HSC লালসালু উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৩ pdf download ~ Exam Cares

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র উপন্যাস গাইড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Lalsalu Uponnas mcq Question and Answer. Lalsalu Uponnash mcq Proshno O Uttor for HSC Exam Preparation. HSC Lalsalu Novel (mcq) Multiple Choice Question Answers-3 pdf download

বাংলা উপন্যাস

লালসালু

সৈয়দ ওয়ালীউল্লাহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[২০১ হতে ৩০০ পর্যন্ত]

২০১. কখন মজিদের সামনে সৃষ্টি-রহস্য নিরাবরণ স্পষ্টতায় প্রতিভাত হয় বলে মহব্বতনগরবাসী মনে করে?

[ক] যখন মজিদ বিচারকের আসনে বসে

✅ মজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়

[গ] মজিদ যখন মিহি মধুর কণ্ঠে কেরাত শুরু করে

[ঘ] মজিদ যখন মাজারে থাকে

২০২. বাপের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক রটানোর জন্য হাসুনির মা তার মায়ের প্রতি কিরূপ দৃষ্টি হানে?

[ক] শুভ দৃষ্টি

[খ] তির্যক দৃষ্টি

✅ অগ্নিদৃষ্টি

[ঘ] ঘৃণ্যদৃষ্টি

২০৩. হাসুনির মায়ের মতে, তার বাবা কীরূপ মানুষ ছিল?

[ক] মাজারভক্ত

✅ নেকবন্দ

[গ] আল্লাহওয়ালা

[ঘ] নিরীহ

২০৪. মজিদের বাড়িতে হাসুনির মায়ের যাতায়াত বেড়ে গেল কখন?

[ক] মাজার উৎসবে

✅ বতোর দিনে

[গ] বিচারকালে

[ঘ] ঝড়ের দিনে

২০৫. “হুকায় এক ছিলিম তামাক ভইরা দেও গো বিটি।”-কথাটি কে বলে?

[ক] খালেক ব্যাপারী

[খ] দুদু মিঞা

✅ মজিদ

[ঘ] বুড়ো

২০৬. “হুকায় এক ছিলিম তামাক ভইরা দেওগো বিটি।”-মজিদ এ কথা কাকে বলে?

[ক] রহীমাকে

[খ] জমিলাকে

✅ হাসুনির মাকে

[ঘ] হাসুনিকে

২০৭. গভীর রাতে রহীমা আর কে ধান সিদ্ধ করে?

[ক] জমিলা

✅ হাসুনির মা

[গ] মজিদ

[ঘ] দুদু মিঞা

২০৮. “পা-টা একটু টিপা দিবা?”-মজিদ কাকে বলে?

✅ রহীমাকে

[খ] জমিলাকে

[গ] হাসুনির মাকে

[ঘ] হাসুনিকে

২০৯. কার দেহে ভরা ধানের গন্ধ?

[ক] জমিলার

✅ রহীমার

[গ] হাসুনির মার

[ঘ] হাসুনির

২১০. রহিমার দেহভরা কীসের গন্ধ?

[ক] ঘামের

[খ] ফুলের

✅ ধানের

[ঘ] সাপের

২১১. অন্ধকারে কীসের মতো মজিদের চোখ চকচক করে?

[ক] সাপের মতো

✅ ধানের মতো

[গ] ফসলের মতো

[ঘ] আগুনের মতো

২১২. কার মনের অস্থিরতা কাটে না?

[ক] খালেক ব্যাপারীর

✅ মজিদের

[গ] রহীমার

[ঘ] জমিলার

২১৩. কার নামোচ্চারণে সংকোচ কাটে?

[ক] মজিদের

✅ খোদার

[গ] কবরের

[ঘ] প্রত্যুষের

২১৪. মাজার জেয়ারত করতে আসা লোকেরা চেয়ে চেয়ে কী দেখে?

[ক] টিনের বেড়া

[খ] লালসালু

✅ মজিদের ধান

[ঘ] শুকতারা

২১৫. মজিদকে অভিনন্দিত করে কারা?

✅ মাজার জেয়ারতকারীরা

[খ] মহব্বতনগরবাসীরা

[গ] বিচার প্রত্যাশীরা

[ঘ] নেকবন্দ মানুষেরা

২১৬. মজিদের ঘরে ধানের প্রাচুর্যে কী উপচে পড়ছে?

[ক] মাজার

✅ মগড়া

[গ] হাঁড়ি

[ঘ] আঙ্গিনা

২১৭. মজিদের ঘরে কীসের বন্যা?

[ক] মগড়ার

✅ ধানের

[গ] লালসালুর

[ঘ] জেয়ারতকারীর

২১৮. সকলকে কী বলে সম্বোধন করার অভ্যাস মজিদের?

[ক] সাহেব

[খ] শয়তান

✅ মিঞা

[ঘ] ব্যাপারী

২১৯. গৃহস্থদের গোলা যখন ধানে ভরে ওঠে তখন কাদের সফর শুরু হয়?

[ক] মাজারওয়ালাদের

✅ পীরদের

[গ] মজিদদের

[ঘ] মাতব্বরদের

২২০. মতলুব খাঁ কে?

✅ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট

[খ] মহব্বতনগরের মাতব্বর

[গ] মাজারের ভক্ত

[ঘ] বিচারসভার প্রধান

২২১. মজিদ তার প্রভাব কীসের মতো মিলিয়ে যাবার সম্ভাবনা দেখতে পায়?

[ক] দ্বিতীয়ার চাঁদের মতো

✅ কৃষ্ণপক্ষের চাঁদের মতো

[গ] ধনুকের মতো

[ঘ] বিদ্যুতের মতো

২২২. মতিগঞ্জের সড়ক দিয়ে দলে-দলে লোক উত্তর দিকে কোথায় যায়?

[ক] মজিদের মাজারে

✅ নবাগত পীরের কাছে

[গ] ধানের জমিতে কাজ করতে

[ঘ] মাজারে সিন্নি দিতে

২২৩. মতলুব মিঞার বাড়ি কোথায়?

[ক] মহব্বতনগর

[খ] মতিগঞ্জ

✅ আওয়ালপুর

[ঘ] ময়মনসিংহ

২২৪. পীর সাহেবকে বাতাস করার ঝালরওয়ালা পাখাটি দেখতে কেমন?

✅ হাতির কানের মতো

[খ] দ্বিতীয়ার চাঁদের মতো

[গ] কৃষ্ণপক্ষের চাঁদের মতো

[ঘ] লালসালুর মাজারের মতো

২২৫. মজিদের মতে, বেদাতি কারবারের প্রতি প্রচণ্ড লোভ কার?

[ক] খোদার

✅ শয়তানের

[গ] পীরের

[ঘ] মাজারের

২২৬. সিদ্ধান্ত হলো, মহব্বতনগরের মানুষ কার ত্রিসীমানায় ঘেঁষবে না?

[ক] মজিদের

[খ] কবরের

✅ পীর সাহেবের

[ঘ] মুসল্লিদের

২২৭. ‘লালসালু’ উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়?

✅ করিমগঞ্জে

[খ] মহব্বতনগরে

[গ] আউয়ালগঞ্জে

[ঘ] মতিগঞ্জে

২২৮. শয়তানের চ্যালারা কার মাথা ফাটিয়ে দিয়েছে?

[ক] দুদু মিঞার

[খ] মতলুব খাঁর

✅ কালু মিঞার

[ঘ] মজিদের

২২৯. হাসপাতালের কম্পাউন্ডারের চেহারা কেমন?

✅ ভাঙ-গাঁজা খাওয়া রসকষ শূন্য হাড়গিলে

[খ] মোটাসোটা বৃহৎ মাথা

[গ] নামাজি মুসল্লিপনা

[ঘ] মাজারে বিশ্বাসী স্থূল দেহ

২৩০. পীর সাহেবের সাগরেদরা আফসোস করে কেন?

✅ কালুর কল্লা ধরাচ্যুত করতে পারেনি বলে

[খ] পীর সাহেব দাঙ্গাবাজি হৈ-হাঙ্গামা ভালোবাসেনা বলে

[গ] পীর সাহেব উদার মানুষ বলে

[ঘ] কুত্তা কামড়ালে কুত্তাকে কামড়ানো অনুচিত বলে

২৩১. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী কে?

[ক] রহীমা

✅ আমেনা

[গ] তানুবিবি

[ঘ] জমিলা

২৩২. কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিল?

[ক] বারো

✅ তেরো

[গ] চৌদ্দ

[ঘ] পনেরো

২৩৩. আকাশের চাঁদের মতো সুন্দর হবে কার সন্তান?

[ক] রহীমার

✅ আমেনার

[গ] তানুবিবির

[ঘ] জমিলার

২৩৪. কোন ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো?

[ক] মজিদকে ব্যাপারীর অবিশ্বাস

[খ] মজিদকে না জানিয়ে সেই পীরের কাছে পানি পড়ার জন্য পাঠানো

✅ সবকিছু জেনেই মাতব্বর পীরের পানিপড়া নেবে না

[ঘ] মাতব্বর মজিদের সাথে পরামর্শ করেনি বলে

২৩৫. রহীমার পেটে কত প্যাঁচের বেড়ি রয়েছে?

[ক] সাত

✅ চৌদ্দ

[গ] একুশ

[ঘ] বাইশ

২৩৬. মজিদ আমেনা বিবিকে তালাক দিতে বলে কেন?

[ক] শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হননি বলে

✅ মাজারের চারপাশে সাতবার ঘুরতে না পারার ব্যর্থতার জন্য

[গ] পাক দিল আর গুনাহগার দিল এক সুতায় বাঁধা থাকে বলে

[ঘ] পানিপড়া খেয়ে তিনি সাত পাক দিতে পারলেন বলে

২৩৭. আমেনার আনন্দ আর সুখের নিশানা কী?

✅ থোতামুখের তালগাছ

[খ] তেঁতুল গাছ

[গ] মাজার

[ঘ] বড় নদী

২৩৮. মজিদের কথা অনুযায়ী আক্কাসের বদ মতলব কোনটি?

[ক] দাড়ি না রাখা

✅ স্কুল প্রতিষ্ঠা করা

[গ] নামাজ পড়া

[ঘ] কবর জেয়ারত করা

২৩৯. বাড়িতে একটা নুলা ভাইকে ফেলে এসেছে কে?

[ক] রহীমা

✅ জমিলা

[গ] হাসুনির মা

[ঘ] হাসুনি

২৪০. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন?

[ক] মাছ সহ্য করতে পারে না বলে

[খ] মাছ ধরার দক্ষতার জন্য

✅ শব্দ করলে মাছ পালায় বলে

[ঘ] সাবধানের মার নেই বলে

২৪১. মজিদ বিদেশ বিভূঁইয়ে অবস্থান করছিল কেন?

✅ অশিক্ষিতদের মধ্যে খোদার আলো ছড়াতে

[খ] নিজ গ্রামে কবর ছিল না বলে

[গ] কবরকে পীরের মাজারে পরিণত করতে

[ঘ] নিজে এলেম শিক্ষা লাভ করতে

HSC লালসালু উপন্যাস (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (২০১-৩০০)

২৪২. মজিদ জমিকে ধন মনে করে না কেন?

✅ কবর ব্যবসা ভালো চললে ঘাম ঝরানো অনর্থক

[খ] জমিতে রোদ-বৃষ্টিতে শ্রম দিতে হয় না বলে

[গ] মজুরেরা ধান কাটতে গিয়ে গীত গায় বলে

[ঘ] জমির মালিকেরা খোদাকে মানে না বলে

২৪৩. খোদা-রসুলের ডাক একবার পৌঁছে দিতে পারলে কারা বেচাইন হয়ে যায়?

[ক] মতিগঞ্জের লোক

✅ গারো পাহাড়ের লোক

[গ] মহব্বতনগরের মানুষ

[ঘ] মধুপুরের অধিবাসী

২৪৪. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’-কাদের?

[ক] মতিগঞ্জের মানুষদের

✅ গারো পাহাড়ের লোকদের

[গ] মহব্বতনগরের লোকদের

[ঘ] মধুপুরের অধিবাসীদের

২৪৫. কাদের খাতির-মমতার মধ্যে মজিদের বেশ দিন কাটছিল?

✅ গারো পাহাড়ের লোকদের

[খ] মধুপুরের মানুষদের

[গ] মহব্বতনগরের অধিবাসীদের

[ঘ] মোদাচ্ছের পীরের শিষ্যদের

২৪৬. হাসি ও গীত মজিদের ভালো লাগে না কেন?

[ক] এগুলো মজুরের কাজ বলে

✅ এগুলো মাজারকে অবজ্ঞা করে বলে

[গ] এগুলো মজুরের প্রাণ বলে

[ঘ] এগুলো নাস্তিকের কর্ম বলে

২৪৭. বয়সে ছোকড়াদের দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না কেন?

✅ গিরে দিতে পারে না বলে

[খ] বয়সে পরিপক্ক বলে

[গ] গাড়িতে উঠার জন্য ছুটাছুটি করে বলে

[ঘ] দক্ষ হাতে গিরে দেয় বলে

২৪৮. এটা যে খোদাতা’লার বিশেষ দেশ, তা বোঝা যায় কীভাবে?

✅ ভোরে মক্তবে আমসিপাড়ার আওয়াজ শুনে

[খ] মাঠে মাঠে শস্যের প্রাচুর্য দেখে

[গ] লালসালুতে ঢাকা কবর দেখে

[ঘ] অজগরের মতো দীর্ঘ রেলগাড়ি দেখে

২৪৯. ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা কাটে না কেন?

✅ না খেতে পেয়ে চোখে আলাদা ভাব জাগে বলে

[খ] দরিদ্রদের মুখের চামড়া ঝুলে বলে

[গ] শীর্ণ দেহ শক্ত হয়ে ওঠে বলে

[ঘ] ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে বলে

২৫০. হাস্নাহেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায় কীসে?

✅ মজিদের কণ্ঠে চমৎকার সুরের কুরআন তেলাওয়াত

[খ] মাজারের ধূপকাঠি

[গ] সালু কাপড়ে আবৃত মাজারটি

[ঘ] মাটিতে ফিরে যাওয়ার বাধ্যবাধকতা

২৫১. জমি মানুষের শ্রমের সম্মান দেয় কীভাবে?

✅ ভালো ফসল দিয়ে

[খ] উর্বরতা দিয়ে

[গ] শীতলতা দিয়ে

[ঘ] আশ্রয় দিয়ে

২৫২. জমি প্রাণের চেয়ে বড় হয়ে ওঠে কখন?

[ক] সিপাহির খণ্ডিত ছিন্ন দেহের একতাল অর্থহীন মাংসের কথা মনে হলে

✅ যখন ফসলের গন্ধ নাকে লাগে এবং হিংসা-বিদ্বেষ ভুলে যায়

[গ] জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলা হলে

[ঘ] দুনিয়ার দূষিত আবহাওয়ার মধ্যে বর্বরতা আসলে

২৫৩. ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই কেন?

✅ ভাগ্যের লেখা অখণ্ডনীয় বলে

[খ] কৃষকের ভাগ্য বলে কিছু নেই বলে

[গ] ভাগ্যের ওপর দাগ পড়ে বলে

[ঘ] ভাগ্য ছাড়া মানুষ নেই বলে

২৫৪. জমিতে চারা ছড়াবার সময় কৃষকরা খোদাকে স্মরণ করে না কেন?

[ক] চারা ছড়ানো নিয়ে ব্যস্ত বলে

[খ] জমির আশেপাশে মসজিদ নেই বলে

[গ] হাল দিতে সময় যায় বলে

✅ খোদার প্রতি বিশেষ টান না থাকায়

২৫৫. “তাকিয়ে থাকতে ঘোর লাগে, চোখ অবশ হয়ে আসে।” -কোথায়?

✅ মাজারে

[খ] হাট-বাজারে

[গ] ক্ষেতে

[ঘ] মতিগঞ্জ সড়কে

২৫৬. বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না কেন?

✅ তাকে দেখে ঘৃণা আসে বলে

[খ] বুড়ো তার বউকে ভালোবাসে বলে

[গ] বুড়ো তার বউকে ঘৃণা করে বলে

[ঘ] তার বউ নির্দোষ বলে

২৫৭. মজিদ নিজে তার মাফ দাবি করে না কেন?

[ক] মাজার তার পরিচালনায় চলে বলে

✅ বুড়ো তার মেয়ের কাছে মাফ চাইলে নির্দেশ দাতার কাছেই মাফ চাওয়া হবে বলে

[গ] খালেক ব্যাপারীর উপস্থিতিতে বিচার হয়েছে বলে

[ঘ] মজিদের বিচারে বুড়ো লোকটি কেঁদেছে বলে

২৫৮. হাসুনির মা তার মায়ের প্রতি অগ্নিদৃষ্টি হানে কেন?

✅ বাপের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক রটানোর জন্য

[খ] তার মা কর্তৃক পিতাকে অবহেলা করার জন্য

[গ] মাজারের প্রতি মায়ের টান ছিল না বলে

[ঘ] ছোটবেলায় তার মা চড়ুই পাখির মতো নাচতো বলে

২৫৯. বুড়ি চুপ থাকে কেন?

[ক] সবাই তাকে দোষ দেয় বলে

✅ খেলোয়াড় না থাকলে খেলা জমে না বলে

[গ] স্বামীর বিরুদ্ধে মিথ্যে বলায়

[ঘ] কথা বলার দোসর নেই বলে

২৬০. হাসুনির মা প্রথম প্রথম মজিদের বাসায় আসতো না কেন?

[ক] ঘৃণা লাগতো বলে

[খ] রাগ ছিল বলে

✅ লজ্জা হতো বলে

[ঘ] অভিমান ছিল বলে

২৬১. হাসুনির মা মজিদের সামনাসামনি হলে তার বুক কাঁপতো কেন?

✅ ভয়ে

[খ] ঘৃণায়

[গ] রাগে

[ঘ] লজ্জায়

২৬২. ক্রমে খোলা মুখে মজিদের সামনে দিয়ে হাসুনির মা আসা-যাওয়া শুরু করে কেন?

✅ কাজের মেয়ের লজ্জা করা অর্থহীন বলে

[খ] উপায়হীনের উপায় থাকে না বলে

[গ] বতোর দিনে কাজ থাকে না বলে

[ঘ] সঙ্কোচ আর ভয় ক্ষণস্থায়ী বলে

২৬৩. মজিদের দেয়া শাড়ি পেয়ে হাসুনির মা খুশি হয়েও মুখ গম্ভীর করে কেন?

✅ নিজের শাড়ির চেয়ে মেয়ের জামা বেশি প্রয়োজন বলে

[খ] নিজের অনেক শাড়ি আছে বলে

[গ] শাড়ির দাম অনেক বেশি বলে

[ঘ] হাসনির মায়ের জামা পরার শখ ছিল বলে

২৬৪. সিদ্ধ ধানের ভাপের শব্দটিকে গল্পকার কীসের সাথে তুলনা করেছেন?

✅ সাপের শিস

[খ] কালো ধোঁয়া

[গ] আগুনের শিখা

[ঘ] আলোকিত উঠান

২৬৫. মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে কীভাবে?

[ক] সীমাহীন আকাশ কালো আবরণে সীমাবদ্ধ বলে

✅ খড়কুটোর আলোয় প্রাঙ্গণ আলোকিত হলেও আকাশ অন্ধকার তাই

[গ] মাজারে আলো জ্বলে কিন্তু গ্রামে অন্ধকার বলে

[ঘ] মানুষ দুনিয়াকে আলোকিত করে আর খোদা আকাশ আলোকিত করে

২৬৬. এখানে সে একাই মালিক কেন?

✅ মজিদ বাড়ি ও স্ত্রীর একচ্ছত্র অংশীদার বলে

[খ] মজিদ মাজারের একমাত্র মালিক বলে

[গ] গ্রামের সবাই মজিদের কথা মেনে চলে বলে

[ঘ] গাঁয়ের মাতব্বর খালেক ব্যাপারীও মজিদের অন্ধ সমর্থক বলে

২৬৭. মজিদের মনে অস্থিরতা কীসের জন্য?

✅ বেগুনি রঙের শাড়ি পরিহিতা হাসুনির মাকে কাছে পাওয়ার জন্য

[খ] উঠান থেকে সিদ্ধ ধানের শিসের আওয়াজ বেড়ার গায়ে লাগে বলে

[গ] এক অজানা আকাক্সক্ষায় মজিদের মন আশ-পাশ করে ওঠে বলে

[ঘ] দ্রুত সেই মুহূর্তগুলো ঘনতর হয়ে ওঠে বলে

২৬৮. মজিদ শঙ্কিত হয়ে ওঠে কখন?

[ক] যখন কবর জেয়ারতকারীরা তাকে নানা প্রশ্ন করে

[খ] যখন হাসুনির মাকে কুপ্রস্তাব দিতে চায়

✅ যখন জাঁদরেল পীররা আশে-পাশে এসে আস্তানা গাড়ে

[ঘ] যখন বিচারের নামে মানুষকে অমানবিক শাস্তি দেয়

২৬৯. ধলামিঞার কালামিঞা বনে যাবার যোগাড় কীভাবে?

✅ পানি পড়া আনতে গিয়ে বিপদের সম্ভাবনার কথা ভেবে

[খ] দাঙ্গা-হাঙ্গামার প্রকোপে

[গ] আওয়ালপুর ও মহব্বতনগরের মধ্যে রেষারেষি চলছে বলে

[ঘ] দাঙ্গা-হাঙ্গামার কথা শুনে সেখানে যাওয়া যায় না তাই

২৭০. কার কথা শুনলে পুরুষ মেয়েমানুষেরও অধম হয়?

✅ বিবির

[খ] মহিলার

[গ] মেয়েদের

[ঘ] কাজের বেটির

২৭১. গ্রামে কীসের হিড়িক পড়েছে?

[ক] মসজিদ স্থাপনের

✅ ইস্কুল তৈরির

[গ] রাজা বউদের দূর করার

[ঘ] মাজার নির্মাণের

২৭২. মজিদের পেশা কী?

[ক] আবাদ করা

[খ] মাছ ধরা

✅ কবর ব্যবসা

[ঘ] মজুরখাটা

একাদশ-দ্বাদশ শ্রেণি

বাংলা সহপাঠ

উপন্যাস লালসালু

গুরুত্বপূর্ণবহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

শব্দার্থ ও টীকা: [বোর্ড বই থেকে]

২৭৩. ‘উপন্যাস’-এর আক্ষরিক অর্থ কী?

✅ বিশেষ রূপে স্থাপন

[খ] ঘটনার বিশদ বর্ণনা

[গ] চরিত্রের ধারাবাহিক বিন্যাস

[ঘ] ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা

২৭৪. ‘উপন্যাস’ এর ইংরেজি প্রতিশব্দ কী?

[ক] Story

✅ Novel

[গ] Novela

[ঘ] Big Story

২৭৫. ‘কোঁচ-জুতি’ শব্দের অর্থ কী?

✅ মাছ ধরার হাতিয়ার

[খ] যুদ্ধাস্ত্র

[গ] নৌকার হাল

[গ] ফসল কাটার যন্ত্র

২৭৬. ‘নিরাক’ শব্দের অর্থ কী?

[ক] সাবধান

✅ স্তব্ধ

[গ] অপরাহ্ণ

[গ] পাপী

২৭৭. ‘বেচাইন’ শব্দের অর্থ কী?

✅ অস্থির

[খ] স্থির

[গ] স্তব্ধ

[গ] স্থবির

২৭৮. ‘অশীতিপর’ শব্দের অর্থ কী?

✅ আশির পর

[খ] আশির কম

[গ] সত্তরের পর

[ঘ] সত্তরের বেশি

২৭৯. ‘জটলা’ শব্দের অর্থ কী?

[ক] কোলাহল

✅ ভীড়

[গ] সাচ্চা

[ঘ] বেচাইন

২৮০. ‘হা-শূন্য’ শব্দের অর্থ কী?

[ক] অসন্ন

✅ অভাবগ্রস্ত

[গ] স্থির

[ঘ] কণ্ঠস্থ

২৮১. ‘বেওয়া’ শব্দের অর্থ কী?

[ক] সধবা

[খ] এতিম

✅ বিধবা

[ঘ] মিসকিন

২৮২. ‘সাচ্চা’ শব্দের অর্থ কী?

[ক] মিথ্যা

[খ] পাপ

✅ সত্য

[ঘ] স্তব্ধ

২৮৩. ‘রদি’ শব্দের অর্থ কী?

✅ বাসি

[খ] টাটকা

[গ] গরম

[ঘ] নরম

২৮৪. ‘ভূত পূজারী’ বলতে কী বুঝায়?

✅ যারা মূর্তি পূজা করে

[খ] যারা ঠাকুরের পূজা করে

[গ] যারা ধানের পূজা করে

[ঘ] যারা মানুষের পূজা করে

২৮৫. মহব্বতনগর গ্রামের অধিবাসীদের ‘জাহেল’ বলা হয়েছে কেন?

[ক] মূর্খ বলে

✅ পীরের মাজার ফেলে রাখায়

[গ] নিরক্ষর বলে

[ঘ] জেদী বলে

২৮৬. ‘জাহেল’ শব্দের অর্থ-

✅ মূর্খ

[খ] নিরক্ষর

[গ] শিক্ষিত

[ঘ] পন্ডিত

২৮৭. ‘বেএলেম’ শব্দের অর্থ হলো-

✅ জ্ঞানহীন

[খ] বুদ্ধিহীন

[গ] বিবেকহীন

[ঘ] চেতনাহীন

২৮৮. ‘নির্মীলিত’ শব্দের অর্থ-

✅ চোখ বুজা

[খ] দৃষ্টি

[গ] দিল

[ঘ] খোলা

২৮৯. ‘মগরা মগরা ধান’ বলতে বুঝায়-

[ক] প্রচুর ধান

✅ গোলা ভর্তি ধান

[গ] মোড়া ভর্তি ধান

[ঘ] কলস ভর্তি ধান

২৯০. ‘নধর নধর’ বলতে বুঝায়-

[ক] নবীন

[খ] র্দুবল

✅ কমনীয়

[ঘ] সবল

পাঠ পরিচিতি: [বোর্ড বই থেকে]

২৯১. ‘লালসালু’ কত খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়?

✅ ১৯৪৪ খ্রিস্টাব্দে

[খ] ১৯৪৮ খ্রিস্টাব্দে

[গ] ১৯৫২ খ্রিস্টাব্দে

[ঘ] ১৯৫৬ খ্রিস্টাব্দে

২৯২. ‘লালসালু’ প্রথম প্রকাশিত হয় কোন প্রকাশনা থেকে?

✅ কমরেড পাবলিশার্স

[খ] এটলাস পাবলিশার্স

[গ] মাওলা ব্রাদার্স

[ঘ] কথাবিতান প্রকাশনা

২৯৩. ‘লালসালু’-এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কত সালে?

[ক] ১৯৫২ সালে

[খ] ১৯৫৪ সালে

✅ ১৯৬০ সালে

[ঘ] ১৯৬৪ সালে

২৯৪. কত সালের মধ্যে ‘লালসালু’-এর দশম সংস্করণ প্রকাশিত হয়?

[ক] ১৯৬৫ সালে

[খ] ১৯৭০ সালে

[গ] ১৯৭৬ সালে

✅ ১৯৮১ সালে

২৯৫. কত সালে ‘লালসালু’-এর উর্দু অনুবাদ প্রকাশিত হয়?

[ক] ১৯৫৫ সালে

✅ ১৯৬০ সালে

[গ] ১৯৬৫ সালে

[ঘ] ১৯৭০ সালে

২৯৬. ‘লালসালু’ উপন্যাসের উর্দু সংস্করণের অনুবাদক কে ছিলেন?

[ক] সৈয়দ ওয়ালীউল্লাহ

[খ] সফিউল্লাহ

✅ কলিমুল্লাহ

[ঘ] আমিনুল্লাহ

২৯৭. ‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদ প্রকাশিত হয় কত সালে?

[ক] ১৯৫৭ সালে

✅ ১৯৬১ সালে

[গ] ১৯৬৬ সালে

[ঘ] ১৯৬৯ সালে

২৯৮. ‘লালসালু’ উপন্যাসটি ফরাসি ভাষায় কী নামে প্রকাশিত হয়?

✅ L Arlore sans racines

[খ] The Lal Shalu

[গ] Lal Sass Shalu

[ঘ] L Gr-Salu

২৯৯. ‘লালসালু’ উপন্যাস ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?

[ক] সৈয়দ ওয়ালীউল্লাহ

✅ অ্যান-মারি-থিবো

[গ] পল-দ্য সিমন

[ঘ] অনা-লা-কুইন

৩০০. অ্যান-মারি থিবো সৈয়দ ওয়ালীউল্লাহর কে ছিলেন?

[ক] সহকর্মী

✅ সহধর্মিণী

[গ] বান্ধবী

[ঘ] পুত্রবধূ

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

লালসালু উপন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

Leave a Comment