১. ন্যূনতম কী পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে?
[ক] ১৫%
[খ] ২০%
✅ ২৫%
[ঘ] ৩৫%
২. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর?
[ক] ০.০৭
[খ] ০.০৯
[গ] ০.১২
✅ ০.০২
৩. বাংলাদেশ বনবিভাগ নিয়ন্ত্রিত জমির পরিমাণ কত লক্ষ হেক্টর?
[ক] ১৫
[খ] ২০
✅ ১৬
[ঘ] ৩৫
৪. বাংলাদেশের কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই?
[ক] ৩৫
[খ] ২৮
✅ ২৯
[ঘ] ৩৫
৫. বাংলাদেশে বনবিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন রয়েছে?
[ক] ১৫. ৯
[খ] ২০.৩
✅ ১৪. ৩
[ঘ] ৩৫. ৬
৬. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?
✅ ভুটান
[খ] ভারত
[গ] বাংলাদেশ
[ঘ] নেপাল
৭. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত জ্বালানি কাঠের পরিমাণ কত লক্ষ ঘনফুট?
[ক] ২২
[খ] ২০
✅ ১১
[ঘ] ৩৫
৮. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত মধুর পরিমাণ কত হাজার কেজি?
[ক] ২২
[খ] ২০
✅ ৮২
[ঘ] ৩৫
৯. আমাদের দেশে ২০১৭ সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণ কত?
[ক] ০.৮ হাজার ঘনফুট
✅ ০.৭ হাজার ঘনফুট
[গ] ১. ১ হাজার ঘনফুট
[ঘ] ১. ৩ হাজার ঘনফুট
১০.কর্ণফুলী পেপার মিলে বছরে কত হাজার টন বাঁশ সরবরাহ করতে হয়?
[ক] ২২
[খ] ২০
✅ ৪৬
[ঘ] ৩৫
১১. কর্ণফুলী পেপার মিলে বছরে কমপক্ষে কী পরিমাণ কাঠ সরবরাহ করতে হয়?
[ক] ৪৩ হাজার ঘনমিটার
✅ ৫৩ হাজার ঘনমিটার
[গ] ৩৫ হাজার ঘনমিটার
[ঘ] ৪৫ হাজার ঘনমিটার
১২. খুলনা নিউজপ্রিন্ট মিলে বার্ষিক প্রায় কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়?
[ক] ২২
[খ] ২০
✅ ১৬
[ঘ] ৩৫
১৩. আমলকী, বহেড়া ও হরীতকীকে একসাথে কি বলা হয়?
[ক] ত্রিপদী
✅ ত্রিফলা
[গ] ত্রিধারা
[ঘ] সিনকোনা
১৪. বন বলতে বোঝায়, যা –
i. শুধুমাত্র প্রাকৃতিকভাবে সৃষ্ট
ii. আদি, ব্যাপক ও নিরবিচ্ছিন্ন
iii. বিভিন্ন গাছপালায় আচ্ছাদিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫. বনের বিশেষ বৈশিষ্ট্য –
i. নিচু বা কাষ্ঠল বৃক্ষ থাকে
ii. পশু-পাখি বাস করে
iii. পোকামাকড় বাস করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. চারা রোপণের স্থানের pH মান কত হওয়া প্রয়োজন?
[ক] ৪-৫
✅ ৬-৭
[গ] ৭-৮
[ঘ] ৮-৯
১৭. চারা রোপণ করার আগে হালকা রোদে রেখে দেওয়াকে কী বলে?
[ক] মালচিং
[খ] প্রুনিং
✅ হার্ডেনিং
[ঘ] থিনিং
১৮. মাঝারি আকারের চারার ক্ষেত্রে গর্তের আকার কত ঘন সেমি হয়?
[ক] 90 X 90 X 90
✅ 70 X 70 X 70
[গ] 80 X 80 X 80
[ঘ] 60 X 60 X 60
১৯. ছোট আকারের চারা রোপণের ক্ষেত্রে কত ঘন সেমি আকারের গর্ত তৈরি করতে হয়?
[ক] 90 X 90 X 90
✅ ৫0 X 50 X 50
[গ] 80 X 80 X 80
[ঘ] 60 X 60 X 60
২০. বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি এবং আনুপাতিক ও পারস্পরিক সহাবস্থানকে কী বলে?
[ক] জীববিজ্ঞান
✅ জীববৈচিত্র্য
[গ] জীব পরিবেশ
[ঘ] জীবমিথষি্ক্রয়া
২১. বেসরকারি মতে আমাদের দেশের প্রকৃত বনভূমির পরিমাণ কত শতাংশ?
[ক] ২২
[খ] ২০
✅ ১১
[ঘ] ৩৫
২২. এক হেক্টর সবুজ বনভূমি থেকে দৈনিক কত কেজি অক্সিজেন পাওয়া যায়?
[ক] ২২০-৫৫০
[খ] ২০০-৫০০
✅ ৬০০-৬৫০
[ঘ] ৩৫০-৫০০
২৩. বাংলাদেশের কোন জেলায় নীলসাগর অবস্থিত?
[ক] দিনাজপুর
[খ] সিলেট
[গ] লালমনিরহাট
✅ নীলফামারী
২৪. হিমছড়ি কোন জেলায় অবস্থিত?
[ক] দিনাজপুর
[খ] সিলেট
[গ] লালমনিরহাট
✅ কক্সবাজার
২৫. সোহাগ দিনাজপুর জেলায় বাস করে। নিচের কোনটি সোহাগদের জেলার প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র?
✅ রামসাগর
[খ] নীলসাগর
[গ] বোটানিক্যাল গার্ডেন
[ঘ] বলধা গার্ডেন
২৬. আমাদের দেশে প্রায় কত প্রজাতির পাখি রয়েছে?
[ক] ২২৯
[খ] ২০৬
✅ ৫৭৯
[ঘ] ৩৫৮
২৭. বাংলাদেশে প্রায় কত প্রজাতির উভচর প্রাণী রয়েছে?
[ক] ২২
[খ] ২০
✅ ১৯
[ঘ] ৩৫
২৮. আমাদের দেশে প্রায় কত প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে?
[ক] ২২৮
[খ] ২০৫
✅ ১২৫
[ঘ] ৩৫৮
২৯. বাংলাদেশে প্রায় কত প্রজাতির মাছ পাওয়া যায়?
[ক] ২২০০
[খ] ২০০০
✅ ৫০০০
[ঘ] ৩৫০০
hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. আমাদের দেশে প্রায় কত প্রজাতির সরীসৃপ রয়েছে?
[ক] ২২০
[খ] ২০০
✅ ১২৪
[ঘ] ৩৫০
৩১. বৃষ্টিপাত বৃদ্ধির কারণ-
i. গাছের প্রস্বেদন বৃদ্ধি
ii. ঘন নিবিড় বনাঞ্চল
iii. জলীয় বাষ্পের আধিক্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. রোপণ গর্তে ইউরিয়া সার প্রয়োগের কতদিন পর চারা রোপণ করতে হয়?
[ক] ৪-৫
✅ ২-৩
[গ] ৭-৮
[ঘ] ৮-৯
৩৩. কখন চারা রোপণ করতে হয়?
[ক] সকালে
✅ বিকালে
[গ] দুপুরে
[ঘ] রাতে
৩৪. চারা রোপণ পরবর্তী পরিচর্যা কোনটি?
[ক] গর্ত খনন
[খ] রোপণ গর্তে সার প্রয়োগ
[গ] স্থান নির্বাচন
✅ পানি সেচ
৩৫. শুষ্ক মৌসুমে কতদিন পর পর চারার গোড়ায় পানি দিতে হবে?
[ক] ২
[খ] ৩
✅ ১
[ঘ] ৫
৩৬. বনায়নের ক্ষেত্রে চারার বেড়াটি কত সেমি উঁচু হওয়া প্রয়োজন?
[ক] ৭৮৬
[খ] ৫৬০
✅ ১০০
[ঘ] ৯৯৫
৩৭. গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কী বলে?
[ক] মালচিং
✅ ট্রেনিং
[গ] প্রুনিং
[ঘ] ড্রেসিং
৩৮. নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে কী বলে?
[ক] মালচিং
[খ] ট্রেনিং
✅ প্রুনিং
[ঘ] ড্রেসিং
৩৯. কোন বৃক্ষে হালকা প্রুনিং করা হয়?
✅ শাল
[খ] জাম
[গ] লিচু
[ঘ] ইপিল-ইপিল
৪০. মধ্যম প্রুনিং করা হয় কোন বৃক্ষে?
[ক] শাল
[খ] জাম
✅ লিচু
[ঘ] ইপিল-ইপিল
৪১. কোন গাছটি গভীর প্রুনিং করা হয়?
[ক] শাল
[খ] জাম
[গ] লিচু
✅ ইপিল-ইপিল
৪২. প্রাকৃতিক বৈশিষ্ট্য ও সৃজন পদ্ধতি অনুসারে বন প্রধানত কত প্রকার?
[ক] ৩
[খ] ৫
✅ ২
[ঘ] ৯
৪৩. নিচের কোন জেলায় পাহাড়ি বন রয়েছে?
[ক] দিনাজপুর
[খ] সিলেট
[গ] লালমনিরহাট
✅ মৌলভীবাজার
৪৪. পাহাড়ি বনভূমির পরিমাণ আমাদের দেশের মোট আয়তনের কত শতাংশ?
[ক] ৩. ৫
[খ] ৫. ৮
✅ ৯. ৩
[ঘ] ৯. ৭
৪৫. বন বিভাগ নিয়ন্ত্রিত পাহাড়ি বনভূমির পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর?
[ক] ৩. ৭
[খ] ৫. ৯
✅ ৬. ৫
[ঘ] ৯. ৯
৪৬. বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির কত শতাংশ পাহাড়ি বনভূমি?
[ক] ৩০
[খ] ৫০
✅ ৪০
[ঘ] ৯০
৪৭. সেগুন, গর্জন ইত্যাদি উদ্ভিদ প্রধানত কোন বনে পাওয়া যায়?
✅ পাহাড়ি বনে
[খ] শাল বনে
[গ] সমতল বনে
[ঘ] ম্যানগ্রোভ বনে
৪৮. কোন জেলায় শালবন রয়েছে?
✅ দিনাজপুর
[খ] সিলেট
[গ] লালমনিরহাট
[ঘ] মৌলভীবাজার
৪৯. গাজীপুরে কোন বনটি অবস্থিত?
✅ ভাওয়াল বন
[খ] শাল বন
[গ] সমতল বন
[ঘ] ম্যানগ্রোভ বন
৫০. সমতলভূমির বনের পরিমাণ আমাদের দেশে মোট ভূমির কত শতাংশ?
[ক] ০.৭৭
[খ] ৯. ৯৮
✅ ০.৮১
[ঘ] ০.৯৯
৫১. আমাদের দেশে সমতলভূমির বনের পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর?
[ক] ৩. ৭
[খ] ২. ৯
✅ ১. ২
[ঘ] ১. ৯
৫২. কোনটি সমতলভূমির বনের প্রধান উদ্ভিদ?
[ক] চাপালিশ
[খ] গেওয়া
✅ গজারি শাল
[ঘ] সেগুন
৫৩. ম্যানগ্রোভ বনের পরিমাণ আমাদের দেশের মোট ভূমির কত শতাংশ?
[ক] ৩
[খ] ৫
✅ ৪
[ঘ] ৯
৫৪. বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির কত শতাংশ ম্যানগ্রোভ বন?
[ক] ৩২. ৭
[খ] ২০.৯
✅ ১৯. ৭
[ঘ] ১৬. ৯
৫৫. নিচের কোন বনে কুমির পাওয়া যায়?
✅ সুন্দরবন
[খ] শাল বন
[গ] সমতল বন
[ঘ] ম্যানগ্রোভ বন
৫৬. সুন্দরবনের ইউনেস্কো ঘোষিত বনাঞ্চলটি কয়টি অভয়ারণ্য নিয়ে গঠিত?
[ক] ৭
[খ] ৫
✅ ৩
[ঘ] ৯
৫৭. সুন্দরবনের কত লক্ষ হেক্টর বন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
[ক] ৩. ৭
[খ] ২. ৯
✅ ১. ৪
[ঘ] ১. ৯
৫৮. গাছের প্রজাতি ও বনায়নের উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি বনায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ৭
[খ] ৫
✅ ৩
[ঘ] ৯
৫৯. জলবায়ুর ভিত্তিতে দেশের বনকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ৭
[খ] ৫
✅ ৩
[ঘ] ৯
৬০. কোন এলাকায় চিরসবুজ বন দেখা যায়?
[ক] দিনাজপুর
✅ সিলেট
[গ] লালমনিরহাট
[ঘ] মৌলভীবাজার
৬১. পত্রঝরা বনের বৃক্ষ কোনটি?
[ক] সুন্দরি
✅ শাল
[গ] গরান
[ঘ] তেলসুর
৬২. কোন এলাকায় পত্রঝরা বন দেখা যায়?
[ক] দিনাজপুর
✅ টাঙ্গাইল
[গ] লালমনিরহাট
[ঘ] মৌলভীবাজার
৬৩. কোন বৃক্ষের পাতা শীতকালে ঝরে পড়ে?
[ক] সুন্দরি
✅ শাল
[গ] গরান
[ঘ] তেলসুর
i. সামাজিক বন
ii. কৃষি বন
iii. শাল বন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৫. সামাজিক বনায়নের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে কী পরিমাণ পচা গোবর গর্তে প্রয়োগ করতে হয়?
[ক] ২৫০ গ্রাম
[খ] ৫০০ গ্রাম
✅ ১০০০ গ্রাম বা ১ কেজি
[ঘ] ২০০ গ্রাম
৬৬. সামাজিক বনায়নের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে কী পরিমাণ টিএসপি গর্তে প্রয়োগ করতে হয়?
✅ ২৫ গ্রাম
[খ] ৫০ গ্রাম
[গ] ১০০ গ্রাম
[ঘ] ২০০ গ্রাম
hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬৭. সামাজিক বনায়নের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে কী পরিমাণ এমওপি গর্তে প্রয়োগ করতে হয়?
✅ ২৫ গ্রাম
[খ] ৫০ গ্রাম
[গ] ১০০ গ্রাম
[ঘ] ২০০ গ্রাম
৬৮. বাগানের চারা মারা গেলে অতিরিক্ত চারা রোপণ করে বাগানে চারার ঘনত্ব ঠিক রাখাকে কী বলে?
[ক] ঘনত্ব বৃদ্ধি
[খ] পুনর্বাসন
[গ] চারা বপন
✅ শূন্যস্থান পূরণ
৬৯. সাধারণত বন বাগানে প্রথম বছর কত শতাংশ চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে?
[ক] ৭৮
[খ] ৫৬
✅ ২০
[ঘ] ৯৯
৭০. চারা রোপণের কতদিন পর শূন্যস্থান পূরণ করতে হয়?
[ক] ১-২ মাস
✅ ২-৩ মাস
[গ] ৩-৪ মাস
[ঘ] ৪-৫ মাস
৭১. চারা রোপণের পরের বছর কোন সময়ে পুনরায় শূন্যস্থান পূরণ করতে হয়?
[ক] গ্রীষ্মকালে
✅ বর্ষাকালে
[গ] শীতকালে
[ঘ] বসন্তকালে
৭২. গাছের দৈহিক বৃদ্ধি ঠিক রাখতে গাছের ঘনত্ব কমানোকে কী বলে?
[ক] হার্ডেনিং
✅ থিনিং
[গ] প্রুনিং
[ঘ] ট্রেনিং
৭৩. সামাজিক বন বাগানের অবস্থা বুঝে কত বছর পর পর থিনিং করতে হয়?
[ক] ৩
[খ] ৭
✅ ৫
[ঘ] ৯
৭৪. চারা রোপণের প্রথম ধাপ কোনটি?
[ক] গর্ত তৈরি
✅ স্থান নির্বাচন
[গ] চারা নির্বাচন
[ঘ] চারা রোপণ
৭৫. চারা রোপণের ক্ষেত্রে মাটির বুনট কীরূপ হতে হয়?
[ক] এঁটেল
[খ] পলি
[গ] বালি
✅ দোআঁশ
৭৬. জনগণের কল্যাণে জনগণ সৃষ্ট বনকে কী বলে?
✅ সামাজিক বন
[খ] শাল বন
[গ] সমতল বন
[ঘ] ম্যানগ্রোভ বন
৭৭. অবস্থান ও প্রকৃতি অনুসারে সামাজিক বন কত প্রকার?
[ক] ৭
[খ] ৫
✅ ৪
[ঘ] ৯
৭৮. ১৯৭৯ সালে কোন এলাকায় ভূমিহীনদের নিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়?
[ক] কুমিলস্নার বুড়িচংয়ে
[খ] চট্টগ্রামের হাটহাজারীতে
[গ] কুমিলস্নার দাউদকান্দিতে
✅ চট্টগ্রামের বেতাগীতে
৭৯. কত সাল থেকে কমিউনিটি ফরেন্ট প্রকল্প গ্রহণ করা হয়?
[ক] ১৯৭৯
[খ] ১৯৮০
✅ ১৯৮২
[ঘ] ১৯৮৮
৮০. বাংলাদেশে গ্রামীণ জ্বালানি কাঠের শতকরা কত ভাগ বসত বন থেকে পাওয়া যায়?
[ক] ৭৫
[খ] ৫৮
✅ ৮৫
[ঘ] ৯৯
৮১. কোন সংস্থার মতে, কৃষিবন বলতে সম্মিলিত ভূমি ব্যবহার পদ্ধতিতে ও পরিচর্যা ব্যবস্থাপনকে বোঝায়?
[ক] UNESCO
[খ] UNICEF
✅ ICRAF
[ঘ] BFDB
৮২. মাঠ ফসলের ফাঁকে ফাঁকে কিছু নির্দিষ্ট প্রজাতির গাছ লাগিয়ে যে বনায়ন করা হয় তাকে কী বলে?
✅ কৃষি বন
[খ] বসত বন
[গ] প্রাতিষ্ঠানিক বন
[ঘ] খাস জমির বন
৮৩. নোমান তার জমিতে মাঠ ফসলের ফাঁকে ফাঁকে নিচের কোন প্রজাতির গাছ রোপণ করতে পারবে?
[ক] বট
✅ ডালিম
[গ] রেইন ট্রি
[ঘ] কৃষ্ণচূড়া
৮৪. ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন বন প্রয়োজন?
[ক] কৃষি বন
[খ] বসত বন
[গ] প্রাতিষ্ঠানিক বন
✅ খাস জমির বন
৮৫. সামাজিক বনায়নের একসারি নকশায় গাছ থেকে গাছের দূরত্ব কত মিটার হয়?
[ক] ৭
[খ] ৫
✅ ২
[ঘ] ৯
৮৬. সামাজিক বনায়নের একসারি নকশায় গাছের সারির কত সেমি নিচে ধৈঞ্চার বীজ বপন করতে হয়?
[ক] ৭৮
[খ] ৫৬
✅ ৩০
[ঘ] ৯৯
৮৭. সামাজিক বনের আয়ের শতকরা কত ভাগ উপকারভোগীদের দেওয়া হয়?
[ক] ৭৯-৮৯
[খ] ৪০-৬০
✅ ৫০-৬০
[ঘ] ৬৯-৮০
৮৮. সামাজিক বনের আয়ের শতকরা কতভাগ বন অধিদপ্তর পায়?
[ক] ৭৮
[খ] ৫৬
✅ ১০
[ঘ] ৯৯
৮৯. সামাজিক বনের আয়ের শতকরা কত অংশ স্থানীয় ইউনিয়ন পরিষদ পেয়ে থাকে?
[ক] ৭
[খ] ৬
✅ ৫
[ঘ] ৯
৯০. সামাজিক বনের আয়ের শতকরা কত ভাগ বৃক্ষরোপণ ও ব্যবস্থাপনা বাবদ খরচ হয়?
[ক] ৭৮
[খ] ৫৬
✅ ১০
[ঘ] ৯৯
৯১. সামাজিক বনায়ন প্রয়োজন-
i. বন্যপ্রাণীর আবাস রক্ষায়
ii. জনগণের কর্মসংস্থান বৃদ্ধিতে
iii. দরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯২. সামাজিক বনায়নের উদ্দেশ্যের মধ্যে রয়েছে –
i. নির্মাণ কাঠ সরবরাহ বৃদ্ধি
ii. সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি
iii. কীটপতঙ্গ থেকে ফসল রক্ষা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. সামাজিক বনায়নের উপকারভোগীগণ নির্বাচিত হবেন-
i. অগ্রসর গোষ্ঠী থেকে
ii. বন অধিদপ্তর কর্তৃক
iii. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরামর্শে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
hsc agriculture 2nd paper mcq. hsc agriculture 2nd paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
সাগরদের বাড়ির চারপাশের ফাঁকা জমিতে আম, কাঁঠাল, নারিকেল, গাব, পেয়ারা, জামরুল, করমচা, চালতা ইত্যাদি বিভিন্ন ফলের গাছ রয়েছে। তাই বিভিন্ন মৌসুমে তাদের এসব ফল কিনতে হয় না।
৯৪. সাগরদের বনায়ন কোন প্রকারের বনায়নের অন্তর্ভুক্ত?
[ক] কৃষি বন
✅ বসত বন
[গ] প্রাতিষ্ঠানিক বন
[ঘ] খাস জমির বন
৯৫. উল্লিখিত বনায়নে-
i. বৃহৎ পরিসরে গাছ লাগানো হয়
ii. চারা রোপণ স্থান বন্যামুক্ত হতে হয়
iii. পারিবারিক প্রয়োজন মেটে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. বর্তমানে বাংলাদেশে গ্রামীণ বনভূমির পরিমাণ কত?
[ক] ৫. ৭৪ লক্ষ হেক্টর
✅ ৭. ৭৪ লক্ষ হেক্টর
[গ] ৬. ৭৪ লক্ষ হেক্টর
[ঘ] ৮. ৭৪ লক্ষ হেক্টর
৯৭. সামাজিক বনায়নের মাধ্যমে দেশের বনভূমির পরিমাণ কত শতাংশ বাড়ানো সম্ভব?
[ক] ৭৮
[খ] ৫৬
✅ ২৫
[ঘ] ৯৯
৯৮. কোন গাছ মাটির উর্বরতা বাড়ায়?
[ক] ইউক্যালিপটাস
[খ] তামাক
✅ লিগিউম
[ঘ] রেইন ট্রি
৯৯. পতিত জমিতে বনায়ন ও পাহাড়ি বনের পুনর্বাসন করে বনের উৎপাদন কত গুণ বৃদ্ধি করা সম্ভব?
[ক] ৭-৮
[খ] ৫-৬
✅ ২-৩
[ঘ] ৭-৯
১০০. সামাজিক বনায়ন বিধিমালা অনুসারে সামাজিক বনায়নের জন্য নির্বাচিত এলাকার কত দূরত্বের মধ্যে বসবাসকারী স্থানীয় জনগণ উপকারভোগী হিসেবে নির্বাচিত করা যায়?
✅ ১ কিলোমিটার
[খ] ১.৫ কিলোমিটার
[গ] ২.৫ কিলোমিটার
[ঘ] ৩ কিলোমিটার