Poem : Today – Thomas Carlyle

Write down the theme of the following poem (Not more than 50 words)

Today

Thomas Carlyle (1795 – 1881)

So here hath been dawning

Another blue day;

Think, will thou let it

Slip useless away?

Out of Eternity

This new day is born;

Into Eternity

At night will return.

Behold it aforetime

No eye ever did;

So soon it for ever

From all eyes is hid.

Here hath been dawning

Another blue day;

Think, wilt thou let it

Slip useless away?

এই যে দেখ দিচ্ছে উকি

নতুন প্রভাত হেথা;

ভাবো দেখি, দিনটা কি যায়

নিস্ফলা আর বৃথা?

দিনটা কালের গর্ভ থেকে

আসছে নতুন বেশে;

মহাকালেই ফিরবে আবার

রাতের প্রহর শেষে।

দেখো, আগে যখন ছিল সবার

দৃষ্টি সদাই ভুলো,

নিমিষে তাই পালায় দিয়ে

সবার চোখে ধুলো

এই যে দেখ দিচ্ছে উঁকি

নতুন প্রভাত হেথা;

ভাবো দেখি, দিনটা কি যায়

নিস্ফলা আর বৃথা?

The Theme : Time is the most precious thing in one’s life. Born out of eternity, each day of life is a golden opportunity for noble achievements. Soon again it glides into eternal night and is lost for ever. We must not, therefore, let our time slip uselessly. Time killing is culpable.

(সময় জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়। অনন্তকাল থেকে সৃষ্ট জীবনের প্রতিটি দিন মহান কীর্তি অর্জনের এক সোনালী সুযোগ। এই দিন পুনরায় অনতিবিলম্বে শাশ্বত রজনীর মাঝে ধাবিত হয় এবং চিরকালের জন্য হারিয়ে যায়। অতএব, অপ্রয়োজনে সময় নষ্ট করা ঠিক নয়, সময় অপচয় দণ্ডনীয়।)

Leave a Comment