SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download ~ Exam Cares

১. মৎস্য খাতে ২০১০-২০১১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন হলো- [সকল বোর্ড ’১৫]

[ক] ২৪২২৩ কোটি টাকা

✅ ২৬৯৯৬ কোটি টাকা

[গ] ২৮১১৪ কোটি টাকা

[ঘ] ২৯০২১ কোটি টাকা

২. আল-আমিন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের মোট জাতীয় আয় যদি ৫০০০ টাকা এবং মোট জনসংখ্যা ১০০ জন হয় তাহলে আল-আমিনের মাথাপিছু আয় কত? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] ১০০ টাকা

[খ] ২০০ টাকা

[গ] ৪০০ টাকা

✅ ৫০ টাকা

৩. GDP-এর বাংলা পূর্ণরূপ কী? [দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]

✅ মোট দেশজ উৎপাদ

[খ] নিট দেশজ উৎপাদ

[গ] মোট জাতীয় উৎপাদ

[ঘ] নিট জাতীয় উৎপাদ

৪. GDP-এর পূর্ণরূপ কী? [ক্যান্টনমেন্ট হাইস্কুল, যশোর]

[ক] Gross Determinant Product

✅ Gross Domestic Product

[গ] Domestic Gross Product

[ঘ] Good Domestic Product

৫. একটি আর্থিক বছরে কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যকে কী বলে? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] GDP

✅ GNI

[গ] NNP

[ঘ] NI

৬. মোট দেশজ উৎপাদের সাথে নিট উপাদান আয় যোগ করে কী পাওয়া যায়? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] মোট জাতীয় ব্যয়

✅ মোট জাতীয় আয়

[গ] নিট জাতীয় আয়

[ঘ] ব্যক্তিগত আয়

৭. CCA বলতে নিচের কোনটিকে বোঝানো হয়? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] মূলধন ব্যবহারজনিত মুনাফা

[খ] মূলধন ব্যবহারজনিত আয়

✅ মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয়

[ঘ] মূলধন ব্যবহারজনিত উৎপাদন

৮. কোনটি মূলধন রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যয়? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]

[ক] GDP

✅ CCA

[গ] NNI

[ঘ] GNI

৯. কোন পদ্ধতিতে চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে GDP নির্ণয় করা হয়? [ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়]

✅ উৎপাদন

[খ] আয়

[গ] ব্যয়

[ঘ] ভোগ

১০. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি পরিমাপের জন্য অর্থনীতিকে কয়টি খাতে বিভক্ত করেছে? [আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা]

✅ ১৫

[খ] ১৬

[গ] ১৭

[ঘ] ১৮

১১. উৎপাদন পদ্ধতিতে উৎপাদনের মূল্য নির্ধারিত হয় কীভাবে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ খাতওয়ারি

[খ] খাজনা অনুযায়ী

[গ] সুদ হিসেবের মাধ্যমে

[ঘ] মজুরি অনুযায়ী

১২. নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি? [বি কে জি সি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]

[ক] বণ্টন

[খ] বিনিময়

[গ] ভোগ

✅ আয়

১৩. সংগঠনের প্রাপ্ত আয় নিচের কোনটি? [পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজ, বগুড়া]

[ক] সুদ

✅ মুনাফা

[গ] মজুরি

[ঘ] খাজনা

১৪. ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি – আমদানি = কী? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[ক] জাতীয় আয়

✅ মোট দেশজ উৎপাদ

[গ] সরকারি আয়

[ঘ] নিট রপ্তানি

১৫. আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদ বৃদ্ধির মূলে নিচের কোনটি কাজ করে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[ক] প্রযুক্তি

✅ মূলধন

[গ] শ্রম

[ঘ] ভূমি

১৬. অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা আছে যেগুলো বাজারে কেনাবেচা হয় না সেগুলো কী ধরনের দ্রব্য? [বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট]

✅ অবাধলভ্য

[খ] মাধ্যমিক

[গ] চূড়ান্ত

[ঘ] প্রাথমিক

১৭. কোনটি মূল্যহীন সেবা নয়? [কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] মা কর্তৃক সন্তান-লালন

✅ নার্সের সেবা

[গ] রান্নাবান্নার কাজ

[ঘ] বন্ধুদের গান শুনানো

১৮. জিডিপি গণনার ক্ষেত্রে কোন ধরনের হিসাব মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় না? [গভ. মডেল গার্লস হাইস্কুল, ব্রা‏হ্মণবাড়িয়া]

[ক] ভবিষ্যতে উৎপাদিত পণ্য

✅ অতীতের উৎপাদিত পণ্য

[গ] বর্তমানে উৎপাদিত পণ্য

[ঘ] চূড়ান্ত উৎপাদিত পণ্য

১৯. পুরাতন গাড়ি GDP-তে অন্তর্ভুক্ত হয় না কেন? [কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] পূর্বেই তৈরি বলে

✅ দ্বৈত গণনা হবে বলে

[গ] বর্তমানে উৎপাদিত পণ্য

[ঘ] চূড়ান্ত উৎপাদিত পণ্য

২০. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো GDP ও GNI গণনা করার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করে? [লায়ন স্কুল এন্ড কলেজ]

✅ উৎপাদন ও ব্যয়

[খ] উৎপাদন ও আয়

[গ] আয় ও ব্যয়

[ঘ] বিনিয়োগ ও ব্যয়

২১. মোট দেশজ উৎপাদ হিসেবের সময়ে বিবেচনায় আনতে হবে- [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

i. ভৌগোলিক সীমানা

ii. নির্দিষ্ট সময়

iii. প্রবাসীদের অর্জিত আয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] রi ও ii

[ঘ] i, ii ও iii

২২. মাথাপিছু আয় সূচক দ্বারা সহজেই পরিমাপ করা যায়- [বি. কে. জি. সি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]

i. দেশটি উন্নত

ii. দেশটি অনুন্নত

iii. দেশটি উন্নয়নশীল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৩. মোট দেশজ উৎপাদনের হিসাববহিভর্ূত বিষয়ের মধ্যে অন্যতম হলো- [আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল]

i. মূলধনী লাভ ক্ষতি

ii. মাধ্যমিক দ্রব্য ও সেবা

iii. মূল্যহীন দ্রব্য ও সেবা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৪. একটি দেশের সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবাকে কী বলা হয়? (জ্ঞান)

✅ GDP

[খ] GNP

[গ] GNI

[ঘ] CCA

২৫. ১০০ কুইন্টাল ধান ✕ ধানের বাজার মূল্য = ? (উচ্চতর দক্ষতা)

✅ জিডিপি

[খ] এনএনপি

[গ] সিসিএ

[ঘ] মাথাপিছু জিডিপি

২৬. মোট দেশজ উৎপাদের সাথে কী যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়? (জ্ঞান)

[ক] নিট উপাদান ব্যয়

[খ] নিট জাতীয় আয়

✅ নিট উপাদান আয়

[ঘ] নিট বাজার মূল্য

২৭. (মোট দেশজ উৎপাদ + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয়) – দেশে অবস্থানরত বিদেশিদের আয় = কী? (অনুধাবন)

[ক] মোট জাতীয় ব্যয়

[খ] মোট দেশজ উৎপাদ

[গ] অবচয় ব্যয়

✅ মোট জাতীয় আয়

২৮. আরিফ হোসেন বাংলাদেশের নাগরিক। তিনি কুয়েতে কর্মরত। তার আয় হিসাব এদেশের কোন খাতে যোগ হবে? (প্রয়োগ)

[ক] ব্যক্তিগত আয়ে

[খ] নিট জাতীয় আয়ে

✅ মোট জাতীয় আয়ে

[ঘ] মোট দেশজ উৎপাদে

২৯. কানাডিয়ান একজন নাগরিক বাংলাদেশের একটি এনজিও সংস্থায় চাকরি করেন। তার আয় হিসাব কোন খাতে যাবে? (প্রয়োগ)

[ক] নিট জাতীয় আয়ে

[খ] অস্ট্রেলিয়ার ব্যাংকে

✅ মোট দেশজ উৎপাদে

[ঘ] মোট জাতীয় উৎপাদে

৩০. নিট উপাদান আয় বের করতে হলে কোনো দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুইয়ের- (প্রয়োগ)

[ক] ভাগফলকে বোঝায়

[খ] গুণফলকে বোঝায়

✅ বিয়োগফলকে বোঝায়

[ঘ] যোগফলকে বোঝায়

৩১. নিট জাতীয় আয় বলতে কী বোঝায়? (অনুধাবন)

[ক] চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য এবং মূলধন ব্যবহারজনিত অবচয়ের সমষ্টিকে

[খ] চূড়ান্ত পর্যায়ের সেবা ও উৎপাদের বাজার মূল্যের সমষ্টি

✅ চূড়ান্ত পর্যায়ের সেবা ও দ্রব্যের আর্থিক মূল্য এবং মূলধন ব্যবহারজনিত অবচয় বাদ দিলে যা থাকে

[ঘ] দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং আমদানিকৃত দ্রব্যের আর্থিক মূল্যকে

৩২. নিট জাতীয় আয় পাওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে কী বাদ দিতে হবে? (প্রয়োগ)

[ক] বিক্রয় ব্যয়

✅ অবচয় ব্যয়

[গ] ক্রয়কৃত ব্যয়

[ঘ] ব্যক্তিগত ব্যয়

৩৩. CCA-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)

[ক] Capital Cost Agreement

[খ] Central Community Agency

[গ] Capital Company Agreemnt

✅ Capital Consumption Allowance

৩৪. মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় (CCA) নিচের কোন বিষয়টির অন্তর্ভুক্ত? (জ্ঞান)

[ক] মোট জাতীয় উৎপাদ

[খ] মোট দেশজ উৎপাদ

✅ নিট জাতীয় আয়

[ঘ] মোট জাতীয় আয়

৩৫. GNI-এর ক্ষেত্রে বিবেচ্য হলো- (অনুধাবন)

i. ভৌগোলিক সীমানা

ii. নির্দিষ্ট সময়

iii. দেশের নাগরিকগণের আয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৬. আদৃতা দেশের নিট জাতীয় উৎপাদ নির্ণয় করতে চায়। এক্ষেত্রে তাকে বিবেচনায় আনতে হবে- (প্রয়োগ)

i. চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের মূল্য

ii. চূড়ান্ত পর্যায়ের সেবার মূল্য

iii. অবচয় ব্যয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৩৭. CCA হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের- (উচ্চতর দক্ষতা)

i. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়

ii. ব্যবহারজনিত ব্যয়

iii. উৎপাদনজনিত ব্যয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৮. GDP-এর মধ্যে অন্তর্ভুক্ত হয় হবে? (উচ্চতর দক্ষতা)

i. দেশে অবস্থানরত বিদেশিদের আয়

ii. প্রবাসে অবস্থানরত নাগরিকদের আয়

iii. দেশে অবস্থানরত নাগরিকদের আয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৯. GNI-এর মধ্যে অন্তর্ভুক্ত হবে (উচ্চতর দক্ষতা)

i. দেশের নাগরিকদের আয়

ii. বিদেশিদের আয়

iii. নিট উপাদান আয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪০. হাসিব বাংলাদেশের GDP নির্ণয় করতে চায়। এক্ষেত্রে তাকে বিবেচনায় আনতে হবে- (প্রয়োগ)

i. দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবা

ii. দেশের সকল নাগরিকের আয়

iii. এক আর্থিক বছর সময়কাল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪১. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি? (জ্ঞান)

[ক] ৫

[খ] ৬

[গ] ৭

✅ ৩

৪২. বাংলাদেশের অর্থনীতির খাতসমূহের কিসের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদ হিসাব করা হয়? (অনুধাবন)

[ক] বিনিয়োগের

✅ উৎপাদনের

[গ] কাঁচামালের

[ঘ] বাণিজ্যের

৪৩. আয় পদ্ধতিতে জাতীয় আয় হিসাবের জন্য বিবেচনায় আনতে হয়- (উচ্চতর দক্ষতা)

✅ উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টিকে

[খ] উৎপাদনে ব্যবহৃত কাঁচামালসমূহের মোট খরচকে

[গ] উৎপাদনে ব্যবহৃত জনবলের জন্য ব্যয়িত খরচকে

[ঘ] উৎপাদনে ব্যবহৃত মূলধনের মোট পরিমাণকে

৪৪. উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ কয়টি? (জ্ঞান)

[ক] ২

[খ] ৩

✅ ৪

[ঘ] ৫

৪৫. নিচের কোনটি উৎপাদনের মৌলিক উপকরণ? (জ্ঞান)

✅ সংগঠন

[খ] মজুরি

[গ] সুদ

[ঘ] মুনাফা

৪৬. ভূমির প্রাপ্ত আয় কোনটি? (জ্ঞান)

[ক] মজুরি

✅ খাজনা

[গ] মুনাফা

[ঘ] সুদ

৪৭. জাতীয় আয় = উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। সূত্রটি কোন পদ্ধতিকে নির্দেশ করে? (প্রয়োগ)

[ক] ব্যয়

✅ আয়

[গ] উৎপাদন

[ঘ] বিনিয়োগ

৪৮. খাজনা + মজুরি + সুদ + মুনাফা = কী? (উচ্চতর দক্ষতা)

[ক] জাতীয় ব্যয়

[খ] জাতীয় উৎপাদ

✅ জাতীয় আয়

[ঘ] বক্তিগত আয়

৪৯. শ্রমের প্রাপ্ত আয় কোনটি? (জ্ঞান)

[ক] খাজনা

✅ মজুরি

[গ] সুদ

[ঘ] মুনাফা

৫০. মূলধনের প্রাপ্ত আয় কোনটি? (জ্ঞান)

[ক] মজুরি

[খ] খাজনা

✅ সুদ

[ঘ] মুনাফা

৫১. কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের সমষ্টিকে বিবেচনায় আনা হয় জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতিতে? (অনুধাবন)

[ক] আয়

✅ ব্যয়

[গ] উৎপাদন

[ঘ] বিনিময়

৫২. রাতুল বাংলাদেশের জাতীয় আয় পরিমাপে ব্যয় পদ্ধতি অনুসরণ করতে চায়। এক্ষেত্রে তাকে বিবেচনায় আনতে হবে সমাজের সব ধরনের- (প্রয়োগ)

[ক] আয়ের যোগফল

[খ] ভোগের যোগফল

[গ] বিনিময়ের যোগফল

✅ ব্যয়ের যোগফল

৫৩. কোনো একটি দেশের সকল অর্থনৈতিক খাতের উৎপাদনের মূল্য যোগ করে কী পাওয়া যায়? (উচ্চতর দক্ষতা)

[ক] মোট জাতীয় আয়

[খ] নিট জাতীয় আয়

[গ] মোট দেশজ আয়

✅ মোট দেশজ উৎপাদ

৫৪. জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি অনুসারে নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)

[ক] Y = C + I + G (X + M)

✅ Y = I + C + G (X – M)

[গ] Y = I + C + G (X ÷ M)

[ঘ] Y = C + I + G (XM)

৫৫. ব্যয় পদ্ধতিতে নিট রপ্তানিকে নিচের কোন সূত্র দ্বারা প্রকাশ করা যায়? (জ্ঞান)

✅ X – M

[খ] M – X

[গ] X + M

[ঘ] X ÷ M

৫৬. বিভিন্ন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপে কিছুটা পার্থক্য হতে পারে- (উচ্চতর দক্ষতা)

i. হিসাবের ত্রুটির কারণে

ii. গণনার বিচ্যুতির কারণে

iii. পদ্ধতিগত ভিন্নতার কারণে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৭. সমাজের মোট ব্যয়ের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)

i. ব্যক্তি খাতের ভোগ ব্যয়

ii. সরকারি ব্যয় ও নিট রপ্তানি

iii. সরকারি নিট আমদানি

নিচের কোনটি সঠিক?

✅ ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৮. জাতীয় আয় পরিমাপের জন্য আয় পদ্ধতিতে বিবেচনা করা হয়- (উচ্চতর দক্ষতা)

i. ভূমি থেকে প্রাপ্ত আয়

ii. শ্রম থেকে প্রাপ্ত আয়

iii. সংগঠন থেকে প্রাপ্ত আয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৯. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় গণনায় নিট রপ্তানি নির্ণয়ে ব্যবহৃত সূত্র- (অনুধাবন)

i. রপ্তানি-আমদানি

ii. আমদানি-রপ্তানি

iii. X-M

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬০. শাকিরা বাংলাদেশের মোট জাতীয় আয় পরিমাপের জন্য ব্যয় পদ্ধতি ব্যবহার করতে চায়। এক্ষেত্রে তাকে বিবেচনায় আনতে হবে- (প্রয়োগ)

i. সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল

ii. সমাজের সব ধরনের আয়ের যোগফল

iii. সমাজের সব ধরনের উৎপাদনের যোগফল

নিচের কোনটি সঠিক?

✅ i

[খ] ii ও iii

[গ] ii

[ঘ] i, ii ও iii

৬১. উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণসমূহের জন্য প্রযোজ্য- (অনুধাবন)

i. ভূমির প্রাপ্ত আয় খাজনা

ii. মূলধনের প্রাপ্ত আয় মুনাফা

iii. শ্রমের প্রাপ্ত আয় মজুরি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[খ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬২. মাথাপিছু জিডিপি বলতে কী বোঝায়? (অনুধাবন)

✅ জনপ্রতি বার্ষিক জিডিপিকে

[খ] মোট জিডিপিকে

[গ] মোট জাতীয় আয়কে

[ঘ] নিট আয়কে

৬৩. আতিক বাংলাদেশের মাথাপিছু GDP নির্ণয় করতে চায়। এক্ষেত্রে তাকে নিচের কোনটি বিবেচনায় আনতে হবে? (প্রয়োগ)

✅ কোনো নির্দিষ্ট আর্থিক বছর

[খ] মোট দেশজ আয়

[গ] সমাজের মোট ব্যয়

[ঘ] মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয়

৬৪. মাথাপিছু জিডিপি বের করতে হলে কোনো নির্দিষ্ট বছরের দেশজ উৎপাদকে কী দিয়ে ভাগ করতে হয়? (অনুধাবন)

[ক] ঐ সময়ের ব্যয়কৃত অর্থ

[খ] ঐ সময়ের ব্যবহৃত মূলধন

[গ] ঐ সময়ে উৎপাদিত পণ্য

✅ ঐ সময়ের মোট জনসংখ্যা

৬৫. মাথাপিছু আয় কীভাবে নির্ণয় করা যায়? (অনুধাবন)

[ক] GDP-কে GNI দ্বারা ভাগ করে

✅ GDP-কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে

[গ] GDP-কে NNP দ্বারা ভাগ করে

[ঘ] GDP-কে মোট শ্রম ব্যয় দ্বারা ভাগ করে

৬৬. কোনো দেশের মোট দেশজ উৎপাদকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)

✅ মাথাপিছু GDP

[খ] মাথাপিছু GNI

[গ] মাথাপিছু GNP

[ঘ] মাথাপিছু CCA

৬৭. মাথাপিছু মোট দেশজ উৎপাদ নির্ণয়ের সূত্র কোনটি? (অনুধাবন)

[ক] GDP/CCA

[খ] GDP/মোট দেশজ আয়

✅ GDP/মোট জনসংখ্যা

[ঘ] GDP/NNA

৬৮. একটি দেশের উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক কোনটি? (জ্ঞান)

[ক] GNI

[খ] NNP

✅ GDP

[ঘ] CCA

৬৯. একটি দেশ কতটুকু উন্নত তা বোঝা যায় কিসের মাধ্যমে? (অনুধাবন)

[ক] মাথাপিছু GNI থেকে

[খ] মাথাপিছু GNP থেকে

✅ মাথাপিছু GDP থেকে

[ঘ] মাথাপিছু NNP থেকে

৭০. একটি দেশের মাথাপিছু জিডিপি বেশি হলে দেশটি হবে- (অনুধাবন)

[ক] অনুন্নত

[খ] উন্নয়নশীল

✅ উন্নত

[ঘ] খুবই অনুন্নত

৭১. কোনো দেশের মাথাপিছু GDP একটি নির্দিষ্ট স্তরের কম হলে দেশটি হতে পারে- (অনুধাবন)

i. অনুন্নত

ii. উন্নত

iii. উন্নয়নশীল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭২. মাথাপিছু মোট দেশজ উৎপাদ হিসেবে সময় বিচেনায় আনতে হয়- (অনুধাবন)

i. কোনো নির্দিষ্ট আর্থিক বছর

ii. মোট দেশজ উৎপাদ

iii. মোট জনসংখ্যা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৩. কোনো দেশের মাথাপিছু জিডিপি দ্বারা বোঝা যায় দেশটির- (অনুধাবন)

i. অর্থনৈতিক অবস্থা

ii. মোট জাতীয় আয়

iii. জীবনযাত্রার মান

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৪. মাথাপিছু মোট দেশজ উৎপাদ হলো একটি দেশের- (অনুধাবন)

i. অর্থনৈতিক উন্নয়নের সূচক

ii. জীবনযাত্রার মানের সূচক

iii. বৈদিশক বাণিজ্যের সূচক

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৫. ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সম্পদের সচলতা এগুলো কিসের নির্ধারক? (জ্ঞান)

✅ জিডিপির

[খ] জিএনপির

[গ] এনএনপির

[ঘ] সিসিএর

৭৬. জিডিপি বৃদ্ধির জন্য সহায়ক হলো- (অনুধাবন)

[ক] ট্রেড ইউনিয়ন

[খ] শ্রমিক সমিতি

[গ] উচ্চাভিলাষী শ্রমিক

✅ দক্ষ ও কর্মক্ষম শ্রমিক

৭৭. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহ কিসের অভাবে মোট জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়? (প্রয়োগ)

[ক] শ্রম

✅ মূলধন

[গ] প্রযুক্তি

[ঘ] সচলতা

৭৮. কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রধানত কিসের পর্যাপ্ততা থাকলে মোট দেশজ উৎপাদ বৃদ্ধি পায়? (জ্ঞান)

✅ উর্বর ভূমি

[খ] প্রাকৃতিক সার

[গ] রাসায়নিক সার

[ঘ] উন্নত বীজ

৭৯. পাট চাষ কমিয়ে ধান উৎপাদন জিডিপি কোন নির্ধারককে নির্দেশ করে? (অনুধাবন)

[ক] শ্রম

✅ সচলতা

[গ] প্রযুক্তি

[ঘ] মূলধন

৮০. কোনো দেশের মোট দেশজ উৎপাদের পরিমাণ কয়টি বিষয়ের ওপর নির্ভর করে? (জ্ঞান)

[ক] ২

[খ] ৩

[গ] ৪

✅ ৫

৮১. কোনো দেশের মোট দেশজ উৎপাদ বৃদ্ধির জন্য করণীয় কী? (উচ্চতর দক্ষতা)

[ক] শ্রমমূল্য অধিক হারে কমাতে হবে

✅ প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার করতে হবে

[গ] প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ করতে হবে

[ঘ] বৈদেশিক বাণিজ্য কমাতে হবে

৮২. মোট দেশজ উৎপাদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটি? (জ্ঞান)

[ক] শ্রম

[খ] প্রযুক্তি

✅ মূলধন

[ঘ] সচলতা

SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

৮৩. প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহারের ক্ষমতাকে কী বলে? (অনুধাবন)

✅ সম্পদের সচলতা

[খ] সম্পদের স্থিরতা

[গ] সম্পদের উপযোগিতা

[ঘ] সম্পদের বিনিময়যোগ্যতা

৮৪. দক্ষ জনশক্তি দেশের জিডিপির ক্ষেত্রে কী ভূমিকা রাখবে? (অনুধাবন)

✅ দেশজ উৎপাদ বৃদ্ধিতে সহায়ক হবে

[খ] দেশজ উৎপাদে কোনো ভূমিকা রাখবে না

[গ] দেশজ উৎপাদ কমিয়ে দেবে

[ঘ] মূলধনী ক্ষতি কমিয়ে দেবে

৮৫. উন্নত জাতের বীজ ব্যবহার করে কুমড়ার উৎপাদন বাড়ানো জিডিপি কোন নির্ধারকটিকে নির্দেশ করে? (অনুধাবন)

[ক] সচলতা

[খ] শ্রম

✅ প্রযুক্তি

[ঘ] মূলধন

৮৬. অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নেওয়া জিডিপির কোন নির্ধারকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে? (উচ্চতর দক্ষতা)

[ক] ভূমির

[খ] শ্রমের

✅ সচলতার

[ঘ] মূলধনের

৮৭. বাংলাদেশে পাঠ চাষের পরিমাণ হ্রাস পেয়েছে কেন? (অনুধাবন)

[ক] উপযুক্ত পরিবেশের অভাবে

✅ অবনতিশীল অর্থনৈতিক খাত হওয়ায়

[গ] বিশ্ববাজার চাহিদা হ্রাস পাওয়ায়

[ঘ] উপযুক্ত কৃষি উপকরণের অভাবে

৮৮. মোট দেশজ উৎপাদ বৃদ্ধির জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)

i. প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহার

ii. উর্বর ভূমির পর্যাপ্ততা

iii. প্রযুক্তিগত উন্নয়ন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৯. অনুন্নত দেশসমূহ মূলধনের অভাবের কারণে বৃদ্ধি করতে পারে না- (অনুধাবন)

i. মোট দেশজ উৎপাদ

ii. মোট জাতীয় আয়

iii. মূলধন অবচয়জনিত ব্যয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯০. শ্রমখাত মোট দেশজ উৎপাদ বৃদ্ধিতে সহায়ক হয় শ্রমিক যদি- (উচ্চতর দক্ষতা)

i. প্রযুক্তির ব্যবহার জানে

ii. প্রশিক্ষণপ্রাপ্ত হয়

iii. ভূমির মালিক হয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯১. সচলতার বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)

i. মোট দেশজ উৎপাদ বৃদ্ধিতে সহায়ক

ii. অবনতিশীল অর্থনৈতিক খাতে সম্পদের ব্যবহার

iii. প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সম্পদের ব্যবহার

নিচের কোনটি সঠিক?

[ক] ii ও iii

✅ i ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৯২. মোট দেশজ উৎপাদ নির্ভর করে- (অনুধাবন)

i. মূলধনের ওপর

ii. প্রাকৃতিক সম্পদের ওপর

iii. সরকারি ঋণের সুদের ওপর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৯৩. কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত কোনো দ্রব্য বা সেবাকে কী বলা হয়? (জ্ঞান)

✅ জিডিপি

[খ] জিএনপি

[গ] এনএনপি

[ঘ] সিসিএ

৯৪. মূলধনী লাভ-ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না কেন? (উচ্চতর দক্ষতা)

[ক] দ্বৈত গণনার সমস্যা সৃষ্টি হয় বলে

✅ কোনো রকম প্রভাব থাকে না বলে

[গ] অবচয়জনিত ব্যয় হ্রাস পায় বলে

[ঘ] অপরিবর্তনশীল ও ধ্রুব বলে

৯৫. সম্পদের মূল্য পরিবর্তন হলে লাভ বা ক্ষতি জাতীয় আয় গণনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না কেন? (অনুধাবন)

[ক] স্থানগত কারণে

[খ] অবকাঠামোগত কারণে

✅ কালগত কারণে

[ঘ] অবস্থানগত কারণে

৯৬. নিচের কোনটি শুধু কাগজ-কলমে ব্যবহার প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)

✅ মূলধনী লাভ-ক্ষতি

[খ] মূলধন

[গ] শ্রম বা সেবার মূল্য

[ঘ] আমদানি মূল্য

৯৭. জাতীয় আয় গণনায় লাভ-ক্ষতির প্রভাব কিরূপ? (জ্ঞান)

[ক] অসীম

✅ শূন্য

[গ] ধনাত্মক

[ঘ] ঋণাত্মক

৯৮. জিডিপি গণনার ক্ষেত্রে প্রধানত কয়টি উপাদান কখনও অন্তর্ভুক্ত করা হয় না? (জ্ঞান)

[ক] ৩

[খ] ৪

[গ] ৫

✅ ৬

৯৯. জাতীয় আয় গণনায় শুধু কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়? (জ্ঞান)

[ক] প্রাথমিক

[গ] মাধ্যমে

✅ চূড়ান্ত

[ঘ] মূলধনী

১০০. মা কর্তৃক সন্তান লালন-পালন জাতীয় আয়ের বহিভর্ূত বিষয় কেন? (উচ্চতর দক্ষতা)

✅ মূল্যহীন বলে

[খ] বিনিময় অযোগ্য বলে

[গ] বিমূর্ত বিষয় বলে

[ঘ] জিডিপিতে প্রভাব ফেলে বলে

১০১. অতীতে উৎপাদিত পণ্যে মোট দেশজ উৎপাদের অন্তর্ভুক্ত নয় কেন? (উচ্চতর দক্ষতা)

[ক] বাজার মূল্য না থাকায়

✅ পূর্বে গণনা করায়

[গ] বিনিমিয় অযোগ্য হওয়ায়

[ঘ] বিনিময় মূল্য না থাকায়

১০২. জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা দেখা যায় কখন? (অনুধাবন)

[ক] চূড়ান্ত দ্রব্যের মূল্য হিসাব করলে

✅ মাধ্যমিক দ্রব্যের মূল্য হিসাব করলে

[গ] মূলধনী লাভ-ক্ষতি হিসাব করলে

[ঘ] সরকারি ঋণের সুদ হিসাব করলে

১০৩. অতীতে উৎপাদিত পণ্য জাতীয় আয় গণনায় অন্তর্ভুক্ত করলে কোন সমস্যার সৃষ্টি হয়? (জ্ঞান)

[ক] ব্যয়গত সমস্যা

[খ] আয়গত সমস্যা

✅ দ্বৈত গণনা সমস্যা

[ঘ] অবচয়জনিত সমস্যা

১০৪. নিচের কোনটি জিডিপির অন্তর্ভুক্ত নয়? (জ্ঞান)

[ক] মূলধন

[খ] দ্রব্যের মূল্য

✅ বন্ড

[ঘ] সেবার মূল্য

১০৫. কোন ধরনের সুদ জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? (জ্ঞান)

✅ সরকারি ঋণের সুদ

[খ] বাণিজ্যিক ঋণের সুদ

[গ] কৃষি ঋণের সুদ

[ঘ] শিল্প ঋণের সুদ

১০৬. কোন ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওনা হিসেবে বিবেচিত হয়? (অনুধাবন)

[ক] কৃষি উৎপাদনের জন্য কৃষকের ঋণ

✅ যুদ্ধকালীন সরকারের গৃহীত ঋণ

[গ] শিল্প স্থাপনে উদ্যোক্তাদের ঋণ

[ঘ] ব্যবসায়ের জন্য গৃহীত ঋণ

১০৭. যুদ্ধকালীন সরকারের গৃহীত ঋণের বিপরীতে সুদ কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)

[ক] সরকারি পাওনা

[খ] বেসরকারি পাওনা

✅ হস্তান্তর পাওনা

[ঘ] হস্তান্তর অযোগ্য পাওনা

১০৮. জাতীয় আয় গণনায় নিচের কোনটি বিবেচিত হয় না? (জ্ঞান)

[ক] আমদানি মূল্য

[খ] রপ্তানি মূল্য

✅ বেআইনি আয়

[ঘ] চূড়ান্ত দ্রব্য

১০৯. আরিফুর রহমান একজন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা। তিনি ঘুষ ছাড়া কোনো ফাইল সই করেন না। তার প্রাপ্ত আয় জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না কেন? (প্রয়োগ)

✅ বেআইনি বলে

[খ] মূল্যহীন বলে

[গ] অমূল্য বলে

[ঘ] গণনার অযোগ্য বলে

১১০. জাতীয় আয় হিসাবের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা হয়? (উচ্চতর দক্ষতা)

i. মাধ্যমিক দ্রব্য ও সেবা বিবেচনায় আনলে

ii. অতীতে উৎপাদিত পণ্য হিসাব করলে

iii. সরকারি ঋণের সুদ হিসাব করলে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১১. মূলধনী লাভ-ক্ষতি জাতীয় আয় গণনায় বিবেচনা না করার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)

i. এর প্রভাব শূন্য

ii. শুধু কাগজে-কলমে প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ

iii. দ্বৈত গণনা সমস্যার সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

[ক] র

[খ] ii

✅ i ও ii

[ঘ] ii ও iii

১১২. জাতীয় আয় গণনার ক্ষেত্রে মাধ্যমিক দ্রব্য ও সেবা বিবেচনায় আনলে- (উচ্চতর দক্ষতা)

i. দ্বৈত গণনা সমস্যার সৃষ্টি হয়

ii. লাভ-ক্ষতির পরিমাণ শূন্য হয়

iii. সঠিক ফলাফল পাওয়া যায় না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৩. বেআইনি কার্যকলাপ বলতে বোঝায়- (অনুধাবন)

i. যা সামাজিকভাবে অগ্রহণযোগ্য

ii. যা সমাজে অপ্রচলিত

iii. যা প্রচলিত আইনের বিরোধী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৪. অতীতে উৎপাদিত পণ্য জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচিত না হওয়ার কারণ- (অনুধাবন)

i. দ্বৈত গণনার সমস্যার উদ্ভব

ii. পূর্ববর্তী বছরের জিডিপিতে অন্তর্ভুক্তি

iii. সঠিক জিডিপির হিসাব না পাওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৫. দেশের প্রচলিত আইনবিরোধী কার্যকলাপ হলো- (অনুধাবন)

i. কালো বাজারে দ্রব্য ক্রয়-বিক্রয়

ii. মাদকদ্রব্যের ব্যবসা

iii. জুয়াখেলা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৬. জাতীয় আয়ের বহিভর্ূত সেবা হলো- (অনুধাবন)

i. নার্স কর্তৃক রোগীদের সেবা প্রদান

ii. মা কর্তৃক সন্তান লালন-পালন

iii. মহিলাদের সাংসারিক কাজকর্ম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১১৭. শার্ট-প্যান্টের দামের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে- (উচ্চতর দক্ষতা)

i. তুলার দাম

ii. সুতার দাম

iii. কাপড়ের দাম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১১৮. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন দুটি মূল্য পরিমাপ করে GDP ও GNI গণনা করে? (অনুধাবন)

[ক] বাজার মূল্য ও চলতি ক্রয়মূল্য

[খ] বাজার মূল্য ও চলতি বিক্রয়মূল্য

[গ] স্থির ক্রয়মূল্য ও বাজার মূল্য

✅ চলতি বাজার মূল্য ও স্থির মূল্য

১১৯. বাংলাদেশে জাতীয় আয় গণনার দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানের নাম কী? (জ্ঞান)

[ক] জাতীয় রাজস্ব বোর্ড

✅ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

[গ] বাংলাদেশ অর্থনৈতিক ব্যুরো

[ঘ] জাতীয় পরিসংখ্যান বোর্ড

১২০. বাংলাদেশে কোন পদ্ধতিতে GDP পরিমাপের জন্য অর্থনীতিকে ১৫টি প্রধান খাতে ভাগ করা হয়েছে? (জ্ঞান)

[ক] আয়

[খ] ব্যয়

✅ উৎপাদন

[ঘ] বিনিময়

১২১. কী পরিমাপের জন্য দেশের অর্থনীতিকে ১৫টি প্রধান খাতে বিভক্ত করা হয়েছে? (জ্ঞান)

[ক] জিএনআই

[খ] জিএনপি

✅ জিডিপি

[ঘ] সিসিএ

১২২. GDP গণনা করতে কোন খাতটি ধরাবাধাভাবে হিসাব করা কঠিন? (অনুধাবন)

✅ কৃষিখাত

[খ] শিক্ষাখাত

[গ] পরিবহনখাত

[ঘ] স্বাস্থ্যখাত

১২৩. GDP গণনায় কৃষি খাত ধরাবাঁধাভাবে হিসাব করা কঠিন কেন? (অনুধাবন)

[ক] স্বল্প পরিসরের কারণে

✅ বিস্তৃত পরিসরের কারণে

[গ] ৩টি উপখাতের কারণে

[ঘ] সরকারি সীমাবদ্ধতার কারণে

১২৪. শস্য ও শাকসবজি খাতে GDP কিসের প্রেক্ষিতে হিসাব করা হয়? (অনুধাবন)

[ক] চলতি খুচরা বাজার মূল্যের

✅ চলতি পাইকারি বাজার মূল্যের

[গ] স্থির খুচরা বাজার মূল্যের

[ঘ] স্থির পাইকারি বাজার মূল্যের

১২৫. শস্য ও শাকসবজি খাতে ২০১৩-১৩ সালে মোট দেশজ উৎপাদ কত ছিল? (জ্ঞান)

[ক] ১০০০,৮৯৯ কোটি

[খ] ৯৫,৫০৮ কোটি

[গ] ৯২,৫০৮ কোটি

✅ ১০৬,৭৯৪ কোটি

১২৬. প্রাণিসম্পদ খাতে ২০১২-১৩ সালে মোট দেশজ উৎপাদ কত ছিল? (জ্ঞান)

[ক] ১৮,৪৭০ কোটি টাকা

✅ ২২,৩৫৯ কোটি টাকা

[গ] ২৬,৯৯৬ কোটি টাকা

[ঘ] ৩০,৯৯৯ কোটি টাকা

১২৭. প্রাণিসম্পদ খাতে ২০১৩-১৪ সালে মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত ছিল? (জ্ঞান)

[ক] ১৮,৪৭০ কোটি টাকা

[খ] ২২,৯৯৯ কোটি টাকা

[গ] ২২,২৩৮ কোটি টাকা

✅ ২৭,৬৬৭ কোটি টাকা

১২৮. বনজ খাতে কিসের অভাবে মোট উৎপাদন থেকে ৩% মূল্য বাদ দিয়ে GDP হিসেব করা হয়? (অনুধাবন)

✅ উপকরণের তথ্যের

[খ] মূল্য সংযুক্তির

[গ] প্রয়োজনীয় লোকবলের

[ঘ] সরকারি বাজেটের

১২৯. বনজ খাতে উপকরণ তথ্যের অভাবে মোট উৎপাদন হতে কত শতাংশ মূল্য বাদ দিয়ে GDP বের করা হয়? (জ্ঞান)

[ক] ২%

✅ ৩%

[গ] ৪%

[ঘ] ৫%

১৩০. ২০১২-১৩ সালে বনজ সম্পদ খাতে বাংলাদেশের GDP কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

✅ ১৬,৬০৫

[খ] ১৫,৮৭৬

[গ] ২৪,৯৯৬

[ঘ] ৩০,৯৯৯

১৩১. ২০১৩-১৪ সালে বনজ সম্পদ খাতে দেশজ উৎপাদন ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১০,১০৫

[খ] ১২,৫০৫

✅ ১৮,৩৯৮

[ঘ] ২০,৬০৫

১৩২. ২০১২-১৩ সালে মৎস্য খাতে বাংলাদেশের GDP কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ১০,৮৭৬

[খ] ২৬,৯৯৬

✅ ৩৬,৯৯৫

[ঘ] ৩৮,৪৩০

১৩৩. ২০১৩-১৪ সালে মৎস্য খাতে দেশজ উৎপাদের পরিমাণ কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ১৬,৯৯৫

[খ] ২৬,৯৯৫

✅ ৪২,৩০৮

[ঘ] ৪৬,৯৯৫

১৩৪. খনিজ ও খনন অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? (অনুধাবন)

[ক] সেবা

[খ] নির্মাণ

[গ] কৃষি

✅ শিল্প

১৩৫. শিল্পখাতের মধ্যে কোন খাতকে আলাদা হিসেবে চি‎িহ্ন্ত করা হয়? (জ্ঞান)

[ক] ক্ষুদ্রায়তন শিল্পখাত

[খ] বৃহদায়তন শিল্পখাত

✅ খনিজ খাত

[ঘ] সার ও সিমেন্ট খাত

১৩৬. বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলো অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)

[ক] শিল্পখাতের

✅ খনিজ ও খনন খাতের

[গ] পাইকারি খাতের

[ঘ] কৃষি খাতের

১৩৭. খনিজ ও খনন শিল্পখাতে ২০১২-১৩ সালে কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ১০,৬৫০

✅ ১৯,৪৬১

[গ] ২৬,৬৫০

[ঘ] ৩৬,৬৫০

১৩৮. খনিজ ও খনন শিল্পখাতে ২০১৩-১৪ সালে কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ৯,৪৬১

✅ ২১,০৮০

[গ] ২৯,৪৬১

[ঘ] ৩৯,৪৬১

১৩৯. ২০১২-১৩ সালে বাংলাদেশে বৃহৎ ও মাঝারি শিল্প দেশজ উৎপাদনের পরিমাণ কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ১,০০,০৫৩

[খ] ১,১৫,৯৫৯

[গ] ১,১২,৬২৫

✅ ১,৫৮,৪৪৮

১৪০. ২০১২-১৩ সালের হিসাবে পাইকারি ও খুচরা বিপণনে মোট দেশজ উৎপাদন কত কোটি টাকা হিসাব করা? (জ্ঞান)

[ক] ১,১৩,৩৯৬

[খ] ১,২৩,৩৯৬

✅ ১,৫৪,৫৭৯

[ঘ] ১,৪৭,৩৯৬

১৪১. ২০১৩-১৪ সালের হিসাবে পাইকারি ও খুচরা বিপণনে মোট দেশজ উৎপাদ কত কোটি টাকা হিসাব করা? (জ্ঞান)

[ক] ১,২৪,৫৭৯

[খ] ১,৩৪,৫৭৯

✅ ১,৭২,৫৭৫

[ঘ] ১,৫৪৬৭৯

১৪২. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ খাতে কিসের প্রেক্ষিতে GDP হিসাব করা হয়? (অনুধাবন)

✅ সেবা সরবরাহের মূল্যের প্রেক্ষিতে

[খ] বাজার মূল্যের প্রেক্ষিতে

[গ] বাজার মূল্যের প্রেক্ষিতে

[ঘ] মোট উৎপাদের প্রেক্ষিতে

১৪৩. ২০১২-১৩ সালে বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ খাতে দেশজ উৎপাদের পরিমাণ কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ১০,১৮৯

[খ] ১২,১৮৯

✅ ১৬,৩৮১

[ঘ] ১৬,১৮৯

১৪৪. ২০১১-১২ সালে শুধু বিদ্যুৎ উপখাতে মোট দেশজ উৎপাদের পরিমাণ কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ৮,১৮৯

[খ] ৯,১৮৯

✅ ১২,১৬৮

[ঘ] ১৪,১৮৯

১৪৫. ২০১২-১৩ সালে শুধু গ্যাস উপখাতে মোট দেশজ উৎপাদের পরিমাণ কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ১,১০০

[খ] ২,২০০

✅ ৩,৪৪৮

[ঘ] ৪,৪০০

১৪৬. নিচের কোন খাতে যে পরিমাণ আয় হিসাব হওয়ার কথা তার তুলনায় কম হয়? (জ্ঞান)

✅ নির্মাণ

[খ] কৃষি

[গ] শিল্প

[ঘ] পরিবহন

১৪৭. নির্মাণ খাতে যে পরিমাণ আয় হিসাব হওয়ার কথা তার তুলনায় কম আয় হয় কেন? (উচ্চতর দক্ষতা)

✅ চলতি বাজার মূল্য সরকার প্রদত্ত মূল্য থেকে বেশি বলে

[খ] চলতি বাজার মূল্য সরকার প্রদত্ত মূল্য থেকে কম বলে

[গ] স্থির বাজার মূল্য সরকার প্রদত্ত মূল্য থেকে কম বলে

[ঘ] স্থির বাজার মূল্য সরকার প্রদত্ত মূল্য থেকে বেশি বলে

১৪৮. ২০১২-১৩ সালে নির্মাণ খাত থেকে আয় হয় কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ৪৮,৩০৪

[খ] ৫৮,৩০৪

✅ ৮২,৪৩২

[ঘ] ৭৮,৩০৪

১৪৯. ২০১৩-১৪ সালে নির্মাণ খাত থেকে আয় হয় কত কোটি কোটি? (জ্ঞান)

[ক] ৫২,৪৩২

[খ] ৬২,৪৩২

[গ] ৭২,৪৩২

✅ ৯০,৮৩৪

১৫০. হাশেম মিয়া পুরান ঢাকায় সম্প্রতি একটি খাবার হোটেল চালু করেছেন। GDP গণনার ক্ষেত্রে তার হোটেলের কোন বিষয়টি অন্তর্ভুক্ত হবে? (প্রয়োগ)

✅ দ্রব্য ও সেবার বিক্রয়মূল্য

[খ] মোট লভ্যাংশ

[গ] খাবারের উৎপাদন

[ঘ] হোটেলের ক্রয়মূল্য

১৫১. হোটেল ও রেস্তোরাঁ খাত থেকে ২০১২-২০১৩ সালে সরকারের কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ৭,৭৫৫

✅ ১১,২৬৩

[গ] ১০,৭৫৫

[ঘ] ১১,৭৫৫

১৫২. হোটেল ও রেস্তোরাঁ খাত থেকে ২০১৩-২০১৪ সালে সরকারের কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ৯,২৬৩

✅ ১৩,০৩৫

[গ] ১৩,২৬৩

[ঘ] ১৫,২৬৩

১৫৩. নিচের জিডিপির কোন খাতটির বড় অংশ বেসরকারি খাতে ন্যস্ত আছে? (জ্ঞান)

[ক] শিক্ষা

[খ] লোক প্রশাসন ও প্রতিরক্ষা

[গ] স্বাস্থ্য ও সামাজিক সেবা

✅ পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ

১৫৪. ২০১২-১৩ সালে পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ উপখাতে মোট আয় কত কোটি টাকা ধরা হয়েছিল? (জ্ঞান)

[ক] ১,১০,১২১

[খ] ১,৯৪,১৮১

✅ ১,২৪,২৮১

[ঘ] ১,১৫,৯৫৯

১৫৫. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাতে মোট দেশজ উৎপাদ হিসাব করা হয় কিসের ভিত্তিতে? (অনুধাবন)

[ক] মোট উৎপাদনের ভিত্তিতে

✅ প্রাপ্ত মূল্যের ভিত্তিতে

[গ] মোট ব্যয়ের ভিত্তিতে

[ঘ] সেবা সরবরাহ মূল্যের প্রেক্ষিতে

১৫৬. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাত থেকে ২০১২-১৩ সালে দেশজ উৎপাদন মূল্যের পরিমাণ ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৬,৩১৬

[খ] ২৬,৩১৬

✅ ৪২,২৩৭

[ঘ] ৪৬,৩১৬

১৫৭. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাতকে কয়টি উপখাতে ভাগ করা হয়েছে? (জ্ঞান)

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

১৫৮. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাতের কোন উপখাতে সবচেয়ে বেশি আয় হয়ে থাকে? (প্রয়োগ)

✅ ব্যাংক

[খ] বিমা

[গ] রিয়েল এস্টেট

[ঘ] কমিউনিটি

১৫৯. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাত থেকে ২০১১-১২ সালে ব্যাংক উপখাত থেকে আয় হয় কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৯,৩৫১

✅ ৩৪,৭২৭

[গ] ৩৯,৩৫১

[ঘ] ৪৯,৩৫১

১৬০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাত থেকে ২০১২-১৩ সালে বিমা উপখাত থেকে কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ১,৩৮১

✅ ৪,৯২০

[গ] ৩,৩৮১

[ঘ] ৪,৪৮১

১৬১. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাত থেকে ২০১৩-১৪ অর্থবছরে মোট কত কোটি টাকা আয় হয়? (জ্ঞান)

[ক] ১২,২৩৭

[খ] ২২,২৩৭

[গ] ৩২,২৩৭

✅ ৪৮,৫৬৩

১৬২. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা থেকে ২০১৩-১৪ সালে ব্যাংক উপখাত থেকে আয় হয় কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৪,৭২৭

[খ] ২৪,৭২৭

✅ ৪০,৩৯০

[ঘ] ৪৪,৭২৭

১৬৩. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাত থেকে ২০১৩-১৪ সালে বিমা উপখাত থেকে আয় হয় কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ২,৯২০

✅ ৫,৩৬৪

[গ] ৬,৯২০

[ঘ] ৮,৯২০

১৬৪. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবাখাত থেকে ২০১৩-১৪ সালে অন্যান্য উপখাত থেকে আয় হয় কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১,৫৯০

[খ] ২,০৯০

✅ ২,৮১০

[ঘ] ৩,০৯০

১৬৫. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা খাত থেকে ২০১২-১৩ সালে প্রাপ্ত দেশজ আয় ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ৩৮,৭১৫

[খ] ৪৮,৭১৫

[গ] ৫৮,৭১৫

✅ ৭৮,৮২০

১৬৬. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা খাত থেকে ২০১৩-১৪ সালে প্রাপ্ত দেশজ আয় ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ৫৮,৮২০

[খ] ৬৮,৮২০

[গ] ৭৮,৮২০

✅ ৯১,২২৯

১৬৭. ২০১২-১৩ সালে লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতে দেশজ উৎপাদ ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১১,৪৯৯

[খ] ২২,৪৯৯

✅ ৩৭,৬৭৮

[ঘ] ৪৪,৪৯৯

১৬৮. ২০১৩-১৪ সালে লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতে দেশজ উৎপাদ ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৭,৬৭৮

[খ] ২৭,৬৭৮

✅ ৪৪,৭২৮

[ঘ] ৪৭,৬৭৮

১৬৯. শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদ গণনা করা হয় কোন দিক থেকে? (অনুধাবন)

[ক] আয়ের

✅ ব্যয়ের

[গ] উৎপাদনের

[ঘ] বিনিময়ের

১৭০. ২০১২-১৩ সালে শিক্ষাখাতে বাংলাদেশের GDP কত কোটি টাকা ছিল? (জ্ঞান)

[ক] ৫০,৩৩৭

[খ] ৫৫,৫৪৬

[গ] ২৫,৪৪৯

✅ ২৮,৪২৯

১৭১. ২০১৩-১৪ সালে শিক্ষাখাতে দেশজ উৎপাদ ছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৮,৪২৯

✅ ২৮,৪২৯

[গ] ২৮,৯৮২

[ঘ] ২৮,২৪৯

১৭২. স্বাস্থ্য ও সেবা খাতে ২০১৩-১৪ সালে ব্যয় হয়েছিল কত কোটি টাকা? (জ্ঞান)

[ক] ১৩,৮৬৮

✅ ২৬,৯২৪

[গ] ২৫,৮৮৬

[ঘ] ৩৩,৬৮৬

১৭৩. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত খাতে ২০১২-১৩ সালে কত কোটি টাকা ব্যয় হয়? (জ্ঞান)

✅ ১,৩৮,৯৫২

[খ] ১৭,১২৯

[গ] ১,৭২,৩২৯

[ঘ] ১,১১,২৯৩

১৭৪. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবাখাতে ২০১৩-১৪ সালে কত কোটি টাকা ব্যয় হয়? (জ্ঞান)

[ক] ১,০৮,৯৫২

✅ ১,৩৮,৯৫২

[গ] ১,৫৬,৫৫২

[ঘ] ১,৬৯,৮৫২

১৭৫. বাংলাদেশে GDP ও GNI হিসাব করা হয়- (অনুধাবন)

i. উৎপাদন পদ্ধতিতে

ii. আয় পদ্ধতিতে

iii. ব্যয় পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৬. বাংলাদেশের কৃষি ও শিল্পখাতে স্বল্প উৎপাদনের- (উচ্চতর দক্ষতা)

i. GDP-এর পরিমাণ কম

ii. মাথাপিছু আয় কম

iii. GNI-এর পরিমাণ কম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[গ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৭৭. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাতের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)

i. ব্যাংক উপখাতের সেবা

ii. বিমা উপখাতের সেবা

iii. পরিবহন উপখাতের সেবা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৮. খনিজ ও খনন খাতে GDP গণনায় হিসাব করা হয়- (অনুধাবন)

i. প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধ্য তেলের মূল্য

ii. বৃহদায়তন শিল্পে উৎপাদিত পণ্যের মূল্য

iii. খনিজ ও খনন বিষয়ের পণ্যের বাজার মূল্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭৯. শিল্পখাতের মধ্যে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা হয়- (অনুধাবন)

i. খনিজ খাতকে

ii. খনন খাতকে

iii. ক্ষুদ্রায়তন খাতকে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮০. নির্মাণ খাতে আয়ের হিসাব কম হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)

i. চলতি বাজার মুল্য বেশি

ii. সরকারি মূল্যে হিসাব

iii. সরকারি মূল্য বেশি

নিচের কোনটি সঠিক?

✅ i

[খ] iii

[গ] i ও ii

[ঘ] ii ও iii

১৮১. ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদ হিসাব করা হয়- (অনুধাবন)

i. স্বাস্থ্য ও সামাজিক সেবাখাতে

ii. শিক্ষাখাতে

iii. শিল্পখাতে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮২. হাজী নান্না মিয়া হোটেল ব্যবসায় ব্যাপক লাভবান হন। মোট দেশজ উৎপাদে তার খাতের হিসাব করা হয়- (প্রয়োগ)

i. উৎপাদিত পণ্যের বাজার মূল্যে

ii. প্রদত্ত সেবার প্রাপ্ত মূল্যে

iii. উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্যে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৩. প্রযুক্তির উন্নয়ন সম্ভব- (অনুধাবন)

i. নতুন আবিষ্কারের মাধ্যমে

ii. যন্ত্রপাতির ডিজাইনের উৎকর্ষের মাধ্যমে

iii. শ্রম ব্যয় কমানোর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৪. জাতীয় আয় গণনায় কেবল চূড়ান্ত দ্রব্য ও সেবা বিবেচিত হয়, কারণ- (অনুধাবন)

i. এর মধ্যেই মাধ্যমিক দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত

ii. এর ফলে দ্বৈত গণনা সমস্যা এড়ানো যায়

iii. এর প্রভাব শূন্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৫. জিডিপির হিসাববহিভর্ূত বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো- (অনুধাবন)

i. ভূমি ও প্রাকৃতিক সম্পদ

ii. মূলধনী লাভ-ক্ষতি

iii. মাধ্যমিক দ্রব্য ও সেবা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

১৮৬. নির্মাণ খাতের GDP হিসাবে অন্তর্ভুক্ত করা হয়- (অনুধাবন)

i. সরকারের নির্ধারিত মূল্য

ii. চলতি বাজার মূল্য

iii. সরকারি প্রাপ্ত তথ্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment