HSC ভূগোল ২য় পত্র সৃজনশীল (Srijonshil) বোর্ড প্রশ্ন pdf download প্রস্তুতি পর্ব-৩ ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Geography 2nd Paper Srijonshil Question pdf download

ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড

ভূগোল ২য় পত্র

সৃজনশীল প্রশ্ন

বিষয় কোড: [১২৬]

সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট                পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

HSC Geography 2nd Paper

Board Question Solution

Srijonshil Question pdf download

১ । তানজিম বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ খ্যাত দেশের বাসিন্দা। সে সূর্যোদয়ের দেশে পড়াশুনা করতে গিয়ে সে দেশের বসতির ধরন ও শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা দেখে বিমোহিত হয়।

ক. পৃথিবীর ২য় বৃহত্তম মহাদেশের নাম কী? ১

খ. রাজনৈতিক অঞ্চল বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত তানজিমের ভ্রমণকৃত দেশের বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত তানজিমের নিজ দেশ ও ভ্রমণকৃত দেশের শিল্প পরিবেশের তুলনামূলক আলোচনা কর। ৪

২ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. CDR এর পূর্ণরূপ কী? ১

খ. জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা কর। ২

গ. ‘অ’ অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী নিয়ামকসমূহ ব্যাখ্যা কর। ৩

ঘ. ‘ঈ’ ও ‘ই’ অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ কর। ৪

৩ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. গ্রামীণ হাট কাকে বলে? ১

খ. ভূপ্রকৃতি বসতি গঠনে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। ২

গ. ‘ক’ অঞ্চলে বসতি গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর। ৩

ঘ. ‘ক’ ও ‘খ’ বসতির বৈশিষ্ট্যের তুলনামূলক ব্যাখ্যা কর। ৪

৪ । বাংলাদেশের ছেলে অভীক মিসিসিপি-মিসৌরী নদীবাহিত দেশে বেড়াতে গিয়ে দেখলো, ওখানকার মানুষের প্রধান খাদ্যশস্যটি তার নিজ দেশে শীতকালে চাষ হয় এবং H খাদ্যশস্যটির আন্তর্জাতিক বাণিজ্য অনেক গুরুত্বপূর্ণ।

ক. এশিয়ার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কোনটি? ১

খ. স্থানান্তরিত কৃষি কাকে বলে? ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত অভীকের ভ্রমণকৃত দেশের প্রধান খাদ্যশস্যের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাখ্যা কর। ৩

ঘ. অভীকের নিজ দেশ ও ভ্রমণকৃত দেশের প্রধান খাদ্যশস্য উৎপাদনে জলবায়ুগত নিয়ামকের তুলনামূলক বিশ্লেষণ কর। ৪

HSC ভূগোল ২য় পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন (ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭)

৫ । শাকির গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি বেড়াতে গিয়ে সবুজে আচ্ছাদিত বাগানের মাঝে উঁচু উঁচু বৃক্ষ দেখতে পায়। ব্যাপক এলাকায় চাষ হলেও সেখানকার ভূমিরূপ সমতল নয়। কারণ জানতে চাইলে তার মামা জানালেন যে, উক্ত ফসলের জন্য মাঝে মাঝে ছায়া এবং কিছু উঁচু জমির প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি আয়ে উক্ত কৃষিপণ্যের যথেষ্ট অবদান রয়েছে।

ক. কৃষির সংজ্ঞা দাও। ১

খ. ভূমিরূপ কীভাবে ধান চাষকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। ২

গ. উদ্দীপকে উল্লিখিত কৃষিপণ্যটি বরিশাল অঞ্চলে কেন হয় না? ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ কৃষিপণ্যটির বাংলাদেশের অর্থনীতিতে অবদান বিশ্লেষণ কর। ৪

৬ । নিচের সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দাও।

ক. বন্দর কাকে বলে? ১

খ. বন্দর গড়ে উঠার পিছনে পশ্চাৎভূমির ভূমিকা ব্যাখ্যা কর। ২

গ. ‘খ’ নির্দেশক অঞ্চলের পরিবহন পথের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩

ঘ. পণ্য পরিবহনের ক্ষেত্রে ‘ক’ নির্দেশিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অধিক ভূমিকা রাখছে- ব্যাখ্যা কর। ৪

৭ । লাঙল-জোয়ালের বদলে ট্রাক্টরের ব্যবহার বর্তমান সময়ে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খন্ড খন্ড জমিগুলোতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। ফলে গনি মিয়ার (প্রাচীন পদ্ধতির কৃষক) বংশধরগণ বর্তমানে ফসল উৎপাদনের সকল পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পাশাপাশি সরকারি সহযোগিতার জন্য কৃষিক্ষেত্রের সুফল ভোগ করছে।

ক. কৃষিকাজ কাকে বলে? ১

খ. কানাডার প্রেইরী তৃণভূমিকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয় কেন? ২

গ. উদ্দীপকে উল্লিখিত বিষয় কীভাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে- ব্যাখ্যা কর। ৩

ঘ. উদ্দীপকের উল্লিখিত দু’টি সময়ের কৃষি পদ্ধতির সুবিধা-অসুবিধা মূল্যায়ন কর। ৪

৮ । এসএসসি পরীক্ষা শেষ করে লোকমান নৌপথে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। নৌপথে আসতে সে দেখলো গ্রামীণ বসতিগুলো নদী পাড়ে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। অনেকেই নদীতে স্নান করছে। ঢাকার পার্শ্ববর্তী নদীতে তার নৌযানটি প্রবেশ করার পর দেখলো নদীর দু’ধারে শুধুই কারখানা, শিল্প প্রতিষ্ঠান। নদীর পানিতে সে কাউকে স্নান করতে দেখলো না।

ক. দূষক কাকে বলে? ১

খ. মোটরযানের সংখ্যা বৃদ্ধির সাথে বায়ুদূষণের সম্পর্ক- ব্যাখ্যা কর। ২

গ. লোকমানের দেখা গ্রামীণ বসতির ধরনের বৈশিষ্ট্য লেখ। ৩

ঘ. উদ্দীপকের বর্ণনা মতে নদীতে স্নান করার দৃশ্যমান পার্থক্য মূল্যায়ন কর। ৪

Leave a Comment