HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বিয়াম মডেল স্কুল ও কলেজ pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট

বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া

সমাজবিজ্ঞান

১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

[বিষয় কোড : ১১৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper

Board Question Solution

MCQ

Question and Answer pdf download

১. জ্ঞাতি সম্পর্কের বৃহত্তম রূপ কোনটি?

[ক] বংশ

[খ] আত্মীয়স্বজন

[গ] এলাকা

[ঘ] জাতীয়তাবোধ

২. কার মতে শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে?

[ক] ম্যাকাইভারের

[খ] আবুল হাসনাতের

[গ] মন্টেস্কুর

[ঘ] নেডেলের

৩. ‘প্রতিভা ও দক্ষতা বংশগতি সূত্রে প্রাপ্ত’. উক্তিটি কার?

[ক] গবিনের

[খ] লাপোজের

[গ] গাল্টনের

[ঘ] কার্ল পিয়ারসনের

৪. কোনটি শিশুর অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান?

[ক] পরিবার

[খ] বিদ্যালয়

[গ] সমাজ

[ঘ] সম্প্রদায়

৫. খেলার সাথী বা সহপাঠীর দ্বারা শিশুর কী গুণ বিকশিত হয়?

[ক] সহযোগিতা

[খ] সহমর্মিতা

[গ] নেতৃত্ব

[ঘ] সবগুলো

৬. ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে মানুষ শিক্ষা পায়-

i. সততার

ii. সাম্প্রদায়িকতার

iii. নিজেকে সংশোধনের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :

ডা. আরিফুল ইসলাম একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি পেশার তাগিদে শহরে থাকেন। তার বাবা গ্রামের একজন ধনী ব্যক্তি।

৭. ডা. আরিফুল ইসলাম তার বসবাসরত স্থানের কোন শ্রেণিভুক্ত?

[ক] উচ্চবিত্ত

[খ] মধ্যবিত্ত

[গ] উচ্চ মধ্যবিত্ত

[ঘ] নিম্ন মধ্যবিত্ত

৮. ডা. আরিফুল ইসলামের বাবার এলাকায় স্তর বিন্যাস হয়-

i. শিক্ষার ভিত্তিতে

ii. ভূ-সম্পত্তির পরিমাণের ভিত্তিতে

iii. ভূমি মালিকানার ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯. ব্রহ্মার কোথা থেকে ক্ষত্রিয় বর্ণের সৃষ্টি?

[ক] বাহু

[খ] মুখ

[গ] উরু

[ঘ] পায়ের পাতা

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

বিখ্যাত যোদ্ধা নেপোলিয়ন শক্তি প্রয়োগ করে যেমন অনেক জনপদ দখল করে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন তেমনি প্রাচীনকালেও ঐরূপ রাষ্ট্র গঠনের প্রচেষ্টা ছিল। তবে নেপোলিয়ন নিজেও দখলকৃত ভূমির জনগণের শক্তির ব্যাপারে সচেতন ছিলেন অধিক মাত্রায়।

১০. উদ্দীপকে রাষ্ট্রের উৎপত্তিতে কোন মতবাদের প্রতিফলন ঘটেছে?

[ক] সামাজিক চুক্তি

[খ] ঐশ্বরিক মতবাদ

[গ] ঐতিহাসিক মতবাদ

[ঘ] বলপ্রয়োগ মতবাদ

১১. নেপোলিয়নের সচেতনতায় যে ধারণাটি স্পষ্ট-

i. ঈশ্বরই রাষ্ট্রের ভিত্তি

ii. জনসমর্থনই রাষ্ট্রের ভিত্তি

iii. সফল রাষ্ট্রনায়কই রাষ্ট্রের ভিত্তি

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] i ও ii

[ঘ] ii ও iii

১২. পুঁজিবাদি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো-

[ক] অবাধ প্রতিযোগিতা

[খ] সুষম বণ্টন

[গ] রাষ্ট্রীয় মালিকানা

[ঘ] সামাজিক মালিকানা

১৩. ‘আইন ভঙ্গমূলক কাজই অপরাধ’ উক্তিটি কার?

[ক] রবার্টসনের

[খ] সেপার্ডের

[গ] গিলিনের

[ঘ] কোনিগত্রর

১৪. সমাজের দৃষ্টিতে স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি কাজকে কী বলে?

[ক] অপরাধ

[খ] বিচ্যুতি

[গ] অভদ্রতা

[ঘ] অসদাচরণ

১৫. ভদ্রবেশী অপরাধের অন্তর্ভুক্ত হলো-

i. আয়কর ফাঁকি

ii. তহবিল তসরুপ

iii. ঘুষ

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

১৬. কার্ল মার্কস সামাজিক পরিবর্তনের কোন মতবাদ দিয়েছেন?

[ক] সরল

[খ] রৈখিক

[গ] চক্রাকার

[ঘ] জটিল

১৭. ভারতবর্ষে কখন সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয়?

[ক] উনিশ শতকে

[খ] অষ্টাদশ শতকে

[গ] সপ্তদশ শতকে

[ঘ] ষোড়শ শতকে

১৮নিচের কোনটি ম্যাকিয়াভেলি রচিত গ্রন্থ?

[ক] দি নিউ সাইন্স

[খ] পলিটিকস্

[গ] দি প্রিন্স

[ঘ] রিপাবলিক

১৯. সামাজিক কার্যাবলির মাধ্যমে যা বোঝা যায়.

i. মানবাচরণ

ii. মানব সম্পর্ক

iii. সামাজিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -বিয়াম মডেল স্কুল ও কলেজ

নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :

তিববতের নারী পুরুষ প্রায় সকলেই জিবিড নামক পাথর হাতে ও গলায় পরিধান করে। এ বিষয়টি সম্পর্কে গবেষণা করতে মনস্থির করলেন এক অষ্ট্রেলীয় নৃবিজ্ঞানী। এ জন্য তিনি তিববতে যান এবং প্রায় এক বছর সেখানে তাদের সমাজে অবস্থান করে গবেষণা কর্মসম্পন্ন করেন।

২০. উক্ত গবেষণা কর্মটিকে কোন পদ্ধতির গবেষণা কর্ম বলে আখ্যায়িত করা যায়?

[ক] দার্শনিক পদ্ধতি

[খ] তুলনামূলক পদ্ধতি

[গ] অংশগ্রহণমূলক পদ্ধতি

[ঘ] ঘটনা জরিপ পদ্ধতি

২১. এ ধরনের পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য/ করণীয় হলো-

i. বসবাসের অনুমোদন লাভ

ii. প্রশিক্ষণ দান

iii. দলিল/ নথিপত্রের পর্যালোচনা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২২. সমাজ গবেষণায় প্রথম স্তরের কাজ কী?

[ক] সমাজ নির্বাচন

[খ] ব্যক্তি নির্বাচন

[গ] বিষয় নির্বাচন

[ঘ] গোষ্ঠী নির্বাচন

২৩. ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?

[ক] গোষ্ঠী সংহতি

[খ] ধর্মীয় ঐক্য

[গ] রাজনৈতিক ঐক্য

[ঘ] সামাজিক ঐক্য

২৪. কাকে দৃষ্টবাদ (Positivism)) এর জনক বলা হয়?

[ক] ইবনে খালদুনকে

[খ] অগাস্ট কোঁৎকে

[গ] জিন্সবার্গকে

[ঘ] কার্ল মার্কসকে

২৫. ‘মুকাদ্দিমা’ গ্রন্থে আলোচনা করা হয়েছে.

i. অর্থনীতি বিষয়ে

ii. সাহিত্যের বিষয়ে

iii. রাজনীতির বিষয়ে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৬. সমাজ উৎপত্তির প্রাচীন মতবাদ কোনটি?

[ক] বিবর্তনবাদ

[খ] ঐশ্বরিক মতবাদ

[গ] দৃষ্টবাদ

[ঘ] অদৃষ্টতাবাদ

২৭. সভ্যতা মানুষের কোন ধরনের সৃষ্টি?

[ক] বস্তুগত

[খ] অবস্তুগত

[গ] শৈল্পিক

[ঘ] অনুন্নত সৃষ্টি

২৮. সম্প্রদায়ের মৌলিক বৈশিষ্ট্য কয়টি?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :

জসিম সাহেবের তিন ছেলে ও দু মেয়ে। বড় ছেলে জোহানের এক মেয়ে ও এক ছেলে। মেঝো ছেলের এক মেয়ে ও শাশুড়িসহ একত্রে বাস করে। মেয়েরা পড়াশুনা করে। ছেলেদের আয়ে পরিবারের খরচ চলে।

২৯. জসিম সাহেবের পরিবারটির ধরন হলো-

[ক] অণু

[খ] নয়াবাস

[গ] বর্ধিত

[ঘ] যৌথ

৩০. উক্ত পরিবারটির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-

i. সচরাচর দেখা যায়

ii. বর্তমানে হ্রাস পাচ্ছে

iii. শহরের তুলনায় গ্রামে বেশি

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] i ও ii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [খ] ২ [গ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [ঘ] ৬ [ঘ] ৭ [গ] ৮ [গ] ৯ [খ] ১০ [ঘ] ১১ [খ] ১২ [ক] ১৩ [খ] ১৪ [খ] ১৫ [খ] ১৬ [খ] ১৭ [ক] ১৮ [গ] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [গ] ২২ [গ] ২৩ [ক] ২৪ [খ] ২৫ [ঘ] ২৬ [খ] ২৭ [খ] ২৮ [ক] ২৯ [গ] ৩০ [গ]

Leave a Comment