১. জনমত কোনটি?
[ক] ক্ষমতাশালীর মতামত
[খ] বুদ্ধিজীবীদের মতামত
[গ] কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত
[ঘ] সংখ্যাধিক্যের মতামত
২. জাতিসংঘ কর্তৃক মানবাধিকারসমূহ গৃহীত ও ঘোষিত হয় ১৯৪৮ সালের-
[ক] ১০ ডিসেম্বর
[খ] ১৬ ডিসেম্বর
[গ] ১৮ ডিসেম্বর
[ঘ] ২০ ডিসেম্বর
৩. আইনের শাসন বলতে বোঝায়-
i. আইন হবে সার্বভৌম
ii. অপরাধীকে শাস্তি দেওয়া
iii. আইনের চোখে সবাই সমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪. আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী?
[ক] বিশেষজ্ঞ
[খ] রাজনৈতিক
[গ] সনাতন
[ঘ] সর্বাত্মকবাদী
৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো-
i. সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা
ii. সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের সংগঠিত করা
iii. নির্বাচনি কর্মকান্ডে অংশগ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফরিদ একজন উচ্চ শিক্ষিত সচেতন ব্যক্তি। তিনি মনে করেন, সুনাগরিক হওয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের নাগরিককে নির্বাচনে প্রার্থী হওয়ার ও ভোটদাতা হিসেবে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত হওয়া দরকার।
৬. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] আইন
[খ] স্বাধীনতা
[গ] অধিকার
[ঘ] সাম্য
৭. উক্ত বিষয়টি স্বাধীনতায় যেভাবে প্রভাব ফেলবে-
i. অসাম্যকে দূর করে
ii. গণতান্ত্রিক অধিকার ভোগ করে
iii. ব্যক্তি ও সমাজজীবনকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের নাগরিক মিজান সিঙ্গাপুরে বসবাস করেন। তার ভিসায় নামের বানান ভুল থাকায় সিঙ্গাপুরে সম্প্রতি তিনি গ্রেফতার হন। মিজানকে মুক্ত করার জন্য তার পরিবার বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে।
৮. কোন অধিকারবলে মিজানের পরিবার আবেদনটি করেছে?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] ব্যক্তিগত
৯. E-Governance কে ‘SMART GOVERNMENT’ বলেছেন কে?
[ক] চন্দ্রবাবু নাইডু
[খ] এ. পি. জে. আব্দুল সালাম
[গ] মমতা ব্যানার্জী
[ঘ] জগদীশ চন্দ্র বসু
১০. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
[ক] ম্যাক্স ওয়েবার
[খ] মন্টেস্কু
[গ] বোডিন
[ঘ] জন লক
১১. ‘‘নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি’’- উক্তিটি কার?
[ক] এফ. আই. গাউড
[খ] ই. এম. হোয়াইট
[গ] ফ্রেডরিখ জেমস গুল্ড
[ঘ] ভি. কে. চোপড়া
১২. সুশাসনের জন্য প্রয়োজন-
[ক] দক্ষ প্রশাসন
[খ] আইনের শাসন
[গ] নৈতিক প্রাধান্য
[ঘ] জাতীয় আইন
১৩. ‘Civics’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ-
i. Civis
ii. Civitas
iii. Civites
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
কলেজে যাওয়ার পথে সোনিয়া ইভটিজিং-এর শিকার হয়। বখাটে ছেলেদের অত্যাচার থেকে বাঁচতে সে ইদানীং কলেজে যাচ্ছে না। এতে তার পড়াশুনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ক্ষতির সম্মুখীন হচ্ছে।
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] নৈতিক
১৫. উদ্দীপকে উল্লিখিত কর্মকান্ডের ফলে-
i. আইন অবমাননা হবে
ii. মানবাধিকার লঙ্ঘিত হবে
iii. শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. বিশ্বব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
[ক] ১৯৮৭
[খ] ১৯৮৮
[গ] ১৯৮৯
[ঘ] ২০০৪
১৭. ‘‘সার্বভৌমের আদেশই আইন’’- উক্তিটি কার?
[ক] জন অস্টিন
[খ] অধ্যাপক হল্যান্ড
[গ] অধ্যাপক লাস্কি
[ঘ] অধ্যাপক গেটেল
১৮. লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন
মেনে চলে?
[ক] ৩
[খ] ৫
[গ] ৭
[ঘ] ৯
১৯. দুর্নীতি প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে কাজ করে-
[ক] জবাবদিহিতা
[খ] অংশগ্রহণ
[গ] আইন
[ঘ] সুশাসন
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
রফিক বলল, গতকাল টিভিতে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার হল নিয়ে প্রতিবেদন দেখলাম। সেখানে পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া পরীক্ষার্থীরা নিজেরাই সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরীক্ষার হলের নিয়ম পুরাপুরি মেনে যথাসময়ে পরীক্ষা সমাপ্ত করে খাতা জমা দিয়ে চলে যাচ্ছে। প্রতিবেদকের প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানালেন, আমরা তাদেরকে নৈতিক শিক্ষার মাধ্যমে এ পর্যায়ে আনতে পেরেছি।
২০. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?
[ক] মূল্যবোধ
[খ] স্বাধীনতা
[গ] দেশপ্রেম
[ঘ] আইন
২১. উদ্দীপকে শিক্ষা আমাদের জীবনে কোন ধরনের প্রভাব আনবে?
i. দায়িত্বশীলতা শেখাবে
ii. প্রশিক্ষণকে সুদৃঢ় করবে
iii. সুশাসন সম্ভব হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. সামাজিক স্বাধীনতা হলো-
[ক] জীবনযাত্রার স্বাধীনতা
[খ] সম্পত্তি ভোগের স্বাধীনতা
[গ] উপযুক্ত মজুরি লাভ
[ঘ] জাতীয় স্বাধীনতা
২৩. আমলাতন্ত্রের জনক কে?
[ক] অধ্যাপক ফাইনার
[খ] ম্যাকাইভার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] পল এইচ অ্যাপলবি
নিচের উদ্দীপকটি পড়ে ২৪নং প্রশ্নের উত্তর দাও :
‘‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’’
২৪. এ গানের পঙ্ক্তিতে ফুটে উঠেছে-
[ক] সুশাসন
[খ] জাতীয়তা
[গ] জনমত
[ঘ] দেশপ্রেম
২৫. আমলারা কার নিকট জবাবদিহি করেন?
[ক] রাষ্ট্রপতির
[খ] প্রধানমন্ত্রীর
[গ] মন্ত্রীর
[ঘ] ঊর্ধ্বতন কর্মকর্তার
২৬. অধিকারের ধরন কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
নিচের উদ্দীপকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও :
‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তা বলেন, নাগরিক জীবনকে স্পর্শ করে এবং দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে শিক্ষা দেয় এমন বিষয় সবার পড়া উচিত।
২৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে মিল আছে-
[ক] নীতিশাস্ত্র
[খ] পৌরনীতি ও সুশাসন
[গ] অর্থনীতি
[ঘ] ইতিহাস
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আমিন একজন খ্যাতনামা অধ্যাপক। তিনি যেমন স্মার্ট, তেমন দক্ষ ও বিনয়ী। ছাত্রছাত্রীসহ সবাই জনাব আমিনের কর্মকান্ডকে অনুকরণীয় মনে করে। সমাজ ও রাষ্ট্রের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য জনাব আমিনের মতো ব্যক্তিত্ব সবার কাম্য।
২৮. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে?
[ক] রাজনৈতিক দল
[খ] আমলাতন্ত্র
[গ] মূল্যবোধ
[ঘ] নেতৃত্বে
২৯. উক্ত বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় কীরূপ ভূমিকা রাখবে?
i. প্রগতির পথে এগিয়ে নিবে
ii. জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করবে
iii. প্রার্থী নির্বাচন সহজ হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩০. বাংলাদেশে ‘তথ্য অধিকার আইন’ পাস হয় কত সালে?
[ক] ২০০৬
[খ] ২০০৮
[গ] ২০০৯
[ঘ] ২০১০
উত্তরমালা: ১ [গ] ২ [ক] ৩ [ঘ] ৪ [ঘ] ৫ [ক] ৬ [ঘ] ৭ [ঘ] ৮ [গ] ৯ [ক] ১০ [খ] ১১ [খ] ১২ [খ] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [খ] ১৯ [ক] ২০ [ক] ২১ [খ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [ঘ] ২৬ [ক] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [ক] ৩০ [গ]