HSC ভূগোল ২য় পত্র (Srijonshil) সৃজনশীল বোর্ড প্রশ্ন pdf download প্রস্তুতি পর্ব-৪ ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Geography 2nd Paper Srijonshil Question pdf download

রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড

ভূগোল ২য় পত্র

সৃজনশীল প্রশ্ন

বিষয় কোড: [১২৬]

সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট                                     পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Geography 2nd Paper

Board Question Solution

Srijonshil Question pdf download

১ । মাহী দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি কৃষিপ্রধান দেশের অধিবাসী। দেশটির দক্ষিণে বঙ্গোপসাগর এবং এর তিনদিক ঘিরে রয়েছে অন্য একটি বৃহৎ দেশ। আয়তনে ক্ষুদ্র হলেও বিশাল জনসংখ্যার এই দেশটি বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্যসম্পন্ন।

ক. এশিয়া মহাদেশের অন্তর্গত বৃহত্তম দেশের নাম কী? ১

খ. মানব ভূগোলের শাখা হিসাবে অর্থনৈতিক ভূগোলের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত মাহীর দেশের পূর্ণপৃষ্ঠাব্যাপী মানচিত্র অঙ্কনপূর্বক প্রশাসনিক বিভাগসমূহ চিহ্নিত কর। ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত মাহীর দেশের সাথে সীমান্তবর্তী দেশের প্রধান প্রধান প্রশাসনিক বিষয়াবলির তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

২ । ২০১৭ সালে ৬ লক্ষের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ বিশ্বসমাজে প্রশংসিত হলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

ক. জন্মহার কাকে বলে? ১

খ. ঘনত্বের বিচারে রাঙ্গামাটি কোন ধরনের জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত- ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন- ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমনের প্রভাব বিশ্লেষণ কর। ৪

৩ । হাবিব উচ্চ শিক্ষা গ্রহণের জন্য নওগাঁয় নিজ গ্রাম ছেড়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তি হয়। সে তার গ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের ঘরবাড়ি, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড ইত্যাদির মধ্যে সুস্পষ্ট পার্থক্য খুঁজে পায়, যা দুই অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার ব্যাপক প্রভাববিস্তার করে।

ক. নগরায়ন কাকে বলে? ১

খ. বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত ধরনগুলোর সাধারণ বৈশিষ্ট্য হাবিবের গ্রামের আলোকে ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে হাবিবের নিজ এলাকা এবং তার পড়তে আসা অঞ্চলটির বসতি বিন্যাসের পার্থক্য বিশ্লেষণ কর। ৪

৪ । ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদী বিধৌত দেশটি ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে। প্রাকৃতিক বিভিন্ন নিয়ামকের অনুকূল অবস্থা বিদ্যমান থাকার কারণে আমরা প্রচুর ধান উৎপন্ন করলেও অত্যধিক জনসংখ্যার কারণে চাহিদা পূরণে আমাদের ধান আমদানি করতে হয়।

ক. BRRI-এর পূর্ণরূপ লেখ। ১

খ. প্রেইরী অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি কেন বলা হয়? ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ধান উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকের দেশদ্বয়ের ধান উৎপাদনের তারতম্যের কারণ বিশ্লেষণ কর। ৪

HSC ভূগোল ২য় পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড ২০১৮)

৫ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. খনিজের সংজ্ঞা দাও। ১

খ. ‘‘উদ্ভিদের দেহাবশেষ হতে কয়লার উৎপত্তি হয়’’- ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত অঞ্চলের প্রধান খনিজ সম্পদের উৎপাদন আলোচনা কর। ৩

ঘ. উদ্দীপকে ‘ক’ চিহ্নিত অঞ্চলের ইঙ্গিতকৃত খনিজ সম্পদটির বিশ্ব অর্থনীতিতে গুরুত্ব ব্যাখ্যা কর। ৪

৬ । হাজেরা সাভারের একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হাজার হাজার নারী শ্রমিকের সাথে কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় এ ধরনের শিল্পকারখানা দেশে দ্রুত বিকাশ লাভ করছে। ফলে দেশের নারী শ্রমিকদের ভাগ্যোন্নয়ন ঘটছে।

ক. কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কী? ১

খ. বাংলাদেশের উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পপ্রতিষ্ঠান বিকাশের কারণ ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্পটির বাংলাদেশে সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর। ৪

৭ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. চট্টগ্রাম বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ১

খ. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অভ্যন্তরীণ বাণিজ্যকে ত্বরান্বিত করে- ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত ‘অ’ দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা কর। ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত ‘অ’ ও ‘ই’ দেশ দুটোর মধ্যে বাণিজ্যের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

৮ । টঙ্গী শিল্প এলাকার নিকটবর্তী আবু মিয়ার ২ বিঘা কৃষি জমিতে দিন দিন উৎপাদন হ্রাস পাচ্ছে। সার ও কীটনাশক প্রয়োগ করে জমির উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হচ্ছে না। কৃষি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি আবু মিয়াকে সমস্যার সঠিক কারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পরামর্শ দেন।

ক. দূষণ কাকে বলে? ১

খ. দূষণের ফলে দুর্যোগের সৃষ্টি হচ্ছে- ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমিতে সমস্যার ধরন ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত আবু মিয়ার জমির সমস্যা সমাধানের উপায়সমূহ বিশ্লেষণ কর। ৪

Leave a Comment