HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের বোর্ড প্রশ্ন সমাধান pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Geography 2nd Paper MCQ with Answer pdf download

বোর্ড প্রশ্ন সমাধান-২

ভূগোল ২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

বিষয় কোড: [১২৬]

সময়: ২৫ মিনিট        পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Geography 2nd Paper

Board Question Solution

MCQ

Question and Answer pdf download

১. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?

[ক] ভারত

[খ] নেপাল

[গ] মালদ্বীপ

[ঘ] ভুটান

উত্তর: [ক] ভারত

২. গ্রিনহাউস গ্যাস কোনটি?

[ক] অক্সিজেন

[খ] নাইট্রোজেন

[গ] হিলিয়াম

[ঘ] কার্বন-ডাইঅক্সাইড

উত্তর: [ঘ] কার্বন-ডাইঅক্সাইড

৩. চা উৎপাদনে অনুকূল অবস্থা:

i. ঢালু ভূমি

ii. অপেক্ষাকৃত নিচু ভূমি

iii. প্রচুর বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [খ] i ও iii

৪. বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি?

[ক] থাইল্যান্ড

[খ] ব্রাজিল

[গ] ইন্দোনেশিয়া

[ঘ] মেক্সিকো

উত্তর: [খ] ব্রাজিল

◈ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:

হারুন ও তার বন্ধুরা ঈদের পর দিন নৌকা বাইচের আয়োজন করে। ফলে সারাদিন নদী ঘাটে লাউড স্পিকারে মিউজিক এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দ ফূর্তি করে।

৫. উদ্দীপকের কর্মকান্ডটি কোন ধরনের দূষণ সৃষ্টি করে?

[ক] বায়ু

[খ] পানি

[গ] মাটি

[ঘ] শব্দ

উত্তর: [ঘ] শব্দ

৬. উদ্দীপকের কর্মকান্ডের প্রভাবে হতে পারে:

i. মাথা ব্যথা

ii. হৃদরোগ

iii. স্নায়ুবিক বৈকল্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [গ] ii ও iii

৭. সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে:

[ক] চিনামাটি

[খ] চুনাপাথর

[গ] প্রাকৃতিক গ্যাস

[ঘ] জিপসাম

উত্তর: [গ] প্রাকৃতিক গ্যাস

৮. কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম?

[ক] রাশিয়া

[খ] ভারত

[গ] চীন

[ঘ] ব্রাজিল

উত্তর: [গ] চীন

◈ উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:

১০০ কি. মি.

৯. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

[ক] ভদ্রা

[খ] রূপসা

[গ] মেঘনা

[ঘ] কীর্তনখোলা

উত্তর: [খ] রূপসা

১০. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?

i. বিমান

ii. রেল

iii. নৌ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

১১. CFC তৈরির জন্য দায়ী:

i. এয়ারকন্ডিশনার

ii. রেফ্রিজারেটর

iii. ওয়াশিং মেশিন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

১২. বাংলাদেশের কোন নৃগোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?

[ক] সাঁওতাল

[খ] চাকমা

[গ] গারো

[ঘ] মারমা

উত্তর: [ক] সাঁওতাল

১৩. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?

[ক] ইরান

[খ] ইরাক

[গ] সৌদি আরব

[ঘ] কুয়েত

উত্তর: [গ] সৌদি আরব

ভূগোল ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন - HSC Geography 2nd Paper MCQ with Answer

১৪. অভিগমন নির্ভর করে:

i. সরকারের নীতি

ii. নিজের চাহিদা

iii. পরিবারের সুযোগ-সুবিধা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

১৫. বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংঘটিত হওয়ার প্রধান কারণ:

i. সম্পদের ঘাটতি

ii. পরিবেশগত পার্থক্য

iii. উৎপাদিত উদ্বৃত্ত পণ্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [খ] i ও iii

১৬. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?

[ক] মালয়েশিয়া

[খ] লিবিয়া

[গ] সৌদি আরব

[ঘ] ইন্দোনেশিয়া

উত্তর: [গ] সৌদি আরব

১৭. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?

[ক] মধুমতি

[খ] মেঘনা

[গ] বুড়িগঙ্গা

[ঘ] শীতলক্ষ্যা

উত্তর: [ঘ] শীতলক্ষ্যা

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:

ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।

১৮. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?

[ক] ভারত

[খ] অস্ট্রেলিয়া

[গ] চীন

[ঘ] মালয়েশিয়া

উত্তর: [ক] ভারত

১৯. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়:

i. টেকেরহাট

ii. জয়পুরহাট

iii. বিজয়পুর

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

২০. নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম?

[ক] পাকিস্তান

[খ] ব্রাজিল

[গ] বাংলাদেশ

[ঘ] থাইল্যান্ড

উত্তর: [ঘ] থাইল্যান্ড

২১. বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংঘটিত হয়ে থাকে?

[ক] জলপথে

[খ] সড়কপথে

[গ] রেলপথে

[ঘ] আকাশপথে

উত্তর: [ক] জলপথে

২২. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

[ক] তিতাস

[খ] রশিদপুর

[গ] হবিগঞ্জ

[ঘ] কৈলাসটিলা

উত্তর: [ক] তিতাস

২৩. বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা-

[ক] ৮৮°পূ.

[খ] ৯০°পূ.

[গ] ৮৮°প.

[ঘ] ৯০°প.

উত্তর: [ক] ৮৮°পূ.

২৪. উদ্দীপকে কোন ধরনের বসতি নির্দেশ করে?

[ক] সারিবদ্ধ

[খ] পুঞ্জীভূত

[গ] বিক্ষিপ্ত

[ঘ] বিচ্ছিন্ন

উত্তর: [ক] সারিবদ্ধ

২৫. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?

[ক] ১৯০৯

[খ] ১৯১৯

[গ] ১৯২৯

[ঘ] ১৯৩৯

উত্তর: [গ] ১৯২৯

HSC Geography 2nd Paper

MCQ

Question and Answer

ভূগোল ২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Leave a Comment