HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১১ pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

জীববিজ্ঞান ২য় পত্র

১১শ অধ্যায়

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 2nd Paper pdf download

Chapter-11

 MCQ 

Question and Answer

১. ক্রোমোজোমের সব অবস্থায় উপস্থিতি প্রমাণ করেন কে?

[ক] Boven

[খ] Caroghery

[গ] Suton

[ঘ] East

সঠিক উত্তর: [ক]

২. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে-

i. প্রকট অ্যালিল বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়

ii. মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই

iii. প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি সত্ত্বেও বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৩. পাইরেনিজ এর বাস্ক এ Rh- এর বৈশিষ্ট্য কত % থাকে?

[ক] ১৫%

[খ] ৮৪%

[গ] ২৫-৩৫%

[ঘ] ১৮-৩০%

সঠিক উত্তর: [গ]

৪. পরিপূরক ক্রিয়ার জন্য ৯:৩:১ এর পরিবর্তে কত অনুপাত হয়?

[ক] ৯:৩:৪

[খ] ৯:৭

[গ] ৯:৬:১

[ঘ] ১৩:৩

সঠিক উত্তর: [খ]

৫. মেন্ডেলর মৃত্যুর কত বছর পর তার পরীক্ষাগুলো পুন:আবিষ্কৃত হয়?

[ক] ১০ বছর

[খ] ২০ বছর

[গ] ৩০ বছর

[ঘ] ৩৫ বছর

সঠিক উত্তর: [ঘ]

৬. মেন্ডেলের প্রথম সূত্রকে বলে –

[ক] প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র

[খ] স্বাধীন বিন্যাস সূত্র

[গ] পৃথকীকরণের সূত্র

[ঘ] অসম্পূর্ণ প্রকটতার সূত্র

সঠিক উত্তর: [গ]

৭. জিনের হোমোজাইগাস উপস্থিতি যদি জীবের মৃত্যুর কারণ হয় তাকে কী বলে?

[ক] লিথাল জিন

[খ] এপিস্ট্যাটিস জিন

[গ] হাইপোস্ট্যাটিস জিন

[ঘ] বাধন জিন

সঠিক উত্তর: [ক]

৮. মেন্ডেলের প্রথম সূত্র কি নামে পরিচিত?

[ক] স্বাধীনভাবে মিলনের সূত্র

[খ] পৃথকীকরণ সূত্র

[গ] পলিজেনিক ইনহ্যারিট্যান্স

[ঘ] ক্রমবর্ধিষ্ণু দ্বিতন জিন

সঠিক উত্তর: [ক]

৯. মানুষের নিষ্ক্রিয় অঙ্গ হলো –

i. গায়ের লোম

ii. পুচ্ছাস্থি

iii. আক্কেল দাঁত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

১০. ঘোড়ার আদি পুরুষ কোনটি?

[ক] ইয়োহিস্পাস

[খ] প্লিওহিস্পাস

[গ] মেরিচিস্পাস

[ঘ] মেসোহিস্পাস

সঠিক উত্তর: [ক]

১১. বিবর্তনের মতবাদ অনুযায়ী প্রমাণগুলো কত শ্রেণিতে বিভক্ত?

[ক] ৮

[খ] ৯

[গ] ১০

[ঘ] ১১

সঠিক উত্তর: [ক]

১২. জিনতত্ত্ব ডারউইনের মতবাদকে নতুনরূপে সংজ্ঞায়িত করে যা নব্য ডারউইনবাদ নামে পরিচিত। নব্য-ডারউইনবাদের মধ্যে উল্লেখ্য হলেন-

i. ভাইজম্যান

ii. হাক্সলি

iii. কিংগার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

১৩. ইংরেজ প্রকৃতিবিদ কে?

[ক] ল্যামার্ক

[খ] চার্লস ডারউইন

[গ] ড্য ভ্রিস

[ঘ] অগাস্ট ভাইসম্যান

সঠিক উত্তর: [খ]

১৪. মানুষের গায়ের রং ও উচ্চতা নিচের কোনটির উদাহরণ?

[ক] দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস

[খ] পলিজেনিক ইনহেরিট্যান্স

[গ] প্রকট এপিস্ট্যাটিস

[ঘ] প্রচ্ছন্ন এটিস্ট্যাটিস

সঠিক উত্তর: [খ]

১৫. সমসংস্থ অঙ্গ হলো-

i. পাখির ডানা

ii. মানুষের হাত

iii. কবুতরের ডানা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

১৬. সংযোগকারী জীব কোনটি?

[ক] আর্কিওপটেরিক্স

[খ] ইকুয়াস

[গ] প্লিওহিস্পাস

[ঘ] প্লাটিপাস

সঠিক উত্তর: [ঘ]

১৭. ল্যামার্কের মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কতটি?

[ক] দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

সঠিক উত্তর: [গ]

১৮. ঘাতক জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

[ক] বেটসন

[খ] প্যানেট

[গ] ক্যুনো

[ঘ] কোরেন্স

সঠিক উত্তর: [গ]

১৯. ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূলভিত্তি হলো –

[ক] অঙ্গের ব্যবহার ও অব্যবহার

[খ] প্রকরণ বা পরিবৃত্তি

[গ] অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার

[ঘ] জীবন সংগ্রাম ও যোগ্যতমের জয়

সঠিক উত্তর: [ঘ]

২০. জিনের ক্ষেত্রে প্রযোজ্য –

i. অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত

ii. হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত

iii. বংশগতির বাহক হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

২১. আর্কিওপটেরিক্স সরীসৃপ এর বৈশিষ্ট্য হলো-

i. এদের চোয়াল দাঁতযুক্ত

ii. এরা ডানা বিশিষ্ট

iii. এদের শুষ্ক আঁশযুক্ত দেহ

নিচের কোনটি সঠিক?

[ক]i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

২২. স্তন্য প্রায়ীর দেহে কোন হরমোন পাওয়া যায়?

[ক] ট্রিপসিন

[খ] জাইলেজ

[গ] থাইরয়েড

[ঘ] প্রোটিয়েজ

সঠিক উত্তর: [গ]

২৩. AB ব্লাড গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এ ব্লাড গ্রুপে-

i. a ও b অ্যান্টিবডি থাকে

ii. A ও B অ্যান্টিজেন থাকে

iii. অ্যান্টিবডি অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

২৪. প্রাণীতে প্রকট এসিস্ট্যাটিসের দরুণF2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ১২:৩:১ এর পরিবর্তে কত হয়?

[ক] ১৫:১

[খ] ১৩:৩

[গ] ১২:৩:১

[ঘ]৯:৭

সঠিক উত্তর: [খ]

২৫. অস্ট্রেলিযা ও দক্ষিণ আমেরিকার প্রাণী কোনটি?

[ক] ফিনসেস

[খ] ক্যাঙ্গারু

[গ] প্লাটিপাস

[ঘ] ইকুয়াস

সঠিক উত্তর: [খ]

২৬. কোন গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না?

[ক] A গ্রুপ

[খ] B গ্রুপ

[গ] AB গ্রুপ

[ঘ] O গ্রুপ

সঠিক উত্তর: [ঘ]

২৭. এপিস্ট্যাসিসের কারণে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অনুপাত কত হয়?

[ক] ৩ : ১

[খ] ৯ : ৭

[গ] ২ : ১

[ঘ] ১৩ : ৩

সঠিক উত্তর: [ঘ]

২৮. ABO রক্তগ্রুপ জিনের কয়টি অ্যালীল থাকে?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ১টি

[ঘ] ৬টি

সঠিক উত্তর: [খ]

২৯. মেন্ডেলের গবেষণা ফলাফল কী শিরোনামে প্রকাশিত হয়?

[ক] Experiments on herb hybridization

[খ] Experiments on pea hybridization

[গ] Experiments on plant hybridization

[ঘ] Experiments on tree hybridization

সঠিক উত্তর: [গ]

৩০. একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার বিবাহ হলে –

i. প্রথম বংশধরের সবাই দৃষ্টিসম্পন্ন হবে

ii. প্রথম বংশধরের পুত্র বর্ণান্ধ হবে

iii. দ্বিতীয় বংশধরের একজন বর্ণান্ধ পুত্র হবে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৩১. হোমোলোগাস ক্রোমোসোমের একটি লোকাসে দুটি জিনের একত্রে থাকাকে কি বলে?

[ক] জিনোম

[খ] অ্যালিলোমর্ফ

[গ] অ্যালিল

[ঘ] জিনোটাইপ

সঠিক উত্তর: [খ]

৩২. Genetics শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন কে?

[ক] উইলিয়াম বেটসন

[খ] গ্রেগর জোহান মেন্ডেল

[গ] জ্যাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক

[ঘ] চার্লস ডারউইন

সঠিক উত্তর: [ক]

৩৩. টেস্ট ক্রসে জিনোটাইপিক অনুপাত হলো –

[ক] ২ : ১

[খ] ৩ : ১

[গ] ১ : ২ : ১

[ঘ] ১ : ১

সঠিক উত্তর: [ঘ]

৩৪. জৈব বিবর্তনে ডারউইনের তত্ত্বটির নাম কী?

[ক] ল্যামার্কিজম

[খ] ডারউইনবাদ

[গ] বিবর্তনবাদ

[ঘ] অভিব্যক্তি

সঠিক উত্তর: [খ]

৩৫. বিবর্তনের চাবিকাঠি কোনটি?

[ক] প্রকরণ

[খ] ল্যামার্ক

[গ] ডারউইন

[ঘ] মেন্ডেল

সঠিক উত্তর: [ক]

৩৬. নতুন প্রজাতির উৎপত্তি হয় কোন ঘটনা প্রবাহ থেকে?

[ক] বংশবৃদ্ধির উচ্চহার

[খ] প্রাকৃতিক নির্বাচন

[গ] জীবন সংগ্রাম

[ঘ] পরিবৃত্তির অসীম ক্ষমতা

সঠিক উত্তর: [খ]

৩৭. ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে?

[ক] সিনোজয়িক

[খ] মেসোজয়িক

[গ] প্যালিওজয়িক

[ঘ] প্রোটেরোজয়িক

সঠিক উত্তর: [খ]

৩৮. মাসকুলার ডিসট্রফির সাধারণ লক্ষণ হলো –

i. পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব

ii. স্থূলতা দেখা দেওয়া

iii. দ্রুত পেশিক্ষয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৩৯. লিথাল জিনের অনুপাত কত?

[ক] ৩ : ১

[খ] ২ : ১

[গ] ১ : ২ : ১

[ঘ] ১ : ১

সঠিক উত্তর: [খ]

৪০. কোনটি বংশগত রোগ নয়?

[ক] ডায়াবেটিস

[খ] ডায়রিয়া

[গ] হিমোফিলিয়া

[ঘ] বর্ণান্ধতা

সঠিক উত্তর: [খ]

HSC জীববিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১১

৪১. Rh ফ্যাক্টর পরীক্ষা করা হয় কোন দুইটি প্রাণীর উপর?

[ক] বানর ও খরগোশ

[খ] খরগোশ ও গিনিপপ

[গ] গিনিপপ ও মটরশুঁটি

[ঘ] বানর ও গিনিপপ

সঠিক উত্তর: [ঘ]

৪২. জিনতত্ত্বের জনক কে?

[ক] উইলিয়াম বেটসন

[খ] গ্রেগর জোহান মেন্ডেল

[গ] ব্যাপটিস্ট ল্যামার্ক

[ঘ] অগাস্ট ভাইজম্যান

সঠিক উত্তর: [খ]

৪৩. মানবদেহে কতকগুলো পেশি প্রোটিন বিদ্যমান?

[ক] ২০০০

[খ] ৩০০০

[গ] ৪০০০

[ঘ] ৫০০০

সঠিক উত্তর: [খ]

৪৪. মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে F2 বংশে জিনোটাইপিক অনুপাত কত হয়?

[ক] ১:২:১

[খ] ৩:১

[গ] ২:১

[ঘ] ১:১

সঠিক উত্তর: [ক]

৪৫. ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের কার্যক্রমে বাধা দিলে-

i. ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ১৩:৩ হয়

ii. ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯:৭ হয়

iii. দ্বৈত প্রচ্ছন্ন এপিট্যাসিস সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ]ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৪৬. মনোহাইব্রিড ক্রসে F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত?

[ক] ২ : ১

[খ] ৩ : ১

[গ] ১ : ৩

[ঘ] ১ : ৩

সঠিক উত্তর: [খ]

৪৭. প্রতি ১ লাখে কতকগুলো হিমোফিলিক পুরুষ জম্মানোর সম্ভাবনা আছে?

[ক] ১ জন

[খ] ৫ জন

[গ] ১০ জন

[ঘ] ১০০ জন

সঠিক উত্তর: [গ]

৪৮. ল্যামার্ক কর্তৃক লিখিত গ্রন্থ কোনটি?

[ক] Origin of species of means of natural selection

[খ] Philosophic zoologique

[গ] Philosoplic Biologique

[ঘ] Theories of Evolution

সঠিক উত্তর: [খ]

৪৯. কোনো জীবের প্রকাশিত বৈশিষ্ট্যেকে কী বলে?

[ক] জিনোটাইপ

[খ] ফিনোটাইপ

[গ] প্রকট বৈশিষ্ট্য

[ঘ] প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

সঠিক উত্তর: [খ]

৫০. মানুষের উদ্ভব ঘটে কোন যুগে?

[ক] ইওসিন

[খ] পিস্টোসিন

[গ] প্যালিওসিন

[ঘ] গ্লিওসিন

সঠিক উত্তর: [ঘ]

৫১. কোনটি সংযোগকারী জীবাশ্মের উদাহরণ?

[ক] ইকুয়াস

[খ] আর্কিওপটেরিক্স

[গ] প্লিওহিস্পাস

[ঘ] মেরিচিস্পাস

সঠিক উত্তর: [ক]

৫২. যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কী বলে?

[ক] এপিস্ট্যাটিক

[খ] এপিস্ট্যাটিস

[গ] হাইপোস্ট্যাটিক

[ঘ] দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস

সঠিক উত্তর: [গ]

৫৩. পাললিক শিলায় জমাকৃত জীবাশ্ম দ্বারা প্রমাণ পাওয়া যায়-

i. জৈব অভিব্যক্তির

ii. মিউটেশনের

iii. বিবর্তনের

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৫৪. মেন্ডেলের পিতা কী ছিলেন?

[ক] ধর্মযাজক

[খ] প্রকৃতিবিজ্ঞানী

[গ] শিক্ষক

[ঘ] কৃষক

সঠিক উত্তর: [ঘ]

৫৫. ক্রোমোসোমের নির্দিষ্ট জিন নির্দিষ্ট স্থানে থাকার অবস্থানকে কী বলে?

[ক] ফ্যাক্টর

[খ] লোকাস

[গ] অ্যালীল

[ঘ] জিনোটাইপ

সঠিক উত্তর: [খ]

৫৬. সন্ধ্যামালতী ফুলের রঙের ক্ষেত্রে অম্পূর্ণ সংকরায়নে কীরূপ ফুল পাওয়া যায়?

[ক] গোলাপি

[খ] বেগুনি

[গ] কমলা

[ঘ] ধূসর

সঠিক উত্তর: [ক]

৫৭. মানুষের রক্তের গ্রুপের শ্রেণিবিন্যাস হলো –

i. Rh+

ii. Rh-

iii. Rh±

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৫৮. জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয়?

[ক] Biology

[খ] Zoology

[গ] Palaeontology

[ঘ] Bacteriology

সঠিক উত্তর: [গ]

৫৯. নারীর গ্যামেটকে কী বলে?

[ক] হোমোগ্যামেট

[খ] হেটারোগ্যামেট

[গ] অটোগ্যামেট

[ঘ] ননগ্যামেট

সঠিক উত্তর: [ক]

৬০. বিবর্তনের জনক কে?

[ক] এম্পিডোক্লিস

[খ] অ্যারিস্টল

[গ] বিফন

[ঘ] ডেমোক্রিটাস

সঠিক উত্তর: [ক]

৬১. পৃথক পৃথক গবেষণায় মেন্ডেলের অনুরূপ ফলাফল পুনঃআবিষ্কার করেন –

i. হল্যান্ডের দ্য ভ্রিস

ii. জার্মানির করেন্স

iii. অস্ট্রেলিয়ার শেরমার্ক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৬২. ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কয়টি তথ্যের উপর প্রতিষ্ঠিত?

[ক] ৪টি

[খ] ৩টি

[গ] ৫টি

[ঘ] ৬টি

সঠিক উত্তর: [ঘ]

৬৩. ল্যামার্কের কোন সূত্র দুটির কোনো প্রমাণ পাওয়া যায় না?

[ক] ১ম-২য়

[খ] ২য়-৩য়

[গ] ৩য়-৪র্থ

[ঘ] ৪র্থ-১ম

সঠিক উত্তর: [গ]

৬৪. মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক (F2) অনুপাত কোনটি?

[ক] ২ : ১

[খ] ৩ : ১

[গ] ৯ : ৩ : ৩ : ১

[ঘ] ৯ : ৭

সঠিক উত্তর: [খ]

৬৫. On the Oriein of Species by Means of Natural Selection কত সালে প্রকাশিত হয়?

[ক] ১৮৩৯ সালে

[খ] ১৮৪৯ সালে

[গ] ১৮৫৯ সালে

[ঘ] ১৮৬৯ সালে

সঠিক উত্তর: [গ]

৬৬. পুনরাবৃত্তি মতবাদ দেন কে?

[ক] ডারউইন

[খ] হেকেল

[গ] বেয়ার

[ঘ] ভাইজম্যান

সঠিক উত্তর: [খ]

৬৭. জার্মপ্লাজম-সোমোটোপ্লাজম কার তত্ত্ব?

[ক] ডারউইন

[খ] ল্যামার্ক

[গ] হেকেল

[ঘ] ভাইজম্যান

সঠিক উত্তর: [ঘ]

৬৮. মার্কিন যুক্তরাষ্ট্রে কত শতাংশ পুরুষ বর্ণান্ধ?

[ক] ০. ৭%

[খ] ৪%

[গ] ৫%

[ঘ] ৮%

সঠিক উত্তর: [ঘ]

৬৯. মানুষের সেমিলিথাল জিনের প্রভাব হলো –

i. রেটিনোব্ল্যাস্টোমা

ii. গয়টার

iii. হিমোফিলিয়া

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৭০. রেসাস বানরের Scientific নাম কী?

[ক] Rhaphanus rhesus

[খ] Colletotrichum rhesus

[গ] Oryzar rhesus

[ঘ] Macaca mulatta

সঠিক উত্তর: [ঘ]

৭১. মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা কত ভাগ নারী বর্ণান্ধ?

[ক] ৮%

[খ] ০. ৮%

[গ] ৭%

[ঘ] ০. ৭%

সঠিক উত্তর: [ঘ]

৭২. Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা কতটি?

[ক] ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

সঠিক উত্তর: [ক]

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

লাল ফুলবিশিষ্ট সন্ধ্যামালতি উদ্ভিদের সাথে সাদা ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদের সংকরায়নে গোলাপি বর্ণের ফুলবিশিষ্ট সন্ধ্যামালতী উদ্ভিদ পাওয়া যায়।

৭৩. উক্ত ঘটনার নাম কী?

[ক] সম-প্রকটতা

[খ] অসম্পূর্ণ প্রকটতা

[গ] দ্বৈত প্রচ্ছন্ন

[ঘ] পরিপূরক ক্রিয়া

সঠিক উত্তর: [খ]

৭৪. এ ঘটনার কারণে-

i. মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত ১:২:১ হয়

ii. প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে আংশিকভাবে দমন করে

iii. প্রকট জিন প্রচ্ছন্ন জিনকে দমন করতে ব্যর্থ হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment