HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০ ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

১. নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র?

[ক] দেয়াল মানচিত্র

[খ] ভূচিত্রাবলির মানচিত্র

✅ মৌজা মানচিত্র

[ঘ] পৃথিবীর মানচিত্র

২. প্রাকৃতিক মানচিত্র কোনটি?

✅ মৃত্তিফা মানচিত্র

[খ] ভূমি ব্যবহার মানচিত্র

[গ] উপাত্তের বণ্টন মানচিত্র

[ঘ] ছায়াপাত মানচিত্র

৩. তথ্যভিত্তিক মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?

✅ ২ ভাগে

[খ] ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

৪. নিচের কোন স্কেলটি পৃথিবীর সকল দেশে ব্যবহার উপযোগী?

[ক] বর্ণনামূলক স্কেল

✅ প্রতিভূ অনুপাত স্কেল

[গ] রৈখিক স্কেল

[ঘ] কর্ণীয় স্কেলে

৫. কর্ণীয় স্কেলে কয়টি পর্যায়ের পাঠ গ্রহণ করা যায়?

[ক] ২টি

✅ ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

৬. মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টি?

[ক] ২টি

✅ ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

৭. ১ ইঞ্জিতে ১ মাইল প্রতিভূ অনুপাত হবে-

[ক] ১ ঃ ১

[খ] ১ঃ ৩৬

[গ] ১ ঃ ১৭৬০

✅ ১ঃ ৬৩৩৬০

৮. শ্রেণিকক্ষে কোন মানচিত্র ব্যবহার করা হয়?

[ক] সাংস্কৃতিক মানচিত্র

[খ] আন্তর্জাতিক মানচিত্র

[গ] মৌজা মানচিত্র

✅ দেয়াল মানচিত্র

৯. যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানতে কী ব্যবহৃত হয়?

[ক] দূরবীণ

[খ] ওয়্যারলেস

[গ] বেতার যন্ত্র

✅ মানচিত্র

১০. এক ভাস্ট (Verst) সমান কত প্যালেজ?

[ক] ৮৩,০০০

✅ ৮৪,০০০

[গ] ৮৫,০০০

[ঘ] ৮৬,০০০

১১. সরল স্কেলে কয়টি একক দেখানো যায়?

✅ ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

১২. মানচিত্রের স্কেল লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলে?

✅ বর্ণনামূলক স্কেল

[খ] রৈখিক স্কেল

[গ] প্রতিভূ ভগ্নাংশ

[ঘ] প্রতিভূ অনুপাত

১৩. ঢাকা থেকে ২০ মাইল উত্তরে স্থান কোনটি?

[ক] উত্তরা

[খ] টঙ্গি

✅ সাভার

[ঘ] মিরপুর

১৪. ঢাকা থেকে সাভারের দূরত্ব কত?

[ক] ১৫ মাইল

✅ ২০ মাইল

[গ] ২২ মাইল

[ঘ] ২৫ মাইল

১৫. যখন কোনো চতুর্ভুজ বা বহুভূজ ক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয় সংযোজক সরল রেখার সাহায্যে পরিমাপ করা যায় তখন তাকে কী বলে?

✅ কর্ণীয় স্কেল

[খ] রৈখিক স্কেল

[গ] বর্ণনামূলক স্কেল

[ঘ] প্রতিভূ অনুপাত স্কেল

১৬. কোন স্কেলের ডান দিকে গজ; বাম দিকে ফুট এবং উপরের দিকে ইজ্ঞি লিখতে হয়?

[ক] সরল স্কেলের

✅ কর্ণীয় স্কেলের

[গ] বর্ণনামূলক স্কেলের

[ঘ] রৈখিক স্কেলের

১৭. কোন স্কেলের মাপনী নিচে প্র.অ. ১ ও ৩৬ লিখতে হবে?

[ক] সরল স্কেলের

[খ] রৈখিক স্কেলের

[গ] প্রতিভূ অনুপাত স্কেলের

✅ কর্ণীয় স্কেলের

১৮. একই প্রকার ছোট বা বড় ত্রিভুজ অঙ্কন করে যখন মানচিত্রকে ছোট বা বড় করা হয় তখন তাকে কী বলে?

[ক] ছক বা বর্গ পদ্ধতি

✅ সম-ত্রিভুজ পদ্ধতি

[গ] যান্ত্রিক পদ্ধতি

[ঘ] চতুর্ভুজ পদ্ধতি

১৯. কিসের মাধ্যমে পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?

✅ মানচিত্র

[খ] বই

[গ] রেডিও

[ঘ] টেলিভিশন

২০. একটি মানচিত্রে বর্ণনামূলক স্কেল ১ ইঞ্চি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?

[ক] ১ঃ ১৭৬০

[খ] ১ঃ ৬০০০

✅ ১ঃ ১২৬৭২০

[ঘ] ১ঃ ৬৩৩৬০

২১. নতুন মানচিত্রের স্কেল ও মূল মানচিত্রের স্কেলের অনুপাত ১ অপেক্ষা কম হলে নতুন মানচিত্রের কীরূপ পরিবর্তন হবে?

[ক] কোনো পরিবর্তন হবে না

✅ মানচিত্র সংকুচিত হবে

[গ] মানচিত্র প্রসারিত হবে

[ঘ] মানচিত্র একই থাকবে

২২. মানচিত্র অঙ্কন করতে প্রয়োজন-

i. উন্নতমানের কাগজ

ii. স্কেল

iii. অভিক্ষেপ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২৩. মৌজা মানচিত্রে অঙ্কিত থাকে-

i. ভূসম্পত্তি, বাড়িঘর

ii. কৃষিক্ষেত্র, দালানকোঠা

iii. নদনদী, বনজঙ্গল

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৪. মানচিত্রে দেখানো হয়-

i. স্থলভাগের বন্ধুরতা

ii. পর্বতের উচ্চতা

iii. সমবর্ষণ রেখা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৫. মানচিত্রের উপাদান-

i. নির্দিষ্ট স্কেল

ii. দিক-নির্দেশক চিহ্ন

iii. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

নিজাম তার গ্রামের বাড়িতে জমিজমা পরিমাপের জন্য এক ধরনের মানচিত্রের শরণাপন্ন হয়। এ মানচিত্র দ্বারা আবার সরকার ভূমির মালিকদের থেকে কর নিয়ে থাকে।

২৬. ক্যাডাস্ট্রাল মানচিত্রকে কী ধরনের মানচিত্র বলে?

✅ মৌজা মানচিত্র

[খ] ভূচিত্রাবলি মানচিত্র

[গ] প্রাকৃতিক বিষয়সংক্রান্ত মানচিত্র

[ঘ] আন্তর্জাতিক মানচিত্র

২৭. নিজামের কাছে কোন ধরনের মানচিত্র রয়েছে?

[ক] সাংস্কৃতিক মানচিত্র

[খ] ভূচিত্রাবলি মানচিত্র

✅ মৌজা মানচিত্র

[ঘ] দেয়াল মানচিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আসিফ তার আববার সাথে থানা নিবাহী কর্মকর্তার অফিসে গেল। সেখানে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ নানা ধরনের জিনিস দেখতে পায়।

২৮. সরকারি ও বেসরকারি অফিসে কোন মানচিত্র ব্যবহৃত হয়?

✅ দেয়াল মানচিত্র

[খ] মৌজা মানচিত্র

[গ] সাংস্কৃতিক মানচিত্র

[ঘ] আন্তর্জাতিক মানচিত্র

২৯. সামরিক দপ্তরে কোন মানচিত্র ব্যবহৃত হয়?

[ক] মৌজা মানচিত্র

✅ দেয়াল মানচিত্র

[গ] আন্তর্জাতিক মানচিত্র

[ঘ] প্রাকৃতিক মানচিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আনিসার চাচা হোসাইন সাহেব অস্ট্রেলিয়ার নাগরিক। সে তার চাচার দেশে বেড়াতে যায়। সেখানে বাংলাদেশে প্রচলিত একটি স্কেলের ব্যবহার দেখতে পায়।

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোন দেশের মানচিত্রে প্যালেজ (Pale+3) থাকে?

[ক] জাপানি

[খ] জার্মানি

[গ] নরওয়ে

✅ রাশিয়ান

৩১. অান্তর্জাতিক স্কেল কোনটি?

✅ প্রতীক ভগ্নাংশ স্কেল

[খ] বর্ণনামূলক স্কেল

[গ] রৈখিক স্কেল

[ঘ] কর্ণ স্কেল

৩২. সাধারণত ফেল কয় প্রকার?

[ক] ২ প্রকার

✅ ৩ প্রকার

[গ] ৪ প্রকার

[ঘ] ৫ প্রকার

৩৩. একটি মানচিত্রের বর্ণনামূলক স্কেল ১ ইঞি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?

[ক] ১ ঃ ৬৩০

[খ] ১ ঃ ৬০০০

✅ ১ ঃ ১২৬৭২০

[ঘ] ১ঃ ৬৩৩৬০

৩৪. মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?

ক ১টি

✅ ২টি

[গ] ৩টি

[ঘ] ৪টি

৩৫. স্কেলের ভিত্তিতে মানচিত্র হল-

i. ক্ষুদ্র স্কেলের

ii. বৃহৎ স্কেলের

iii. প্রাকৃতিক মানচিত্র

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৬. ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কী বলে?

[ক] mapa

[খ] map

[গ] mape

✅ mappa

৩৭. ভূগোলবিদের প্রধান হাতিয়ার কোনটি?

[ক] নকশা

✅ মানচিত্র

[গ] কম্পিউটার

[ঘ] স্কেল

৩৮. কোনো দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের জন্য কোনটি দুরকার?

✅ মানচিত্র

[খ] নজরদারি

[গ] বনায়ন

[ঘ] ব্যবস্থাপনা

৩৯. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?

[ক] মৌজা

[খ] প্রাকৃতিক বিষয়ক

✅ দেওয়াল

[ঘ] স্থানীয়

৪০. যুদ্ধের সময় কোন মানচিত্রটির ব্যবহার সীমিত করা হয়?

[ক] ভূচিত্রাবলি

✅ স্থানীয় বৈচিত্র্যসূচক

[গ] মৌজা

[ঘ] দেয়াল

৪১. তুলনামূলক মাপনী কয় প্রকার?

[ক] ২

[খ] ৩

✅ ৪

[ঘ] ৫

৪২. উম্বের মাপনী কী কাজে ব্যবহৃত হয়?

✅ ক্যামেরার উচ্চতা নির্ধারণে

[খ] গোলক অঙ্কনে

[গ] বৃত্তলেখ অঙ্কনে

[ঘ] ভূদৃশ্য অঙ্কনে

৪৩. মানচিত্রের কোনো দুটি স্থানের মধ্যস্থিত দূরত্ব কোন উপায়ে সহজে বুঝতে পারা যায়?

[ক] বর্ণনার সাহায্যে

✅ রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে

[গ] প্রতিভূ অনুপাতে

[ঘ] সংখ্যাসূচক অগ্নাংশের মাধ্যমে

৪৪. প্রতিভূ অনুপাতের প্রথম অংশকে কী বলে?

[ক] মুখ্য

[খ] গৌণ

✅ লব

[ঘ] হর

৪৫. ১ মাইল সমান কত ইঞ্জি?

[ক] ৬৩,৩৬০

✅ ৬৩,৬৩০

[গ] ৬৪,৩৬০

[ঘ] ৭৪,৩২০

৪৬. মানচিত্রের প্রতিভূ অনুপাতকে ইংরেজিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?

[ক] Represent Fraction

[খ] Reported Fraction

✅ Representative Fraction

[ঘ] Representitutive Fraction

৪৭. পরিমাপের সুবিধার জন্য মুখ্য বিভাগগুলো শূন্য (০) দাগের কোন দিকে অঙ্কন করতে হয়?

✅ ডান

[খ] বাম

[গ] মধ্য

[ঘ] যেকোনো এক পাশে

৪৮. মানচিত্রের দুটি স্থানের দূরত্ব নির্ণয় করা যায় কিসের সাহায্যে?

✅ কর্ণীয় মাপনী

[খ] চাদা

[গ] কাঁটা কম্পাস

[ঘ] পেন্সিল কম্পাস

৪৯. প্রত্যেক মানচিত্রে কোন ধরনের মাপনী থাকা উচিত?

✅ রৈখিক

[খ] বর্গীয়

[গ] ভার্নিয়ার

[ঘ] কর্ণীয়

৫০. একটি সরল মাপনীর গৌণ বিভাগগুলোকে পুনরায় ভাগ করার পদ্ধতিকে কী বলে?

[ক] রেখাচিত্র অঙ্কন

✅ কর্ণীয় মাপনী অঙ্কন

[গ] ভার্নিয়ার স্কেল

[ঘ] পদক্ষেপ মাপনী

৫১. কর্ণীয় স্কেলে পাঠ গ্রহণের সূক্ষ্মতা নির্ভর করে কোনটির ওপর?

[ক] অঙ্কন সতর্কতা

[খ] প্রতিভূ অনুপাত

✅ কর্ণের সংখ্যা

[ঘ] আয়তক্ষেত্রের বিভাজন

৫২. মানচিত্রের সংকোচন ও প্রসারণের সূত্র কোনটি?

[ক]

[খ]

[ঘ]

৫৩. কোনটি সরল স্কেল অঙ্কনের সর্বাধিক প্রচলিত পদ্ধতি?

✅ রৈখিক

[খ] পূর্ণবিভক্তিকরণ

[গ] কর্ণীয়

[ঘ] যুক্ত বিভক্তিকরণ

৫৪. কর্ণীয় স্কেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়-

✅ মানচিত্র অঙ্কনে

[খ] ভূমি জরিপ কাজে

[গ] জনসংখ্যা জরিপ কাজে

[ঘ] ভূমি বন্ধুরতা প্রদর্শনে

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গ্রামে অনিকদের অনেক সম্পত্তি। তার বাবার মৃত্যুর পর ভাই ও বোনদের মধ্যে সম্পত্তি ভাগের জন্য একজন আমিন ডেকে আনল। আমিন তার ব্যাগ থেকে একটি মানচিত্র বের করল। মানচিত্রটি টেবিলের ওপর রেখে তিনি কিছু যন্ত্রপাতি বের করলেন।

৫৫. অনিকদের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?

[ক] নকশা

✅ মৌজা

[গ] ঐতিহাসিক

[ঘ] সাময়িক

৫৬. সূক্ষ্ম পরিমাপের জন্য আমিন কোন ধরনের স্কেল ব্যবহার করেন?

[ক] সরল

[খ] ভার্নিয়ার

✅ কর্ণীয়

[ঘ] তুলনামূলক

৫৭.কোন পর্যায়ের পাঠ গ্রহণের জন্য কর্ণীয় স্কেল ব্যবহার করা হয়?

✅ প্রাথমিক

[খ] দ্বিতীয়

[গ] তৃতীয়

[ঘ] চতুর্থ

৫৮. কর্ণীয় স্কেলে পাঠ গ্রহণের সূক্ষ্মতা প্রধানত কোনটির ওপর নির্ভর করে?

✅ অঙ্কনের সতর্কতা

[খ] প্রতিভূ অনুপাত

[গ] কর্ণের সংখ্যা

[ঘ] আয়তক্ষেত্রের অনুভূমিক বিভাজন সংখ্যা

৫৯. মানচিত্রের সংকোচনে কোন পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ও সুবিধাজনক?

✅ বর্গ

[খ] ত্রিভুজ

[গ] যন্ত্র

[ঘ] ফটোকপি

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন ক্ষেলের মানচিত্র পৃথিবীর সব দেশে ব্যবহার করা যায়?

[ক] বর্ণনামূলক স্কেল

[খ] রৈখিক স্কেল

✅ প্রতিভূ অনুপাত

[ঘ] তুলনামূলক স্কেল

৬১. মানচিত্রকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

৬২. কতিপয় কর্ণের সাহায্যে কোন স্কেল অঙ্কন করা হয়?

[ক] সরল

[খ] কর্ণীয়

✅ তুলনামূলক

[ঘ] ভার্নিয়ার

৬৩. R. F.-এর পূর্ণরূপ কী?

✅ Representative Fraction

[খ] Representative Furlong

[গ] Representative Future

[ঘ] Representative Franc

৬৪. স্কেলের আভিধানিক অর্থ কী?

✅ মাপনী

[খ] পরিমাপ

[গ] পরিমাণ

[ঘ] অনুপাত

৬৫. স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র কয় প্রকার?

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

৬৬. Map Enlargement মানে কী?

[ক] মানচিত্র সংকোচন

✅ মানচিত্র সম্প্রসারণ

[গ] মানচিত্র অঙ্কন

[ঘ] মানচিত্র প্রতিস্থাপন

৬৭. মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে সহজ ও প্রচলিত পদ্ধতি?

[ক] যন্ত্র পদ্ধতি

[খ] ত্রিভুজ পদ্ধতি

✅ ছক পদ্ধতি

[ঘ] সমানুপাতিক কম্পাস

৬৮. প্রাকৃতিক মানচিত্র অঙ্কন করা হয় কীভাবে?

✅ প্রকৃতির অবয়ব অনুসরণ করে

[খ] অর্থনৈতিক অবয়ব অনুসরণ করে

[গ] কৃত্রিম অবয়ব অনুমান করে

[ঘ] ঐতিহাসিক অবয়ব অনুসরণ করে

৬৯. মিনা বাংলাদেশের আটটি বিভাগ সম্পর্কে জানতে চাইলে তার নিচের কোনটি প্রয়োজন?

✅ প্রশাসনিক মানচিত্র

[খ] মৌজা মানচিত্র

[গ] দেয়াল মানচিত্র

[ঘ] ভূচিত্রাবলি মানচিত্র

৭০. সুজন বিশ্বের অনেক এলাকা সম্পর্কে জানে না তাই এলাকা সম্পর্কে জানতে হলে সুজনের কোনটি পাঠ করা আবশ্যক?

[ক] নকশা

[খ] স্কেল

✅ মানচিত্র

[ঘ] চার্ট

৭১. মানচিত্রের উপাদান সম্পর্কে যৌক্তিক নয় কোনটি?

[ক] শিরোনাম

[খ] সূচি

✅ সিরিজ

[ঘ] ক্লাসরুম

৭২. প্রতিভূ অনুপাত স্কেলে থাকে-

i. লব অংশ

ii. হর অংশ

iii. পূর্ণ অংশ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৭৩. নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র?

✅ মৌজা মানচিত্র

[খ] দেয়াল মানচিত্র

[গ] নৌ চালনা মানচিত্র

[ঘ] ভূচিত্রাবলি মানচিত্র

৭৪. প্রতিভূ অনুপাতকে ইংরেজিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?

[ক] Represent Fraction

[খ] Map Ratio

✅ Reprehensive Fraction

[ঘ] Reference Fraction

৭৫. পৃথিবীর বিভিন্ন অংশের প্রাকৃতিক অবস্থা এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার আলোচনা কোন শাস্ত্রের বিষয়বস্তু?

[ক] অর্থনীতি

[খ] ইতিহাস

[গ] সামাজিক বিজ্ঞান

✅ ভূগোল

৭৬. কোনো স্থানের ভৌগোলিক আলোচনার জন্য সর্বপ্রথমেই প্রয়োজন কোনটির?

[ক] কম্পাস

✅ মানচিত্র

[গ] গজ মাপনী

[ঘ] স্কেল

৭৭. ব্যবহারিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়-

✅ মানচিত্র

[খ] জলবায়ু

[গ] মানবসম্পদ

[ঘ] খনিজ সম্পদ

৭৮. মানচিত্রের অপর নাম কী?

[ক] ছাপা কাগজ

✅ নকশা

[গ] দলিল

[ঘ] পুস্তক

৭৯. স্কেলের পার্থক্য অনুসারে মানচিত্র কত প্রকার?

✅ দুই প্রকার

[খ] তিন প্রকার

[গ] চার প্রকার

[ঘ] পাঁচ প্রকার

৮০. ক্ষুদ্র স্কেলের মানচিত্র নিচের কোনটি?

[ক] মৌজা মানচিত্র

[খ] ক্যাডাস্ট্রাল মানচিত্র

[গ] ভূসংস্থানিক মানচিত্র

✅ ভূচিত্রাবলির মানচিত্র

৮১. ক্ষুদ্র স্কেলের মানচিত্র নিচের কোনটি?

[ক] প্রাকৃতিক মানচিত্র

[খ] সাংস্কৃতিক মানচিত্র

✅ দেয়াল মানচিত্র

[ঘ] মৌজা মানচিত্র

৮২. বৃত্তি বা অভিপ্রায়ের দিক দিয়ে মানচিত্র কয় প্রকার?

[ক] ২ প্রকার

[খ] ৩ প্রকার

[গ] ৪ প্রকার

✅ ৫ প্রকার

৮৩. প্রাকৃতিক বিষয়াদি যে মানচিত্রে দেখানো হয় তাকে কী মানচিত্র বলে?

✅ প্রাকৃতিক মানচিত্র

[খ] ভূসংস্থানিক মানচিত্র

[গ] মৌজা মানচিত্র

[ঘ] দেয়াল মানচিত্র

৮৪. কোন মানচিত্রে ভূমির বন্ধুরতা দেখানো হয়?

[ক] মৌজা মানচিত্র

✅ প্রাকৃতিক মানচিত্র

[গ] ভূচিত্রাবলি মানচিত্র

[ঘ] ভূসংস্থানিক মানচিত্র

৮৫. যে মানচিত্রে সাংস্কৃতিক বিষয়াবলি প্রকাশ করা হয় তাকে কোন মানচিত্র বলে?

[ক] ভূচিত্রাবলি মানচিত্র

[খ] মৌজা মানচিত্র

✅ সাংস্কৃতিক মানচিত্র

[ঘ] দেয়াল মানচিত্র

৮৬. অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক ও সামাজিক তথ্য অন্তর্ভুক্ত করা হয় কোন মানচিত্রে?

[ক] মৌজা মানচিত্রে

[খ] আন্তর্জাতিক মানচিত্রে

[গ] দেয়াল মানচিত্রে

✅ সাংস্কৃতিক মানচিত্রে

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৭ ও ৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নিজাম তার গ্রামের বাড়িতে জমিজমা পরিমাপের জন্য এক ধরনের মানচিত্রের শরণাপন্ন হয়। এ মানচিত্র দ্বারা আবার সরকার ভূমির মালিকদের থেকে কর নিয়ে থাকে।

৮৭. ক্যাডাস্ট্রাল মানচিত্রকে কী ধরনের মানচিত্র বলে?

✅ মৌজা মানচিত্র

[খ] ভূচিত্রাবলি মানচিত্র

[গ] প্রাকৃতিক বিষয়সংক্রান্ত মানচিত্র

[ঘ] আন্তর্জাতিক মানচিত্র

৮৮. নিজামের কাছে কোন ধরনের মানচিত্র রয়েছে?

[ক] সাংস্কৃতিক মানচিত্র

[খ] ভূচিত্রাবলি মানচিত্র

✅ মৌজা মানচিত্র

[ঘ] দেয়াল মানচিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

আসিফ তার আববার সাথে থানা নিবাহী কর্মকর্তার অফিসে গেল। সেখানে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ নানা ধরনের জিনিস দেখতে পায়।

৮৯. সরকারি ও বেসরকারি অফিসে কোন মানচিত্র ব্যবহৃত হয়?

✅ দেয়াল মানচিত্র

[খ] মৌজা মানচিত্র

[গ] সাংস্কৃতিক মানচিত্র

[ঘ] আন্তর্জাতিক মানচিত্র

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সামরিক দপ্তরে কোন মানচিত্র ব্যবহৃত হয়?

[ক] মৌজা মানচিত্র

✅ দেয়াল মানচিত্র

[গ] আন্তর্জাতিক মানচিত্র

[ঘ] প্রাকৃতিক মানচিত্র

৯১. যে অনুপাতে প্রকৃত ক্ষেত্রফলকে বা দৈর্ঘ্যকে ছোট করা হয় তাকে কী বলে?

[ক] চাঁদা

[খ] ত্রিভুজ

✅ স্কেল

[ঘ] কম্পাস

৯২. সাধারণত কয়টি উপয়ে মানচিত্রের স্কেল প্রদর্শন করা হয়?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৯৩.স্কেলকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৯৪. একটি সরলরেখাকে সুবিধামতো কতিপয় মুখ্য ও গৌণ অংশে বিভক্ত করতে হয় কেন?

[ক] বর্ণনামূলক স্কেল অঙ্কন করতে

[খ] প্রতীক ভগ্নাংশ স্কেল অঙ্কন করতে

✅ সরল স্কেল অঙ্কন করতে

[ঘ] প্রতিভূ অনুপাত স্কেল অঙ্কন করতে

৯৫. যখন কোনো চতুর্ভুজ বা বহুভুজ ক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয় সংযোজক সরল রেখার সাহায্যে পরিমাপ করা যায় তখন তাকে কী বলে?

✅ কর্ণীয় স্কেল

[খ] রৈখিক স্কেল

[গ] বর্ণনামূলক স্কেল

[ঘ] প্রতিভূ অনুপাত স্কেল

৯৬. অধিকতর সূক্ষ্ম মাপ নেওয়া যায় কোন ফেল দ্বারা?

[ক] বর্ণনামূলক স্কেল

[খ] সরল স্কেল

[গ] প্রতীক ভগ্নাংশ স্কেল

✅ কর্ণীয় স্কেল

৯৭. কোন স্কেলের ডান দিকে গজ; বাম দিকে ফুট এবং উপরের দিকে ইঞ্চি লিখতে হয়?

[ক] সরল স্কেলের

✅ কর্ণীয় স্কেলের

[গ] বর্ণনামূলক স্কেলের

[ঘ] রৈখিক স্কেলের

৯৮. মানচিত্রের ছোট করাকে কী বলে?

✅ সংকোচন

[খ] হ্রাসকরণ

[গ] সম্প্রসারণ

[ঘ] বৃদ্ধিকরণ

৯৯. মানচিত্রের বড় করাকে কী বলে?

[ক] হ্রাসকরণ

✅ সম্প্রসারণ

[গ] বর্ধিতকরণ

[ঘ] সংকোচন

১০০. পেন্টোগ্রাফ, এইড্রোগ্রাফ ও ক্যামেরার সাহায্যে যখন মানচিত্র ছোট বড় করা হয় তখন তাকে কী বলে?

[ক] ছক পদ্ধতি

✅ যান্ত্রিক পদ্ধতি

[গ] সম-ত্রিভুজ পদ্ধতি

[ঘ] স্বাভাবিক পদ্ধতি

Leave a Comment