SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৪ pdf download ~ Exam Cares

নবম-দশম শ্রেণি

বাংলা সহপাঠ গাইড

উপন্যাস

কাকতাড়ুয়া

সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash

Kaktarua

Selina Hossain

MCQ

Question and Answer pdf download

কাকতাড়ুয়া উপন্যাসের সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: বাংলা সহপাঠ গাইড

(১৫১-১৯৩)

১৫১. বুধা মিলিটারিদের ওপর প্রতিশোধ নিতে চায়-

i. শাহাবুদ্দিনের কথা শুনে

ii. তারা বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়ায়

iii. ভীষণ ক্ষুব্ধ হওয়ার কারণে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫২. বুধার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো-

i. দেশের মানুষের প্রতি মমত্ববোধ

ii. মিলিটারিদের প্রতি ঘৃণা

iii. অসীম সাহস

নিচের কোনটি সঠিক? [উত্তর: ঘ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৩. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বুধা ভীষণ সাহসী হওয়ার কারণ-

i. দেশের মানুষের প্রতি মমত্ববোধ

ii. একা একা বেড়ে ওঠা

iii. মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৪. বুধার কাছে রাতদিন সমান হওয়ার কারণ-

i. ওর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই

ii. সবাই ওকে পাগল বলে তাই

iii. ওর কোনো পিছুটান নেই

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৫. বুধা নিজের নিয়মে বড় হওয়ার কারণে-

i. ভয় ওকে কাবু করতে পারে না

ii. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেয়

iii. চারদিকে খোলা চোখে তাকাতে পারে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৬. গাঁয়ের লোকের মতে বুধা শক্ত হয়ে গেছে-

i. চোখের সামনে বাবা-মাকে মরতে দেখে

ii. প্রচণ্ড শোকের আঘাতে

iii. মিলিটারির হত্যাকাণ্ড দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৭. বুধা তিনুর গায়ে হাত দিয়ে শিউরে ওঠে-

i. গা ঠাণ্ডা হয়ে গেছে দেখে

ii. প্রচণ্ড জ্বর হয়েছে দেখে

iii. তিনুর মৃত্যু হয়েছে বুঝতে পেরে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৮. বুধা চাচির বাড়ি থেকে চলে আসার সময় কুন্তি তাকে বাধা দেয়-

i. নিজের খারাপ লাগবে বলে

ii. কুন্তি তাকে ভালোবাসে বলে

iii. মিলিটারি মেরে ফেলবে বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫৯. হাশেম মিয়া ডালাভরা বাজার করতে পারলে-

i. আনন্দে আত্মহারা হয়

ii. বুধাকে বাজার নিয়ে যেতে যায়

iii. বুধাকে বাসায় খেতে ডাকে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬০. “তুমি যেয়ো না বুধা ভাই” কুন্তির এই উক্তিতে প্রকাশ পেয়েছে-

i. ভালোবাসা

ii. অসহায়ত্ব

iii. মিনতি

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬১. নোলক বুয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়-

i. মিলিটারির ভয়ে

ii. বুধার অত্যাচারে

iii. অজানার উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬২. নোলক বুয়া বুধাকে সাথে করে নিয়ে যেতে চায়-

i. গ্রাম ছেড়ে অজানা আশ্রয়ে

ii. মিলিটারির হাত থেকে বাঁচানোর জন্য

iii. মুড়ি ভাজায় সহায়তার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৩. ‘নিজের বোঝা নিজে বইব’ বুধার এই বক্তব্যে প্রকাশ পায়-

i. অহংকার

ii. সাহস

iii. আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৪. বুধা মিলিটারিদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে-

i. আধপোড়া বাজার দেখে

ii. গণকবর দিতে গিয়ে

iii. আহাদ মুন্সিকে দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৫. বুধা চাচির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে-

i. চাচি ওকে মুক্তির কথা বলায়

ii. চাচি স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেয়ায়

iii. চাচি পান্তা ভাত খেতে দেওয়ায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৬. গাঁয়ের টাকাওয়ালা মানুষগুলো মিলিটারিদের খুশি করতে চায়-

i. পালিয়ে যাওয়া লোকদের জমি দখল করে

ii. ঘনঘন যোগাযোগ রেখে

iii. ক্যাম্পে বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠিয়ে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৭. মিলিটারিরা গাঁয়ের লোকদের ধরে নিয়ে যায়-

i. নিজেদের খেয়াল খুশিমতো

ii. রাজাকার বাহিনীতে ভর্তি করার

iii. ক্যাম্পে নিয়ে নির্যাতন করার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৮. গাঁয়ের কিছু মানুষের ওপর বুধার ঘৃণা বাড়তে থাকে-

i. মিলিটারিদের সহযোগিতা করার কারণে

ii. ঘনঘন মিলিটারিদের ক্যাম্পে যাতায়াত করার কারণে

iii. আহাদ মুন্সির দলে যোগ না দেওয়ায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬৯. আলি কড়ইগাছের নিচে বাঁশের বেঞ্চি বানিয়ে চা বিক্রি শুরু করে-

i. মিলিটারিরা তার দোকান পুড়িয়ে দেওয়ায়

ii. দোকান বানানোর টাকা না থাকায়

iii. মিলিটারিদের তাড়িয়ে দোকান বানানোর প্রতিজ্ঞা করায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭০. বুধা আহাদ মুন্সির বাড়ি পুড়িয়ে দেয়-

i. আহাদ মুন্সি গরু চরানোর কাজ দিতে চাওয়ায়

ii. দেশের স্বাধীনতার আকাক্সক্ষায়

iii. আহাদ মুন্সি মিলিটারিদের সহায়তা করায়

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭১. আলি ও মিঠু রাতেই বাড়ি ছেড়ে পালাতে চায়-

i. আহাদ মুন্সি ও তাদের সন্দেহ করবে ভেবে

ii. মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য

iii. বুধা তাদের কথা মিলিটারিকে বলে দেবে ভেবে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭২. আলি ও মিঠু মুক্তিবাহিনীতে যোগ দিতে যায়-

i. দেশপ্রেমের টানে ii. আহাদ মুন্সির ভয়ে

iii. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৩. বুধা ফুলকলিকে আতাফুফুর বাড়িতে নিয়ে যায়-

i. ঘুমানোর জন্য

ii. ফুলকলিকে রাজাকার কমান্ডার বের করে দেওয়ায়

iii. বঙ্গবন্ধুর ভাষণ শোনানোর জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৪. রাজাকাররা বুধাকে সন্দেহ না করার কারণ-

i. বুধার বয়স কম ছিল বলে

ii. বুধাকে পাগল ভেবে

iii. বুধা এতিম বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ঘ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৫. মিলিটারিরা ক্যাম্পে বাঙ্কার বানায়-

i. সতর্কতার জন্য

ii. নদীপথে মুক্তিযোদ্ধারা আক্রমণ করবে ভেবে

iii. যুদ্ধ করার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৬. শাহাবুদ্দিন বুধাকে মাইন দিয়ে যায়-

i. মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়ার জন্য

ii. বাঙ্কারের মাটির নিচে পুঁতে রাখার জন্য

iii. আহাদ মুন্সির বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৭. শাহাবুদ্দিন মাইন দিয়ে যাওয়ার পর সারা রাত বুধা আর ঘুমায় না-

i. মিলিটারির ভয়ে

ii. প্রতিশোধের উত্তেজনায়

iii. ক্যাম্প উড়িয়ে দেওয়ার আনন্দে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৮. মিঠুর মা চিৎকার করে কাঁদতে শুরু করে- [উত্তর: গ]

i. মধুর কথা মনে পড়ায়

ii. পুত্র হারানোর শোকে

iii. মিঠুর মৃত্যুসংবাদ শুনে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৯. বুধা দৌড়ে মাটি কাটার দলের সামনে গিয়ে দাঁড়ায়-

i. বাঙ্কার খুঁড়তে বাধা দেওয়ার জন্য

ii. তাদের সাথে যাওয়ার জন্য

iii. নিজের কৌশল বাস্তাবায়নের জন্য

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮০. আহাদ মুন্সির ছেলে বুধার ওপর খুশি হয়-

i. বুধার কাজের দক্ষতা দেখে

ii. বুধার কাজের আগ্রহ দেখে

iii. বুধার ভদ্র ব্যবহার দেখে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও:

বাবা-মা মারা যাওয়ায় রতন মামার বাড়িতে আশ্রয় নেয়। মামি রতনকে আশ্রয় দেওয়ার কারণে মামাকে বকতে থাকে। রতন আড়াল থেকে সব শুনতে পায় এবং বাড়ি থেকে চলে যায়।

১৮১. উদ্দীপকের রতনের আচরণে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন লক্ষ করা যায়? [উত্তর: খ]

[ক] কুন্তি

[খ] বুধা

[গ] হরিকাকু

[ঘ] আলি

১৮২. উক্ত মিল থাকার কারণ-

i. আত্মসম্মানবোধ

ii. দেশপ্রেম

iii. স্বাধীনচেতা মনোভাব

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও:

রাতুল মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখছিল। সেখানে সে দেখে একদল মিলিটারি এসে একটি গ্রামের বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিনা কারণে নিরীহ মানুষজনের ওপর এই অত্যাচার দেখে রাতুল ক্ষুব্ধ হয়।

১৮৩. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: ক]

[ক] বাজার পোড়ানোর ঘটনা

[খ] আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

[গ] ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

[ঘ] বুুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার ঘটনা

১৮৪. উদ্দীপকের রাতুলের মাঝে উপন্যাসের বুধার চেতনার প্রকাশ ঘটেছে। কেননা-

i. রাতুলের মাঝে দেশপ্রেম রয়েছে

ii. রাতুল অন্যায়কে মেনে নিতে পারেনি

iii. রাতুল বুধার মতোই প্রতিশোধপরায়ণ

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৫ ও ১৮৬ নং প্রশ্নের উত্তর দাও:

সম্প্রতি মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। পিতৃমাতৃহীন কিশোর সালাম হোসেন পাশের বাড়ির রহিমা খালার কাছে গিয়ে দেখে তিনিও সবকিছু গুছিয়ে নিয়েছেন। রহিমা খালা সালামকে তার সাথে যাওয়ার কথা বললে সে রহিমা খালার সাথে অজানার পথে পাড়ি জমায়।

১৮৫. উদ্দীপকের রহিমা খালার মাঝে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? [উত্তর: গ]

[ক] কুন্তি

[খ] আতাফুফু

[গ] নোলক বুয়া

[ঘ] বুধার চাচি

১৮৬. উদ্দীপকের সালাম উপন্যাসের বুধার প্রতিনিধি নয়। কারণ-

i. তার মাঝে প্রতিবাদী চেতনা নেই

ii. তার মাঝে দেশপ্রেম নেই

iii. সে পালিয়ে গেছে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও:

কামাল মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫ মার্চ নৃশংস গণহত্যা চালালে কামাল তা দেখে ক্ষুব্ধ হয়। সে প্রতিজ্ঞা করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার। এজন্য সবাই এলাকা ছেড়ে পালালেও সে পালায় না।

১৮৭. উদ্দীপকের কামালের সাথে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? [উত্তর: গ]

[ক] হরিকাকু

[খ] ফুলকলি

[গ] বুধা

[ঘ] আহাদ মুন্সি

১৮৮. উক্ত চরিত্রের মতোই উদ্দীপকের কামালের মাঝে প্রকাশ পেয়েছে-

i. দেশের মানষের প্রতি ভালোবাসা

ii. বিদেশিদের প্রতি ঘৃণা

iii. একাকিত্বের যাতনা

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও:

প্রবীর দশম শ্রেণির ছাত্র। সে বাবা-মা ও দুই ভাইবোনের সাথে একটি দোতলা বাসায় থাকে। একদিন রাতে ভূমিকম্পে বাসাটি ভেঙে পড়ে। প্রবীর ও তার পরিবারের সবাই ছাদের নিচে চাপা পড়ে। প্রবীর ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই। সেই থেকে প্রবীর মানসিক রোগী।

১৮৯. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: গ]

[ক] বাজার পোড়ানোর ঘটনা

[খ] আহাদ মুন্সির বাড়ি পোড়ানোর ঘটনা

[গ] বুধার পরিবার-পরিজন হারানোর ঘটনা

[ঘ] ক্যাম্প উড়িয়ে দেওয়ার ঘটনা

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও:

সেবার ভয়াবহ ভূমিকম্পে শিমুলতলী অঞ্চল ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায় সেই ধ্বংসলীলায়। এলাকায় যে কজন বেঁচে ছিল তারা লাশগুলোকে একই গর্তে মাটিচাপা দেয়।

১৯০. উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার ইঙ্গিত রয়েছে? [উত্তর: গ]

[ক] বাজার পোড়ানো

[খ] বুধার পরিজন হারানো

[গ] বুধার গ্রামে গণকবর দেওয়ার ঘটনা

[ঘ] ক্যাম্প উড়িয়ে দেওয়া

১৯১. উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসকে প্রতিফলিত করে নি। কারণ- [উত্তর: ক]

i. উভয়ের প্রেক্ষাপট ভিন্ন

ii. উভয়ই ভিন্ন উদ্দেশ্যে রচিত

iii. উপন্যাসে দুঃখের স্মৃতির বর্ণনা নেই

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯২ ও ১৯৩ নং প্রশ্নের উত্তর দাও:

সালামত মাতবর একজন ধুরন্ধর মানুষ। তাদের এলাকায় মিলিটারি ক্যাম্পে বানালে সে ক্যাম্পে যাতায়াত করে। সেখানে দুধ, মিষ্টি, মুরগি ইত্যাদি বিভিন্ন খাবার পাঠায়। মিলিটারির সাথে ভাব জমিয়ে সে এলাকায় তার প্রতিদ্বন্দ্বী কামাল মাস্টারকে হয়রানি করে।

১৯২. উদ্দীপকের সালামত মাতবর ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কার প্রতিনিধি? [উত্তর: গ]

[ক] বুধা

[খ] শাহাবুদ্দিন

[গ] আহাদ মুন্সি

[ঘ] মিঠু

১৯৩. উপন্যাসের বুধার দৃষ্টিতে ঘৃণার পাত্র- [উত্তর: ক]

i. উদ্দীপকের মিলিটারি

ii. উদ্দীপকের সালামত মাতবর

iii. উদ্দীপকের কামাল মাস্টার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC Bangla 1st Paper

Kaktarua

Uponnash

MCQ

Question-Answer

Leave a Comment