HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড) ~ Exam Cares

১. কিস্তি প্রদানের নিয়মটি কোন ধরনের?

🔲 অগ্রিম বৃত্তি

🔲 সাধারণ বৃত্তি

🔲 আনুপাতিক বৃত্তি

🔲 দ্বিগুণ বৃত্তি

✅ উত্তর: সাধারণ বৃত্তি

২. কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ?

🔲 শেয়ার

🔲 বন্ড

🔲 ডিবেঞ্চার

🔲 ট্রেজারি বিল

✅ উত্তর: ট্রেজারি বিল

৩. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারকে কয় শ্রেণিতে বা ক্যাটাগরিতে ভাগ করা যায়?

🔲 ২

🔲 ৩

🔲 ৪

🔲 ৫

✅ উত্তর: ৪

৪. ধরি, একটি বন্ডের অভিহিত বা লিখিত মূল্য ১,০০০ টাকা। যদি বন্ডটি ৯৫০ টাকায় বিক্রি হয়, তাহলে বন্ডটি কিসে বিক্রি হয়েছে?

🔲 অবহারে

🔲 অধিহারে

🔲 অভিহিত মূল্যে

🔲 কোনোটিই নয়

✅ উত্তর: অবহারে

৫. আন্ত–আয়ের হার পদ্ধতির অসুবিধা কোনটি?

🔲 সব নগদ প্রবাহ বিবেচনা করে না

🔲 অর্থের সময়মূল্য বিবেচনা করে না

🔲 একাধিক আন্ত–আয় হারজনিত জটিলতা

🔲 মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয়

✅ উত্তর: একাধিক আন্ত–আয় হারজনিত জটিলতা

৬. আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য নিচের কোনটির প্রয়োজন হয়?

🔲 গড় থেকে ব্যবধান

🔲 আদর্শ মান থেকে ব্যবধান

🔲 ঝুঁকি থেকে ব্যবধান

🔲 মুনাফা থেকে ব্যবধান

✅ উত্তর: গড় থেকে ব্যবধান

৭. বিভেদাঙ্ক দ্বারা কী পরিমাপ করা হয়?

🔲 প্রাতিষ্ঠানিক বিভেদ

🔲 ঝুঁকি

🔲 মুনাফার অঙ্কের বিভেদ

🔲 অভ্যন্তরীণ বিভেদ

✅ উত্তর: ঝুঁকি

৮. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?

🔲 বন্ড ক্রয়

🔲 ঋণপত্র ক্রয়

🔲 অগ্রাধিকার শেয়ার ক্রয়

🔲 সাধারণ শেয়ার ক্রয়

✅ উত্তর: সাধারণ শেয়ার ক্রয়

৯. ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করেন?

🔲 ব্যবসায়িক ঝুঁকি

🔲 আর্থিক ঝুঁকি

🔲 সুদের হার ঝুঁকি

🔲 তারল্য ঝুঁকি

✅ উত্তর: আর্থিক ঝুঁকি

১০. ইমন শেয়ার ক্রয়ে কোন বিষয়টি পর্যালোচনা করবেন?

🔲 মূলধন ব্যয়

🔲 আর্থিক বিবরণী

🔲 মূলধন কাঠামো

🔲 মূলধনি লাভ

✅ উত্তর: আর্থিক বিবরণী

১১. অর্থের সময় মূল্য নীতিতে—

🔲 বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়

🔲 ভবিষ্যতে প্রাপ্য আয়গুলোর বর্তমান মূল্য নির্ণয় করা হয়

🔲 অর্থের মাসিক ও বার্ষিক মূল্য বিবেচনা করা হয়

🔲 অর্থের শুধু অতীত মূল্য বিবেচনা করা হয়

✅ উত্তর: ভবিষ্যতে প্রাপ্য আয়গুলোর বর্তমান মূল্য নির্ণয় করা হয়

১২. তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে কী রকম সম্পর্ক বিদ্যমান?

🔲 সমমুখী

🔲 সমান্তরাল

🔲 বিপরীতমুখী

🔲 সমানুপাতিক

✅ উত্তর: বিপরীতমুখী

১৩. প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

🔲 তারল্য ঝুঁকি বৃদ্ধি

🔲 তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি

🔲 মুনাফা বৃদ্ধি

🔲 তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি

✅ উত্তর: তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি

১৪. রাকিব ১২% চক্রবৃদ্ধি সুদে ৫ বছরের জন্য ৭,০০০ টাকা বিনিয়োগ করল ৫ বছর সে মোট কত টাকা সুদ পাবে?

🔲 ৫,৩৩৬.৩৯ টাকা

🔲 ৩,৯৫৩.৩৬ টাকা

🔲 ২,৩৩৬.৩৯ টাকা

🔲 ১,৬৩৩.৯৩ টাকা

✅ উত্তর: ৫,৩৩৬.৩৯ টাকা

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. ধরি, একটি বন্ডের অভিহিত বা লিখিত মূল্য ১,০০০ টাকা। যদি বন্ডটি ৯৫০ টাকায় বিক্রি হয়, তাহলে বন্ডটি কিসে বিক্রি হয়েছে?

🔲 অবহারে

🔲 অধিহারে

🔲 অভিহিত মূল্যে

🔲 কোনোটিই নয়

✅ উত্তর: অবহারে

১৬. নিচের কোন অবস্থায় একজন বিনিয়োগকারী বন্ড ক্রয় করবেন?

🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বেশি হলে

🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে কম হলে

🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের সমান হলে

🔲 কোনোটিই নয়

✅ উত্তর: অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বেশি হলে

১৭. ব্যবসায়ে কোন পক্ষের আয় নির্দিষ্ট নয়?

🔲 বন্ডহোল্ডারের

🔲 সাধারণ শেয়ারহোল্ডারের

🔲 অগ্রাধিকার শেয়ারহোল্ডারের

🔲 কোনোটিই নয়

✅ উত্তর: সাধারণ শেয়ারহোল্ডারের

১৮. মূলধন বাজারে আয়ের পূর্বশর্ত হলো—

🔲 মুনাফা

🔲 ঝুঁকি

🔲 লেনদেন

🔲 মূল্যবৃদ্ধি

✅ উত্তর: ঝুঁকি

১৯. নির্দিষ্ট আয়ের উত্তম বিনিয়োগ হাতিয়ার কোনটি?

🔲 সাধারণ শেয়ার

🔲 বিলম্বিত দাবিমুক্ত শেয়ার

🔲 অগ্রাধিকার শেয়ার

🔲 বন্ড ও ডিবেঞ্চার

✅ উত্তর: বন্ড ও ডিবেঞ্চার

২০. দীর্ঘমেয়াদি মূলধনের উত্স কোনটি?

🔲 শেয়ার

🔲 বাণিজ্যিক কাগজ

🔲 বিনিময় বিল

🔲 ট্রেজারি নোট

২১. মূলধন বাজার সূচক বৃদ্ধি পেলে—

🔲 প্রতিদান হ্রাস পায়

🔲 বিনিয়োগ হ্রাস পায়

🔲 প্রতিদান বৃদ্ধি পায়

🔲 তারল্য হ্রাস পায়

✅ উত্তর: প্রতিদান বৃদ্ধি পায়

২২. দীর্ঘমেয়াদি মূলধনের উত্স কোনটি?

🔲 শেয়ার

🔲 বাণিজ্যিক কাগজ

🔲 বিনিময় বিল

🔲 ট্রেজারি নোট

✅ উত্তর: শেয়ার

২৩. কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ?

🔲 শেয়ার

🔲 বন্ড

🔲 ডিবেঞ্চার

🔲 ট্রেজারি বিল

✅ উত্তর: ট্রেজারি বিল

২৪. জনাব আমিনের ব্যবসার প্রয়োজন মেটানোর জন্য কোন অর্থায়ন প্রক্রিয়া গ্রহণ করা উচিত?

🔲 মধ্যমেয়াদি

🔲 স্বল্পমেয়াদি অর্থায়ন

🔲 দীর্ঘমেয়াদি অর্থায়ন

🔲 চলতি মূলধন অর্থায়ন

✅ উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়ন

২৫. ওই কোম্পানির গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় কত?

🔲 ১৩.৫%

🔲 ১৩.১৩%

🔲 ১৩%

🔲 ১২%

✅ উত্তর: ১৩.১৩%

২৬. ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ও বিনিয়োগের উদ্দেশ্যে সংগৃহীত তহবিলকে কী বলা হয়?

🔲 স্বল্পমেয়াদি অর্থায়ন

🔲 মধ্যমেয়াদি অর্থায়ন

🔲 দীর্ঘমেয়াদি অর্থায়ন

🔲 চলতি মূলধনের অর্থায়ন

✅ উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়ন

২৭. নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের একটি সীমাবদ্ধতা?

🔲 সময় মূল্য বিবেচনা

🔲 উত্পাদন ব্যয়ের পরিবর্তন

🔲 বাট্টার হার বিবেচনা

🔲 প্রকল্পের মেয়াদ

✅ উত্তর: উত্পাদন ব্যয়ের পরিবর্তন

২৮. কর–পরবর্তী গড় নিট মুনাফা ৮,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ২০,০০০ টাকা হলে গড় মুনাফার হার কত?

🔲 ৪০%

🔲 ২০%

🔲 ১০%

🔲 ৫%

✅ উত্তর: ৪০%

২৯. প্রারম্ভিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং বার্ষিক নগদ আন্তপ্রবাহ ২০,০০০ টাকা হলে পে-ব্যাক সময় কত?

🔲 ১০ বছর

🔲 ৭ বছর

🔲 ৫ বছর

🔲 ৩ বছর

✅ উত্তর: ৫ বছর

৩০. একটি সম্পত্তির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা, জীবন কাল ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হলে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?

🔲 ২৫,০০০ টাকা

🔲 ২৪,০০০ টাকা

🔲 ২৩,০০০ টাকা

🔲 ২২,৫০০ টাকা

✅ উত্তর: ২২,৫০০ টাকা

Leave a Comment