SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৫ pdf download ~ Exam Cares

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

গার্হস্থ্য বিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অধ্যায়-০৫

SSC Home Science

MCQ

Question and Answer pdf download

বিষয় সংক্ষেপঃ

আমাদের মৌলিক চাহিদার মধ্যে গৃহ অন্যতম। এ গৃহকে বাসোপযোগী করার জন্য প্রয়োজন আসবাবপত্র। গৃহকে মনোরম ও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজন হয় গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা। গৃহসজ্জার জন্য সব সময় দামি আসবাবপত্র প্রয়োজন হয় না। নিজ সামর্থ্য অনুযায়ী কম দামি জিনিসপত্র দিয়েও গৃহসজ্জা করে রুচি ও শিল্পী মনের পরিচয় দেওয়া যায়। পরিবার গৃহসজ্জার মাধ্যমে জীবনযাপনের মান উন্নত করে মানসিক তৃপ্তি লাভ করে।

অনুশীলনীর

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. সবার সাথে সবার মিত্রতার নাম-

[ক] সমানুপাত

[খ] ছন্দ

✅ সামঞ্জস্য

[ঘ] প্রাধান্য

২. গৃহের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা দরকার কেন?

[ক] আলো-বাতাসের জন্য

[খ] পোকামাকড়ের জন্য

[গ] ঝোপ-ঝাড় পরিষ্কারের জন্য

✅ সুস্বাস্থ্য রক্ষার জন্য

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

শেফালী ঘর গোছাতে গিয়ে ঘরে পড়ে থাকা অনেক অব্যবহৃত জিনিস ফেলে দেয়। মা তাকে এই অব্যবহৃত জিনিসগুলো নানাভাবে ব্যবহার করার পরামর্শ দেন।

৩. শেফালী ঘরে পড়ে থাকা জিনিসপত্রে কীভাবে নতুনত্ব আনতে পারে?

[ক] অব্যবহৃত জিনিসপত্র জমিয়ে বাজারে বিক্রি করে নতুন জিনিস কেনা

[খ] নিজে ব্যবহার না করে জিনিসের বিনিময়ে বন্ধুকে দিয়ে দেওয়া

✅ ব্যবহার না করা জিনিসে চিত্রকর্ম করে তার রূপ পাল্টিয়ে ফেলা

[ঘ] ব্যবহার না করা জিনিসগুলো দিয়ে আবার ঘর সাজিয়ে ফেলা

৪. ফেলে দেওয়া জিনিস ব্যবহারের মাধ্যমে শেফালীর-

i. ঘরের পুরোনো ও নতুন জিনিসের সামঞ্জস্য হবে

ii. নতুন শিল্প সৃষ্টি করার সুযোগ হবে

iii. সৃজনশীলতার বিকাশ ঘটবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

✅ i, ii ও iii

📖 পাঠ-১ : আসবাব নির্বাচন

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫. গৃহকে বাসোপযোগী করার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)

[আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

[ক] কম জনসংখ্যা

[খ] পুষ্পবিন্যাস

[গ] মানানসই কার্পেট

✅ আসবাব

৬. মনিকা তার গৃহকে বাসোপযোগী করার জন্য বাজার থেকে ‘অ’ কিনে আনল। ‘অ’ নিচের কোনটিকে নির্দেশ করছে? (প্রয়োগ)

[সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর]

[ক] পুষ্প

[খ] ফ্যান

[গ] টেলিভিশন

✅ আসবাব

৭. গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা প্রয়োজন কেন? (অনুধাবন)

✅ স্বাচ্ছন্দ্যপূর্ণ বসবাসের জন্য

[খ] রুচির পরিবর্তনের জন্য

[গ] সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য

[ঘ] সামাজিক উন্নতির জন্য

৮. আসবাবপত্রের চাহিদার ধরন বদলানোর কারণ কী? (অনুধাবন)

[ক] শিক্ষার স্তরের জন্য

[খ] ধর্মীয় স্তরের জন্য

✅ জীবনচক্রের স্তরের জন্য

[ঘ] সামাজিক উন্নয়নের স্তরের জন্য

৯. কোথায় অস্থায়ীভাবে বসবাসকারী কর্মজীবী মানুষের সংখ্যা বেশি? (জ্ঞান)

[ক] গ্রামাঞ্চলে

✅ শহরাঞ্চলে

[গ] পল্লি অঞ্চলে

[ঘ] নগরাঞ্চলে

১০. বর্তমানে গ্রাম ও শহর সর্বত্রই কিসের তৈরি আসবাবের বহুল ব্যবহার দেখা যায়? (্জ্ঞান) [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] কাঠের

✅ প্লাস্টিকের

[গ] লোহার

[ঘ] পারটেক্সের

১১. বদলির চাকুরীজীবীদের জন্য কেমন আসবাব নির্বাচন করা উচিত? (অনুধাবন)

[এসএসসি সকল বোর্ড ’১৫]

✅ হালকা

[খ] ভারী

[গ] দামী

[ঘ] পারটেক্সের

১২. গ্রামাঞ্চলে ভারী আসবাব ব্যবহৃত হয়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

✅ স্থায়ী আবাসস্থল

[খ] এটি গ্রামীণ বৈশিষ্ট্য

[গ] জীবনযাত্রার মান উন্নয়ন

[ঘ] আম, কাঠাল গাছের কাঠ পর্যাপ্ত

১৩. আসবাব নির্বাচনের প্রথম বিবেচ্য বিষয় কোনটি? (জ্ঞান)

[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

[ক] রুচি

[খ] উপযোগিতা

✅ প্রয়োজনীয়তা

[ঘ] পরিবারের আয়

১৪. কোনটির সাথে সামঞ্জস্য রেখে আসবাবপত্র নির্বাচন করতে হবে? (জ্ঞান)

[ক] আরাম

[খ] নকশা

[গ] নমনীয়তা

✅ পরিবারের আয়

১৫. আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হবে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

✅ পরিবারে গ্রহণযোগ্যতা পায়

[খ] রাষ্ট্রে গ্রহণযোগ্যতা পায়

[গ] সমাজ দৃষ্টিকটু চোখে দেখে

[ঘ] ব্যক্তির রুচিশীলতা প্রকাশ পায়

১৬. আসবাবের মূল্য নির্ভর করে কিসের ওপর? (জ্ঞান)

[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

✅ উপকরণ

[খ] স্থায়িত্ব

[গ] আরাম

[ঘ] রুচি

১৭. কিসের তৈরি আসবাবপত্র বেশি দামি? (জ্ঞান)

[ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, খিলগাঁও, ঢাকা]

[ক] বেতের

[খ] রডের

[গ] প্লাস্টিকের

✅ মেহগনি কাঠের

১৮. আসবাবের উপযোগিতা কোনটি? (অনুধাবন)

[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

✅ চাহিদা মেটানোর ক্ষমতা

[খ] আরামদায়কতা

[গ] জীবনযাত্রার মান

[ঘ] কক্ষের আয়তন ও আকার

১৯. গদিওয়ালা আসবাবের উপযোগিতা বেশি কেন? (অনুধাবন)

[ক] হালকা বলে

[খ] বেশি বড় বলে

[গ] দাম কম বলে

✅ আরাম বেশি বলে

২০. কোনটি দিয়ে আসবাব নির্মাণ করলে সহজেই ঘুনে ধরে নষ্ট করে? (জ্ঞান)

✅ কাঁচা কাঠ

[খ] পুরনো কাঠ

[গ] প্লাইউড

[ঘ] পারটেক্স

২১. নমনীয়তা হচ্ছে একটি আসবাবের বহুবিধ ব্যবহার। বাক্যটিতে কী ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)

[ক] আসবাবের গুরুত্ব

[খ] আসবাবের নান্দনিকতা

✅ আসবাবের বৈশিষ্ট্য

[ঘ] আসবাবের প্রয়োজনীয়তা

২২. রফিক সাহেব ‘ক’ এর সাথে সামঞ্জস্য রেখে আসবাব কিনে রুচির পরিচয় দেন। ‘ক’ এর সাথে সাদৃশ্য হয়েছে কোনটির? (প্রয়োগ)

✅ কক্ষের আয়তন

[খ] নকশা

[গ] আয়

[ঘ] উপযোগিতা

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩. গৃহের অভ্যন্তরীণ সাজসজ্জা প্রয়োজন- (অনুধাবন)

i. গৃহকে আকর্ষণীয় করার জন্য

ii. গৃহকে মনোরম করার জন্য

iii. সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪. আমাদের দেশের আসবাবের চাহিদার ধরন বদলায়- (অনুধাবন)

[শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]

i. পরিবারের জীবনযাত্রার মানের ওপর

ii. অবস্থানের স্থানভেদে

iii. পারিবারিক জীবন চক্রের স্তরভেদে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫. শহরাঞ্চলের অধিকাংশ মানুষ হালকা আসবাব ক্রয় করে। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. সহজে বহনযোগ্য

ii. অস্থায়ীভাবে বসবাস

iii. আভিজাত্য প্রকাশক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬. মিথিলা শহরের একজন রুচিশীল মহিলা। তার ব্যবহৃত আসবাবপত্রসমূহের মধ্যে রয়েছে- (প্রয়োগ)

i. বক্স খাট

ii. আলনা

iii. গদিওয়ালা চেয়ার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৭. ডাবল প্রমোশন পাওয়ায় তানবীর সাহেব তার পুরনো গৃহ ছেড়ে খোলামেলা বড় আকারের গৃহে ওঠলেন। এই গৃহের জন্য আসবাব নির্বাচনে তাকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে- (প্রয়োগ)

i. প্রয়োজনীয়তা

ii. আসবাবের মূল্য

iii. কক্ষের আয়তন ও আকার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৮. আসবাবপত্র ব্যবহারে অসুবিধা হয় যদি- (অনুধাবন)

i. তার আয়তন ঠিক না থাকে

ii. তার উচ্চতা প্রয়োজনের চেয়ে বেশি হয়

iii. তার নকশা যুগোপযোগী না হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৯. আসবাবের স্থায়িত্ব নির্ভর করে- (অনুধাবন) [এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]

i. উপকরণের ওপর

ii. দামের ওপর

iii. নির্মাণ কাজের ওপর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩০. জীবনযাত্রার মান নির্ভর করে- (অনুধাবন)

i. রুচির ওপর

ii. পদমর্যাদার ওপর

iii. বিত্তের ওপর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৩১. আসবাবপত্রের নকশা রুচিসম্মত হতে হবে। কথাটির তাৎপর্য হলো- (উচ্চতর দক্ষতা)

i. যুগোপযোগী হতে হবে

ii. আরামদায়ক হতে হবে

iii. আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩২. এগারো জন সদস্যের একটি যৌথ পরিবারের গৃহিণী আতিয়া। গৃহের আসবাব নির্বাচনে তিনি বিবেচনা করেন- (প্রয়োগ)

i. আসবাবপত্রের নমনীয়তা

ii. আসবাবপত্রের বহুমুখী ব্যবহার

iii. আসবাবপত্রের রক্ষণাবেক্ষণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC গার্হস্থ্য বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

৩৩. আমাদের দেশের উপযোগী আসবাব হলো- (উচ্চতর দক্ষতা)

i. ভারী কাঠের

ii. হালকা রঙের

iii. হালকা নকশার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৪. আসবাব নির্বাচনে যত্ন ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করতে হবে। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. স্থায়িত্ব বাড়বে

ii. যুগোপযোগী হবে

iii. সৌন্দর্য রক্ষা পাবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:

সামিয়া গ্রামে থাকেন। তার গৃহের সকল আসবাবপত্র আম, কাঁঠাল ও কড়ই কাঠ দিয়ে তৈরি। তিনি তার শহুরে বান্ধবী মিতালীর বাড়িতে বেড়াতে এসে দেখেন তাদের গৃহের সকল আসবাবপত্র প্লাইউড ও পারটেক্সের তৈরি।

৩৫. সামিয়া ও মিতালীর গৃহের আসবাবপত্র ভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] ধর্মীয় স্তর

[খ] শিক্ষার স্তর

✅ জীবনচক্রের স্তর

[ঘ] অর্থনৈতিক স্তর

৩৬. মিতালীর ব্যবহৃত আসবাবপত্রগুলো- (প্রয়োগ)

i. শৌখিন

ii. আধুনিক মডেলের

iii. পর্যাপ্ত আয়তনবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

📖 পাঠ-২ : আসবাব বিন্যাস

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৭. আসবাব নির্বাচনের পরবর্তী কাজ কোনটি? (জ্ঞান)

[সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা; শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা]

[ক] ভালোভাবে পরিষ্কার করা

✅ সঠিকভাবে বিন্যাস করা

[গ] সঠিকভাবে ব্যবহার করা

[ঘ] আকর্ষণীয় রং করা

৩৮. আসবাব সঠিকভাবে বিন্যাস করতে হয়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] আভিজাত্য বৃদ্ধি পায়

[খ] গৃহের বাহ্যিক দিক আকর্ষণীয় হয়

[গ] গৃহকে সুন্দরভাবে গোছানো যায়

✅ আরামদায়ক ও সুবিধাজনক করে রাখা যায়

৩৯. মনিকার স্বামী ঢাকায় বদলি হওয়ায় তাকেও গৃহ পরিবর্তন করতে হলো। নতুন গৃহে আসবাব বিন্যাসের সময় তাকে আসবাবের কোন দিকটি বিবেচনা করতে হবে? (প্রয়োগ)

[ক] দামের দিক

[খ] সৌন্দর্যের দিক

✅ ব্যবহারিক দিক

[ঘ] পছন্দের দিক

৪০. কিসের মাধ্যমে কক্ষের গঠনগত ত্রুটি ঢেকে রাখা যায়? (জ্ঞান)

[ক] পোশাক

✅ আসবাব

[গ] পর্দা

[ঘ] গৃহসজ্জা সামগ্রী

৪১. আসবাব দেয়াল ঘেঁষে রাখতে হয় না কেন? (অনুধাবন)

[ক] একঘেয়ে ভাব চলে আসে

[খ] গৃহে সৌন্দর্য নষ্ট হয়

[গ] আসবাব বিন্যাসে অসুবিধা হয়

✅ আসবাব ক্ষতিগ্রস্ত হয়

৪২. আবিদা তার ঘরের আসবাবগুলো কেনার পর থেকে একই জায়গায় রেখেছে। এতে তার গৃহসজ্জায় কী প্রভাব পড়বে? (প্রয়োগ)

[ক] সৌন্দর্য বাড়বে

✅ একঘেয়েমি আসবে

[গ] রুচিসম্মত হবে

[ঘ] কাজের আগ্রহ বাড়বে

৪৩. গৃহসজ্জায় কীভাবে নতুনত্ব আনা যায়? (অনুধাবন)

[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

[ক] দামি আসবাব দিয়ে

[খ] নতুন আসবাব ক্রয় করে

✅ আসবাব বিন্যাসে রদবদল করে

[ঘ] নকশাবহুল আসবাব দিয়ে

৪৪. আসবাব বিন্যাসে শিল্পনীতি প্রয়োগ করতে হবে। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] গৃহে ছন্দ আসে

[খ] আসবাবের ব্যবহার সুবিধা বাড়ে

✅ গৃহের সৌন্দর্য ও নতুনত্ব বৃদ্ধি পায়

[ঘ] আলো-বাতাস চলাচলে সুবিধা হয়

৪৫. আসবাব বিন্যাসে ভারসাম্য রক্ষা করতে হয় কেন? (অনুধাবন)

✅ দুই দিকের আসবাবের সমান গুরুত্ব দেওয়ার জন্য

[খ] গৃহসজ্জার বৈচিত্র্য সৃষ্টির জন্য

[গ] একঘেয়ে ভাব দূর করার জন্য

[ঘ] প্রাধান্য সৃষ্টির জন্য

৪৬. শায়লা আসবাব বিন্যাসে ঘরের আকৃতির সাথে আসবাবপত্রের আকার এবং আসবাবপত্রের পরস্পরের অনুপাত ঠিক রাখে। এখানে সে কোন শিল্পনীতির প্রয়োগ ঘটিয়েছে? (প্রয়োগ)

✅ সমানুপাত

[খ] সামঞ্জস্য

[গ] ভারসাম্য

[ঘ] ছন্দ

৪৭. ঘরের একপাশের জিনিসের বেশি গুরুত্ব থাকলে তাকে কী বলে? (জ্ঞান)

[ক] প্রত্যক্ষ ভারসাম্য

✅ অপ্রত্যক্ষ ভারসাম্য

[গ] সামঞ্জস্য

[ঘ] ছন্দ

৪৮. সকলের সাথে সকলের মিত্রতাকে কী বলে? (জ্ঞান)

[ক] ভারসাম্য

[খ] সমানুপাত

✅ সামঞ্জস্য

[ঘ] ছন্দ

৪৯. গৃহসজ্জায় নান্দনিক পরিবেশ সৃষ্টি করে শিল্পের কোন নীতি? (জ্ঞান)

[ক] সমানুপাত

[খ] সামঞ্জস্য

[গ] ভারসাম্য

✅ ছন্দ

৫০. আসবাব বিন্যাসে ছন্দের প্রয়োগ করতে হবে। এর যথার্থ কারণ কী? (অনুধাবন)

[ক] সৌন্দর্য বৃদ্ধি পাবে

✅ একঘেয়ে ভাব দূর হবে

[গ] গৃহে আকর্ষণ বাড়বে

[ঘ] আভিজাত্য প্রকাশ করবে

৫১. গৃহসজ্জায় প্রাধান্য বলতে কী বোঝায়? (অনুধাবান)

✅ আকর্ষণের কেন্দ্রবিন্দু

[খ] একঘেয়েমি দূর করা

[গ] সবার সাথে মিত্রতা

[ঘ] ছোট-বড় আসবাবের সংমিশ্রণ

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫২. সঠিক আসবাব বিন্যাসের মাধ্যমে গৃহের অভ্যন্তরীণ সজ্জা- (অনুধাবন)

i. আকর্ষণীয় হয়

ii. আরামদায়ক হয়

iii. সুবিধাজনক হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

✅ i, ii ও iii

৫৩. হালিমা তার গৃহে সঠিকভাবে আসবাব বিন্যাস করেন। ফলে তার পরিবারের সদস্যদের – (প্রয়োগ)

i. আরাম বাড়ে

ii. আয় বাড়ে

iii. মানসিক তৃপ্তি বাড়ে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৪. গৃহে আসবাব সাজাতে হবে- (অনুধাবন)

i. চলাচলের সুবিধার প্রতি লক্ষ রেখে

ii. দেয়াল ঘেঁষে

iii. কাজ অনুযায়ী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৫. শিউলী অত্যন্ত দক্ষতার সাথে আসবাব বিন্যাস করেন। তিনি এক্ষেত্রে লক্ষ রাখেন যেন- (প্রয়োগ)

i. দরজা-জানালা সহজে খোলা যায়

ii. আলো-বাতাস প্রবেশ করতে পারে

iii. কাজ সম্পাদনের সুবিধা হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

✅ i, ii ও iii

৫৬. দেয়াল ঘেঁষে আসবাব বিন্যাস করতে হয় না। এর যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. ঘরের সৌন্দর্যে ব্যাঘাত ঘটে

ii. ঘষা লেগে দেয়ালের রং নষ্ট হয়

iii. আসবাবের ক্ষতি হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৭. গৃহের আসবাবপত্র বিন্যাসে রুচির রদবদল করলে- (অনুধাবন)

i. গৃহের একঘেয়েমি ভাব দূর হয়

ii. গৃহসজ্জায় নতুনত্ব আসে

iii. গৃহের সৌন্দর্য নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৮. গৃহসজ্জায় নতুনত্ব আনা যায় – (অনুধাবন)

i. শিল্পনীতি প্রয়োগের মাধ্যমে

ii. আসবাব বিন্যাসে রুচির রদবদলের মাধ্যমে

iii. আলো-বাতাসের সুব্যবস্থা করার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৯. আসবাব বিন্যাসে ভারসাম্য বজায় রাখতে হয়। এক্ষেত্রে অধিক উপযোগী হলো- (উচ্চতর দক্ষতা)

i. একদিকের সঙ্গে অন্য দিকের মিল রাখা

ii. কর্নারের সাথে মাঝের আসবাবের ভারসাম্য রাখা

iii. এক ঘরের সাথে অন্য ঘরের আসবাবের সামঞ্জস্য রাখা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬০. আসবাব বিন্যাসে ছন্দ প্রয়োগ করলে- (অনুধাবন)

i. নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়

ii. একঘেয়েমি দূর হয়

iii. দৃষ্টি ওঠানামা করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬১. আসবাবের বিন্যাসে প্রাধান্য বজায় রাখতে হয়। এক্ষেত্রে যা করণীয় তা হলো- (উচ্চতর দক্ষতা)

i. বসার ঘরের টেবিলে তাজা ফুলের সমারোহ বজায় রাখা

ii. পড়ার ঘরে কম্পিউটারের সাথে রেডিও বা ক্যাসেট প্লেয়ার রাখা

iii. খাবার ঘরের টেবিলে বিভিন্ন ফলের সমারোহ বজায় রাখা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:

শেফালী তার বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল দিয়ে সাজিয়ে আকর্ষণ তৈরি করেন। এছাড়া তিনি শোবার ঘরে এমনভাবে আসবাব সাজাতে চান যেন ঘরে নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়।

[বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট]

৬২. শেফালী বসার ঘরে ফুলদানিটি সাজিয়ে কোন শিল্পনীতির প্রয়োগ ঘটিয়েছেন? (প্রয়োগ)

[ক] সমানুপাত

[খ] সামঞ্জস্য

[গ] ছন্দ

✅ প্রাধান্য

৬৩. শেফালীর শোবার ঘরে উদ্দীপকে উল্লিখিত পরিবেশ সৃষ্টিতে তার করণীয়- (উচ্চতর দক্ষতা)

i. কক্ষের একঘেয়েমি দূর করা

ii. আসবাব বিন্যাসের ছন্দ বজায় রাখা

iii. দামি চিত্রকর্ম দিয়ে ঘর সাজানো

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

📖 পাঠ-৩ : বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৪. সারাদিন কর্মব্যস্ততার পর মানুষ কোথায় ফিরে আসে? (জ্ঞান)

[ক] স্কুলে

[খ] অফিসে

[গ] বাজারে

✅ গৃহে

৬৫. শয়ন কক্ষের দেয়ালের রং কেমন হলে ভালো হয়? (অনুধাবন)

[ক] উজ্জ্বল

[খ] উষ্ণ

✅ হালকা

[ঘ] গাঢ়

৬৬. শয়ন কক্ষের আসবাব বিন্যাসে যত্নবান হওয়ার কারণ কী? (অনুধাবন)

[ক] গৃহের সৌন্দর্য বৃদ্ধি করা

[খ] সামাজিকতা রক্ষা করা

[গ] উন্নত রুচির পরিচয় দেয়া

✅ কক্ষকে আরামদায়ক করা

৬৭. বসার ঘরকে সামাজিকতা রক্ষার কেন্দ্রস্থল বলা হয় কেন? (অনুধাবন)

✅ পরিচিত লোকজন এখানে এসে বসে

[খ] কাজ শেষে সদস্যরা এখানে বিশ্রাম নেয়

[গ] অতিথিরা এই ঘরে থাকে

[ঘ] এই ঘরে সকলে মিলে অবসর সময় কাটায়

৬৮. বসার ঘরের বিন্যাস দ্বারা বাড়ির লোকদের কী প্রকাশ পায়? (জ্ঞান)

[ক] বয়স

[খ] ইচ্ছা

✅ রুচিবোধ

[ঘ] চাহিদা

৬৯. শায়লা তার গৃহের জন্য কিছু নতুন আসবাব ক্রয় করল। আসবাবগুলো বিন্যাসের সময় বসার ঘরে সে কোন আসবাবটি রাখবে? (প্রয়োগ)

[ক] খাট

[খ] আলমিরা

[গ] ফ্রিজ

✅ সোফাসেট

৭০. পরিবারের সদস্যদের একত্র হওয়ার স্থান কোনটি? (জ্ঞান)

[ক] বসার ঘর

✅ খাবার ঘর

[গ] রান্নাঘর

[ঘ] পড়ার ঘর

৭১. খাবার ঘরে আনন্দঘন পরিবেশ সৃষ্টির কারণ কী? (অনুধাবন)

✅ পরিবারের সদস্যরা এখানে একত্রিত হয়

[খ] এ ঘরে বিনোদনের ব্যবস্থা থাকে

[গ] প্রতিবেশীরা এখানে গল্প করতে পারে

[ঘ] অতিথিরা সবাই এখানে একত্রিত হয়

৭২. অতিথির ঘর কোন ঘরের পাশে হলে ভালো হয়? (্জ্ঞান)

✅ বসার

[খ] শোয়ার

[গ] খাবারের

[ঘ] পড়ার

৭৩. কোন কক্ষে খুব বেশি আসবাবের দরকার হয় না? (জ্ঞান)

✅ অতিথির ঘর

[খ] লিভিং রুম

[গ] পড়ার ঘর

[ঘ] বসার ঘর

৭৪. গিটার, হারমোনিয়াম ইত্যাদি বিনোদনের জিনিস থাকে কোন কক্ষে? (জ্ঞান)

[ক] অতিথির ঘরে

✅ লিভিং রুমে

[গ] বসার ঘরে

[ঘ] শয়ন কক্ষে

৭৫. আধুনিক বাড়ির কোন রুমে পরিবারের সদস্যরা অবসর সময় কাটায়? (জ্ঞান)

[এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] অতিরিক্ত রুমে

[খ] খাবার রুমে

[গ] শোবার রুমে

✅ লিভিং রুমে

৭৬. আধুনিক বাড়িতে লিভিং রুম থাকে কেন? (অনুধাবন)

✅ অবসর সময় কাটানোর জন্য

[খ] অতিথিদের থাকার সুব্যবস্থার জন্য

[গ] অতিথিদের বিনোদনের সুব্যবস্থার জন্য

[ঘ] প্রতিবেশীদের সাথে বসে কিছু সময় কাটানোর জন্য

৭৭. পড়ার ঘর এমন জায়গায় হতে হবে- (অনুধাবন)

[ক] যেখানে বাইরে আলো ঢুকতে না পারে

✅ যেখানে কোনো শব্দ ব্যাঘাত ঘটাতে না পারে

[গ] যেখানে একঘেয়েমি দূর করার ব্যবস্থা আছে

[ঘ] যেখানে খোলা জানালা দিয়ে বাতাস ঢুকতে না পারে

৭৮. রান্নাঘরের অবস্থান কোন ঘরের পাশে হলে খাদ্য পরিবেশন করতে সুবিধা হয়? (জ্ঞান)

[ক] বসার ঘর

✅ খাবার ঘর

[গ] শোবার ঘর

[ঘ] পড়ার ঘর

৭৯. রান্নাঘরে চুলার অবস্থান কোথায় হওয়া সুবিধাজনক? (অনুধাবন)

[ক] জানালা থেকে দূরে

[খ] মাঝামাঝি স্থানে

✅ জানালার পাশে

[ঘ] দরজার পাশে

৮০. চুলা জানালার পাশে হওয়া প্রয়োজন কেন? (অনুধাবনে)

[ক] আগুন বের হওয়ার জন্য

✅ ধোঁয়া বের হওয়ার জন্য

[গ] বাতাস প্রবেশের জন্য

[ঘ] প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য

◈ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮১. শয়ন কক্ষে আসবাবের সঠিক বিন্যাস করতে- (অনুধাবন)

i. খাটের পাশে সোফা সেট রাখতে হবে

ii. দেয়ালে হালকা রং ব্যবহার করতে হবে

iii. সাইড টেবিলে একগুচ্ছ ফুল রাখতে হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮২. বসার ঘর সাজাতে যত্নবান হতে হয়। এর যথার্থ কারণ হলো-

(উচ্চতর দক্ষতা)

i. এটি সামাজিকতা রক্ষার কেন্দ্রস্থল

ii. বাড়ির লোকদের রুচিবোধ বাইরে প্রকাশ করে

iii. আভিজাত্য প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৩. আমেনা বেগম বসার কক্ষটি সাজাতে পছন্দ করেন। তিনি কক্ষকে আকর্ষণীয় করে তোলেন- (প্রয়োগ)

i. চিত্রকর্ম দিয়ে

ii. একুরিয়াম দিয়ে

iii. বড় ফুলদানিতে ফুল রেখে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৪. বসার ঘরে আসবাব বিন্যাসে লক্ষণীয় বিষয় হলো- (অনুধাবন)

i. পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা

ii. চলাচলের সুবিধা

iii. শিল্পনীতি অনুসরণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৫. খাবার টেবিলের সৌন্দর্য বাড়ায়- (অনুধাবন)

i. নকশা করা প্লেট

ii. ফুলদানিতে রাখা ফুল

iii. ঝুড়িতে রাখা ফল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৬. মালিহা তাদের লিভিং রুমের জন্য কিছু আসবাব কিনবে। এক্ষেত্রে তার ক্রয়ের তালিকায় থাকবে- (প্রয়োগ)

i. ফ্রিজ

ii. গিটার

iii. হারমোনিয়াম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৭. জাবেদের পড়ার ঘরটি সাজাতে তার মা বেশ যত্নবান। তিনি ঘরটি সাজাতে যেসব আসবাব ব্যবহার করেছেন- (প্রয়োগ)

i. ডিভান

ii. বুকসেলফ

iii. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

◈ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:

রেখার বাবা তাদের নতুন বাসার জন্য খাট, ওয়ারড্রোব, আলমারি, চেয়ার, টেবিল, বুকসেলফ, সোফাসেট, টুল ইত্যাদি কিনে আনেন। রেখার মা সেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহারের জন্য বিভিন্ন কক্ষে নিয়ে রাখেন।

৮৮. রেখার মা খাট, ওয়ারড্রোব ও আলমারি কোন ঘরে রেখেছেন? (প্রয়োগ)

[ক] বসার ঘরে

✅ শয়নকক্ষে

[গ] পড়ার ঘরে

[ঘ] লিভিং রুমে

৮৯. রেখার বাবার উক্ত আসবাব কেনার যথার্থ কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. গৃহের সৌন্দর্য বৃদ্ধি করা

ii. সদস্যদের আরাম বৃদ্ধি করা

iii. কর্মচারীদের কাজ বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

📖 পাঠ-৪ : গৃহের নান্দনিকতা বৃদ্ধি

◈ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯০. আসবাব বিন্যাসের পর দেয়াল, পর্দা ও পুষ্প বিন্যাসের ব্যবস্থা করা হয়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

✅ গৃহের নান্দনিকতা বৃদ্ধি পায়

[খ] সুরুচির প্রকাশ ঘটে

[গ] সবকিছুর সামঞ্জস্য থাকে

[ঘ] গৃহ মানানসই হয়

৯১. গ্রামাঞ্চলে কোন ধরনের মেঝে থাকে? (জ্ঞান)

✅ মাটির

[খ] টাইলস করা

[গ] মোজাইক করা

[ঘ] সিমেন্টের

৯২. শহরাঞ্চলে মেঝেতে কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)

[ক] নকশী কাঁথা

✅ কার্পেট

[গ] মাদুর

[ঘ] চাদর

৯৩. আমাদের দেশে ছোট আকারের কার্পেট ব্যবহার করতে হয় কেন? (অনুধাবন)

[ক] ঘরের আয়তনের তারতম্যের কারণে

✅ ধুলাবালি বেশি থাকার কারণে

[গ] ঘরের ডিজাইনের কারণে

[ঘ] আবহাওয়ার কারণে

৯৪. কক্ষের দেয়ালে প্রকৃতির দৃশ্য টাঙালে কোনটি ঘটে? (অনুধাবন)

[ক] সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়

[খ] ঘরে প্রাকৃতিক ছোঁয়া লাগে

✅ মনে প্রশান্তি আসে

[ঘ] আভিজাত্য প্রকাশ পায়

৯৫. ছবি টাঙানোর জন্য কোনটি নির্বাচন করা গুরুত্বপূর্ণ? (জ্ঞান)

[ক] আকার

[খ] নকশা

✅ স্থান

[ঘ] রং

৯৬. শয়নকক্ষে কোন ছবি রাখা রুচিসম্মত? (জ্ঞান)

[ক] খ্যাতনামা ব্যক্তির

[খ] প্রাকৃতিক দৃশ্যের

[গ] খাবারের

✅ পারিবারিক

৯৭. গ্রীষ্মপ্রধান দেশে ঘরে শীতলতা সৃষ্টির জন্য কোনটি উপযুক্ত? (অনুধাবন)

[আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]

✅ হালকা রঙের পর্দা

[খ] গাঢ় রঙের পর্দা

[গ] মোটা কাপড়ের পর্দা

[ঘ] সুতি কাপড়ের পর্দা

৯৮. আমাদের দেশে সাধারণত কোন রঙের পর্দা উপযুক্ত? (জ্ঞান)

[ক] উজ্জ্বল

[খ] উষ্ণ

✅ হালকা

[ঘ] গাঢ়

৯৯. গ্রীষ্মপ্রধান দেশে হালকা রঙের পর্দা ব্যবহার করা হয়। এর যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] নাতিশীতোষ্ণ আবহাওয়ার সৃষ্টি হয়

✅ ঘরে শীতলতার সৃষ্টি হয়

[গ] ঘরে উষ্ণতার সৃষ্টি হয়

[ঘ] পরিবেশের সাথে মানিয়ে যায়

১০০. কোনটি ঘরের আব্রু রক্ষা করে? (অনুধাবন)

✅ পর্দা

[খ] পুষ্প বিন্যাস

[গ] কার্পেট

[ঘ] চিত্রকর্ম

১০১. শীতের দিনে কোন রঙের পর্দা ব্যবহার করা হয়? (জ্ঞান)

[পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] হালকা

✅ গাঢ়

[গ] কালো

[ঘ] গোলাপি

Leave a Comment