Poem : She Dwelt Among The Untrodden Ways

Write down the theme of the following poem (Not more than 50 words)

She Dwelt Among The Untrodden Ways

William Wordsworth

She dwelt among the untrodden ways

Beside the springs of Dove,

A Mai whon there were none to praise

And very few to love;

A violet by a massya stone

Half hidden from the eye!

– Fair as  a star, when only one

I shining in the sky.

She lived unknown, and few could know

When Lucy ceased to be;

But she is in her grave, and, oh,

The difference to me!

চলাচলহীন পথের মাঝে তার বাস

পাশেই সদা ঘুঘুর লাফালাফি,

এক বালিকা যার বন্দনা কেউ করেনিিআর ভালোও বাসতো হাতে গোনা কতজন;

শেওলাপাড়া পাথরের মতো ধুম্র বেগুনি

দৃষ্টি থেকে আধা-অলক্ষে!

তারকার মতো দীপ্তিময় যখন কেবল একজনই

সারা আকাশে জ্বাজ্বল্যমান।

নিভৃতে থাকত সে, চিনত কম লোকেই

যখন লুসি ক্ষান্ত হলো;

কিন্তু এখন সে তার সমাধির মাঝে, আহা,

এটুকুই যা তফাৎ!

The Theme : “She Dwelt Among the Untrodden Ways” is one of Wordworth’s five “Lucy” poems. Although many have speculated on whether a real Lucy existed, who she was and what relationship she had with Wordsworth, the truth remains shrouded in mystery. The “Lucy” poems celebrate nature, and the virtue and beauty of a simple, solitary life lived close to nature. They also capture an intense love, and the ultimate sorrow of the poet’s loss of his beloved Lucy to an early death.

(কবিতাটি ওয়ার্ডস ওয়ার্থের পাঁচটি ‘Lucy’ কবিতার অন্যতম। যদিও অনেকে অনুমান-নির্ভর হয়ে বলেছেন বাস্তবে কোনো লুসির অস্তিত্ব ছিল, কি ছিল না, তিনি (লুসি) কে ছিলেন আর ওয়ার্ডসওয়ার্থের সাথে তার সম্পর্কই বা কী ছিল, তবে পকৃত সত্য রহস্যাবৃত থেকে গেছে। লুসি কবিতাগুচ্ছ প্রকৃতির সান্নিধ্যে যাপিত সরল, নিঃসঙ্গ জীবনের প্রকৃতি, গুণাবলি ও সৌন্দর্যের উদ্‌যাপন করে। সেগুলোতে কবির প্রেমিকা লুসির মৃত্যুতে তার অনিবার্য শোক, গভীর ভালবাসা প্রকাশিত হয়েছে।)

Leave a Comment