HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭ ~ Exam Cares

১. বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?

২. কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

৩. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

৪. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?

i. বিমান

ii. রেল

iii. নৌ

৫. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

৬. স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?

৭. চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?

৮. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?

৯. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?

১০. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?

১১. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে? .

১২. বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন কয়টি?

১৩. বাংলাদেশে কত কি. মি. নাব্য জলপথ শুধু বর্ষাকালে ব্যবহার হয়?

✅ ৩০০০ কি. মি.

[খ] ৩২০০ কি. মি.

[গ] ৩৪০০ কি. মি.

[ঘ] ৩৬০০ কি. মি.

১৪. নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে কতভাগ টাবুরী নৌকা ব্যবহার করে?

১৫. নদীপথে স্টিমার ব্যবহারকারী যাত্রী শতকরা কতজন?

১৬. বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?

১৭. নদীপথ কোন অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম?

১৮. জেলা বোর্ড সড়ক বলতে কী বোঝ?

[ক] বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক

✅ বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক

[গ] বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক

[ঘ] রাজধানীর সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপনকারী সড়ক

১৯. বিভিন্ন গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কোনটি?

২০. অল্প দূরত্ববিশিষ্ট স্থানের জন্য কোন বাহনটি বেশি কার্যকর?

২১. ভারি পণ্য পরিবহনে কোনটি কার্যকর?

২২. যুদ্ধ সরঞ্জাম প্রেরণে কোন পথ অধিক কার্যকর?

২৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?

২৪. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?

২৫. বড়াল ব্রিজ কোন জেলায় অবস্থিত?

২৬. যমুনা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?

২৭. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?

২৮. ‘সুবর্ণভূমি’ বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?

২৯. ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সৌদি আরবের কোন শহরে অবস্থিত?

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?

[ক] কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর

✅ কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

[গ] কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর

[ঘ] মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর

৩১. বাংলাদেশে কতটি স্থলবন্দর রয়েছে?

[ক] ১০

[খ] ১৫

✅ ১৯

[ঘ] ২৪

৩২. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই?

[ক] যশোর

[খ] রাজশাহী

✅ বরিশাল

[ঘ] জামালপুর

৩৩. বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান সড়ক রুট কয়টি?

✅ ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৬টি

৩৪. ব্রিটিশ আমলে সমগ্র বাংলাদেশ কোন বন্দরের পশ্চাদভূমি ছিল?

[ক] মুম্বাই

✅ কলকাতা

[গ] মংলা

[ঘ] চট্টগ্রাম

৩৫. বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরী আছে?

[ক] ১টি

✅ ২টি

[গ] ৩টি

[ঘ] ৪টি

৩৬. মংলা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?

[ক] খুলনা

[খ] বরগুনা

✅ বাগেরহাট

[ঘ] পটুয়াখালী

৩৭. বাংলাদেশে কয় ধরনের বিমান সার্ভিস রয়েছে?

✅ ২ ধরনের

[খ] ৩ ধরনের

[গ] ৪ ধরনের

[ঘ] ৬ ধরনের

৩৮. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?

[ক] চট্টগ্রাম

✅ সিলেট

[গ] ঢাকা

[ঘ] সৈয়দপুর

৩৯. বর্তমানে বাংলাদেশ বিমান বহরে মোট কয়টি উড়োজাহাজ রয়েছে?

[ক] ১০

[খ] ১২

✅ ১৩

[ঘ] ২০

৪০. বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব কোনটি?

✅ অর্থনৈতিক উন্নতি

[খ] সম্পদের সুসম বন্টন

[গ] বাজার ব্যবস্থার অবনতি

[ঘ] শ্রমের গতিশীলতা

৪১. বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোন সালের কত তারিখে?

[ক] ১৮৬২ সালের ১৪ নভেম্বর

✅ ১৮৬২ সালের ১৫ নভেম্বর

[গ] ১৯৬২ সালের ১৪ নভেম্বর

[ঘ] ১৯৬২ সালের ১৫ নভেম্বর

৪২. ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে রেল পরিবহন চালু হয়?

[ক] ১৮০৫

✅ ১৮১৫

[গ] ১৮২৫

[ঘ] ১৮৩০

৪৩. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?

✅ উত্তর হতে দক্ষিণ

[খ] দক্ষিণ হতে পশ্চিম

[গ] পশ্চিম হতে পূর্ব

[ঘ] উত্তর হতে পূর্ব

৪৪. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?

✅ উত্তর হতে দক্ষিণ

[খ] দক্ষিণ হতে পশ্চিম

[গ] পশ্চিম হতে পূর্ব

[ঘ] উত্তর হতে পূর্ব

৪৫. বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের সমুদ্রবন্দর, বিভাগীয় ও জেলা সদর এবং প্রধান বন্দর ও শহরের সাথে সংযোগ স্থাপনকারী সড়কপথসমূহকে কী বলে?

✅ জাতীয় জনপথ

[খ] জেলাবোর্ড সড়ক

[গ] থানা পরিষদের রাস্তা

[ঘ] পৌরসভার সড়কপথ

৪৬. বাজারব্যবস্থার উন্নতির জন্য কোন পথ থাকায় খুবই সুবিধা হয়েছে?

[ক] রেল

✅ সড়ক

[গ] আকাশ

[ঘ] নদী

৪৭. ঢাকাকে দেশের বাণিজ্যিক রাজধানীর সাথে কোন মহাসড়কটি সংযুক্ত করেছে?

✅ ঢাকা-চট্টগ্রাম

[খ] ঢাকা-সিলেট

[গ] ঢাকা-খুলনা

[ঘ] ঢাকা-বরিশাল

৪৮. বাংলাদেশের কোন অঞ্চলে নদীপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম?

✅ দক্ষিণাঞ্চলে

[খ] পূর্বাঞ্চলে

[গ] উত্তরাঞ্চলে

[ঘ] পশ্চিমাঞ্চলে

৪৯. বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটির দ্রুত প্রসার ঘটছে?

[ক] বেতার

[খ] টেলিভিশন

[গ] টেলিফোন

✅ মোবাইল

৫০. বাংলাদেশের অন্যতম প্রধান নদীবন্দর ও শিল্পকেন্দ্র কোনটি?

[ক] চাদপুর

✅ নারায়ণগঞ্জ

[গ] টঙ্গী

[ঘ] সদরঘাট

৫১. রেলপথের শ্রেণিবিভাগ-

i. মিটারগেজ

ii. ব্রডগেজ

iii. ডুয়েলগেজ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫২. আকাশপথে বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগ পথ রয়েছে-

i. ঢাকা-যুক্তরাজ্য

ii. ঢাকা-কলকাতা

iii. ঢাকা-দুবাই

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৩. বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব হলো-

i. নদনদী ও ভূপ্রকৃতি

ii. মূলধন ও শ্রমিক

iii. বর্ষাকালের প্রভাব ও সড়ক নির্মাণে স্বল্প সময়কাল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৫৪. বিশ্বের উন্নত দেশে এম কমার্স কী কাজে ব্যবহৃত হয়?

i. ক্রয়-বিক্রয়

ii. টিকেট বুকিং

iii. শেয়ার-ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৫. বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সড়ক পথ কম হওয়ার কারণ-

i. ঢালযুক্ত স্থান

ii. বন্ধুর ভূমিরূপ

iii. নদী অঞ্চল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৬. ব্রডগেজ রেলপথের কয়েকটি উল্লেখযোগ্য রেল জংশন ও রেল স্টেশনের মধ্যে রয়েছে-

i. ঈশ্বরদী

ii. দর্শনা

iii. সান্তাহার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৫৭. বাংলাদেশে মিটারগেজ রেলপথ বিদ্যমান রয়েছে-

i. উত্তরাঞ্চলে

ii. দক্ষিণ-পূর্বাঞ্চলে

iii. দক্ষিণ পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ থেকে ৫৯নং প্রশ্নের উত্তর দাও:

একদিন আব্দুল আজিজ সাহেব তার মেয়ে ইসরাত জাহানকে নিয়ে একটি রাস্তার আইল্যান্ড দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। রাস্তাটির দুপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। আব্দুল আজিজ সাহেব ও তাঁর মেয়ে কিছুক্ষণ পরে একটি রেলপথ ধরে বাসায় পৌছালেন। রেলপথের বৈচিত্র্যতা দেখে ইসরাত অবাক হলেন।

৫৮. আব্দুল আজিজ সাহেব ও তার মেয়ে যে পথে হাঁটাহাঁটি করছিলেন তা কোন পথের বৈশিষ্ট্য?

✅ জাতীয় জলপথ

[খ] জেলা বোর্ড সড়কপথ

[গ] পৌরসভার সড়কপথ

[ঘ] উপজেলা পরিষদের সড়কপথ

৫৯. আব্দুল আজিজ সাহেব যে রেলপথ ধরে বাসায় যাচ্ছিলেন তা কয় ধরনের হয়ে থাকে?

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও:

জাহিদুল একজন ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে চাল কিনে ঢাকা নিয়ে আসেন। তিনি যে পথ ব্যবহার করেন তাতে তার একটু সময় বেশি লাগলেও পরিবহন খরচ কম হয়।

৬১. জাহিদুল কোন পথ ব্যবহার করেন?

[ক] সড়ক

✅ নৌ

[গ] রেল

[ঘ] আকাশ

৬২. উক্ত পরিবহন বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে-

i. পণ্য পরিবহনের মাধ্যমে

ii. যাত্রী পরিবহন করে

iii. পর্যটক আকর্ষণ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও:

সফিকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। কিন্তু চাকরির সুবাদে তাকে গোপালপুর থাকতে হয়। একই জেলা হওয়ায় সে প্রতি সপ্তাহে একবার বাড়ি যায়।

৬৩. উদ্দীপকে সফিক মধুপুর থেকে গোপালপুর যাওয়ার জন্য যে সড়কপথ ব্যবহার করেন তা কোন ধরনের?

[ক] জেলা বোর্ড সড়ক

[খ] জাতীয় জনপদ

✅ উপজেলা সড়কপথ

[ঘ] ইউনিয়ন পরিষদ সড়ক

৬৪. উপজেলা পর্যায়ের সড়কগুলো অমসৃণ হওয়ার কারণ-

i. অতিবৃষ্টি

ii. ভূমিকম্প

iii. বন্যা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও:

বাতেন সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সিদ্ধান্ত নিয়েছেন এ বছর তিনি হজ করবেন। এ জন্য যাবতীয় প্রস্তুতিও তিনি সম্পন্ন করেছেন।

৬৫. বাতেন সাহেবের হজে যাওয়ার জন্য যাতায়াতের কোন মাধ্যমটি বেশি কার্যকর?

✅ বিমানপথ

[খ] জলপথ

[গ] স্থলপথ

[ঘ] রেলপথ

৬৬. বিমানপথের সুবিধা হলো-

i. দ্রুত যাত্রী পরিবহন

ii. দ্রুত পণ্য পরিবহন

iii. প্রত্যন্ত অঞ্চলে পরিবহন

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

নিচের চিত্র থেকে ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও:

৬৭. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

[ক] ভদ্রা

✅ রূপসা

[গ] মেঘনা

[ঘ] কীর্তনখোলা

৬৮. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?

i. বিমান

ii. রেল

iii. নৌ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬৯. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?

[ক] ২ প্রকার

✅ ৩ প্রকার

[গ] ৪ প্রকার

[ঘ] ৫ প্রকার

৭০. ২০২১ সালে বাংলাদেশে মোট জাতীয় মহাসড়কের পরিমাণ কত ছিল?

✅ ৩৯৪৪ কি.মি.

[খ] ৩৫৬০ কি.মি.

[গ] ৩৫৫০ কি.মি.

[ঘ] ৩৫৪০ কি.মি.

৭১. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?

[ক] লঞ্চ

✅ ফেরি

[গ] জাহাজ

[ঘ] নৌকা

৭২. যমুনা সেতুর মাধ্যমে বাংলাদেশের কোন দুটি অংশকে সংযোগ করা হয়েছে?

[ক] উত্তর ও দক্ষিণ

✅ পূর্ব ও পশ্চিম

[গ] পূর্ব ও দক্ষিণ

[ঘ] উত্তর ও পশ্চিম

৭৩. জাতীয় সড়কগুলো কীসের সংযোগ রক্ষা করে?

[ক] নগরীর সাথে নগরী

[খ] নগরীর সাথে জেলা

[গ] জেলার সাথে জেলা

✅ নগরীর সাথে রাজধানী

৭৪. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?

[ক] জেলা সড়ক

[খ] আঞ্চলিক সড়ক

✅ উপজেলা সড়ক

[ঘ] গ্রাম সড়ক

৭৫. ২০২১ সালে বাংলাদেশে মোট সড়কের পরিমাণ কত ছিল?

[ক] ২১৪৪৪ কি.মি.

[খ] ২১৪৫৫ কি.মি.

[গ] ২১৪৬৫ কি.মি.

✅ ২২৪১৯ কি.মি.

৭৬. ২০২১ সালে বাংলাদেশের মোট জেলা সড়কের পরিমাণ কত ছিল?

✅ ১৩৫৯২ কি.মি.

[খ] ১৩২৮৫ কি.মি.

[গ] ১৩৩১২ কি.মি.

[ঘ] ১৩৩৫১ কি.মি.

৭৭. ১৯৭১ সালে বাংলাদেশের রেলপথের পরিমাণ প্রায় কত ছিল?

[ক] ২৭৫৭ কি.মি.

[খ] ২৭৯৫ কি.মি.

✅ ২৮৫৭ কি.মি.

[ঘ] ২৮৯৫ কি.মি.

৭৮. ২০১১-১২ সালে বাংলাদেশে রেলপথের পরিমাণ কত ছিল?

✅ ২৮৭৭ কি.মি.

[খ] ২৮১৭ কি.মি.

[গ] ২৮৩৭ কি.মি.

[ঘ] ২৮৫২ কি.মি.

৭৯. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে?

✅ খুলনা

[খ] সিলেট

[গ] চট্টগ্রাম

[ঘ] ময়মনসিংহ

নিচের উদ্দীপকটি পড় এবং ৮০ ও ৮১নং প্রশ্নের উত্তর দাও:

সফিকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। কিন্তু চাকরির সুবাদে তাকে গোপালপুর থাকতে হয়। একই জেলা হওয়ায় সে প্রতি সপ্তাহে একবার বাড়ি যায়।

৮০. উদ্দীপকে সফিক মধুপুর থেকে গোপালপুর যাওয়ার জন্য যে সড়কপথ ব্যবহার করেন তা কোন ধরনের?

[ক] জেলা বোর্ড সড়ক

[খ] জাতীয় জনপদ

✅ উপজেলা সড়কপথ

[ঘ] ইউনিয়ন পরিষদ সড়ক

৮১. উপজেলা পর্যায়ের সড়কগুলো অমসৃণ হওয়ার কারণ-

i. অতিবৃষ্টি

ii. ভূমিকম্প

iii. বন্যা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮২. সমুদ্রবন্দর প্রধানত কয় প্রকার?

[ক] ২ প্রকার

[খ] ৩ প্রকার

✅ ৪ প্রকার

[ঘ] ৫ প্রকার

৮৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?

[ক] খাল বন্দর

[খ] উপসাগরীয় বন্দর

✅ নদী মুখের বন্দর

[ঘ] খাড়ি বন্দর

৮৪. বাংলাদেশে নদীবন্দর গড়ে ওঠার জন্য যেসব অনুকূল পরিবেশ প্রয়োজন তা হলো-

i. নদীতে পর্যাপ্ত পানি

ii. বালুচর ও কর্দমযুক্ত খাত

iii. পশ্চাদভূমির উপস্থিতি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৮৫. বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলার সাথে রাজধানীর সংযোগ রয়েছে কোন পথের মাধ্যমে?

[ক] বিমানপথ

✅ সড়কপথ

[গ] রেলপথ

[ঘ] নদীপথ

৮৬. যমুনা সেতু কোন অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ বৃদ্ধি করেছে?

✅ উত্তরাঞ্চল

[খ] দক্ষিণাঞ্চল

[গ] পূর্বাঞ্চল

[ঘ] পশ্চিমাঞ্চল

৮৭. বাংলাদেশে কয় ধরনের জলপথ রয়েছে?

[ক] ২ ধরনের

✅ ৩ ধরনের

[গ] ৪ ধরনের

[ঘ] ৫ ধরনের

৮৮. বাংলাদেশের জলপথসমূহ হলো-

i. অভ্যন্তরীণ জলপথ

ii. আঞ্চলিক জলপথ

iii. আন্তর্জাতিক জলপথ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৮৯. বাংলাদেশের রেলসেতুর অন্তর্ভুক্ত-

i. যমুনা সেতু

ii. বড়াল সেতু

iii. হার্ডিঞ্জ ব্রিজ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বর্তমানে কোন দেশের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ আছে?

[ক] মায়ানমার

✅ ভারত

[গ] চীন

[ঘ] পাকিস্তান

৯১. বিশ্বব্যাপী ভারি পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে যোগাযোগের কোন মাধ্যম ব্যবহার করা হয়?

[ক] বিমানপথ

[খ] স্বলপথ

✅ সমুদ্রপথ

[ঘ] নদীপথ

৯২. বাংলাদেশের সাথে কোন মহাদেশের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ নেই?

[ক] অস্ট্রেলিয়া

[খ] আফ্রিকা

✅ আমেরিকা

[ঘ] ইউরোপ

৯৩. সমুদ্রগামী জাহাজ সুয়েজ খালপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কোন দেশে পৌছায়?

✅ পর্তুগাল

[খ] জার্মানি

[গ] পাকিস্তান

[ঘ] আর্জেন্টিনা

৯৪. কোনটি পর্তুগালের সমুদ্রবন্দর?

✅ লিসবন

[খ] মোম্বাসা

[গ] এডেন

[ঘ] জাকার্তা

৯৫. কেপটাউন সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?

[ক] পাকিস্তান

[খ] ইংল্যান্ড

✅ দক্ষিণ আফ্রিকা

[ঘ] আর্জেন্টিনা

৯৬. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?

[ক] ভারত মহাসাগর

✅ আটলান্টিক মহাসাগর

[গ] প্রশান্ত মহাসাগর

[ঘ] উত্তর মহাসাগর

৯৭. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?

[ক] কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর

✅ কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

[গ] কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর

[ঘ] মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৯৮. সমুদ্রগামী জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে যেসব বন্দরে পৌছায় তা হলো-

i. দার-এস-সালাম বন্দর

ii. পাকিস্তানের করাচি বন্দর

iii. যুক্তরাজ্যের লন্ডন বন্দর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৯. ব্রডগেজ রেলব্যবস্থা কোন নদীর পশ্চিমাংশে স্থাপিত হয়েছে?

[ক] পদ্মা

[খ] ধলেশ্বরী

✅ যমুনা

[ঘ] বুড়িগঙ্গা

১০০. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?

✅ চট্টগ্রাম

[খ] মংলা

[গ] পায়রা

[ঘ] নারায়ণগঞ্জ

Leave a Comment