HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download ~ Exam Cares

১. ভীন কোন দেশের বিজ্ঞানী?

ক) ইটালি

খ) জার্মান

গ) ইংল্যান্ড

ঘ) গ্রীস

উত্তর: খ) জার্মান

২.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?

ক) 00

খ) 450

গ) 600

ঘ) 900

উত্তর: খ) 450

৩.ধূমকেতু উল্কাপিন্ডের গতি কোন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায়?

ক) আপেক্ষিকভাবে সার্বিক তত্ত্ব

খ) আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব

গ) চিরায়ত বলবিদ্যার সূত্র

ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) আপেক্ষিকভাবে সার্বিক তত্ত্ব

৪.ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত?

ক) 1.24×10-14 m

খ) 1.50×10-14 m

গ) 1.75×10-14 m

ঘ) 2.0×10-14 m

উত্তর: ক) 1.24×10-14 m

৫.6630×10-10 m তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তি কত?

ক) 2×1019 J

খ) 5×1018 J

গ) 3×1019 J

ঘ) 3×1018 J

উত্তর: গ) 3×1019 J

৬.ফোটন কী?

ক) তরঙ্গ

খ) ভরযুক্ত কনা

গ) শক্তিগুচ্ছ

ঘ) বল

উত্তর: গ) শক্তিগুচ্ছ

৭.পৃথিবীর সাথে আটকানো বা কম্পিত তলকে কী হিসাবে গণ্য করা হয়?

ক) গূর্ণনশীল কাঠামো

খ) গতিশীল কাঠামো

গ) জড় কাঠামো

ঘ) ত্বরিক কাঠামো

উত্তর: গ) জড় কাঠামো

৮.কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাকে কী বলা হয়?

ক) ফটোতড়িৎ ক্রিয়া

খ) আপেক্ষিকতা

গ) তরঙ্গ তত্ত্ব

ঘ) তড়িৎ ক্রিয়া

উত্তর: ক) ফটোতড়িৎ ক্রিয়া

৯.কোনটি আবিষ্কারকের মধ্যদিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়?

ক) গতিসূত্র

খ) তড়িৎ চুম্বকত্ব

গ) তাপগতিবিদ্যা

ঘ) এক্স-রে

উত্তর: ঘ) এক্স-রে

১০.কৃষ্ণবস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে 850k তাপমাত্রায় কোন বর্ণ ধারণ করে?

ক) লাল

খ) কমলা

গ) হলুদ

ঘ) সাদা

উত্তর: ক) লাল

১১.কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে ভর কীরূপ হবে?

ক) শূন্য

খ)অসীম

গ) পূর্বের অর্ধেক

ঘ) পূর্বের দ্বিগুণ

উত্তর: খ)অসীম

১২.ঘূর্ণয়মান বস্তু কোন কাঠামোর অন্তর্ভূক্ত?

ক) জড় কাঠামো

খ) অজড় কাঠামো

গ) গ্যালিলিও কাঠামো

ঘ) সবগুলো

উত্তর: খ) অজড় কাঠামো

১৩. এক্সেরে হচ্ছে-

i. তাড়িতচৌম্বক বিকিরণ

ii. আয়ন সৃষ্টিকারী বিকিরণ

iii. দৃশ্যমান বিকিরণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৪.আহ্নিক গতি কী?

ক) পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি

খ) কক্ষপথে পৃথিবীর গতি

গ) গ্যালাক্সি হতে পৃথিবীর দূরে সরে যাওয়ার গতি

ঘ) কোনটিই নয়

উত্তর: ক) পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি

১৫.দুটি ফোটন পরস্পরের দিকে c গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের আপেক্ষিক বেগ কত হবে?

ক) 0

খ) 1/2 c

গ) c

ঘ) 2c

উত্তর: গ) c

১৬.লরেঞ্জ রূপান্তরের ফলাফল-

i. দৈর্ঘ্য সংকোচন

ii. ভর বৃদ্ধি

iii. কাল দীর্ঘায়ন

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

উত্তর: ঘ) i, ii ও iii

১৭.কোনো বস্তুর দ্রুতি কত হলে এর মোটশক্তি স্থিরবস্থায় শক্তির দ্বিগুণ হবে?

ক) 2.75×1010 eV

খ) 11.2×1010 eV

গ) 9.1×1019 eV

ঘ)5×105 eV

উত্তর: ক) 2.75×1010 eV

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

১৮.একটি বস্তু কণা 0.5 c বেগে গতিশীল। এর স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?

ক) 1.15

খ) 1

গ) 0.866

ঘ) 0.5

উত্তর: গ) 0.866

১৯.কত সালে রঞ্জন রশ্মি আবিষ্কৃত হয়?

ক) 1897

খ) 1911

গ) 1895

ঘ) 1932

উত্তর: গ) 1895

২০.কত সালে নিউটন মহাকর্য বল আবিষ্কার করেন?

ক) 1668

খ) 1686

গ) 1696

ঘ) 1698

উত্তর: খ) 1686

২১.মাইকেলসন-মোরলে পরীক্ষায় অপসারণ ব্যতিচার রেখায় কত অংশ?

ক)5 ভাগের 1 ভাগ

খ) 25 ভাগের 1 ভাগ

গ) 10 ভাগের 1 ভাগ

ঘ) 50 ভাগের 1 ভাগ

উত্তর: খ) 25 ভাগের 1 ভাগ

২২.আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য কয়টি?

ক) ১

খ) ২

গ) ৩

ঘ) ৪

উত্তর: খ) ২

২৩.গতিজনিত ভর বৃদ্ধিকে কী বলে?

ক) ভরের ভারসাম্য

খ) ভরের আপেক্ষিকতা

গ) ভরের অসীমতা

ঘ) ভরের সাম্যতা

উত্তর: খ) ভরের আপেক্ষিকতা

২৪.কুলীজ নল পদ্ধতিতে কানটি উৎপাদন করা হয়?

ক) গামা রশ্মি

খ) ক্যাথোড রশ্মি

গ) এক্সরে রশ্মি

ঘ) আলফা রশ্মি

উত্তর: গ) এক্সরে রশ্মি

২৫.3×1019 Hz কম্পাঙ্কের একটি এক্স-রে ফোটন একটি ইলেকট্রনের সংঘর্ষের 900 কোণে বিক্ষিপ্ত হয়। ইলেকট্রনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য 8×10-12 হলে ফোটনের নতুন কম্পাঙ্গ কত হবে?

ক) 2.42×1029 s-1

খ) 1.6×1019 s-1

গ) 6.2×1019 s-1

ঘ) 2.42×1019 s-1

উত্তর: ঘ) 2.42×1019 s-1

২৬.কোনো ঘটনার শুরু ও শেষের মধ্যবর্তী সময়কে কী বলা হয়?

ক) সময় ব্যবধি

খ) সময় ব্যবধান

গ) সময় পরিধি

ঘ) সময় পরিসর

উত্তর: খ) সময় ব্যবধান

২৭.একজন নভোচারী 2.8×108 ms-1 বেগে গতিশীল মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীতে তার ভর 60 kg হলে মহাকাশযানে তার ভর কত হবে?

ক) 60kg

খ) 167 kg

গ) 90 kg

ঘ) 120 kg

উত্তর: খ) 167 kg

২৮.তড়িৎবিদ্যা ও চুম্বক বিদ্যার মৌলিক সূত্রগুলো কোথায় আলাদা হয়?

ক) গ্যালিলীয় রূপান্তরে

খ) লরেঞ্জ রূপান্তরে

গ) নিউটনীয় বলবিদ্যায়

ঘ)আপেক্ষিক তত্ত্বে

উত্তর: ক) গ্যালিলীয় রূপান্তরে

২৯.ঐ ব্যক্তির বয়স কত হবে?

ক) 50 বছর

খ) 46 বছর

গ) 56 বছর

ঘ)60 বছর

উত্তর: খ) 46 বছর

৩০.একটি প্রোটন কণা 0.05 c বেগে গতিশীল হলে এর দ্য ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য কত হবে?

ক) 2.64×1010 m

খ) 6.2×1010 m

গ) 6.24×1010 m

ঘ) 6.64×108 m

উত্তর: ক) 2.64×1010 m

৩১.ইথারের সাপেক্ষে কোনো গতি নির্ণয়ের জন্য পরীক্ষা করেন কোন বিজ্ঞানী?

ক) নিউটন

খ) হাইগেন

গ)মাইকেলসন

ঘ) ম্যাক্সওয়েল

উত্তর: গ)মাইকেলসন

৩২.কোন তত্ত্ব থেকে লরেঞ্জ রূপান্তরের সমীকরণ প্রতিপাদিত হয়?

ক) তরঙ্গতত্ত্ব

খ) তড়িৎচুম্বকীয় তত্ত্ব

গ) কণাতত্ত্ব

ঘ) কোয়ান্টাম তত্ত্ব

উত্তর: খ) তড়িৎচুম্বকীয় তত্ত্ব

৩৩.কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্র এককের নাম দেন “কোয়ান্টাম”?

ক) গ্যালিলিও

খ) সিভি রমন

গ) ম্যাক্সওয়েল

ঘ) ম্যাক্স প্লাঙ্ক

উত্তর: ঘ) ম্যাক্স প্লাঙ্ক

৩৪.”স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে” এ ঘটনাকে কী বলে?

ক) দৈর্ঘ্য সঙ্কোচন

খ) ভর বৃদ্ধি

গ) সময় সংক্ষেপণ

ঘ) কাল দীর্ঘায়ন

উত্তর: ঘ) কাল দীর্ঘায়ন

৩৫.নিচের কোনটি তরঙ্গধর্মী?

ক) এক্সরে

খ) ক্যাথোড রশ্মি

গ) প্রোটন

ঘ) কোনটিই নয়

উত্তর: ক) এক্সরে

৩৬.গ্যালিলীয় রুপান্তরে মৌলিক সমীকরণগুলো আলাদা হয়-

i. তড়িৎবিদ্যায়

ii. চুম্বকবিদ্যায়

iii. তাপীয় বিদ্যার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) iii

গ) ii

ঘ) i

উত্তর: ক) i ও ii

৩৭.বস্তু তরঙ্গ-

ক) তড়িচ্চুম্বকীয় তরঙ্গ

খ) আড় তরঙ্গ

গ) লম্বিক তরঙ্গ

ঘ) অপবর্তন প্রদর্শন করে

উত্তর: ঘ) অপবর্তন প্রদর্শন করে

৩৮.ইথার মাধ্যমের সাপেক্ষে ব্যতিচার অপসারণ কত?

ক) 5

খ) 1/5

গ) 1/3

ঘ) 2/3

উত্তর: খ) 1/5

৩৯.আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব-

i. অত্বরিত বা শূন্য বেগবিশিষ্ট সিস্টেম নিয়ে আলোচিত করে

ii. দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত

iii. তিনটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

৪০.মহাকর্ষ বলের বৈশিষ্ট্য হচ্ছে-

i. এ বল আকর্ষণধর্মী

ii. বলের মান বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভরশীল

iii. বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব বাড়লে মহাকর্ষ বলের মান বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

৪১.ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করে-

i. আলোর তিব্রতার ওপর

ii. আলোর কম্পাঙ্কের ওপর

iii. ধাতুর কার্যাপেক্ষকের ওপর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও ii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) ii ও iii

৪২.মহাকর্ষ বল-

i. দুর্বলতম মৌলিক বল

ii. বস্তুর ভরের কারণে সৃষ্ট হয়

iii. নির্দিষ্ট সীমা পর্যন্ত বিস্তৃত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i

গ) ii

ঘ) iii

উত্তর: ক) i ও ii

৪৩.কম্পটন প্রভাবে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত হবার পর-

ক) কমে যায়

খ) বৃদ্ধি পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) দ্বিগুণ হয়

উত্তর: খ) বৃদ্ধি পায়

৪৪. আইনস্টাইন কোয়ান্টামের কী নাম দেন?

ক) ফোটন

খ) মেসন

গ) বোসন

ঘ) কৃষ্ণবস্তু

উত্তর: ক) ফোটন

৪৫.জীবন্ত কোষকে ধ্বংস করে কোনটি?

ক) আলফা কণা

খ) বিটা রশ্নি

গ) ক্যাথোড

ঘ) এক্স রশ্মি

উত্তর: ঘ) এক্স রশ্মি

৪৬.ইলেকট্রনটির স্থির ভর ও চলমান ভরের অনুপাত কত?

ক) 1.866

খ) 0.866

গ) 0.5

ঘ) 0.025

উত্তর: খ) 0.866

৪৭.গ্রহ-নক্ষত্রের গতিবিধি কোন বল দ্বারা নিয়ন্ত্রিত হয়?

ক)মহাকর্ষ বল

খ) সবল নিউক্লীয় বল

গ) তাড়িতচৌম্বক বল

ঘ) দুর্বল নিউক্লীয় বল

উত্তর: ক)মহাকর্ষ বল

৪৮. নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গমনের জন্য কোন বল দায়ী?

ক) মহাকর্ষ বল

খ) সবল নিউক্লিয় বল

গ) দুর্বল নিউক্লিয় বল

ঘ) তাড়িতচৌম্বক বল

উত্তর: গ) দুর্বল নিউক্লিয় বল

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

একটি ধাতুর কার্য অপেক্ষক 2.3 eV । এর উপর 2500 A তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনী রশ্মি ফেলা হলো।

৪৯.ভীন কোন দেশের বিজ্ঞানী?

ক) 5.9×1014 Hz

খ) 5.55×1013 Hz

গ) 6.55×1014 Hz

ঘ) 5.55×1014 Hz

উত্তর: খ) 5.55×1013 Hz

৫০.মাইকেলসন ও মর্লির ইথারের সাপেক্ষে পৃথিবীর পরম বেগ নির্ণয়ে আলাকরশ্মি দর্পণের সাথে কত কোণে আপতিত হয়?

ক) 969 ms-1

খ) 969 kms-1

গ) 3×108 ms-1

ঘ) 2.6×108-19 ms-1

উত্তর: খ) 969 kms-1

Leave a Comment