SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download ~ Exam Cares

১. কোনটি বস্তুগত সম্পদ? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[ক] সুনাম

✅ টিভি

[গ] সততা

[ঘ] আসবাবপত্র

২. কোনটি অবস্তুগত সম্পদ? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ ডাক্তারের সেবা

[খ] টিভি

[গ] বাড়ি

[ঘ] কলম

৩. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিভার প্রমাণ করেন গীতাঞ্জলি কাব্য রচনার মাধ্যমে। এরপর তার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এখানে সম্পদ কোনটি? [গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ]

[ক] প্রতিভা

✅ গীতাঞ্জলি

[গ] সুনাম

[ঘ] তাঁর নাম

৪. উৎপত্তির ভিত্তিতে সম্পদকে কয়ভাগে ভাগ করা যায়? [সরকারি হরিচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি]

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

৫. কোনটি প্রাকৃতিক সম্পদ? [হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]

✅ খনিজ সম্পদ

[খ] মানুষের শরীর

[গ] স্বাস্থ্য কেন্দ্র

[ঘ] সেচ ব্যবস্থা

৬. প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে কোন সম্পদ সৃষ্টি করা যায়? [মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল]

[ক] প্রাকৃতিক সম্পদ

[খ] জাতীয় সম্পদ

✅ উৎপাদিত সম্পদ

[ঘ] ব্যক্তিগত সম্পদ

৭. কোনটি উৎপাদিত সম্পদ? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ যোগাযোগ ব্যবস্থা

[খ] নদনদী

[গ] ভূমি

[ঘ] আবহাওয়া

৮. কোনটি মনুষ্যসৃষ্ট সম্পদ? [পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি]

[ক] বনভূমি

✅ স্বাস্থ্যকেন্দ্র

[গ] খনিজ সম্পদ

[ঘ] সংগঠন ক্ষমতা

৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

[ক] কয়লা

[খ] খনিজ তেল

✅ প্রাকৃতিক গ্যাস

[ঘ] চুনাপাথর

১০. বাংলাদেশে এ পর্যন্ত কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? [বরিশাল জিলা স্কুল]

[ক] ২০

[খ] ২১

[গ] ২২

✅ ২৫

১১. বাংলাদেশের ২৫টি গ্যাস ক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ কত? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]

✅ ১৬ বিলিয়ন ঘনফুট

[খ] ২০ ট্রিলিয়ন ঘনফুট

[গ] ২২ ট্রিলিয়ন ঘনফুট

[ঘ] ২৫ বিলিয়ন ঘনফুট

১২. কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? [শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ; বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট]

✅ রাসায়নিক সার

[খ] প্লাস্টিক

[গ] সিমেন্ট

[ঘ] দিয়াশলাই

১৩. কাগজ উৎপাদনে কী ব্যবহৃত হয়? [দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুল]

[ক] চীনামাটি

[খ] কঠিন শিলা

[গ] গন্ধক

✅ চুনাপাথর

১৪. বাংলাদেশের কোন জেলায় চুনাপাথরের মজুদ রয়েছে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ জয়পুরহাট

[খ] ফেনী

[গ] নেত্রকোনা

[ঘ] খুলনা

১৫. বাংলাদেশে চুনাপাথর কোথায় মজুদ রয়েছে? [বি কে জি সি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]

[ক] মধ্যপাড়ায়

[খ] বিজয়পুরে

[গ] বড় পুকুরিয়ায়

✅ সেন্টমার্টিন দ্বীপে

১৬. পত্নীতলায় কোন খনিজ দ্রব্য মজুদ রয়েছে? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[ক] চুনাপাথর

✅ চীনামাটি

[গ] গন্ধক

[ঘ] সিলিকা বালু

১৭. বড়পুকুরিয়া কয়লাখনি কোন জেলায় অবস্থিত? [কুমিল্লা জিলা স্কুল]

[ক] গাইবান্ধা

[খ] লালমনিরহাট

✅ দিনাজপুর

[ঘ] জয়পুরহাট

১৮. সম্প্রতি কোন অঞ্চলে কয়লা উত্তোলন করা হচ্ছে? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

✅ দিনাজপুরের বড়পুকুরিয়ায়

[খ] সিলেটের হরিপুরে

[গ] চট্টগ্রামের সেন্টমার্টিনে

[ঘ] দিনাজপুরের মধ্যপাড়ায়

১৯. গন্ধক ব্যবহৃত হয় কোনটিতে? [গণ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়]

✅ দিয়াশলাইয়ে

[খ] কয়লায়

[গ] তামায়

[ঘ] চুনাপাথরে

২০. সম্প্রতি কোথায় খনিজ তেল পাওয়া গেছে? [বি কে জি সি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ]

✅ সিলেটের হরিপুরে

[খ] শাহজিবাজারে

[গ] তামাবিল

[ঘ] কুতুবদিয়া দ্বীপে

২১. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য দেশের ভূখণ্ডের কমপক্ষে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা দরকার? [কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]

[ক] ১৭

[খ] ২১

[গ] ২২

✅ ২৫

২২. জাপানে বনভূমির পরিমাণ মোট ভূখণ্ডের কত ভাগ? [সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] ২৫%

[খ] ৩৫%

[গ] ৩৪%

✅ ৬৩%

২৩. জাপান ও বার্মার কোন অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে? [সেন্ট ফ্রান্সিস হাইস্কুল, ঢাকা]

[ক] সামাজিক

[খ] ধর্মীয়

✅ প্রাকৃতিক ও পরিবেশগত

[ঘ] ভৌগোলিক

২৪. নিচের কোনটি সুন্দরবনে পাওয়া যায়? [হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা]

[ক] গর্জন

[খ] গামারি

✅ গরান

[ঘ] সেগুন

২৫. ‘বাইন’ কোন বনভূমির বৃক্ষ? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ সুন্দরবন

[খ] চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি

[গ] সিলেটের বনভূমি

[ঘ] বরেন্দ্র বনভূমি

২৬. বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমির আয়তন কত? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] ১৪,৩৩৩ বর্গকিলোমিটার

✅ ১৫,৩৩৩ বর্গকিলোমিটার

[গ] ১৬,৩৩৩ বর্গকিলোমিটার

[ঘ] ১৭,৩৩৩ বর্গকিলোমিটার

২৭. নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয়নি? [নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়]

[ক] কয়লা

[খ] খনিজ তেল

[গ] পানি

✅ আণবিক শক্তি

২৮. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? [দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল]

[ক] মেঘনা

[খ] নাফ

✅ কর্ণফুলি

[ঘ] সাঙ্গু

২৯. গ্যাস, তেল ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে? [ভিকারুননি নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] পানি বিদ্যুৎ

✅ তাপ বিদ্যুৎ

[গ] চল বিদ্যুৎ

[ঘ] স্থির বিদ্যুৎ

৩০. বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? [বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট]

[ক] সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ

[খ] ঘোড়াশাল তাপবিদ্যুৎ

[গ] চট্টগ্রাম তাপবিদ্যুৎ

✅ ভেড়ামারা তাপবিদ্যুৎ

৩১. বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল ব্যবহৃত হয়? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

✅ ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ

[খ] ঘোড়াশাল তাপবিদ্যুৎ

[গ] চট্টগ্রাম তাপ বিদ্যুৎ

[ঘ] শাহজীবাজার তাপবিদ্যুৎ

৩২. বাংলাদেশে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র কয়টি? [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]

[ক] ৮

[খ] ১০

[গ] ৭

✅ ৫

৩৩. আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? [পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়]

[ক] কুষ্টিয়া

✅ ব্রা‏‏‏হ্মণবাড়িয়া

[গ] সিলেট

[ঘ] নরসিংদী

৩৪. আধুনিক বিশ্ব কোন শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে? [সেন্ট যোসেফস হাইস্কুল, খুলনা]

[ক] প্রাকৃতিক গ্যাস

[খ] সৌরতাপ

[গ] জৈব গ্যাস

✅ আণবিক

৩৫. বাংলাদেশে পানির উৎস প্রধানত কতটি? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

৩৬. সমষ্টিগত সম্পদ কোনটি? [গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়]

[ক] পানি সম্পদ

[খ] সাগর

✅ হাসপাতাল

[ঘ] ঘরবাড়ি

৩৭. মানুষের অভাব মিটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি? [কাদিরাবাদ কান্দির পাবলিক স্কুল এন্ড কলেজ, নাটোর]

✅ অর্থনৈতিক দ্রব্য

[খ] অভিজাত দ্রব্য

[গ] মূলধনী দ্রব্য

[ঘ] মধ্যবর্তী দ্রব্য

৩৮. যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় তাকে কী বলে? [বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ অবাধলভ্য দ্রব্য

[খ] স্থায়ী ভোগ্য দ্রব্য

[গ] অস্থায়ী ভোগ্য দ্রব্য

[ঘ] অর্থনৈতিক দ্রব্য

৩৯. কোনটি অর্থনৈতিক দ্রব্য? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

✅ টেবিল

[খ] আলো

[গ] বাতাস

[ঘ] সুনাম

৪০. নিচের কোনটি অস্থায়ী দ্রব্য? [হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা]

[ক] জমি

[খ] বাড়ি

[গ] বাতাস

✅ খাদ্য

৪১. নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

[ক] গম

✅ রসগোল্লা তৈরির জন্য দুধ চিনি

[গ] রুটি

[ঘ] ভাত

৪২. রসগোল্লা তৈরিতে দুধ ও চিনি ব্যবহার করা হয়। এখানে দুধ ও চিনি কোন দ্রব্যের উদাহরণ? [পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়]

[ক] মূলধনী

[খ] স্থায়ী ভোগ্য

[গ] অবাধলভ্য

✅ মধ্যবর্তী

৪৩. চেয়ার কোন জাতীয় দ্রব্য? [বগুড়া জিলা স্কুল]

[ক] অস্থায়ী

✅ চূড়ান্ত

[গ] স্থায়ী

[ঘ] অবাধলভ্য

৪৪. ভোগ ব্যয়ের পরে আয়ের যে অংশ অবশিষ্ট থাকে তাকে কী বলে? [পাবনা সরকারি বালিক উচ্চ বিদ্যালয়]

✅ সঞ্চয়

[খ] বিনিয়োগ

[গ] মজুদ

[ঘ] মূলধন

৪৫. আয় ও ভোগ ব্যয়ের মধ্যে পার্থক্যকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবগিঞ্জ]

[ক] বিনিয়োগ

[খ] মূলধন

✅ সঞ্চয়

[ঘ] সুদ

৪৬. বিনিয়োগের ভিত্তি কী? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

[ক] আয়

✅ সঞ্চয়

[গ] মূলধন

[ঘ] ব্যয়

SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

৪৭. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে? [বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবগিঞ্জ]

[ক] মূলধন

[খ] সঞ্চয়

✅ বিনিয়োগ

[ঘ] আয়

৪৮. কীসের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

✅ বিনিয়োগ

[খ] মূলধন

[গ] সঞ্চয়

[ঘ] মুনাফা

৪৯. সজীব একজন কৃষক। তার কোন কাজটি অর্থনৈতিক কাজ হিসেবে গণ্য হবে? [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়]

[ক] অফিসে যাতায়াত করা

[খ] পরের ক্ষেতের ধান কেটে আনা

✅ ধান চাষ করা

[ঘ] ক্ষেতে কাজ না করে বিশ্রাম করা

৫০. কোনটি কৃষিবহিভর্ূত কাজ? [পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

✅ মাটির পুতুল তৈরি

[খ] ফলমূল উৎপাদন

[গ] সার ছিটানো

[ঘ] মাছ ধরা

৫১. অবাধলভ্য দ্রব্যের বৈশিষ্ট্য হলো- [ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়]

i. যোগান সীমাহীন

ii. প্রকৃতিতে অবাধে পাওয়া যায়

iii. অর্থব্যয় করার প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫২. মধ্যবর্তী দ্রব্য হলো- [কদমতলা পূর্ব বাসাবো স্কুল, ঢাকা]

i. দুধ ও চিনি

ii. ভাত ও রুটি

iii. আটা ও ময়দা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৩. বাংলাদেশে কয়লা পাওয়া যায়- [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা]

i. জয়পুরহাটে

ii. রংপুরে

iii. দিনাজপুর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৪. খনিজ তেল পাওয়া যায়- [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

i. বাখরাবাদ

ii. হরিপুর

iii. জয়পুরহাট

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

৫৫. বাংলাদেশের বনভূমিকে ভাগ করা হয়- [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা;

পাবলিক কলেজ, ঢাকা;মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল; স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি]

i. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি

ii. সিলেটের বনভূমি

iii. রাজশাহীর বনভূমি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৬. সুন্দরবনে পাওয়া যায়- [বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট]

i. রয়েল বেঙ্গল টাইগার

ii. মধু ও গোলপাতা

iii. সেগুন, গর্জন ও গামারি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৭. যে সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানির প্রয়োজন- [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]

i. বনজ সম্পদ

ii. কৃষি সম্পদ

iii. প্রাণিজ ও শক্তি সম্পদ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৮. অর্থনৈতিক কাজ হলো- [আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজ, পাবনা]

i. শখের বশে খেলাধুলা করা

ii. কৃষকের জমিতে কাজ করা

iii. শ্রমিকের কলকারখানায় কাজ করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৯. অর্থনীতিতে কোনো দ্রব্যকে সম্পদ হিসেবে বিবেচনা করার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক? (জ্ঞান)

[ক] ৫

✅ ৪

[গ] ৩

[ঘ] ২

৬০. কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)

✅ উপযোগ

[খ] চাহিদা

[গ] ভোগ

[ঘ] উৎপাদন

৬১. উপযোগহীন দ্রব্যের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] বাজারে চাহিদা বেশি

[খ] মানুষ কম দামে কিনে

[গ] বাজারে চাহিদা অপেক্ষাকৃত কম

✅ মানুষ অর্থ দিয়ে কিনে না

৬২. অপ্রাচুর্যতা কথাটির অর্থ কী? (অনুধাবন)

[ক] যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ

✅ চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ

[গ] সম্পদের পরিমাণ অসীম

[ঘ] সম্পদের পরিমাণ সসীম

৬৩. আলো, বাতাস সম্পদ হওয়ার অযোগ্য কেন? (অনুধাবন)

[ক] চাহিদার তুলনায় যোগান পর্যাপ্ত

[খ] চাহিদা ও যোগান অপর্যাপ্ত

✅ চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ নয়

[ঘ] যোগানের তুলনায় চাহিদা পর্যাপ্ত

৬৪. যেসব দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে কী বলে? (অনুধাবন)

[ক] উপযোগ

✅ সম্পদ

[গ] চাহিদা

[ঘ] দ্রব্য

৬৫. কবি ফেরদৌসী তাঁর কাব্য প্রতিভার দ্বারা বিখ্যাত কাব্য ‘শাহনামা’ রচনা করেন। কবির কাব্য প্রতিভা সম্পদ নয় কেন? (উচ্চতর দক্ষতা)

✅ হস্তান্তরযোগ্যতার অভাবে

[খ] যোগানের অভাবে

[গ] উপযোগের অভাবে

[ঘ] প্রাচুর্যতার অভাবে

৬৬. বাহ্যিকতা কীসের বৈশিষ্ট্য? (অনুধাবন)

✅ সম্পদের

[খ] উপযোগের

[গ] অভাবের

[ঘ] ব্যক্তির

৬৭. নিচের কোনটি সম্পদ বহির্ভূত? (অনুধাবন)

[ক] যন্ত্রপাতি

[খ] খনিজ দ্রব্য

✅ শিক্ষকের দক্ষতা

[ঘ] কবির কাব্যগ্রন্থ

৬৮. কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত? (জ্ঞান)

[ক] উদ্যোগ

[খ] প্রতিভা

[গ] দক্ষতা

✅ ভূমি

৬৯. কোনটি প্রাকৃতিক সম্পদ? (জ্ঞান)

✅ বনভূমি

[খ] প্রতিজ্ঞা

[গ] উদ্যোগ

[ঘ] দক্ষতা

৭০. মানবিক সম্পদ কোনটি? (জ্ঞান)

✅ প্রতিভা

[খ] বনভূমি

[গ] কলকারকানা

[ঘ] সেচ ব্যবস্থা

৭১. নিচের কোনটি মানবিক সম্পদ? (জ্ঞান)

[ক] নদনদী

✅ সাংগঠনিক ক্ষমতা

[গ] ভূমি

[ঘ] খনিজ সম্পদ

৭২. রসুলপুর গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করল। স্বাস্থ্যকেন্দ্রটি কী জাতীয় সম্পদ? (প্রয়োগ)

[ক] মানবিক

✅ উৎপাদিত

[গ] জাতীয়

[ঘ] ব্যক্তিগত

৭৩. বাংলাদেশে চাষযোগ্য কৃষিজমির পরিমাণ কত? (জ্ঞান)

✅ ২ কোটি ১৭ লাখ একর

[খ] ৪ কোটি ১৪ লাখ একর

[গ] ৫ কোটি ১৭ লাখ একর

[ঘ] ৬ কোটি ১৭ লাখ একর

৭৪. কোনটি অর্থকরী ফসল? (জ্ঞান)

[ক] তৈলবীজ

[খ] আলু

✅ চা

[ঘ] ধান

৭৫. কোনটি অর্থকরী ফসল? (জ্ঞান)

✅ রেশম

[খ] শাকসবজি

[গ] ফলমূল

[ঘ] গম

৭৬. বাংলাদেশের কত ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল? (জ্ঞান)

[ক] ৮০

✅ ৭৫

[গ] ৭২

[ঘ] ৭০

৭৭. জাতীয় আয়ের কতভাগ কৃষি থেকে আসে? (জ্ঞান)

[ক] ১০

✅ ১৩

[গ] ২২

[ঘ] ২৩

৭৮. ব্লিচিং পাউডার উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] সিলিকা বালু

[খ] গন্ধক

✅ চুনাপাথর

[ঘ] তামা

৭৯. সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? (জ্ঞান)

[ক] চীনামাটি

✅ চুনাপাথর

[গ] লোহা

[ঘ] স্যানিটারি দ্রব্য

৮০. টেকেরহাট কোন জেলায় অবস্থিত? (জ্ঞান)

[ক] সিলেট

✅ সুনামগঞ্জ

[গ] বাগেরহাট

[ঘ] কুমিল্লা

৮১. বাংলাদেশের কোথায় চীনামাটির মজুদ রয়েছে? (জ্ঞান)

✅ বিজয়পুর

[খ] জয়পুর

[গ] ফরিদপুর

[ঘ] রংপুর

৮২. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির মজুদ রয়েছে? (জ্ঞান)

[ক] রংপুর

[খ] কুড়িগ্রাম

✅ নওগাঁ

[ঘ] শরীয়তপুর

৮৩. বাসনপত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] কয়লা

[খ] কঠিন শিলা

✅ চীনামাটি

[ঘ] চুনাপাথর

৮৪. বাংলাদেশের কোথায় কঠিন শিলা মজুদ রয়েছে? (জ্ঞান)

[ক] ভাঙারহাট

✅ রাণীপুকুর

[গ] বিজয়পুর

[ঘ] বড় পুকুরিয়া

৮৫. রেলপথ নির্মাণে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] চুনাপাথর

[খ] নুড়িপাথর

[গ] আগ্নেয়শিলা

✅ কঠিন শিলা

৮৬. বাঁধ নির্মাণে ব্যবহার হয় কোনটি? (জ্ঞান)

✅ কঠিন শিলা

[খ] তামা

[গ] চীনামাটি

[ঘ] গন্ধক

৮৭. কোথায় সিলিকা বালু পাওয়া যায়? (জ্ঞান)

[ক] দিনাজপুর

[খ] রংপুর

[গ] গাইবান্ধা

✅ জামালপুর

৮৮. কাচ তৈরির প্রধান উপাদান কোনটি? (জ্ঞান)

[ক] গন্ধক

[খ] তামা

[গ] কয়লা

✅ সিলিকা বালু

৮৯. রং তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] কয়লা

✅ সিলিকা বালু

[গ] তামা

[ঘ] চুনাপাথর

৯০. চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে কী পাওয়ার সম্ভাবনা রয়েছে? (জ্ঞান)

✅ গন্ধক

[খ] তামা

[গ] স্বর্ণ

[ঘ] কেরোসিন

৯১. বারুদ তৈরিতে নিচের কোনটি প্রয়োজন? (জ্ঞান)

[ক] তামা

✅ গন্ধক

[গ] সিলিকা বালু

[ঘ] খনিজ তেল

৯২. জাহাঙ্গীর হোসেনের কারখানায় তেল পরিশোধন করা হবে। এজন্য তিনি নিচের কোনটি ব্যবহার করবেন? (প্রয়োগ)

✅ গন্ধক

[খ] সিলিকা বালু

[গ] খনিজ তেল

[ঘ] তামা

৯৩. বাংলাদেশের কোন জেলায় তামার সন্ধান পাওয়া যায়? (জ্ঞান)

✅ রংপুর

[খ] বগুড়া

[গ] রাজশাহী

[ঘ] নবাবগঞ্জ

৯৪. বাংলাদেশের কোথায় সামান্য তামার সন্ধান পাওয়া গেছে? (জ্ঞান)

[ক] সিলেটের হরিপুরে

✅ মধ্যপাড়ায়

[গ] তামাবিলে

[ঘ] কুতুবদিয়া

৯৫. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? (জ্ঞান)

[ক] গন্ধক

✅ তামা

[গ] শিলা

[ঘ] খনিজ তেল

যে জিনিসের উপযোগ আছে তাই- দ্রব্য।

৯৬. দ্রব্য বলতে সাধারণত কোনটিকে বোঝায়? (জ্ঞান)

✅ বস্তুগত সম্পদ

[খ] অবস্তুগত সম্পদ

[গ] ভোগ্য সম্পদ

[ঘ] অর্থনৈতিক সম্পদ

৯৭. মানুষের অভাব মিটাবার ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি? (জ্ঞান)

[ক] চাহিদা

[খ] উপযোগ

[গ] উৎপাদন

✅ অর্থনৈতিক দ্রব্য

৯৮. যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাকে কী বলে?

[ক] সম্পদ

✅ দ্রব্য

[গ] শক্তি

[ঘ] মূল্য

৯৯. যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় তাকে কী বলে? (প্রয়োগ)

[ক] স্থায়ী ভোগ্যদ্রব্য

✅ অবাধলভ্য দ্রব্য

[গ] বিলাসী দ্রব্য

[ঘ] মূলধন দ্রব্য

Leave a Comment