HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ pdf download ~ Exam Cares

১. বাংলাদেশে বিখ্যাত মনিপুরি নৃত্য কোন অঞ্চলের?

[ক] সিলেট

[খ] রাজশাহী

[গ] চট্টগ্রাম

[ঘ] রাঙামাটি

২. বিবাহ বলতে কী বোঝায়?

[ক] নারী-পুরুষের চুক্তি

[খ] নারী ও সমাজের চুক্তি

[গ] নারী-পুরুষের ও ধর্মের চুক্তি

[ঘ] সন্তান জন্মদানের চুক্তি

৩. মনোগামী বলতে কোন ধরনের বিবাহকে বোঝায়?

[ক] একক বিবাহ

[খ] বহুস্বামী বিবাহ

[গ] বহুস্ত্রী বিবাহ

[ঘ] বিধবা বিবাহ

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

সিরাজ সাহেব দশ বছর পর গ্রামে এসে ব্যাপক পরিবর্তন লক্ষ করেন। গ্রামের রাস্তাঘাট আগের তুলনায় উন্নত হয়েছে, শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এবং নারীরাও বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

৪. উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনটি কিসের ইঙ্গিত বহন করে?

[ক] নগরায়ণ

[খ] সামাজিক পরিবর্তন

[গ] শিল্পায়ন

[ঘ] অর্থনৈতিক পরিবর্তন

৫. উক্ত পরিবর্তনের ফলে-

i. সামাজিক গতিশীলতা ত্বরান্বিত হবে

ii. সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে

iii. মূল্যবোধের অবক্ষয় হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬. পরিবার সকল সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে-

i. ভঙ্গুর সংগঠন

ii. স্থায়ী প্রতিষ্ঠান

iii. ক্ষুদ্রতম মৌলিক সংগঠন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭. কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে কোনটির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে-

[ক] অর্থনৈতিক অবস্থার

[খ] রাজনৈতিক অবস্থার

[গ] সামাজিক অবস্থার

[ঘ] সাংস্কৃতিক অবস্থার

৮. বাংলাদেশের সবচেয়ে বড় খাত কোনটি?

[ক] কুটির শিল্প

[খ] রেমিটেন্স

[গ] মৎস্য

[ঘ] পোশাক

৯. তথ্য আদান-প্রদানের বৃহৎ কৌশলকে কী বলা হয়?

[ক] বিজ্ঞান

[খ] তথ্যপ্রযুক্তি

[গ] বিশ্বায়ন

[ঘ] ই-গর্ভন্যান্স

১০. শ্যামল তাদের ধর্মীয় অনুষ্ঠানের ধূতি পাঞ্জাবি পরিধান করে থাকে। শ্যামলকে কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলা যায়?

[ক] মুসলিম

[খ] হিন্দু

[গ] বৌদ্ধ

[ঘ] খ্রিস্টান

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ

১১. প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী?

[ক] Anthropology

[খ] Archeology

[গ] Ancientest

[ঘ] Ancienten

১২. পুন্ড্রনগর ধ্বংসের কবলে পতিত হয় কেন?

[ক] প্রাকৃতিক দুর্যোগের কারণে

[খ] দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে

[গ] শাসনকেন্দ্র পুন্ড্রনগর হতে গৌড়ে স্থানান্তরিত হওয়ার কারণে

[ঘ] প্রাসাদ ষড়যন্ত্রের কারণে

১৩. চাকা আবিষ্কার হয় কোন যুগে?

[ক] নতুন প্রস্ত্তর যুগে

[খ] তাম্র যুগে

[গ] ব্রোঞ্জ যুগে

[ঘ] লৌহ যুগে

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :

গত শীতে গিয়াস স্যার শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লায় একটি যাদুঘর পরিদর্শন করেন। যাদুঘর পরিদর্শন করে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাচীন নিদর্শন বাস্তবে দেখে খুবই অভিহিত হয়।

১৪. উদ্দীপকে বিলুপ্ত প্রাচীন নিদর্শনগুলোর অধ্যয়নই হচ্ছে-

[ক] পুনতত্ত্ব

[খ] প্রত্নতত্ত্ব

[গ] পৌরণিক তত্ত্ব

[ঘ] পাশ্চাত্য তত্ত্ব

১৫. গিয়াস স্যার শিক্ষার্থীদের এ ধরনের স্থান পরিদর্শনে নেওয়ার কারণ হচ্ছে-

i. বিভিন্ন অঞ্চলের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া

ii. ইতিহাস চরিত্রগুলোর সাথে পরিচয় করানো

iii. প্রাচীন জমিদারদের নিত্যব্যবহার্য দ্রব্যাদি সম্পর্কে জানা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৬. The Dyanamic of Bangladesh Society কত সালে প্রকাশিত হয়?

[ক] ১৯৮০

[খ] ১৯৭৩

[গ] ১৯৫৬

[ঘ] ১৯৮৫

১৭. গারোদের বিবাহ ব্যবস্থায় অনুসৃত হয়-

i. আন্তঃবিবাহ রীতি

ii. বহিঃবিবাহ রীতি

iii. মাতৃসূত্রীয় রীতি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

বাংলাদেশে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রধান জাতিসত্তার লোক হলো মঙ্গোলীয় জনগোষ্ঠী। এদের পরিবার পিতৃতান্ত্রিক।

১৮. অনুচ্ছেদে কোন জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছে?

[ক] চাকমা

[খ] সাঁওতাল

[গ] মনিপুরি

[ঘ] গারো

১৯. এদের সমাজব্যবস্থা সম্পর্কে বলা যায়-

i. সমাজের ক্ষুদ্র সংগঠন হলো পরিবার

ii. এরা বৌদ্ধ ধর্মাবলম্বী

iii. এদের নিজস্ব ভাষার নাম মান্দি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২০. সমগ্র মানবজাতিকে কয়টি নৃগোষ্ঠীর আওতায় ফেলা হয়?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

২১. প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা যায়

কাকে?

[ক] বাৎসায়ন

[খ] পতঞ্জলি

[গ] কৌটিল্য

[ঘ] চন্দ্রগামী

২২. প্লেটো ও এরিস্টটলের সৃষ্টিকর্মে কোন বৈশিষ্ট্য লক্ষণীয়?

[ক] কল্পনাশ্রয়ী অবরোধ পদ্ধতি

[খ] মানুষ সম্পর্কিত অতিন্দ্রিয় ধ্যানধারণা

[গ] অধিকতর সামাজিক ব্যবস্থার ধ্যানধারণা

[ঘ] আদর্শ সামাজিক ব্যবস্থার মূল্যায়ন

২৩. ক্রস কাজিন বিবাহে কাদের মধ্যে বিবাহ হয়?

[ক] চাচাতো ও মামাতো ভাইবোন

[খ] চাচাতো ও খালাতো ভাইবোন

[গ] মামাতো ও ফুফাতো ভাইবোন

[ঘ] চাচাতো ও ফুফাতো ভাইবোন

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

তমিজা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। সম্প্রতি লেখাপড়া শেষ করে তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত রয়েছেন। দুস্থ মানুষের সহায়তা প্রদানের পাশাপাশি তিনি তার অতীত বিষয়ের জ্ঞানকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগান।

২৪. তমিজা খানমের অধ্যয়নরত বিভাগটি উক্ত বিশ্ববিদ্যালয়ে খোলা হয় কত সালে?

[ক] ১৯৫৪ সালে

[খ] ১৯৫৫ সালে

[গ] ১৯৫৬ সালে

[ঘ] ১৯৫৭ সালে

২৫. তমিজা খানম তার অধিত বিষয়ের জ্ঞান আরও যেসব ক্ষেত্রে কাজে লাগাতে পারেন তা হলো-

i. শিল্পায়ন

ii. সামাজিক অগ্রগতি

iii. সামাজিক কাঠামো নির্ণয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬. আদিকাল থেকে মানুষ সমাজবদ্ধ হয়েছিল কেন?

[ক] নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য

[খ] অর্থনৈতিক উন্নয়নের জন্য

[গ] রাষ্ট্রগঠনের জন্য

[ঘ] বিনোদনের জন্য

২৭. নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা?

[ক] বার্ধক্য

[খ] নিরক্ষরতা

[গ] যৌতুক প্রথা

[ঘ] দারিদ্র্যতা

২৮. গ্যারোদের সৃষ্টিকর্তার নাম কী?

[ক] তাতারা রাবুগা

[খ] মারাং বুরু

[গ] চুমুংলে

[ঘ] পরমেশ্বর

২৯. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য কোনটি?

[ক] কলহপূর্ণ

[খ] সহজসরল জীবন

[গ] উন্নত জীবন

[ঘ] ব্যবসায়িক জীবন

৩০. ইংরেজি সাহিত্যে ‘Culture’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

[ক] ফ্রান্সিস বেকন

[খ] টি এস এলিয়েট

[গ] উইলিয়াম শেক্সপিয়ার

[ঘ] হেনরি কোলরিজ

উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [ক] ৪ [খ] ৫ [ক] ৬ [গ] ৭ [গ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [খ] ১১ [খ] ১২ [ক] ১৩ [ক] ১৪ [খ] ১৫ [ঘ] ১৬ [ক] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [ক] ২০ [গ] ২১ [গ] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [গ] ২৬ [ক] ২৭ [গ] ২৮ [ক] ২৯ [খ] ৩০ [ক]

Leave a Comment