HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Logic 1st Paper mcq question and answer pdf download.

ঢাকা বোর্ড

যুক্তিবিদ্যা

১ম পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

[বিষয় কোড : ১২১]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Logic 1st Paper

Board Question Solution

MCQ

Question and Answer pdf download

১. আরোহের বস্তুগত ভিত্তি কোনটি?

[ক] কার্যকারণ নিয়ম ও পরীক্ষণ

[খ] পরীক্ষণ ও নিরীক্ষণ

[গ] নিরীক্ষণ ও কার্যকারণ নিয়ম

[ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম

উত্তর: [ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম

২. অবরোহ ও আরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক কোন ধরনের?

[ক] সমমুখী

[খ] বিপরীতমুখী

[গ] অন্তর্মুখী

[ঘ] বহুমুখী

উত্তর: [খ] বিপরীতমুখী

◭ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

শাওন হয় মরণশীল

ফাহিম হয় মরণশীল

রাতুল হয় মরণশীল

সাকিব হয় মরণশীল

∴ সকল মানুষ হয় মরণশীল

৩. উদ্দীপকটির দৃষ্টান্তটি যে অনুমান নির্দেশ করে তার যথার্থতা হলো-

i. সিদ্ধান্তটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভরশীল

ii. সিদ্ধান্তটি সার্বিক

iii. সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

৪. উদ্দীপকের দৃষ্টান্তটির সাথে মিল রয়েছে-

[ক] অবরোহ অনুমানের

[খ] আবর্তনের

[গ] আরোহ অনুমানের

[ঘ] প্রতিবর্তনের

উত্তর: [গ] আরোহ অনুমানের

৫. A-বাক্যের সাধারণ আবর্তন কোন ধরনের?

[ক] সরল আবর্তন

[খ] অসরল আবর্তন

[গ] নিষেধমূলক আবর্তন

[ঘ] প্রতি-আবর্তন

উত্তর: [খ] অসরল আবর্তন

৬. E-বাক্যকে আবর্তন করলে কোন বাক্যটি পাওয়া যায়?

[ক] A-বাক্য

[খ] E-বাক্য

[গ] I-বাক্য

[ঘ] O-বাক্য

উত্তর: [খ] E-বাক্য

৭. ‘একটি ব্যতীত সব ধাতুই শক্ত’ বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর কোনটি?

[ক] কিছু ধাতু হয় শক্ত

[খ] কিছু ধাতু নয় শক্ত

[গ] সব ধাতু হয় শক্ত

[ঘ] কোনো ধাতু নয় শক্ত

উত্তর: [ক] কিছু ধাতু হয় শক্ত

৮. অনুমান সম্ভাব্য বলার যথার্থ কারণ-

i. সিদ্ধান্তটি সত্য হতে পারে

ii. সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে

iii. সিদ্ধান্তটি সর্বদাই সত্য হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

৯. প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?

[ক] আবর্তিত

[খ] আবর্তনীয়

[গ] প্রতিবর্তিত

[ঘ] প্রতিবর্তনীয়

উত্তর: [গ] প্রতিবর্তিত

১০. M—P

M—S

∴ S—P

উপরের চিত্রটি কোন সংস্থানের?

[ক] প্রথম

[খ] দ্বিতীয়

[গ] তৃতীয়

[ঘ] চতুর্থ

উত্তর: [গ] তৃতীয়

১১. প্রতীক ও সংকেতের ক্ষেত্রে সম্পর্কটির যথার্থতা হলো-

i. সব সংকেতই প্রতীক

ii. সব প্রতীকই সংকেত

iii. সব সংকেত প্রতীক নয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [গ] ii ও iii

১২. বৈধ মূর্তির সংখ্যা কয়টি?

[ক] ১৫টি

[খ] ২৫টি

[গ] ২৫৬টি

[ঘ] ১৯টি

উত্তর: [ঘ] ১৯টি

১৩. প্রকৃতি সর্বদাই কিসের অনুসারী?

[ক] যুক্তির

[খ] বিজ্ঞানের

[গ] নিয়মের

[ঘ] ভিন্নতার

উত্তর: [গ] নিয়মের

১৪. FERIO-কোন সংস্থানের বৈধ মূর্তি?

[ক] প্রথম

[খ] দ্বিতীয়

[গ] তৃতীয়

[ঘ] চতুর্থ

উত্তর: [ক] প্রথম

১৫. ‘লোকটি বাসে অথবা ট্রেনে ঢাকা যাবে’ বাক্যটি কোন ধরনের?

[ক] প্রাকল্পিক

[খ] সমমানিক

[গ] সংযৌগিক

[ঘ] বৈকল্পিক

উত্তর: [ঘ] বৈকল্পিক

১৬. Logos শব্দের অর্থ কী?

[ক] স্মৃতি বা কল্পনা

[খ] সংবেদন বা প্রত্যক্ষণ

[গ] চিন্তা বা ভাষা

[ঘ] বুদ্ধি বা জ্ঞান

উত্তর: [গ] চিন্তা বা ভাষা

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা বোর্ড ২০১৯

১৭. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?

[ক] সদর্থক

[খ] নঞর্থক

[গ] আদর্শনিষ্ঠ

[ঘ] নন্দন তাত্ত্বিক

উত্তর: [গ] আদর্শনিষ্ঠ

১৮. যুক্তিবিদ্যার জনক কে?

[ক] প্লেটো

[খ] সক্রেটিস

[গ] এরিস্টটল

[ঘ] আল ফারাবী

উত্তর: [গ] এরিস্টটল

১৯. নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

[ক] Ethica

[খ] Ethos

[গ] Ethoca

[ঘ] Ethics

উত্তর: [ঘ] Ethics

২০. জ্ঞান কত প্রকার?

[ক] দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

উত্তর: [ক] দুই

২১. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো-

i. কার্যকারণ নিয়ম

ii. অভেদ নিয়ম

iii. বিরোধ নিয়ম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

২২. লোকটি কবি = বাক্য

লোকটি হয় কবি = ?

? চিহ্নিত স্থানে কোনটি বসবে?

[ক] অবধারণ

[খ] অনুমান

[গ] পদ

[ঘ] যুক্তিবাক্য

উত্তর: [ঘ] যুক্তিবাক্য

২৩. ‘ছাত্র-শিক্ষক’ কোন ধরনের পদ?

[ক] নিরপেক্ষ পদ

[খ] সাপেক্ষ পদ

[গ] নঞর্থক পদ

[ঘ] ব্যহতার্থক পদ

উত্তর: [খ] সাপেক্ষ পদ

২৪. জাতি বা উচ্চতর শ্রেণির অন্তর্গত নিম্নতর শ্রেণিকে বলা হয়-

[ক] সম্প্রদায়

[খ] গোষ্ঠী

[গ] দল

[ঘ] উপজাতি

উত্তর: [ঘ] উপজাতি

২৫. মানুষ পদটিকে জাত্যর্থক বলার কারণ পদটির-

i. ব্যক্তার্থ আছে বলে

ii. জাত্যর্থ আছে বলে

iii. আসন্নতম জাতি আছে বলে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

◭ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:

হাসিব তার ছোট বোন মাশিতাকে বলল, সহানুমানের বৈধতা-অবৈধতা নির্ণয়ের জন্য ব্যাপ্যতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। বিষয়টি বোঝানোর জন্য সে একটা উদাহরণ দেয়। যথা- কিছু মানুষ নয় স্বার্থপর।

২৬. উদ্দীপকের উদাহরণটিতে কোন ধরনের বাক্যকে নির্দেশ করা হয়েছে?

[ক] A-বাক্য

[খ] E-বাক্য

[গ] I-বাক্য

[ঘ] O-বাক্য

উত্তর: [ঘ] O-বাক্য

২৭. উদ্দীপকে উল্লিখিত ধারণার যথার্থতা হলো-

i. সামগ্রিক ব্যক্ত্যর্থ নির্ণয়

ii. সামগ্রিক জাত্যর্থ নির্ণয়

iii. আংশিক ব্যক্তার্থ নির্ণয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

২৮. জীবকে ‘মানুষ’ পদের আসন্নতম জাতি বলার কারণ-

[ক] সবচেয়ে নিকটবর্তী জাতি বলে

[খ] সমজাতীয় জাতি বলে

[গ] সবচেয়ে দূরবর্তী জাতি বলে

[ঘ] ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি বলে

উত্তর: [ক] সবচেয়ে নিকটবর্তী জাতি বলে

২৯. বিধেয়কের অন্তর্ভুক্ত হলো-

i. উপজাতি

ii. উপলক্ষণ

iii. অবান্তর লক্ষণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

৩০. ‘সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন’ উদাহরণটিতে বিধেয় পদ কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে?

[ক] জাতিগত

[খ] উপজাতিগত

[গ] উপলক্ষণ

[ঘ] অবান্তর লক্ষণ

উত্তর: [ক] জাতিগত

Leave a Comment