SSC কাকতাড়ুয়া উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৩ pdf download ~ Exam Cares

নবম-দশম শ্রেণি

বাংলা সহপাঠ গাইড

উপন্যাস

কাকতাড়ুয়া

সেলিনা হোসেন

SSC Bangla 1st Paper Uponnash

Kaktarua

Selina Hossain

MCQ

Question and Answer pdf download

SSC Bangla 1st Paper Uponnash Kaktarua MCQ with Answer

(১০১-১৫০)

১০১. বুধা কাকতাড়ুয়া হয়ে দাঁড়ালে ওর দিকে শকুন উড়ে আসে কেন? [উত্তর: খ]

[ক] ওর কাঁধে বসতে

[খ] ওকে মৃত ভেবে

[গ] ওকে ভয় দেখাতে

[ঘ] ওকে খাবার দিতে

১০২. মিলিটারিরা এলে বুধা আতঙ্কে কিসে মিশে যায়? [উত্তর: খ]

[ক] পুকুরের পানিতে

[খ] ধানখেতের কাদায়

[গ] পাটখেতের গভীরে

[ঘ] কচুরিপানার আড়ালে

১০৩. বাজার পুড়ে গেলে বুধা কোথায় থাকার সিদ্ধান্ত নেয়? [উত্তর: গ]

[ক] চাচির বাড়িতে

[খ] স্কুলঘরে

[গ] আধপোড়া বাজারে

[ঘ] আলির দোকানে

১০৪. বুধার চাচা কত মাস আগে কাজ খুঁজতে শহরে গিয়েছে? [উত্তর: গ]

[ক] দুই মাস

[খ] চার মাস

[গ] ছয় মাস

[ঘ] আট মাস

১০৫. হাবিব ভাইয়ের কাছ থেকে বুধা কোন নতুন শব্দটি শোনে? [উত্তর: গ]

[ক] যুদ্ধ

[খ] মুক্তি

[গ] গণকবর

[ঘ] রাজাকার

১০৬. বুধাদের গ্রামে কলেরার মহামারি কত দিন স্থায়ী ছিল? [উত্তর: ক]

[ক] সাত দিন

[খ] দশ দিন

[গ] পনেরো দিন

[ঘ] বিশ দিন

১০৭. বুধা কোথায় বসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনেছিল? [উত্তর: ক]

[ক] কানু দয়ালের বাড়িতে

[খ] চাচির বাড়িতে

[গ] আধপোড়া দোকান ঘরে

[ঘ] ধানখেতের আড়ালে

১০৮. ‘বানরের আবার চাঁদে যাওয়ার সাধ।’- মধু কেন বুধাকে এ কথা বলেছিল? [উত্তর: ক]

[ক] বঙ্গবন্ধু নামে ডাকতে বলায়

[খ] মিলিটারিদের প্রতিরোধ করার প্রতিজ্ঞা করায়

[গ] স্বাধীনভাবে বাঁচার কথা বলায়

[ঘ] মুক্তিযুদ্ধে যোগ দিতে চাওয়ায়

১০৯. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত আলি কোন গাছের নিচে বাঁশের বেঞ্চি বসিয়ে চা বিক্রি করতে শুরু করেছে? [উত্তর: খ]

[ক] নিমগাছ

[খ] কড়ইগাছ

[গ] নারিকেলগাছ

[ঘ] আমগাছ

১১০. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত শান্তি কমিটির চেয়ারম্যান কে ছিল? [উত্তর: খ]

[ক] মতিউর

[খ] আহাদ মুন্সি

[গ] হাশেম মিয়া

[ঘ] জয়নাল চাচা

১১১. আলি ও মিঠু বুধাকে দেখে কী বুঝতে পারে? [উত্তর: ক]

[ক] দেশটা স্বাধীন হবে

[খ] বুধার স্মৃতি হারিয়ে গেছে

[গ] যুদ্ধে যাওয়ার এখনই সময়

[ঘ] মুক্ত জীবন খুব আনন্দের

১১২. আহাদ মুন্সির বাড়ির পর কোথায় আগুন লাগে? [উত্তর: খ]

[ক] মতিউরের বাড়িতে

[খ] রাজাকার কমান্ডারের বাড়িতে

[গ] মিলিটারিদের ক্যাম্পে

[ঘ] আলির দোকান ঘরে

১১৩. বুধা রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন দিল কেন? [উত্তর: খ]

[ক] বাবা-মাকে হত্যার প্রতিশোধ নিতে

[খ] যুদ্ধের অংশ হিসেবে

[গ] অপমানের প্রতিশোধ নিতে

[ঘ] মানসিক ভারসাম্যহীন বলে

১১৪. বুধা ফুলকলিকে কী নামে ডাকবে? [উত্তর: খ]

[ক] যুদ্ধ

[খ] জয় বাংলা

[গ] মেশিনগান

[ঘ] আগুন

১১৫. ফুলকলি বুধাকে কী নামে ডাকতে চায়? [উত্তর: ক]

[ক] যুদ্ধ

[খ] বঙ্গবন্ধু

[গ] জয় বাংলা

[ঘ] কাকতাড়ুয়া

১১৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরিচয় কোনটি? [উত্তর: ঘ]

[ক] ডাক্তার

[খ] শিল্পী

[গ] আইনজীবী

[ঘ] সাংবাদিক

১১৭. মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোনটির দায়িত্ব দেয়? [উত্তর: খ]

[ক] রাজাকারের বাড়িতে আগুন দেওয়ার

[খ] হানাদার ক্যাম্প রেকি করার

[গ] আলি ও মিঠুকে খবর দেওয়ার

[ঘ] গ্রামে মুক্তিবাহিনী গঠন করার

১১৮. বুধা মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় সাথে কী নেয়? [উত্তর: খ]

[ক] আম

[খ] পেয়ারা

[গ] কলা

[ঘ] কমলা

১১৯. মিলিটারিরা কোথায় ক্যাম্প বানিয়েছে? [উত্তর: ক]

[ক] স্কুলঘরে

[খ] আধপোড়া বাজারে

[গ] আহাদ মুন্সির বাড়িতে

[ঘ] বটগাছের নিচে

১২০. মিলিটারিদের ক্যাম্পে যাওয়ার সময় বুধা সাথে করে পেয়ারা নিয়ে যায় কেন? [উত্তর: খ]

[ক] মিলিটারিদের প্রতি মায়া অনুভব করায়

[খ] মিলিটারিদের সাথে ভাব জমিয়ে তুলতে

[গ] পেয়ারাগুলো বিষাক্ত ছিল বলে

[ঘ] দূরের রাস্তায় ক্ষুধা লাগতে পারে বলে

১২১. কাদের দৃষ্টি বুধার কাছে প্রাণহীন মনে হয়? [উত্তর: ক]

[ক] মিলিটারিদের

[খ] মুক্তিযোদ্ধাদের

[গ] ভয়ার্ত মানুষদের

[ঘ] প্রিয় মানুষদের

১২২. মিলিটারিদের দৃষ্টি বুধার মনে ভয় ধরায় না কেন? [উত্তর: গ]

[ক] বুধা মানসিক ভারসাম্যহীন বলে

[খ] মিলিটারিরা দয়ালু ছিল বলে

[গ] দৃষ্টিতে ভাষা ছিল না বলে

[ঘ] মিলিটারিদের সাথে ভাব ছিল বলে

১২৩. মিলিটারি ক্যাম্পে পৌঁছে বুধা প্রথমে কী করে? [উত্তর: খ]

[ক] মিলিটারিদের পেয়ারা খেতে দেয়

[খ] নিজে একটি পেয়ারায় কামড় দেয়

[গ] গাছ থেকে পেয়ারা পাড়ে

[ঘ] পেয়ারা খেতে চায়

১২৪. মিলিটারিরা নাম জিজ্ঞেস করলে বুধা কোন নামটি বলে? [উত্তর: খ]

[ক] যুদ্ধ

[খ] কাকতাড়ুয়া

[গ] বঙ্গবন্ধু

[ঘ] গোবর রাজা

১২৫. মিলিটারিরা পেয়ারা খাওয়ার সময় বুধা কী করে? [উত্তর: খ]

[ক] ঘুমিয়ে নেয়

[খ] রেকি করে

[গ] লবণ মাখিয়ে দেয়

[ঘ] ক্যাম্পের ভেতরে ঢোকে

১২৬. লোহার টুপি কি মানুষের মগজ খায়?- বুধা কাকে জিজ্ঞাসা করে? [উত্তর: ক]

[ক] আহাদ মুন্সিকে

[খ] মতিউরকে

[গ] জনৈক মিলিটারিকে

[ঘ] শাহাবুদ্দিনকে

১২৭. আহাদ মুন্সি বুধাকে কী বানিয়ে রাখতে বলে? [উত্তর: ক]

[ক] কাকতাড়ুয়া

[খ] মুরগি

[গ] গাছ

[ঘ] ঘুড়ি

১২৮. আহাদ মুন্সি বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার হুকুম দেয় কেন? [উত্তর: ক]

[ক] শাস্তি হিসেবে

[খ] মজা দেখবে বলে

[গ] ধানখেতের সুরক্ষার জন্য

[ঘ] মিলিটারিদের বিনোদন দিতে

১২৯. ‘লোহার টুপি মানুষের মগজ খায়’- কথাটির মাধ্যমে বুধা মিলিটারিদের কোন দিকটিকে বুঝিয়েছে? [উত্তর: গ]

[ক] বুদ্ধিহীনতা

[খ] স্মৃতিভ্রষ্টতা

[গ] বিবেকহীনতা

[ঘ] নির্মমতা

১৩০. মিলিটারিরা কখন বুধার বাঁধন খুলে দেয়? [উত্তর: গ]

[ক] সকালবেলা

[খ] দুপুরবেলা

[গ] সন্ধ্যাবেলা

[ঘ] ভোরবেলা

১৩১. তিন রাজাকারের কাছে বুধাকে কিসের মতো লাগে? [উত্তর: খ]

[ক] পাগলের মতো

[খ] ভূতের মতো

[গ] মুরুব্বির মতো

[ঘ] আহাম্মকের মতো

১৩২. বুধা নিজের জ্বরকে কী বলেছে? [উত্তর: গ]

[ক] কুমিরের জ্বর

[খ] বাঘের জ্বর

[গ] ভাল্লুকের জ্বর

[ঘ] মাছের জ্বর

১৩৩. পাক মিলিটারি ক্যাম্পে বাঙ্কার খোঁড়ার সিদ্ধান্ত নেয় কেন? [উত্তর: ক]

[ক] মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ ঠেকাতে

[খ] গোলবারুদ লুকিয়ে রাখতে

[গ] খাবার ও পানির মজুদ রাখতে

[ঘ] শীতের প্রকোপ থেকে বাঁচতে

১৩৪. মিঠুদের বাড়ি গিয়ে বুধা কী চায়? [উত্তর: খ]

[ক] কেরোসিন

[খ] খাবার

[গ] আগুন

[ঘ] জামা

১৩৫. মিঠুর মা বুধাকে রোজ ভাত খেয়ে যেতে বলে কেন? [উত্তর: ঘ]

[ক] ঘরের কাজ করিয়ে নিতে

[খ] অতিরিক্ত ভাত থেকে যায় বলে

[গ] বুধা যুদ্ধ করছে বলে

[ঘ] মৃত ছেলের কষ্ট ভুলতে

১৩৬. মিঠুর মা বুধাকে সানকিভরা ভাতের সাথে কোন মাছের তরকারি দেয়? [উত্তর: গ]

[ক] বোয়াল মাছের

[খ] ইলিশ মাছের

[গ] টেংরা মাছের

[ঘ] পুঁটি মাছের

১৩৭. মিঠুদের বাড়ি থেকে ফেরার পথে বুধার কার সাথে দেখা হয়? [উত্তর: খ]

[ক] ফুলকলির সাথে

[খ] কুন্তির সাথে

[গ] চাচির সাথে

[ঘ] আহাদ মুন্সির সাথে

১৩৮. কে বুধার সাথে যুদ্ধ করতে চায়? [উত্তর: খ]

[ক] ফুলকলি

[খ] কুন্তি

[গ] মধু

[ঘ] মতিউর

১৩৯. কুন্তি বুধার বাবা-মায়ের কবরের যত্ন নেয় কেন? [উত্তর: ক]

[ক] বুধা খুশি হবে বলে

[খ] মা আদেশ করেছেন বলে

[গ] তাঁরা যুদ্ধে শহিদ হয়েছেন বলে

[ঘ] বুধা বলেছিল বলে

১৪০. কুন্তির মতে কিসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না? [উত্তর: খ]

[ক] দেশের কথা

[খ] মরণের কথা

[গ] পরিবারের কথা

[ঘ] ক্ষুধার কথা

১৪১. ফজু কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন? [উত্তর: খ]

[ক] বুধা মুক্তিবাহিনীর পক্ষে বলে

[খ] বুধার শরীরে শক্তি কম বিবেচনায়

[গ] বুধার অভিজ্ঞতা নেই বলে

[ঘ] বুধা মিলিটারিদের সাথে ভাব করেছে বলে

১৪২. বাঙ্কার কাটার কাজ তদারক করে কে? [উত্তর: খ]

[ক] আহাদ মুন্সি

[খ] মতিউর

[গ] কুদ্দুস

[ঘ] ফজু মিয়া

১৪৩. বুধা ফজু মিয়ার কাছে বাঙ্কার দেখে আসার অনুমতি চায় কেন? [উত্তর: খ]

[ক] জীবনে আর দেখার সুযোগ পাবে না বলে

[খ] মাইন পুঁতে রেখে আসতে

[গ] বাঙ্কারে নিজের নাম লিখে আসতে

[ঘ] বাঙ্কারে লুকিয়ে থাকতে

১৪৪. ফজু মিয়ার মতে বাঙ্কার মিলিটারিদের জন্য কী হবে? [উত্তর: গ]

[ক] বিছানা

[খ] ঘর

[গ] কবর

[ঘ] শহর

১৪৫. বুধা কাকে সালাম করে ভোঁ দৌড় দেয়? [উত্তর: ক]

[ক] ফজু মিয়াকে

[খ] চাচিকে

[গ] আহাদ মুন্সিকে

[ঘ] মধুর মাকে

১৪৬. শাহাবুদ্দিন ও বুধা কী খায়? [উত্তর: গ]

[ক] দই-চিড়ে

[খ] রুটি-কলা

[গ] গুড়-মুড়ি

[ঘ] ডাল-ভাত

বহুপদী সমাপ্তিসূচক

১৪৭. উপন্যাসের মধ্যে ঔপন্যাসিকের জীবনানুভূতির প্রকাশ পাওয়ার কারণ-

i. জীবনের ঘটনার আলোকে উপন্যাস রচনা করেন বলে

ii. উপন্যাসে লেখকরা নিজের ভাবনাকে মিশিয়ে দেন বলে

iii. উপন্যাসে ঘটনার বর্ণনা থাকে বলে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৮. উপন্যাস রচনায় লেখকেরা কাহিনির আশ্রয় নেন-

i. নিজের কথা বলার তাগিদে

ii. মনের খেয়ালে

iii. সমাজের কথা বলার তাগিদে

নিচের কোনটি সঠিক? [উত্তর: খ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪৯. বুধা তার পরিবার-পরিজনকে হারিয়েছিল-

i. পাকিস্তানি বাহিনীর আক্রমণে

ii. কলেরার মহামারিতে

iii. একরাতের মধ্যে

নিচের কোনটি সঠিক? [উত্তর: গ]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৫০. বুধা চাচির বাড়ি ত্যাগ করেছিল-

i. চাচি দারিদ্র্যের কথা তোলায়

ii. নিজের আত্মসম্মানবোধের কারণে

iii. চাচার অত্যাচারের কারণে

নিচের কোনটি সঠিক? [উত্তর: ক]

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

SSC Bangla 1st Paper

Kaktarua

Uponnash

MCQ

Question-Answer

Leave a Comment