HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪ ~ Exam Cares

১. ‘সকল মানুষ হয় বিবেকবান’ বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে?

২. কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ?

৩. পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন?

৪. ‘সব কৃষক হয় বাঙালি’ – এখানে ‘কৃষক’ পদটি বাঙালি পদের-

৫. কোনো গুণকে উপলক্ষণ বলার কারণ হলো-

i. জাত্যর্থের অংশ নয় বলে

ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে

iii. জাত্যর্থ থেকে ব্যাপক বলে

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জুয়েল আহম্মেদ পৌরসভা নির্বাচনের প্রার্থী হলেন এবং ভাবলেন সকলের কাছেই যেতে হবে। কারণ সকল নাগরিক হন ভোটার।

৬. উদ্দীপকের ‘সকল নাগরিক হন ভোটার’ – কোন যুক্তিবাক্য?

৭. ‘ভোটার’ এবং ‘নাগরিকের’ মধ্যকার সম্পর্ক কী নির্দেশ করে?

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৮. চিত্রে প্রদর্শিত M জাতির দিক থেকে কোন ধরনের বিধেয়ককে প্রকাশ করেছে?

৯. চিত্রে প্রদর্শিত M এবং O এর মধ্যকার সম্পর্ক হলো-

[ক] সমজাতীয় উপজাতি ও ক্ষুদ্রতম উপজাতি

✅ বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি

[গ] মধ্যবর্তী জাতি ও ক্ষুদ্রতম উপজাতি

[ঘ] আসন্নতম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১০. উদ্দীপকে ১নং ছক কোন বিধেয়ককে নির্দেশ করে?

১১. উদ্দীপকে- ১ ও ২ নং ছকের মধ্যকার সম্পর্ক বিধেয়কের আলোকে-

১২. উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে কী বলে?

১৩. বিধেয়ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

১৪. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যে কত ধরনের সম্বন্ধ থাকতে পারে?

১৫. বিধেয়ককে প্রথমে চার প্রকার এবং পরবর্তীতে পাঁচ প্রকারে ভাগ করেন কারা?

১৬. বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ কী?

১৭. বিধেয়ক অনুপস্থিত থাকে কোন ধরনের যুক্তিবাক্যে?

১৮. নিচের কোন বাক্যটিতে বিধেয়ক নেই?

[ঘ] মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী

১৯. যুক্তিবাক্যের বিধেয় পদ কীরূপ হলে বিধেয়ক অনুপস্থিত থাকে?

২০. নিচের কোনটি পরফিরির বিধেয়কের অন্তর্ভুক্ত নয়?

২১. ‘‘বিধেয়ক হচ্ছে সদর্থক যুক্তিবাক্যের এক শ্রেণির সাধারণ বিধেয় পদের সাথে উদ্দেশ্যের সম্ভাব্য সম্পর্কসমূহ।’’ উক্তিটি কার?

[ক] L. S. Stebbing

[খ] J. S. Mill

[ঘ] H. W. B Joseph

২২. তপু যুক্তিবাক্যে উদ্দেশ্যের সাথে বিধেয় পদের সম্বন্ধ সম্পর্কে আলোচনা করছিল। তপুর আলোচ্য বিষয়ের নাম কী?

২৩. দার্শনিক পদের জাত্যর্থ নয় কোনটি?

২৪. মানুষ পদের আসন্নতম জাতি কোনটি?

২৫. কয়টি সম্বন্ধের আওতায় বিধেয়ক হবে?

২৬. জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার যথার্থতা কী?

২৭. বিধেয়ক কীসের নাম?

২৮. কোনটি এরিস্টটলের বিধেয়কের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়?

২৯. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়কের উল্লেখ রয়েছে-

i. সদর্থক যুক্তিবাক্যে

ii. বিশিষ্ট্য যুক্তিবাক্যে

iii. সার্বিক যুক্তিবাক্যে

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ‘দ্রব্য’ হলো পরতম জাতি, কারণ-

i. ব্যক্ত্যর্থ বেশি

iii. লক্ষণ হিসেবে

iii. এটি শ্রেণিবাচক পদ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iiii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩১. কোনো বাক্যের বিধেয়ক না থাকার যথার্থ কারণ হলো-

i. সংযোজক না থাকা

ii. বাক্যটি নঞর্থক হওয়া

iii. বিধেয় বিশিষ্ট হওয়া

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৩২. একটি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যেভাবে থাকে-

i. জাতি হিসেবে

ii. উপজাতি হিসেবে

iii. লক্ষণ হিসেবে

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৩. বিধেয়ক অনুপস্থিত থাকে

i. নঞর্থক যুক্তিবাক্যে

ii. সদর্থক যুক্তিবাক্যে

iii. বিধেয় পদ বিশিষ্ট পদ হলে

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘ক’ নামক একজন গ্রিক দার্শনিক বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন এবং তিনি দেখান যে, অনেক যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত।

৩৪. উদ্দীপকে ‘ক’ নামক দার্শনিকের সাথে কার মিল রয়েছে?

[ক] এরিস্টটলের

✅ পরফিরির

[গ] মিলের

[ঘ] যোসেফের

৩৫. উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্যে বিষয়টি অনুপস্থিত থাকার যথার্থ কারণ হলো-

i. বাক্যটি নঞর্থক হওয়া

ii. সংযোজক না থাকা

iii. বিশিষ্ট পদ হওয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৬.প্রতিটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?

✅ দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৩৭. উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?

✅ বিধেয়

[খ] বিধেয়ক

[গ] উদ্দেশ্য

[ঘ] সংযোজক

৩৮. উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ককে কী বলে?

[ক] অনুমান

✅ বিধেয়ক

[গ] আশ্রয়বাক্য

[ঘ] সংযোজন

৩৯. অপেক্ষাকৃত বেশি শর্ত সাপেক্ষ কোনটি?

✅ বিধেয়ক

[খ] বিধেয়

[গ] জাতি

[ঘ] উপজাতি

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪০. কোন ধরনের পদের ওপর বিধেয়ক নির্ভরশীল?

✅ জাতি বা শ্রেণিবাচক

[খ] বস্তুবাচক

[গ] গুণবাচক

[ঘ] সদর্থক

৪১. বিধেয় ও বিধেয়কের সম্পর্ক কেমন?

[ক] অভিন্ন

✅ ভিন্ন

[গ] বিপরীত

[ঘ] বিরুদ্ধ

৪২. ‘সকল মানুষ হয় মরণশীল’ এখানে বিধেয় কোনটি?

[ক] মানুষ

[খ] সকল মানুষ

[গ] হয়

✅ মরণশীল

৪৩. জুয়েল দুটি সার্বিক ধারণার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তার প্রক্রিয়া সাদৃশ্যপূর্ণ-

[ক] উদ্দেশ্যের সাথে

[খ] অনুমানের সাথে

✅ বিধেয়কের সাথে

[ঘ] আকারগত সত্যের সাথে

৪৪. বিধেয়ক সাধারণত কোন বাক্যে থাকে?

✅ সদর্থক বাক্যে

[খ] নঞর্থক বাক্যে

[গ] সার্বিক বাক্যে

[ঘ] বিশেষ বাক্যে

৪৫. উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার পাঁচ ধরনের সম্বন্ধকে একত্রে কী বলে?

[ক] বিধেয়

[খ] উদ্দেশ্য

✅ বিধেয়ক

[ঘ] পদ

৪৬. ক্লাসে অভি একটি যুক্তিবাক্য বললো যেখানে বাক্যটির একটি অংশ উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নিয়েছে। নিচের কোন বাক্যটির উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নেয়?

✅ বিধেয়

[খ] সংকেত

[গ] বিধেয়ক

[ঘ] পদ

৪৭. বিধেয় ও বিধেয়ক উভয়ই-

i. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়

ii. উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত

iii. একই প্রকৃতির

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৮. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যকার সম্বন্ধসমূহ হলো-

i. বিভেদক

ii. উপলক্ষণ

iii. সহানুমান

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪৯. বিধেয়কের ক্ষেত্রে বলা যায়-

i. এটি সম্পর্কের নাম

ii. উদ্দেশ্য ও বিধেয় এর অন্তর্ভুক্ত

iii. অনুমানের একটি আলোচ্য বিষয়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের যুক্তিবাক্যটি পড় এবং ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩ ফেব্রুয়ারি ২০২২ এর একটি পত্রিকার শিরোনাম ছিল, বাবা-দাদির পর হাবিবের মৃত্যু। এই শিরোনামটি দেখে রতন সাহেব তার স্ত্রীকে বলেন, ‘সকল মানুষ হয় মরণশীল’।

৫০. উদ্দীপকের ‘মরণশীল’ শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে?

[ক] উদ্দেশ্য

✅ বিধেয়

[গ] বিধেয়ক

[ঘ] সিদ্ধান্ত

৫১. রতন সাহেবের বক্তব্য সম্পর্কে সঠিক তথ্য হলো-

i. মানুষ পদটি উদ্দেশ্য

ii. মরণশীল পদটি উদ্দেশ্য

iii. মানুষ ও মরণশীল পদের মধ্যকার সম্পর্ক হলো বিধেয়ক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৫২. সর্বপ্রথম কোন গ্রিক দার্শনিক বিধেয়কের প্রকারভেদ করেন?

[ক] পিথাগোরস

[খ] সক্রেটিস

[গ] প্লেটো

✅ এরিস্টটল

৫৩. এরিস্টটল এর মতে বিধেয়ক কয় প্রকার?

✅ চার

[খ] পাঁচ

[গ] ছয়

[ঘ] সাত

৫৪. ব্যক্ত্যর্থের দিক দিয়ে জাতি কোনটিকে অন্তর্ভুক্ত করে?

✅ উপজাতিকে

[খ] বিভেদক লক্ষণকে

[গ] উপলক্ষণকে

[ঘ] অবান্তর লক্ষণকে

৫৫. জাতিকে ভাগ করলে কোনটি পাওয়া যায়?

[ক] উপলক্ষণ

✅ উপজাতি

[গ] জাতি

[ঘ] শ্রেণি

৫৬. উপজাতি বলতে কোনটিকে বোঝায়?

[ক] যার ব্যক্ত্যর্থের পরিধি বেশি

[খ] যার ব্যক্ত্যর্থ অনুপস্থিত

✅ যার ব্যক্ত্যর্থের পরিধি কম

[ঘ] যার ব্যক্ত্যর্থের পরিধি পরিপূর্ণ

৫৭. দুটি শ্রেণিবাচক পদের মধ্যে ব্যস্ত্যর্থের ক্ষুদ্রতর পরিধি সম্পন্ন পদটিকে কী বলা হয়?

✅ উপজাতি

[খ] উপলক্ষণ

[গ] জাতি

[ঘ] লক্ষণ

৫৮. যে উপজাতিকে আর কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না তাকে কী বলে?

[ক] পরতম জাতি

[খ] অবর উপজাতি

[গ] সমজাতীয় উপজাতি

✅ ক্ষুদ্রতম উপজাতি

৫৯. যে উপলক্ষণ একটা শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে কী বলে?

✅ জাতিগত উপলক্ষণ

[খ] উপজাতিগত উপলক্ষণ

[গ] বিভেদক লক্ষণ

[ঘ] অবান্তর লক্ষণ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. জাত্যর্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষাত

✅ ব্যাপকতর

[খ] সংকীর্ণ

[গ] উচ্চতর

[ঘ] নিম্নতর

৬১. দর্শনের ছাত্র শিহাব তার বন্ধুকে বললো, ‘কিছু জীব হয় মানুষ’। এখানে ‘মানুষ’ পদটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?

✅ উপজাতি

[খ] জাতি

[গ] লক্ষণ

[ঘ] উপলক্ষণ

৬২. জাতি ও উপজাতির সঠিক উদাহরণ কোনটি? ,

[ক] জীব ও বৃক্ষ

✅ জীব ও মানুষ

[গ] মানুষ ও পাখি

[ঘ] পশু ও পাখি

৬৩. Differentia এর বাংলা পরিভাষা কোনটি?

✅ বিভেদক লক্ষণ

[খ] উপলক্ষণ

[গ] অবান্তর লক্ষণ

[ঘ] উপজাতি

৬৪. বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের কোন দিকটিকে নির্দেশ করে?

✅ বিভেদক লক্ষণ

[খ] অবান্তর লক্ষণ

[গ] উপলক্ষণ

[ঘ] জাতি

৬৫. নিচের কোনটি বিভেদক লক্ষণ?

[ক] জীববৃত্তি

✅ বুদ্ধিবৃত্তি

[গ] সততা

[ঘ] শিক্ষাবৃত্তি

৬৬. যে গুণের কারণে একটি উপজাতি সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক হয় তাকে কী বলে?

[ক] উপলক্ষণ

✅ লক্ষণ

[গ] জাতি

[ঘ] উপজাতি

৬৭.বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণিগুলোকে কিরূপ জাতি বলে অভিহিত করা যায়?

[ক] ক্ষুদ্রতম জাতি

✅ অবর জাতি

[গ] পরতম জাতি

[ঘ] আসন্নতম জাতি

৬৮. যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিঃসৃত হয় তাকে কী বলে?

[ক] ব্যক্তিগত বিযোজ্য অবান্তর লক্ষণ

[খ] জাতিগত উপলক্ষণ

✅ উপজাতিগত উপলক্ষণ

[ঘ] শ্রেণিবাচক বিযোজ্য অবান্তর লক্ষণ

৬৯. ‘মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব’ মানুষ শ্রেণির জন্য শিক্ষিত গুণটি কোন শ্রেণির বিধেয়ক?

✅ শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

[খ] ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

[গ] শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

[ঘ] ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

৭০. কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ?

[ক] দানশীলতা

[খ] হাস্যপ্রিয়তা

✅ বিচক্ষণতা

[ঘ] কান্নাপ্রিয়তা

৭১. বিধেয়কের আলোচনা প্রসঙ্গে শিক্ষক বললেন, ‘সকল মানুষ হয় জীব’। এখানে ‘জীব’ পদ কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে?

[ক] অবান্তর লক্ষণ

✅ জাতি

[গ] উপজাতি

[ঘ] লক্ষণ

৭২. হাস্যপ্রিয়তা, সংগীতপ্রিয়তা মানুষেরত

[ক] জাতিগত উপলক্ষণ

[খ] বিভেদক লক্ষণ

✅ অবান্তর লক্ষণ

[ঘ] উপজাতিগত উপলক্ষণ

৭৩. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে কী বলে?

✅ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

[খ] উপলক্ষণ

[গ] বিভেদক লক্ষণ

[ঘ] ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

৭৪. ছাত্র পদের আসন্নতম জাতি কোনটি?

[ক] সভ্যজীব

[খ] কিছু মানুষ

✅ মানুষ

[ঘ] অসভ্য

৭৫. ‘জন্মস্থান’ পদটি কোন ধরনের বিধেয়ক?

[ক] জাতি

[খ] লক্ষণ

✅ অবান্তর লক্ষণ

[ঘ] কোনটিই নয়

৭৬. কোন গুণটি উপলক্ষণ?

[ক] জীববৃত্তি

✅ ক্ষুধা

[গ] গান গাওয়া

[ঘ] গায়ের রং

৭৭. ‘‘সকল দার্শনিক হয় বিজ্ঞ’’ – এই বাক্যের প্রতিবর্তিত রূপ নিচের কোনটি?

[ক] কিছু দার্শনিক হয় A-বিজ্ঞ

[খ] কিছু দার্শনিক নয় A-বিজ্ঞ

[গ] সকল দার্শনিক হয় A-বিজ্ঞ

✅ কোনো দার্শনিক নয় A-বিজ্ঞ

৭৮. বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণির নাম কী?

✅ অবর উপজাতি

[খ] সমজাতীয় উপজাতি

[গ] অপরতম উপজাতি

[ঘ] আসন্নতম উপজাতি

৭৯. কোনটি সবচেয়ে ব্যাপকতর শ্রেণি?

[ক] সমজাতীয় উপজাতি

[খ] আসন্নতম জাতি

[গ] মধ্যবর্তী জাতি

✅ পরতম জাতি

৮০. সকল মানুষ হয় বিচারশক্তি সম্পন্ন প্রাণী-এখানে বিচারশক্তিকে উপলক্ষণ বলার কারণ কী?

✅ জাত্যর্থের ওপর নির্ভরশীল বলে

[খ] জাত্যর্থের অংশ বলে

[গ] ব্যক্ত্যর্থ হতে অপরিহার্যভাবে নিঃসৃত হয় বলে,

[ঘ] জাত্যর্থ হতে অপরিহার্যভাবে নিঃসৃত হয় না বলে

৮১. কোন উপজাতিকে আর কোনো ক্ষুদ্রতর উপজাতিতে বিভক্ত করা যায় না?

[ক] অবর উপজাতি

[খ] সমজাতীয় উপজাতি

✅ ক্ষুদ্রতম উপজাতি

[ঘ] আসন্নতম উপজাতি

৮২. উপজাতি হিসেবে মানুষের জাত্যর্থ হলো

i. বুদ্ধিবৃত্তি

ii. জীববৃত্তি

iii. জ্ঞানানুরাগ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iiii

[ঘ] i, ii ও iii

৮৩. সমজাতীয় উপজাতির উদাহরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো-

i. মানুষ

ii. ছাগল

iii. দ্ৰব্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৪. জাতির নিকটতম বৈশিষ্ট্য এবং বিভেদক লক্ষণ থেকে আসে-

i. জাতিগত উপলক্ষণ

ii. উপজাতিগত উপলক্ষণ

iii. বস্তুগত উপলক্ষণ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৫. উপলক্ষণের অন্তর্ভুক্ত হলো-

i. চিন্তাশীলতা

ii. ক্ষুধা

iii. বিচারশক্তি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৬. জামিল বলে, বিভেদক লক্ষণ জাত্যর্থের অংশবিশেষ। বিভেদক লক্ষণ জাত্যর্থের-

i. অনিবার্য অংশ,

iii. সাধারণ অংশ

ii. অপরিহার্য অংশ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৭. উপলক্ষণের প্রকারভেদের অন্তর্ভুক্ত হচ্ছে-

i. জাতিগত উপলক্ষণ

ii. বিভেদক লক্ষণ

iii. উপজাতিগত লক্ষণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৮. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে-

i. ব্যক্তির পোশাক

ii. আচার-ব্যবহার

iii. রুচি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

উদ্দীপক অনুসারে ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

শিক্ষক ক্লাসে বিভেদক লক্ষণ ও উপলক্ষণের আলোচনায় বলেন, বিভেদক লক্ষণের কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা এবং উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।

৮৯. উদ্দীপকে উল্লেখিত বিভেদক লক্ষণ কোনটিকে সমর্থন করে?

[ক] জীববৃত্তি

✅ বুদ্ধিবৃত্তি

[গ] চিন্তাশীলতা

[ঘ] হাস্যপ্রিয়তা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. চিন্তাশীল গুণটিকে উপলক্ষণ বলার যথার্থতা হলো-

i. জাত্যর্থের অংশ নয়।

ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত

iii. নতুন তথ্য প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯১. যুক্তিবিদ পরফিরি বিধেয়কের অন্তর্ভুক্ত করেননি কোনটিকে?

✅ সংজ্ঞা

[খ] জাতি

[গ] উপলক্ষণ

[ঘ] অবান্তর লক্ষণ

৯২. কোন যুক্তিবিদ জাতিবাচক ও উপজাতিবাচক পদকে শ্রেণিবিন্যাস করেছেন?

[ক] এরিস্টটল

[খ] যোসেফ

✅ পরফিরি

[ঘ] ম্যাকবেথ

৯৩. পরফিরির ছকের ইংরেজি নাম কী?

[ক] Tree ড়ভ Ramus

✅ Tree of Prophyry

[গ] Tree of Aristotle

[ঘ] Tree of Plato

৯৪. পরফিরি তার ছকে দ্রব্যকে কয়ভাগে ভাগ করেছেন?

✅ দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

৯৫. দ্রব্য ও মানুষের মধ্যবর্তী পদগুলোকে কী বলা হয়?

[ক] উপলক্ষণ

[খ] বিভেদক লক্ষণ

✅ অবর জাতি বা উপজাতি

[ঘ] বিধেয়ক

৯৬. কোন মনীষীর ছককে র¨vমাসের ছক বলা হয়?

✅ পরফিরি

[খ] এরিস্টটল

[গ] সক্রেটিস

[ঘ] প্লেটো

৯৭. কোনটি বৃহত্তম জাতি?

[ক] মানুষ

✅ দ্রব্য

[গ] প্রাণী

[ঘ] অবর

৯৮. পরফিরি কোথাকার দার্শনিক ছিলেন?

[ক] ইতালি

[খ] রুশ

✅ গ্রিক

[ঘ] ব্রিটেন

৯৯. পরফিরির ছকে সর্বোচ্চ স্তরে রয়েছে-

[ক] প্রাণী

✅ দ্রব্য

[গ] মানুষ

[ঘ] নিরাকার

১০০.সবচেয়ে বড় জাতি কোনটি?

[ক] আসন্নতম জাতি

[খ] মধ্যবর্তী উপজাতি

[গ] আবর জাতি

✅ পরতম জাতি

Leave a Comment