HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫ ~ Exam Cares

১. অনুমান প্রধানত কত প্রকার?

২. অনুমান নির্ভর করে

i. পর্যবেক্ষণকৃত বিষয়ের ওপর

ii. মানসিক অবস্থার ওপর

iii. যুক্তির আকারের ওপর

উদ্দীপকটি পড় এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩. উদ্দীপকটি দ্বারা কোন ধরনের অনুমানকে নির্দেশ করে?

৪. অবরোহ পদ্ধতিতে কীভাবে সিদ্ধান্ত টানা হয়?

[গ] কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে

[ঘ] একটি সার্বিক দৃষ্টান্ত থেকে

৫. অবরোহ অনুমানের লক্ষ্য কী?

৬. অনুমান হয়-

i. মানসিক প্রক্রিয়া

ii. শ্রেণিকরণ প্রক্রিয়া,

iii. শারীরিক প্রক্রিয়া

৭. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে-

i. বেশি ব্যাপক

ii. সমান ব্যাপক

iii. কম ব্যাপক

৮. যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কোনটি?

৯. জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে কী বলে?

১০. জামিল কোনো স্থানে ধোঁয়া দেখে অনুমান করল সেখানে আগুন লেগেছে। এখানে ‘ধোঁয়া’ কোন ধরনের জ্ঞান?

১১. অনুমান কী জাতীয় প্রক্রিয়া?

১২. জ্ঞানের প্রধান উৎস কী?

১৩. অনুমানের প্রথম স্তর কোনটি?

১৪. যৌক্তিক অনুমানের লক্ষ্য হলো-

১৫. অনুমানের প্রাথমিক উপাদানের নাম কী?

১৬. অনুমানে কী থাকতে পারে?

১৭. প্রকৃত অনুমান হিসেবে কোন অনুমান সর্বজন স্বীকৃত?

১৮. অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায়?

১৯. অনুমানের বাস্তবতা কীসের ওপর নির্ভর করে?

২০. অনুমানের সিদ্ধান্তটি কীসের মধ্যে খুঁজে পাওয়া যায়?

২১. ‘Inference’ শব্দটির উৎস কোন ল্যাটিন শব্দ থেকে?

২২. অবরোহ অনুমানের প্রকৃতি হলো-

২৩. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে-

২৪. অবরোহের আশ্রয়বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে?

২৫. যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি আশ্রয়বাক্য থেকে টানা হয় তাকে কী বলে?

২৬. কোন ধরনের অনুমানকে পরোক্ষ অনুমান বলে?

২৭. অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে?

২৮. কোন অনুমানের যথার্থতা নিয়ে মতভেদ রয়েছে?

২৯. অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য কয়টি?

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোনো মানুষ নয় অমর।

কোন অমর জীব নয় মানুষ

উক্ত যুক্তিটি একটি-

[ক] মাধ্যম অনুমান

✅ অমাধ্যম অনুমান

[গ] আরোহ অনুমান

[ঘ] কোনটি নয়

৩১. ব্যাপ্যতার দিক থেকে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত সমান হয় কোন অনুমানে?

[ক] আরোহ

✅ অবরোহ

[গ] মাধ্যম

[ঘ] অমাধ্যম

৩২. অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য কীসের ওপর নির্ভর করে?

[ক] আশ্রয়বাক্যের গুণ

✅ আশ্রয়বাক্যের সংখ্যা

[গ] আশ্রয়বাক্যে পদের ব্যাপ্যতা

[ঘ] আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের ভিন্নতা

৩৩. কীরূপ অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থাকে?

[ক] অবরোহ অনুমানে

[খ] আরোহ অনুমানে

[গ] অমাধ্যম অনুমানে

✅ মাধ্যম অনুমানে

৩৪. ‘‘অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না।’’ উক্তিটি কে ব্যক্ত করেছেন?

[ক] কোহেন ও নেগেল

[খ] কোহেন ও মিল

[গ] নেগেল ও বেইন

✅ মিল ও বেইন

৩৫. অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত কয়টি যুক্তিবাক্য থেকে অনুমিত হয়?

[ক] দুটি

✅ একটি

[গ] একাধিক

[ঘ] বহু

৩৬. অবরোহ অনুমান কীরূপ সত্যতা অর্জন করতে চায়?

✅ রূপগত সত্যতা

[খ] বস্তুগত সত্যতা

[গ] প্রমাণগত সত্যতা

[ঘ] নিয়মগত সত্যতা

৩৭. মাধ্যম অনুমান কয়টি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়?

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

৩৮. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?

[ক] সহানুমান

[খ] দ্বিকল্প সহানুমান

✅ প্রতিবর্তন

[ঘ] আরোহ

৩৯. মাধ্যম অনুমানের যুক্তিতে কতটি যুক্তিবাক্য থাকে?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৪০. অবরোহ অনুমান মানেত

i. সার্বিক থেকে বিশেষে গমন

ii. বিশেষ থেকে সার্বিকে গমন

iii. সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য অপেক্ষা বেশী ব্যাপক হতে পারে না

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪১. অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত হচ্ছে-

i. প্রকৃত অনুমান

ii. মাধ্যম অনুমান

iii. অমাধ্যম অনুমান

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৪২. অবরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে বলা যায়-

i. আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না

ii. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক

iii. সিদ্ধান্ত অনিবার্যভাবে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের দৃষ্টান্তটি পড় এবং ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সব মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন

সামির হয় একজন মানুষ

অতএব, সামির হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন।

৪৩. উল্লেখিত দৃষ্টান্তটি কোন অনুমানকে নির্দেশ করে?

[ক] আরোহ

[খ] প্রকৃত

[গ] মাধ্যম

✅ অবরোহ

৪৪. উক্ত দৃষ্টান্তটির ক্ষেত্রে বলা যায়-

i. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত

ii. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক নয়

iii. সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৪৫. বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায় কোন আরোহে?

[ক] অবরোহ

[খ] মাধ্যম

[গ] সহানুমান

✅ আরোহ

৪৬. আরোহ অনুমান প্রধানত কয় প্রকার?

[ক]এক

✅ দুই

[গ] তিন

[ঘ] চার

৪৭. আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কী কী?

[ক] অবরোহ ও আরোহ

[খ] সার্বিক ও বিশেষ

[গ] মাধ্যম ও অমাধ্যম

✅ প্রকৃত ও অপ্রকৃত

৪৮. ‘Induction’- শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

[ক] Educare

[খ] Dichotomy

✅ Epagogue

[ঘ] Definition

৪৯. আরোহের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে

[ক] কম ব্যাপক

✅ বেশি ব্যাপক

[গ] সমব্যাপক

[ঘ] সমব্যাপক বা কমব্যাপক

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৫০. নবীর উদ্দিন একটি অনুমান গঠন করে, যার সিদ্ধান্ত বাক্যটি আশ্রয়বাক্য থেকে পরিমাণের দিক থেকে বেশী ব্যাপক। নবীর উদ্দিন কর্তৃক গঠিত অনুমানটি হলোত

[ক] অবরোহ অনুমান

[খ] সহানুমান

[গ] আবর্তন

✅ আরোহ অনুমান

৫১. আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয় কেন?

[ক] কার্যকারণ নীতির কারণে

[খ] যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হওয়ার কারণে

✅ আরোহাত্মক লম্ফ থাকার কারণে

[ঘ] বৈজ্ঞানিক গবেষণার ফলে

৫২. কোনটি প্রকৃত আরোহ?

[ক] পূর্ণাঙ্গ আরোহ

[খ] ঘটনা সংযোজন

✅ সাদৃশ্যানুমান

[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ

৫৩. অপ্রকৃত আরোহ কত প্রকার?

✅ ৩

[খ] ৪

[গ] ৫

[ঘ] ৬

৫৪. আরোহ অনুমানের লক্ষ্য কী?

[ক] আকারগত সত্য প্রতিষ্ঠা

✅ আকারগত ও বস্তুগত সত্য প্রতিষ্ঠা

[গ] বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা

[ঘ] রূপগত সত্যতা প্রতিষ্ঠা

৫৫. আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন ধরনের বাক্য?

[ক] বিশ্লেষক

✅ সংশ্লেষক

[গ] সাপেক্ষ

[ঘ] নিরপেক্ষ

৫৬. আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হওয়ার কারণ কী?

[ক] আশ্রয়বাক্যে সঠিক তথ্য থাকে না

[খ] আশ্রয়বাক্য যুক্তিহীন থাকে

✅ সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে

[ঘ] সিদ্ধান্তে যেকোনো তথ্য প্রকাশ পায়

৫৭. আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা সমর্থিত হয় কী দ্বারা?

[ক] বিধেয়

[খ] বিধেয়ক

[গ] উদ্দেশ্য

✅ আশ্রয়বাক্য

৫৮. মনির হয় মরণশীল

শাহিন হয় মরণশীল

হিটলার হয় মরণশীল

অতএব, সব মানুষ হয় মরণশীল।

এ অনুমানটি কোন ধরনের অনুমান?

✅ আরোহ অনুমান

[খ] অমাধ্যম অনুমান

[গ] মাধ্যম অনুমান

[ঘ] নিরপেক্ষ সহানুমান

৫৯. আরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য-

i. আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়

ii. সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়

iii. সিদ্ধান্ত সত্য, মিথ্যা বা সম্ভাব্য হয়

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. মামুন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখল যে, সবখানেই মানুষ মারা যাচ্ছে। এর থেকে সে সিদ্ধান্ত স্থাপন করল যে, মানুষ মরণশীল। এটি কোন পদ্ধতিকে সমর্থন করে?

i. আরোহ

ii. অবরোহ

iii. প্রকৃত আরোহ

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬১. আরোহ অনুমানের ক্ষেত্রে বলা যায়-

i. অনুমানের গতি ঊর্ধ্বমুখী

ii. সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক

iii. অনুমানের গতি নিম্নমুখী

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬২. আরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-

i. আরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক হয় না

ii. আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়

iii. আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদ থেকে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ওয়াশফিকুর সীমা, নাসিমা, মালা, মুক্ত, শশী প্রমুখের ওপর সমীক্ষণ চালিয়ে বললেন, ‘তরুণরা আবেগ নির্ভর।’ কিন্তু আল আমিন বললেন, ‘না, তরুণরা আবেগ নির্ভর বলেই সীমা, নাসিমা, মালা, মুক্ত, শশী আবেগনির্ভর।’

৬৩. ওয়াশফিকুরের বক্তব্য কোন ধরনের

[ক] অবরোহ

✅ আরোহ

[গ] অবরোহ ও মাধ্যম অনুমান

[ঘ] অবরোহ ও আরোহ

৬৪. ওয়াশফিকুর ও আল আমিনের বক্তব্য নিচের কোন বিষয়ের নির্দেশক?

[ক] ওয়াশফিক ও অবরোহ

[খ] ওয়াশফিক ও আরোহ

[গ] আরোহ ও আল আমিন

✅ অবরোহ ও আরোহ

উদ্দীপকটি পড়ে ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সাথী হয় মরণশীল

যুঁথি হয় মরণশীল

বিথী হয় মরণশীল

অতএব, সকল মানুষ হয় মরণশীল।

৬৫. উক্ত দৃষ্টান্তকে আরোহ অনুমান বলার যথার্থ কারণ-

i. বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভরশীল

ii. সার্বিক দৃষ্টান্তের ওপর নির্ভরশীল

iii. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬৬. অনুমানের দ্বিতীয় উপাদান কী?

[ক] পরোক্ষ তথ্য

✅ অজ্ঞাত তথ্য

[গ] ভ্রান্ত তথ্য

[ঘ] জ্ঞাত তত্ত্ব

৬৭. যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কী বলে?

[ক] সরল বাক্য

[খ] জটিল বাক্য

[গ] যৌগিক বাক্য

✅ আশ্রয়বাক্য

৬৮. বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিমুল জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয়ে উপনীত হওয়ার প্রক্রিয়া অনুসরণ করে। শিমুলের অনুসৃত প্রক্রিয়াকে কী বলে?

[ক] ব্যক্ত্যর্থ

[খ] জ্যাতার্থ

✅ অনুমান

[ঘ] আবর্তন

৬৯. যে বাক্যসমূহে জ্ঞাত তথ্য প্রকাশ করা হয় তাকে কীরূপ বাক্য বলা হয়?

[ক] সরল বাক্য

✅ আশ্রয়বাক্য

[গ] জটিল বাক্য

[ঘ] যৌগিক বাক্য

৭০. এক বা একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভরশীল কোনটি?

✅ অনুমান

[খ] পদ

[গ] বাক্য

[ঘ] শব্দ

৭১. অনুমান প্রক্রিয়ার অনিবার্য অংশ কোনটি?

✅ আশ্রয়বাক্য

[খ] বিধেয়ক

[গ] ব্যক্ত্যর্থ

[ঘ] সিদ্ধান্ত

৭২. কোনটি ‘আশ্রয়বাক্য’ ও ‘সিদ্ধান্তের’ মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশক?

ক ব্যক্ত্যর্থ

[খ] জাত্যর্থ

✅ অনুমান

[ঘ] বিধেয়ক

৭৩. অনুমান হলো-

i. ধারণা

ii. ভাষায় প্রকাশিত যুক্তি

iii. সত্য আবিষ্কারের উপায়

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৪. অনুমানের বৈশিষ্ট্য হলো-

i. এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকে

ii. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে

iii. কার্য ও কারণের মধ্যে

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৫. অনুমানে অনিবার্য সম্বন্ধে থাকবে-

i. যুক্তিবাক্যের মধ্যে

ii. একটি নতুন যুক্তিবাক্য থাকে

iii. প্রদত্ত ও নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৬. অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে সম্পর্ক থাকবে-

i. বিপরীতমুখী

ii. অবিচ্ছেদ্য

iii. অনিবার্য

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৭. অনুমানের ভূমিকা রয়েছে-

i. যুক্তিকে বৈধভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে

ii. মানসিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে

iii. বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৭৮. পরোক্ষভাবে জ্ঞান লাভের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে-

i. অনুমানের মাধ্যমে

ii. প্রাধিকারের মাধ্যমে

iii. শ্রুতির মাধ্যমে

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের দৃষ্টান্তটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

সকল সমুদ্র হয় আকর্ষণীয়

বঙ্গোপসাগর হয় একটি সমুদ্র

অতএব, বঙ্গোপসাগর হয় আকর্ষণীয়।

৭৯. ওপরের দৃষ্টান্তটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করে?

[ক] বিভেদক লক্ষণ

✅ অনুমান

[গ] অপনয়ন

[ঘ] অপসারণ

৮০. উক্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকেত

i. এক বা একাধিক প্রদত্ত বাক্য

ii. বাক্যগুলোর মধ্যে অনিবার্য সম্পর্ক

iii. একটি যৌক্তিক সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮১. অনুমানের প্রকারভেদ সম্পর্কে কোন যুক্তিবিদ আলোচনা করেন?

[ক] সক্রেটিস

[খ] প্লেটো

[গ] ইবনে ফারাবি

✅ জন স্টুয়ার্ট মিল

৮২. অনুমানের প্রকারভেদ দুটি কী কী?

✅ অবরোহ ও আরোহ

[খ] আকারগত ও বস্তুগত

[গ] মধ্যম ও আরোহ

[ঘ] অমাধ্যম ও অবরোহ

৮৩. অবরোহ অনুমানের ইংরেজি নাম কী?

✅ Deductive Inference

[খ] Inductive Inference

[গ] Mediate Inference

[ঘ] Immediate Inference

৮৪. কোন অনুমানের ক্ষেত্রে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই?

✅ অবরোহ অনুমানে

[খ] প্রকৃত অনুমানে

[গ] আরোহ অনুমানে

[ঘ] অপ্রকৃত অনুমানে

৮৫. ‘‘অবরোহ ও আরোহ বিপরীত দুটি পদ্ধতি নয়, তারা একই অনুমানের দুটি রূপ।’’ উক্তিটি কার?

[ক] যোসেফ ও মিল

[খ] কোহেন ও নেগেল

[গ] ওয়েলটন ও বেকন

✅ লাট্টা ও ম্যাকবেথ

৮৬. আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন হয়?

✅ সার্বিক

[খ] জটিল

[গ] দুর্বোধ্য

[ঘ] অসামঞ্জস্যপূর্ণ

৮৭. অবরোহ ও আরোহ অনুমানের সম্পর্ক কীরূপ?

[ক] নিম্নমুখী

[খ] সমমূখী

[গ] ঊর্ধ্বমুখী

✅ বিপরীতমূখী

৮৮. অবরোহ অনুমানের গতি কীরূপ হয়?

[ক] বিপরীতমুখী

[খ] সমমুখী

[গ] ঊর্ধ্বমুখী

✅ নিম্নমুখী

৮৯. আরোহ অনুমানে কীসের ভিত্তিতে আশ্রয়বাক্য সংগ্রহ করা হয়?

[ক] বুদ্ধিমত্তা

✅ বাস্তব অভিজ্ঞতা

[গ] দূরদর্শীতা

[ঘ] সম্ভাব্যতা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আশ্রয়বাক্যগুলো অভিজ্ঞতা নির্ভর হয় কোন অনুমানে?

[ক] অমাধ্যম

[খ] অপ্রকৃত

[গ] অবরোহ

✅ আরোহ

৯১. কোন অনুমানের সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়?

[ক] প্রকৃত

✅ অবরোহ

[গ] অপ্রকৃত

[ঘ] আরোহ

৯২. অনুমান প্রক্রিয়া মিথ্যা হওয়ার যথার্থ কারণ কোনটি?

[ক] সিদ্ধান্ত অধিকতর ব্যাপক হওয়া

[খ] অব্যাপ্য উদ্দেশ্য পদ

✅ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে সম্পর্কের অভাব

[ঘ] অব্যাপ্য বিধেয় পদ

৯৩. অবরোহ যুক্তির ক্ষেত্রে বলা যায়-

i. এটি অবৈধ হতে পারে

ii. এটি বৈধ হতে পারে

iii. সিদ্ধান্ত বিশেষ বাক্য হয়

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৪. অবরোহ অনুমানের ক্ষেত্রে ব্যবহৃত শব্দসমূহ হলো-

i. সত্যতা

ii. বৈধ

iii. অবৈধ

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৫. আসিফ একটি অনুমান গঠন করতে চায়। অনুমান গঠনের জন্য প্রয়োজন-

i. আশ্রয়বাক্য

ii. সংযোজক

iii. সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৯৬. আরোহ অনুমানের লক্ষ্য-

i. আকারগত সত্যতা নিরূপণ করা

ii. বস্তুগত সত্যতা নিরূপণ করা

iii. রূপগত সত্যতা নিরূপণ করা

নিচের কোনটি সঠিক

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ ও ৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আমাদের অভিজ্ঞতায় একাধিক দৃষ্টান্তে দুটি বস্তুর সঙ্গে দুটি বস্তু যোগ করলে চারটি বস্তু দেখতে পাই। তখন আমরা আরোহ অনুমানের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করি যে, সকল ক্ষেত্রে দুই আর দুই-এ চার হয়।

৯৭. উদ্দীপকের আলোকে ৩ + ৩ = ৬, এটা কোন অনুমানে পাওয়া যায়?

[ক] অবরোহ

✅ আরোহ

[গ] মাধ্যম

[ঘ] অমাধ্যম

৯৮. ‘অতএব, সকল ক্ষেত্রে দুই আর দুই-এ চার হয়’- উক্তিটি একটি-

i. সিদ্ধান্ত

ii. আরোহ অনুমান

iii. অবরোহ অনুমান

নিচের কোনটি সঠিক

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৯. অনুমানের ভাষাগত রুপ হচ্ছে-

[ক] পদ

[খ] যুক্তিবাক্য

[গ] অবধারণ

✅ যুক্তি

১০০.যুক্তিবিদ্যায় মূল আলোচ্য বিষয় কোনটি?

[ক] অবধারণ

[খ] ধারনা

✅ অনুমান

[ঘ] কল্পনা

Leave a Comment