SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৫ ~ Exam Cares

১. পাহাড়ি বনভূমির পরিমাণ-

[ক] ১২.১৬ লক্ষ হেক্টর

✅ ১৩.১৬ লক্ষ হেক্টর

[গ] ১৪.১৬ লক্ষ হেক্টর

[ঘ] ১৫.১৬ লক্ষ হেক্টর

২. নিচের কোন বৃক্ষ গুচ্ছ পাহাড়ি বনের?

[ক] গর্জন, গরান, গামার

[খ] গজারি, গেওয়া, সেগুন

✅ তেলসুর, চম্পা, চাপালিকা

[ঘ] জারুল, রেইনট্রি, পশুর

৩. বাংলাদেশের অধিকাংশ বনভূমি অবস্থিত-

i. দক্ষিণ পূর্বাঞ্চলে

ii. দক্ষিণ পশ্চিমাঞ্চলে

iii. উত্তর পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

তিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখতে পেল ঐ বনের অধিকাংশ গাছেরই অঙ্কুরোদগম ফল গাছে থাকা অবস্থায়ই হচ্ছে এবং চারা গাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে।

৪. তিয়ার দেখা অঙ্কুরোদগম নিচের কোন উদ্ভিদে দেখা যায়?

✅ গরান

[খ] গামার

[গ] গর্জন

[ঘ] গজারি

৫. তিয়ার দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো-

i. মাটি কর্দমাক্ত থাকে

ii. বায়ুবীয়মূল বিদ্যমান

iii. শাখামূল দীর্ঘ হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি [পৃষ্ঠা – ১৭১]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬. ইউনেস্কোর মতে বর্তমানে আমাদের দেশের বনভূমির পরিমাণ কত ভাগ? (জ্ঞান)

✅ ১০

[খ] ১২

[গ] ১৫

[ঘ] ১৭

৭. বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর? (জ্ঞান)

[ক] ১১.৫

✅ ২২.৫

[গ] ৩২.৫

[ঘ] ৪২.৫

৮. বনভূমির অবস্থান ও বিস্তৃতি অনুসারে বাংলাদেশের বনাঞ্চলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? (জ্ঞান)

[ক] ৩

[খ] ৪

✅ ৫

[ঘ] ৬

৯. বাংলাদেশে পাহাড়ি বনের পরিমাণ কত? (জ্ঞান)

✅ ১৩.১৬ লক্ষ হেক্টর

[খ] ১৩.১৬ লক্ষ একর

[গ] ১৫.১৬ লক্ষ হেক্টর

[ঘ] ১৫.১৬ লক্ষ একর

১০. সমতল ভূমির বনের পরিমাণ কত লক্ষ হেক্টর? (জ্ঞান)

✅ ১.২৩

[খ] ২.২৩

[গ] ৩.২৩

[ঘ] ৪.২৩

১১. সুন্দরবনের মোট আয়তন কত? (জ্ঞান)

✅ ৬০০০ বর্গকিমি

[খ] ৫০০০ বর্গকিমি

[গ] ৪০০০ বর্গকিমি

[ঘ] ৩০০০ বর্গকিমি

১২. বাংলাদেশের কয় জায়গায় ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে? (জ্ঞান)

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

১৩. বাংলাদেশের গ্রামীণ বনের পরিমাণ কত লক্ষ হেক্টর? (জ্ঞান)

[ক] ১.৭০

✅ ২.৭০

[গ] ৩.৭০

[ঘ] ৪.৭০

১৪. ম্যানগ্রোভ বনের মধ্যে কত লক্ষ হেক্টর কৃত্রিম বন? (জ্ঞান)

[ক] ২.৭০

[খ] ২.১০

✅ ১.৩৪

[ঘ] ০.৩৬

১৫. সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নামানুসারে? (জ্ঞান)

[ক] শাল

✅ সুন্দরি

[গ] গজারি

[ঘ] বাইন

১৬. বায়বীয় মূল হয়েছে কোন উদ্ভিদের? (জ্ঞান)

✅ সুন্দরি

[খ] শাল

[গ] মেহগনি

[ঘ] রেইরট্রি

১৭. বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে কোন ধরনের বন অবস্থিত? (জ্ঞান)

[ক] সমতল ভূমির বন

✅ ম্যানগ্রোভ বন

[গ] পাহাড়ি বন

[ঘ] গ্রামীণ বন

১৮. ম্যানগ্রোভ বনের অপর নাম কী? (জ্ঞান)

[ক] স্বাদু পানির বন

✅ লোনা পানির বন

[গ] সামাজিক বন

[ঘ] সামুদ্রিক বন

১৯. ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কী? (জ্ঞান)

[ক] গোলপাতা

[খ] গেওয়া

✅ সুন্দরি

[ঘ] পশুর

২০. ঊর্ধ্বমুখী বায়বীয় মূল কোন বনের বৈশিষ্ট্য? (জ্ঞান)

[ক] পাহাড়ি বন

✅ লোনা পানির বন

[গ] সমতল ভূমির বন

[ঘ] আমাজান বন

২১. কোনটি ম্যানগ্রোভ বনের উদ্ভিদ?

[ক] শাল

✅ পশুর

[গ] গজারি

[ঘ] রেইনট্রি

২২. বাংলাদেশের ঐতিহ্যবাহী বন কোনটি? (জ্ঞান)

[ক] শালবন

✅ সুন্দরবন

[গ] চকোরিয়া

[ঘ] পাহাড়ি বন

২৩. বাংলাদেশের বনভূমিতে কাঠের মোট মজুদ কত মিলিয়ন ঘনমিটার? (জ্ঞান)

[ক] ২৮.৯১

[খ] ৪৮.৯১

[গ] ৬৮.৯১

✅ ৮৮.৯১

২৪. মানুষের তৈরি উপকূলীয় বনের প্রধান বৃক্ষ কী? (জ্ঞান)

[ক] নারিকেল

[খ] গেওয়া

✅ কেওড়া

[ঘ] সুন্দরি

২৫. কোন গাছের পাতা ঘরের ছাউনি ও বেড়া তৈরি করতে ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] সুন্দরি

[খ] গেওয়া

[গ] কেওড়া

✅ গোলপাতা

২৬. পরিবেশের ভারসাম্য রক্ষায় শতকরা কতভাগ ভূমিতে বন থাকা প্রয়োজন? (জ্ঞান)

[ক] ১৫

[খ] ২০

✅ ২৫

[ঘ] ৩০

২৭. বাংলাদেশের মোট ভূমির শতকরা কতভাগ বন? (জ্ঞান)

[ক] ১৬

✅ ১৭

[গ] ১৮

[ঘ] ১৯

২৮. বাংলাদেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ অনেক বেশি? (জ্ঞান)

[ক] উত্তর-পূর্বাঞ্চলে

✅ দক্ষিণ পশ্চিমাঞ্চলে

[গ] উত্তরাঞ্চলে

[ঘ] উত্তর পশ্চিমাঞ্চলে

২৯. দেশের কোন অঞ্চলে বনভূমির পরিমাণ খুবই কম? (জ্ঞান)

[ক] পূর্ব

[খ] দক্ষিণ

[গ] পশ্চিম

✅ উত্তর

৩০. আয়তনের দিক দিয়ে নিচের কোন ক্রমটি সঠিক? (প্রয়োগ)

[ক] পাহাড়ি বন>ম্যানগ্রোভ বন> সমতল ভূমির বন> গ্রামীণ বন

[খ] পাহাড়ি বন> সমতল ভূমির বন> ম্যানগ্রোভ বন> গ্রামীণ বন

[গ] পাহাড়ি বন> গ্রামীণ বন> সমতল ভূমির বন> ম্যানগ্রোভ বন

✅ পাহাড়ি বন> ম্যানগ্রোভ বন> গ্রামীণ বন> সমতল ভূমির বন

৩১. কোন বনটির মোট পরিমাণের সম্পূর্ণ অংশই সৃজিত বন? (জ্ঞান)

[ক] সমতল ভূমির বন

✅ গ্রামীণ বন

[গ] পাহাড়ি বন

[ঘ] ম্যানগ্রোভ বন

৩২. কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] আখের ছোবড়া

✅ বাঁশ

[গ] বেত

[ঘ] সুন্দরি কাঠ

৩৩. মানুষের তৈরি বা কৃত্রিম বন কোনটি? (অনুধাবন)

[ক] সুন্দরবন

[খ] ভাওয়াল ও মধুপুরের শালবন

[গ] কুমিল্লার শালবন

✅ চট্টগ্রামের সেগুন বন

৩৪. কোন ধরনের বনের মধ্যে প্রাকৃতিক বনের পরিমাণ সবচেয়ে বেশি? (জ্ঞান)

✅ পাহাড়ি

[খ] ম্যানগ্রোভ

[গ] সমতল

[ঘ] গ্রামীণ

৩৫. বাংলাদেশের কোন বনের শাল কাঠ খুবই উন্নতমানের? (জ্ঞান)

[ক] পাহাড়ি

[খ] সমতল ভূমির

[গ] গ্রামীণ

✅ ম্যানগ্রোভ

৩৬. কেইট্টা কোন উদ্ভিদের জাত? (জ্ঞান)

[ক] কলা

✅ বাঁশ

[গ] বন্য আম

[ঘ] কাঁঠাল

৩৭. কোন বনের বণ্যপ্রাণী ধ্বংস হয়ে গেছে? (জ্ঞান)

[ক] ম্যানগ্রোভ

[খ] পাহাড়ি

✅ সমতল ভূমি

[ঘ] গ্রামীণ

৩৮. কোনটি সমতলভূমি কর বনের বৃক্ষ? (জ্ঞান)

[ক] ম্যানগ্রোভ

[খ] পাহাড়ি

✅ সমতল ভূমি

[ঘ] গ্রামীণ

৩৯. কোন ধরনের বনের ওপর মানুষের আগ্রাসন সবচেয়ে বেশি? (জ্ঞান)

✅ সমতল ভূমি

[খ] ম্যানগ্রোভ

[গ] গ্রামীণ

[ঘ] পাহাড়ি

৪০. কোণগুলো শালবন এলাকার বৃক্ষ? (জ্ঞান)

[ক] গর্জন, গরান, গামার

[খ] গজারি, গেওরা, সেগুন

[গ] তেলসুর, চাম্পা, চাপালিশ

✅ জারুল, রেইনট্রি, কড়ই

৪১. দেশে সমতল ভূমির বনের মধ্যে প্রাকৃতিক বনের পরিমাণ কত লক্ষ হেক্টর? (জ্ঞান)

[ক] ০.৮৩

✅ ০.৮৭

[গ] ০.৯৩

[ঘ] ০.৯৭

৪২. বন এলাকার খালি জায়গাগুলো কীভাবে পূরণ করা সম্ভব? (অনুধাবন)

[ক] পুকুর কেটে মাছ চাষ করে

[খ] ফসলের আবাদ করে

✅ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়ন করে

[ঘ] বসতবাড়ি তৈরি করে

৪৩. দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করে কোনটি? (প্রয়োগ)

[ক] সুন্দরি গাছের পাতা

[খ] গেওয়া পাতা

✅ গোলপাতা

[ঘ] কলাপাতা

৪৪. পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের কী করা উচিত? (প্রয়োগ)

[ক] বসতবাড়ির পরিবেশ উন্নত করা

[খ] জীববৈচিত্র্য রক্ষা করা

[গ] ভূমিক্ষয় রোধ করা

✅ সবুজ বনায়ন সৃষ্টি করা

৪৫. সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় কারা সরাসরি সম্পৃক্ত থাকে?

[ক] সরকার

✅ জনগণ

[গ] পুলিশ

[ঘ] সেনাবাহিনী

৪৬. বাংলাদেশের সরকার কখন থেকে সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে? (জ্ঞান)

[ক] নব্বই এর দশক থেকে

[খ] আশির দশক থেকে

✅ দেশ স্বাধীন হওয়ার পর থেকে

[ঘ] দেশ স্বাধীন হওয়ার আগ থেকে

৪৭. কোনটি পাহাড়ি বনের প্রধান বৃক্ষ?

[ক] কেওড়া

[খ] বাইন

✅ সেগুন

[ঘ] রেইনট্রি

৪৮. কোন ধরনের জায়গা সামাজিক উপবন প্রতিষ্ঠার উপযুক্ত স্থান?

[ক] পাহাড়ি জায়গা

✅ উঁচু ও মাঝারি উঁচু জমি

[গ] মাঝারি ও সমতল

[ঘ] বসতভিটার পাশে

৪৯. বনায়ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সবচেয়ে বেশি জরুরি কোনটি? (অনুধাবন)

[ক] ভূমির উন্নয়ন

[খ] উন্নত চারা উৎপাদন

[গ] রোপণকৃত চারার পরিচর্যা

✅ কার্যকর পরিকল্পনা গ্রহণ

৫০. কোনো জমি থেকে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশুপাখি উৎপাদন ব্যবস্থাকে কী বলে? (জ্ঞান)

[ক] সামাজিক বনায়ন

[খ] গ্রামীণ বনায়ন

✅ কৃষি বনায়ন

[ঘ] পাহাড়ি বনায়ন

৫১. কৃষি বনায়ন পদ্ধতি কত প্রকার? (জ্ঞান)

[ক] ২

[খ] ৩

✅ ৪

[ঘ] ৫

৫২. প্রান্তিক ভূমিজ সম্পদ ব্যবহার করা হয় কোন বনে? (জ্ঞান)

[ক] পাহাড়ি বনে

✅ কৃষি বনে

[গ] গ্রামীণ বনে

[ঘ] সামাজিক বনায়নে

৫৩. কোন জেলার মানব বনজ সম্পদ থেকে বঞ্চিত? (জ্ঞান)

[ক] সিলেট

[খ] বাগেরহাট

[গ] মৌলভীবাজার

✅ জামালপুর

৫৪. পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কোনো দেশের ২৫% বনভূমি থাকা উচিত। তাহলে আমাদের দেশের বনভূমির পরিমাণ কত হওয়া উচিত? (প্রয়োগ)

[ক] প্রায় ৩০ হাজার বর্গমাইল

✅ প্রায় ৩৭ হাজার বর্গমাইল

[গ] প্রায় ৪৫ হাজার বর্গমাইল

[ঘ] প্রায় ৪৭ হাজার বর্গমাইল

৫৫. আমাদের দেশে মোট ভূমির শতকরা ১৭ ভাগ বন আছে। তাহলে বনভূমির মোট পরিমাণ কত? (প্রয়োগ)

[ক] প্রায় ১৫ হাজার বর্গমাইল

✅ প্রায় ২৫ হাজার বর্গমাইল

[গ] প্রায় ৩০ হাজার বর্গমাইল

[ঘ] প্রায় ৩৫ হাজার বর্গমাইল

৫৬. অধিকাংশ বন পাহাড়ি এলাকায় হওয়ার অন্যতম কারণ কী? (উচ্চতর দক্ষতা)

✅ পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়

[খ] পাহাড়ের মাটি উর্বর

[গ] পাহাড়ে মানুষের বসতি কম

[ঘ] পাহাড়ে পশুপাখির বিচরণ কম

৫৭. সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] শাল

[খ] সেগুন

✅ সুন্দরি

[ঘ] কেওড়া

৫৮. রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনের প্রধান আকর্ষণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] কড়ই গাছ

✅ চিত্রা হরিণ

[গ] নানা রকম পাখি

[ঘ] অজগর সাপ

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৯. সমতল ভূমির বন রয়েছে- (অনুধাবন)

i. টাঙ্গাইলে

ii. রংপুরে

iii. রাজশাহীতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬০. সমতল ভূমির প্রধান বৃক্ষ- (অনুধাবন)

i. চম্পা

ii. শাল

iii. গজারি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৬১. সমতল ভূমিতে মাঝে মাঝে দেখা যায়- (অনুধাবন)

i. নেকড়ে

ii. হরিণ

iii. হাতি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬২. সামাজিক বনায়ন- (অনুধাবন)

i. জনগণের স্বতঃস্ফূর্ত অপহরণের ফলাফল

ii. এর ফলে সামাজিক কল্যাণে সঞ্চিত হচ্ছে

iii. এ সেনাবাহিনীর অংশগ্রহণ রয়েছে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৩. সামাজিক বনায়নের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে- (অনুধাবন)

i. দারিদ্র্য বিমোচন

ii. জ্বালানি কাঠের ঘাটতি পূরণ

iii. জীববৈচিত্র্য সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৪. তৃণবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে- (অনুধাবন)

i. খাদ্য উপাদান

ii. পশু খাদ্য উৎপাদন

iii. বৈদেশিক মুদ্রা অর্জন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৫. কৃষি বনের প্রয়োজনীয়তা হচ্ছে- (অনুধাবন)

র.বৈদেশিক মুদ্রা অর্জন

ii. মাটিক্ষয় রোধ

iii. নতুন জাতের উদ্ভিদ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৬. কৃষিবনের প্রয়োজনীয়তা হচ্ছে- (অনুধাবন)

i. বৈদেশিক মুদ্রা অর্জন

ii. মাটিক্ষয় রোধ

iii. নতুন জাতের উদ্ভিদ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৭. বর্ষার পানিতে মরে যায় এরূপ গাছ হলো- (অনুধাবন)

i. কাঁঠাল

ii. শাল

iii. সেগুন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৮. বনভূমির পরিমাণ খুবই কম দেশের- (অনুধাবন)

i. উত্তরাঞ্চলে

ii. দক্ষিণ-পূর্বাঞ্চলে

iii. উত্তর-পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৯. দেশের পাহাড়ি বনের- (অনুধাবন)

i. মধ্যে ১১.০৬ লক্ষ হেক্টর প্রাকৃতিক বন

ii. মধ্যে ২.২০ লক্ষ হেক্টর কৃত্রিম বন

iii. মোট পরিমাণ ১৩.১৬ লক্ষ হেক্টর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭০. লতাদের গ্রামের বাড়ি দক্ষিণ-পূর্বাঞ্চলে। তাদের এলাকার গাছ হলো- (অনুধাবন)

i. কড়ই

ii. গামার

iii. বাইন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭১. পাহাড়ি বাঁশের মধ্যে আছে- (অনুধাবন)

i. মরাল

ii. বরাক

iii. উরা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭২. প্রতি বছর সুন্দরবন থেকে প্রচুর- (অনুধাবন)

i. মধু পাওয়া যায়

ii. মোম পাওয়া যায়

iii. ফল পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৩. মজুদ কাঠের পরিমাণ- (অনুধাবন)

i. সমতল ভূমির বনে সবচেয়ে কম

ii. গ্রামীণ বনে সবচেয়ে বেশি

iii. পাহাড়ি বনে সবচেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৪. অবদানের ভিত্তিতে বনের গুরুত্ব- (অনুধাবন)

i. সামাজিক

ii. অর্থনৈতিক

iii. পরিবেশগত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৫. বনের পরিবেশগত গুরুত্ব হলো- (উচ্চতর দক্ষতা)

i. জলবায়ু চরমভাবাপন্ন হওয়াকে প্রতিহত করে

ii. প্রাকৃতিক বিপর্যয় রোধ করে

iii. জীব জগতের পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় রাখে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৬. নিম্নলিখিত বৈশিষ্ট্য দ্বারা ম্যানগ্রোভ বন চেনা যায়। যথা- (অনুধাবন)

i. গাছগুলো শ্বাসমূল এবং ঠেসমূলবিশিষ্ট

ii. গাছগুলোর জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে

iii. গাছগুলো চিরহরিৎ প্রকৃতির

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৭. বন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। কারণ বন- (উচ্চতর দক্ষতা)

i. বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কমায়

ii. বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করে

iii. বাতাসের অক্সিজেন বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

[ক] র

[খ] ii

✅ iii

[ঘ] i, ii

৭৮. বাংলাদেশের সমতল ভূমির বনাঞ্চল দিন দিন বৃক্ষশূন্য হয়ে পড়বে। কারণ- (উচ্চতর দক্ষতা)

i. লোক বসতির কাছাকাছি অবস্থান

ii. অবৈধ ঘরবাড়ি নির্মাণ

iii. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৯. মানুষের তৈরি বন হলো- (অনুধাবন)

i. ম্যানগ্রোভ বন

ii. কৃষি বন

iii. শালবন

নিচের কোনটি সঠিক?

[ক] র

✅ ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

৮০. সামাজিক বনায়ন সৃষ্টির উদ্দেশ্য হলো- (উচ্চতর দক্ষতা)

i. অব্যবহৃত ভূমির ব্যবহার

ii. বহুমুখী সম্পদ সৃষ্টি

iii. জ্বালানি কাঠের যোগান দেওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশে সুন্দরি, গরান, পশুর, কেওড়া, বাইন, কাঁকড়া ইত্যাদি উল্লে¬খযোগ্য বৃক্ষ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী প্রাকৃতিক বন। বৃক্ষ ছাড়াও এ বনে রয়েছে বিচিত্র ধরনের পশুপাখি।

৮১. উদ্দীপকের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনভূমি কোনটি? (প্রয়োগ)

✅ সুন্দরবন

[খ] শালবন

[গ] সেগুন বন

[ঘ] কেওড়া বন

৮২. বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশেই শুধু এ ধরনের বন সৃষ্টি হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)

i. পানি লোনা প্রকৃতির

ii. অপেক্ষাকৃত নিচু অঞ্চল

iii. বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :

শরিফ মিয়া দশ বছর পূর্বে তার বাড়ির আশপাশে পতিত জমিতে প্রচুর ফলজ ও ভেষজ গাছ লাগিয়েছিল। এখন সে এসব গাছ থেকে প্রচুর ফল পায় ও বিভিন্ন অসুখে সে ভেষজ গাছ কাজে লাগাতে পারে।

৮৩. শরিফ মিয়ার তৈরিকৃত বনায়নকে কী বলে? (প্রয়োগ)

[ক] সমতল ভূমির বন

[খ] তৃণবন

✅ গ্রামীণ বন

[ঘ] ফসলবন

৮৪. উদ্দীপকে ইঙ্গিতকৃত বনায়নে- (উচ্চতর দক্ষতা)

i. মোট পরিমাণ ২.৭০ লক্ষ হেক্টর

ii. মধ্যে কৃত্রিম বনের পরিমাণ ২.১০ লক্ষ হেক্টর

iii. মোট পরিমাণের মধ্যে কোনো প্রাকৃতিক বনের অংশ নেই

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

বন সংরক্ষণ বিধি [পৃষ্ঠা-১৭৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৫. বন সম্পর্কিত সুনির্দিষ্ট আইন বা বিধানকে এক কথায় কী বলে? (জ্ঞান)

✅ বন বিধি

[খ] বনজ আইন

[গ] গাছকর্তন আইন

[ঘ] গাছ সংরক্ষণ আইন

৮৬. এ উপমহাদেশে কত সালে বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়? (জ্ঞান)

[ক] ১৯২৫

[খ] ১৯২৬

✅ ১৯২৭

[ঘ] ১৯২৮

৮৭. বাংলাদেশ সরকার সর্বশেষ কত সালে বন আইন সংশোধিত আকারে প্রণয়ন করেন? (জ্ঞান)

[ক] ১৯৯০

✅ ১৯৯৬

[গ] ২০০২

[ঘ] ২০০৬

৮৮. বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার কত সালে একটি আইন প্রণয়ন করেন? (জ্ঞান)

[ক] ১৯৭২

✅ ১৯৭৩

[গ] ১৯৭৪

[ঘ] ১৯৭৫

৮৯. বনবিধি অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রজ্ঞাপন প্রকাশের কত সময়ের মধ্যে ক্ষতির বিস্তারিত উল্লেখ করে আবেদন করতে পারবেন? (জ্ঞান)

[ক] ১-২ মাসের মধ্যে

✅ ৩-৪ মাসের মধ্যে

[গ] ৫-৬ মাসের মধ্যে

[ঘ] ৭-৮ মাসের মধ্যে

৯০. নিচের কোনটি বনবিধি অনুসারে দণ্ডনীয় অপরাধ নয়? (অনুধাবন)

[ক] অনুমতি ব্যতীত গাছ কাটা

[খ] বনাঞ্চলে গবাদিপশু চরানো

✅ অনুমতি নিয়ে গাছ কাটা

[ঘ] বনের মধ্যে খাদ খোঁড়া

৯১. কোন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেলসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা? (অনুধাবন)

✅ বন আইন

[খ] বন্যপ্রাণী সংরক্ষণ বিধি

[গ] পরিবেশ আইন

[ঘ] পরিবেশ দূষণ আইন

৯২. বন্যপ্রাণী সংরক্ষণ বিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কী? (প্রয়োগ)

✅ দুই বছরের জেলসহ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা

[খ] দুই বছরের জেলসহ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা

[গ] পাঁচ বছরের জেলসহ দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা

[ঘ] পাঁচ বছরের জেলসহ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা

৯৩. কোন বন কর্মকর্তার পূর্বানুমতি ব্যতীত কোনো সংরক্ষিত বনে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করা নিষেধ? (জ্ঞান)

✅ বিভাগীয়

[খ] জেলা

[গ] উপজেলা

[ঘ] থানা

৯৪. বন আইন লঙ্ঘন করলে ন্যূনতম কত মাসের জেল হতে পারে? (জ্ঞান)

✅ ৬

[খ] ৭

[গ] ৯

[ঘ] ১২

৯৫. বন আইন লঙ্ঘনের ন্যূনতম জরিমানা কত হাজার টাকা? (জ্ঞান)

[ক] ২

[খ] ৩

[গ] ৪

✅ ৫

৯৬. বন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ কত বছরের জেল হতে পারে? (জ্ঞান)

✅ ৫

[খ] ৮

[গ] ১২

[ঘ] ১৪

৯৭. বন আইন লঙ্ঘনের বিচার কোন আদালতে হয়ে থাকে? (জ্ঞান)

✅ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত

[খ] জেলা কোর্টে

[গ] হাইকোর্টে

[ঘ] সুপ্রিম কোর্টে

৯৮. বন্যপ্রাণী সংরক্ষণ বিধি অনুসারে বনপ্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। কোন ক্ষেত্রে অপরাধ হবে না? (উচ্চতর দক্ষতা)

✅ মানুষের জীবন বাঁচাতে

[খ] হরিণ শিকার করে খেয়ে ফেললে

[গ] অজগর সাপ মেরে ফেললে

[ঘ] বাঘ মেরে ফেললে

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৯. বন্যপ্রাণী সংরক্ষণ বিধি অনুযায়ী বনাঞ্চলে বন্যপ্রাণী- (প্রয়োগ)

i. শিকার করা যাবে না

ii. প্রজননে বিঘ্ন সৃষ্টি করা যাবে না

iii. হত্যা করা যাবে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০০. বনবিধি আইন প্রণয়ন করা হয়- (প্রয়োগ)

i. বনজ সম্পদ রক্ষার্থে

ii. বন্যপ্রাণী সংরক্ষণে

iii. শিকার করতে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০১. বনবিধির দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে- (প্রয়োগ)

i. বনাঞ্চলে গবাদি পশু চরানো

ii. অনুমতি ব্যতীত গাছ কাটা

iii. অনুমতি ব্যতীত বনসম্পদ আহরণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০২. বন্যপ্রাণী সংরক্ষণ বিধির আইনগুলো হলো- (অনুধাবন)

i. বন্যপ্রাণী শিকার

ii. প্রজননে বিঘ্ন সৃষ্টি

iii. ফসলের ক্ষতি রোধ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০৩. বনজ সম্পদ ধ্বংস হওয়ার কারণ- (উচব্চতর দক্ষতা)

i. জনসংখ্যার ঘনত্ব বেশি

ii. বন্যপ্রাণী ধ্বংস

iii. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১০৪. বনবিধির অন্তর্গত বিষয়গুলো হলো- (উচ্চতর দক্ষতা)

i. বিনা অনুমতিতে গাছ কাটা

ii. গাছ অপসারণ ও আহরণ

iii. গাছ রোপণ করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৫. বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয় পদক্ষেপ হলো- (প্রয়োগ)

i. জনসচেতনতা বৃদ্ধি

ii. সরকারি পদক্ষেপ গ্রহণ

iii. কর্মশালার আয়োজন করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :

জাহিদ ও তার বন্ধুরা এক ব্যক্তিকে পাখি শিকার করতে দেখলে তারা তাকে বন্যপ্রাণী সংরক্ষণ বিধির আইনগুলো বুঝিয়ে বলল।

১০৬. পাখি শিকার করলে লোকটির যে ধরনের শাস্তি হতো- (উচ্চতর দক্ষতা)

i. ৬ মাস জেল ও ৫০০ শত টাকা জরিমানা

ii. ২ বছর জেল ও ২০০০ হাজার টাকা জরিমানা

iii. ৩ মাস জেল ও ৫০০ শত টাকা জরিমানা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১০৭. বন্যপ্রাণী হত্যা বা শিকার করা শাস্তিযোগ্য অপরাধ নয়- (প্রয়োগ)

i. মানুষের জীবন বাঁচাতে

ii. ফসলের ক্ষতিরোধে

iii. অনুমতি নিয়ে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের ছকটি লক্ষ কর এবং ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :

১০৮. ছকটি সম্পন্ন করতে ‘অ’ চিহ্নিত স্থানে কী বসবে? (অনুধাবন)

✅ বন্যপ্রাণী

[খ] গৃহপালিত পশু

[গ] গৃহপালিত পাখি

[ঘ] পরিবেশের ভারসাম্য

১০৯. ছকের উপাদানগুলো মধ্যে- (প্রয়োগ)

i. নিবিড় আন্তঃসম্পর্ক বিরাজমান

ii. একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যগুলো আপনা-আপনি ধ্বংস হয়ে যাবে

iii. পরস্পর বিনিময় চলে

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ i, ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১০ ও ১১১ নং প্রশ্নের উত্তর দাও :

একদিন রাজন ও তার কয়েকজন বন্ধু, বনভোজনের উদ্দেশ্য পার্শ্ববর্তী বন থেকে কয়েকটি পাখি ও খরগোশ শিকার করে নিয়ে আসলো। এর দুই দিন পর পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেল।

১১০. রাজন ও তার বন্ধুদের সর্বনিম্ন কত মাসের জেল হতে পারে? (প্রয়োগ)

[ক] ২

[খ] ৪

✅ ৬

[ঘ] ৮

১১১. রাজন ও তার বন্ধুদের সর্বোচ্চ- (উচ্চতর দক্ষতা)

i. দুই বছরের জেল হতে পারে

ii. তিন বছরের জেল হতে পারে

iii. দুই হাজার টাকা জরিমানা হতে পারে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii✅i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

বন নার্সারি [পৃষ্ঠা-১৮০]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১২. যে স্থানে চারা উৎপাদন ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)

✅ নার্সারি

[খ] নার্স

[গ] চারা পরিচর্যা কেন্দ্র

[ঘ] চারা সংরক্ষণ স্থান

১১৩. চারা উৎপাদনের জন্য কোনটি একান্ত প্রয়োজন? (অনুধাবন)

✅ নার্সারি

[খ] বন

[গ] সবুজ বেষ্টনী

[ঘ] উপকূলীয় অঞ্চল

১১৪. অল্প জায়গায় এক সাথে অধিক চারা তৈরি করা যায় কোন নার্সারিতে? (জ্ঞান)

[ক] পলিব্যাগ

✅ বেড

[গ] স্থায়ী

[ঘ] অস্থায়ী

১১৫. মোথা ও কাটিং থেকে চারা উৎপাদন সহজ কোন নার্সারিতে? (জ্ঞান)

[ক] পলিব্যাগ

[খ] স্থায়ী

✅ বেড

[ঘ] অস্থায়ী

১১৬. স্থায়ীত্বভিত্তিক নার্সারি কত প্রকার? (জ্ঞান)

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

১১৭. সংরক্ষণের অসুবিধা কোন ধরনের নার্সারিতে হয়? (জ্ঞান)

[ক] স্থায়ী

[খ] পারিবারিক

[গ] ব্যবসায়িক

✅ অস্থায়ী

১১৮. গর্জন, শাল প্রভৃতি উদ্ভিদের বীজ কত ঘণ্টার মধ্যে বপন করতে হয়? (জ্ঞান)

[ক] ১২

✅ ২৪

[গ] ৩৬

[ঘ] ৪৮

১১৯. বনজ নার্সারির আভিধানিক অর্থ কী? (জ্ঞান)

✅ চারালয়

[খ] বিদ্যালয়

[গ] চারা উৎপাদন

[ঘ] চারার যত্ন

১২০. নার্সারির ধরন কত প্রকার? (জ্ঞান)

[ক] ২

✅ ৪

[গ] ৬

[ঘ] ৭

১২১. মাধ্যমভিত্তিক নার্সারি কয় ধরনের? (জ্ঞান)

✅ ২

[খ] ৪

[গ] ৬

[ঘ] ৭

১২২. অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি কত প্রকার? (জ্ঞান)

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

১২৩. সাধারণত কয়ভাবে গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়? (জ্ঞান)

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

১২৪. পলিব্যাগের আকার ১৫ সেমি × ১০ সেমি হলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা কতটি হবে? (জ্ঞান)

[ক] ২৬

[খ] ৪৫

✅ ৬৫

[ঘ] ৭৫

১২৫. নার্সারি ব্লকে কতটি বেড থাকতে পারে? (জ্ঞান)

[ক] ৬-৮

✅ ১০-১২

[গ] ১৮-২০

[ঘ] ২২-২৪

১২৬. পলিব্যাগে চারা উত্তোলনের জন্য বেড তৈরি করতে বেডকে কত সেমি উঁচু করে উপরিভাগ সমান করতে হয়? (জ্ঞান)

[ক] ১-৫ সেমি

✅ ১০-১৫ সেমি

[গ] ২০-২৫ সেমি

[ঘ] ৩০-৩৫ সেমি

১২৭. পাইন গাছের বীজ কোন জাতীয়? (জ্ঞান)

[ক] পড

[খ] ক্যাপসিউল

✅ কোন

[ঘ] লিগিউম

১২৮. বীজ নিষ্কাশনের প্রথম পদ্ধতি কয়টি? (জ্ঞান)

[ক] ১

[খ] ২

✅ ৩

[ঘ] ৪

১২৯. অঙ্কুরোদগম কত দিনের মধ্যে হলে তাকে সংক্ষিপ্ত অঙ্কুরোদগমকাল বলে? (জ্ঞান)

[ক] ২-৫

[খ] ৩-৬

✅ ৪-৭

[ঘ] ৫-৮

১৩০. কোনটির বীজ শুকনো পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? (জ্ঞান)

✅ জারুল

[খ] শাল

[গ] সেগুন

[ঘ] পেয়ারা

১৩১. কোনটির বীজ পচন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? (জ্ঞান)

[ক] জারুল

[খ] মেনাজিয়াম

✅ আম

[ঘ] নারিকেল

১৩২. পড জাতীয় ফল কোনটি? (অনুধাবন)

✅ বাবলা

[খ] মেহগনি

[গ] চম্পা

[ঘ] পাইন

১৩৩. কোন জাতীয় ফল মাটিতে পড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়? (অনুধাবন)

[ক] বাবলা

[খ] দেবদারু

[গ] চম্পা

✅ পাইন

১৩৪. ক্যাপসিউল জাতীয় ফল কোনটি? (অনুধাবন)

✅ মেহগনি

[খ] বাবলা

[গ] কড়ই

[ঘ] পাইন

১৩৫. উদ্ভিদের প্রধান বংশ বিস্তারক উপকরণ কোনটি? (অনুধাবন)

[ক] পাতা

[খ] ডাল

✅ বীজ

[ঘ] শিকার

১৩৬. সীড বেডে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা ৪০০টি হলে চারা হতে চারার দূরত্ব কত হতে হবে? (জ্ঞান)

[ক] ১৮ সে. মি. × ১২ সে. মি.

[খ] ২৫ সে. মি. × ২০ সে. মি.

✅ ৫ সে. মি. × ৫ সে. মি.

[ঘ] ৩০ সে. মি. × ১৩০ সে. মি.

১৩৭. সীড বেডে শিকড় চারা হতে চারার দূরত্ব ২৫ সে. মি. × ১৫ সে. মি. হলে প্রতি বর্গমিটারে কতটি চারা লাগানো যায়? (জ্ঞান)

✅ ১০০

[খ] ২০০

[গ] ৩০০

[ঘ] ৪০০

১৩৮. লোহার জালের বেড়ায় অন্তত কত মিটার পরপর খুঁটি ব্যবহার করা উচিত? (জ্ঞান)

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

১৩৯. জীবন্ত গাছের বেড়া দেওয়ার ক্ষেত্রে কোন গাছটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

✅ কাটা মেহেদী

[খ] বিষকাটালী

[গ] শিয়ালকাটা

[ঘ] ঝাউ

১৪০. নার্সারিতে কত উপায়ে বেড়া দেয়া যায়? (জ্ঞান)

[ক] ১

[খ] ২

[গ] ৩

✅ ৪

১৪১. স্থায়ী নার্সারিতে জীবন্ত গাছের বেড়া হিসেবে কোনটি ব্যবহার করা যায়? (জ্ঞান)

[ক] আম

[খ] তেঁতুল

✅ দূরন্ত

[ঘ] রঞ্জন

১৪২. ১৮ সেমি × ১২ সেমি আকারের পলিব্যাগে চারা তৈরি করলে ২ বর্গমিটার জায়গায় কতটি চারা রাখা যাবে? (প্রয়োগ)

[ক] ৪৫

✅ ৯০

[গ] ১৩৫

[ঘ] ১৮০

১৪৩. যেসব গাছের বীজের অঙ্কুরোদগমকাল সংক্ষিপ্ত সেসব বীজ কী করলে অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে? (প্রয়োগ)

✅ রৌদ্রে শুকালে

[খ] পানিতে ভিজালে

[গ] ছায়ায় রাখলে

[ঘ] মাটিতে রাখলে

১৪৪. কড়ই গাছের বীজ সংগ্রহে ফল গাছ হতে পাড়া হয়। কারণ- (উচ্চতর দক্ষতা)

✅ বীজ ছোট বলে মাটিতে পড়লে অনেক দূর ছড়িয়ে যায়

[খ] পোকামাকড় খেয়ে ফেলে

[গ] পাখি খেয়ে ফেলে

[ঘ] বীজ অনেক দূরে বাতাসের সাহায্যে উড়ে যায়

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৪৫. আভিধানিক অর্থে বনজ নার্সারি হলো- (অনুধাবন)

i. গাছের আলয়

ii. চারা গাছের আলয়

iii. চারালয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৬. গাছ থেকে ঝরে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়- (অনুধাবন)

i. গর্জন

ii. শাল

iii. সুন্দরি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৭. একদিনের ভেতর বীজ রোপণ করতে হয়- (অনুধাবন)

i. গর্জনের

ii. শালের

iii. আমলকীর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৮. পলিব্যাগে নার্সারির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. গাছ থেকে গাছে রোগ সংক্রমণ কম হয়

ii. দ্রুত বর্ধনশীল চারা উৎপাদন ভালো হয়

iii. নিবিড়ভাবে চারার যত্ন নেয়া যায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৯. বেড নার্সারির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. বীজের অপচয় কম হয়

ii. দ্রুত বর্ধনশীল চারা উৎপাদন ভলো হয়

iii. গাছ থেকে গাছে রোগ সংক্রমণ কম হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫০. মাতৃগাছ হতে হবে- (অনুধাবন)

i. কম বয়সী

ii. রোগমুক্ত ও সবল

iii. মধ্য বয়সী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫১. গাছ থেকে সংগৃহীত বীজের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)

i. এরা আকৃতিতে ছোট

ii. গাছে ফল পেকে ফাটে না

iii. এরা ক্যাপসুল বা কোন জাতীয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫২. বাছাই পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয়- (অনুধাবন)

i. নারিকেল

ii. আম

iii. শাল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৩. বীজ রোদে শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে- (অনুধাবন)

i. সেগুনের

ii. গর্জনের

iii. শালের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৫৪. পচন পদ্ধতিতে বীজ বের করা হয়- (অনুধাবন)

i. তেঁতুলের

ii. পেয়ারার

iii. গর্জনের

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৫. বীজ গুদামজাত করলে অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায়- (অনুধাবন)

i. চাপালিশ বীজের

ii. তেলসুর বীজের

iii. মেনজিয়াম বীজের

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৬. স্থায়ী নার্সারিতে বেড়া দেওয়ার উপায় হলো- (অনুধাবন)

i. ইটেল দেয়াল

ii. জীবন্ত গাছের বেড়া

iii. মাটির ঘের

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫৭ ও ১৫৮ নং প্রশ্নের উত্তর দাও :

১৫৭. চিত্রটিতে দেখানো হয়েছে- (প্রয়োগ)

✅ মেহগনির ক্যাপসুল

[খ] বাবলার পড

[গ] কড়ইয়ের পড

[ঘ] পাইনের কোন

১৫৮. চিত্রে প্রদর্শিত বীজ সংগ্রহ করা হয়- (অনুধাবন)

i. ফলসহ ডাল কেটে

ii. ফল ফাটিয়ে

iii. ভূমি থেকে

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ i, ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৫৯ ও ১৬০ নং প্রশ্নের উত্তর দাও :

নিপা তার বাড়ির ফাঁকা স্থানে একটি বাগান করতে চাইলো। কিন্তু তার বোন দিপা তাকে বলল একটি নার্সারি করতে। এতে করে সে যেমন একসাথে অনেক গাছ লাগাতে পারবে ঠিক তেমনি আর্থিকভাবেও লাভবান হবে।

১৫৯. দিপা তার বোন নিপাকে যে নার্সারি করতে বলেছে তা কোন ধরনের নার্সারির অন্তর্গত? (প্রয়োগ)

[ক] মাধ্যমভিত্তিক

[খ] বেড

[গ] স্থায়িত্বভিত্তিক

✅ অর্থনৈতিক

১৬০. এ ধরনের নার্সারি করা হয়- (প্রয়োগ)

i. পারিবারিক প্রয়োজন অনুযায়ী

ii. ব্যবসায়িক উদেশ্যে

iii. চাহিদা অনুযায়ী

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬১ ও ১৬২ নং প্রশ্নের উত্তর দাও :

নাসির সাহেব তার ১ শতক জমিতে ১৮ সে. মি. × ১২ সে. মি. আকারের পলিব্যাগে মেহগনি গাছের বীজ বপন করলেন।

১৬১. নাসির সাহেবের চারার সংখ্যা কত হবে? (প্রয়োগ)

[ক] ১২০০

[খ] ১৬০০

✅ ১৮০০

[ঘ] ২০০০

১৬২. নাসির সাহেবের বীজ সংরক্ষণ করতে হবে- (উচ্চতর দক্ষতা)

i. গাছ থেকে ফল ও বীজ সংগ্রহ করতে হবে

ii. গাছের ফল পরিপক্ব হতে হবে

iii. ভূমি থেকে সংগ্রহ করতে হবে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ [পৃষ্ঠা-১৮৫]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৩. কোনটি মাঝারি আবর্তনকাল বৃক্ষ? (জ্ঞান)

✅ হরীতকী

[খ] ঝাউ

[গ] বাইন

[ঘ] চাপালিশ

১৬৪. দীর্ঘ আবর্তনকাল বৃক্ষের উদাহরণ কোনটি? (জ্ঞান)

✅ সেগুন

[খ] আম

[গ] চন্দন

[ঘ] বাবলা

১৬৫. খুঁটির জন্য একটি গাছকে কত বছর বাঁচিয়ে রাখতে হয়? (জ্ঞান)

[ক] ৮-১০

[খ] ১৮ -২০

✅ ২০-২৩

[ঘ] ৩৮-৪০

১৬৬. গাছ কাটার পর যদি সে গাছকে খুঁটি হিসেবে ব্যবহার করা না হয় তবে কী করতে হয়? (অনুধাবন)

[ক] মাড়াই করতে হয়

[খ] কর্তন করতে হয়

[গ] পানিতে ভিজিয়ে রাখা হয়

✅ চিরাই করা হয়

১৬৭. সাধারণত গাছ কর্তন করা হয় কখন? (জ্ঞান)

✅ আবর্তনকাল শেষ হলে

[খ] আবর্তনকালের শুরুতে

[গ] আবর্তনকালের পূর্বে

[ঘ] আবর্তনকালের মাঝে

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

১৬৮. সাধারণত মাটির কত সে. মি. উপরে গাছ কাটলে সর্বোচ্চ পরিমাণ কাঠ পাওয়া যায়? (জ্ঞান)

[ক] ৫

✅ ১০

[গ] ১৫

[ঘ] ২০

১৬৯. কাঠের অপচয় রোধ করতে গাছ কী দিয়ে কাটা উচিত? (জ্ঞান)

[ক] কুড়াল

[খ] কুঠার

✅ করাত

[ঘ] দা

১৭০. গাছকাটার পর খণ্ডিত গোল অংশকে কী বলে? (জ্ঞান)

✅ লগ

[খ] স্টক

[গ] উড

[ঘ] সিজনিং

১৭১. কার সুত্রের সাহায্যে লগের সঠিক আয়তন নির্ণয় করা যায়? (জ্ঞান)

[ক] এডিসন

✅ নিউটন

[গ] আইস্টাইন

[ঘ] গ্যালিলিও

১৭২. কোনটি কাঠ ও বাঁশের প্রধান শত্রু? (জ্ঞান)

[ক] মাজরা পোকা

[খ] গান্ধি পোকা

✅ ঘুণ পোকা

[ঘ] লেদা পোকা

১৭৩. কাঠের অপচয় রোধ করার জন্য কী দিয়ে গাছ কাটতে হয়? (জ্ঞান)

[ক] কুড়াল দিয়ে

[খ] ছুরি দিয়ে

[গ] দা দিয়ে

✅ করাত দিয়ে

১৭৪. এয়ার ড্রাইং পদ্ধতিতে কাঠ সিজনিং করতে কত দিন লাগে? (জ্ঞান)

[ক] ১ সপ্তাহ

[খ] ১ মাস

[গ] ৪৫ দিন

✅ এক মৌসুম

১৭৫. সিসিএ সংরক্ষণটি কয়টি উপাদানে তৈরি? (জ্ঞান)

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

১৭৬. কাঠ সিজনিং এর প্রচলিত পদ্ধতি কয়টি? (জ্ঞান)

[ক] ১

✅ ২

[গ] ৩

[ঘ] ৪

১৭৭. স্বল্প আবর্তনকাল কত সময়? (জ্ঞান)

✅ ১০-২০ বছর

[খ] ২০-৩০ বছর

[গ] ৩০-৪০ বছর

[ঘ] ৪০-৫০ বছর

১৭৮. মাঝারি আবর্তনকাল কত সময়? (জ্ঞান)

[ক] ১০-২০ বছর

✅ ২০-৩০ বছর

[গ] ৩০-৪০ বছর

[ঘ] ৪০-৫০ বছর

১৭৯. দীর্ঘ আবর্তনকাল কত সময়? (জ্ঞান)

[ক] ১০-২০ বছর

[খ] ২০-৩০ বছর

[গ] ৩০-৪০ বছর

✅ ৪০-৫০ বছর

১৮০. বন ব্যবস্থাপনায় আবর্তনকালকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

১৮১. সাধারণত মাটির কত সেমি উপরে গাছ কাটলে সর্বোচ্চ কাঠ পাওয়া যায়? (জ্ঞান)

✅ ১০ সেমি

[খ] ২০ সেমি

[গ] ৩০ সেমি

[ঘ] ৪০ সেমি

১৮২. বেশিদিন টিকবে এরূপ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে পানি বের করে নেয়ার পদ্ধতিকে কী বলে? (জ্ঞান)

✅ সিজনিং

[খ] চেরাই

[গ] কর্তন

[ঘ] এয়ার ড্রাইং

১৮৩. কাঠের মান সর্বোত্তম করতে কাঠে পানির পরিমাণ শতকরা কত ভাগে নামিয়ে আনা হয়? (জ্ঞান)

[ক] ৪

✅ ১২

[গ] ২২

[ঘ] ৩২

১৮৪. কাঠ সিজনিং এর অর্থ কী? (জ্ঞান)

✅ কাঠের আর্দ্রতা কমানো

[খ] কাঠ সংরক্ষণ

[গ] কাঠ সজ্জিতকরণ

[ঘ] কাঠের আর্দ্রতা বাড়ানো

১৮৫. সিজনিং কত ভাবে করা যায়? (জ্ঞান)

[ক] ১

✅ ২

[গ] ৩

[ঘ] ৪

১৮৬. হালকা পাতলা চেরাই কাঠ কত সে. মি. উঁচুতে রেখে শুকাতে হয়? (জ্ঞান)

[ক] ১০-২০

[খ] ২০-৩০

✅ ৩০-৪০

[ঘ] ৪০-৫০

১৮৭. এয়ার ড্রাইং পদ্ধতিতে কাঠ সিজনিং এর ক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ শতকরা কত থাকে? (জ্ঞান)

[ক] ১০

[খ] ১৫

✅ ২০

[ঘ] ২৫

১৮৮. কিলন পদ্ধতিতে সিজনিং এর ক্ষেত্রে ২টি তক্তার মাঝে কত সে. মি. দূরত্ব থাকে? (জ্ঞান)

✅ ৩-৪

[খ] ৪-৫

[গ] ৬-৭

[ঘ] ৮-৯

১৮৯. সিসিএতে ক্রোমিক অক্সাইডের পরিমাণ কত ভাগ? (জ্ঞান)

[ক] ১৮.৫

[খ] ২২.৫

[গ] ৩৪.৫

✅ ৪৭.৫

১৯০. সিসিএতে কপার অক্সাইড এর পরিমাণ কত ভাগ? (জ্ঞান)

✅ ১৮.৫

[খ] ২০.৫

[গ] ২২.৫

[ঘ] ২৪.৫

১৯১. সিসিএতে আর্সেনিক পেন্টা অক্সাইডের পরিমাণ কত ভাগ? (জ্ঞান)

[ক] ৩০

[খ] ৩২

✅ ৩৪

[ঘ] ৩৬

১৯২. পানিতে ঈঈঅ মিশ্রণটির কত ভাগ দ্রবণ তৈরি করা হয়? (জ্ঞান)

[ক] ১.৫

✅ ২.৫

[গ] ৩.৫

[ঘ] ৪.৫

১৯৩. প্রতি ঘনফুট কাঠ সাধারণত কত পাউন্ড সংরক্ষণী প্রয়োগের সুপারিশ করা হয়? (জ্ঞান)

[ক] ০.২

✅ ০.৪

[গ] ০.৬

[ঘ] ০.৮

১৯৪. কিলন পদ্ধতিতে সিজনিং করতে কত সময় লাগে? (জ্ঞান)

[ক] ৩ দিন

✅ ৩ সপ্তাহ

[গ] ৩ মাস

[ঘ] ৪ বছর

১৯৫. সিসিএ পদ্ধতিতে কাঠ সংরক্ষণের কতদিন পর ব্যবহারযোগ্য হবে? (জ্ঞান)

[ক] ১

[খ] ৩

✅ ৭

[ঘ] ১৪

১৯৬. ক্রোমিক অক্সাইড, কপার অক্সাইড ও আর্সেনিক পেন্টা অক্সাইডের মিশ্রণে তৈরি যৌগটির নাম কী? (অনুধাবন)

✅ সিসিএ

[খ] সিসিবি

[গ] সিসিসি

[ঘ] সিসিডি

১৯৭. খোলা বাতাসে কাঠ শুকাতে কমপক্ষে একটি শুষ্ক মৌসুম লাগে। কাঠ শুকানোর এ পদ্ধতির নাম কী? (অনুধাবন)

✅ এয়ার ড্রাইং

[খ] কিলন ড্রাইং

[গ] প্রাণরস বিচ্যুতিকরণ

[ঘ] কাঠ ট্রিটমেন্ট

১৯৮. কাঠের ভলিউমের একক কোনটি? (অনুধাবন)

[ক] মিটার

[খ] বর্গ মিটার

✅ ঘনমিটার

[ঘ] বর্গ সেমি

১৯৯. কাঠ সিজনিং-এ কম সময় লাগে কোন পদ্ধতি ব্যবহারে? (অনুধাবন)

[ক] এয়ার ড্রাইং

[খ] ওয়াটার ড্রাইং

✅ কিলন পদ্ধতি

[ঘ] লিফট পদ্ধতি

২০০. ২ কেজি সিসিবি ১০ লিটার পানিতে মিশিয়ে ২০% দ্রবণ তৈরি করা হয়। ১ কেজি সিসিবি এর ২০% দ্রবণ তৈরিতে কতটুকু পানি লাগবে? (প্রয়োগ)

[ক] ২ লিটার

✅ ৫ লিটার

[গ] ১০ লিটার

[ঘ] ২০ লিটার

২০১. গাছ কাটার সময় যে দিকে গাছ পড়বে সেই দিকে কুড়াল দিয়ে কত্টুকু কাটা হয়? (জ্ঞান)

[ক] তিন চতুর্থাংশ

[খ] দুই-চতুর্থাংশ

✅ দুই-তৃতীয়াংশ

[ঘ] এক-তৃতীয়াংশ

২০২. একটি গর্জন গাছের লগ ৬ মিটার দীর্ঘ। এটির চিকন মাথার বেড় ১.৫০ মিটার, মাঝখানের বেড় ২.০ মিটার এবং মোটা মাথার বেড় ২.৫০ মিটার। লগটির সঠিক আয়তন বা ভলিউম কত? (প্রয়োগ)

[ক] ০.৯৪

[খ] ০.৯৫

✅ ০.৯৬

[ঘ] ০.৯৭

২০৩. করাত দিয়ে গাছ কাটার প্রধান উপকারিতা কী? (উচ্চতর দক্ষতা)

[ক] দ্রুত কাটা যায়

[খ] কম পরিশ্রমে গাছ কাটা যায়

✅ মূল্যবান কাঠের অপচয় কম হয়

[ঘ] গাছকে ইচ্ছামতো যে কোনো দিকে ফেলা যায়

২০৪. এয়ার ড্রাইং পদ্ধতিতে কাঠ শুকানোর প্রধান সুবিধা কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] পরিশ্রম এবং খরচ কম

[খ] খুব ভালোমতো শুকানো যায়

✅ হালকা পাতলা চেরাই কাঠ ফেটে যায় না

[ঘ] সব ধরনের কাঠই এ পদ্ধতিতে শুকানো যায়

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৫. যে ক্ষেত্রে বৃক্ষ কর্তন পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে না- (প্রয়োগ)

i. জ্বালানি কাঠের প্রয়োজনে বৃক্ষ কর্তন

ii. গাছের বয়স বেশি হলে নতুন বনায়নের জন্য বৃক্ষ কর্তন

iii. আসবাবপত্র তৈরির জন্য বৃক্ষ কর্তন

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ ii

[গ] i ও ii

[ঘ] ii ও iii

২০৬. কাঠ সিজনিং ও ট্রিটমেন্টের মাধ্যমে- (অনুধাবন)

i. এর পচন ও ক্ষয় রোধ করা যায়

ii. এতে কাঠ ও বাঁশের স্থায়িত্ব বৃদ্ধি করা যায়

iii. এতে কাঠ ও বাঁশের সৌন্দর্য বৃদ্ধি করা যায়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০৭. সিসিএ সংরক্ষণটি নিম্নলিখিত উপাদানের সমন¦য়ে গঠিত। যথা- (উচ্চতর দক্ষতা)

i. ক্রোমিক অক্সাইড ৪৭.৫%

ii. কপার অক্সাইড ১৮.৫%

iii. আর্সেনিক পেন্টা অক্সাইড ৩৪.০%

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২০৮. সংরক্ষিত কাঠ ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়। যথা- (প্রয়োগ)

i. কাঠ সংরক্ষণের সঙ্গে সঙ্গে তা ব্যবহার করা উচিত

ii. সংরক্ষিত কাঠ ব্যবহারের আগে শুকিয়ে নিতে হবে

iii. সংরক্ষণের পর ছুতার দ্বারা কাজ করানো যাবে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২০৯. অপরিকল্পিত গাছ কাটলে- (প্রয়োগ)

i. গাছ পচে নষ্ট হতে পারে

ii. কাঠের অপচয় হতে পারে

iii. গাছের গোড়ার অংশ ফেটে যেতে পারে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১০. ১০-২০ বছর আবর্তনকালে কাটা হয়- (প্রয়োগ)

i. আকাশমনি

ii. শিশু

iii. কেওড়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২১১. মাঝারি আবর্তনকালীন উদ্ভিদ ব্যবহার করা হয়- (প্রয়োগ)

i. পশুখাদ্য

ii. খুঁটি

iii. কাঠ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১২. মাঝারি আবর্তনকালীন উদ্ভিদ- (প্রয়োগ)

i. গামার

ii. আম

iii. খয়ের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২১৩. স্বল্প আবর্তনকাল বৃক্ষের কাঠ- (অনুধাবন)

i. শক্ত

ii. দ্রুত বর্ধনশীল

iii. নরম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৪. স্বল্প আবর্তনকাল বৃক্ষ – (অনুধাবন)

i. আকাশমনি ও কদম

ii. কেওড়া ও বাইন

iii. গামার ও মেহগনি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৫. দীর্ঘ আবর্তনকালের বৃক্ষ হচ্ছে- (অনুধাবন)

i. মেহগনি, তেলসুর

ii. কাঠাল, জাম

iii. হরীতকী

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৬. চেরাই কাঠের থাকে- (অনুধাবন)

i. ব্যাস

ii. প্রস্থ

iii. পুরুত্ব

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৭. কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট করলে- (অনুধাবন)

i. ঘুণাপোকা আক্রমণ করতে পারে না

ii. পোকামাকড় আক্রমণ করতে পারে না

iii. ছত্রাক আক্রমণ করতে পারে না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২১৮. কাঠ ও বাঁশকে সিজনিং করলে- (অনুধাবন)

i. গুণগত মান বৃদ্ধি পায়

ii. পুরুত্ব বৃদ্ধি পায়

iii. স্থায়ীত্ব বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২১৯. ভূমি হতে বীজ সংগ্রহ করা যায়- (অনুধাবন)

i. সেগুনের

ii. শালের

iii. কদমের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২২০. বীজ শুকনো পদ্ধতিতে নিষ্কাশন করা হয়- (জ্ঞান)

i. জারুলের

ii. মেনজিয়ামের

iii. মেহগনির

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২২১. গাছ যতটা সম্ভব মাটির কাছাকাছি কাটার কারণ- (অনুধাবন)

i. গাছের গোড়ার অংশের অপচয় রোধ করা

ii. কাঠের মান উন্নয়ন করা

iii. গাছ কাটাকে তুলনামূলক সহজ করা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২২২. গাছ কর্তনে ব্যবহার করতে হয়- (অনুধাবন)

i. দা

ii. কুড়াল

iii. করাত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২২৩. কিলন ড্রাইং এর সুবিধা হলো- (উচ্চতর দক্ষতা)

i. সিজনিং ত্রুটি কম থাকে

ii. সময় কম লাগে

iii. সোজা বা বাঁকাভাবে সাজানো হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২২৪. কাঠ ট্রিটমেন্টের সুফল- (প্রয়োগ)

i. কাঠ মজবুত ও শক্ত হয়

ii. কাঠ পচন প্রতিরোধ করতে পারে

iii. কাঠের স্থায়িত্ব বাড়ে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২২৫. সিসিএ সংরক্ষণকারী এর উপাদান- (অনুধাবন)

i. কপার অক্সাইড

ii. ক্রোমিক অক্সাইড

iii. সালফার অক্সাইড

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২২৬ ও ২২৭ নং প্রশ্নের উত্তর দাও :

গরিব চাষি বাবর মিয়ার বাড়িতে ২০ বছরের পূর্বে রোপণকৃত কাঁঠাল গাছগুলো মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য কাটার সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে সঠিক নিয়মে গাছগুলো কেটে ন্যায্য মূল্য পেলেন।

২২৬. বাবর মিয়া গাছ কাটতে কোন ধরনের কর্তন যন্ত্র ব্যবহার করেছিলেন? (প্রয়োগ)

[ক] দা

[খ] কুড়াল

✅ করাত

[ঘ] শাবল

২২৭. কৃষি কর্মকর্তা কাঠের অপচয় রোধে পরামর্শ দিয়েছিলেন- (উচ্চতর দক্ষতা)

i. সঠিক কর্তন যন্ত্র ব্যবহার করতে

ii. গাছগুলো মাটি থেকে উঁচুতে কাটতে

iii. গাছ কাটার সঠিক নিয়ম অনুসরণ করতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের ছকটি দেখে ২২৮ ও ২২৯ নং প্রশ্নের উত্তর দাও :

সিসিএ সংরক্ষণিক উপাদান – অনুপাত

ক্রোমিক অক্সাইড – ৪৭.৫%

কপার অক্সাইড – ১৮.৫%

আর্সেনিক পেন্টাক্সাইড – ৩৪.০%

মোট – ১০০.০

২২৮. ছকে নির্দেশিত সংরক্ষণী ২৫ ঘনফুট কাঠে কী পরিমাণ লাগবে? (প্রয়োগ)

[ক] ২.৫ পাউন্ড

[খ] ৫ পাউন্ড

[গ] ৭.৫ পাউন্ড

✅ ১০ পাউন্ড

২২৯. উক্ত সংরক্ষণটির – (উচ্চতর দক্ষতা)

i. ব্যবহারে কাঠ ৭ দিন পর ব্যবহার উপযোগী হয়

ii. ২.৫% জলীয় দ্রবণে ব্যবহার উপযোগী হয়

iii. বিশেষ চাপ পদ্ধতিতে কাঠের মধ্যে ঢুকানো হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩০ ও ২৩১ নং প্রশ্নের উত্তর দাও :

জসিম সাহেবের কাঠ প্রক্রিয়াজাতকরণ মিলে কাঠ সিজনিং এবং ট্রিটমেন্টের কাজ করা হয়। কাঠ সিজনিং এর জন্য তিনি কিলন ড্রাইং পদ্ধতি বেশি ব্যবহার করেন।

২৩০. জসিম সাহেবের মিলে কিলন ড্রাইং পদ্ধতি অধিক ব্যবহৃত হওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)

[ক] কাঠে ইচ্ছামতো পরিমাণ আর্দ্রতা বাড়ানো যায়

✅ এতে সময় কম লাগে

[গ] সিজনিং ত্রুটি একেবারেই থাকে না

[ঘ] এ পদ্ধতিতে কাঠের ফালি এলোমেলো বা বাঁকা করে

২৩১. জসিম সাহেবের কারখানায় কাঠের উক্তরূপ প্রক্রিয়াকরণ উদ্দেশ্য- (প্রয়োগ)

i. পানি ও মাটির সংস্পর্শে এলেও যেন কাঠের আর্দ্রতা বৃদ্ধি না পায়

ii. বিভিন্ন পোকা এবং ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করা

iii. কাঠের আকার-আকৃতি ঠিক রাখা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩২ ও ২৩৩ নং প্রশ্নের উত্তর দাও :

কালবৈশাখী ঝড়ে মিঠুদের কাঁঠাল গাছটি ভেঙে গেল। গাছটি নষ্ট যাতে না হয় তার জন্য চেরাই করে ৩ মিটার দৈর্ঘ্য, ৪৫ সেমি প্রস্থ, ৫ সেমি পরিমাণ পুরু ১০টি তক্তা পেল।

২৩২. মিঠু কী পরিমাণ ব্যবহার উপযোগী কাঠ পেল? (প্রয়োগ)

[ক] ০.৫৭৫ ঘ.মি.

✅ ০.৬৭৫ ঘ.মি.

[গ] ০.৭৭৫ ঘ.মি.

[ঘ] ০.৮৭৫ ঘ.মি.

২৩৩. মিঠুর গাছটির বেড় যদি আরও অধিক হতো তাহলে- (উচ্চতর দক্ষতা)

i. ফার্নিচার খুব মসৃণ হতো

ii. ফার্নিচারের স্থায়িত্ব বাড়তো

iii. লগটির দাম বেশি হতো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

উপকূলীয় বনায়ন [পৃষ্ঠা-১৯০]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৪. উপকূলীয় বনাঞ্চলকে কী বলে? (জ্ঞান)

✅ লোনা মাটির অঞ্চল

[খ] পলি মাটির অঞ্চল

[গ] এঁটেল মাটির অঞ্চল

[ঘ] কাদা মাটির অঞ্চল

২৩৫. উপকূলীয় উদ্ভিদের পাতার কিউটিক্যাল স্তর কেমন হয়? (জ্ঞান)

[ক] পুরু

✅ খুব পুরু

[গ] পাতলা

[ঘ] খুব পাতলা

২৩৬. উপকূলীয় বাঁধে বনায়নের ক্ষেত্রে একটি চারা থেকে অন্য চারার দূরত্ব কত মিটার হয়? (জ্ঞান)

[ক] ১ × ১

[খ] ১ × ২

[গ] ১ × ৩

✅ ২ × ১

২৩৭. উপকূলীয় বাঁধের যেখানে গাছ লাগান হয় সেখানকার স্থান কেমন হয়? (জ্ঞান)

[ক] উঁচু

✅ ঢালু

[গ] এবড়ো-থেবেড়ো

[ঘ] সমতল

২৩৮. ঝাউ গাছের ফল পাকতে কত মাস সময় লাগে? (জ্ঞান)

[ক] ৩

[খ] ৬

[গ] ৯

✅ ১২

২৩৯. দেবদারুর পাকা ফলে রং কিরূপ হয়? (জ্ঞান)

[ক] সাদা

[খ] কালো

✅ সবুজ

[ঘ] খয়েরি

২৪০. বীজ বপন পদ্ধতিতে প্রতি পলিব্যাগে কয়টি দেবদারু গাছের বীজ বপন করতে হয়? (জ্ঞান)

[ক] ১

✅ ২

[গ] ৩

[ঘ] ৪

২৪১. নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? (জ্ঞান)

[ক] সাইকাস

✅ সুপারি

[গ] ফার্ণ

[ঘ] জলপাই

২৪২. ঝাউ গাছের উচ্চতা কত মিটার হয়ে থাকে? (জ্ঞান)

[ক] ১০-১২

✅ ১৫-১৮

[গ] ২২-২৪

[ঘ] ২৫-৩০

২৪৩. ঝাউ বীজ গজাতে কত দিন সময় লাগে? (জ্ঞান)

[ক] ১০-১৫

[খ] ১৫-২০

[গ] ২০-২৫

✅ ২৫-৩০

২৪৪. দেবদারু কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? (জ্ঞান)

[ক] ১০-৫০

[খ] ৫০-১৫০

[গ] ২০০-৩০০

✅ ৫০০-৬০০

২৪৫. দেবদারু গাছ কত মিটার লম্বা হয়? (জ্ঞান)

[ক] ১০-২০

[খ] ৩০-৪০

✅ ৫০-৬০

[ঘ] ৭০-৮০

২৪৬. ঝাউ গাছের বীজ কখন সংগ্রহ করা হয়? (জ্ঞান)

[ক] মার্চ-এপ্রিল

✅ মে-জুন

[গ] জুলাই-আগস্ট

[ঘ] সেপ্টেম্বর-অক্টোবর

২৪৭. দেবদারু বীজ কখন সংগ্রহ করা হয়? (জ্ঞান)

[ক] মার্চ-এপ্রিল

[খ] মে-জুন

✅ জুলাই-আগস্ট

[ঘ] সেপ্টেম্বর-অক্টোবর

২৪৮. দেবদারু বীজের অঙ্কুরোদগম সম্পন্ন হতে কতদিন লাগে? (জ্ঞান)

[ক] ১-৫

✅ ৭-১৫

[গ] ২০-২৫

[ঘ] ২৫-৩০

২৪৯. ঝাউ গাছের কত মাস বয়সী চারা রোপণ করা উত্তম? (জ্ঞান)

[ক] ১

[খ] ৩

✅ ৬

[ঘ] ৯

২৫০. লোনা মাটির অঞ্চল নয় কোনটি? (অনুধাবন)

[ক] বাগেরহাট

[খ] খুলনা

[গ] বরগুনা

✅ টাঙ্গাইল

২৫১. উপকূলীয় অঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? (অনুধাবন)

✅ নারিকেল

[খ] আম

[গ] জাম

[ঘ] কাঁঠাল

২৫২. অধিক লোনাযুক্ত মাটিতে ভালো হয় কোনটি? (অনুধাবন)

✅ সুন্দরি

[খ] সোনালি

[গ] সোনালু

[ঘ] শিরিষ

২৫৩. ডালপালা কর্তন সহনীয় গাছ কোনটি? (অনুধাবন)

✅ কড়ই

[খ] কাঁঠাল

[গ] আম

[ঘ] জাম

২৫৪. মাটিতে নাইট্রোজেন উৎপাদনের ক্ষমতা থাকায় উপকূলীয় অঞ্চলে কোন গাছ বেশি লাগানো হয়? (প্রয়োগ)

✅ ঝাউ

[খ] কাঁঠাল

[গ] আম

[ঘ] জাম

২৫৫. ২-৩ দিন রোদে শুকিয়ে ঝাউ-এর বীজ মাড়াই করা হয় কী দিয়ে? (প্রয়োগ)

✅ লাঠি

[খ] পা

[গ] মাড়াই যন্ত্র

[ঘ] কুলা

২৫৬. দেবদারু কাঠ দেশলাই ও প্যাকিং বক্স তৈরিতে ব্যবহৃত হয়। এর উপযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] হালকা ও শক্ত

✅ হালকা ও নরম

[গ] ভারি ও শক্ত

[ঘ] ভারি ও নরম

২৫৭. নারিকেল, ঝাউ, দেবদারু, বাবলা প্রভৃতি গাছ ঘূর্ণিঝড়, সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে পারে। এর যথার্থ কারণে কোনটি? (উচ্চতর দক্ষতা)

✅ কাণ্ড বেশ লম্বা ও শক্ত হয়

[খ] কাণ্ড বেশ খাটো ও শক্ত হয়

[গ] কাণ্ড বেশ মোটা ও নরম হয়

[ঘ] কাণ্ড শাখা প্রশাখা যুক্ত হয়

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৮. অধিক লোনাযুক্ত মাটিতে ভালো জন্মে- (উচ্চতর দক্ষতা)

i. গেওয়া

ii. কেওড়া

iii. কাঁকড়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫৯. লোনা মাটি অঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে- (প্রয়োগ)

i. বাবলা, কাজুবাদাম

ii. শিরিষ, তাল

iii. মেহগনি, চম্পা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬০. উপকূলীয় অঞ্চলের অধিক লোনাযুক্ত মাটিতে ভালো জন্মে- (অনুধাবন)

i. বাইন

ii. রেইনট্রি

iii. কেওড়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬১. ঝাউগাছ সাইক্লোনের মতো দুর্যোগে টিকে থাকতে পারে কারণ- (অনুধাবন)

i. কাণ্ড লম্বা ও শক্ত

ii. শাখা-প্রশাখা কম

iii. পাতা বিশেষভাবে অভিযোজিত

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬২. শিশু গাছের- (অনুধাবন)

i. কাণ্ড বেশ লম্বা ও শক্ত

ii. পাতা ছোট

iii. কাঠ নরম

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬৩. ঝাউগাছের বৈশিষ্ট্য হচ্ছে- (অনুধাবন)

i. বাকল বাদামি ও মসৃণ

ii. কাঠ খুব শক্ত

iii. চির সবুজ বৃক্ষ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬৪. দেবদারু কাঠ- (অনুধাবন)

i. হালকা

ii. নরম

iii. প্যাকিং বক্স তৈরিতে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৬৫. গো খাদ্য হিসেবে ব্যবহার করা যায়- (অনুধাব)

i. ইপিল ইপিল

ii. আকাশমনি

iii. ধৈঞ্চা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬৬. উপকূলীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)

i. মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্যসম্পন্ন

ii. পাতার কিউটিক্যাল স্তর খুব পুরু

iii. খরা প্রতিরোধক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৬৭. উপকূলীয় বনায়নের উপযোগিতা- (উচ্চতর দক্ষতা)

i. ভূমিক্ষয় রোধ করে

ii. লবণাক্ততা হ্রাস করে

iii. প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৮ ও ২৬৯ নং প্রশ্নের উত্তর দাও :

কুসুম তার বাড়ির পাশে ঝাউ গাছ লাগাতে চায়। কিন্তু সে কোথাও ঝাউগাছের বীজ খুঁজে পেল না। তাই সে আশাহত হয়ে অন্য গাছ রোপণ করল।

২৬৮. উদ্দীপকে উল্লিখিত গাছটির বীজ কখন পাওয়া যায়? (প্রয়োগ)

[ক] জানুয়ারি-ফেব্রুয়ারি

[খ] মার্চ-এপ্রিল

✅ মে-জুন

[ঘ] জুলাই-আগস্ট

২৬৯. উদ্দীপকে উল্লিখিত বৃক্ষটি- (উচ্চতর দক্ষতা)

i. ৫০-৬০ মিটার লম্বা হয়

ii. বৃহদাকার চিরসবুজ বৃক্ষ

iii. এর ফল পাকাতে ১ বছর সময় লাগে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭০ ও ২৭১ নং প্রশ্নের উত্তর দাও :

উপকূলীয় বনাঞ্চলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দেশ-বিদেশের বহু ভ্রমণবিলাসী মানুষের সমাগম ঘটে।

২৭০. বনায়নের ক্ষেত্রে এটি কোন ধরনের উপযোগিতা? (প্রয়োগ)

[ক] অর্থনৈতিক

[খ] সামাজিক

[গ] পরিবেশগত

✅ নান্দনিক

২৭১. উক্ত অঞ্চলে সংঘটিত দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে পারে-

(উচ্চতর দক্ষতা)

i. নারকেল গাছ

ii. গজারি গাছ

iii. আকাশমনি গাছ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

Leave a Comment