HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০৭ ~ Exam Cares

১. বস্তুর আয়তন বিকৃতির জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?

ক) দৈর্ঘ্য পীড়ন

খ) আয়তন পীড়ন

গ) কৃন্তন পীড়ন

ঘ) মোচড় পীড়ন

উত্তর:খ) আয়তন পীড়ন

২. সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত দুটি অণুর মধ্যকার সংশক্তি বল অনুভূত হয় তাকে কী বলে?

ক) আণবিক দূরত্ব

খ) আণবিক পাল্লা

গ) পারমাণবিক দূরত্ব

ঘ) পারমাণবিক পাল্লা

উত্তর: খ) আণবিক পাল্লা

৩. বস্তুর উপর প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটির পূর্বের আকার বা আয়তন ফিরে পাওয়ার ক্ষমতাকে কী বলা হয়?

ক) নমনীয়তা

খ) স্থিতিস্থাপক সীমা

গ) স্থিতিস্থাপকতা

ঘ) উপরের কোনটিই নয়

উত্তর: গ) স্থিতিস্থাপকতা

৪. তরল পদার্থের অন্যতম ধর্ম হচ্ছে –

i. সান্দ্রতা

ii. দৃঢ়তা

iii. পৃষ্ঠটান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) i ও iii

৫. পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ হচ্ছে –

ক) [MLT-2]

খ) [MLT-1]

গ) [MT-2]

ঘ) [LT-2]

উত্তর: গ) [MT-2]

৬. বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনকে কী বলে?

ক) পীড়ন

খ) বিকৃতি

গ) গুণাঙ্ক

ঘ) অভ্যন্তরস্থ চাপ

উত্তর: খ) বিকৃতি

৭. কৃন্তন পীড়ন ও সময়ের সাথে কৃন্তন বিকৃতির পরিবর্তনের হারের অনুপাতকে কী বলে?

ক) কৃন্তন গুণাঙ্ক

খ) কৃন্তন পীড়ন

গ) সান্দ্রতা গুণাঙ্ক

ঘ) সান্দ্রতা পীড়ন

উত্তর: ক) কৃন্তন গুণাঙ্ক

৮. পতনমীল বস্তুর গতি বৃদ্ধির সাথে কী বৃদ্ধি পায়?

ক) সান্দ্রতা

খ) আপেক্ষিক গতি

গ) সান্দ্রবল

ঘ) সান্দ্রাংক

উত্তর: গ) সান্দ্রবল

৯. পানির পৃষ্ঠদান বৃদ্ধি পায় –

ক) তাপমাত্রা বাড়লে

খ) অজৈব লবণ দ্রবীভূত থাকলে

গ) জৈব লবণ দ্রবীভূত থাকলে

ঘ) পানিতে তেল মিশালে

উত্তর: খ) অজৈব লবণ দ্রবীভূত থাকলে

১০. পারদের আয়তন গুণাঙ্ক 2. 5 x 1010 Nm-2 হলে, 5 x 107 Nm-2 চাপে 100 cc পারদ কতটুকু সংকুচিত হবে?

ক) 1 cc

খ) 2 cc

গ) 7 cc

ঘ) 8 cc

উত্তর: খ) 2 cc

১১. সান্দ্রতাকে প্রবাহীর ক্ষেত্রে কখনও কখনও কোন নামে অভিহিত করা হয়?

ক) ঘনত্ব

খ) আঠাত্বতা

গ) স্থিতিস্থাপকতা

ঘ) প্লবতা

উত্তর: খ) আঠাত্বতা

১২. বাতাসের আয়তন গুণাংক কত?

ক) 0. 21 x 1010 N. m-2

খ) 2. 8 x 1010 N. m-2

গ) 1. 015 x 105 N. m-2

ঘ) 0. 4 x 1010 N. m-2

উত্তর: গ) 1. 015 x 105 N. m-2

১৩. স্থিতিস্থাপক গুণাঙ্ক একটি –

ক) মৌলিক রাশি

খ) ভেক্টর রাশি

গ) স্কেলার রাশি

ঘ) দিক রাশি

উত্তর: গ) স্কেলার রাশি

১৪. নিচের কোন রাশিটির কোন মাত্রা নেই?

ক) ইয়ং গুণাঙ্ক

খ) আয়তন গুণাঙ্ক

গ) দৃঢ়তার গুণাঙ্ক

ঘ) পয়সনের অনুপাত

উত্তর: ঘ) পয়সনের অনুপাত

১৫. স্পর্শ কোণের কারণ কী?

ক) সংশক্তি বল

খ) আসঞ্জন বল

গ) সংশক্তি ও আসঞ্জন উভয় বলের সম্মিলিত ক্রিয়া

ঘ) কৈশিকতা

উত্তর: গ) সংশক্তি ও আসঞ্জন উভয় বলের সম্মিলিত ক্রিয়া

১৬. স্পর্শকোণ যদি সূক্ষ্মকোণ হয় তবে –

i. কোহেসিভ বল, এডহেসিভ বলের চেয়ে কম হয়

ii. কৌশিক নলে তরলের পৃষ্ঠদেশ অবতল হবে

iii. কৌশিক নলে তরলের অবক্ষেপ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

১৭. কোনো তারের ইয়ং এর গুণাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল?

ক) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল

খ) তারের আদি দৈর্ঘ্য

গ) তারের দৈর্ঘ্য বৃদ্ধি

ঘ) তারের উপাদান

উত্তর: ঘ) তারের উপাদান

১৮. কোন বন্ধনটি বেশ শক্তিশালী হয়?

ক) আয়নিক

খ) ধাতব

গ) সমযোজী

ঘ) ভ্যানডার ওয়ালস

উত্তর: গ) সমযোজী

১৯. স্পর্শ কোণের সর্বোচ্চ মান কত পর্যন্ত হতে পারে?

ক) 3600

খ) 1800

গ) 900

ঘ) 300

উত্তর: খ) 1800

২০. কোনো পদার্থের ধনাত্মক ও ঋণাত্মক আয়ন যুক্ত অবস্থাকে কী বলে?

ক) কঠিন

খ) তরণ

গ) বায়বীয়

ঘ) প্লাজমা

উত্তর: ঘ) প্লাজমা

২১. সংকোচনশীল প্রবাহী বিশেষ ধর্ম?

ক) কঠিন

খ) তরল

গ) প্লাজমা

ঘ) বায়বীয় পদার্থ

উত্তর: ঘ) বায়বীয় পদার্থ

২২. 2m দীর্ঘ ও 1 mm ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0. 05 cm হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে? [σ = 0. 25]

ক) 6. 25 x 10-8m

খ) 7. 68 x 10-8m

গ) 5. 25 x 10-8m

ঘ) 3. 25 x 10-8m

উত্তর: ক) 6. 25 x 10-8m

২৩. দূরত্বের সাথে বেগের পরিবর্তনের ভারকে কি বলে?

ক) বেগ

খ) বেগ অবক্রম

গ) দ্রুতি

ঘ) সরণ

উত্তর: খ) বেগ অবক্রম

২৪. কোন পাত্রে আবদ্ধ না রাখলে তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয় এদেরকে কী বলা হয়?

ক) প্রবাহী পদার্থ

খ) বিক্ষিপ্ত প্রবাহ

গ) ধারারেখ প্রবাহ

ঘ) সমরেখ প্রবাহ

উত্তর: ক) প্রবাহী পদার্থ

২৫. কাচ পৃষ্ঠে পানি ছড়িয়ে পড়ে কিন্তু পারদ ফোটায় পরিনত হয় কেন?

ক) সান্দ্রতার জন্য

খ) সান্দ্রতা ও পৃষ্ঠটানের জন্য

গ) অস্থির প্রবাহের জন্য

ঘ) তরলের পৃষ্ঠটানের জন্য

উত্তর: খ) সান্দ্রতা ও পৃষ্ঠটানের জন্য

২৬. 1 kgm-1 s-1 = ?

ক) 1 Poise

খ) 10 Poise

গ) 0. 1 Poise

ঘ) 100 Poise

উত্তর: খ) 10 Poise

২৭. একটি 20 kg ভরের বস্তু উল্লম্বভাবে রক্ষিত একটি তারের নিম্নপ্রাপ্ত হতে ঝুলিয়ে দেওয়া হলে তারটি 1 mm প্রসারিত হয়। g = 10 ms-2 হলে তারে সঞ্চিত শক্তি কত?

ক) 0. 1 J

খ) 1 J

গ) 9. 8 J

ঘ) 10 J

উত্তর: ক) 0. 1 J

২৮. যে সকল তরল কাচ ভেজায় না তাদের স্পর্শ কোণ –

ক) সূক্ষ্মকোণ

খ) স্থূলকোণ

গ) শূন্য

ঘ) π/2

উত্তর: খ) স্থূলকোণ

২৯. পৃষ্ঠটান নিচের কোনটির বিশেষ ধর্ম?

ক) কঠিন

খ) তরল

গ) গ্যাসীয়

ঘ) বায়বীয়

উত্তর: খ) তরল

৩০. আন্তঃআনবিক আকর্ষণ বলকে কী বলে?

ক) মহাকর্ষ বল

খ) কুলম্বীয় বল

গ) স্থিতিস্থাপক বল

ঘ) সান্দ্র বল

উত্তর: গ) স্থিতিস্থাপক বল

৩১. তরলের মুক্ত তল সর্বদা টান যে অনুভব করে তাকে কী বলে?

ক) পৃষ্ঠটান

খ) পার্শ্বীয় টান

গ) সান্দ্রতা

ঘ) অবসঞ্জন বল

উত্তর: ক) পৃষ্ঠটান

HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৭

৩২. কোনো বিন্দুতে পীড়নের মান শূন্য হলে বিকৃতির মান হবে –

ক) শূন্য

খ) 1

গ) 100

ঘ) অসীম

উত্তর: ক) শূন্য

৩৩. বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ –

ক) বায়ুর বাধা

খ)পৃষ্ঠটান

গ) মাধ্যাকর্ষণ বল

ঘ)সান্দ্রতা

উত্তর: খ)পৃষ্ঠটান

৩৪. যেসব মৌলের শেষ শক্তিস্তরে 5, 6 অথবা 7টি ইলেকট্রন আছে এরা সাধারণত –

ক) অধাতু

খ) উপধাতু

গ) ধাতু

ঘ) যৌগ

উত্তর: ক) অধাতু

৩৫. স্থিতিস্থাপক বস্তুর-

i. উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না

ii. উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়

iii. উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: গ) ii ও iii

৩৬. প্রবাহীর ক্ষেত্রে সান্দ্র বল-

i. তরল স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক

ii. স্তরসমূহের বেগ অবক্রমের সমানুপাতিক

iii. তরলের ঘনত্বের ব্যাস্তানুপাতিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: ক) i ও ii

৩৭. প্রবাহের সান্দ্রতার বেলায় কোনটি সঠিক?

ক) তেল > আলকাতরা > দুধ

খ) আলকাতরা > দুধ > তেল

গ) আলকাতরা > তেল > দুধ

ঘ) দুধ > তেল > আলকাতরা

উত্তর: গ) আলকাতরা > তেল > দুধ

৩৮. আয়তন বিকৃতির ক্ষেত্রে –

i. কঠিন বস্তুর আয়তন বিকৃতি বেশি হয়

ii. তরল বস্তুর আয়তন বিকৃতি কম হয়

iii. গ্যাসীয় বস্তুর আয়তন বিকৃতি যথেষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) ii ও iii

৩৯. সান্দ্রতা কার ধর্ম?

ক) শুধু তরল পদার্থের

খ) শুধু বায়বীয় পদার্থের

গ) শুধু কঠিন পদার্থের

ঘ) তরল ও বায়বীয় পদার্থের

উত্তর: ঘ) তরল ও বায়বীয় পদার্থের

৪০. পৃষ্ঠটানের ক্ষেত্রে সঠিক –

i. তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বাড়ে

ii. পৃষ্ঠের তরল তলকে সংকুচিত করার চেষ্টা করে

iii. তরল তড়িতাহিত হলে পৃষ্ঠটান হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) ii ও iii

৪১. পানির চেয়ে মধুর সান্দ্রতা –

ক) কম

খ) বেশি

গ) সমান

ঘ) শূন্য

উত্তর: খ) বেশি

৪২. ডাইপোল ডাইপোল আকর্ষণের অন্যতম উদাহরণ হচ্ছে –

ক) অক্সিজেন বন্ধন

খ) সালফার বন্ধন

গ)হাইড্রোজেন বন্ধন

ঘ) ফসফরাস বন্ধন

উত্তর: গ)হাইড্রোজেন বন্ধন

৪৩. আসঞ্জন বল কী?

ক) একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল

খ) বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক বিকর্ষণ বল

গ) একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল

ঘ) বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক আকর্ষণ বল

উত্তর: ঘ) বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক আকর্ষণ বল

৪৪. নিচের কোনটি পৃষ্ঠশক্তির এককের সমতুল্য?

ক) Jm2

খ) Jm-1

গ) Nm-1

ঘ) Jm

উত্তর: গ) Nm-1

৪৫. কোন পদার্থের সংনম্যতা সবচেয়ে বেশি?

ক) কঠিন

খ) তরল

গ) গ্যাসীয়

ঘ) প্লাজমা

উত্তর: গ) গ্যাসীয়

৪৬. নিচের কোনটির সান্দ্রতা বেশি?

ক) মধু

খ) তৈল

গ) দুধ

ঘ) পানি

উত্তর: ক) মধু

৪৭. নিচের কোন রাশিটির কোনো মাত্রা নেই?

ক) ইয়ং গুণাঙ্ক

খ) আয়তন গুণাঙ্ক

গ) দৃঢ়তার গুণাঙ্ক

ঘ) পয়সনের অনুপাত

উত্তর: ঘ) পয়সনের অনুপাত

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

5cm দূরত্বে অবস্থিত তরলের দুটি স্তরের মধ্যকার আপেক্ষিক বেগ 5ms-1 এবং প্রতিটি স্তরের 5m2 ক্ষেত্রফলে প্রবাহের বিপরীতদিকে বাধাজনিত বলের পরিমাণ 1500N।

৪৮. বস্তুর আয়তন বিকৃতির জন্য বস্তুর তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কী বলে?

ক) 10 একক

খ) 100 একক

গ) 1000 একক

ঘ) 10000 একক

উত্তর: খ) 100 একক

৪৯. সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত দুটি অণুর মধ্যকার সংশক্তি বল অনুভূত হয় তাকে কী বলে?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর: খ) i ও iii

৫০. বস্তুর উপর প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটির পূর্বের আকার বা আয়তন ফিরে পাওয়ার ক্ষমতাকে কী বলা হয়?

ক) 0%

খ) 10%

গ) 20%

ঘ) 40%

উত্তর: গ) 20%

Leave a Comment