১. সমাজের কল্যাণে বিভিন্ন সমাজকল্যাণমূলক সেবা প্রদান বা সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি ও গোষ্ঠী জীবনের স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা বিধানে যে সকল নীতি প্রণয়ন করা হয় তাকে কী বলে?
[ক] ধর্মীয় নীতি
[খ] অর্থনৈতিক নীতি
✅ সামাজিক নীতি
[ঘ] রাজনৈতিক নীতি
২. ‘সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলার একটি যৌথ প্রয়াস।’ উক্তিটি কার?
✅ Bruce S Jansson
[খ] A.E. Ben
[গ] Wilbert E Moore
[ঘ] Richard M Titmass
৩. সামাজিক নীতির মূল্য উদ্দেশ্য কোনটি?
[ক] জনগণের সর্বাধিক আর্থসামাজিক কল্যাণ সাধন
[খ] দুর্বল ও অসহায় শ্রেণির স্বার্থ সংরক্ষণ .
[গ] সীমিত সম্পদের অপচয় রোধ
✅ পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে জনগণকে সহায়তা করা
৪. সামাজিক নীতিকে পথনির্দেশিকা বলা হয় কেন?
✅ সামাজিক উন্নয়নের পথ নির্দেশ করে বলে
[খ] সমাজকে পরিচালিত করে বলে
[গ] মানুষের জীবনে সমৃদ্ধি আনয়ন করে বলে
[ঘ] সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বলে
৫. নিচের কোনটি সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার ধারাবাহিক অংশ বিশেষ?
[ক] বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → কার্যকরী কমিটি গঠন → নীতির অনুশীলন
✅ নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ → বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → কার্যকরী কমিটি গঠন
[গ] কার্যকরী কমিটি গঠন → বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ → নীতি অনুশীলন
[ঘ] নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ নীতির প্রচার ও জনসমর্থন → নীতির বিশেস্নষণ
৬. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি?
✅ নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন
[খ] খসড়া নীতি প্রস্তুত করা ও বাস্তবায়ন
[গ] নীতি বিশেস্নষণ ও কমিটি গঠন
[ঘ] কমিটি গঠন ও বাস্তবায়ন
৭. নীতি প্রণয়নে কমিটি গঠন করা হয় কেন?
✅ সার্বিক দায়িত্ব পালনের জন্যে
[খ] নীতি অনুমোদনের জন্যে
[গ] পরামর্শ গ্রহণের জন্যে
[ঘ] কর্মসূচি বাস্তবায়নের জন্যে
৮. Richard M Titmass-এর মতে, সামাজিক নীতির উদ্দেশ্য হলো-
i. নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণ
ii. অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় অন্তর্ভুক্ত করা
iii. ধনী ও দরিদ্রের মাঝে সম্পদের পুনর্বণ্টন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯. সামাজিক নীতির জন্য অনুসরণ করা হয়-
i. একমুখী প্রক্রিয়া
ii. দ্বিমুখী প্রক্রিয়া
iii. ধারাবাহিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
১০. সামাজিক নীতি-
i. সমাজসেবামূলক কর্মকা–র ক্ষেত্র তৈরি করে
ii. মানুষের প্রতিভার সুষ্ঠু বিকাশে সহায়তা করে
iii. সকলের মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তা বিধান করে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
১১. সামাজিক নীতির উদ্দেশ্য হচ্ছে-
i. সকলের কল্যাণ সাধন
ii. দারিদ্র্য নিরসন
iii. গণতন্ত্র সংরক্ষণ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১২. ‘ক’ দেশটির সরকার সম্পদ ও প্রাপ্ত সুবিধার ন্যায় ভিত্তিক বণ্টনের লক্ষ্যে সামাজিক নীতি প্রণয়ন করেছে। এর ফলে ‘ক’ দেশটিতে-
i. সাম্য ও সমতা প্রতিষ্ঠিত হবে
ii. অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাবে
iii: অধিকারহীনদের অধিকার প্রতিষ্ঠিত হবে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৩. সামাজিক নীতি প্রণয়নের মাধ্যমে-
i. জনগণের জীবনমান বজায় রাখা হয়।
ii. সমাজের জনগণের নিরাপত্তা লঙ্ঘিত হয়
iii. সমাজে সম্পদের সুষ্ঠু বণ্টন করা হয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪. শিশুদের জন্য কত বছর প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করা হবে?
✅ এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর
১৫. কার নেতৃত্বে বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণীত হয়?
✅ ড. কুদরত-এ খুদা
[খ] খুদাদাত খান
[গ] মোঃ শামসুল হক
[ঘ] অধ্যাপক আবুল ফজল
১৬. উপানুষ্ঠানিক শিক্ষা কী?
[ক] প্রাথমিক শিক্ষার বিপরীত অবস্থা
[খ] মাধ্যমিক শিক্ষার পরিপূরক অবস্থা
✅ প্রাথমিক শিক্ষার পরিপূরক অবস্থা
[ঘ] মাধ্যমিক শিক্ষার বিপরীত অবস্থা
১৭. নতুন শিক্ষা কাঠামোয় কোন শ্রেণি পর্যন্ত মাধ্যমিক শিক্ষা স্তর হিসেবে বিবেচিত হবে?
[ক] ৫ম-৮ম
[খ] ৮ম-৯ম
✅ ৯ম-দ্বাদশ
[ঘ] ৮ম-দ্বাদশ
HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.
১৮. বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামক বিষয়টি অধ্যয়ন করছে। এখানে কোন শিক্ষানীতির প্রতিফলন ঘটেছে?
[ক] ১৯৭৪
[খ] ১৯৮৪
[গ] ২০০১
✅ ২০১০
১৯. বর্তমানে শিক্ষকেরা শ্রেণিতে পাঠদানকালে সব ধর্মের শিক্ষার্থীদের পরস্পরকে বিপদ আপদে সহযোগিতা প্রদানের শিক্ষা দিয়ে থাকেন। এর ফলে নিচের কোনটি হতে পারে?
[ক] মানবাধিকার প্রতিষ্ঠা
[খ] নারী-পুরুষ বৈষম্য দূরীভূত
✅ অসাম্প্রদায়িক বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি
[ঘ] সাংস্কৃতিক বিকাশ
২০. শিল্প, বাণিজ্য ও যাবতীয় কর্মকা- পরিচালনার জন্য সেবামূলক প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় জ্ঞানের শাখাসমূহের সমন্বিত ব্যবস্থাকে কী বলে?
[ক] তথ্যপ্রযুক্তি শিক্ষা
✅ ব্যবসায় শিক্ষা
[খ] বিজ্ঞান
[গ] নৈতিক শিক্ষা
২১. শিশুদের প্রস্তুতিমূলক শিক্ষার জন্য শিক্ষানীতি ২০১০ এ কোন শিক্ষা স্তরের কথা বলা হয়েছে?
[ক] প্রাথমিক
✅ প্রাক-প্রাথমিক
[গ] ধর্মীয় শিক্ষা
[ঘ] কিন্ডার গার্টেন
২২. বাংলাদেশে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা প্রচলিত রয়েছে কোন স্তরে?
[ক] প্রাক-প্রাথমিক
✅ প্রাথমিক
[গ] মাধ্যমিক
[ঘ] উচ্চ মাধ্যমিক
২৩. আমাদের দেশে কার নেতৃত্বে সর্বশেষ শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
[ক] অধ্যাপক জাফর ইকবাল
[খ] অধ্যাপক ফায়েজ
✅ অধ্যাপক কবির চৌধুরী
[ঘ] অধ্যাপক আমিনুল ইসলাম
২৪. শিক্ষানীতির মূল উদ্দেশ্য হলো-
i. মানবতার বিকাশ, জনমুখী উন্নয়ন ও প্রগতিকে নেতৃত্বদানকারী দক্ষ জনগোষ্ঠী তৈরি
ii. মননশীল, যুক্তিবাদী, যুক্তিবাদী, নীতিবান এবং অসাম্প্রদায়িক নাগরিক গড‡় তোলা
iii. শিক্ষার মাধ্যমে সমাজজীবনে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, রর ও iii
২৫. বাংলাদেশে শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে-
i. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষার প্রতি শিক্ষার্থীদের সচেতন করা
ii. জাতীয় ইতিহাস, ঐতিহ্যের ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় তা সঞ্চালনের ব্যবস্থা করা
iii. দেশের সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬. আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে-
i. ইসলাম ধর্ম অনুধাবনে সাহায্য করা
ii. সর্বশক্তিমান আলস্নাহতাআলা ও তাঁর রাসুল (স)-এর প্রতি অটল বিশবাস গড়ে তোলা
iii. শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়তা করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭. একটি দেশের শিক্ষাব্যবস্থা যার ওপর ভিত্তি করে গড়ে উঠবে-
i. দেশের বিরাজমান আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থা
ii. দীর্ঘদিনের লালিত সাংস্কৃতিক ঐতিহ্য
iii. নৈতিক ও মানবিক মূল্যবোধ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮. জনসংখ্যা নীতি বাস্তবায়নে গ্রহীতামুখী সেবায় কাদের তথ্য ও সেবা প্রাপ্যতা নিশ্চিত করতে হবে?
[ক] নব-দম্পতির
[খ] কিশোর-কিশোরীর
[গ] শিশু-মহিলাদের
✅ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর
২৯. বর্তমানে দক্ষিণ কোরিয়ায় কত সংখ্যক লাইসেন্সধারী সমাজকর্মী রয়েছে?
[ক] এক লাখ
✅ দুই লাখ
[গ] তিন লাখ
[ঘ] চার লাখ
৩০. জনসংখ্যা নীতি অনুযায়ী পরিবার-পরিকল্পনা পদ্ধতি গ্রহণে গ্রহীতা বিভাজন করা কোন কার্যক্রমের আওতাভুক্ত?
[ক] নগর স্বাস্থ্যসেবা
✅ এলাকাভিত্তিক পরিকল্পনা ও কর্মকৌশল
[গ] আচরণ পরিবর্তনে যোগাযোগ
[ঘ] বেসরকারি ও ব্যক্তিখাতের অংশগ্রহণ
৩১. জনসংখ্যা নীতি অনুযায়ী বেসরকারি ও ব্যক্তিখাত প্রতিষ্ঠানের দ্বৈততা পরিহার করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কী হিসেবে কাজ করে?
✅ ফোকাল পয়েন্ট
[খ] গণমাধ্যম
[গ] সেবামূলক প্রতিষ্ঠান
[ঘ] তথ্য সরবরাহকারী
৩২. জনসংখ্যা নীতি অনুযায়ী জনসংখ্যা ও পরিবেশকে সর্বদা কোনটির সাথে বিবেচনায় রেখে কর্মকৌশল গ্রহণ করতে হবে?
✅ সামাজিক নিরাপত্তা
[খ] জনগণের অংশগ্রহণ
[গ] আইনগত ব্যবস্থা
[ঘ] কর্মপরিকল্পনা
৩৩. বর্তমান বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যু হার প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। এখানে কোন নীতির প্রতিফলন ঘটেছে?
[ক] নারী উন্নয়ন নীতি
[খ] শিশু নীতি
✅ জনসংখ্যা নীতি
[ঘ] শিক্ষানীতি
৩৪. জনসংখ্যা নীতি বাস্তবায়নের গ্রহীতামুখী সেবার মুখ্য উদ্দেশ্য-
i. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা নিশ্চিত করা
ii. ই-প্রজনন সেবা প্রচলন করা
iii. এইচআইভি/এইডস বিষয়ে সচেতন করা
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৫. জনসংখ্যা নীতি বাস্তবায়নে মুখ্য কৌশল-
i. গ্রহীতামুখী সেবা
ii. কিশোর-কিশোরীর কল্যাণ
iii. শিক্ষা ও প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩৬. জনসংখ্যা নীতি অনুযায়ী কিশোর-কিশোরী কল্যাণ কার্যক্রমে অবিবাহিত মহিলাদের-
i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়
ii. গ্রহীতা বিভাজন করা হয়
iii. ঋণ সুবিধা দেওয়া হয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.
৩৭. জনসংখ্যা ও পরিবেশ কার্যক্রমের আওতায় রয়েছে-
i. সামাজিক বনায়ন কর্মসূচি শক্তিশালী করা
ii. একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা
iii. দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮. সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সকল স্তরে নারী ও পুরুষের সমানাধিকারের উলেস্নখ আছে?
[ক] ২৭
[খ] ২৯
✅ ২৮(২)
[ঘ] ২৮(৩)
৩৯. বাংলাদেশের প্রথম নারী উন্নয়ন নীতির লক্ষ্য ছিল?
[ক] নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা
[খ] নারীদের রক্ষণশীল করে তোলা
✅ অবহেলিত নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটানো
[ঘ] নারীদের মানসিকতার উন্নয়ন ঘটানো
৪০. বাংলাদেশে সর্বশেষ কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়?
[ক] ২০০৮
[খ] ২০০৯
[গ] ২০১০
✅ ২০১১
৪১. নারী ও মেয়ে শিশুর প্রতি বৈষম্য দূরীকরণে করণীয় কী?
✅ নারীর অধিকার প্রতিষ্ঠা
[খ] নারীকে পারিবারিক শৃঙ্খলমুক্ত করা
[গ] নারীকে অভিশাপমুক্ত করা
[ঘ] নারীকে সাহসী ও কর্মঠ করে তোলা
৪২. জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করার জন্য বন্ধ করতে হবে
i. বাল্যবিবাহ
ii. যৌতুকের জন্য নিপীড়ন
iii. এসিড সন্ত্রাস ও যৌন হয়রানি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৩. নারীর দারিদ্র্য দূরীকরণেু
i. নারীদের উৎপাদনশীল কর্মে সম্পৃক্ত করতে হবে
ii. নারীদের মৌলিক চাহিদা পূরণে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি করতে হবে
iii. নারীদেরকে অর্থনৈতিক মূল ধারায় সম্পৃক্ত করতে হবে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা বেগম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তার মাসিক আয় স্বামীর মাসিক আয়ের সমান। তবুও নানা কারণে তিনি নানা বৈষম্যের শিকার হন।
৪৪. কীসের মাধ্যমে রহিমা বেগমের প্রতি সকল বৈষম্য দূর করা যায়?
[ক] গণসচেতনতা
[খ] উন্নত নারী নীতির
✅ সামাজিক নীতিরঘ নারীকে শিক্ষিত করে
৪৫. অধিকার বঞ্চিত নারীদের রক্ষায় সরকারের উচিত-
i. সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা করা
ii. নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা
iii. নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৬. জাতীয় শিশু নীতি অনুযায়ী কোন সময়কে কিশোর- কিশোরীর বয়ঃসন্ধিকালীন সময় হিসেবে ধরা হয়?
[ক] ১০ থেকে ১২
[খ] ১০ থেকে ১৪
[গ] ১০ থেকে ১৬
✅ ১০ থেকে ১৮
৪৭. জাতিসংঘ শিশু অধিকার সনদের আলোকে বাংলাদেশে কত সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন করা হয়?
[ক] ২০০০ সালে
[খ] ২০০৩ সালে
✅ ২০০৪ সালে
[ঘ] ২০০৫ সালে
৪৮. জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী কিশোর- কিশোরী বলতে কোন বয়সীদের বোঝানো হয়েছে?
[ক] ১২ বছর থেকে ১৫ বছরের কম বয়সী
[খ] ১৩ বছর থেকে ১৭ বছরের কম বয়সী
✅ ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী
[ঘ] ১৫ বছর থেকে ২০ বছরের কম বয়সী
৪৯. জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী শিশু বলতে কাদের বোঝানো হয়েছে?
[ক] ১৩ বছর বয়সী শিশু
[খ] ১৪ বছর বয়সী শিশু
✅ ১৬ বছর বয়সী শিশু
[ঘ] ১৮ বছর বয়সী শিশু
৫০. জাতীয় শিশু নীতি অনুযায়ী অনূর্ধ্ব কত বছরের শিশুদের Low Birth weight হ্রাস করতে হবে?
[ক] এক বছর
✅ দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর
৫১. প্রিয়া তার সন্তানকে ছোটবেলা থেকেই দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টির শিক্ষা দিচ্ছে। এতে প্রিয়ার সন্তান কী ধরনের মানুষ হিসেবে গড়ে উঠবে?
✅ দায়িত্বশীল
[খ] জ্ঞানী ও ন্যায়বান
[গ] সংস্কৃতিবান
[ঘ] আধুনিক
৫২. জাতীয় শিশু নীতি অনুযায়ী অন্ধত্ব নিবারণে শিশুদের কী ধরনের খাবার গ্রহণে উদ্বুদ্ধ করা হবে?
✅ ভিটামিন ‘এ’
[খ] ভিটামিন ‘বি’
[গ] ভিটামিন ‘সি’
[ঘ] ভিটামিন-‘এবি’
৫৩. ভারতে গান্ধী অনুসারীদের যৌথ উদ্যোগে কোথায় গ্রামীণ উন্নয়নের কাজ শুরু হয়?
[ক] দিল্লি
✅ গুজরাট
[গ] আগ্রা
[ঘ] কোলকাতা
৫৪. জাতীয় শিশুনীতির উদ্দেশ্য-
i. শিশুবান্ধব আইন প্রণয়ন
ii. স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণ
iii. লিঙ্গ সমতা আনয়ন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. শিশুদের সচেতন করে গড়ে তোলা উচিত যাতে তারা-
i. নিজেদের স্বার্থরক্ষা করতে পারে
ii. দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে
iii. দায়িত্বশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৬. শিশুর বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে জরুরি হলো-
i. উপযুক্ত বিনোদনের ব্যবস্থা করা
ii. মানবিক মূল্যবোধ গড়ে তোলা
iii. পারিবারিক স্বাস্থ্য নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৭. জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুদের আটক রাখার পরিবর্তে-
i. প্রবেশন ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ii. ডাইভারশন ব্যবস্থা গ্রহণ করতে হবে
iii. আত্মনির্ভরশীল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. সামাজিক নীতি বিশেষভাবে ক্রিয়াশীল-
i. সামাজিক উন্নয়নের ক্ষেত্রে
ii. রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে
iii. ইতিবাচক পরিবর্তন আনয়নে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.
নিচের অনুচ্ছেদটি পড়ো ৫৯ ও ৬০ নং প্রশ্নের উত্তর দাও:
করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর বিজ্ঞান মেলার আয়োজন করে শিশুদের কম্পিউটার শিক্ষায় পারদর্শী করে তোলা হয়। এ মেলায় অংশগ্রহণ করে শিশুরাও দারুণ মজা পায়।
৫৯. উদ্দীপকে বর্ণিত উদ্যোগের ফলে শিশুরা কী ধরনের মানুষ হিসেবে গড়ে উঠবে?
✅ বিজ্ঞানমনস্ক
[খ] সংস্কৃতিবান
[গ] জ্ঞানী ও প্রজ্ঞাবান
[ঘ] আদর্শবান
৬০. এ ধরনের উদ্যোগ গ্রহণের কারণ-
i. বিশ্বের সাথে তাল মেশানো
ii. শিশুদের কারিগরি উন্নয়ন
iii. শিশুদের অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. নীতির যথাযথ বাস্তবায়ন কীসের ওপর নির্ভর করে?
✅ নীতির সুষ্ঠু প্রণয়নের ওপর
[খ] নীতির বিষয়ের ওপর
[গ] লোকবলের ওপর
[ঘ] প্রয়োজনীয় অর্থের ওপর
৬২. কীভাবে নীতির যথার্থতা যাচাই করা যায়?
✅ বিশেস্নষণ অনুধ্যানের মাধ্যমে
[খ] পরিকল্পনার মাধ্যমে
[গ] জরিপের মাধ্যমে
[ঘ] প্রয়োগের মাধ্যমে
৬৩. সামাজিক নীতি প্রয়োজন কেন?
[ক] ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে
✅ সমাজের সার্বিক কল্যাণ সাধন করতে
[গ] জাতীয় উন্নয়ন অর্থবহ করতে
[ঘ] বৈশ্বিক সমস্যা রোধ করতে
৬৪. বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান সমস্যা হলো-
[ক] অভ্যন্তরীণ সঞ্চয়ের অভাব
[খ] বিদেশি বিনিয়োগ কম
✅ রাজনৈতিক অস্থিতিশীলতা
[ঘ] দক্ষ নীতিবিদদের অভাব
৬৫. সামাজিক নীতি কখন তাৎপর্যম–ত হয়?
✅ প্রয়োগ ও বাস্তবায়ন ফলপ্রসূ হলে
[খ] গুরুত্বপূর্ণ বিষয়ে নীতি প্রণয়ন করা হলে
[গ] বিশেষজ্ঞদের দ্বারা নীতি প্রণীত হলে
[ঘ] নীতি প্রণয়নে বেশি বাজেট বরাদ্দ থাকলে
৬৬. কাশীপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্টদের পাশাপাশি বেশ কিছু সমাজকর্মী ভূমিকা পালন করছেন। তাদেরকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
✅ পরিবর্তনের বাহকখ উন্নয়নের ধারক
[গ] জ্ঞানের ধারক
[ঘ] অর্থের বাহক
৬৭. সামাজিক নীতি বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা কী?
[ক] পর্যাপ্ত তথ্যের অভাব
[খ] প্রশাসনিক দুর্নীতি
✅ সঠিক তথ্যের অভাব
[ঘ] পর্যাপ্ত বিশেষজ্ঞ
৬৮. সামাজিক নীতির গুরুত্ব অপরিসীম যেসব ক্ষেত্রেু
i. সুশৃঙ্খল ও অর্থবহ সেবাকর্ম পরিচালনার ক্ষেত্রে
ii. মানুষ ও সমাজ ব্যবহার কল্যাণে
iii. মানুষের মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধনে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৯. ‘অনুঘটক’ বলতে বোঝায়-
i. যে নিজে পরিবর্তিত হয়, অপরকে পরিবর্তন করে
ii. যে শুধু নিজে পরিবর্তিত হয়
iii. যে নিজে পরিবর্তিত হয় না, কিন্তু অপরের পরিবর্তন ঘটায়
নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
৭০. বিভিন্ন সামাজিক নীতি বাস্তবায়নের প্রধান উপায় হচ্ছে-
i. উত্তম পরিকল্পনা গ্রহণ
ii. কর্মসূচি প্রণয়ন
iii. বাস্তবায়ন
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭১. সামাজিক নীতি অনুশীলনে সমাজকর্মীরা-
i. নীতির সমস্যা চিহ্নিত করে
ii. আর্থসামাজিক দিকের অনুসন্ধান করে
iii. রাজনৈতিক দিকের অনুসন্ধান করে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭২. ‘পরিকল্পনা হচ্ছে একটি বুদ্ধিজাত প্রক্রিয়া, সুশৃঙ্খলভাবে কাজ করার মানসিক প্রস্তুতি, কাজ করার আগে চিন্তা এবং অনুমানের পরিবর্তে সঠিক তথ্যের আলোকে কোনো কাজ সম্পাদন করা-সংজ্ঞাটি কার?
[ক] ট্রেকার
✅ আর্থার ডানহাম
[গ] নিউম্যান
[ঘ] টেইলর
[ক] ৩টি
[খ] ৪টি
[গ] ৫টি
✅ ৬টি
৭৪. সর্বপ্রথম কোন দেশে আধুনিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়?
[ক] যুক্তরাজ্যে
✅ রাশিয়ায়
[গ] যুক্তরাষ্ট্রে
[ঘ] মিশরীয় সভ্যতায়
৭৫. যে সমস্ত পরিকল্পনা জাতীয় ভিত্তিতে বা সমগ্র দেশব্যাপী ব্যাপক পরিসরে প্রণীত হয় তাকে কী বলে?
[ক] ব্যষ্টিক পরিকল্পনা
✅ সামষ্টিক পরিকল্পনা
[গ] স্বল্পমেয়াদি পরিকল্পনা
[ঘ] মধ্যমেয়াদি পরিকল্পনা
৭৬. Social Planning: Concept and Techniques’ গ্রন্থটি কে রচনা করেন?
✅ শর্মা ও শাস্ত্রী
[খ] আর এম ম্যাকাইভার
[গ] অগাস্ট কোঁৎ
[ঘ] টি. পারসন
৭৭. প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত?
[ক] ৫-১০ বছর
✅ ১০-২০ বছর
[গ] ১০-২৫ বছর
[ঘ] ২০-৩০ বছর
৭৮. Social Policy in the Twentieth Century (১৯৮৭) বইটির রচয়িতা কে?
✅ টি এইচ মার্শাল
[খ] রিচার্ড এম টিটমাস
[গ] রবার্ট এল বার্কার
[ঘ] ব্রুস এস জেনসন
৭৯. মধ্য মেয়াদী পরিকল্পনার মেয়াদ কত বছর?
✅ ১ থেকে ৫
[খ] ৫ থেকে ১৩
[গ] ৫ থেকে ১৪
[ঘ] ৫ থেকে ১৫
৮০. বার্ষিক বাজেট পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনার আওতায় পড়ে?
[ক] ব্যষ্টিক
✅ স্বল্পমেয়াদি
[গ] আর্থিক
[ঘ] সামষ্টিক
৮১. বাংলাদেশ সরকার প্রথম প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে?
[ক] ১৯৭২-১৯৮২
[খ] ১৯৮৫-১৯৯৭
✅ ১৯৯৫-২০১০
[ঘ] ২০১১-২০২১
৮২. দ্বি-বার্ষিক পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা?
[ক] দীর্ঘমেয়াদি
[খ] স্বল্পমেয়াদি
✅ মধ্যমেয়াদি
[ঘ] স্থায়ীমেয়াদি
৮৩. কোন পরিকল্পনার মাধ্যমে সাধারণত বিভিন্ন চাহিদা পূরণে অর্থের জোগান নিশ্চিত করা হয়?
✅ আর্থিক
[খ] ব্যষ্টিক
[গ] বস্তুগত
[ঘ] ঘূর্ণায়মান
৮৪. সমাজের কল্যাণ সাধনের জন্য সমাজ ও রাষ্ট্র কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত ব্যাপকভিত্তিক পরিকল্পনাকে কী বলে?
✅ সামাজিক পরিবর্তন
[খ] আর্থিক পরিকল্পনা
[গ] বস্তুগত পরিবর্তন
[ঘ] ব্যষ্টিক পরিকল্পনা
৮৫. সামাজিক পরিকল্পনার মাধ্যমে-
i. সামাজিক জীবনের উৎকর্ষ সাধন করা হয়
ii. সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হয়
iii. সামাজিক উন্নয়ন ব্যাহত করা হয়
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৬. সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা হয় যে কারণে-
i. সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্য
ii. সম্পদের সুষ্ঠু বণ্টনের জন্য
iii. উন্নত মানবীয় জীবন বিধানের জন্য
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও:
দেবলপুর গ্রামের বেকারত্ব দূরীকরণে কমল সরকার এলাকার বেকার যুবকদের সংগঠিত করে এলাকার পরিত্যক্ত পুকুরটি পরিষ্কার করে মৎস্যচাষের উদ্যোগ নেন। এজন্যে তিনি প্রাথমিকভাবে কীভাবে কার্য সম্পাদন করবেন সে ব্যাপারে কিছু কর্মসূচি হাতে নেন।
৮৭. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] নীতি
[খ] উন্নয়ন
[গ] গবেষণা
✅ পরিকল্পনা
HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.
৮৮. উক্ত বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. এতে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই
ii. এটি সুসামঞ্জস্য পূর্ণ
iii. এটি সুশৃঙ্খল, ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮৯. বার্ষিক পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি নির্ণয়ে প্রতি কয় মাস পর পর মনিটরিং করা হয়?
[ক] ২ মাস
✅ ৩ মাস
[গ] ৪ মাস
[ঘ] ৫ মাস
৯০. সামাজিক পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য চিহ্নিতকরণে কারা সক্রিয় ভূমিকা পালন করে?
✅ সমাজকর্মী
[খ] সাধারণ জনগণ
[গ] রাজনীতিবিদ
[ঘ] ধর্মীয় গুরু
৯১. সামাজিক পরিকল্পনার ও বাস্তবায়নের অন্যতম প্রধান দুর্বলতা কোনটি?
[ক] স্থানীয় জনগণকে উন্নয়ন পরিকল্পনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া
✅ স্থানীয় জনগণকে পরিকল্পনার সাথে সম্পৃক্ত করতে ব্যর্থ হওয়া
[গ] স্থানীয় জনগণকে উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা
[ঘ] স্থানীয় জনগণকে প্রশাসনিক সহায়তা দেওয়া
৯২. পরিকল্পনা কীভাবে সার্থকতা লাভ করে?
✅ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে
[খ] কর্মসূচি প্রণয়নের মাধ্যমে
[গ] কর্মসূচি মূল্যায়নের মাধ্যমে
[ঘ] কর্মসূচি পরীক্ষামূলকভাবে অনুশীলনের মাধ্যমে
৯৩. প্রথাগত কৌশলের ব্যর্থতা যেসব কারণে সংগঠিত হচ্ছে সেগুলো হচ্ছে-
i. গ্রামের সম্পদ শোষণ
ii. শহর কাঠামো গড়ার অধিক প্রবণতা
iii. উন্নয়ন কর্মকান্ড জনগণের অভাব
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii