নভেম্বর ১০, ২০২৪
Question:
Write a letter to
your father telling him about your progress of studies.
Answer:
24 April, 2024
Chuknagar, Khulna.
My dear father,
I received your letter yesterday
evening. In the letter, you have wanted to know about the progress of my
studies. So, today, I am writing to you to inform you about the progress of my
studies. My examination is knocking at the door. So, I have already
finished reading all my subjects. My preparation in Bengali, ICT, Civics,
History, and Islamic Studies is very good. But I have some problems with
English. That’s why I am studying English more and more now. And, when there is
a problem in English, I solve it with the help of my English teacher. Besides,
I am solving the test papers with great confidence. Above all, I am continuing
my studies uninterruptedly. I hope I will be able to do well in my upcoming
examination. And, you will surely be happy to know the progress of my
studies. However, pray for me so that I can make a good result in the
examination.
No more today. Convey my best
regards to my mother and my love for my younger sister.
Your dear son,
Sumon
পড়তে পারেনঃ
Letter
progress of studies
বাংলা অনুবাদ:
প্রশ্ন:
তোমার পড়াশোনার অগ্রগতির কথা জানিয়ে তোমার বাবাকে চিঠি লেখ।
উত্তর:
২৪ এপ্রিল, ২০২৪
চুকনগর, খুলনা।
আমার প্রিয় বাবা,
গতকাল সন্ধ্যায় তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার লেখাপড়ার
অগ্রগতি জানতে চেয়েছো। তাই আজ আমি আমার লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে তোমাকে জানিয়ে
লিখছি। আমার পরীক্ষা সন্নিকটে। তাই আমি ইতিমধ্যে আমার সমস্ত বিষয় পড়া শেষ করেছি।
বাংলা, আইসিটি, পৌরনীতি, ইতিহাস ও ইসলামি শিক্ষায় আমার প্রস্তুতি খুবই ভালো। কিন্তু
ইংরেজিতে আমার কিছু সমস্যা আছে। এই কারণেই আমি এখন আরও বেশি করে ইংরেজি অধ্যয়ন করছি।
আর ইংরেজিতে কোনো সমস্যা হলে আমি আমার ইংরেজি শিক্ষকের সাহায্যে সমাধান করে নিচ্ছি।
এছাড়া আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করছি। সর্বোপরি,
আমি নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আসন্ন পরীক্ষায় আমি ভালো
করতে পারব। আর, আমার পড়াশোনার অগ্রগতি জেনে তুমি নিশ্চয়ই খুশি হবে। যাইহোক, আমার
জন্য দোয়া করবে আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি।
আজ আর নয়। আমার মাকে আমার শুভেচ্ছা এবং আমার ছোট বোনের জন্য
আমার ভালবাসা জানাই।
তোমার প্রিয় পুত্র,
সুমন
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।