HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২ ~ Exam Cares

১. ডান ও বাম ডিম্বাশয় হতে প্রতি মাসে একটি করে ডিম্বা নিষ্ক্রান্ত হয়ে কোথায় পতিত হয়?

২. ডিম্বনালির সম্মুখ প্রান্তে যে ছিদ্র থাকে তাকে কী বলে?

৩. প্লাসেটা তৈরিতে অংশগ্রহণ করে কোনটি?

৪. কিসের প্রভাবে ছেলে ও মেয়েদের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যে অনেক পরিবর্তন লক্ষ করা যায়?

৫. বয়ঃবৃদ্ধির সাথে সাথে কিসের ক্ষরণ বৃদ্ধি পায়?

৬. বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের বয়সসীমা কত বছর?

৭. বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের বয়সসীমা কত বছর?

৮. গোনাডোট্রপিক হরমোন কোথা হতে ক্ষরিত হয়?

৯. প্রাইমারি যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের কী পরিবর্তন আসে?

১০. মেয়েদের রজঃচক্র শুরুতে কোন হরমোন সহায়তা করে?

১১. নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে কোন হরমোন?

১২. পুরুষের চেয়ে স্ত্রীলোকের বয়ঃসন্ধি কত বছর আগে হয়?

১৩. কোনটির প্রভাবে টেস্টাস্টেরন হরমোন নিঃসরিত হয়?

১৪. ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেনিয়মে হতে ডিম্বাণু উৎপাদন শুরু হয় কোন হরমোনের প্রভাবে?

১৫. ডিম্বাশয় হতে ডিম্বাণু স্খলিত করা কোন হরমোনের কাজ?

১৬. জাইগোট ক্রোমোজোমের সংখ্যা কত?

১৭. ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু কোথায় প্রবেশ করে?

১৮. একটি শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?

১৯. পুরুষের কতকগুলো শুক্রাণু একবারে স্ত্রী জরায়ুতে প্রবেশ করে?

২০. শুক্রাণুগুলো ডিম্বাণুর ভিতরে প্রবেশের জন্য কোন এনজাইম ক্ষরণ করে?

২১. পুরুষ প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াস একীভূত হয়ে ডিম্বাণুটি কিসে পরিণত হয়?

২২. নিষেক কোথায় সম্পন্ন হয়?

২৩. ফেলোপিয়ান নালিতে অবস্থানরত শুক্রাণু কী নিঃসৃত করে?

২৪. শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করলে লেজের ক্ষেত্রে কী ঘটে?

২৫. শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?

২৬. ডিম্বাণুতে কতটি ক্রোমোসোম থাকে?

২৭. বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে কী ক্ষরণ করে?

২৮. নারীর গর্ভধারণকালে সকালবেলা কী ধরনের অনুভূতি হয়?

২৯. মাসিকের সময় কতদিন অতিক্রম হলে গর্ভসঞ্চারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়?

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. গর্ভফুল থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

✅ HCG হরমোন

[খ] গ্রোথ হরমোন

[গ] ফলিকল স্টিমুলেটিং হরমোন

[ঘ] ল্যুটিনাইজিং হরমোন

৩১. একজন নারীর গর্ভাস্থায় মোট ওজন কত কেজি বৃদ্ধি পেতে পারে?

[ক] ৭

[খ] ৫

✅ ১১

[ঘ] ৯

৩২. গর্ভসঞ্জারের প্রথম তিন মাসে নারীর ওজন কত কেজি বৃদ্ধি পাওয়া উচিত?

[ক] ২

✅ ১

[গ] ৪

[ঘ] ৩

৩৩. গর্ভাবস্থার শেষ তিন মাসে মায়ের ওজন সাধারণত কত কেজি বৃদ্ধি পায়?

✅ ৫

[খ] ৯

[গ] ২

[ঘ] ২.৫

৩৪. গর্ভধারণের পর থেকে কতদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকে?

✅ সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত

[খ] ফিটাস বিকাশের পর্যায় পর্যন্ত

[গ] ৯ মাস

[ঘ] ৩ মাস

৩৫. গর্ভসঞ্জারের পর থেকে সন্তান প্রসবের পূর্বক্ষণ পর্যন্ত সময়কে কী বলে?

[ক] বিকাশকাল

[খ] ভ্রূণকাল

[গ] অংকুরিতকাল

✅ গর্ভকাল

৩৬. অংকুরিতকালের সময়সীমা কত সপ্তাহ?

✅ ২

[খ] ১

[গ] ৪

[ঘ] ৩

৩৭. ভ্রুণকাল কত দিন স্থায়ী হয়?

[ক] ১ মাস

[খ] ২ সপ্তাহ

✅ ২ মাস

[ঘ] দেড় মাস

৩৮. জাইগোটের কোষ বিভাজন প্রথমে কোন প্রক্রিয়ায় হয়?

[ক] মিয়োসিস

[খ] ম্যাক্রোমিয়ার

✅ মাইটোসিস

[ঘ] মাইক্রোমিয়ার

৩৯. জাইগোট মরুলায় পরিণত হয় কীভাবে?

[ক] নির্দিষ্ট সময় পরে

[খ] দ্রুত বেড়ে উঠে

[গ] পরিপক্ক হয়ে

✅ দ্রুত কোষ বিভক্ত হয়ে

৪০. ট্রফোব্লাস্ট কী?

[ক] মরুলা স্তর

[খ] ইমপ্লান্টেশন স্তর

[গ] গ্যাস্টুলা স্তর

✅ ব্লাস্টোমিয়ার স্তর

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৪১. প্রাথমিক দশায় কার সাহায্যে ব্লাস্টোসিস্ট কোষ এবং জরায়ুতে মাতৃরত্তের পুষ্টি, অক্সিজেন ও রেচন পদার্থের বিনিময় ঘটে?

[ক] গ্লাইকোজেন

[খ] এন্ডোমেট্রিয়াম

[গ] কোরিওনিক স্তর

✅ কোরিওনিক ভিলাই

৪২. ভ্রুণস্তরের কোন স্তর থেকে পেশি ও প্রজননতন্ত্র গঠিত হয়?

✅ মেসোডার্ম

[খ] এন্ডোডার্ম

[গ] এক্টোডার্ম

[ঘ] এন্ডোমেট্রিয়াম

৪৩. অমরা বা গর্ভফুল তৈরি হয় কোন কোষ থেকে?

✅ ট্রফোব্লাস্ট

[খ] এন্ডোডার্ম

[গ] এক্টোডার্ম

[ঘ] এন্ডোমেট্রিয়াম

৪৪. মায়ের রক্তস্রোত থেকে ভ্রূণের দেহে পুষ্টি দ্রব্য সরবরাহ হয় কোনটির মাধ্যমে?

[ক] এন্ডোডার্ম

[খ] মেসোডার্ম

✅ অমরা

[ঘ] নাভিরজ্জু

৪৫. ডিপথেরিয়া, হাম, বসন্ত প্রভৃতির জন্য উৎপন্ন এন্টিবডি মাতৃদেহ থেকে কিসের মাধ্যমে ভ্রূণের দেহে প্রবেশ করে?

✅ প্লাসেন্টা

[খ] ট্রফোরাস্ট

[গ] এক্টোডার্ম

[ঘ] এন্ডোমেট্রিয়াম

৪৬. মানব ভ্রুণ কতটি ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে?

[ক] ৪

✅ ৩

[গ] ২

[ঘ] ১

৪৭. জাইগোট সৃষ্টি হওয়া থেকে জরায়ুতে স্থানান্তরিত হওয়া পর্যন্ত সময়কে কী বলে?

[ক] ভ্রূণ বিকাশকাল

[খ] ভ্রুণকাল

✅ অংকুরিতকাল

[ঘ] ভ্রুণ সমাপ্তিকাল

৪৮. বিভাজনের মাধ্যমে নিষিক্ত ডিম্বাণু কিসে পরিণত হয়?

[ক] ব্লাস্টুলা

[খ] গ্যাস্টলা

[গ] ভ্রূণ

✅ মরুলা

৪৯. ব্লাস্টোসিস্ট জরায়ুতে পৌঁছে কোন কোষের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে?

✅ ট্রফোব্লাস্টস্থিত কোষ

[খ] এন্ডোমেট্রিয়ামের কোষ্

[গ] ব্লাস্টোসিস্টের কোষ

[ঘ] জরায়ুর কোষ

৫০. নিষিক্ত হওয়ার কতদিন পর ভ্রূণাণুটি জরায়ুর গায়ে সংশোধিত হয়ে গেঁথে যায়?

✅ ১০

[খ] ৭

[গ] ৫

[ঘ] ৩

৫১. দেহের ত্বক, নখ, দাঁত, চুল, চামড়া ও স্নায়বিক গ্রন্থিসমূহ তৈরি হয় ভ্রূণের কোন স্তর থেকে?

[ক] মধ্যস্তর

[খ] অধঃস্তর

✅ বহিঃস্তর

[ঘ] প্রথমস্তর

৫২. ট্রফোব্লাস্ট থেকে সৃষ্ট তৃতীয় পর্দার নাম কী?

[ক] অ্যামনিয়ন

[খ] কোরিয়ন

[গ] অ্যাম্বিলিকাল কার্ড

✅ ক্যাপসুলারিস

৫৩. লোম ও চুল গজাতে শুরু করে শিশুর কততম মাসে?

[ক] ৪র্থ

[খ] ৩য়

[গ] ৬ষ্ঠ

✅ ৫ম

৫৪. গর্ভকালীন বিকাশ কয়টি পর্যায়ে সম্পূর্ণ হয়?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৫৫. জাইগোট সৃষ্টির মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে কী বলে?

✅ অঙ্কুরিত কাল

[খ] ভ্রুণকাল

[গ] ভ্রুণ সমাপ্ত কাল

[ঘ] গর্ভকালীন সময়

৫৬. জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় প্রথমে কয়টি নতুন কোষে বিভক্ত হয়?

✅ দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৫৭. ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের পর কত ঘণ্টার মধ্যে প্রথম কোষ বিভক্তি অনুষ্ঠিত হয়?

[ক] ২৪ ঘণ্টা

[খ] ২৮ ঘণ্টা

[গ] ৩২ ঘণ্টা

✅ ৩৬ ঘণ্টা

৫৮. জাইগোট দ্রুত বিভক্ত হয়ে কোন কোষপুঞ্জে পরিণত হয়?

✅ মরুলা

[খ] ব্লাস্টুলা

[গ] ইমপ্লান্টেশন

[ঘ] ট্রফোব¬াস্ট

৫৯. ব্লাস্টোসিস্টে কতকগুলো কোষ থাকে?

[ক] প্রায় ৫০টি

[খ] প্রায় ৭৫টি

[গ] প্রায় ৮০টি

✅ প্রায় ১০০টি

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. ইমপ্লান্টেশনের পর ট্রফোব্লাস্ট কোষগুলো কয়টি স্তরে ভাগ হয়?

✅ দুটি

[খ] তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৬১. ভূণকাল বা ভ্রুণ বিকাশ পর্যায়-

[ক] ১ সপ্তাহ থেকে ১ মাস

✅ ২ সপ্তাহ থেকে ২ মাস

[গ] ৩ সপ্তাহ থেকে ৩ মাস

[ঘ] ৩ সপ্তাহ থেকে ৪ মাস

৬২. ভূণের বহিঃস্তর কোনটি?

✅ করোটিক স্নায়ু

[খ] রেচনতন্ত্র

[গ] প্রজননতন্ত্র

[ঘ] শ্বসনতন্ত্র

৬৩. ভূণের মধ্যস্তরের নাম কী?

[ক] শ্বসনতন্ত্র

[খ] আবরণী কলা

✅ রেচনতন্ত্র

[ঘ] যকৃৎ

৬৪. ভূণের অন্তঃস্তরের নাম কী?

✅ শ্বসনতন্ত্র

[খ] রেচন তন্ত্র

[গ] যোজক কলা

[ঘ] আবরণী কলা

৬৫. পূর্ণ গঠিত গ্লাসেন্টার ওজন হয়-

[ক] প্রায় ২০০ গ্রাম

[খ] প্রায় ৩০০ গ্রাম

[গ] প্রায় ৫০০ গ্রাম

✅ প্রায় ৬০০ গ্রাম

৬৬. ভূণ নাভিরজ্জুর সাহায্যে কোথা থেকে পুষ্টি লাভ করে?

✅ প্লাসেন্টা

[খ] এপিডার্মিস

[গ] অ্যামনিওন

[ঘ] কোরিওন

৬৭. নাভিরজ্জু কত সে.মি লম্বা হয়?

[ক] ২০ সে.মি

[খ] ৩০ সে.মি

✅ ৪০ সে.মি

[ঘ] ৫০ সে.মি

৬৮. কোনটিকে ভ্রূণের জীবনপথ বলে?

✅ নাভিরজ্জুকে

[খ] রেচনতন্ত্রকে

[গ] যকৃৎকে

[ঘ] প্রজননতন্ত্রকে

৬৯. মানবভ্রুণ কয়টি ঝিল্লি দ্বারা বেষ্টিত থাকে?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৭০. অ্যামনিওটিক ফ্লুইডের কাজ কী?

✅ ভূণকে শুষ্কতা থেকে রক্ষা করা

[খ] ভ্ৰ~ণকে রেচনে সাহায্য করা

[গ] ভ্রূণকে শ্বসনে সাহায্য করা

[ঘ] ভ্রূণকে লম্বা হতে সাহায্য করা

৭১. ভ্রূণের সর্ববহিঃস্থ আবরণী কলার নাম কী?

[ক] অ্যালানটয়েস

✅ কোরিওন

[গ] অ্যামনিওটিক

[ঘ] সেসোডাম

৭২. দ্বিতীয় মাসে ভ্রূণ কতটুকু লম্বা হয়?

[ক] ২.৮ সে.মি

[খ] ৩.৮ সে.মি

[গ] ৪.৮ সে.মি

✅ ৫.৮ সে.মি

৭৩. তৃতীয় মাসে ভ্রূণের ওজন কত হয়?

✅ ১ আউন্স

[খ] ২ আউন্স

[গ] ৩ আউন্স

[ঘ] ৪ আউন্স

৭৪. ভ্রূণের আঙুল ও নখ গঠিত হয় কোন মাসে?

[ক] ২য় মাসে

[খ] ৩য় মাসে

✅ ৪র্থ মাসে

[ঘ] ৫ মাসে

৭৫. কত মাসে ভ্রূণের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয়?

[ক] ৪র্থ মাসে

✅ ৫ম মাসে

[গ] ৬ষ্ঠ মাসে

[ঘ] ৭ম মাসে

৭৬. মাতৃগর্ভে কত মাসে ভ্রূণ চোখের পাতা খুলতে ও বন্ধ করতে পারে?

[ক] ৪র্থ মাসে

[খ] ৫ম মাসে

✅ ষষ্ঠ মাসে

[ঘ] ৭ম মাসে

৭৭. কত মাস সময়ে ভ্রূণের মসিত্মষ্কের বৃদ্ধির সাথে সাথে দৈহিক কার্যকলাপও দ্রুতহারে বৃদ্ধি পায়?

[ক] ৫ম মাসে

[খ] ৬ষ্ঠ মাসে

✅ ৭ম মাসে

[ঘ] ৮ম মাসে

৭৮. মাতৃগর্ভে কত মাসে শিশু পর্যাপ্ত পরিপক্বতা লাভ করে?

[ক] ৫ মাসে

[খ] ৬ মাসে

[গ] ৭ মাসে

✅ ৮ মাসে

৭৯. কত মাসে সন্তান ভূমিষ্ঠ হয়?

[ক] ৭ মাসে

[খ] ৬ মাসে

[গ] ৮ মাসে

✅ ৯ মাসে

৮০. ভ্রূণ বিকাশের কয়টি পর্যায় রয়েছে?

[ক] ২টি

✅ ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

৮১. কোনটির অভাবে ভ্রূণ জরায়ুতে প্রোথিত হতে পারে না?

✅ হরমোনের

[খ] শ্বেতসারের

[গ] জাইগোটের

[ঘ] প্রোটিনের

৮২. গর্ভধারণের কয়টি পর্যায়ে জন্ম বিপত্তি দেখা দেয়?

[ক] দুটি

✅ তিনটি

[গ] চারটি

[ঘ] পাঁচটি

৮৩. এপ্টোপিক প্রেগন্যান্সি কী?

[ক] জাইগোটে হরমোনের বিশেষ অভাব হওয়া

[খ] ডিম্বাণুর ফেলোপিয়ান টিউবে আটকে যাওয়া

✅ জাইগোট ফেলোপিয়ান টিউবে আটকে যাওয়া

[ঘ] শুক্রাণুর ফেলোপিয়ান টিউবে আটকে যাওয়া

৮৪. ভ্রূণে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস-বৃদ্ধির ফলে শিশুর উপর কী প্রভাব পড়ে?

✅ প্রতিবন্ধী হতে পারে

[খ] গর্ভপাত হতে পারে

[গ] জীবন বিপন্ন হতে পারে

[ঘ] রক্তক্ষরণ হতে পারে

৮৫. ক্রোমোজোমের মধ্যে জিন থাকে কতটি?

[ক] ১০,০০০০০

[খ] ১,০০,০০০

✅ অসংখ্য

[ঘ] ১,০০০০০০০

৮৬. বংশগতির ধারক ও বাহক কোনটি?

[ক] প্লাসেন্টা

[খ] ভ্রুণ

[গ] ক্রোমোজোম

✅ জিন

৮৭. নারীর ডিম্বকোষে কোন ক্রোমোজোম থাকে?

✅ xx

[খ] xy

[গ] yy

[ঘ] rx

৮৮. বংশগতির ধারক ও বাহক হচ্ছে-

[ক] হরমোন

✅ জিন

[গ] প্রোটিন

[ঘ] ভ্রূণ

৮৯. জাইগোট সৃষ্টির সময় ক্রোমোসোমের সংখ্যা থাকে-

[ক] ২৩ জোড়া

[খ] ৩৬ জোড়া

[গ] ৪২ জোড়া

✅ ৪৬ জোড়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোসোম থাকে?

[ক] ১৩ জোড়া

[খ] ১৭ জোড়া

[গ] ১৯ জোড়া

✅ ২৩ জোড়া

৯১. মানবদেহে ২৩ জোড়া ক্রোমোসোমের মধ্যে কত জোড়া দেহ গঠনকারী ক্রোমোসোম?

[ক] ১৩ জোড়া

[খ] ১৮ জোড়া

[গ] ২০ জোড়া

✅ ২২ জোড়া

৯২. নারীর ডিম্বকোষে থাকে-

[ক] xy ক্রোমোসোম

✅ xx ক্রোমোসোম

[গ] yy ক্রোমোসোম

[ঘ] yx ক্রোমোসোম

৯৩. পুরুষের ডিম্বকোষে থাকে-

✅ xy ক্রোমোসোম

[খ] xx ক্রোমোসোম

[গ] yy ক্রোমোসোম

[ঘ] yx ক্রোমোসোম

৯৪. কোন ক্রোমোসোম দ্বারা মেয়ে শিশুর জন্ম হয়?

[ক] xy ক্রোমোসোম

[খ] yx ক্রোমোসোম

✅ xx ক্রোমোসোম

[ঘ] yy ক্রোমোসোম

৯৫. কোন ক্রোমোসোম দ্বারা ছেলে শিশুর জন্ম হয়?

✅ xy ক্রোমোসোম

[খ] yy ক্রোমোসোম

[গ] xx ক্রোমোসোম

[ঘ] yx ক্রোমোসোম

৯৬. মাতৃগর্ভে শিশু কয় সপ্তাহ অবস্থান করে?

[ক] ২০ সপ্তাহ

[খ] ২৫ সপ্তাহ

[গ] ৩০ সপ্তাহ

✅ ৪০ সপ্তাহ

৯৭. গর্ভকালীন পারিপার্শ্বিক প্রভাবকে কয় ভাগে ভাগ করা যায়?

✅ দুই ভাগে

[খ] তিন ভাগে

[গ] চার ভাগে

[ঘ] পাঁচ ভাগে

৯৮. কিসের অভাবে গর্ভকালীন শিশুর দৈহিক গঠন ব্যাহত হয়?

[ক] প্রোটিনের

✅ ভিটামিনের

[গ] শর্করার

[ঘ] স্নেহের

৯৯. গর্ভকালীন শিশুর স্বাভাবিক রক্তচাপ কত?

✅ ১২০/৮০ মি. মি. অফ মারকারি

[খ] ১১০/৮০ মি. মি. অফ মারকারি

[গ] ১৩০/৮০ মি. মি. অফ মারকারি

[ঘ] ১৪০/৮০ মি. মি. অফ মারকারি

১০০. গর্ভাবস্থায় কোন ওষুধ সেবন করলে শিশু শ্রবণ প্রতিবন্ধী হতে পারে?

[ক] টেট্রসাইক্লিন

[খ] কুইনিন

✅ স্ট্রেপটোমাইসিন

[ঘ] নাপা

Leave a Comment