্জন করা যাবে তা নিয়ে তারা খুবই চিন্তিত। অবশেষে যে কোনো শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন। (জামালপুর জিলা স্কুল)

২৪৭. উদ্দীপকটি উদ্যোক্তাগণ ব্যাংকের কোন নীতি নিয়ে চি‎িন্তত?

[ক] সচ্ছলতার নীতি

[খ] অবস্থানের নীতি

✅ সেবার নীতি

[ঘ] সুষ্ঠু বিনিয়োগের নীতি

২৪৮. তারা কোন দৃষ্টিকোণ থেকে শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন?

[ক] প্রাকৃতিক

[খ] সামাজিক

✅ ব্যবসায়িক

[ঘ] রাজনৈতিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৪৯ ও ২৫০ নং প্রশ্নের উত্তর দাও :

মিসেস ছবি মহিলা হয়েও সকল ব্যাংকিং সুযোগ-সুবিধা সম্বন্ধে অভিজ্ঞ। তাই তিনি তার স্বামীর ব্যাংকে প্রয়োজনীয় কাজগুলো নিজে করেন এবং ব্যাংকের সুবিধাগুলো ভোগ করতে পারেন। (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

২৪৯. মিসেস ছবি মক্কেলভিত্তিক ব্যাংকিং সুবিধার কোনটির আওতাভুক্ত?

✅ মহিলা ব্যাংক

[খ] স্কুল ব্যাংক

[গ] ভোক্তাদের ব্যাংক

[ঘ] শ্রমিক ব্যাংক

২৫০. ভোক্তাদের ব্যাংক ব্যবস্থাটি কীভাবে মিসেস ছবিকে সুবিধা প্রদান করতে পারে?

✅ বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদানে

[খ] পণ্য চিহ্নিতকরণে সাহায্য করে

[গ] পণ্যের মান উন্নয়নে সহায়তা করে

[ঘ] পণ্য বৈচিত্র্যকরণের পরামর্শ দিয়ে

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫১. ব্যাংক তার ব্যাংকিং কার্য্যাবলি পরিচালনা করে- (অনুধাবন)

i. কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের চেষ্টা করে

ii. গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করে

iii. ভোক্তাদের বাকিতে পণ্য ক্রয়ে নিরুৎসাহিত করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৫২. দেশের বিভিন্ন খাতে ব্যাংকের প্রদত্ত ঋণ- (অনুধাবন)

i. দেশে মূলধন গঠনে সাহায্য করে

ii. শ্রমিকদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃস্টি করে

iii. ব্যবসায়ীদের আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৫৩. যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলো- (অনুধাবন)

i. নিজ সত্তা অক্ষুণন রেখে পরিচালিত হয়

ii. দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হয়

iii. সরকারি ও বেসরকারি উভয়ের মালিকানাধীন থাকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫৪. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক- (অনুধাবন)

i. দেশে নোট ও মুদ্রা প্রচলন করে

ii. দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেয়

iii. দেশের ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫৫. ব্যাংক ব্যবসায়ে সাফল্য অর্জনের জন্য- (অনুধাবন)

i. মক্কেলের আস্থা অর্জন আবশ্যক

ii. কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা একান্ত প্রয়োজন

iii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষমতা থাকা জরুরি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৫৬. রাহেলা খাতুন একজন গৃহিণী। তার পেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলো হলো- (প্রয়োগ)

i. তাকে আমানত সৃষ্টিতে সাহায্য করা

ii. তার সম্পদ সংরক্ষণে আছি হিসেবে কাজ করা

iii. তাকে ব্যাংকিং কার্যক্রমের সাথে পরিচিত করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫৭. গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক- (অনুধাবন)

i. নতুন সেবা ও পণ্য সৃষ্টি করে

ii. শ্রমনির্ভর প্রযুক্তিতে কর্মসংস্থান সৃষ্টি করে

iii. বিভিন্ন খাতে ঋণ দিয়ে উৎপাদন বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫৮. ব্যাংক তার গ্রাহকদের- (অনুধাবন)

i. ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দ্বারা মূলধন গঠন করে

ii. প্রয়োজন অনুসারে ব্যাংকিং পণ্য প্রস্তুত করে

iii. অভিভাবক হিসেবে ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৫৯. জনাব সাইফুল গত মাসে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলেছেন। এই হিসাব থেকে তিনি- (প্রয়োগ)

i. স্বল্প হারে নিয়মিত সুদ পাবেন

ii. বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন

iii. ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাবেন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬০. বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায়ে নিয়োজিত সোনালী ব্যাংকটি- (প্রয়োগ)

i. একটি সরকারি ব্যাংক

ii. একাধিক শাখায় কার্যক্রম পরিচালনা করে

iii. শিল্প খাতে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬১ ও ২৬২ নং প্রশ্নের উত্তর দাও :

অলিপুর গ্রামের পিয়ারা বেগম গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনটি ছাগলের বাচ্চা কিনলেন। তিনি দুই বছর পর গ্রামীণ ব্যাংকের সব টাকা শোধ করে দিয়ে বড় আকারের ফার্ম করার জন্য স্থানীয় জনতা ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে ঋণ নিলেন।

২৬১. মালিকানার ভিত্তিতে পাপিয়ার প্রথম ঋণদাতা ব্যাংকটি কোন প্রকৃতির? (প্রয়োগ)

[ক] বেসরকারি ব্যাংক

[খ] যৌথ মালিকানার ব্যাংক

[গ] আংশিক দেশি ব্যাংক

✅ বিশেষায়িত ব্যাংক

২৬২. উল্লিখিত ব্যাংক দুইটির মধ্যে সাদৃশ্যতা পাওয়া যায় কোন ক্ষেত্রে? (প্রয়োগ)

[ক] আমানত গ্রহণে

[খ] মুদ্রা প্রচলনে

✅ ঋণদান কার্যক্রমে

[ঘ] অর্থ স্থানান্তরে

নিচের উদ্দীপকটি পড়ে ২৬৩ ও ২৬৪ নং প্রশ্নের উত্তর দাও :

মামুন একজন ব্যবসায়ী। আশুগঞ্জে তার একটি এগ্রো ইন্ডাস্ট্রিজ আছে। ব্যবসায়িক প্রয়োজনে তাকে প্রতিদিন ব্যাংকে যেতে হয়। পূর্বে নগদ অর্থে লেনদেনের সময় অনেক ভয়ে থাকতেন। কিন্তু এখন ব্যাংক হিসাব তার পূর্বের ভয় দূর করে দিয়েছে।

২৬৩. মামুন কোন ধরনের ব্যাংকে হিসাব খুলেছেন? (প্রয়োগ)

[ক] কৃষি ব্যাংক

✅ বাণিজ্যিক ব্যাংক

[গ] সঞ্চয়ী ব্যাংক

[ঘ] বিনিময় ব্যাংক

২৬৪. মামুন যে ব্যাংকের মাধ্যমে দৈনন্দিন লেনদেন সম্পন্ন করে গ্রাহকের প্রেক্ষাপটে উক্ত ব্যাংকের উদ্দেশ্য হতে পারে- (উচ্চতর দক্ষতা)

i. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

ii. আমানত গ্রহণ

iii. অর্থ স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment