HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩ ~ Exam Cares

১. যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

২. ‘দেশপ্রেম হয় মহৎগুণ’-প্রদত্ত যুক্তিবাক্যে ‘দেশপ্রেম’ কোন ধরনের পদ?

✅ উদ্দেশ্য পদ

[খ] বিধেয় পদ

[গ] প্রধান পদ

[ঘ] অপ্রধান পদ

৩. যদি রাইয়ান সৎ হয় তবে সে বুদ্ধিমান। দৃষ্টান্তটি কোন ধরনের যুক্তিবাক্য?

✅ প্রাকল্পিক

[খ] বৈকল্পিক

[গ] সমমানিক

[ঘ] সংযৌগিক

৪. ‘সব স্বপ্ন মধুর নয়’ বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর হবেত

[ক] A – সকল স্বপ্ন হয় মধুর

[খ] E – কোনো স্বপ্ন নয় মধুর

[গ] F – কোনো কোনো স্বপ্ন হয় মধুর

✅ O – কোনো কোনো স্বপ্ন নয় মধুর

৫. তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ কোনটি?

[ক] সরল ও যৌগিক

✅ সংশ্লেষক ও বিশ্লেষক

[গ] নিরপেক্ষ ও সাপেক্ষ

[ঘ] সদর্থক ও নঞর্থক

৬. নিচের কোনটি বিরুদ্ধ পদ?

[ক] সাদা ও কালো

[খ] পিতা ও মাতা

✅ সাদা ও অসাদা

[ঘ] রাজা ও রানি

৭. পদের জাত্যর্থ বলতে কোনটি বোঝায়?

[ক] অর্থের দিক

[খ] ব্যাপ্যতার দিক

[গ] সংখ্যার দিক

✅ গুণের দিক

৮. ‘স্কাউট দল’ শব্দটি কোন ধরনের পদ?

✅ পদযোগ্য

[খ] সহ-পদযোগ্য

[গ] পদন্ডনিরপেক্ষ

[ঘ] অপদ

৯. কোনো যুক্তিতে প্রতিটি পদ কয় বার করে ব্যবহৃত হয়?

ক ১ বার

✅ ২ বারগ ৩ বার

[ঘ] ৪ বার

১০. পদের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

[ক] Tarm

[খ] Turm

✅ Term

[ঘ] Tearm

১১. ন্যায় অনুমানের যুক্তিতে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হলো-

[ক] সম্ভাব্য

[খ] নিরপেক্ষ

✅ অনিবার্য

[ঘ] সাপেক্ষ

১২. সরলতা, উদারতা, মানবতা- এগুলো কোন ধরনের পদ?

[ক] বস্তুবাচক পদ

[খ] বিশেষ পদ

[গ] সাধারন পদ

✅ গুণবাচক পদ

১৩. জাত্যর্থ হলো পদের-

✅ আবশ্যিক গুণ

[খ] অনাবশ্যক গুণ

[গ] সার্বিক গুণ

[ঘ] বিশেষ গুণ

১৪. কোন ধরনের যুক্তিবাক্যে নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায়?

[ক] বিশেষ যুক্তিবাক্য

✅ সংশ্লেষক যুক্তিবাক্য

[গ] নিরপেক্ষ যুক্তিবাক্য

[ঘ] সাপেক্ষ যুক্তিবাক্য

১৫. ব্যাকরণগত বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান?

[ক] সংযৌগিক

✅ বৈকল্পিক

[গ] প্রাকল্পিক

[ঘ] সমমানিক

১৬. সে কবিগান শুনবে অথবা নাটক দেখবে। এটি কোন বাক্যের দৃষ্টান্ত?

[ক] সংযৌগিক

✅ বৈকল্পিক

[গ] প্রাকল্পিক

[ঘ] সমমানিক

১৭. যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক বিকল্প সম্ভাবনা উল্লেখ থাকে তাকে বলা হয়-

✅ বৈকল্পিক যুক্তিবাক্য

[খ] অনিবার্য যুক্তিবাক্য

[গ] সম্ভাব্য যুক্তিবাক্য

[ঘ] প্রাকল্পিক যুক্তিবাক্য

১৮. ‘দার্শনিক হন জ্ঞানী’- কোন ধরনের যুক্তিবাক্য?

✅ সার্বিক সদর্থক যুক্তিবাক্য

[খ] সার্বিক নঞর্থক যুক্তিবাক্য

[গ] বিশেষ সদর্থক

[ঘ] বিশেষ নঞর্থক যুক্তিবাক্য

১৯. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য?

[ক] সদর্থক

✅ নঞর্থক

[গ] সার্বিক

[ঘ] বিশেষ

২০. ‘সংযোজক সবসময় ‘হওয়া’ বর্তমান রূপ হবে।’ কে বলেছেন?

✅ হ্যামিল্টন

[খ] রেনে দিকার্ত

[গ] জন লক

[ঘ] মিল

২১. মানুষের জীবন ও বুদ্ধির’ অসিত্মত্বকে কী বলে?

[ক]ব্যক্ত্যর্থ

✅ জাত্যর্থ

[গ] ব্যাপ্যতা

[ঘ] লক্ষণ

২২. পদের বিপরীত হ্রাস-বৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?

✅ পরিবর্তন হয় না বলে

[খ] নতুন পদের সৃষ্টি হয় বলে

[গ] বিপরীত পদ হয়ে যায় বলে

[ঘ] অর্থহীন হয়ে যায় বলে

২৩. পবিত্র বলেন, নামবাচক পদগুলো প্রথমে অজাত্যর্থক এবং পরে জাত্যর্থক হয়। পবিত্রের বক্তব্যের সাথে সাদৃশ্য রয়েছে-

[ক] মিলের

[খ] জেভন্সের

✅ পি. কে রায়

[ঘ] হ্যামিলটন

২৪. ‘কিছু কিছু ছবি হয় তেল রঙে আঁকা’- এটি কোন ধরনের যুক্তিবাক্য?

[ক] A

[খ] E

✅ I

[ঘ] O

২৫. সকল + উদ্দেশ্য + হয় + বিধেয় – এটি কোন যুক্তিবাক্যের রূপ?

✅ সার্বিক সদর্থক

[খ] সার্বিক নঞর্থক

[গ] বিশেষ সদর্থক

[ঘ] বিশেষ নঞর্থক

২৬. পাখি, গরু, বই, আমগুলো, ফলটি, নদী এখানে পদযোগ্য শব্দ হলো-

i. পাখি, ফলটি

ii. বই, গরু

iii. নদী, আমগুলো

নিচের কোনটি সঠিক?

[ক] i

[খ] ii

[গ] i ও ii

✅ i, ii ও iii

২৭. সকল অধ্যাপক হন জ্ঞানী- উক্ত বাক্যের ‘অধ্যাপক’ পদ ব্যাপ্য হওয়ার যৌক্তিকতা হচ্ছে-

i. আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে

ii. সামগ্রিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে

iii. সামগ্রিক জাত্যর্থ প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i

✅ ii

[গ] iii

[ঘ] i, ii ও iii

২৮. ঢাকা হয় বাংলাদেশের রাজধানী- A যুক্তিবাক্য। এখানে A যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হলো-

[ক] ব্যাপ্য – ব্যাপ্য

[খ] অব্যাপ্য – ব্যাপ্য

✅ ব্যাপ্য – অব্যাপ্য

[ঘ] অব্যাপ্য — অব্যাপ্য

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

কোনো প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রে পাস করেছে ৪৫ জন। ছাত্র বেড়ে ১০০ জন হলে পাস করে ৬০ জন।

২৯. উদ্দীপকের ধারণাটির পদের কোন দিকটির সাথে মিল রয়েছে?

✅ ব্যক্ত্যর্থ

[খ] জাত্যর্থক

[গ] জাত্যর্থ

[ঘ] অজাত্যর্থক

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. অজাত্যর্থক পদ কী?

[ক] যে পদের শুধু জাত্যর্থ থাকে

[খ] যে পদের শুধু ব্যক্ত্যর্থ থাকে

[গ] যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই থাকে

✅ যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ একটি থাকে

৩১. কোন পদটি অজাত্যর্থক?

✅ সততা

[খ] মানুষ

[গ] জীব

[ঘ] সৎ মানুষ

৩২. কোনটি সমষ্টিবাচক পদ?

✅ জুরি

[খ] বিশ্ববিদ্যালয়

[গ] ছাত্র

[ঘ] বই

৩৩. সমষ্টিবাচক পদকে কয় ভাগে ভাগ করা যায়?

[ক] পাঁচ ভাগে

[খ] চার ভাগে

[গ] তিন ভাগে

✅ দুই ভাগে

৩৪. কোন পদকে ‘বিমূর্ত পদ’ বলা হয়?

[ক] বিশেষ পদকে

✅ গুণবাচক পদকে

[গ] যৌগিক পদকে

[ঘ] বস্তুবাচক পদকে

৩৫. কোন পদ একই সাথে সত্য না হলেও একই সাথে মিথ্যা হতে পারে?

[ক] বিরুদ্ধ

✅ বিপরীত

[গ] অসীম

[ঘ] জাত্যর্থক

৩৬. যে পদের জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ উভয় আছে তাকে কী বলে?

✅ জ্যাতার্থক

[খ] ব্যাক্তার্থক

[গ] নিরপেক্ষ

[ঘ] বিপরীত

৩৭. সামান্য গুণবাচক পদ কোনটি?

✅ পুন্য

[খ] দয়া

[গ] সাহস

[ঘ] মানুষ

৩৮. যে পদ কোনো বস্তু বা জাতিকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে কী বলে?

[ক] অনির্দিষ্ট পদ

✅ নির্দিষ্ট পদ

[গ] গুণবাচক পদ

[ঘ] সাপেক্ষ পদ

৩৯. কোনটি অনির্দিষ্ট পদ?

[ক] মানুষটি

✅ সাদাফুল

[গ] সব আম

[ঘ] একটি কলম

৪০. যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় না তাকে কীরূপ পদ বলে?

[ক] নির্দিষ্ট পদ

✅ অনির্দিষ্ট পদ

[গ] সরল পদ

[ঘ] বিরুদ্ধ পদ

৪১. নিচের কোনটি বিরুদ্ধ পদ?

[ক] আলো-আঁধার

✅ শুদ্ধ-অশুদ্ধ

[গ] মাতা-পিতা

[ঘ] বোবা

৪২. ‘‘স্বকীয় নামবাচক পদগুলো জাত্যৰ&থক’’ কার মতে?

[ক] মিল

✅ পি. কে. রায়

[গ] কার্ভেথ রিড

[ঘ] জেভন্স

৪৩. কোন পদটি সমষ্টিবাচক নয়?

[ক] জুরি

[খ] মুক্তিবাহিনী

✅ গ্রন্থ

[ঘ] সমিতি

৪৪. যে পদ তার অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল তাকে বলে?

[ক] নিরপেক্ষ পদ

✅ সাপেক্ষ পদ

[গ] নির্দিষ্ট পদ

[ঘ] অনির্দিষ্ট পদ

৪৫. নিচের কোনটি গুণবাচক পদ?

[ক] পিতা

[খ] মাতা

✅ সততা

[ঘ] রহিমা

৪৬. যৌগিক পদের উদাহরণ কোনটি?

✅ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি

[খ] রবীন্দ্রনাথ ঠাকুর

[গ] নির্দয়

[ঘ] দার্শনিক

৪৭. যে পদের ব্যক্ত্যর্থ থাকলে জাত্যর্থ থাকে না অথবা জাত্যর্থ থাকলে ব্যস্ত্যর্থ থাকে না, তাকে কোন পদ বলা হয়?

[ক] ব্যক্ত্যর্থক

[খ] অব্যাক্তার্থক

[গ] জাত্যর্থক

✅ অজ্যার্থক

৪৮. সমষ্টিবাচক পদ হলো-

i. জুরি

ii. সেনাবাহিনী

iii. গ্রন্থাগার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৪৯. নিচের পদযুগলের মধ্যে বিরুদ্ধ পদযুগল হলো-

i. ভালো ও মন্দ

ii. সৎ ও অসৎ

iii. সাদা ও অসাদা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৫০. রুনার মতে, শুধুমাত্র বিশেষণ পদগুলোই গুণবাচক পদ। এখানে রুনার সাথে সাদৃশ্য রয়েছে-

i. মিলের

ii. ওয়েলটনের

i

iii. জেভন্সের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:

আগ্রা থেকে ‘-াজমহল’ দেখে এসে ইতিহাসের রুবি ম্যাডাম তার বিভগীয় কলিগ তপদি ম্যাডামকে বললেন- ‘-াজমহল প্রকৃতই সর্বোত্তম স্মৃতিসৌধ ‘, এরপর তিনি তাজমহলের নানা সৌন্দর্যময় বৈশিষ্ট্যের বর্ননা দিলেন। শুনে তপদি ম্যাডাম উৎসাহ হয়ে বললেন – ‘আমিও আগামী ছুটিতে আগ্রা যেতে পারি।’

৫১. রুবি ম্যাডাম তাজমহল সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি কোন যুক্তিবাক্য বলে গণ্য হবে?

[ক] বিশেষ বিশিষ্ট বাক্য

✅ সার্বিক বিশিষ্ট বাক্য

[গ] বিশেষ বাক্য

[ঘ] সার্বিক বাক্য

৫২. উদ্দীপকে তপতী ম্যাডামের বক্তব্যটি যে যুক্তিবাক্যের অন্তর্ভুক্ত হয় তাহলো-

[ক] সাধারণ বাক্য

✅ সম্ভাব্য বাক্য

[গ] সংশ্লেষক বাক্য

[ঘ] বিশ্লেষক

৫৩. ধারণা বা প্রত্যয় কোন বিষয়ের মৌলিক ভিত্তি?

✅ অবধারণ

[খ] শব্দ

[গ] অনুমান

[ঘ] প্রতীক

৫৪. অনুমানের প্রাথমিক উপাদানের নাম কী?

[ক] অজ্ঞাত তথ্য

[খ] যুক্তিবাক্য

[গ] জ্ঞাত তথ্য

✅ অবধারণ

৫৫. দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাকে কী বলে?

[ক] অনুমান

✅ যুক্তিবাক্য

[গ] সিদ্ধান্ত

[ঘ] ধারনা

৫৬. কোনটি সবসময়ই বর্তমানকালসূচক হবে? /জ্ঞান/

[ক] বাক্যের উদ্দেশ্য

[খ] বাক্যের বিধেয়

[গ] বাক্যের ক্রিয়া

✅ যুক্তিবাক্যর সংযোজক

৫৭. যুক্তিবাক্যের সংযোজক কোন কালের হয়?

[ক] অতীত

✅ বর্তমান

[গ] ভবিষ্যৎ

[ঘ] প্রাচীন

৫৮. যুক্তিবিদ্যার বাক্য বলতে কী বোঝায়?

[ক] Sentence

[খ] Denotation

✅ Preposition

[ঘ] Connotation

৫৯. কোনটির কোনো আকারগত দিক বিচার করা অসম্ভব?

[ক] শব্দ

[খ] বাক্য

✅ অবধারণ

[ঘ] যুক্তিবাক্য

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোনটি প্রথমে অবধারণরূপে মনের মধ্যে সৃষ্টি হয়?

[ক] পদ

[খ]শব্দ

[গ] সংকেত

✅ যুক্তিবাক্য

৬১.’অন্তরের সুখ ছাড়া কেউ ভালো থাকতে পারে না’ – বাক্যটির যৌক্তিক রূপ কোনটি?

[ক] A

✅ E

[গ] I

[ঘ] O

৬২. কোনটির শ্রেণি বিভাজন সম্ভব নয়?

[ক] পদ

[খ] বাক্য

✅ অবধারণ

[ঘ] যুক্তিবাক্য

৬৩. বাক্যের দুইটি অংশ কী কী?

✅ উদ্দেশ্য ও বিধেয়

[খ] উদ্দেশ্য ও পদ

[গ] সংযোজক ও শব্দ

[ঘ] পদ ও শব্দ

৬৪. সত্য বা মিথ্যার গুণ থাকা কীসের অন্যতম বৈশিষ্ট্য?

[ক] ব্যক্ত্যর্থ

[খ] জ্যাতার্থ

[গ] প্রতীক

✅ যুক্তিবাক্য

৬৫. যুক্তিবাক্যের আকার কীরূপ হয়?

[ক] সাধারণ

✅ বিশেষ

[গ] অতি সাধারণ

[ঘ] জটিল

৬৬. বাক্য ও যুক্তিবাক্য উভয়ই-

i. অর্থপূর্ণ

ii. ভাষায় প্রকাশিত

iii. শব্দ দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬৭. নিচের যেসব বাক্য সঠিক-

i. সব অবধারণই যুক্তিবাক্য

ii. সব যুক্তিবাক্য অবধারণ নয়

iii. সব যুক্তিবাক্যই অবধারণ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৮. কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে হলে প্রয়োজন-

i. উদ্দেশ্য পদ

ii. সংযোজক

iii. বিধেয় পদ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সব বাক্যই যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক হ্যাঁ সূচক বা না সূচক হতে পারে। না সূচক হলে সেটা বিধেয়ক হতে পারে না।

৬৯. যুক্তিবাক্য হতে হলে-

✅ উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক থাকতে হবে

[খ] উদ্দেশ্য ও বিধেয় থাকতে হবে

[গ] উদ্দেশ্য থাকতে হবে

[ঘ] বিধেয় থাকতে হবে

৭০. উদ্দীপকে বর্ণিত বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে সম্পর্ক হলো-

i. বাক্যের পরিধি যুক্তিবাক্য থেকে বিস্তৃত

ii. যুক্তিবাক্যের পরিধি বাক্য থেকে বিস্তৃত

iii. যুক্তিবাক্যের পরিধি বাক্য থেকে সংকীর্ণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭১. যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?

[ক] একটি

[খ] দুটি

✅ তিনটি

[ঘ] চারটি

৭২. যুক্তিবাক্যর গঠন হচ্ছে কীরূপ?

[ক] উদ্দেশ্য-বিধেয়-সংযোজক

✅ উদ্দেশ্য-সংযোজক-বিধেয়

[গ] উদ্দেশ্য-বিধেয়

[ঘ] বিধেয়-সংযোজক-উদ্দেশ্য

৭৩. পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

৭৪. যে যুক্তিবাক্যে কোনো কিছু স্বীকার করা হয়, তাকে কীরূপ যুক্তিবাক্য বলে?

✅ সদর্থক

[খ] নঞর্থক

[গ] নিরপেক্ষ

[ঘ] সাপেক্ষ

৭৫. যে যুক্তিবাক্যে বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করে, তাকে কীরূপ যুক্তিবাক্য বলা হয়?

[ক] সার্বিক নঞর্থক

✅ বিশেষ সদর্থক

[গ] বিশেষ নঞর্থক

[ঘ] সার্বিক সদর্থক

৭৬. যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে কোনটি ব্যবহৃত হয়?

✅ সংযোজক

[খ] সংকেত

[গ] প্রতীক

[ঘ] প্রত্যয়

৭৭. সংযোজক কী?

[ক] পদ

✅ সম্বন্ধ সৃষ্টিকারী চিহ্ন

[গ] ধারণা

[ঘ] বাক্য

৭৮. ব্যাকরণগত বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান?

[ক] উদ্দেশ্য

[খ] বিধেয়

✅ সংযোজক

[ঘ] বিধেয়ক

৭৯. প্রত্যেক যুক্তিবাক্যে সংযোজক হিসেবে কয়টি শব্দকে ব্যবহার করতে হবে?

✅ একটি

[খ] দুইটি

[গ] তিনটি

[ঘ] চারটি

৮০. সংযোজক কোন কালের হবে?

✅ বর্তমান কালের

[খ] অতীত কালের

[গ] ভবিষ্যৎ কালের

[ঘ] সব কালের

৮১. প্রাকল্পিক বাক্যে কয়টি অংশ থাকে?

[ক] ১টি

✅ ২টি

[গ] ৩টি

[ঘ] ৪টি

৮২. যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থ থেকে আরও বেশি কিছুপ্রকাশ করে তাকে কীরূপ যুক্তিবাক্য বলা হয়?

[ক] বিশ্লেষক

✅ সংশ্লেষক

[গ] বিবরণিক

[ঘ] অনিবার্য

৮৩. কোন শ্রেণির যুক্তিবাক্যের বিধেয়পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দেয় না?

[ক] যৌগিক

[খ] যোগাত্মক

✅ বিশ্লেষক

[ঘ] সংশ্লেষক

৮৪. যুক্তিবাক্যকে বিশ্লেষণ করা হয়-

i. পদের দিক থেকে

ii. চিন্তার দিক থেকে

iii. সম্বন্ধের দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] ii, ii ও iii

৮৫. নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্য হলো-

i. অনিবার্য বাক্য

ii. বর্ণনামূলক বাক্য

iii. সম্ভাব্য যুক্তিবাক্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

উদ্দীপকের আলোকে ৮৬ ও ৮৭ প্রশ্নের উত্তর দাও:

দৃশ্যকল্প-১: সকল কবি হয় দার্শনিক

দৃশ্যকল্প-২: কিছু জীব হয় মানুষ

৮৬. দৃশ্যকল্প-১ এ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করছে

✅ A

[খ] E

[গ] I

[ঘ] O

৮৭. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য-

✅ পরিমাণের দিক থেকে

[খ] গুণের দিক থেকে

[গ] পদের দিক থেকে

[ঘ] গুণ ও পরিমান উভয় দিক থেকে

৮৮. পদের ব্যাপ্যতার কয়টি সাধারণ নিয়ম রয়েছে?

✅ দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] ছয়টি

৮৯. ব্যাপ্যতা বলতে পদের কোন দিকটির প্রসারতা বোঝায়?

[ক] গুণের

✅ পরিমাপের

[গ] বস্তুর

[ঘ] অসি্ত্বত্বের

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সুইনবার্ন কোন দেশের যুক্তিবিদ?

✅ ব্রিটেন

[খ] আমেরিকা

[গ] অস্ট্রিয়া

[ঘ] স্কটল্যান্ড

৯১. ‘সকল ফুল হয় সুন্দর’। এখানে কোন পদ ব্যাপ্য?

✅ সকল ফুল

[খ] ফুল

[গ] হয়

[ঘ] সুন্দর

৯২. কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য?

[ক] E যুক্তিবাক্যের

[খ] O যুক্তিবাক্যর

✅ A যুক্তিবাক্যের

[ঘ] I যুক্তিবাক্যের

৯৩. অ-ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এখানে A যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হলো-

[ক] ব্যাপ্য ব্যাপ্য

✅ ব্যাপ্য-অব্যাপ্য

গ অব্যাপ্য ব্যাপ্য

[ঘ] অবাপ্য-অবাপ্য

৯৪. কোন যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়?

[ক] A

[খ] E

✅ I

[ঘ] O

৯৫. ‘‘সব কাক হয় কালো’’ এই বাক্যে কাক পদটি ব্যাপ্য হওয়ার কারণ কী?

[ক] আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করা

✅ সামগ্রিক ব্যক্ত্যর্থ প্রকাশ করা

[গ] সামগ্রিক জাত্যর্থ প্রকাশ করা

[ঘ] আংশিক জাত্যর্থ প্রকাশ করা

৯৬. বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কোনটি ব্যাপ্য?

[ক] উদ্দেশ্য পদ ব্যাপ্য

✅ বিধেয় পদ ব্যাপ্য

[গ] উভয় পদই ব্যাপ্য

[ঘ] উভয় পদই অব্যাপ্য

৯৭. ঊ- বাক্যের ব্যাপ্যতা সম্পর্কে বলা যায়-

i. উদ্দেশ্য পদ ব্যাপ্য

ii. বিধেয় পদ ব্যাপ্য

iii. ব্যাপ্য ও অব্যাপ্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৯৮. ‘সব দার্শনিক হন জ্ঞানী।’ উক্ত বাক্যের দার্শনিক পদ ব্যাপ্য হওয়ার যৌক্তিকতা হচ্ছে-

i. আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করা

ii. সামগ্রিক ব্যর্থ প্রকাশ করা

iii. সামগ্রিক জাত্যর্থ প্রকাশ করা

নিচের কোনটি সঠিক?

✅ ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৯৯ ও ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সিফাত বললো, সব কাক হয় মরনশীল। তখন রিফাত জবাব দেয়, তবে কিছু কাক হয় সাদা।

৯৯. সিফাতের উক্তিটি-

✅ সার্বিক সদর্থক (A)

[খ] সার্বিক নঞর্থক (E)

[গ] বিশেষ সদর্থক ( I )

[ঘ] বিশেষ নঞর্থক (O)

১০০. সিফাত ও রিফাতের যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ যথাক্রমে-

i. সার্বিক ও বিশেষ

ii. অব্যাপ্য ও ব্যাপ্য

iii. ব্যাপ্য ও অব্যপ্য

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment