HSC পরিসংখ্যান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর হলি ক্রস কলেজ pdf download ~ Exam Cares

হলি ক্রস কলেজ, ঢাকা

পরিসংখ্যান ২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা

বিষয় কোড: ১৩০

সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫

[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 2nd Paper pdf download

MCQ

Question and Answer

১. সম্ভাবনার সাথে যুক্ত সকল পরীক্ষাকে কী বলে?

[ক] চেষ্টা

[খ] পরীক্ষা

[গ] দৈব পরীক্ষা

[ঘ] নমুনাবিন্দু

উত্তর: [গ] দৈব পরীক্ষা

২. কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ১ হলে ঘটনাটিকে কী বলে?

[ক] পরিপূরক ঘটনা

[খ] বর্জনশীল ঘটনা

[গ] নিশ্চিত ঘটনা

[ঘ] সরল ঘটনা

উত্তর: [গ] নিশ্চিত ঘটনা

⬔ নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

ঘটনা A ও B এর ক্ষেত্রে, P(A) = 3/10, P(B) = 4/10 এবং P(AB) = 2/10.

৩. P(A/B) এর মান কত?

[ক] 1/5

[খ] 1/4

[গ] 1/2

[ঘ] 1

উত্তর: [গ] 1/2

৪. P(B/A) ঘটনাদ্বয় হলো-

[ক] 1/5

[খ] 1/4

[গ] 1/2

[ঘ] 1/3

উত্তর: [ঘ] 1/3

৫. যে দৈব চলকের মানসমূহ কোনো নির্দিষ্ট পরিসরে সকল মান গ্রহণ করে, তাকে কী বলে?

[ক] অবিচ্ছিন্ন দৈব চলক

[খ] অবিচ্ছিন্ন চলক

[গ] বিচ্ছিন্ন দৈব চলক

[ঘ] বিচ্ছিন্ন চলক

উত্তর: [ক] অবিচ্ছিন্ন দৈব চলক

৬. কোনো দৈব চলকের কোনো একটি মানের প্রেক্ষিতে দৈব চলকের সর্বনিম্ন মান হতে ঐ নির্দিষ্ট মান পর্যন্ত সকল সম্ভাবনার যোগফলের সম্ভাবনা অপেক্ষককে বলে-

i. বিন্যাস ফাংশন

ii. বিন্যাস অপেক্ষক

iii. ক্রমযোজিত বিন্যাস অপেক্ষক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

৭. কোনো ধ্রুবকের ভেদাঙ্ক কত?

[ক] ধ্রুবকটির সমান

[খ] ০

[গ] – ১

[ঘ] – α

উত্তর: [খ] ০

৮. যদি দৈব চলক x-এর সম্ভাবনা ফাংশন, P(x) = 3 – |4 – x|/k; x = 2, 3, 4, 5, 6 হয়, তবে k এর মান কত?

[ক] ৫

[খ] ৬

[গ] ৯

[ঘ] ১৬

উত্তর: [গ] ৯

৯. দৈব চলক x এর ভেদাঙ্কের সূত্র হলো-

i. V(x) = E{x – E(x)}²

ii. V(x) = E(x)² – E{(x)}²

iii. V(x) = E{x² – E(x)}²

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

১০. দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্কের মধ্যে কোন সম্পর্কটি সঠিক?

[ক] গড় > ভেদাঙ্ক

[খ] গড় < ভেদাঙ্ক

[গ] গড় ≠ ভেদাঙ্ক

[ঘ] গড় = ভেদাঙ্ক

উত্তর: [ক] গড় > ভেদাঙ্ক

১১. দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে-

i. n, p ও q এর মান অঋণাত্মক হয়

ii. n, p ও q এর মান ধনাত্মক হয়

iii. n > 1, p > ০ ও q > ০

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

⬔ নিচের উদ্দীপকের আলোকে ১২ নং প্রশ্নের উত্তর দাও:

বাংলাদেশ ও ভারত এর মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলা হয়। একটি টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ১/৩।

১২. বাংলাদেশ কমপক্ষে একটি টেস্ট ম্যাচে জয়ের সম্ভাবনা কত?

[ক] ০.২০৩৬

[খ] ০.৩০২০

[গ] ০.৫০৭৫

[ঘ] ০.৭০৩৭

উত্তর: [ঘ] ০.৭০৩৭

১৩. একটি পৈঁসু চলকের সকল মানের সম্ভাবনার যোগফল কত?

[ক] ১

[খ] ০

[গ] ১ এর বেশি

[ঘ] ০.৫

উত্তর: [ক] ১

১৪. পৈঁসু বিন্যাসের গড় হতে পারে-

i. অঋণাত্মক

ii. ধনাত্মক

iii. শূন্যের বেশি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ঘ] i, ii ও iii

পরিসংখ্যান ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর হলি ক্রস কলেজ, ঢাকা - HSC Statistics 2nd Paper MCQ with Answer

১৫. পৈঁসু বিন্যাসের গড় ৫ হলে পরিমিত ব্যবধান কত?

[ক] ৫

[খ] ৫

[গ] ১০

[ঘ] ২৫

উত্তর: [ক] ৫

১৬. পরিমিত চলকের সীমাস্থ মান কত?

[ক] – ১ হতে ১

[খ] – α হতে α

[গ] – ৩ হতে ৩

[ঘ] – ২ হতে ২

উত্তর: [খ] – α হতে α

১৭. পরিমিত রেখা কোন বিন্দুতে সবচেয়ে উঁচু হয়? অথবা কোন বিন্দুতে পরিমিত রেখাটি সমান দুইভাগে বিভক্ত হয়?

[ক] x = μ

[খ] x > μ

[গ] x < μ

[ঘ] x ≠ μ

উত্তর: [ক] x = μ

১৮. পরিমিত বিন্যাসের গড়, মধ্যমা ও প্রচুরকের মান-

i. একই

ii. সমান

iii. ভিন্ন ভিন্ন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

১৯. সূচক সংখ্যা কত প্রকার?

[ক] ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

উত্তর: [খ] ৩

২০. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার দর বিশ্লেষণে কোন ধরনের সূচক সংখ্যা ব্যবহৃত হয়?

[ক] ফিশার সূচক সংখ্যা

[খ] ল্যাসপিয়ার্সের সূচক সংখ্যা

[গ] বাউলির সূচক সংখ্যা

[ঘ] জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা

উত্তর: [ঘ] জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা

২১. যে সূঁচক সংখ্যা সবচেয়ে প্রতিনিধিত্বকারী মান প্রদান করে এবং সূচক সূত্রের যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে কী বলে?

[ক] মূল্য সূচক সংখ্যা

[খ] পরিমাণ সূচক সংখ্যা

[গ] জীবনযাত্রার মান সূচক সংখ্যা

[ঘ] আদর্শ সূচক সংখ্যা

উত্তর: [ঘ] আদর্শ সূচক সংখ্যা

২২. কোন ধরনের তথ্যের ক্ষেত্রে নমুনায়নই একমাত্র উৎকৃষ্ট পদ্ধতি?

[ক] অসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে

[খ] সসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে

[গ] অনুমিত সমগ্রকের ক্ষেত্রে

[ঘ] শর্তাধীন তথ্যবিশ্বের ক্ষেত্রে

উত্তর: [ক] অসীম তথ্যবিশ্বের ক্ষেত্রে

২৩. সরল দৈব নমুনায়নের পদ্ধতিসমূহ-

i. লটারী পদ্ধতি

ii. দৈব সংখ্যা সারণি পদ্ধতি

iii. ধারাবাহিক পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

২৪. কোনো দেশের জনসংখ্যাকে ঐ দেশের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কী বলে?

[ক] জনসংখ্যার ঘনত্ব

[খ] অশোধিত জš§হার

[গ] নির্ভরশীলতার অনুপাত

[ঘ] সাধারণ প্রজনন হার

উত্তর: [ক] জনসংখ্যার ঘনত্ব

২৫. জীব পরিসংখ্যানের উৎস হলো-

i. আদম শুমারি

ii. নিবন্ধকরণ পদ্ধতি

iii. শুমারি জরিপ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

উত্তর: [ক] i ও ii

পরিসংখ্যান ২য় পত্র

বহুনির্বাচনিপ্রশ্ন ও উত্তর

HSC Statistics 2nd Paper pdf download

MCQ

Question and Answer

Leave a Comment