১. গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কী?
২. সম্পদের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
৩. সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কী বলে?
৪. সুষ্ঠু গৃহ পরিচালনায় সর্বাধিক প্রয়োজন কোনটি?
৫. টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জনকে কোন আয় বলে?
৬. আর্থিক আয় বলতে কোনটি বোঝায়?
৭. ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কী বলে?
৮. বাজেটের প্রধান খাত কোনটি?
৯. আয়-ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেট কোনটি?
১০. জিনিসের মূল্য কখন বাড়ে?
১১. সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়-
i. বিকল্প সম্পদ ব্যবহার করে
ii. সম্পদের বহুবিধ ব্যবহার করে
iii. সম্পদের রূপান্তর করে
১২. সম্পদের বহুবিধ ব্যবহারে খাবার টেবিলকে ব্যবহার করা যায়-
i. পড়াশোনা করতে
ii. ঘুমানোর কাজে
iii. আলোচনা করতে
১৩. সম্পদ পরিচালনার মাধ্যমে-
i. লক্ষ্য অর্জিত হয়
ii. অর্থনৈতিক উন্নয়ন হয়
iii. অভাব মোকাবিলা করা যায়
১৪. পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত আর্থিক আয়-
i. নির্দিষ্ট সময়ের জন্য অর্জিত হয়
ii. সময়ের সঙ্গে বদলায়
iii. কম মূল্যবান হয়
১৫. অর্থনৈতিক সম্পদন্ড
i. হস্তান্তরযোগ্য
ii. পরিমাপ সাপেক্ষ
iii. সহজলভ্য
১৬. বাজেট করার সুবিধা হলো-
i. দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা যায়
ii. সঞ্চয়ের অভ্যাস হয়
iii. ব্যক্তির পছন্দ সীমাবদ্ধ হয়ে যায়
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
শাহানা টাকার বিনিময় ছাড়া পরিবারের জন্য সরাসরি আয় করেন। তিনি এই আয়ের মাধ্যমে পরিবারকে সেবা প্রদান করেন।
১৭. শাহানা কোন ধরনের আয় করেন?
১৮. শাহানা তার পরিবারকে সেবা প্রদান করেন-
i. বাগানের শাকসবজি উৎপাদন করে
ii. দোকানের চাল ক্রয় করে
iii. বাড়িতে সেলাই করে
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস শারমিন সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করেন। ফলে সীমিত আয়েও পরিবারের সদস্যদের চাহিদা পূরণ এবং সন্তুষ্টি অর্জন করতে পারেন।
১৯. শারমিন পরিবারের সদস্যদের সন্তুষ্টি অর্জন করতে পারেন কিসের মাধ্যমে?
২০. শারমিন উক্ত প্রক্রিয়ার মাধ্যমে-
i. অর্থের অপচয় রোধ করেন
ii. সচ্ছলতা আনয়ন করেন
iii. সঞ্চয় করতে পারেন
২১. একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ কী?
২২. অর্থব্যবস্থাপনা বলতে বোঝায়?
২৩. মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাকে বলা হয়-
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মিতা তার সীমিত আয় দ্বারা সবার চাহিদা পূরণ করার চেষ্টা করে। সে অফিস থেকে ফিরে সংসারের কাজ করে। ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেয়। পরিবারের সবাই তার প্রতি খুশি।
২৪. মিতা সবার চাহিদা কীভাবে পূরণ করার চেষ্টা করে?
২৫. অনুচ্ছেদে মিতা তার ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেওয়ার যথাযথ কারণ যেটি-
i. আর্থিক আয় বৃদ্ধি করা
ii. প্রত্যক্ষ প্রকৃত আয় বৃদ্ধি করা
iii. অপ্রত্যক্ষ প্রকৃত আয় বৃদ্ধি করা
২৬. ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
২৭. কোনটির বিনিময় মূল্য আছে?
২৮. সীমাবদ্ধতা সর্বজনীন, যার সাথে সাদৃশ্যপূর্ণ-
২৯. পরিবার সচেতন হলে কোন আয় বৃদ্ধি করতে পারে?
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
[ক] ৩
[খ] ৪
✅ ৫
[ঘ] ৬
৩১.বাতাস কী ধরনের সম্পদ?
[ক] অর্থনৈতিক
✅ অ-অর্থনৈতিক
[গ] সামাজিক
[ঘ] ব্যক্তিগত
৩২. সম্পদ কখন কাজে আসে?
[ক] উপযোগ থাকলে
✅ আয়ত্তাধীন হলে
[গ] পরিবর্তন করলে
[ঘ] বহুবিধ ব্যবহার করলে
৩৩. যেসব বিষয়ের ওপর সম্পদের উপযোগিতা নির্ভর করে-
i. স্থান
ii. সময়
iii. খাদ্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. খাদ্যের উপযোগ কখন বাড়ে?
✅ ক্ষুধা পেলে
[খ] মূল্য বাড়লে
[গ] উৎপাদন বেশি হলে
[ঘ] মৌসুম হলে
৩৫. কী ধরনের সম্পদ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?
✅ কাছাকাছি গুণসম্পন্ন
[খ] বিবিধ ব্যবহার
[গ] দামি সম্পদ
[ঘ] আকর্ষণীয় সম্পদ
৩৬. সম্পদ পরিচালনার মাধ্যমে অর্জিত হয়-
i. লক্ষ্য
ii. উন্নয়ন
iii. তৃপ্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭. কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
[ক] শক্তি
[খ] দক্ষতা
✅ সামাজিক সুবিধা
[ঘ] সময়
৩৮. বাড়িতে উৎপাদিত শাকসবজি কী ধরনের আয়?
[ক] আর্থিক
✅ প্রকৃত
[গ] মনস্তাত্ত্বিক
[ঘ] গুণগত
৩৯. বাজেট কত ধরনের হয়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৪০. তমা প্রতি মাসেই অনেক কেনাকাটা করে। ফলে মাস শেষে তার সংসার চালানো কষ্ট হয়। এক্ষেত্রে মিতার করণীয় কী?
[ক] দক্ষতা বৃদ্ধি করা
✅ বাজেট করে চলা
[গ] প্রকৃত আয় বাড়ানো
[ঘ] আয়ের উৎস সৃষ্টি
৪১. মেহেরুন বাজেট করে চলে। কিন্তু এতে পরিবারের সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। মেহেরুন তার পরিবারকে বাজেটের বিষয়ে কিছু পরামর্শ দেয়। এক্ষেত্রে মেহেরুনের পরামর্শ হতে পারে যেটি-
i. আয় বুঝে ব্যয় করা
ii. ক্রয়ে সুঅভ্যাস গঠন করা
iii. পছন্দকে সীমাবদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
মণি সীমিত আয়ের মধ্যে বাজেট করে সংসার চালায়। কিছুদিন আগে সে একটি জমি ক্রয় করেছে। বাজেট করার সময় সে অনেক বিষয় বিবেচনা করে। ফলে পরিবারের সবাই সন্তুষ্ট।
৪২. মণি কী ধরনের বাজেট করেছে?
✅ সুষম
[খ] ঘাটতি
[গ] উদ্বৃত্ত
[ঘ] প্রকৃত
৪৩. মণির প্রতি পরিবারের সবার সন্তুষ্টির কারণ-
i. আয়ের সাথে ব্যয়ের সমতা রক্ষা করে
ii. সবার চাহিদা ও মতামতের দিকে লক্ষ রাখে
iii. বাজেটে অধিক সঞ্চয় রাখে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৪. বাজেটের শতকরা কত ভাগ খাদ্য খাতে দেওয়া উচিত?
[ক] ২০-২৫%
✅ ৩০-৩৫%
গ ৪০-৪৫%
[ঘ] ৪৫-৫০%
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
রহিমার দুই ছেলে ৫ম ও ৮ম শ্রেণিতে পড়ে। গ্রামে নিজ বাড়িতে বসবাস করায় তার বাড়ি থেকেও কিছু আয় হয়।
৪৫. রহিমার বাজেটে শিক্ষাক্ষেত্রে ব্যয় কড থাকা আবশ্যক?
✅ ২০-২৫%
[খ] ৩০-৩৫%
[গ] ৩৫-৪০%
[ঘ] ৪০-৪৫%
৪৬. রহিমার বাজেটে বাসস্থানের ব্যয় কত ধরা অধিক যুক্তিসংগত?
✅ ৭-১০%
[খ] ১৫-২০%
[গ] ২৫-৩০%
[ঘ] ২০-২৫%
৪৭. বাজেট হলো-
i. অর্থ ব্যয়ের নির্দেশিকা
ii. লক্ষ্য অর্জনের হাতিয়ার
iii. অনেক সম্পদ সৃষ্টির হাতিয়ার
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৮. একটি সম্পদের চাহিদা যখন বৃদ্ধি পায়, তার উপযোগিতার কী ঘটে?
[ক] কমতে থাকে
✅ বাড়াতে থাকে
[গ] স্থিতিশীল থাকে
[ঘ] শেষ হয়
৪৯. মূল্যহ্রাস থেকে শাড়ি ক্রয় কোন ধরনের আয়?
[ক] আর্থিক
✅ প্রকৃত
[গ] মানসিক
[ঘ] মোট
৫০. কোনটি মানবীয় সম্পদ?
✅ দক্ষতা
[খ] অর্থ
[গ] জমি
[ঘ] অলংকার
৫১. বাজেট কথাটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] ইতালীয়
✅ ফরাসি
[গ] ল্যাটিন
[ঘ] উর্দু
৫২. সোনার খ- হতে অলংকার তৈরি সম্পদের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়?
[ক] বিকল্প ব্যবহার
[খ] সৃষ্টি
[গ] বিনিময়
✅ রূপান্তরযোগ্য
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও:
রুনা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার স্বামী ব্যবসায়ী। দুই সন্তান নিয়ে তারা বাস করেন। প্রতিমাসেই আয় ভালো হওয়ার পরও সংসারের খরচ চালাতে তাদের অর্থ ধার করতে হয়।
৫৩. কিসের অভাবে রুনার পরিবারে অর্থ সংকট পরিলক্ষিত হয়?
[ক] পরিকল্পনা
[খ] বিনিয়োগ
[গ] মূল্যায়ন
✅ বাজেট
৫৪. রুনার সমস্যা সমাধানে করণীয়-
i. বেশি করে সঞ্চয় করা
ii. সামর্থ্য অনুযায়ী ব্যয় করা
iii. অর্থের অপচয় রোধ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬নং প্রশ্নের উত্তর দাও :
ডাকপিয়ন মফিজ খুব কষ্টে সংসার চালায়। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে। সে প্রাইজবন্ড ভেঙে একটি সেলাই মেশিন কেনে এবং নিজেই সন্তানদের পোশাক তৈরি করে। তার তৈরি পোশাক এখন বাজারেও বিক্রি হয়।
৫৫. মফিজের আয় কোন ধরনের?
[ক] প্রকৃত
[খ] মানসিক
✅ আর্থিক
[ঘ] মোট
৫৬. তার স্ত্রীর আয় বৃদ্ধির কৌশল-
i. গৃহস্থালি শ্রম দ্বারা
ii. গৃহস্থালি মূলধন ব্যবহারে
iii. সঞ্জয়কে উৎপাদনমুখী করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৭. বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম হলে তাকে কী বলে?
[ক] সুষম বাজেট
✅ উদ্বৃত্ত বাজেট
[গ] ঘাটতি বাজেট
[ঘ] জটিল বাজেট
৫৮. বিদ্যা কোন ধরনের সম্পদ?
[ক] অমানবীয় সম্পদ
✅ ব্যক্তিগত সম্পদ
[গ] পরিবেশগত সম্পদ
[ঘ] প্রাকৃতিক সম্পদ
৫৯. ক্লান্তিকে কত ভাগে ভাগ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. সময় ও শক্তির ব্যবহারকে প্রভাবিত করে
✅ গৃহ জীবনযাত্রার মান
[খ] মূল্যবোধ
[গ] লক্ষ্য
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ
৬১. কাজ সহজ হয় কখন?
[ক] সঠিক ব্যবস্থাপনার দ্বারা
✅ সঠিক দেহভঙ্গি দ্বারা
[গ] সঠিক কর্মতালিকা দ্বারা
[ঘ] সঠিক সরঞ্জাম দ্বারা
৬২. অর্থ পরিকল্পনার প্রধান কৌশল কোনটি?
✅ বাজেট
[খ] ক্রয় পরিকল্পনা
[গ] বিক্রয় পরিকল্পনা
[ঘ] যৌথ পরিকল্পনা
৬৩. বাগানের ফুলকে ঘরে তুলে এনে সাজালে এর উপযোগিতা বাড়ে। একে কী বলে?
[ক] Form Utility
[খ] Time Utility
✅ Place Utility
[ঘ] Demand Utility
৬৪. আর্থিক আয় ও প্রকৃত আয় যোগ করে হিসাব করা হয় কোনটি?
[ক] মানসিক আয়
✅ মোট আয়
[গ] প্রকৃত আয়
[ঘ] পরোক্ষ আয়
৬৫. অর্থব্যবস্থাপনা বলতে বোঝায়-
[ক] আয় বুঝে ব্যয় করা
✅ বাজেট তৈরি করে চলা
[গ] খরচের হিসাব রাখা
[ঘ] আয়-ব্যয়ের সমতা রক্ষা করা
৬৬. যে সম্পদ থেকে মানসিক তৃপ্তি পাওয়া যায়, তাকে কী বলে?
✅ মনস্তাত্ত্বিক সম্পদ
[খ] মানবীয় সম্পদ
[গ] অমানবীয় সম্পদ
[ঘ] অর্থনৈতিক সম্পদ
৬৭. যে বাজেটে আয়ের তুলনায় ব্যয় কম হয় তাকে কোন বাজেট বলে?
[ক] সুষম বাজেট
✅ উদ্বৃত্ত বাজেট
[গ] ঘাটতি বাজেট
[ঘ] পারিবারিক বাজেট
৬৮. যেকোনো ভারি কাজে কোনটি অধিক ব্যয় হয়?
✅ শক্তি
[খ] সময়
[গ] মেধা
[ঘ] অর্থ
৬৯.চাহিদা মেটানোর ক্ষমতাকে কী বলে?
[ক] যোগান
✅ উপযোগিতা
[গ] ছন্দ
[ঘ] সমানুপাত
৭০. মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাকে কী বলা হয়?
[ক] সীমাবদ্ধতা
✅ উপযোগ
[গ] বিনিময়
[ঘ] হস্তান্তর
৭১. ব্যয় করার পূর্বে পরিকল্পনাকে কী বলে?
[ক] হিসাব
✅ বাজেট
[গ] বিনিয়োগ
[ঘ] বিমা
৭২. পারিবারিক আয় হলো-
i. নির্দিষ্ট সময়ে বিভিন্নভাবে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত অর্থ বা ক্রয়ক্ষমতা
ii. যা শুধু অর্থের মাধ্যমে অর্জিত
iii. অর্থ, সেবাকর্ম, দ্রব্যসামগ্রী ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়-
i. বিকল্প সম্পদ ব্যবহার করে
ii. সম্পদের বহুবিধ ব্যবহার করে
iii. সম্পদের রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৭৪. পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মগুলো হলো-
i. ছেলেমেয়েদের পড়ানো
ii. গৃহের কাজকর্ম
iii. ঘরবাড়ি নির্মাণ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও:
মি. সোবাহান ২০১০ সালের জানুয়ারি মাস থেকে বাজেট করে তার সংসারের খরচ করেন। তার মাসিক বাজেট ৪০,০০০ টাকা। সদস্য সংখ্যা ৫ জন। প্রতিমাসে ২% সঞ্চয় করেন। ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনার শিকার হওয়ায় চিকিৎসা বাবদ ৮০,০০০ টাকা ব্যয় হয় এবং তিনি অন্যের নিকট অর্থ সাহায্য নেন।
৭৫. মি. সোবাহানের খাদ্য খাতে সর্বোচ্চ মাসিক বাবদ কত ব্যয় হওয়া উচিত?
[ক] ৮,০০০
✅ ১৪,০০০
[গ] ২০,০০০দ
[ঘ] ১৮,০০০
৭৬. উদ্ভূত সমস্যায় তাকে অন্যের নিকট অর্থ সাহায্য গ্রহণ করতে হতো না। যদি তিনি-
i. বাজেটে সঞ্চয় খাতে ৫% বরাদ্দ রাখতেন
ii. প্রকৃত আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতেন
iii. গ্রাচুইটি ফান্ড থেকে টাকা উত্তোলন করতেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস স্বর্ণালী তার সীমিত আয় দ্বারা সকলের চাহিদা পূরণ করার চেষ্টা করে। সে অফিস থেকে ফিরে সংসারের কাজ করে। ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেয়।
৭৭. মিসেস স্বর্ণালী সকলের চাহিদা কীভাবে পূরণ করার চেষ্টা করে?
✅ বাজেট তৈরি করে
[খ] সকলের জন্য রান্না করে
[গ] সকলের কাজে সহযোগিতা করে
[ঘ] আয় বৃদ্ধির ব্যবস্থা করে
৭৮. ছেলেকে পড়াশোনা দেখিয়ে দিয়ে মিসেস স্বর্ণালী কোন ধরনের আয় বৃদ্ধি করার চেষ্টা করে?
i. পারিবারিক
ii. প্রত্যক্ষ প্রকৃত আয়
iii. অপ্রত্যক্ষ প্রকৃত আয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০নং প্রশ্নের উত্তর দাও :
সুমনা একজন সুগৃহিণী। পরিবারের সবার চাহিদা পূরণ করে সে প্রতিমাসে কিছু টাকা জমিয়ে রাখে। পরিবারের জন্য জিনিসপত্র কিনে নিয়মিত সে ডায়রিতে লিখে রাখে।
৭৯. সুমনা কী ধরনের বাজেট প্রণয়ন করে?
[ক] মৌখিক
[খ] সুষম
✅ উদ্বৃত্ত
[ঘ] ঘাটতি
৮০. উক্ত ডায়রি থেকে সুমনা যে সুবিধা পায়, তা হলো-
i. পণ্যের মূল্য সম্পর্কে ধারণা থাকে
ii. সুঅভ্যাস গড়ে ওঠে
iii. নিয়ম করে চলতে হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮১. গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
✅ সম্পদ
[খ] উপযোগ
[গ] পরিবেশ
[ঘ] মূল্যবোধ
৮২. কিসের দ্বারা একটি পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হয়?
[ক] মূল্যবোধ
[খ] শিক্ষা
✅ সম্পদ
[ঘ] পরিবেশ
৮৩. কোনটি মানবীয় সম্পদ?
[ক] টাকান্ডপয়সা
[খ] জমাজমি
[গ] বাড়িঘর
✅ জ্ঞান
৮৪. সবসময় সম্পদের যথাযথ ব্যবহারের জন্য কী নেওয়া প্রয়োজন?
✅ সিদ্ধান্ত
[খ] ব্যবস্থাপনা
[গ] উপযোগ
[ঘ] হস্তান্তরযোগ্যতা
৮৫. ‘‘সম্পদ হলো উপায় বা মাধ্যম, যা চাহিদা পূরণে ক্ষমতাসম্পন্ন এবং প্রধান হাতিয়ারস্বরূপ।’’- কে বলেছেন?
[ক] Nickell
[খ] Rice
✅ Deacon
[ঘ] Candall
৮৬.সম্পদকে কিসের উৎস বলা হয়?
✅ যোগানের
[খ] চাহিদার
[গ] উপযোগের
[ঘ] অর্থের
৮৭. মানুষের অভাব মোচনে পণ্যের যে ক্ষমতা তাকে কী বলে?
✅ উপযোগ
[খ] যোগান
[গ] সীমাবদ্ধতা
[ঘ] সম্পদ
৮৮. কয়টি উপায়ে সম্পদের উপযোগিতা বৃদ্ধি করা যায়?
[ক] দুটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি
৮৯. পরীক্ষার সময় কাজ ও কলমের উপযোগিতা বৃদ্ধি কোন ধরনের উপযোগিতা?
[ক] স্থানগত উপযোগিতা
✅ সময়গত উপযোগিতা
[গ] আকারগত উপযোগিতা
[ঘ] চাহিদাগত উপযোগিতা
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. একটি সম্পদের চাহিদা যত বৃদ্ধি পায়, তার উপযোগিতা তত-
[ক] হ্রাস পায়
[খ] অপরিবর্তিত থাকে
✅ বৃদ্ধি পায়
[ঘ] শূন্য হয়
৯১. সম্পদের সীমাবদ্ধতা কেমন?
✅ স্থিতিস্থাপক
[খ] অস্থিতিস্থাপক
[গ] ঘূর্ণায়মান
[ঘ] পরিবর্তনশীল
৯২. একজন গৃহিণীর চেয়ে কার সময়ের গুরুত্ব অনেক বেশি?
✅ চাকরিজীবীর
[খ] ব্যবসায়ীর
[গ] কৃষকের
[ঘ] ধোপার
৯৩. সময় ও শক্তি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?
[ক] পরিবেশ দ্বারা
✅ সুষ্ঠু ব্যবস্থাপনা দ্বারা
[গ] সহযোগিতা দ্বারা
[ঘ] নিয়ন্ত্রণ দ্বারা
৯৪. একটি সম্পদের পরিবর্তে অন্য একটি সম্পদ ব্যবহার করাকে কী বলে?
✅ বিকল্প ব্যবহার
[খ] উপযোগ
[গ] চাহিদা
[ঘ] যোগান
৯৫. বিনিময়ের ক্ষেত্রে কোন বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে?
✅ মূল্য
[খ] পরিতৃপ্তি
[গ] যোগান
[ঘ] চাহিদা
৯৬. সম্পদের সুষ্ঠু ব্যবহারই হলো-
✅ পরিচালনা
[খ] চাহিদা
[গ] যোগান
[ঘ] উপযোগ
৯৭. কাজের সফলতা যাচাইয়ের জন্য কিসের প্রয়োজন?
✅ মূল্যায়ন
[খ] অভিজ্ঞতা
[গ] একনিষ্ঠতা
[ঘ] দ্রুততা
৯৮. সম্পদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
৯৯. কোন সম্পদ হস্তান্তরযোগ্য নয়?
[ক] অমানবীয় সম্পদ
✅ মানবীয় সম্পদ
[গ] অর্থনৈতিক সম্পদ
[ঘ] প্রাকৃতিক সম্পদ
১০০. মানবীয় সম্পদ কত প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] চার প্রকার