Structural Sentence on Structure
আবার বাক্যের গঠন / Structure অনুসারে ৩ প্রকার। যথা—
Structural Sentence এর কেন প্রয়োজনীয় :
নিচের উদাহরণ পড়ুন—
I know him.
আমি তাকে চিনি।
এই বাক্যে subject হলো I, verb হলো know এবং object হলো him অর্থাৎ প্রতিটি উপাদান (element) মাত্র একটি করে আছে। আবার নিচের বাক্যটি পড়ুন—
I know what he thinks.
আমি জানি সে কি ভাবছে।
এই বাক্যটিতে subject এবং verb ঠিক প্রথম বাক্যটির মতো, কিন্তু object (what he thinks) ভিন্ন। এখানে object হিসেবে ব্যবহৃত হয়েছে একটি subordinate clause। এই clause টির মধ্যে আবার একটি subject (he) ও একটি verb (thinks) আছে। অথচ what he thinks —এই পুরো অংশটিই বাক্যটিতে একটিমাত্র element— object হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার নিচের বাক্যটি পড়ুন—
He went to market and bought a pen.
সে বাজারে গেল এবং একটি কলম কিনল।
এই বাক্যটিতে এমন দুইটি clause ব্যবহৃত হয়েছে যারা দুটি স্বাধীন বাক্য হিসেবে আলাদাভাবে নিজেদের অর্থ প্রকাশ করতে পারত। বাক্য দুটি এমন হতে পারত
He went to market. He bought a pen.
বাক্যে গঠন / structure অনুসারে ৩ প্রকার। যথা—
- Simple Sentence (সরল বাক্য)
- Complex Sentence (জটিল বাক্য)
- Compound Sentence (যৌগিক বাক্য)
সংক্ষেপে চেনার উপায় / বৈশিষ্ট্য :
Despite his poverty, he is honest.
If you read, you will learn.
He is poor but (he is) honest.