HSC রসায়ন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৫ pdf download ~ Exam Cares

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড

রসায়ন ২য় পত্র

অধ্যায়-৫

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Chemistry 2nd Paper

Chapter-5

MCQ

Question and Answer pdf download

১. কাগজের মূল উপাদান কি?

[ক] সেলুলোজ

[খ] হেমিসেলুলোজ

[গ] লিগনিন

[ঘ] মারকেপট্যান

সঠিক উত্তর: [ক]

২. সবচেয়ে ভালো কয়লা কোনটি?

[ক] পিট কয়লা

[খ] লিগনাইট

[গ] চারকোল

[ঘ] বিটুমিনাস

সঠিক উত্তর: [ঘ]

৩. সিরামিক তৈরির সময় কাঁচামাল ও পানি মিশিয়ে প্রাপ্ত মিশ্রণের নাম কী?

[ক] Slurry

[খ] Slip

[গ] Mixure

[ঘ] Binder

সঠিক উত্তর: [খ]

৪. আকার অনুযায়ী বস্তু কণা কত প্রকার?

[ক] দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

সঠিক উত্তর: [খ]

৫. বাংলাদেশে গ্যাস বিপণন কোম্পানির সংখ্যা কয়টি?

[ক] ৪টি

[খ] ৫টি

[গ] ৬টি

[ঘ] ৭টি

সঠিক উত্তর: [গ]

৬. ক্রোম ট্যানিং কোন বন্ধন দ্বারা গঠিত হয়?

[ক] সমযোজী বন্ধন

[খ] আয়নিক বন্ধন

[গ] জটিল সন্নিবেশ বন্ধন

[ঘ] হাইড্রোজেন বন্ধন

সঠিক উত্তর: [গ]

৭. ফুলবাড়ি কয়লা ক্ষেত্র আবিস্কৃত হয় কখন?

[ক] ১৯৬২ সালে

[খ] ১৯৮৯ সালে

[গ] ১৯৯৪ সালে

[ঘ] ১৯৯৭ সালে

সঠিক উত্তর: [গ]

৮. সোকিং করার জন্য ব্যবহৃত হয় কোনটি?

[ক] চুন

[খ] পানি

[গ] ক্রোমিয়ামের লবণ

[ঘ] খাবার লবণ

সঠিক উত্তর: [গ]

৯. কোন খনির কয়লার মান সবচেয়ে বেশি?

[ক] দীঘিপাড়া

[খ] খালিমপুর

[গ] বড় পুকুরিয়া

[ঘ] জামালগঞ্জ

সঠিক উত্তর: [ক]

১০. রেডিও তরঙ্গ প্রেরণের মাধ্যমে-

i. ন্যানো টিউব শীতল করা হয়

ii. ন্যানো টিউব উত্তপ্ত করা হয়

iii. আক্রান্তে কোষ ধ্বংস করা হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] ii ও iii

[ঘ] iii

সঠিক উত্তর: [গ]

১১. বিশোধন প্লান্টে শোষিত জৈব যৌগ-

[ক] দুই ধরনের

[খ] তিন ধরনের

[গ] চার ধরনের

[ঘ] পাঁচ ধরনের

সঠিক উত্তর: [ক]

১২. ব্লাক লিকারের বর্ণ কোনটি?

[ক] বাদামি

[খ] কালো

[গ] লাল

[ঘ] সবুজ

সঠিক উত্তর: [ক]

১৩. কাগজে রং করা হয় কোন ধাপে?

[ক] বুকিং

[খ] বিটিং

[গ] রিফাইনিং

[ঘ] সাইজিং

সঠিক উত্তর: [খ]

১৪. নিচের কোনটি প্রাথমিক বায়ুদূষণ?

[ক] ধোঁয়া

[খ] ধোঁয়াশা

[গ] H2SO4

[ঘ] HNO3

সঠিক উত্তর: [ক]

১৫. ইট ভাটায় জ্বালানির অসম্পূর্ণ দহনে সৃষ্টি হয় কোনটি?

[ক] CO2

[খ] SO2

[গ] CO

[ঘ] NH3

সঠিক উত্তর: [গ]

১৬. ন্যানো পার্টিকেল হলো-

i.ফুলারিন

ii. গ্রাফিন

iii. কার্বন ন্যানোমিটার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

১৭. ন্যানো স্বর্ণ কী?

[ক] উত্তম প্রভাবক

[খ] মধ্যম প্রভাবক

[গ] নিম্নমানের প্রভাবক

[ঘ] প্রভাবক বিষ

সঠিক উত্তর: [ক]

১৮. গ্রাফিন-

i. কার্বনের একটি ন্যানোপার্টিকেল

ii. এর গঠন গ্রাফাইটি শিটের মতো

iii. এর ব্যাস 2-30 nm

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i

[গ] ii

[ঘ] iii

সঠিক উত্তর: [ক]

১৯. কোনটি নন-বায়োডিগ্রেডেবল পদার্থ?

[ক] কাগজ

[খ] মৃত উদ্ভিদ

[গ] প্লাস্টিক

[ঘ] কাঠ

সঠিক উত্তর: [গ]

২০. কৃত্রিম সিমেন্ট আবিস্কিৃত হয় কবে?

[ক] ১৭৫৪ সালে

[খ] ১৭৮৪ সালে

[গ] ১৮২৪ সালে

[ঘ] ১৯২৪ সালে

সঠিক উত্তর: [গ]

২১. ইউরিয়া উৎপাদনের ধাপ কয়টি?

[ক] ২টি

[খ] ৬টি

[গ] ৩টি

[ঘ] ৮টি

সঠিক উত্তর: [ক]

২২. কার্বন ন্যানো টিউব ব্যবহৃত হয়-

i. কন্ডাক্টর হিসেবে

ii. সেমি কন্ডাক্টর রুপে

iii. সুপার কন্ডাক্টর রুপে

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

২৩. বাংলাদেশে সাবান উৎপাদনকারী ইউনিটের সংখ্যা কত?

[ক] 12 টি

[খ] 15 টি

[গ] 17 টি

[ঘ] 25 টি

সঠিক উত্তর: [গ]

২৪. মেকানিক্যাল পাল্প দ্বারা তৈরি হয় কোনটি?

[ক] ফিল্ডার পেপার

[খ] টিস্যু পেপার

[গ] নিউজপ্রিন্ট

[ঘ] অফসেট পেপার

সঠিক উত্তর: [গ]

২৫. কোনটি অধিক সক্রিয়?

[ক] লিথিয়াম

[খ] পটাসিয়াম

[গ] সোডিয়াম

[ঘ] ন্যানো Li

সঠিক উত্তর: [ঘ]

২৬. বড় পুকুরিয়া কয়লা খনিতে স্তরের সংখ্যা কত?

[ক] 2

[খ] 4

[গ] 6

[ঘ] 8

সঠিক উত্তর: [গ]

২৭. কেমিক্যাল পাল্প কত ধরনের?

[ক] ২ ধরনের

[খ] ৩ ধরনের

[গ] ৪ ধরনের

[ঘ] ৫ ধরনের

সঠিক উত্তর: [খ]

২৮. আয়রনমুক্ত সিমেন্ট-

[ক] হলুদ বর্ণের

[খ] ধীরে তাপজারিত হয়

[গ] কম শক্তি

[ঘ] ধীরে জমাট বাঁধে

সঠিক উত্তর: [খ]

২৯. ETP এর ধাপ সংখ্যা কয়টি?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

সঠিক উত্তর: [খ]

৩০. সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা প্রকাশ করেন কে?

[ক] রিচার্ড ফ্যানম্যান

[খ] কে. এরিখ ড্রেস্কলার

[গ] নরিও টানিগুছি

[ঘ] হ্যারি ক্রোটো

সঠিক উত্তর: [ক]

৩১. সূক্ষ্ম ছাঁকনিকে পরিষ্কার করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

[ক] উচ্চ চাপে বাতাস

[খ] পানি

[গ] ব্রাশ

[ঘ] উচ্চ কম্পন

সঠিক উত্তর: [ক]

৩২. দূষক গ্যাস শোষণ প্রক্রিয়া কয়টি নিয়ামকের ওপর নির্ভরশীল?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

সঠিক উত্তর: [গ]

৩৩. শিল্পক্ষেত্রে জ্বালানিরূপে ব্যবহৃত গ্যাসের পরিমাণ কত?

[ক] 1%

[খ] 5%

[গ] 12%

[ঘ] 17%

সঠিক উত্তর: [ঘ]

৩৪. ইট ভাটা থেকে নির্গত বায়ুদূষক সৃষ্টি করে-

i. শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা

ii. ফুসফুসজনিত রোগ

iii. ক্যান্সার

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৩৫. টেলিভিশন টিউবে কোনটি ব্যবহার হয়?

[ক] ন্যানো ফসফরাস

[খ] ন্যানো ফসফোর

[গ] ন্যানো ফসফেট

[ঘ] ন্যানো জিঙ্ক

সঠিক উত্তর: [খ]

৩৬. নরসিংদী গ্যাসফিল্ড কবে আবিস্কৃত হয়?

[ক] ১৯৬৩ সালে

[খ] ১৯৬৬ সালে

[গ] ১৯৭৭ সালে

[ঘ] ১৯৯০ সালে

সঠিক উত্তর: [ঘ]

৩৭. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়?

[ক] ১৯৪৫ সালে

[খ] ১৮৫৫ সালে

[গ] ১৯৬৫ সালে

[ঘ] ১৯৫৫ সালে

সঠিক উত্তর: [ঘ]

৩৮. কর্ণফুলী পেপার মিলে পাল্পিং এর জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?

[ক] ক্রাফট পাল্প

[খ] মেকানিকাল পাল্প

[গ] সালফাইট পাল্প

[ঘ] সোডা পাল্প

সঠিক উত্তর: [ক]

৩৯. বাংলাদেশ রিরোলিং মিলের সংখ্যা কয়টি?

[ক] ১২০টি

[খ] ১৩০টি

[গ] ১৪০টি

[ঘ] ১৬০টি

সঠিক উত্তর: [ঘ]

৪০. কিউরিং এ-

i. চামড়া থেকে অতিরক্তি পানি অপসারণ করা হয়

ii. কোলাজেনকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা হয়

iii. চামড়ায় অতিরিক্ত পানি প্রবেশ করানো হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i

[গ] ii

[ঘ] iii

সঠিক উত্তর: [ক]

৪১. ট্যানিং প্রক্রিয়া কয় ধরনের?

[ক] 2

[খ] 3

[গ] 4

[ঘ] 5

সঠিক উত্তর: [ক]

৪২. বাংলাদেশের সর্বপ্রথম আবিস্কৃত কয়লা ক্ষেত্রের নাম কী?

[ক] বড় পুকুরিয়া কয়লা ক্ষেত্র

[খ] খালাসপীর কয়লা ক্ষেত্র

[গ] দিঘীপাড়া কয়লা ক্ষেত্র

[ঘ] জামালগঞ্জ কয়লা ক্ষেত্র

সঠিক উত্তর: [ঘ]

৪৩. ন্যানো স্কেলে বস্তু পরিমাপের একক কোনটি?

[ক] μm

[খ] nm

[গ] cm

[ঘ] pm

সঠিক উত্তর: [খ]

৪৪. সিমেন্ট মূলত কত প্রকারের হয়?

[ক] ৩ প্রকার

[খ] ৪ প্রকার

[গ] ৫ প্রকার

[ঘ] ৮ প্রকার

সঠিক উত্তর: [খ]

৪৫. স্প্রে টাওয়ারে শোষণ মাধ্যমরূপে ব্যবহৃত হয় নিচের কোনটি?

[ক] তরল বিন্দুকণা

[খ] তরলের মসৃণ ফিল্ম

[গ] বাষ্পীয় তরল

[ঘ] বরফ

সঠিক উত্তর: [খ]

৪৬. চামড়া মূলত-

[ক] ২ প্রকার

[খ] ৩ প্রকার

[গ] ৪ প্রকার

[ঘ] ৫ প্রকার

সঠিক উত্তর: [খ]

৪৭. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি?

[ক] মিথেন

[খ] ইথিন

[গ] ইথেন

[ঘ] প্রোপন

সঠিক উত্তর: [ক]

৪৮. প্রাকৃতিক গ্যাসে বিদ্যমান কার্বন সংখ্যা কত?

[ক] C1-C2

[খ] C1-C3

[গ] C1-C4

[ঘ] C1-C10

সঠিক উত্তর: [গ]

৪৯. আদ্রতা সবচেয়ে বেশি কোন কয়লাক্ষেত্রে?

[ক] বড় পুকুরিয়া

[খ] জামালগঞ্জ

[গ] দিঘীপাড়া

[ঘ] খালাসপীর

সঠিক উত্তর: [ক]

৫০. সাংশ্লেষিত তন্তু হলো-

i. রেয়ন

ii. নাইলন

iii. তুলা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৫১. বাংলাদেশে ব্যক্তি মালিকানাধীন সিমেন্ট ফ্যাক্টরির সংখ্যা কত?

[ক] ২১টি

[খ] ৩১টি

[গ] ৪১টি

[ঘ] ৪৫টি

সঠিক উত্তর: [গ]

৫২. কোন কয়লা খনির ক্যালরিফিক মান সবেচেয়ে বেশি?

[ক] বড় পুকুরিয়া

[খ] দীঘিপাড়া

[গ] খালিসপুর

[ঘ] জামালগঞ্জ

সঠিক উত্তর: [খ]

৫৩. ট্যানারি বর্জ্যের প্রচন্ড দুর্গন্ধের কারণ তাতে থাকা-

i. প্রোটিন

ii. ফ্যাট

iii. প্যাথোজেনিক ব্যাকটেরিয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৫৪. ইটখোলায় প্রধানত কোন জ্বালানি ব্যবহৃত হয়?

[ক] কয়লা

[খ] কাঠ

[গ] ফার্নেস অয়েল

[ঘ] প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর: [ক]

৫৫. সিমেন্ট কারখানা থেকে নির্গত বায়ুদূষক কোনটি?

[ক] Hg

[খ] Pb

[গ] CO2

[ঘ] Ti

সঠিক উত্তর: [ক]

৫৬. সিমেন্টের প্রধান উপাদান কোনটি?

[ক] সিলিকা

[খ] চুন

[গ] অ্যালুমিনা

[ঘ] ম্যাগনেসিয়া

সঠিক উত্তর: [খ]

৫৭. চন্দ্রঘোনা পেপার মিলের কাঁচামাল কোনটি?

[ক] গেওয়া কাঠ

[খ] লোহা কাঠ

[গ] কড়ই কাঠ

[ঘ] সুন্দরী কাঠ

সঠিক উত্তর: [ঘ]

৫৮. অতিরিক্ত পানি অপসারিত স্লারীকে কী বলা হয়?

[ক] ডিহাইড্রেটেড স্লারি

[খ] Kilns

[গ] ভাটি

[ঘ] মাড

সঠিক উত্তর: [ঘ]

৫৯. বায়ুদূষণ ঘটার কারণ মূলত-

[ক] দুই ধরনের

[খ] তিন ধরনের

[গ] চার ধরনের

[ঘ] পাঁচ ধরনের

সঠিক উত্তর: [ক]

৬০. বাংলাদেশে কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়?

[ক] জাহাজ

[খ] পলিথিন

[গ] সার

[ঘ] স্টিল

সঠিক উত্তর: [গ]

৬১. কয়লা কী?

[ক] কার্বনের রূপভেদ

[খ] গ্রাফাইট সমৃদ্ধ যৌগ

[গ] খনিজ ধাতুর সাথে পাওয়া যায়

[ঘ] কয়লা থেকে ইউরিয়া তৈরি হয়

সঠিক উত্তর: [ক]

৬২. কোনটির প্রভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধা প্রাপ্ত হয়?

[ক] CO2

[খ] SO2

[গ] NO2

[ঘ] SiO2

সঠিক উত্তর: [খ]

৬৩. সার্বিক দূষণ করে নিচের কোন রিসাইকেলযোগ্য দ্রব্য?

[ক] কপার

[খ] প্লাস্টিক

[গ] কাগজ

[ঘ] কাচ

সঠিক উত্তর: [খ]

৬৪. কোনটি গ্রিন হাউজ গ্যাস?

[ক] CO2

[খ] SO2

[গ] NO2

[ঘ] H2S

সঠিক উত্তর: [ক]

৬৫. পোর্টল্যান্ড সিমেন্টে ধীরগতিতে জমাট বাঁধার জন্য এতে কী যোগ করা হয়?

[ক] CaO

[খ] অ্যালুমিনা

[গ] বক্সাইড

[ঘ] জিপসাম

সঠিক উত্তর: [ঘ]

৬৬. ইউরিয়া উৎপাদনের জন্য ১ম ধাপে তৈরি হয় কোনটি?

[ক] অ্যামোনিয়াম কার্বামেট

[খ] অ্যামোনিয়া

[গ] কার্বন ডাইঅক্সাইড

[ঘ] হাইড্রোজেন

সঠিক উত্তর: [ক]

৬৭. নিচের কোনটির পৃষ্ঠতল সবচেয়ে বেশি?

[ক] সূক্ষ্ম কণা

[খ] অতিসূক্ষ্ম কণা

[গ] ন্যানো কণা

[ঘ] ক্রিস্টাল ল্যাটিস

সঠিক উত্তর: [গ]

৬৮. বাংলাদেশের প্রথম ইউরিয়া সার কারখানার অবস্থান কোথায়?

[ক] ঘোড়াশালে

[খ] আশুগঞ্জে

[গ] ফেঞ্চুগঞ্জে

[ঘ] পলাশে

সঠিক উত্তর: [গ]

৬৯. নিচের কোনটির ভর সবচেয়ে কম?

[ক] স্থূল কণা

[খ] সূক্ষ্ম কণা

[গ] অতি সূক্ষ্ম কণা

[ঘ] ধুলিকণা

সঠিক উত্তর: [গ]

৭০. সিরামিক তৈরিতে প্রধান উপাদান হলো-

i. কাদামাটি

ii. ফেল্ডস্পার

iii. বালি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৭১. সিমেন্ট কারখানায় জ্বালানিরূপে ব্যবহৃত হয়-

i. কয়লা

ii. গ্যাস

iii. বিদ্যুৎ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৭২. নিচের কোনটি অধিক পরিমাণে SO2 তৈরি করে?

[ক] শক্ত কয়লা

[খ] বাদামি কয়লা

[গ] জ্বালানি তেল

[ঘ] প্রাকৃতিক গ্যাস

সঠিক উত্তর: [খ]

৭৩. চুল বা লোমের দৃঢ়তার কারণ কোনটি?

[ক] সিস্টিন

[খ] কোলাজেন

[গ] পেপটাইড

[ঘ] গ্রোবিউলিন

সঠিক উত্তর: [ক]

৭৪. বাংলাদেশের কয়লাক্ষেত্রগুলোর মধ্যে ক্যালরিফিক মান সবচেয়ে বেশি কোন কয়লাক্ষেত্রের?

[ক] বড় পুকুরিয়া

[খ] দীঘিপাড়া

[গ] খালাসপীর

[ঘ] জামালগঞ্জ

সঠিক উত্তর: [খ]

৭৫. নিচের কোনটির চৌম্বকত্ব বেশি?

[ক] ন্যানো কণার

[খ] কণার

[গ] গোল্ড এর

[ঘ] সিলভার এর

সঠিক উত্তর: [ক]

৭৬. বর্জ্য তরল শোধনের অধিশোষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় কোনটি?

[ক] গ্রাফাইট কার্বন

[খ] কোক কার্বন

[গ] সক্রিয় কার্বন

[ঘ] কয়লা

সঠিক উত্তর: [গ]

৭৭. বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রটি-

i. নোয়াখালীতে

ii. ১৯৮৭ সালে আবিস্কৃত হয়

iii. এর থেকে উৎপাদন শুরু হয়নি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৭৮. তুরাগ নদী দূষিত হওয়ার সবচেয়ে বড় কারণ কোনটি?

[ক] চামড়া শিল্পের দূষণ

[খ] ডায়িং শিল্পের দূষণ

[গ] কয়লা শিল্পের দূষণ

[ঘ] কাগজ শিল্পের দূষণ

সঠিক উত্তর: [খ]

৭৯. নোয়াখালীর কোথায় গ্যাসক্ষেত্র রয়েছে?

[ক] নোয়াখালী সদর

[খ] পীরগঞ্জ

[গ] কোনাপাড়া

[ঘ] বেগমগঞ্জ

সঠিক উত্তর: [ঘ]

৮০. লোহা রিসাইকেলিং এ ব্যবহৃত জ্বালানি কোনটি?

[ক] প্রাকৃতিক গ্যাস

[খ] কয়লা

[গ] ফার্নেস অয়েল

[ঘ] কোল গ্যাস

সঠিক উত্তর: [ক]

Leave a Comment