HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮ ~ Exam Cares

১. প্রত্যেক মানুষেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন কেন?

[ক] মানসিক সুস্থতার জন্য

[খ] সমৃদ্ধ জীবনের জন্য

[গ] দীর্ঘজীবনের জন্য

✅ নিরাপদ ও উন্নত জীবনের জন্য

২. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?

✅ সব বয়সিদের

[খ] তরুণ-তরুণীদের

[গ] শিশুদের

[ঘ] কিশোর-কিশোরীদের

৩. মানসিক স্বাস্থ্যের লক্ষণ কোনটি?

✅ দৃঢ় আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্বসম্পন্ন হয়

[খ] প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে পারে না

[গ] অসামাজিক আচরণে লিপ্ত থাকে

[ঘ] উপযোজন ও অভিযোজনে বাধার সম্মুখীন হয়

৪. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির অন্যতম লক্ষণ কোনটি?

[ক] সফলতা

✅ মানসিক তৃপ্তি

[গ] মানসিক শান্তি

[ঘ] হতাশা

৫. কোনটি মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত?

[ক] মানসিক অশান্তি

[খ] হতাশা

✅ মানসিক তৃপ্তি

[ঘ] বিষণ্ধসঢ়;ণতা

৬. মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক?

✅ শারীরিক সুস্থতা

[খ] ধনসম্পদের প্রাচুর্যতা

[গ] সৃজনশীলতা

[ঘ] প্রাতিষ্ঠানিক শিক্ষা

৭. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি প্রতিকূল ও সমস্যাসংকুল পরিবেশে কীভাবে তার কার্যক্রম

চালায়?

[ক] খিটখিটে মেজাজে

[খ] ভীত মনে

✅ দৃঢ় আত্মবিশ্বাসের সাথে

[ঘ] উত্তেজিত হয়ে

৮. মানসিক দিক দিয়ে সুস্থ ব্যক্তির আচরণে কিসের পরিচয় পাওয়া যায়?

[ক] অন্তর্মুখী ব্যক্তিত্বের

✅ খিটখিটে মেজাজের

[গ] উত্তেজিত মেজাজের

[ঘ] আত্মতৃপ্তির

৯. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মেজাজ কীরূপ হয়ে থাকে?

[ক] আত্মবিশ্বাসী

✅ খিটখিটে প্রকৃতির

[গ] আত্মতৃপ্তির অধিকারী

[ঘ] অনুকূল মনোভাব

১০. মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির কাজের মধ্যে কী ধরনের?

[ক] প্রতিকূল মনোভাব

[খ] আগ্রহের অভাব

[গ] হতাশাগ্রস্ততা

✅ যথাযথ আগ্রহ ও অনুকূল মনোভাব

১১. সামাজিক পরিবেশে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আচরণ কীরূপ হয়?

✅ নিজেকে গুটিয়ে রাখে

[খ] আত্মবিশ্বাসী হয়

[গ] আত্মমূল্যায়ন ক্ষমতাসম্পন্ন হয়

[ঘ] নিজেকে সবার সামনে প্রকাশ করে

১২. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ

মানসিক রোগে আক্রান্ত?

[ক] ১৪.২%

✅ ১৬.১%

[গ] ১৮.৫%

[ঘ] ২০.৩%

১৩. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ নিউরোটিক ডিজঅর্ডারে আক্রান্ত?

[ক] ৮.২%

✅ ৮.৪%

[গ] ৮.৮%

[ঘ] ৮-১০%

১৪. ঢাকা বিভাগে পরিচালিত জরিপ অনুযায়ী কত শতাংশ শিশু মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে?

[ক] ১৫.৫%

[খ] ১৬.৮%

✅ ১৮.৪%

[ঘ] ২০.৫%

১৫. মানসিক স্বাস্থ্য ব্যক্তির কী ধরনের ক্ষমতা?

✅ মানসিক

[খ] শারীরিক

[গ] আর্থিক

[ঘ] আবেগীয়

১৬. কোনটির দ্বারা ব্যক্তি সমাজের সাথে সংগতি বিধান করে চলতে পারে?

✅ শারীরিক স্বাস্থ্য

[খ] মানসিক স্বাস্থ্য

[গ] আবেগ

[ঘ] সৃজনশীলতা

১৭. মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি দিক কোনটি?

[ক] শারীরিক স্বাস্থ্য

✅ মানসিক স্বাস্থ্য

[গ] দৃঢ় আত্মবিশ্বাস

[ঘ] আত্মমর্যাদা

১৮. মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও স্বাভাবিকতার প্রভাব বিস্তারকারী বিষয়গুলোকে কী বলা হয়?

[ক] মানসিকতা

✅ মনোভাব

[গ] মানসিক স্বাস্থ্যের উপাদান

[ঘ] মানসিক ক্ষমতা

১৯. ব্যক্তির বংশগত, শারীরিক সামগ্রিক সুস্থতা ও পুষ্টি ব্যবস্থা কিসের অন্তর্ভুক্ত?

[ক] আবেগের

[খ] পরিবেশের

[গ] ব্যক্তিত্বের

✅ দৈহিক স্বাস্থ্যের

২০. বংশগতির নির্ধারক কোনটি?

[ক] সামাজিক পরিবেশ

✅ জিন

[গ] পুষ্টিকর খাদ্য

[ঘ] নিউরোন

২১. শিশুর দৈহিক ও মানসিক সুস্থতা কোন পরিবেশে বিকশিত হয়?

[ক] কৃত্রিম

[খ] পরিচ্ছন্ন

[গ] প্রাকৃতিক

✅ সুষ্ঠু

২২. মানসিক স্বাস্থ্য রক্ষার উপায় কোনটি?

[ক] পুষ্টিকর খাদ্য

[খ] ধর্মীয় শিক্ষা

✅ ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ

[ঘ] পর্যাপ্ত চিত্তবিনোদন

২৩. পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ হবে?

[ক] প্রতিযোগিতাপূর্ণ

✅ বিশ্বাসপূর্ণ

[গ] অসহযোগিতাপূর্ণ

[ঘ] কলহপ্রবণ

২৪. শিশুদের প্রকৃতি কেমন হয়?

[ক] অস্থিতিশীল

[খ] অশান্ত

✅ অনুকরণপ্রিয়

[ঘ] সহানুভূতিহীন

২৫. শিশুর প্রথম সামাজিক পরিবেশ কোনটি?

✅ গৃহ

[খ] বিদ্যালয়

[গ] খেলার মাঠ

[ঘ] ধর্মীয় প্রতিষ্ঠান

২৬. পিতামাতার কোন ধরনের আচরণ শিশুর স্বাধীন আগ্রহ ও ইচ্ছাশক্তি দমন করে?

[ক] আস্থাহীন আচরণ

[খ] উদাসীন আচরণ

✅ অতি রক্ষণশীল আচরণ

[ঘ] অতিমাত্রায় স্বীকৃতিসূচক আচরণ

২৭. পিতামাতার অতি রক্ষণশীল আচরণে শিশুরা কেমন প্রকৃতির হয়?

[ক] সত্যবাদী

✅ পরনির্ভরশীল

[গ] দায়িত্ববান

[ঘ] আবেগী

২৮. পিতামাতার অতিমাত্রায় স্বীকৃতিসূচক মনোভাব শিশুর আচরণে কীরূপ প্রভাব ফেলে?

[ক] দায়িত্ববান করে তোলে

[খ] পরনির্ভরশীল করে তোলে

[গ] ভীতু করে তোলে

✅ স্বার্থপর ও জেদি করে তোলে

২৯. শাকির মা-বাবা সবসময় তাকে শাসনের মধ্যে রাখেন। কোনো কাজ করতে চাইলে বাধা

সৃষ্টি করেন। মা-বাবার এরূপ আচরণ লাকির ওপর কীরুপ প্রভাব ফেলবে?

[ক] স্বার্থপর করে তুলবে

✅ কোধ বৃদ্ধি করবে

[গ] দায়িত্বহীন করবে

[ঘ] নির্ভরশীল করবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রজনন স্বাস্থ্যের প্রয়োজন কেন?

[ক] দীর্ঘ জীবনের জন্য

✅ দেহ ও মনের সুস্থতার জন্য

[গ] সুস্থ সন্তান জন্মদানের জন্য

[ঘ] সুষ্ঠু বিকাশের জন্য

৩১. কোন সময় থেকে নারীর প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা শুরু করা উচিত?

[ক] গর্ভধারণের সময়

✅ ঋতুস্রাবের সময়

[গ] বিবাহের পর

[ঘ] শৈশবকাল থেকে

৩২. পুরুষের ক্ষেত্রে কত বছর পর থেকে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা উচিত?

✅ ১২-১৩ বছর

[খ] ১৪-১৫ বছর

[গ] ১৬-১৭ বছর

[ঘ] ১৭-১৮ বছর

৩৩. বাংলাদেশ প্রজনন স্বাস্থ্য জরিপ অনুযায়ী কত শতাংশ মেয়ের বিয়ে ১৮ বা তার কম বয়সে হয়?

[ক] ৬০

[খ] ৭০

✅ ৮০

[ঘ] ৯০

৩৪. সন্তান জন্মদানের সময় বাংলাদেশে প্রতি লাখে কত জন মায়ের মৃত্যু হয়?

[ক] ১২০ জন

[খ] ২২০ জন

✅ ৩২০ জন

[ঘ] ৪২০ জন

৩৫. বাংলাদেশে যেসব নারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাদের বেশিরভাগের বয়স

কত?

[ক] ১-১২ বছর

✅ ১২-১৯ বছর

[গ] ১৯-২৫ বছর

[ঘ] ২০-৩০ বছর

৩৬.ইউএনএফপি-এর ২০০৫ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ কত শতাংশ নারী প্রজননতন্ত্রের

বিভিন্ন সমস্যায় ভোগে?

[ক] ৩০

[খ] ৪০

✅ ৫০

[ঘ] ৬০

৩৭. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?

[ক] তরুণ-তরুণীদের

[খ] কিশোর-কিশোরীদের

[গ] শিশুদের

✅ সব বয়সিদের

৩৮. মানুষের প্রজনন স্বাস্থ্যজনিত অস্বাভাবিকতা ও রোগ কয় ধরনের হয়?

[ক] দুই

✅ তিন

[গ] চার

[ঘ] পাঁচ

৩৯. কোনটি যৌনবাহিত রোগ?

[ক] হাম

[খ] কলেরা

✅ গনেরিয়া

[ঘ] ক্যান্সার

৪০. মেয়েদের জন্য কত বছরের পূর্বে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?

✅ ২০ বছর

[খ] ২৪ বছর

[গ] ২৮ বছর

[ঘ] ৩০ বছর

৪১. কত বছরের পর গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?

[ক] ২০ বছর

[খ] ২৫ বছর

[গ] ৩০ বছর

✅ ৩৫ বছর

৪২. জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে কোনটি করা উচিত?

[ক] স্বাস্থ্য পরীক্ষা করা

✅ টিকা দেওয়া

[গ] রক্ত পরীক্ষা করা

[ঘ] ইঞ্জেকশন দেওয়া

৪৩. পারুলের ২০ বছর বয়সে বিয়ে হয়। পরের বছরই সে গর্ভধারণ করে। পারুল কোন সমস্যার

সম্মুখীন হতে পারে?

✅ গর্ভপাত

[খ] যৌন রোগে আক্রান্ত

[গ] ক্যান্সারে আক্রান্ত

[ঘ] কৌষ্ঠকাঠিন্য

৪৪. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়েদের কত বছরের পূর্বে গর্ভধারণ করা উচিত নয়?

[ক] ১৭ বছর

[খ] ১৮ বছর

[গ] ১৯ বছর

✅ ৩৫ বছর

৪৫. শিশুর জন্মপূর্ব যত্ন বলতে কী বোঝায়?

[ক] গর্ভস্থ সন্তানের যত্ন

[খ] জন্ম পরবর্তী শিশুর যত্ন

✅ গর্ভবতী মায়ের যত্ন

[ঘ] শিশু গর্ভে আসার মায়ের যত্ন

৪৬. জন্মের পর থেকে কত দিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়?

[ক] ১০ দিন

[খ] ১২ দিন

✅ ১৪ দিন

[ঘ] ১৬ দিন

৪৭. নারীরা সাধারণত কত বছর বয়স পর্যন্ত গর্ভধারণ ও প্রজননে সক্ষম?

[ক] ১৫-৩০ বছর

[খ] ২০-৪০ বছর

[গ] ২০-৪৫ বছর

✅ ১৫-৫৫ বছর

৪৮. মেনোপজের সময় কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

[ক] পারিবারিক

[খ] অর্থনৈতিক

✅ শারীরিক

[ঘ] সামাজিক

৪৯. কোন সময় ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে?

[ক] যৌবনে

[খ] বিয়ের পর

[গ] শৈশবে

✅ বয়ঃসন্ধিকালে

৫০. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য কখন থেকে ছেলেমেয়েদের এ সম্পর্কিত বিধিবিধান মেনে

চলতে হয়?

[ক] শৈশব

[খ] জন্মের পর

✅ বয়ঃসন্ধিকাল

[ঘ] যৌবনকাল

৫১. উপযুক্ত বয়সে গর্ভধারণের ফলে কোনটি ঘটে?

[ক] মায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়

✅ সুস্থ শিশুর জন্ম হয়

[গ] অধিক ওজনের শিশুর জন্ম হয়

[ঘ] কম ওজনের শিশুর জন্ম হয়

৫২. সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের করণীয় কোনটি?

[ক] বাইরে ঘুরতে যাওয়া

[খ] কাজকর্ম থেকে বিরত থাকা

✅ সুষম খাদ্য গ্রহণ

[ঘ] সারাদিন বিশ্রাম নেওয়া

৫৩. আমাদের দেশের অধিকাংশ মা ও শিশু অপুষ্টিতে ভোগে কেন?

[ক] পুষ্টিকর খাদ্যের অভাবে

[খ] বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে

✅ পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাবে

[ঘ] চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে

৫৪. মেনোপজ কী?

[ক] প্রজনন অক্ষমতা

[খ] গর্ভধারণজনিত সমস্যা

✅ স্থায়িভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়া

[ঘ] মাসিকজনিত সমস্যা

৫৫. এইডস এবং এইচআইভি শব্দটি কোন ভাষার শব্দ?

✅ ইংরেজি

[খ] ফারসি

[গ] উর্দু

[ঘ] জার্মানি

৫৬. কোনটি ঘাতক ব্যাধি?

✅ এইডস

[খ] কলেরা

[গ] জন্ডিস

[ঘ] ডায়াবেটিস

৫৭. HIV ভাইরাস মানুষের শরীরের প্রবেশ করলে কোন ক্ষমতা হ্রাস পায়?

[ক] কাজ করার

[খ] চিন্তাচেতনার

✅ রোগ প্রতিরোধের

[ঘ] চলাফেরার

৫৮. কোন দেশের চিকিৎসাবিজ্ঞানী প্রথম এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন?

[ক] জার্মানি

[খ] অস্ট্রেলিয়া

[গ] আফ্রিকা

✅ যুক্তরাষ্ট্র

৫৯. কোন রোগের ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি?

[ক] ম্যালেরিয়া

✅ এইডস

[গ] কলেরা

[ঘ] ডায়রিয়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয় কোনটি?

[ক] ডায়রিয়া

✅ এইডস

[গ] জন্ডিস

[ঘ] যক্ষ্মা

৬১. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগ শনাক্তকরা হয়?

[ক] ১৯৮০ সালে

✅ ১৯৮১ সালে

[গ] ১৯৮২ সালে

[ঘ] ১৯৮৩ সালে

৬২. আফ্রিকায় কোন দশকে এইডসের বিস্তার ঘটে?

[ক] ষাট

✅ সত্তর

[গ] আশি

[ঘ] নববই

৬৩. এইচআইভি পরীক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে বছর কয়বার রক্ত পরীক্ষা করা উচিত?

✅ এক

[খ] দুই

[গ] তিন

[ঘ] চার

৬৪. এইডস প্রতিরোধে ব্লাড ব্যাংকে কাদের রক্ত বিক্রিতে বাধা প্রদান করতে হবে?

[ক] গার্মেন্টসকর্মীদের

✅ বিদেশ থেকে আগত ব্যক্তিদের

[গ] নেশাগ্রস্তদের

[ঘ] রিকশাচালকদের

৬৫. বাংলাদেশ সরকার কত সালে জাতীয় এইডস কমিটি গঠন করে?

[ক] ১৯৮০ সালে

[খ] ১৯৮২ সালে

✅ ১৯৮৫ সালে

[ঘ] ১৯৯০ সালে

৬৬. বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় কত সালে এদেশে এইডস প্রতিরোধ কর্মকান্ড শুরু করে?

[ক] ১৯৮০ সালে

[খ] ১৯৮২ সালে

[গ] ১৯৮৪ সালে

✅ ১৯৮৮ সালে

৬৭. কত সালে এইডস এবং যৌনরোগ বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও অনুমোদন করা হয়?

✅ ১৯৯৭ সালে

[খ] ১৯১৮ সালে

[গ] ১৯৯৯ সালে

[ঘ] ২০০০ সালে

৬৮. কত সালে এইচআইভি বিষয়ক জাতীয় কৌশলগত পরিকল্পনা অনুমোদিত ও গৃহীত হয়?

[ক] ২০০৪ সালে

✅ ২০০৫ সালে

[গ] ২০০৮ সালে

[ঘ] ২০১০ সালে

৬৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?

✅ ২০০২ সালে

[খ] ২০০৪ সালে

[গ] ২০০৮ সালে

[ঘ] ২০০৯ সালে

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৭০. বর্তমানে দেশে কতটি রক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে?

[ক] ৯০টি

[খ] ৯২টি

[গ] ৯৫টি

✅ ৯৮টি

৭১. শফিকের শরীরে অবিরাম জ্বর থাকে। দিন দিন তার শরীরের ওজন হ্রাস পাচ্ছে। শফিকের এরূপ

শারীরিক অবস্থা কোন রোগের লক্ষণ?

[ক] কলেরা

[খ] জন্ডিস

✅ এইডস

[ঘ] ডায়াবেটিস

৭২. কোনটি এইডস রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার অন্তর্ভুক্ত?

[ক] অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার

[খ] পরীক্ষিত জীবাণুমুক্ত রক্ত গ্রহণ

✅ একই সিরিঞ্জ দ্বারা একাধিক ব্যক্তির মাদক গ্রহণ

[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে স্বাভাবিক মেলামেশা

৭৩. কোনটি এইডসের নিম্ন ঝুঁকির শ্রেণিভুক্ত?

[ক] অনিরাপদ যৌন সম্পর্ক

[খ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করা

✅ অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার

[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা

৭৪. এইডস প্রতিরোধে কোন কাজটি থেকে বিরত থাকতে হবে?

[ক] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা

✅ অনিরাপদ যৌন সম্পর্ক

[গ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা

[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে একই পাত্রে খাওয়া

৭৫. এইডস রোগ থেকে রক্ষার অন্যতম উপায় কোনটি?

[ক] চিকিৎসা ব্যবস্থা গ্রহণ

[খ] আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলা

[গ] নিয়মিত ওষুধ গ্রহণ

✅ প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন

৭৬. সজীব মাদকাসক্ত। সন্ধ্যার পর তারা কয়েকজন বন্ধু একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করে। সজীব ও তার বন্ধুরা কোন রোগে আক্রান্ত হতে পারে?

[ক] জন্ডিস

[খ] চর্মরোগ

[গ] ক্যান্সার

✅ এইডস

৭৭. জাতীয় এইডস কমিটি কোন মন্ত্রণালয়ের আওতায় কাজ করে?

✅ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়

[খ] নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

[গ] ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

[ঘ] সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭৮. জাতীয় এইডস কমিটি কোন কাজটি করে থাকে?

[ক] এইডস রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে

[খ] এইডস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে

[গ] এইডস রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করে

✅ এইডস প্রতিরোধ সম্পর্কে পরামর্শ দেয়

৭৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?

[ক] ২০০৩

[খ] ২০০৫

[গ] ২০০৬

✅ ২০০২

৮০. রুমিদের বিশ্ববিদ্যালয়ে এইডস বিষয়ক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা

হয়। এ কার্যক্রমের ফলে কোনটি ঘটবে?

[ক] এইডস রোগীদের আর্থিকভাবে সহায়তা করা যাবে

[খ] এইডস নির্মূল করা যাবে

✅ এইডস বিষয়ে সচেতনতা বাড়বে

[ঘ] এইডসের চিকিৎসাপ্রাপ্তি সহজ হবে

৮১. এইডস আক্রান্তদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হয়?

[ক] আক্রমণাত্মক

[খ] সহানুভূতিশীল

[গ] ইতিবাচক

✅ নেতিবাচক

৮২. কোনো ব্যক্তির সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না; এটি সর্বজনীন মানবাধিকারের কত নং আর্টিকেল?

[ক] ৮

[খ] ৭

[গ] ৬

✅ ৫

৮৩. কী কারণে কিশোর-কিশোরীরা ঝুঁকিপূর্ণ কাজ করে?

[ক] নিজেকে অন্যের চোখে বড় দেখাতে

✅ কৌতূহল ও আবেগের বশবর্তী হয়ে

[গ] বন্ধুদের প্ররোচনায়

[ঘ] অর্থ উপার্জনের জন্য

৮৪. কিশোর-কিশোরীরা আবেগ প্রশমনের জন্য কোনটি করবে?

✅ সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন

[খ] সন্তানদের কড়া শাসনে রাখা

[গ] সন্তানদের অবাধ স্বাধীনতা প্রদান

[ঘ] সন্তানদের ইচ্ছার মূল্য না দেওয়া

৮৫. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে কী করতে হবে?

[ক] নিশ্চুপ থাকতে হবে

[খ] এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে

✅ না বলার দক্ষতা অর্জন করতে হবে

[ঘ] বড়দের সহায়তা গ্রহণ করতে হবে

৮৬. কোনো ধর্ম বা সমাজে অনুমোদন করে না, কোন কাজটি?

✅ মাদকাসক্ত হওয়া

[খ] কম পরিশ্রম করা

[গ] নিরক্ষর থাকা

[ঘ] খেলাধুলা করা

৮৭. আত্মসচেতনতা সৃষ্টি এবং গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

কোনটি?

[ক] প্রশিক্ষণ

✅ র¨vলি

[গ] আলোচনা অনুষ্ঠান

[ঘ] পাঠ্যক্রম

৮৮. এইডস আক্রান্তদের প্রতি আমাদের কেমন ব্যবহার করতে হবে?

✅ স্বাভাবিক ব্যবহার করতে হবে

[খ] তাদেরকে এড়িয়ে চলতে হবে

[গ] উৎসব অনুষ্ঠানে তাদেরকে এড়িয়ে চলতে হবে

[ঘ] তাদের সাথে কঠোর আচরণ করতে হবে

৮৯. এইডসে আক্রান্ত হয়েছে রানার বন্ধু। তার প্রতি রানার অন্য বন্ধুদের আচরণ কেমন হবে?

[ক] তার কথা এলাকার সবাইকে জানাতে হবে

✅ তার চলাফেরার সকল বাধা দূর করতে হবে

[গ] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে

[ঘ] তার সেবাযত্ন থেকে বিরত থাকতে হবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কর্মস্থলে একজন এইডস রোগীর প্রতি আচরণ কীরূপ হবে?

[ক] কর্মস্থল থেকে তাকে বরখাস্ত করতে হবে

✅ স্বাভাবিক সুযোগ-সুবিধা দিতে হবে

[গ] আর্থিক সহায়তা প্রদান করতে হবে

[ঘ] স্বাভাবিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে

৯১. সামাজিক যেকোনো কর্মকান্ড- এইডস রোগীদের অংশগ্রহণ কেমন হবে?

[ক] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে

[খ] তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না

✅ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

[ঘ] অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে

৯২. মানসিক স্বাস্থ্যের সুস্থতার যেসব প্রভাব বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে-

i. শারীরিক

ii. মনস্তাত্ত্বিক

iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৯৩. মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়-

i. আচরণগত স্বাভাবিকতা

ii. আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় কার্যাবলি স্বাভাবিকতা

iii. অভিযোজন সক্ষমতার সার্বিক রূপ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৪. মানুষ তার চাহিদাগুলো সমাজস্বীকৃত পথে পরিতৃপ্ত করতে না পারলে-

i. প্রক্ষোভের সৃষ্টি হয়

ii. ইতিবাচক আবেগীয় অবস্থায়

iii. মানসিক দ্বনে্ধসঢ়;দ্বর সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৫. মানসিক স্বাস্থ্য হলো-

i. মানসিক অপূর্ণতা

ii. সামাজিক বিকাশ

iii. আবেগীয় বিকাশ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৬. মানসিক স্বাস্থ্যের উপাদানের অন্তর্ভুক্ত হলো-

i. দৈহিক স্বাস্থ্যগত পরিবেশ

ii. রাজনৈতিক পরিবেশ

iii. সামাজিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৭. সুষ্ঠু উপযোজন ও মানসিক সুস্থতার সহায়ক হচ্ছে-

i. ব্যক্তির নিজের সম্পর্কে বাস্তব ধারণা পোষণ

ii. রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে বাস্তব ধারণা পোষণ

iii. পরিবেশ সম্পর্কে ব্যক্তির সঠিক ধারণা পোষণ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯৮. মানসিক স্বাস্থ্যসম্পন্ন শিশুর থাকবে-

i. আত্মতৃপ্তি

ii. সামাজিক আগ্রহ

iii. মেধা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৯৯. শিশুর মানসিক সুস্বাস্থ্যের জন্য বাসগৃহ হতে হবে-

i. আলো-বাতাসপূর্ণ স্থানে

ii. শিল্পনগরীতে

iii. আবাসিক এলাকায়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

✅ i ও iii

[ঘ] i, ii ও iii

১০০. গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে তোলে পরিবারের সদস্যদের-

i. কর্মব্যস্ততা

ii. বিশ্বাসযোগ্য সম্পর্ক

iii. ভালোবাসাপূর্ণ সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

Leave a Comment