HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা ইমপিরিয়াল কলেজ pdf download ~ Exam Cares

১. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-

[ক] মানুষ

[খ] সংস্কৃতি

[গ] সম্প্রদায়

[ঘ] সমাজ

২. ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

[ক] পরিবার

[খ] রাজনৈতিক সংগঠন

[গ] সম্প্রদায়

[ঘ] রাষ্ট্র

৩. বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে কী বলা হয়?

[ক] সভ্যতা

[খ] সমাজ

[গ] সংঘ

[ঘ] সম্প্রদায়

৪. ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাদ করতো-উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?

[ক] আদিম সাম্যবাদী সমাজ

[খ] দাস সমাজ

[গ] সামন্ত সমাজ

[ঘ] পুঁজিবাদী সমাজ

৫. কুষ্টিয়ার বাসিন্দা রনি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সে শুরুতে ঢাকার মানুষের চাল-চলন, কথাবার্তা দেখে অবাক হলেও আস্তে আস্তে সে নিজেকে মানিয়ে নেয়। অনুচ্ছেদে কীসের পরিচয় দেওয়া হয়েছে?

[ক] সভ্যতা

[খ] সংস্কৃতি

[গ] বিশ্বায়ন

[ঘ] নগরায়ণ

৬. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে-

i. পরিবর্তনশীলতা

ii. গতিশীলতা

iii. আদর্শায়িত ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৭. সমাজবিজ্ঞানী কুলি গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন?

[ক] দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

৮. একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

[ক] সমাজ

[খ] সম্প্রদায়

[গ] সংঘ

[ঘ] গোষ্ঠী

৯. ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কী বলা হয়?

[ক] সমাজকাঠামো

[খ] সম্প্রদায়

[গ] গোষ্ঠী

[ঘ] দল

১০. মার্কসীয় দর্শন অনুযায়ী মানবসমাজের ইতিহাসে কয় ধরনের সমাজকাঠামো লক্ষ করা যায়?

[ক] দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

১১. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে একজন সমাজগবেষক গবেষণাকার্য পরিচালনা করেন-

i. গবেষণাধীন এলাকায় অতিথি হিসেবে দীর্ঘদিন বসবাস করে

ii. গবেষণাধীন এলাকার ভাষা আয়ত্ত করে

iii. কারো কাছ থেকে এলাকা সম্পর্কে জেনে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

মি. ক বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান থেকে, এদেশে উচ্চ জন্মহারের জন্য অশিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

১২. মি. ক এর আলোচ্য বিষয়টি সমাজবিজ্ঞান

এর কোন শাখার অন্তর্ভুক্ত?

[ক] শিক্ষার সমাজবিজ্ঞান

[খ] সামাজিক জনবিজ্ঞান

[গ] পরিবারের সমাজবিজ্ঞান

[ঘ] সাংস্কৃতিক সমাজবিজ্ঞান

১৩. সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান কখন আত্মপ্রকাশ করে?

[ক] অষ্টাদশ শতাব্দীর শুরুতে

[খ] অষ্টাদশ শতাব্দীর শেষে

[গ] ঊনবিংশ শতাব্দীর শুরুতে

[ঘ] উনবিংশ শতাব্দীর মধ্যভাগে

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা ইমপিরিয়াল কলেজ

১৪. “The Prince” গ্রন্থের লেখক কে?

[ক] হব্স

[খ] লক্

[গ] ম্যাকিয়াভেলি

[ঘ] রুশো

১৫. হানটিংটনের গবেষণা মতে কত ডিগ্রি তাপমাত্রায় মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি?

[ক] ৩০ ডিগ্রি ফাঃ

[খ] ৪০ ডিগ্রি ফাঃ

[গ] ৫০ ডিগ্রি ফাঃ

[ঘ] ৬০ ডিগ্রি ফাঃ

১৬. ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার ওপর বিশেষ প্রভাব রাখে?

[ক] ঋতু

[খ] বনাঞ্চল

[গ] বৃষ্টি

[ঘ] তাপমাত্রা

১৭. প্রগতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

[ক] মাথাপিছু আয় বৃদ্ধি

[খ] সবার জন্য শিক্ষা কর্মসূচি

[গ] কৃষিতে প্রযুক্তি ব্যবহার

[ঘ] নিম্নবিত্তের জীবনে পরিবর্তন

নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :

দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম- ১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক, ২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু।

১৮. অনুচ্ছেদের ১ ও ২ নং শিরোনাম সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?

[ক] ভৌগোলিক

[খ] জৈবিক

[গ] সাংস্কৃতিক

[ঘ] সামাজিক

১৯. সামাজিকীকরণ বলতে বোঝায়-

[ক] পরিবারে বসবাস করার শিক্ষা

[খ] বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা

[গ] একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া

[ঘ] সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া

২০. বিশ্বায়ন কী?

[ক] মানুষের এক ধরনের অভিযোজন কৌশল

[খ] কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ

[গ] তথ্য ও প্রযুক্তির প্রসার

[ঘ] শ্রমের প্রবাহ

২১. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক একক কোনটি?

[ক] পরিবার

[খ] গোষ্ঠী

[গ] রাষ্ট্র

[ঘ] সম্প্রদায়

২২. “Ancient Society” গ্রন্থের লেখক কে?

[ক] রবিন ফক্স

[খ] রবার্টসন

[গ] লুইস হেনরি মর্গান

[ঘ] কার্ল মার্কস

২৩. পলিজিনি শব্দের অর্থ কী?

[ক] অনেক পুরুষ

[খ] অনেক শিশু

[গ] একজন মহিলা

[ঘ] অনেক মহিলা

২৪. মাতৃসূত্রীয় পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়?

[ক] গারো

[খ] সাঁওতাল

[গ] চাকমা

[ঘ] মনিপুরী

২৫. কলেজের অধ্যক্ষ মহোদয়ের কর্তৃত্ব কোন ধরনের কর্তৃত্ব?

[ক] বৈধ কর্তৃত্ব

[খ] ঐতিহ্যগত কর্তৃত্ব

[গ] সম্মোহনী কর্তৃত্ব

[ঘ] যুক্তিসঙ্গত আইনগত কর্তৃত্ব

২৬. আসাবিয়া হলো-

i. এক ধরনের আদর্শভিত্তিক অনুভূতি

ii. সামাজিক সার্বভৌমত্ব

iii. পারিবারিক বা গোত্র বন্ধন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

২৭. দৃষ্টবাদী স্তর বলতে বোঝায়?

[ক] সমাজ ও রাষ্ট্রের যে স্তরে ধর্মের প্রভাব বেশি

[খ] যে স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি ও বাস্তবতার দিকে ধাবিত হয়

[গ] সমাজব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তাচেতনা প্রাধান্য পাবে

[ঘ] যে স্তরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে

২৮. এমিল ডুর্খেইমের মতে আত্মহত্যা কি ধরনের ঘটনা?

[ক] ব্যক্তিগত

[খ] সামাজিক

[গ] মনস্তাত্ত্বিক

[ঘ] অর্থনৈতিক

২৯. শ্রেণি শোষণবিহীন সমাজ কোনটি?

[ক] পুঁজিবাদ

[খ] সামাজিক

[গ] সাম্যবাদ

[ঘ] দাসপ্রথা

৩০. ‘সমাজ অর্থ সহযোগিতা’. উক্তিটি কার?

[ক] ডেভিড পোপেনো

[খ] ম্যাকাইভার

[গ] ওয়েবার

[ঘ] ডুর্খেইম

উত্তরমালা: ১ [ঘ] ২ [খ] ৩ [ক] ৪ [গ] ৫ [খ] ৬ [ক] ৭ [ক] ৮ [খ] ৯ [ক] ১০ [ঘ] ১১ [ক] ১২ [খ] ১৩ [ঘ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [ক] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [খ] ৩০ [খ]

Leave a Comment