HSC জীববিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৬ pdf download ~ Exam Cares

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

জীববিজ্ঞান ১ম পত্র

৬ষ্ঠ অধ্যায়

 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 1st Paper pdf download

Chapter-06

 MCQ 

Question and Answer

১. ক্যাপসুলের ভেতর স্পোর মাতৃকোষের সংখ্যা কত?

[ক] ১২

[খ] ১৬

[গ] ১৮

[ঘ] ২০

সঠিক উত্তর: [খ]

২. থ্যালাসের সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে?

[ক] প্রোটিন কণা

[খ] খনিজ লবণ

[গ] শ্বেতসার কণা

[ঘ] এনজাইম

সঠিক উত্তর: [গ]

৩. কোনটি ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদের প্রকট দশা?

[ক] গ্যামেটোফাইটিক জনু

[খ] সোরাস

[গ] স্পোরোফাইটিক জনু

[ঘ] প্রোথ্যালাস

সঠিক উত্তর: [ক]

৪. বহুকোষী শল্ক উৎপন্ন হয় কোনটিতে?

[ক] Marchantia

[খ] Lycopodium

[গ] Pteris

[ঘ] Equisetun

সঠিক উত্তর: [ক]

৫. ব্রায়োফাইটের স্পোরোফাইট –

i. গ্যামেটোফাইটের উপর পুষ্টির জন্য নির্ভরশীল

ii. পদ, সিটা ও ক্যাপসুলে বিভক্ত

iii. হোমোস্পোরাস

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৬. Pteris এর প্রোথ্যালাস –

i. হৃৎপিন্ডাকার ও স্বভোজী

ii. বহুকোষী

iii. যৌনজনন সম্পন্ন করে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৭. ডিপ্লয়েড (2n) রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইটের পুনরাবির্ভাব ঘটার কারণ –

[ক] হেটারোমরফিক জনুক্রম

[খ] শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করা

[গ] ডিপ্লোবায়োন্টিক জনুক্রম

[ঘ] সারসিনেট ভার্নেশন

সঠিক উত্তর: [খ]

৮. রাইজোম কোনটি দিয়ে আচ্ছাদিত থাকে?

[ক] সোরাস

[খ] র্যামেন্টা

[গ]স্পোরোফিল

[ঘ] ইন্ডুসিয়াম

সঠিক উত্তর: [খ]

৯. Pteris শুক্রাণু –

[ক] ফ্ল্যাজেলাবিহীন

[খ] এক ফ্ল্যাজেলাবিশিষ্ট

[গ] দুই ফ্ল্যাজেলাবিশিষ্ট

[ঘ] বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট

সঠিক উত্তর: [ঘ]

১০. Riccia -র সৃষ্ট জনুক্রমে –

i. সুস্পষ্টতা বিদ্যমান

ii. জাইগোট উৎপন্ন হয়

iii. রেণু উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

১১. বাংলাদেশে প্রাপ্ত Riccia-র প্রজাতি সংখ্যা কত?

[ক] ৪০

[খ] ৪৫

[গ] ৫০

[ঘ] ৫৫

সঠিক উত্তর: [খ]

১২. Pteris এর আর্কিগোনিয়াম থেকে কী নিঃসৃত হয়?

[ক] চিনি

[খ] অক্সালিক এসিড

[গ] ম্যালিক এসিড

[ঘ] সাইট্রিক এসিড

সঠিক উত্তর: [গ]

১৩. সোরাস উৎপন্নকারী পাতাকে কী বলা হয়?

[ক] স্পোরাজিয়া

[খ] অমরা

[গ] অ্যানুলাস

[ঘ] স্পোরোফিল

সঠিক উত্তর: [ঘ]

১৪. নিম্ন ও উচ্চ বর্গের উদ্ভিদের মধ্যে যোগসূত্র হিসেবে অবস্থান করে কোনটি?

[ক] ব্রায়োফাইট

[খ] টেরিডোফাইট

[গ] শৈবাল

[ঘ] ছত্রাক

সঠিক উত্তর: [খ]

১৫. প্রোথ্যালাসের আকৃতি কীরূপ?

[ক] গোলাকার

[খ] নলাকার

[গ] হৃৎপিন্ডাকার

[ঘ] মোচাকৃতি

সঠিক উত্তর: [গ]

১৬. আর্কিগোনিয়ামের আকৃতি কেমন?

[ক] বেলনাকার

[খ] ফ্লাক্সের ন্যায়

[গ] নাসপাতির ন্যায়

[ঘ] গোলাকার

সঠিক উত্তর: [খ]

১৭. Pteris এর গণে প্রজাতির সংখ্যা কত?

[ক] ১০০

[খ] ১৫০

[গ] ২০০

[ঘ] ২৮০

সঠিক উত্তর: [ঘ]

১৮. Riccia-র অ্যান্থেরিডিয়াম কোনটি থেকে উৎপন্ন হয়?

[ক] থ্যালাসের অঙ্কীয়দেশ

[খ] থ্যালাসের পৃষ্ঠদেশ

[গ] কান্ডের অঙ্কীয়দেশ

[ঘ] কান্ডের পৃষ্ঠতল

সঠিক উত্তর: [খ]

১৯. কতকগুলো সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে?

[ক] রোজেট

[খ] স্পোরোজোয়েট

[গ] মেরোজয়েট

[ঘ] ক্রিপ্টোজয়েট

সঠিক উত্তর: [ক]

২০. গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটি?

[ক] স্পোর

[খ] উস্পোর

[গ] স্পোর মাতৃকোষ

[ঘ] ডিম্বাণু

সঠিক উত্তর: [ক]

২১. ব্রায়োফাইটা উদ্ভিদে –

i. কোলেনকাইমা কোষ আছে

ii. পরিবহণ কলা অনুপস্থিত

iii. লিঙ্গধর পর্যায় প্রকট

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

২২. নিচের কোন অংশটি Pteris এর সোরাইকে ঢেকে রাখে?

[ক] ক্রোজিয়ার

[খ] স্পোরোফিল

[গ] অ্যানুলাস

[ঘ] ফলস ইন্ডুসিয়াম

সঠিক উত্তর: [ঘ]

২৩. Riccia উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে –

i. প্রদান উদ্ভিদদেহ গ্যামেটোফাইট

ii. দেহে পরিবহন টিস্যু বিদ্যমান

iii. গ্যামেটোফাইটিক অংশ কান্ড ও পাতায় বিভক্ত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

২৪. ফার্নের গ্যামেটোফাইট উদ্ভিদে কী?

[ক] যৌন জনন

[খ] অযৌন জনন

[গ] অঙ্গজ জনন

[ঘ] কৃত্রিম জনন

সঠিক উত্তর: [ক]

২৫. কোনটি গ্যামেটোফাইট দশার পূর্ণাঙ্গ দেহ?

[ক] ক্যাপসুল

[খ] সোরাস

[গ] প্রোথ্যালাস

[ঘ] রাইজয়েড

সঠিক উত্তর: [গ]

২৬. স্পোরাঞ্জিয়াম থেকে সৃষ্ট পরিণত স্পোরগুলো –

i. গাঢ় বাদামি রঙের

ii. দ্বিস্তরী

iii. জার্মস্পোর যুক্ত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

২৭. Riccia-র অঙ্গজ জননে প্রয়োজন হয় –

i. থ্যালাসের পুরাতন অংশ

ii. অস্থানিক শাখা

iii. টিউবার

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

২৮. থ্যালাস দ্ব্যাগ শাখা বিশিষ্ট কোনটির?

[ক] ফার্ন প্রোথ্যালাস

[খ] রিকশিয়া থ্যালাস

[গ] আর্কিগোনিয়াম

[ঘ] ফার্ন স্পোরোফাইট

সঠিক উত্তর: [খ]

২৯. আর্কিগোনিয়ামের আকৃতি –

[ক] ফ্লাস্কাকার

[খ] হৃৎপিন্ডাকার

[গ] ত্রিভুজাকার

[ঘ] ডিম্বাকার

সঠিক উত্তর: [ক]

৩০. স্পোরিঞ্জিয়ামে পানি ধারণক্ষমতা কমে যাওয়ার কারণ –

[ক] সোরাই সৃষ্টি

[খ] স্পোর সৃষ্টি

[গ] ইন্ডুসিয়াম সৃষ্টি

[ঘ] স্পোরোজেনাস সৃষ্টি

সঠিক উত্তর: [খ]

৩১. Riccia -র প্রধান উদ্ভিদ দেহটি –

[ক] গ্যামেটোফাইট

[খ] স্পোরোফাইট

[গ] স্পোরোফিল

[ঘ] স্ট্রোবিলাস

সঠিক উত্তর: [ক]

৩২. মস প্রজাতিতে রেণু অঙ্কুরিত হয়ে যে প্রাথমিক লিঙ্গধর উৎপন্ন করে তাকে কী বলে?

[ক] ক্যাপসুল

[খ] পদ

[গ] সিটা

[ঘ] প্রোটোনেমা

সঠিক উত্তর: [ঘ]

৩৩. কোনটি Pteridophyta এর অন্তর্ভুক্ত?

[ক] Anthoceros

[খ] Riccia

[গ] Funaria

[ঘ] Lycopodium

সঠিক উত্তর: [ঘ]

৩৪. সোরাস এর আকৃতি –

[ক] বৃক্কাকার

[খ] নলাকার

[গ] ডিম্বাকার

[ঘ] গোলাকার

সঠিক উত্তর: [ক]

৩৫. মস জাতীয় উদ্ভিদের দেহ কোন কোষ দিয়ে গঠিত?

[ক] প্যারেনকাইমা

[খ] কোলেনকাইমা

[গ] স্ক্লেরেনকাইমা

[ঘ] অ্যারেনকাইমা

সঠিক উত্তর: [ক]

৩৬. Pteris – এর জনুক্রমটি –

[ক] হেটারোমরফিক

[খ] স্পোরোফাইটিক

[গ] ডিপ্লোবায়োন্টিক হেটারোমরফিক

[ঘ] গ্যামেটোমরফিক

সঠিক উত্তর: [গ]

৩৭. বাংলাদেশে ব্রায়োফাইটের কতটি গোত্র শনাক্ত করা হয়েছে?

[ক] ৩৪টি

[খ] ৩৩টি

[গ] ৩২টি

[ঘ] ৩৫টি

সঠিক উত্তর: [ক]

৩৮. সিলিকনের উৎস হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

[ক] Dryopteris

[খ] Lycopodium

[গ] Riccia

[ঘ] Equisetum

সঠিক উত্তর: [ঘ]

৩৯. নিচের কোনটি সানফার্ন নামে পরিচিত?

[ক] Riccia

[খ] Semiberbula

[গ] Nostoc

[ঘ] Pteris

সঠিক উত্তর: [ঘ]

৪০. স্পোরোফাইটিক উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া হলো –

i. অযৌন

ii. যৌন

iii. অঙ্গজ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৪১. অ্যানুলাস হঠাৎ ঝাঁকুনি দিয়ে পেছনে বেঁকে যায় কেন?

[ক] স্টোমিয়ারের ফাটলের ফলে

[খ] স্পোরাঞ্জিয়াম উন্মুক্তের ফলে

[গ] অগ্রস্থ খাঁজ সৃষ্টির ফলে

[ঘ] জার্মস্পোর সৃষ্টির ফলে

সঠিক উত্তর: [ক]

৪২. Riccia কোন সময়ে অধিক জন্মায়?

[ক] গ্রীষ্মকালে

[খ] বর্ষাকালে

[গ] শরৎকালে

[ঘ] শীতকালে

সঠিক উত্তর: [খ]

৪৩. Riccia-র বৈশিষ্ট্য কোনটি?

[ক] দ্ব্যাগ্রশাখান্বিত থ্যালয়েড দেহ

[খ] হৃৎপিন্ডাকৃতির বিষমপৃষ্ঠ থ্যালাস

[গ] পাতায় উৎপন্ন সোরাসে রেণু উৎপন্ন হয়

[ঘ] দেহে পরিবহন কলা উপস্থিত

সঠিক উত্তর: [ক]

৪৪. মাটি থেকে পুষ্টি পদার্থ ও পানি শোষণ করে কোনটি?

[ক] প্রোথ্যালাস

[খ] স্পোর

[গ] রাইজয়েড

[ঘ] সোরাস

সঠিক উত্তর: [গ]

৪৫. Pteris – এর বৈশিষ্ট্য –

i. পাতা, সরল, কচি অবস্থায় কুন্ডলিত

ii. প্রোথ্যালাস সহবাসী

iii. কান্ড রাইজোম

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৪৬. নিচের কোনটি সাধারণ ‘উদ্ভিদ দেহ’ বলে চিহ্নিত?

[ক] আর্কিগোনিয়াম

[খ] স্পোরোফাইটিক জনু

[গ] অ্যান্থেরিডিয়াম

[ঘ] গ্যামেটোফাইটিক জনু

সঠিক উত্তর: [ঘ]

৪৭. মেকি (false) ইন্ডুসিয়াম বিদ্যমান –

[ক] Riccia

[খ] Agaricus

[গ] Pteris

[ঘ] Cycas

সঠিক উত্তর: [গ]

৪৮. ক্যাপসুল প্রাচীরের আকৃতি –

[ক] ডিম্বাকার

[খ] হৃৎপিন্ডাকার

[গ] বৃত্তাকার

[ঘ] উপবৃত্তাকার

সঠিক উত্তর: [ঘ]

৪৯. অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একত্রে দলবদ্ধভাবে অবস্থান করলে তাকে কী বলে?

[ক] পিডিউল

[খ] রেণু

[গ] দ্ব্যগ্রশাখা

[ঘ] সোরাস

সঠিক উত্তর: [ঘ]

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: অধ্যায়-৭

৫০. Riccia-র আর্কিগোনিয়াম –

i. স্ফীত উদর ও সরু গ্রীবা অংশে বিভক্ত

ii. গোলাকার বা ডিম্বাকার আকৃতি বিশিষ্ট

iii. সালোকসংশ্লেষণী সূত্রগুলোর মাঝে লুকানো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৫১. ফার্ন উদ্ভিদের কচিপাতার কুন্ডলিত অবস্থাকে কী বলে?

[ক] র্যাকিস

[খ] সোরাস

[গ] সারসিনেট ভার্নেশন

[ঘ] ইন্ডুসিয়াম

সঠিক উত্তর: [গ]

৫২. Pteris – এর প্রোথ্যালাস –

i. হৃৎপিন্ডাকার ও সবুজ বর্ণের

ii. হ্যাপ্লয়েড প্রকৃতির

iii. স্পোর থেকে উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

৫৩. কোন উদ্ভিদের বহুকোষী শল্ক উৎপন্ন হয়?

[ক] Sermibarbula

[খ] Spirogyra

[গ] Marchanita

[ঘ] Agaricus

সঠিক উত্তর: [গ]

৫৪. Pteris এ স্পোরাঞ্জিয়ামের ভেতরে কতটি ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ থাকে?

[ক] ৪

[খ] ৮

[গ] ১৬

[ঘ] ২০

সঠিক উত্তর: [গ]

৫৫. কোনটি পরিবেশ দূষণের সূচক হিসেবে ব্যবহৃত হয়?

[ক] Riccia

[খ] Pteris

[গ] Marchantia

[ঘ] Lycopodium

সঠিক উত্তর: [ক]

৫৬. গ্যামেটোফাইট উদ্ভিদগুলো –

i. পরাশ্রয়ী

ii. স্বাধীনজীবী

iii. থ্যালাস আকৃতির

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [খ]

৫৭. Pteris উদ্ভিদে স্পোরাঞ্জিয়াম কী দ্বারা ঢাকা থাকে?

[ক] অমরা

[খ] ফলস ইন্ডুসিয়াম

[গ] ক্রোজিয়ার

[ঘ] সারসিনেট ভার্নেশন

সঠিক উত্তর: [খ]

৫৮. Pteris এর পক্ষল যৌগিক পাতাকে কী বলে?

[ক] পিনা

[খ] র‍্যামেন্টা

[গ] ফ্রন্ড

[ঘ] সারসিনেট

সঠিক উত্তর: [গ]

৫৯. Riccia – র স্পোরোফাইটিক দশায় জাইগোট বিভক্ত হয়ে কতটি কোষে পরিণত হয়?

[ক] ৫

[খ] ৬

[গ] ৭

[ঘ] ৮

সঠিক উত্তর: [ঘ]

৬০. স্পোরোফিল ঘন সন্নিবেশিত হয়ে কোনটি গঠন করে?

[ক] মেগাস্পোর

[খ] মাইক্রোস্পোর

[গ] স্ট্রোবিলাস

[ঘ] সোরাস

সঠিক উত্তর: [গ]

৬১. ব্রায়োফাইটের পুংজননাঙ্গকে কী বলে?

[ক] আর্কিগোনিয়াম

[খ] উগ্যামাস

[গ] অ্যান্থেরিডিয়াম

[ঘ] হোমোস্পোরাস

সঠিক উত্তর: [গ]

৬২. Pteris এর একটি স্পোরাঞ্জিয়াম থেকে কতটি স্পোর সৃষ্টি হয়?

[ক] ৮টি

[খ] ১৬টি

[গ] ৩২টি

[ঘ] ৬৪টি

সঠিক উত্তর: [ঘ]

৬৩. ব্রায়োফাইট জাতীয় উদ্ভিদের গণের সংখ্যা কত?

[ক] ৮৫০

[খ] ৮৬০

[গ] ৯৫০

[ঘ] ৯৬০

সঠিক উত্তর: [ঘ]

৬৪. কয়টি শুক্রাণু আর্কিগোনিয়ার উদরে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে?

[ক] ১টি

[খ] ৩টি

[গ] ২টি

[ঘ] ৪টি

সঠিক উত্তর: [ক]

৬৫. অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত কোনটি?

[ক] Bryophyta

[খ] Pteridophyta

[গ] Thallophyta

[ঘ] Bacidophyta

সঠিক উত্তর: [খ]

৬৬. অ্যান্ড্রোসাইট রূপান্তরিত হয়ে কীসে পরিণত হয়?

[ক] ডিম্বাণুতে

[খ] স্পোরে

[গ] শুক্রাণুতে

[ঘ] ফ্লাজেলায়

সঠিক উত্তর: [গ]

৬৭. থ্যালাসের নিচের পৃষ্ঠ থেকে সৃষ্টি হয় –

i. বহুকোষী শল্ক

ii. বহুকোষী রাইজয়েড

iii. এককোষী রাইজয়েড

নিচের কোনটি সঠিক?

[ক]i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [গ]

৬৮. টেরিডোফাইটাতে পানির প্রয়োজন –

i. নিষেকের জন্য

ii. শুক্রাণুর চলনের জন্য

iii. ডিম্বাণুর চলনের জন্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৬৯. মস উদ্ভিদের দেহ –

i. পরিবহণ টিস্যুবিহীন

ii. কান্ড ও পাতায় বিভক্ত

iii. কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ক]

৭০. স্পোরোফাইটের প্রথম কোষ –

[ক] উস্পোর

[খ] জুওস্পোর

[গ] অ্যাপ্লানোস্পোর

[ঘ] সোরাস

সঠিক উত্তর: [ক]

৭১. প্রোথ্যালাসের পুষ্টি গ্রহণকারী অঙ্গ কোনটি?

[ক] রাইজয়েড

[খ] স্পোর

[গ] অ্যানুলাস

[ঘ] আর্কিগোনিয়াম

সঠিক উত্তর: [ক]

৭২. গ্যামেটোফাইট সর্বদা –

i. বহুকোষী স্বতন্ত্র

ii. সবুজ

iii. স্বভোজী ও স্বাবলম্বী

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

সঠিক উত্তর: [ঘ]

HSC জীববিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৬

৭৩. পত্রকসহ ফার্নের সমগ্র পাতাকে কী বলা হয়?

[ক] র্যামেন্টা

[খ] ফ্রন্ড

[গ] পিনা

[ঘ] সারসিনেট

সঠিক উত্তর: [খ]

৭৪. স্পোরোজেনাস টিস্যুর অবস্থান কোথায়?

[ক] বৃন্তের ভেতরে

[খ] পত্রক টিস্যুতে

[গ] ক্যাপসুলের ভেতরে

[ঘ] ক্যাপসুলের প্রাচীরে

সঠিক উত্তর: [গ]

জীববিজ্ঞান প্রথম পত্র: ৬ষ্ঠ অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: অধ্যায়-৭

Leave a Comment