HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৯ pdf download ~ Exam Cares

১. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-

ক) আইসোবার

খ) আইসোমার

গ) আইসোটোপ

ঘ) ইলেকট্রন

উত্তর: ক) আইসোবার

২. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?

ক) 1922

খ) 1911

গ) 1919

ঘ) 1913

উত্তর: ঘ) 1913

৩. কোনটি তড়িৎ নিরপেক্ষ?

ক) ইলেকট্রন

খ) প্রোটন

গ) নিউট্রন

ঘ) আলফা

উত্তর: গ) নিউট্রন

৪. কত সালে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন?

ক) 1857 সালে

খ) 1867 সালে

গ) 1887 সালে

ঘ) 1897 সালে

উত্তর: ঘ) 1897 সালে

৫. কত সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?

ক) 1811

খ) 1913

গ) 1919

ঘ) 1911

উত্তর: ঘ) 1911

৬. তেজস্ক্রিয় অবক্ষয় সূত্র কত সালে আবিষ্কৃত হয়?

ক) 1902

খ) 1900

গ) 1911

ঘ) 1896

উত্তর: ক) 1902

৭. নিচের কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক?

ক) বেকেরেল

খ) ওয়েবার/মিটার

গ) কুলম্ব

ঘ) নিউটন

উত্তর: ক) বেকেরেল

৮. আলফা কণিকার বিক্ষেপণ পরীক্ষায় পারমাণবিক গঠনের যে মডেল পাওয়া যায় তাকে কী বলে?

ক) বোর মডেল

খ) রাদারফোর্ড মডেল

গ) ডাল্টন মডেল

ঘ) থমসন মডেল

উত্তর: খ) রাদারফোর্ড মডেল

৯. তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ ১ম বোর কক্ষের ব্যাসার্ধের কত গুণ?

ক) চার

খ) ছয়

গ) নয়

ঘ) ষোল

উত্তর: গ) নয়

১০. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভরসংখ্যা সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ভিন্ন তাদেরকে কী বলে?

ক) আইসোবার

খ) আইসোমার

গ) আইসোটোপ

ঘ) আইসোটোন

উত্তর: ক) আইসোবার

১১. ইলেকট্রনগুলোর ঘূর্ণনজনিত সময়ে কোন বল কাজ করে?

ক) কেন্দ্রবিমুখী বল

খ) কেন্দ্রমুখী বল

গ) নিউটন বল

ঘ) মহাকষীয় বল

উত্তর: ক) কেন্দ্রবিমুখী বল

১২. নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদেরকে কী বলে?

ক) ভরসংখ্যা

খ) পারমাণবিক সংখ্যা

গ) নিউক্লিয়ন

ঘ) নিউক্লাইড

উত্তর: গ) নিউক্লিয়ন

১৩. নিচের কোনটিকে পরমাণুর শক্তির আধার বলা হয়?

ক) ইলেকট্রন

খ) মেসন

গ) নিউক্লিয়াস

ঘ) আইসোটোন

উত্তর: গ) নিউক্লিয়াস

১৪. পরমাণু হতে শক্তি উৎপন্ন করা যায়-

i. নিউক্লীয় ফিশন বিক্রিয়ায়

ii. নিউক্লীয় ফিউশন বিক্রিয়ার

iii. চেইন বিক্রিয়ায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৫. পরমাণুতে সম পরিমাণে রয়েছে-

i. ধনচার্জ

ii. ঋণচার্জ

iii. নিরপেক্ষ চার্জ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৬. যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কী বলা হয়?

ক) আইসোবার

খ) আইসোটোন

গ) আইসোটোপ

ঘ) আইসোমার

উত্তর: ক) আইসোবার

১৭. আলফা কণার-

i. ভর হিলিয়াম নিউক্লিয়াসের ভরের সমান

ii. চার্জ ইলেকট্রন চার্জের সমান

iii. চার্জ ধনাত্মক ধর্মী

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) ii ও iii

ঘ) iii

উত্তর: গ) ii ও iii

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৯

১৮. পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনকে একত্রে বলা হয়-

ক) পায়ন

খ) গ্রাভিটন

গ) নিউক্লিয়ন

ঘ) আয়ন

উত্তর: গ) নিউক্লিয়ন

১৯. যার ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে বলে-

ক) আইসোটোপ

খ) আইসোবার

গ) আইসোটোন

ঘ) আইসোমার

উত্তর: খ) আইসোবার

২০. কোনটি একই মৌলিক পদার্থের বিভিন্ন প্রজাতি?

ক) আইসোবার

খ) আইসাটোন

গ) আইসোমোর

ঘ) আইসোটোপ

উত্তর: ঘ) আইসোটোপ

২১. হিলিয়াম নিউক্লিয়াসে-

i. চারটি প্রোটন থাকে

ii. দুইটি ইলেকট্রন থাকে

iii. মোট ধনাত্মক চার্জের পরিমাণ 2e+

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) ii ও iii

ঘ) iii

উত্তর: গ) ii ও iii

২২. কোনটি চৌম্বক ও তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়?

ক) গামা রশ্মি

খ) এক্সরে রশ্মি

গ) আলফা রশ্মি

ঘ) অতি বেগুণি রশ্মি

উত্তর: গ) আলফা রশ্মি

২৩. যে সব ভারি নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে কী বলে?

ক) তেজস্ক্রিয় মৌল

খ) তেজস্ক্রিয়তা

গ) ক্যাথোড রশ্মি

ঘ) আলফা রশ্মি

উত্তর: ক) তেজস্ক্রিয় মৌল

২৪. রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় কত গুণ বেশি?

ক) পাঁচ হাজার

খ) দশ হাজার

গ) দশ লক্ষ

ঘ) দশ কোনটি?

উত্তর: গ) দশ লক্ষ

২৫. হাইডোজেনের আইসোটোপ হলো-

i. রোগ নির্ণয়

ii. রোগ নিরাময়

iii. রোগ সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

২৬. বিজ্ঞানী নীলস বোর কোন দেশের অধিবাসী ছিলেন?

ক) ডেনমার্ক

খ) আমেরিকা

গ) রাশিয়া

ঘ) নিউজিল্যান্ড

উত্তর: ক) ডেনমার্ক

২৭. বোরের তৃতীয় কক্ষপথের মোট শক্তি এর প্রথম কক্ষপথের শক্তির কত গুণ?

ক) ¼

খ) 9

গ) 1/9

ঘ) 1/16

উত্তর: গ) 1/9

২৮. তেজস্ক্রিয়তা ব্যবহৃত হয়-

i. গবেষণা বিজ্ঞানে

ii. কৃষিক্ষেত্রে

iii. শিল্পক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

২৯. তেজস্ক্রিয় পদার্থের ক্ষরণে পরমাণু সংখ্যা 3/4 (No) হলে অবশিষ্ট পরমাণু সংখ্যা হলো-

ক) 0. 50No

খ) 0. 25No

গ) 0. 80No

ঘ) 0. 71No

উত্তর: খ) 0. 25No

৩০. হাইড্রোজেন মৌলের নিউক্লিয়াসে কোনটি থাকে না?

ক) প্রোটন

খ) ইলেকট্রন

গ) নিউট্রন

ঘ) ডিউটেরিয়াম

উত্তর: গ) নিউট্রন

৩১. গড় আয়-

i. অর্ধায়ুর সমানুপাতিক

ii. অর্ধায়ুর ব্যস্তানুপাতিক

iii. বাড়লে অর্ধায়ু বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

৩২. তেজস্ক্রিয়তার S. I একক কোনটি?

ক) কুরী

খ) বেকেরেল

গ) জুল

ঘ) ওয়াট

উত্তর: খ) বেকেরেল

৩৩. তেজস্ক্রিয়তা-

i. আবিষ্কার করে হেনরি বেকরেল

ii. একক হচ্ছে বেকরেল

iii. কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

৩৪. নিচের কোনটির ভর সবচেয়ে কম?

ক) ইলেকট্রন

খ) প্রোটন

গ) নিউট্রন

ঘ) হাইড্রোজেন

উত্তর: ক) ইলেকট্রন

৩৫. যে সব মৌলিক পদার্থ অতি সুক্ষ্ম অবিভাজ্য নিরেট কণার সম্বয়ে গঠিত এ কথাগুলোকে কী বলা হয়?

ক) অণু

খ) পরমাণু

গ) আয়ন

ঘ) পদার্থ

উত্তর: খ) পরমাণু

৩৬. কে প্রস্তাব করেন যে, চিরায়ত বলবিদ্যা এবং বিদ্যুৎ চুম্বকত্ব এর সূত্রসমূহ পরমাণুতে বিকল হয়ে পড়ে?

ক) নীলস বোর

খ) আর্নেস্ট রাদারফোর্ড

গ) জন ডাল্টন

ঘ) ম্যাক্স প্লাঙ্ক

উত্তর: ক) নীলস বোর

৩৭. ইলেকট্রন উচ্চ থেকে নিম্নের দিকে গেলে কোনটি ঘটে?

ক) শক্তির বিকিরণ

খ) শক্তির শোষন

গ) শোষন ও বিকিরণ

ঘ) শক্তির পরিবর্তন

উত্তর: খ) শক্তির শোষন

৩৮. কৃত্রিম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?

ক) কুরী

খ) বেকেরেল

গ) জুলি ও কুরী

ঘ) রন্টজেন

উত্তর: গ) জুলি ও কুরী

৩৯. নিচের কোনটির ভর নেই?

ক) ইলেকট্রন

খ) নিউট্রিনো

গ) প্রোটন

ঘ) নিউট্রন

উত্তর: খ) নিউট্রিনো

৪০. পারমাণবিক সংখ্যা হলো-

ক) নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা

খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা

গ) নিউক্লিয়ন সংখ্যা

ঘ) পরমাণুর ইলেকট্রন সংখ্যা

উত্তর: খ) নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা

৪১. কে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন?

ক) মার্সডেন

খ) টাইকোব্রাহা

গ) কেপলার

ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তর: ক) মার্সডেন

৪২. কোনো শক্তির পরিমাণ বেশি হলে নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়?

ক) বন্ধন শক্তি

খ) রাসায়নিক শক্তি

গ) বিভব শক্তি

ঘ) গতিশক্তি

উত্তর: ক) বন্ধন শক্তি

৪৩. প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলা হয়?

ক) নিউক্লিয়ন

খ) নিউট্রিনো

গ) ইলেকট্রন

ঘ) আইসোটোপ

উত্তর: খ) নিউট্রিনো

৪৪. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

i. রোগ নির্ণয়ে

ii. রোগ নিরাময়ে

iii. কৃষি ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

৪৫. প্রতি ফিশনে গড়ে নিউক্লিয়াস হতে কতটি নিউট্রন নির্গত হয়

ক) 2. 1 টি

খ) 2. 47 টি

গ) 3. 4 টি

ঘ) 3. 8 টি

উত্তর: খ) 2. 47 টি

৪৬. ভারী ধাতু কোনটি?

ক) হিলিয়াম

খ) টাংস্টেন

গ) সোডিয়াম

ঘ) সোনা

উত্তর: ঘ) সোনা

৪৭. যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন-

ক) পারমাণবিক সংখ্যা এক কমে য়ায়

খ) ভর সংখ্যা এক কমে যায়

গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়

ঘ) পারমাণবিক সংখ্যা দুই কমে যায়

উত্তর: গ) পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়

৪৮. যেকোনো কক্ষপথের শক্তি-

i. অনুমোদিত

ii. ছিন্নায়িত

iii. অনুমোদিত নয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) ii ও iii

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:

হাইড্রোজেন পরমাণুর বোর কোয়ান্টাম সংখ্যার ব্যাসার্ধ 0. 0100mm প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ 0. 53A এবং ভূমি অবস্থার শক্তি-13. 6eV.

৪৯. যেসব পরমাণুর ভর সংখ্যা এক কিন্তু পারমাণিবিক সংখ্যা ভিন্ন তাদের বলে-

ক) 443

খ) 344

গ) 434

ঘ) 500

উত্তর: ক) 443

৫০. কত সালে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলের প্রস্তাব করেন?

ক) i ও ii

খ) i

গ) ii

ঘ) iii

উত্তর: ঘ) iii

Leave a Comment