Lesson # 9 – Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

Step : 20
এতগুলো লেসন শেষ করার পর একটা বিষয় নিশ্চয় লক্ষ্য করেছেন যে,  এখনো আমরা স্বরবর্ণ লিখা শিখি নি। হ্যাঁ, এই পর্বে আমরা স্বরবর্ণ লিখা শিখবো।

বিজয় দিয়ে বাংলা স্বরবর্ণ লিখার নিয়ম

আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো “কার” আথাৎ
আ= আ-কার (া)
ই=ই-কার (০ি)
ঈ=ঈ-কার (ী)
উ=উ-কার (ু)
ঊ=ঊ-কার (ূ)
ঋ=ঋ-কার (ৃ)
এ=এ-কার ( ে )
ঐ=ঐ-কার (ৗ)
ও=ও-কার (ো)
ঔ=ঔ-কার (ৌ)

প্রথমে আঙ্গুল Home Key তে বসান।

আচ্ছা আপনি তো আ-কার, ই-কার, ঈ-কার মত সব “কার” গুলো লিখাতে শিখেছেন আগের লেসন গুলোতে।
তাহলে, প্রথমে হসন্ত বাটন “G” চাপ দিয়ে দিয়ে আ-কার (া) দিন তো-