HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

জীববিজ্ঞান ২য় পত্র

৮ম অধ্যায়

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download

Chapter-08

 MCQ 

Question and Answer

১. অক্লনে য্যাভিয়ারের পর্ব ছাড়াও দেখা যায়-

i. নিউরিলেমা

ii. সোয়ানকোষ

iii. রাইবোজোম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

২. নিচের কোনটি অস্থিতে খনিজ লবণ জমতে সহায়তা করে?

[ক] সিক্রেটিন

[খ] থাইমোসিন

[গ] ইনহিবিন

[ঘ] ইনসুলিন

সঠিক উত্তর: [খ]

৩. বহিঃক্ষরা গ্রন্থি হলো –

i. পিটুইটারি

ii. লালাগ্রন্থি

iii. অগ্ন্যাশয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৪. বস্তুর প্রতিবিম্ব তৈরি করে কোনটি?

[ক] রেটিনা

[খ] কর্নিয়া

[গ] স্ক্লেরা

[ঘ] আইরিশ

সঠিক উত্তর: [ক]

৫. রড কোষগুলো কী ধরনের প্রোটিন দিয়ে যুক্ত?

[ক] আয়োডপসিন

[খ] গ্লুটানিন

[গ] রোডপসিন

[ঘ] স্ক্লেরেটিন

সঠিক উত্তর: [গ]

৬. গ্রোথ ও থাইরক্সিন হরমোন-

i. কোষের অ্যামিনা এসিড গ্রহনের হার বৃদ্ধি করে

ii. কোষের প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে

iii. শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৭. টেস্টোস্টেরনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফল হলো –

i. রক্তময় মলত্যাগ

ii. নিদ্রালুভাব

iii. চামড়ায় জ্বালাপোড়া ভাব

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৮. মোটর প্রকৃতির স্নায়ু কোনটি?

[ক] হাইপোগ্লাসাল

[খ] ফেসিয়াল

[গ] ভেগাস

[ঘ] অপথ্যালমিক

সঠিক উত্তর: [ক]

৯. মানুষের প্রতিটি কান কতটি অংশে বিভক্ত?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

সঠিক উত্তর: [খ]

১০. নিচের কোনটি ভেগাসের শাখা?

[ক] কার্ডিয়াক

[খ] অপথ্যালমিক

[গ] ম্যান্ডিবুলার

[ঘ] প্যালাটাইন

সঠিক উত্তর: [গ]

১১. পিটুইটারি গ্রন্থিকে বলা যায়-

i. গ্রন্থিরাজ

ii. প্রভুগ্রন্থি

iii. স্বেদ গ্রন্থি

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

১২. পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হয় –

i. অক্সিটোসিন হরমোন

ii. গোনাডোট্রফিক হরমোন

iii. এন্টিডাই ইউরেটিক হরমোন

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

১৩. নিচের কোন হরমোনটির প্রভাবে চুল বা রোমের অতিরিক্ত বৃদ্ধি ঘটে?

[ক] প্যারাথরমোন

[খ] এপিনেফরিন

[গ] কর্টিকোট্রপিন

[ঘ] সোমোটোট্রপিন

সঠিক উত্তর: [ঘ]

১৪. টিমপেনিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ সমান রাখা কোনটির কাজ?

[ক] ইউস্টেশিয়ান নালি

[খ] কর্ণাস্থি

[গ] ইউট্রিকুলাস

[ঘ] ছিদ্রপথ

সঠিক উত্তর: [ক]

১৫. নিউরনের যে অংশে নিউক্লিয়াস থাকে তাকে কী বলে?

[ক] কোষ দেহ

[খ] নিসল দানা

[গ] হোয়াইন ম্যাটার

[ঘ] বারবস্তু

সঠিক উত্তর: [ক]

১৬. নিচের কোনটি মস্তিস্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করে?

[ক] ট্রকলিয়ার স্নায়ু

[খ] অলফ্যাক্টরি স্নায়ু

[গ] ফেসিয়াল স্নায়ু

[ঘ] অপটিক স্নায়ু

সঠিক উত্তর: [খ]

১৭. ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?

[ক] অর্গান অব কর্টি

[খ] ভেস্টিবুলার অ্যাপারেটাস

[গ] স্ক্যালা টিমপেনি

[ঘ] স্ক্যালা মিডিয়া

সঠিক উত্তর: [খ]

১৮. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে নিচের কোনটি মস্তিষ্ককে সাহায্য করে?

[ক] স্যাকুলাস

[খ] টিমপেনিক পর্দা

[গ] ইউস্টেশিয়ান নালি

[ঘ] ইউট্রিকুলাস

সঠিক উত্তর: [ঘ]

১৯. কোন স্নায়ুর বিস্তৃতি চোখের রেটিনা পর্যন্ত

[ক] অডিটরি

[খ] ভেগাস

[গ] অকুলোমোটর

[ঘ] অপটিক

সঠিক উত্তর: [ঘ]

২০. মানুষের মস্তিষ্কের মোট কতটি ভেন্ট্রিকল আছে?

[ক] ১টি

[খ] ২টি

[গ] ৩টি

[ঘ] ৪টি

ঠিক উত্তর: [ঘ]

২১. প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে কোন হরমোন?

[ক] ইনসুলিন

[খ] গ্লুকাগন

[গ] গ্রোথ হরমোন

[ঘ] প্যারাথাইরয়েড হরমোন

সঠিক উত্তর: [গ]

২২. মৌলিক বিপাক হারকে উদ্দীপ্ত করে কোনটি?

[ক] থাইরক্সিন

[খ] ট্রাইআয়োডোথাইরোনিন

[গ] ক্যালসিটোন

[ঘ] থাইমোসিন

সঠিক উত্তর: [খ]

২৩. অগ্ন্যাশয় রস নিঃসরণের জন্য কোনটি অগ্ন্যাশয়কে উদ্দীপ্ত করে?

[ক] গ্যাস্ট্রিন

[খ] সিক্রেটিন

[গ] এন্টারোক্রিনিন

[ঘ] ইনসুলিন

সঠিক উত্তর: [খ]

২৪. স্বচ্ছ কর্ণিয়া দ্বারা প্রতিসরিত আলোকে রশ্মি নিচের কোনটির মাধ্যমে লেন্সে পড়ে?

[ক] পিউপিলের

[খ] আইরিসের

[গ]রেটিনার

[ঘ] স্ক্লেরার

সঠিক উত্তর: [ক]

২৫. কোনটি মধ্যকর্ণের অস্থি নয়?

[ক] মেলিয়াস

[খ] ইনকাস

[গ] স্টেপস

[ঘ] অ্যাটলাস

সঠিক উত্তর: [ঘ]

২৬. কীরূপ গ্রন্থিসমূহ এন্ডোক্রিন তন্ত্র গঠন করে?

[ক] সোয়েট

[খ] এন্ডোক্রিন

[গ] সিবেসাস

[ঘ] সিলিয়ারি

সঠিক উত্তর: [খ]

২৭. প্রকৃতি অনুযায়ী অপটিক স্নায়ু কী ধরনের?

[ক] সংবেদী

[খ] আজ্ঞাবাহী

[গ] মিশ্র

[ঘ] মোটর

সঠিক উত্তর: [ক]

২৮. কোনটি তৈরি গ্রন্থির ক্ষরণকে প্রভাবিত কর?

[ক] ক্যালসিটনিন

[খ] পিট্রোসিস

[গ] থাইরয়েড

[ঘ] টেস্টোস্টেরন

সঠিক উত্তর: [ঘ]

২৯. আয়োডিন গ্রহণ নিয়ন্ত্রণ করে কোনটি?

[ক] কর্টিকোট্রপিন

[খ] থাইরোট্রপিন

[গ] ভেসোপ্রোসিন

[ঘ] লিউটিনাইজিং

সঠিক উত্তর: [খ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

৩০. চোখের আকৃতি রক্ষা চোখকে সংরক্ষণ করা কোনটির কাজ?

[ক] আইরিস

[খ] রেটিনা

[গ] স্ক্লেরা

[ঘ] পিউপিল

সঠিক উত্তর: [গ]

৩১. সাইনাপস থেকে বহির্মুখী স্নায়ু উদ্দীপনা বহনকারী কোষটিকে কী বলে?

[ক] সিনাপটিক থলিকা

[খ] পোস্ট সাইনাপটিক কোষ

[গ] প্রিসিনাপটিক কোষ

[ঘ] সিনাপটিক ক্লেফট

সঠিক উত্তর: [খ]

৩২. কীসের গঠনকে মেমব্রেনাস ল্যাবিরিস্থ বলে?

[ক] মধ্যকর্ণের

[খ] বহি:কর্ণের

[গ] কর্ণাস্থির

[ঘ] অন্ত:কর্ণের

সঠিক উত্তর: [ঘ]

৩৩. কোন হরমোন শ্বেত কণিকাকে রোগ প্রতিরোধে উদ্দীপিত করে গড়ে তোলে?

[ক] অ্যাড্রিনাল

[খ] প্যারাথারমোন

[গ] ইনসুলিন

[ঘ] থাইমোসিন

সঠিক উত্তর: [ঘ]

৩৪. মানুষের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত?

[ক] প্রায় ৮ বিলিয়ন

[খ] প্রায় ১০ বিলিয়ন

[গ] প্রায় ৬ বিলিয়ন

[ঘ] প্রায় ৫ বিলিয়ন

সঠিক উত্তর: [খ]

৩৫. দ্বিমেরুযুক্ত নিউরনে কতটি ডেনড্রাইট থাকে?

[ক] একটি

[খ] দুটি

[গ] তিনটি

[ঘ] চারটি

সঠিক উত্তর: [ক]

৩৬. টিমপেনিক পর্দার কাজ হলো-

i. শব্দ তরঙ্গ মিটাসে প্রেরণ করা

ii. শব্দ তরঙ্গ মধ্যকর্ণে পরিবাহিত করা

iii. বহি:কর্ণকে মধ্যকর্ণ থেকে পৃথক করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৩৭. আইরিসের মধ্যস্থলে অবস্থিত ছোট ছিদ্রটিকে কী বলে?

[ক] রেটিনা

[খ] স্ক্লেরা

[গ] পিউপিল

[ঘ] কোরয়েড

সঠিক উত্তর: [গ]

৩৮. নিচের কোনটি তরুণাস্থি নির্মিত?

[ক] কর্ণছত্র

[খ] কর্ণকুহর

[গ] কর্ণপটহ

[ঘ] কর্ণাস্থি

সঠিক উত্তর: [ক]

৩৯. গোনাড নিচের কোনটির সাথে সম্পর্কিত?

[ক] আদিকোষ

[খ] প্রকৃত কোষ

[গ] দেহকোষ

[ঘ] জননকোষ

সঠিক উত্তর: [ঘ]

৪০. মানুষের চোখের কত ভাগ অক্ষিকোটরে আবদ্ধ থাকে?

[ক] দু’ভাগের একভাগ

[খ] তিন ভাগের এক ভাগ

[গ] চার ভাগের তিন ভাগ

[ঘ] ছয় ভাগের পাঁচ ভাগ

সঠিক উত্তর: [ঘ]

৪১. কর্পাস লিউটিয়াম তৈরিতে সাহায্য করে কোনটি?

[ক] মেটোট্রপিক

[খ] ল্যাকটোজেনিক

[গ] কিটোজেনিক

[ঘ] লিউটিনাইজিং

সঠিক উত্তর: [ঘ]

৪২. সেরেব্রামের উঁচু ভাঁজগুলোকে কী বলে?

[ক] ফিসার

[খ] জাইরাস

[গ] পানস

[ঘ] থ্যালামাস

সঠিক উত্তর: [খ]

৪৩. মাতৃদুগ্ধ নিয়ন্ত্রণ নিচের কোনটি নিয়ন্ত্রণ করে?

[ক] প্রোল্যাকটিন

[খ] থাইরোট্রপিন

[গ] কর্টিকোট্রপিন

[ঘ] ল্যুটিনাইজিং

সঠিক উত্তর: [ক]

৪৪. প্যারাথাইরয়েড রক্তে কোনটির মাত্রা বৃদ্ধি করে?

[ক] পটাসিয়ামের

[খ] ম্যাগনেসিয়ামের

[গ] ফসফরাসের

[ঘ] ক্যালসিয়ামের

সঠিক উত্তর: [ক]

৪৫. পুং প্রজনন তন্ত্রের অংশ কোনটি?

[ক] ডিম্বাশয়

[খ] ফেলোপিয়ান নালি

[গ] শুক্রাশয়

[ঘ] ক্লাইটোরিস

সঠিক উত্তর: [গ]

৪৬. রেটিনার কোন কোষের রং হলো-

i. সবুজ

ii. নীল

iii. কালো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৪৭. ফ্যাসিয়াল স্নায়ু উৎপত্তির পর কয়টি শাখায় বিভক্ত হয়?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

সঠিক উত্তর: [ক]

৪৮. রেটিনা কত ধরনের কোষ নিয়ে গঠিত?

[ক] দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

সঠিক উত্তর: [ক]

৪৯. পানি শোষণ ও পানি সম্যতা বজায় রাখে কোনটি?

[ক] গ্লুকাগন

[খ] ইস্টোজেন

[গ] ADH

[ঘ] টেস্টোস্টেরন

সঠিক উত্তর: [গ]

৫০. নিচের কোনটি অ্যালার্জি প্রশমন করে?

[ক] গ্লুকোকর্টিকয়েড

[খ] মিনারে লোকর্টিকয়েড

[গ] এপিনেফ্রিন

[ঘ] নরএপিনেফ্রিন

সঠিক উত্তর: [ক]

৫১. চোখের পাতার ওপরের অংশে লোমকে কী বলে?

[ক] আইব্রো

[খ] অশ্ব্রুগ্রন্থি

[গ] অক্ষিপক্ষ

[ঘ] কনজাংটিভা

সঠিক উত্তর: [ক]

৫২. নিচের কোনটি দেহের রাসায়নিক দূত হিসেবে পরিচিত?

[ক] হরমোন

[খ] রক্তরস

[গ] লসিকা

[ঘ] জুস

সঠিক উত্তর: [ক]

৫৩. কোনটি ফেসিয়াল স্নায়ুর শাখা?

[ক] প্যালাটাইন

[খ] ম্যাক্সিলারি

[গ] অপথ্যালমিক

[ঘ] ম্যান্ডিবুলার

সঠিক উত্তর: [ক]

৫৪. থাইরয়েড গ্রন্থি নি:সৃত কোনটি হরমোন?

[ক] পলিপেপটাইড

[খ] অ্যামাইন

[গ] স্টেরয়েড

[ঘ] গ্লাইকোপ্রোটিন

সঠিক উত্তর: [খ]

৫৫. অক্ষিগোলক সুরক্ষিত থাকে কোনটিতে?

[ক] অক্ষিপক্ষে

[খ] আইব্রোতে

[গ] অক্ষিপল্লবে

[ঘ] অক্ষিকোটরে

সঠিক উত্তর: [ঘ]

৫৬. আইরিশের কেন্দ্রে যে ছিদ্রটি থাকে তার নাম কী?

[ক] অন্ধবিন্দু

[খ] পীতবিন্দু

[গ] পিউপিল

[ঘ] কোন কোষ

সঠিক উত্তর: [গ]

৫৭. সংবেদী স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কোনটি কাজ করে?

[ক] থ্যালামাস

[খ] হাইপোথ্যালামাস

[গ] সেরেব্রাম

[ঘ] সেরেবেলাম

সঠিক উত্তর: [ক]

৫৮. প্রথম বার্তাবাহক বলা হয় কোনটিকে?

[ক] গোনাডকে

[খ] পিটুইটারিকে

[গ] হরমোনকে

[ঘ] এনজামইকে

সঠিক উত্তর: [গ]

৫৯. অগ্র-পিটুইটারি অংশ নি:সৃত হরমোন কোনটি?

[ক] অক্সিটোসিন

[খ] এন্টিডাইইউরেটিক

[গ] ভেসোপ্রোসিন

[ঘ] সোমাটোট্রপিক

সঠিক উত্তর: [ঘ]

৬০. ঘন ঘন মূত্র ত্যাগ ও পানি পিপাসা পায় কোনটির প্রভাবে?

[ক] ADH হরমোন

[খ] GH হরমোন

[গ] STH হরমোন

[ঘ] GTH হরমোন

সঠিক উত্তর: [ক]

৬১. অ্যালার্জিক প্রতিক্রিয়ায় শ্বাসকষ্ট নিচের কোন হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফল?

[ক] ইনসুলিন

[খ] বৃদ্ধি হরমোন

[গ] থাইরক্সিন

[ঘ] এপিনেফ্রিন

সঠিক উত্তর: [গ]

৬২. ভেস্টিবুলার অ্যাপারেটাস গঠিত হয়-

i. ইউটিকুলাস দ্বারা

ii. ইউস্টেশিয়ান নালি দ্বারা

iii. স্যাকুলাস দ্বারা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৬৩. কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন হচ্ছে –

i. গ্লুকোকর্টিকয়েড

ii. এড্রেনালিন

iii. মিনারেলোকর্টিকয়েড

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৬৪. নিচের কোন স্নায়ুতন্ত্রটি ‘ভাবুক’ হিসেবে কাজ করে?

[ক] কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

[খ] প্রান্তীয় স্নায়ুতন্ত্র

[গ] ঐচ্ছিক স্নায়ুতন্ত্র

[ঘ] স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র

সঠিক উত্তর: [ক]

৬৫. অন্তঃকর্ণের প্রধান অংশ কোনটি?

[ক] অস্থিময় ল্যাবিরিন্থ

[খ] মেমেব্রেনাস ল্যাবিরিন্থ

[গ] ইউট্রিকুলাস

[ঘ] স্যাকুলাস

সঠিক উত্তর: [খ]

৬৬. অ্যাবডুসেন্স স্নায়ুগুলো-

i. ফুসফুসে বিস্তৃত

ii. মোটর প্রকৃতির

iii. অক্ষিগোলকের সঞ্চলনে সক্ষম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৬৭. দ্বিনেত্র দৃষ্টির ফলে অনুভব করা যায়-

i. দৈর্ঘ্য

ii. প্রস্থ্য

iii. বেধ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৬৮. দেহতাপ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

[ক] হাইপোথ্যালামাস

[খ] থ্যালামাস

[গ] সেরেব্রাম

[ঘ] সেরেবেলাম

সঠিক উত্তর: [ক]

৬৯. দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কী বলে?

[ক] অ্যাক্সন

[খ] ড্রেনড্রাইট

[গ] সাইন্যাপস

[ঘ] কোষদেহ

সঠিক উত্তর: [গ]

৭০. রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?

[ক] ইনসুলিন

[খ] গ্লুকোকর্টিকয়েড

[গ] অক্সিটোসিন

[ঘ] প্যারাথরমোন

সঠিক উত্তর: [গ]

৭১. প্রজাপতি আকৃতির দেখতে নিচের কোন গ্রন্থি?

[ক] থাইরয়েড

[খ] পিটুইটারি

[গ] অ্যাড্রিনাল

[ঘ] অ্যাডরেনাল

সঠিক উত্তর: [ক]

৭২. মানুষের দূরবিন্দু কত?

[ক] ৫ মিটার

[খ] ৬ মিটার

[গ] ৭ মিটার

[ঘ] ৮ মিটার

সঠিক উত্তর: [খ]

৭৩. লেন্স ও কর্নিয়ার পুষ্টি যোগায় কোনটি?

[ক] অ্যাকুয়াস হিউমার

[খ] ভিট্রিয়াস হিউমার

[গ] হার্ডেরিয়ান গ্রন্থি

[ঘ] মেবোরিয়ান গ্রন্থি

সঠিক উত্তর: [ক]

৭৪. বৃদ্ধি হরমোন পেটের চর্বি কমিয়ে কোন রোগ প্রতিরোধে সাহায্য করে?

[ক] স্কার্ভি

[খ] রিকেটস

[গ] ডায়াবেটিস

[ঘ] কার্ডিওভাস্কুলার

সঠিক উত্তর: [ঘ]

৭৫. β-কোষ থেকে ক্ষরিত হরমোন কোনটি?

[ক] ইনসুলিন

[খ] গ্লুকাগন

[গ] গ্যাস্ট্রিন

[ঘ] সিক্রেটিন

সঠিক উত্তর: [ক]

৭৬. হরমোনের-

i. কার্যপদ্ধতি মন্থর

ii. ফল সুদূর প্রসারী

iii. দ্রুত নিষ্ক্রান্ত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৭৭. মস্তিস্কের সর্ব বাইরের সুদৃঢ় ঝিল্লিটি লেগে থাকে-

i. করোটির সাথে

ii. রেটিনার সাথে

iii. কশেরুকার সাথে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৭৮. দেহের দু’পাশের কর্মকান্ড সমন্বয় করে কোনটি?

[ক] হাইপোথ্যালামাস

[খ] পনস

[গ] মেডুলা অবলংগাটা

[ঘ] মস্তিস্কের ভেন্ট্রিকল

সঠিক উত্তর: [খ]

৭৯. সেরেব্রামের কাজ –

i. অনৈচ্ছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করে

ii. বাকশক্তি, স্মৃতিশক্তি, চিন্তা ও কর্মপ্রেরণা সৃষ্টি করে

iii. এটি মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৮০. নিউরনের সোমা ঘনিষ্ঠভাবে একত্রিত হয়ে কী সৃষ্টি করে?

[ক] গ্রে ম্যাটার

[খ] হোয়াইট ম্যাটার

[গ] ব্ল্যাক ম্যাটার

Leave a Comment