SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download ~ Exam Cares

১. মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়?

✅ চাহিদা পূরণের প্রয়োজনে

[খ] সামাজিক বন্ধন বাড়াতে

[গ] দ্রব্যসমূহ স্থানান্তরের নিমিত্তে

[ঘ] যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য

২. কাগজি মুদ্রা প্রচলনের কারণ?

i. ধাতুর বিকল্প ব্যবহার

ii. ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব

iii. ধাতব পদার্থের দু®প্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

গল্পচ্ছলে সীমা একদিন তার দাদির কাছ থেকে জানতে পারল যে আগেকার যুগে মানুষেরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য একেকজনের সাথে বিনিময় করত, কিন্তু তাতে করে সব ধরনের পণ্য বিনিময় করা যেত না।

৩. তখনকার দিনে দ্রব্যের বিনিময়ে দ্রব্য মূলত-

i. সামাজিক বন্ধন দৃঢ় করা

ii. চাহিদা পূরণ করা

iii. অতিরিক্ত দ্রব্য বিনিময় করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৪. কিসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাসমূহ দূর করা হয়?

[ক] জাহাজের আবিষ্কার

✅ ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে

[গ] ভৌগোলিক যোগাযোগ বৃদ্ধি

[ঘ] মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি

৫. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?? (সকল বোর্ড ’১৫)

[ক] বিনিময় বিলকে

[খ] চেককে

✅ মুদ্রাকে

[ঘ] ব্যাংক ড্রাফটকে

৬. কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? (সকল বোর্ড ’১৫)

[ক] গ্রীক

✅ ল্যাটিন

[গ] ফরাসী

[ঘ] জার্মান

মুদ্রা ও তার ইতিহাস : পৃষ্ঠা-৭৮

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭. কখন মানুষের মধ্যে সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে? (জ্ঞান)

✅ মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে

[খ] প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে

[গ] সাহিত্যের নতুন নতুন ধারা উদ্ভবের ফলে

[ঘ] মুদ্রা প্রচলনের সাথে সাথে

৮. কখন থেকে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে? (জ্ঞান)

✅ মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে

[খ] আধুনিক প্রযুক্তি উৎকর্ষ লাভের সাথে সাথে

[গ] দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা রহিতকরণের পর থেকে

[ঘ] সভ্যতা ও আধুনিক জীবন প্রণালি শুরুর পর থেকে

৯. দ্রব্য বিনিময় প্রথা কী? (জ্ঞান)

✅ দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয়

[খ] অর্থের বিনিময়ে দ্রব্য ক্রয়

[গ] চেকের মাধ্যমে দ্রব্য ক্রয়

[ঘ] কার্ডের মাধ্যমে দ্রব্য ক্রয়

১০. কোনটি Barter System নামে পরিচিত? (জ্ঞান)

[ক] অর্থের বিনিময়ে দ্রব্য

[খ] কাজের বিনিময়ে দ্রব্য

✅ দ্রব্যের বিনিময়ে দ্রব্য

[ঘ] চেকের বিনিময়ে দ্রব্য

১১. মারুফ ৩ কেজি চালের বিনিময়ে আরিফের নিকট থেকে রুই মাছ ক্রয় করল। এটা কোন ধরনের ব্যবসায়িক প্রথা? (প্রয়োগ)

[ক] ক্রয়-বিক্রয় প্রথা

[খ] লেনদেন প্রথা

✅ বিনিময় প্রথা

[ঘ] বাণিজ্য প্রথা

১২. দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি? (জ্ঞান)

[ক] মিলের অভাব

[খ] সঞ্চয়ের অভাব

✅ উপযোগের অভাব

[ঘ] প্রয়োজনীয়তার অভাব

১৩. দ্রব্য বিনিময়ের জন্য কিসের প্রয়োজনীয়তা অনুভূত হয়? (জ্ঞান)

[ক] ব্যবসায়িক পরিবেশের

✅ বিনিময় মাধ্যমের

[গ] ব্যাংকের

[ঘ] ব্যাংকারের

১৪. অর্থের কোন কাজের মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়েছে? (উচ্চতর দক্ষতা)

[ক] বিনিময়ের মাধ্যম

[খ] সঞ্চয় মাধ্যম

✅ মূল্যের পরিমাপক

[ঘ] স্থানান্তরের মাধ্যম

১৫. পূর্বে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কী ব্যবহার হত? (অনুধাবন)

[ক] কাগজের মুদ্রা

[খ] চেক

✅ কড়ি

[ঘ] হুন্ডি

১৬. বর্তমানে কোন ধরনের মুদ্রার সীমিত প্রচলন রয়েছে? (জ্ঞান)

[ক] রূপা

[খ] কড়ি

[গ] স্বর্ণ

✅ ধাতব মুদ্রা

১৭. বিনিময় প্রথা ও ধাতব মুদ্রাকে পেছনে ফেলে কাগজি মুদ্রার প্রসার লাভ করেছে। এর যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] ধাতব মুদ্রার চেয়ে বেশি হালকা

✅ কাগজি মুদ্রা বিনিময় সহজলভ্য

[গ] দ্রব্যের বিনিময়ে অসামঞ্জস্য

[ঘ] পণ্যের মূল্য নির্ধারণে ভুল

১৮. জনাব মনির সাহেব দোকান থেকে দ্রব্যসামগ্রী কেনার পর দোকানদারকে যে মুদ্রা দিলেন তা সহজলভ্য, সহজে বহনযোগ্য ও নিরাপদ। জনাব মনির সাহেব দোকানদারকে কোন ধরনের মুদ্রা দেন? (প্রয়োগ)

[ক] ধাতব মুদ্রা

[খ] কড়ির মুদ্রা

✅ কাগজি মুদ্রা

[ঘ] পোড়ামাটির মুদ্রা

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯. মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে প্রসার লাভ করতে থাকে মানুষের- (অনুধাবন)

i. প্রয়োজনের পরিধি

ii. কর্মকাণ্ডের পরিধি

iii. সামাজিক বন্ধনের পরিধি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২০. মুদ্রা ব্যবহার করা হয়- (অনুধাবন)

i. মূল্যের পরিমাপক হিসেবে

ii. সঞ্চয়ের বাহন হিসেবে

iii. বিনিময়ের মাধ্যমে হিসেবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২১. বিনিময় মাধ্যম হিসেবে বিভিন্ন সময়ে মুদ্রা হিসাবে ব্যবহার লক্ষ করা যায়- (অনুধাবন)

i. পোড়া মাটির

ii. পাথরের

iii. সোনার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২২. ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে না পারার যৌক্তিক কারণ হচ্ছে- (উচ্চতর দক্ষতা)

i. মুদ্রার ব্যবহার

ii. মুদ্রা স্থানান্তর

iii. মুদ্রা বহন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৩. কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে- (অনুধাবন)

i. সহজলভ্য হওয়ায়

ii. সহজে বহনযোগ্য হওয়ায়

iii. নিরাপত্তা নিশ্চিত করায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :

আব্দুস সাত্তার সাহেব তার কৃষি জমিতে ধান উৎপন্ন করতেন। তিনি ধানের বিনিময়ে পলাশের কাছ থেকে মাছ সংগ্রহ করেন। এভাবে তারা তাদের চাহিদা নির্বাহ করত।

২৪. আব্দুস সাত্তার সাহেব ও পলাশ কোন ধরনের বিনিময় পদ্ধতি ব্যবহার করতেন? (প্রয়োগ)

 

✅ দ্রব্য বিনিময়

[খ] মূল্য বিনিময়

[গ] অর্থ বিনিময়

[ঘ] মুদ্রা বিনিময়

২৫. উক্ত বিনিময়ের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)

i. মূল্য নিরূপণের সমস্যা সৃষ্টি হয়

ii. দ্রব্য স্থানান্তরের সমস্যা সৃষ্টি হয়

iii. বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

মুদ্রা কী : পৃষ্ঠা -৭৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. মুদ্রা কী? (জ্ঞান)

[ক] যোগাযোগের মাধ্যম

✅ বিনিময়ের মাধ্যম

[গ] লেনদেনের মাধ্যম

[ঘ] আদান-প্রদানের মাধ্যম

২৭. মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে সবার কাছে- (জ্ঞান)

✅ গ্রহণীয়

[খ] বর্জনীয়

[গ] বাঞ্ছনীয়

[ঘ] দুরূহ

২৮. কোনটি মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে? (অনুধাবন)

[ক] চেক

[খ] বিনিময় বিল

✅ মুদ্রা

[ঘ] কাগজ

২৯. মুদ্রার প্রধান কাজ কোনটি? (জ্ঞান)

✅ বিনিময় মাধ্যম হিসেবে কাজ করা

[খ] যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা

[গ] সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা

[ঘ] মূল্যের পরিমাপক হিসেবে কাজ করা

৩০. রাহা ৫০০ টাকা দিয়ে ‘ব্যাংকিং ও বিমা’ নামে একটি বই ক্রয় করল। এক্ষেত্রে টাকা কী হিসেবে কাজ করেছে? (প্রয়োগ)

[ক] মূল্যের পরিমাপক

[খ] গ্রহণযোগ্য মাধ্যম

[গ] সঞ্চয়ের ভাণ্ডার

✅ বিনিময়ের মাধ্যম

৩১. লিমা প্রতি মাসে যে বেতন পান তা থেকে ২,০০০ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা রাখেন? এক্ষেত্রে ব্যাংক কী হিসেবে কাজ করছে? (প্রয়োগ)

[ক] বিনিময়ের মাধ্যম

✅ সঞ্চয়ের ভাণ্ডার

[গ] মূল্যের পরিমাপক

[ঘ] সবার নিকট গ্রহণীয়

৩২. জনাব রফিক তার বাড়ি মেরামত করার জন্য একজন শ্রমিক নিয়োগ করলেন। শ্রমিকের দৈনিক মজুরি ১৫০ টাকা নির্ধারণ করলেন। এক্ষেত্রে শ্রমিকের নির্ধারিত মজুরি মুদ্রার কোন কাজকে নির্দেশ করছে? (প্রয়োগ)

[ক] বিনিময়ের মাধ্যম

[খ] সঞ্চয়ের বাহন

[গ] মূল্যের মান নিয়ন্ত্রক

✅ মূল্যের পরিমাপক

৩৩. কেন খুব সহজেই আমরা টাকার মান নির্ধারণ করতে পারি? (উচ্চতর দক্ষতা)

[ক] টাকা সহজলভ্য বলে

[খ] টাকার মূল্য বেশি বলে

[গ] টাকার সুবিধা বেশি বলে

✅ টাকার অস্তিত্ব আছে বলে

৩৪. কোনটির মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়? (অনুধাবন)

[ক] অর্থনৈতিক উন্নয়নের

[খ] পণ্যের

[গ] ব্যবস্থাপনা কর্মকাণ্ডের

✅ টাকার

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫. মি. মৃনাল একজন বেতনভুক্ত কর্মচারী। প্রতি মাসে তিনি তার সাংসারিক খরচের জন্য বেতনের বেশি অংশ ব্যয় করে বাকি অংশ ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে অর্থের কার্যক্রম সংঘটিত হয়- (প্রয়োগ)

i. বিনিময়ের মাধ্যম হিসেবে

ii. সঞ্চয়ের বাহন হিসেবে

iii. মূল্যের পরিমাপক হিসেবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক : পৃষ্ঠা-৭৯

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬. মুদ্রা প্রচলনের পরপরই কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়? (জ্ঞান)

[ক] নিরাপত্তার

✅ ব্যাংক ব্যবস্থার

[গ] মৌলিক নীতির

[ঘ] আর্থিক প্রতিষ্ঠানের

৩৭. ব্যাংক ব্যবস্থার প্রচলনে প্রথমত কোন বিষয়টি মুখ্য ভূমিকা রেখেছে? (অনুধাবন)

✅ অর্থের প্রচলন

[খ] সভ্যতার উন্নয়ন

[গ] রাষ্ট্র ব্যবস্থার সংহতি

[ঘ] কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা

৩৮. মুদ্রা কোন ব্যবসায়ের প্রধান উপাদান? (জ্ঞান)

[ক] বিমা

[খ] লগ্নি

✅ ব্যাংক

[ঘ] এনজিও

৩৯. ব্যাংকের প্রধান কাজ কোনটি? (অনুধাবন)

[ক] সুদ প্রাপ্তি

[খ] ঋণ সৃষ্টি করা

✅ সঞ্চয় বৃদ্ধি করা

[ঘ] তারল্য সৃষ্টি করা

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

৪০. মানুষের কাছে থাকা প্রয়োজনের অতিরিক্ত অর্থ তার সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানতের সৃষ্টি করে। যার বিনিময়ে আমানতকারী কী পায়? (প্রয়োগ)

[ক] নিরাপত্তা

✅ মুনাফা

[গ] আমানতের বৃদ্ধি

[ঘ] ঋণ

৪১. ব্যাংক কীভাবে ঋণ প্রদান করে? (অনুধাবন)

[ক] প্রতিষ্ঠান থেকে

✅ আমানত থেকে

[গ] বিনিয়োগ থেকে

[ঘ] ধার করে

৪২. কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত? (জ্ঞান)

[ক] শেয়ার বাজার

✅ ব্যাংক

[গ] বিনিময়

[ঘ] বিমা কোম্পানি

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩. সভ্যতা বিকাশের সাথে সাথে বৃদ্ধি পায় মানুষের- (অনুধাবন)

i. সামাজিক বন্ধন

ii. রাজনৈতিক কর্মকাণ্ড

iii. অর্থনৈতিক কর্মকাণ্ড

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৪. মি. কালাম তার সাংসারিক ব্যয় মিটানোর পর তার সঞ্চিত অর্থ ব্যাংকে জমা করেন। এখানে মি. কালাম হলেন- (প্রয়োগ)

i. আমনতকারী

ii. বিনিয়োগকারী

iii. ঋণগ্রহীতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৫. মুদ্রা ও ব্যাংক সম্পর্কে প্রযোজ্য উক্তি হলো- (উচ্চতর দক্ষতা)

i. মুদ্রা প্রচলনের পূর্বেই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়

ii. ব্যাংক ব্যতীত মুদ্রার ব্যবহার সীমিত

iii. মুদ্রাই ব্যাংকের পণ্য বলে বিবেচিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার : পৃষ্ঠা-৮০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৬. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী? (জ্ঞান)

[ক] তহবিল

✅ কোষাগার

[গ] অর্থ সংগ্রহ

[ঘ] মাটির পাত্র

৪৭. নিচের কোনটি ইংরেজি ব্যাংক শব্দের অর্থের বহির্ভূত? (জ্ঞান)

[ক] বস্তু বিশেষের স্তুপ

[খ] লম্বা টেবিল

[গ] ধনভাণ্ডার

✅ অর্থবিত্ত

৪৮. ব্যাংকের প্রাচীন ল্যাটিন শব্দ কোনটি? (জ্ঞান)

[ক] Bancu

[খ] Bang

✅ Banque

[ঘ] Bancor

৪৯. ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী? (জ্ঞান)

✅ বেঞ্চ

[খ] চেয়ার

[গ] জমার স্থান

[ঘ] কোষাগার

৫০. Lombardy street কোথায় অবস্থিত? (জ্ঞান)

[ক] ভেনিসে

✅ ইটালিতে

[গ] ব্রিটেনে

[ঘ] নিউইয়র্কে

৫১. কোন দেশের লোকেরা লম্বা টুলে অর্থ জমা রাখতো? (জ্ঞান)

[ক] আমেরিকা

[খ] বৃটেন

[গ] ফ্রান্স

✅ ইতালি

৫২. ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)

[ক] সামাজিক

✅ আর্থিক

[গ] পারিবারিক

[ঘ] সাংস্কৃতিক

৫৩. ব্যাংক শব্দটির উৎপত্তি স্থান হিসেবে কোনটির প্রতি বেশি সমর্থন পাওয়া যায়? (জ্ঞান)

[ক] ইতালি

[খ] লন্ডন

[গ] দক্ষিণ কোরিয়া

✅ ল্যাটিন আমেরিকা

৫৪. অর্থ জমা, তোলা এবং ঋণ দেয়ার নিরাপদ প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)

[ক] ব্যবসায়

✅ ব্যাংক

[গ] এনজিও

[ঘ] সেবামূলক প্রতিষ্ঠান

৫৫. ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। এর কাজ হলো অর্থ ও ঋণের লেনদেন করা। এখানে ব্যাংক কিরূপ ভূমিকা পালন করছে? (উচ্চতর দক্ষতা)

✅ ঋণ ও অর্থের ব্যবসায়ী

[খ] মধ্যস্থ কারবারি

[গ] মূলধন গঠনের কারখানা

[ঘ] পণ্য উৎপাদনকারী

৫৬. বেঞ্চে বা লম্বা টুলে বসে অর্থ জমা রাখা ও ধার দেওয়ার কাজটি কোন যুগের ইতিহাসে দেখা গিয়েছে? (জ্ঞান)

[ক] প্রাচীন যুগের

[খ] নব্য যুগের

[গ] প্রস্তর যুগের

✅ মধ্য যুগের

৫৭. নিরাপদ বিনিয়োগের স্থান কোনটি? (অনুধাবন)

[ক] ব্যবসায়

[খ] শেয়ার বাজার

✅ ব্যাংক

[ঘ] বেসরকারি প্রতিষ্ঠান

৫৮. জনাব নাইম ১০ লক্ষ টাকা নিরাপদ ও বিশ্বস্ত কোনো জায়গায় বিনিয়োগ করতে চান। এ ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ব্যবসায় প্রতিষ্ঠান কোনটি? (প্রয়োগ)

[ক] শেয়ার বাজার

[খ] সমবায় সমিতি

✅ ব্যাংক

[ঘ] মহাজন

৫৯. ব্যাংকের আইনসংগত সকল কার্য্যাবলিকে কী বলে? (জ্ঞান)

[ক] ব্যাংকার

✅ ব্যাংকিং

[গ] ব্যাংকিং ব্যবস্থা

[ঘ] অর্থনৈতিক ব্যবস্থা

৬০. যাদের আয় ব্যয় থেকে বেশি, তারা কী হিসেবে পরিচিত? (জ্ঞান)

✅ সঞ্চয়কারী

[খ] আমানতকারী

[গ] ঋণদানকারী

[ঘ] ব্যবসায়ী

৬১. সাধারণত কোন প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি থাকে? (জ্ঞান)

[ক] সেবামূলক প্রতিষ্ঠানের

✅ ব্যবসায় প্রতিষ্ঠানের

[গ] সামাজিক প্রতিষ্ঠানের

[ঘ] ব্যাংক প্রতিষ্ঠানের

৬২. প্রাপ্য বিল বাট্টাকরণ কার কাজ? (অনুধাবন)

✅ ব্যাংকের

[খ] রপ্তানিকারকের

[গ] আমদানিকারকের

[ঘ] পাওনাদারদের

৬৩. LC -এর পূর্ণরূপ কী? (জ্ঞান)

✅ Letter of Credit

[খ] Letter of Cash

[গ] Letter of cerdit

[ঘ] খবঃবৎ of Cash

৬৪. Letter of Credit এর অর্থ কী? (জ্ঞান)

✅ প্রত্যয়নপত্র

[খ] ফরমায়েশ পত্র

[গ] বহনপত্র

[ঘ] বিমাপত্র

৬৫. প্রত্যয়নপত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে? (জ্ঞান)

[ক] সার্ভিস চার্জ

[খ] বিনিময়

✅ কমিশন

[ঘ] সুদ

৬৬. ব্যাংক মক্কেলের পক্ষে কোনটির স্বীকৃতি প্রদান করে? (অনুধাবন)

✅ বিনিময় বিলে

[খ] পে-অর্ডারে

[গ] চেকে

[ঘ] ভ্রমণকারীর চেকে

৬৭. প্রত্যয়নপত্রে ব্যাংক কার পক্ষ হয়ে টাকা প্রদান করে? (জ্ঞান)

✅ আমদানিকারক

[খ] রপ্তানিকারক

[গ] জাহাজ মালিক

[ঘ] ঋণগ্রহীতা

৬৮. ব্যাংক কোন কাজটি সামান্য মূল্যে করে থাকে? (অনুধাবন)

[ক] ঋণদান করা

[খ] আমানত সংগ্রহ

✅ অর্থ স্থানান্তর

[ঘ] বিনিময় বিলে স্বীকৃতি

৬৯. ব্যাংক কার অনুরোধে ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকে? (জ্ঞান)

[ক] ব্যাংক ম্যানেজারের

✅ মক্কেলের

[গ] পরিচয় প্রদানকারীর

[ঘ] ব্যাংক প্রতিষ্ঠাতাদের

৭০. ব্যাংক সম্পদ ব্যবস্থাপনামূলক কোন কাজটি করে থাকে? (অনুধাবন)

[ক] মূল্যবান দলিল জমা রাখা

[খ] বিনিময় বিলে স্বীকৃতি দান

✅ বাড়ি ভাড়া আদায় করা

[ঘ] সম্পদ বিক্রয় করা

৭১. যে ব্যাংকিং কার্য্যাবলি পরিচালনা করে তাকে কী বলে? (জ্ঞান)

[ক] হিসাবরক্ষক

✅ ব্যাংকার

[গ] প্রকৌশলী

[ঘ] ব্যবস্থাপক

৭২. দক্ষ ব্যাংকার ব্যাংকের পাশাপাশি কোনটির উন্নয়নে ভূমিকা রাখে? (অনুধাবন)

[ক] রাজনৈতিক

✅ অর্থনৈতিক

[গ] ব্যবসায়িক

[ঘ] সামাজিক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৩. লম্বা টুলে বা বেঞ্চে অর্থ জমা রাখা এবং ধার দেয়ার ব্যবসায় পরিচালনা করত- (অনুধাবন)

i. ইতালীয় ব্যবসায়ীরা

ii. ইউরোপের ব্যবসায়ীরা

iii. ল্যাটিন আমেরিকার ব্যবসায়ীরা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৪. ব্যাংকের বৈশিষ্ট্যগুলো হলো- (অনুধাবন)

i. আমানত সংগ্রহ করা

ii. লাভজনক খাতে বিনিয়োগ করা

iii. সঞ্চয়কারীর অর্থ চাহিবামাত্র ফেরত দেয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৫. সিটি ব্যাংক আমানতের মাধ্যমে সৃষ্ট মূলধন দেশের প্রয়োজনে বিভিন্ন খাতে ঋণ দেয় ও বিভিন্ন লাভজনক খাতে তা বিনিয়োগ করে। সিটি ব্যাংকের এ কাজের মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)

i. মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়

ii. উৎপাদনশীল খাতে মূলধন বিনিয়োজিত হয়

iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৬. ব্যাংকের কাজ হচ্ছে- (অনুধাবন)

i. বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও প্রত্যয়ন

ii. অর্থের বিনিময় ঘটানো

iii. এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৭. ব্যাংকের ল্যাটিন শব্দ- (অনুধাবন)

i. Banco

ii. Banque

iii. Bangk

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৮. ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে- (অনুধাবন)

i. সম্পত্তির দলিল

ii. মূল্যবান সামগ্রী

iii. পণ্য সামগ্রী

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৯. H Bank Ltd. জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে সেই অর্থ ঋণ দিয়ে থাকে। এটি প্রত্যয়পত্র খুলে এবং বিনিময় বিল প্রস্তুত করে। প্রতিষ্ঠানটি পৃথক সত্তা থাকলেও এর কাজের কোনো সত্তা নেই। এক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে- (প্রয়োগ)

i. ব্যাংকিং ও ব্যাংক একই অর্থবোধক

ii. ব্যাংকিং-এর আইনগত সত্তা নেই

iii. আমানত সংগ্রহের সাথে জড়িত সব কাজই ব্যাংকিং

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৮০. ব্যাংকিং ব্যবসায় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- (উচ্চতর দক্ষতা)

i. ব্যাংকিং বিষয়ে জ্ঞান আছে এমন ব্যক্তি

ii. ব্যাংকিং বিষয়ে ধারণা নেই এমন ব্যক্তি

iii. ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮১. ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত অর্থে সবাই ব্যাংকার। এক্ষেত্রে ব্যাংকার হলো- (অনুধাবন)

i. ব্যাংক ব্যবস্থাপক

ii. ব্যাংক স্বত্তাধিকারী

iii. ব্যাংক কর্মী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

নিচের উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব কোমল এসবিসি ব্যাংকে একটি প্রত্যয়নপত্র চালু করে ফরাসি ব্যবসায়ী পাওয়েলের কাছ থেকে ৫,০০,০০০ টাকার পণ্য আমদানি করে। (যশোর জিলা স্কুল)

৮২. এসবিসি ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করবে? (প্রয়োগ)

[ক] কোমলকে

✅ পাওয়েলকে

[গ] জাহাজের মালিককে

[ঘ] আমদানিকারককে

৮৩. এসবিসি ব্যাংক কার পক্ষ হয়ে নিশ্চয়তা দিবে? (উচ্চতর দক্ষতা)

[ক] পাওয়েলের

✅ কোমলের

[গ] জাহাজ মালিকের

[ঘ] ডক কর্তৃপক্ষের

নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব ইমরান সাহেব তার কয়েকজন বন্ধু নিয়ে অংশীদারির ভিত্তিতে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। ফলে তার এলাকায় লোকজন তাদের টাকা উক্ত ব্যাংকে জমা রাখতে পারে। ব্যাংক নীতি অনুযায়ী তারা জমাকৃত টাকার ওপর সুদ পান।

৮৪. ইমরান সাহেবের প্রতিষ্ঠানে এলাকার লোকজন কেন টাকা জমা রাখে? (অনুধাবন)

✅ নিরাপত্তার জন্য

[খ] ঋণ পাওয়ার জন্য

[গ] ব্যাংককে সহায়তা করার জন্য

[ঘ] সঞ্চয় বৃদ্ধির জন্য

৮৫. ইমরান সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হলো- (উচ্চতর দক্ষতা)

i. আর্থিক ব্যবসায়ে লিপ্ত একটি প্রতিষ্ঠান

ii. ঋণের ব্যবসায়ী

iii. নোট ও মুদ্রা প্রচলনকারী প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭নং প্রশ্নের উত্তর দাও :

জনাব তামিম ও জনাব সাকিব দুই বন্ধু এবং উভয়েই বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। তারা নিজের বিষয়ে খুবই যত্নশীল। ব্যাংক ব্যবসায়ের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। উভয়ে একমত যে গতানুগতিক পদ্ধতিতে ব্যাংক পরিচালনা করে ব্যবসায় সফলতা অর্জন সম্ভব নয়।

৮৬. ব্যাংকের গতানুগতিক কাজ বলতে দুই বন্ধু নিচের কোন কাজটি বুঝিয়েছেন? (প্রয়োগ)

[ক] বিনিময়ের মাধ্যম সৃষ্টি

[খ] অর্থ স্থানান্তর

✅ আমানত সংগ্রহ ও ঋণদান

[ঘ] বৈদেশিক মুদ্রা প্রচলন

৮৭. কেবলমাত্র গতানুগতিক ব্যাংকিং কাজের মধ্যে সীমাবদ্ধ থেকে বাংলাদেশের ব্যাংক ব্যবসায় সফলতা অর্জন সম্ভব না দুই বন্ধুর এরূপ ধারণার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. আমানত সংগ্রহ ও ঋণদান পূর্বাপেক্ষা অনেক সহজ

ii. ব্যাংক ব্যবসায় এখন তীব্র প্রতিযোগিতার সম্মুখীন

iii. গ্রাহকরা প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে অনেক কিছু আশা করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ : পৃষ্ঠা -৮১

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৮. কিসের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়? (জ্ঞান)

[ক] মানুষের

✅ মুদ্রার

[গ] মূল্যবান সামগ্রীর

[ঘ] দলিলের

৮৯. ব্যাংকিং ব্যবসায়ের উত্তরোত্তর উন্নতি সাধনে বিভিন্ন সভ্যতাগুলো কত সাল পর্যন্ত অবদান রেখেছিল? (জ্ঞান)

[ক] খ্রিস্টপূর্ব একশ সাল

[খ] খ্রিস্টপূর্ব দুইশ সাল

[গ] খ্রিস্টপূর্ব তিনশ সাল

✅ খ্রিস্টপূর্ব চারশ সাল

৯০. ১৭০০ সালে প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক? (জ্ঞান)

[ক] ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়া

[খ] রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

✅ দি হিন্দুস্তান ব্যাংক

[ঘ] স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

৯১. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাকাল কোনটি? (জ্ঞান)

[ক] ১৯০০ সাল

[খ] ১৯২৫ সাল

✅ ১৯৩৫ সাল

[ঘ] ১৯৪৫ সাল

৯২. বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)

[ক] ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

✅ ১৯৭২ সালের ২৬ মার্চ

[গ] ১৯৭৩ সালের ২০ ডিসেম্বর

[ঘ] ১৯৭৪ সালের ২৬ মার্চ

৯৩. বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম কখন থেকে কার্যকর হয়? (জ্ঞান)

[ক] ২৬ মার্চ, ১৯৭১ সাল থেকে

✅ ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল থেকে

[গ] ২৬ মার্চ, ১৯৭২ সাল থেকে

[ঘ] ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে

৯৪. মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি ব্যাংক কর্মরত ছিল? (জ্ঞান)

[ক] ১০টি

✅ ১২টি

[গ] ১৩টি

[ঘ] ১৫টি

৯৫. বাংলাদেশে ব্যাংকিং ব্যবসায়ের অভিভাবকের দায়িত্ব পালন করে কোন ব্যাংক? (জ্ঞান)

✅ বাংলাদেশ ব্যাংক

[খ] সোনালী ব্যাংক

[গ] জনতা ব্যাংক

[ঘ] পূবালী ব্যাংক

৯৬. ব্যাংক জাতীয়করণের মাধ্যমে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত্ব করা হয়? (জ্ঞান)

[ক] ৪টি

[খ] ৫টি

✅ ৬টি

[ঘ] ৭টি

৯৭. বাংলাদেশ প্রতিষ্ঠার পর রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের মধ্যে কোন দুটি ব্যাংক ব্যতীত ব্যাংকগুলো বিরাষ্ট্রীয়করণ করা হয়? (জ্ঞান)

[ক] সোনালী ও পূবালী

[খ] সোনালী ও রূপালী

[গ] রূপালী ও পূর্বালী

✅ সোনালী ও অগ্রণী

৯৮. কখন বাংলাদেশে ব্যাংক বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়েছিল? (জ্ঞান)

[ক] ষাটের দশকে

[খ] সত্তরের দশকে

✅ আশির দশকে

[ঘ] নব্বইয়ের দশকে

৯৯. বর্তমানে বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক কার্যকর আছে? (জ্ঞান)

[ক] ৬টি

[খ] ৫টি

✅ ৪টি

[ঘ] ৩টি

১০০. বর্তমানে বাংলাদেশে বেসরকারি ব্যাংকের সংখ্যা কতটি? (জ্ঞান)

[ক] ৫১টির অধিক

✅ ৩০টির অধিক

[গ] ২৩টির অধিক

[ঘ] ৭টির অধিক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০১. মুদ্রা আবিষ্কারের পর যে জন্য ব্যাংক ব্যবস্থার সৃষ্টি বলে জানা যায়- (অনুধাবন)

i. ব্যবসায় বাণিজ্য

ii. লেনদেন

iii. মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০২. যেসব সভ্যতা ব্যাংকিং ব্যবসায়কে উত্তরোত্তর উন্নতি সাধনে অবদান রাখে- (অনুধাবন)

i. ব্যবিলনীয় সভ্যতা

ii. রোমান সভ্যতা

iii. গ্রিক সত্যতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০৩. মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ব্যাংকিং ব্যবসায় সংকটে পড়ার কারণ- (অনুধাবন)

i. ব্যাংকের মালিকগণ অবাঙালি

ii. প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে অবস্থিত

iii. অধিকাংশ ব্যাংক পূর্ব পাকিস্তানে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৪. রাষ্ট্রীয় ব্যাংকের উদাহরণ হলো- (অনুধাবন)

i. সোনালী ব্যাংক

ii. ঢাকা ব্যাংক

iii. অগ্রণী ব্যাংক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৫. ব্যাংকিং ক্ষেত্রে বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়ার কারণ হলো- (অনুধাবন)

i. রাষ্ট্রীয় ব্যাংক কর্তৃক কাঙ্ক্ষিত ভূমিকা না রাখতে পারা

ii. বেসরকারি ব্যাংকের সাফল্য

iii. কেন্দ্রীয় ব্যাংকের উদাসীনতা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৬. বিশেষায়িত ব্যাংকের দুটি উদাহরণ হলো- (অনুধাবন)

i. কৃষি ব্যাংক

ii. গ্রামীণ ব্যাংক

iii. রূপালী ব্যাংক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৭. কোনটির ইতিহাস খুবই বিচিত্র? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ)

✅ মুদ্রার

[খ] দস্তার

[গ] স্বর্ণের

[ঘ] তামার

১০৮. ধাতব পদার্থ সরবরাহের ঘাটতির প্রধান কারণ ছিল কোনটি? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

[ক] মূল্যবান বস্তু

✅ জনসংখ্যা বৃদ্ধি

[গ] ব্যবহার কষ্টসাধ্য

[ঘ] বহন কষ্টসাধ্য

১০৯. কোনটি নিরাপদ বিনিময় মাধ্যম হিসেবে বিবেচিত হয়? (যশোর জিলা স্কুল, জামালপুর জিলা স্কুল)

✅ কাগজি মুদ্রা

[খ] তামার মুদ্রা

[গ] স্বর্ণ মুদ্রা

[ঘ] রৌপ্য মুদ্রা

১১০. কখন কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়? (ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা)

[ক] অষ্টাদশ শতাব্দীতে

✅ ঊনবিংশ শতাব্দীতে

[গ] বিংশ শতাব্দীতে

[ঘ] একবিংশ শতাব্দীতে

১১১. জনগণের অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক কী সৃষ্টি করে? (জামালপুর জিলা স্কুল)

✅ আমানত

[খ] ঋণ

[গ] সম্পদ

[ঘ] ব্যয়

১১২. ব্যাংক কীভাবে ব্যবসায়িক মুনাফা লাভ করে? (বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা)

✅ ঋণগ্রহীতাকে বর্ধিত সুদে ঋণ প্রদান করে

[খ] ঋণগ্রহীতাকে সমান সুদে ঋণ প্রদান করে

[গ] ঋণগ্রহীতাকে কম সুদে ঋণ প্রদান করে

[ঘ] ঋণগ্রহীতাকে বিনা সুদে ঋণ প্রদান করে

১১৩. ব্যাংক আমানত সৃষ্টি করে কীভাবে? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)

[ক] মানুষের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের মাধ্যমে

✅ মানুষের প্রয়োজনের অতিরিক্ত অর্থ সংগ্রহের মাধ্যমে

[গ] ঋণদানের উপায় সৃষ্টি করে

[ঘ] বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে

১১৪. কোন শব্দটির আভিধানিক অর্থ কোনো বস্তু বিশেষের স্তূপ, কোষাগার বা লম্বা টেবিল? (জামালপুর জিলা স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়)

[ক] মুদ্রা

[খ] প্রত্যয়নপত্র

✅ ব্যাংক

[ঘ] চালান

১১৫. ‘Banco’ কী ধরনের শব্দ? (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

[ক] ইতালিয়ান

[খ] মেক্সিকান

✅ প্রাচীন ল্যাটিন

[ঘ] ফরাসি

১১৬. প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করে? (সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল)

[ক] আমদানিকারককে

✅ রপ্তানিকারককে

[গ] জাহাজের মালিককে

[ঘ] অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে

১১৭. মূল্যবান দলিল, সার্টিফিকেট নিরাপদে সংরক্ষণ করে কে? (যশোর জিলা স্কুল, বি এন কলেজ, ঢাকা)

[ক] মহাজন

[খ] ব্যবসায়ী

✅ ব্যাংক

[ঘ] বিমা প্রতিষ্ঠান

১১৮. ব্যাংকিং বলতে কী বোঝায়? (নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

[ক] ব্যাংকের শাখা

[খ] ব্যাংকের নিয়মনীতি

✅ ব্যাংকের আইন সংগত কার্য্যাবলি

[ঘ] ব্যাংকের হিসাব-নিকাশ

১১৯. ব্যাংক ব্যবসায়ীর প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বে কোনটি ভাঙানোর সুবিধা প্রদান করে? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

✅ বিল

[খ] পে-অর্ডার

[গ] চেক

[ঘ] প্রত্যয়নপত্র

১২০. ভারতবর্ষের প্রথম আধুনিক ব্যাংকের নাম কী? (উত্তরা হাইস্কুল, ঢাকা)

[ক] ন্যাশনাল ব্যাংক অব ইন্ডিয়া

[খ] রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

✅ দি হিন্দুস্তান ব্যাংক

[ঘ] স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

১২১. কত সালে স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠা লাভ করে? (সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর)

[ক] ১৯৪৫ সালে

[খ] ১৯৪৬ সালে

[গ] ১৯৪৭ সালে

✅ ১৯৪৮ সালে

১২২. বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? (মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা)

✅ ১৯৭১ সালে

[খ] ১৯৭৩ সালে

[গ] ১৯৭৪ সালে

[ঘ] ১৯৭৫ সালে

১২৩. কোন সালে প্রথম ব্যাংক ব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়? (সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা)

[ক] খৃস্টপূর্ব ৩০০০

[খ] খৃস্টপূর্ব ৪০০০

✅ খৃস্টপূর্ব ৫০০০

[ঘ] খৃস্টপূর্ব ৬০০০

১২৪. বর্তমানে বাংলাদেশে সরকারি ব্যাংকের সংখ্যা কত? (জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)

[ক] ৩টি

✅ ৪টি

[গ] ৫টি

[ঘ] ৬টি

১২৫. বিনিময় কর্মকাণ্ডের প্রসার ঘটে- (বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

i. জ্ঞানের পরিধি বাড়ার সাথে সাথে

ii. বুদ্ধির পরিধি বাড়ার সাথে সাথে

iii. টাকার পরিধি বাড়ার সাথে সাথে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১২৬. প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো- (মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা; বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)

i. কড়ি

ii. পাথর

iii. ঝিনুক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১২৭. বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রা- (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

i. সকলের নিকট গ্রহণযোগ্য

ii. মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে

iii. সঞ্চয়ের বাহন হিসেবে বিবেচিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১২৮. মুদ্রার কাজ হলো- (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রা‏হ্মণবাড়িয়া)

i. পণ্যের মূল্য নির্ধারণ

ii. সেবার মূল্য নির্ধারণ

iii. সামাজিক স্থিতিশীলতা আনয়ন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১২৯. ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ- (সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়; উত্তরা হাইস্কুল, ঢাকা)

i. স্তূপ

ii. কোষাগার

iii. ছোট টেবিল

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩০. ‘Bank’ শব্দটির উৎপত্তি হয়েছে- (সামসুল হক খান কলেজ, ঢাকা)

i. Banco থেকে

ii. Banque থেকে

iii. Banqus থেকে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩১. ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ- (মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা)

i. বেঞ্চ

ii. পাহাড়ের ঢাল

iii. লম্বা টেবিল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩২. ব্যাংক নিরাপদে সংরক্ষণ করে- (অনুধাবন)

(মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)

i. মূল্যবান সামগ্রী

ii. পণ্যসামগ্রী

iii. সম্পত্তির দলিল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩৩. দক্ষ ব্যাংকিং-এর ফলে সম্ভব হয়- (বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম)

i. বিল বাট্টাকরণ

ii. ব্যাংকের সম্প্রসারণ

iii. ব্যাংকের উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৪. মুদ্রা ব্যবহার করা যায়- (অনুধাবন)

i. যে কানো লেনদেন করার জন্য

ii. মূল্যের পরিমাপক হিসেবে

iii. দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৩৫. সভ্যতার বিকাশের সাথে সাথে- (অনুধাবন)

i. মানুষের চাহিদা হ্রাস পায়

ii. অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়

iii. ব্যাংকিং ব্যবসায়ের উন্নতি সাধিত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩৬. ব্যাংক ও মুদ্রা সম্পর্কে সঠিক তথ্য হলো- (অনুধাবন)

i. মুদ্রা ব্যাংক ব্যবস্থার জননী

ii. সকল ব্যাংক মুদ্রা প্রচলনে নিয়োজিত

iii. ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩৭. মুদ্রা হচ্ছে- (অনুধাবন)

i. সঞ্চয়ের বাহন

ii. বিনিময় মাধ্যম

iii. ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৩৮. বর্তমানে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে- (অনুধাবন)

i. ধাতব মুদ্রা

ii. হাতির দাঁত

iii. প্রত্যয়ন পত্র

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৩৯. জনাব শীমীমের কাছে ৫ টাকার ১০০টি ধাতব মুদ্রা ছিল। মুদ্রাগুলো তিনি কাগজি মুদ্রায় রূপান্তর করায়- (প্রয়োগ)

i. এর বহনযোগ্য বৃদ্ধি পেয়েছে

ii. এর বিনিময় মূল্য বৃদ্ধি পেয়েছে

iii. এর নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪০. সভ্যতার শুরুতে- (অনুধাবন)

i. মুদ্রার প্রচলন ছিল না

ii. মানুষের চাহিদা কম ছিল

iii. বিনিময় প্রথার প্রচলন ছিল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৪১. ব্যাংকের কাজ হলো- (অনুধাবন)

i. আমানত সংগ্রহ করা

ii. মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করা

iii. পণ্য বা সেবার জন্য নির্ধারণ করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪২. মুদ্রার ইতিহাস- (অনুধাবন)

i. খুবই বিচিত্র

ii. কাগজি মুদ্রা দিয়ে শুরু হয়েছে

iii. ব্যাংকের ইতিহাস থেকে পুরনো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৩. কেন্দ্রীয় ব্যাংকের সাথে মুদ্রার সম্পর্ক হলো- (অনুধাবন)

i. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার জননী

ii. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে

iii. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও :

মিসেস রুবি ‘ফার্মাস ব্যাংক লি’-এর একজন ব্যবস্থাপক। আমদানি রফতানি বাণিজ্যের LCসহ বিভিন্ন দলিলের প্রক্রিয়া ও ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শের জন্য ব্যবসায়ীরা প্রায়ই তার কাছে আসেন। তিনিও অত্যন্ত আন্তরিকভাবে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকে।

১৪৪. মিসেস রুবি প্রতিষ্ঠানে ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি? (প্রয়োগ)

✅ মুদ্রা

[খ] প্রত্যয়ন পত্র

[গ] ব্যাংক ড্রাফট

[ঘ] পে-অর্ডার

১৪৫. মিসেস রুবির প্রতিষ্ঠানটি তার মুনাফা নিশ্চিত করে- (উচ্চতর দক্ষতা)

i. শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে

ii. বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের মাধ্যমে

iii. সম্পদ ব্যবস্থাপনা ও উপদেশ দানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment