HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪ ~ Exam Cares

১. নিচের কোনটি উদ্যান ফসল?

[ক] তুলা

[খ] ধান

[গ] পাট

✅ গোল আলু

২. জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বুঝায়?

[ক] ৫-১০

[খ] ১০-১৫

✅ ২০-৩০

[ঘ] ২০-২৫

৩. ছায়া পছন্দকারী উদ্ভিদ হলো-

i. তুলা

ii. চা

iii. আদা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

৪. যে যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয় তাকে কী বলে?

[ক] থার্মোমিটার

✅ হাইগ্রোমিটার

[গ] ব্যারোমিটার

[ঘ] সিসমোগ্রাফ

৫. বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে?

[ক] পানির ঘাটতি হয়

[খ] প্রস্বেদন বেড়ে যায়

[গ] ফলন কমিয়ে দেয়

✅ পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়

৬. নিচের কোনটি দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ?

✅ বাঁধাকপি

[খ] টমেটো

[গ] ফুলকপি

[ঘ] শিম

৭. নিচের কোনটি খাটো দিবা দৈর্ঘ্যের ফসল?

[ক] বাঁধাকপি

[খ] টমেটো

✅ ফুলকপি

[ঘ] শিম

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও:

জানুয়ারি মাসের প্রথম দিকে রংপুরের আকাশ একটানা পনের দিন কুয়াশাচ্ছন্ন ছিল। এ অঞ্চলের সাধু গ্রামের আলু চাষী মিল্টন তার আলু গাছের মন্থর বৃদ্ধি দেখে চিন্তিত হন। কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে তিনি বলেন, ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর বিরাট ভূমিকা আছে।

৮. আলু চাষী মিল্টনের আলু গাছের মন্থর বৃদ্ধির ক্ষেত্রে আবহাওয়ার কী ধরনের ভূমিকা রয়েছে?

i. তাপমাত্রার প্রভাব

ii. আলোর প্রভাব

iii. বৃষ্টিপাতের প্রভাব

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯. মৌসুম অর্থ কী?

[ক] কাল

[খ] সময়

✅ ঋতু

[ঘ] বায়ু

১০. জলবায়ু বলতে কত বছরের গড় অবস্থাকে বোঝায়?

[ক] ৩০-৩৫

✅ ২০-৩০

[গ] ১৫-৩০

[ঘ] ১০-২০

১১. বড় দিনের উদ্ভিদের ফুল-ফল উৎপাদনের জন্য দিনের দৈর্ঘ্য কত হওয়া প্রয়োজন?

[ক] ৯ ঘণ্টার কম

[খ] ১০ ঘণ্টার বেশি

[গ] ১২ ঘণ্টার কম

✅ ১২ ঘণ্টার বেশি

১২. তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির কারণ হলো-

i. উচ্চতা

ii. বৃষ্টিপাত

iii. মেঘ

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

১৫. বাংলাদেশে কয় ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

✅ ২

[খ] ৩

[গ] ৪

[ঘ] ৫

১৬. বাংলাদেশের জলবায়ুর ধরন কেমন?

✅ সমভাবাপন্ন

[খ] শীতল

[গ] আর্দ্র

[ঘ] উষ্ণ

১৭. বাংলাদেশের কৃষিকে কোন ধরনের কৃষি বলা হয়?

[ক] আবহাওয়া নির্ভর

[খ] তাপমাত্রা নির্ভর

✅ মৌসুমি জলবায়ু নির্ভর

[ঘ] আর্দ্রতা নির্ভর

১৮. মৌসুমি জলবায়ুর গুরুত্ব হলো-

i. জমি তৈরিতে

ii. বীজ বপনে

iii. ফসল উৎপাদনে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

১৯. উদ্দীপকে উল্লিখিত i নং এর অন্তর্গত ফসল কোনটি?

✅ পাট

[খ] আমন ধান

[গ] কচু

[ঘ] ধুন্দল

২০. উদ্দীপকে রর নং এ উল্লিখিত উদ্ভিদ হলো-

i. ঢেঁড়স

ii. আমন ধান

iii. পটোল

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২১. কোনো স্থানের আবহাওয়া বলতে কোনটি বুঝায়?

✅ বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের দৈনন্দিন অবস্থা

[খ] বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের সাপ্তাহিক অবস্থা

[গ] বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের মাসিক অবস্থা

[ঘ] বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের বার্ষিক অবস্থা

২২. কোনো স্থানের জলবায়ু বলতে কী বুঝায়?

[ক] কয়েক দিনের আবহাওয়ার গড়

[খ] কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়

[গ] কয়েক মাসের আবহাওয়ার গড়

✅ কয়েক বছরের আবহাওয়ার গড়

২৩. কোনটি জলবায়ুর নিয়ামক নয়?

[ক] বায়ুর চাপ

✅ দ্রাঘিমা

[গ] বারিপাত

[ঘ] বায়ুর তাপ

২৪. নিচের কোনটি দীবা দৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ?

[ক] গম

✅ ভুট্টা

[গ] আলু

[ঘ] পাট

২৫. বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে হয়?

✅ ২০ ভাগ

[খ] ৪০ ভাগ

[গ] ৬০ ভাগ

[ঘ] ৮০ ভাগ

২৬. কৃষি জলবায়ু-

i. ফসল উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত

ii. পশুপাখি উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত

iii. মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

২৭. আলু, মুলা, বাঁধাকপি, শিম প্রভৃতি ফসলের চাষ হয় কোন মৌসুমে?

[ক] খরিফ-১ মৌসুমে

[খ] খরিফ-২ মৌসুমে

✅ রবি মৌসুমে

[ঘ] খরিফ মৌসুমে

২৮. গার্নার ও অ্যালার্ড (১৯২০) আলোক দৈর্ঘ্যের প্রতি ফুল ধারণের সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেন?

[ক] দুই ভাগে

✅ তিন ভাগে

[গ] চার ভাগে

[ঘ] পাঁচ ভাগে

২৯. শীতকালে দিবা দৈর্ঘ্য কত ঘণ্টা হয়?

✅ ১০-১১ ঘণ্টা

[খ] ৮-৯ ঘণ্টা

[গ] ১২-১৩ ঘণ্টা

[ঘ] ১৩-১৪ ঘণ্টা

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. বড় দিনের উদ্ভিদের উদাহরণ হলো-

i. মুলা ও বীট

ii. লেটুস, ঝিঙ্কা

iii. গম ও রাই

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:

লবু মিয়া পাট, গম, ভুট্টা, সরিষা এসব ফসলের মধ্যে একটি ফসল তার জমিতে চাষ করলেন। তার চাষকৃত ফসলের সর্বোত্তম ৩৩ক্ক সে. তাপমাত্রার প্রয়োজন এবং এর পুষ্পায়নে দিবাদৈর্ঘ্যের কোনো প্রভাব নেই।

৩১. লবু মিয়া উদ্দীপকের কোন ফসল চাষ করেছিলেন?

[ক] গম

✅ ভুট্টা

[গ] আলু

[ঘ] পাট

৩২. তার চাষকৃত ফসলের ক্ষেত্রে-

i. সর্বনিম্ন ৮ক্ক সে. তাপমাত্রার প্রয়োজন

ii. সর্বোচ্চ ৮৮ক্ক সে. তাপমাত্রার প্রয়োজন

iii. এটি আলোক অসংবেদনশীল

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৩৩. পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির কারণ কোনটি?

✅ অক্ষাংশ

[খ] দ্রাঘিমাংশ

[গ] দিনের দৈর্ঘ্য

[ঘ] পৃথিবীর আকার

৩৪. শীতকালীন শাকসবজি চাষের উপযোগী তাপমাত্রা কত?

✅ ২৫-৩০° সে.

[খ] ১০-১৫° সে.

[গ] ২০-২৫° সে.

[ঘ] ১০-৩৫° সে.

৩৫. বাংলাদেশে কয় ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

✅ দুই

[খ] তিন

[গ] চার

[ঘ] পাঁচ

নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জুনে কয়েক দিন যাবৎ প্রচ- গরম পড়েছে। আসিফ সাহেব টেলিভিশনে আবহাওয়ার খবর দেখছেন। খবরে সকাল-বিকালের এবং জুন মাসে গত কয়েক বছরের তাপমাত্রার তালিকা দেখালো।

৩৬. টলিভিশনে দেখানো তাপমাত্রার তালিকান্ড

i. আবহাওয়ার

ii. জলবায়ুর

iii. কৃষি জলবায়ুর

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৩৭. দিবা দৈর্ঘ্য হ্রাস-বৃদ্ধির কারণ কোনটি?

✅ পৃথিবীর আকার

[খ] পৃথিবীর পরিধি

[গ] পৃথিবীর ঘূর্ণন

[ঘ] সূর্যের দূরত্ব

৩৮. কৃষির ওপর কোনটি বেশি প্রভাব ফেলে?

[ক] বৃষ্টিপাত

✅ তাপমাত্রা

[গ] আর্দ্রতা

[ঘ] আলো

৩৯. বরুণ মিয়ার গত বছরের তুলনায় এ বছর মাঠ ফসলে ভালো ফলন পেয়েছে। বরুণ মিয়া নিচের কোন ফসলটির ভালো ফলন পেয়েছে?

✅ আখ

[খ] লালশাক

[গ] হলুদ

[ঘ] কাঁঠা

নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:

রহিজের এলাকায় প্রচ- গরমের সময় ৪ দিন বিদ্যুৎ ছিল না। রহিজের মুরগির খামারে হঠাৎ ডিম উৎপাদন কমে গেছে।

৪০. রহিজের মুরগির খামারে হঠাৎ ডিম উৎপাদন কমে যাওয়ার কারণ?

i. তাপমাত্রা

ii. আর্দ্রতা

iii. আলো

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৪১. ডিম উৎপাদন বৃদ্ধির জন্য রহিজ কী করবে?

[ক] সুষম খাদ্য খাওয়ানো

✅ আলোর ব্যবস্থা করা

[গ] আর্দ্রতা কমানো

[ঘ] পরিচর্যা করা

৪২. বাংলাদেশে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে?

[ক] ২০

✅ ৩৫

[গ] ৪০

[ঘ] ৪৫

৪৩. বৃষ্টিপাত তারতম্যের কারণ কোনটি?

[ক] পৃথিবীর আকার

✅ অক্ষাংশ

[গ] দ্রাঘিমাংশ

[ঘ] উচ্চতা

৪৪. বায়ুম-লের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হলে জলপাত হয়?

✅ ১০

[খ] ৩০

[গ] ৪৪

[ঘ] ৫১

৪৫. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কোনটি?

[ক] হাইগ্রোমিটার

[খ] থার্মোমিটার

[গ] হাইড্রোমিটার

✅ রেইনগেজ

৪৬. বড় দিবসে ফুল দেয় কোন সবজি?

[ক] শিম

✅ ফুলকপি

[গ] লাউ

[ঘ] বরবটি

৪৭. ধানের জন্য উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

[ক] ২০

✅ ৩৩

[গ] ৪০

[ঘ] ৪৫

৪৮. গৃহপালিত পাখির জন্য তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উপযোগী?

[ক] ২৫-৩৫

✅ ২৫-৩০

[গ] ১৫-৩০

[ঘ] ২০-৩০

৪৯. শীতকালীন মাঠ ফসলের উপযোগী আর্দ্রতা কোনটি?

[ক] ৬৫-৮৫%

[খ] ৭০-৮৫%

✅ ৭৫-৮৫%

[ঘ] ৫৫-৮৫%

৫০. শীতকালে কোনদিক থেকে বায়ু প্রবাহিত হয়?

✅ উত্তর

[খ] দক্ষিণ

[গ] পূর্ব

[ঘ] পশ্চিম

৫১. বড় দিনের উদ্ভিদ কোনটি?

[ক] কলমি শাক

[খ] ডালিয়া

[গ] আখ

✅ পিঁয়াজ

৫২. খাটো দিবসী উদ্ভিদ কোনটি?

✅ ছোলা

[খ] সয়াবিন

[গ] আলু

[ঘ] সয়াবিন

৫৩. আলোক অসংবেদনশীল উদ্ভিদ কোনটি?

[ক] বড় দিনের উদ্ভি

[খ] ছোট দিনের উদ্ভিদ

✅ দিবস নিরপেক্ষ উদ্ভিদ

[ঘ] বাধাহীন খাটো দিবসী উদ্ভিদ

৫৪. আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে!

[ক] থার্মোমিটার

✅ হাইগ্রোমিটার

[গ] রেইনগেজ

[ঘ] হাইড্রোমিটা

৫৫. বড় দিবসী ধানের মৌসুম কোনটি?

[ক] আউস

[খ] আমন

✅ বোরো

[ঘ] সকল ধান

৫৬. ছোট দিনে ফুল ফোটে কোন ধান?

[ক] আউস

✅ আমন

[গ] বোরো

[ঘ] সকল ধান

৫৭. বড় দিবসের সময়কাল হচ্ছে-

[ক] ১২ ঘণ্টা

[খ] ১২ ঘণ্টার কম

✅ ১২ ঘণ্টার বেশি

[ঘ] ৮ ঘণ্টা

৫৮. বাংলাদেশে কোন মাসে অধিক বৃষ্টিপাত হয়?

[ক] মার্চ-এপ্রিল

✅ জুলাই-আগস্ট

[গ] জানুয়ারি-ফেব্রুয়ারি

[ঘ] নভেম্বর-ডিসেম্বর

৫৯. আলোক সংবেদনশীলতার উপর উদ্ভিদ কত প্রকার?

[ক] ২

✅ ৩

[গ] ৪

[ঘ] ৫

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. গাছের দৈহিক বৃদ্ধি কোনটির উপর নির্ভর করে?

[ক] আর্দ্রতা

✅ তাপমাত্রাগ আলো

[ঘ] বৃষ্টিপাত

৬১. মৌসুমি জলবায়ু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটির উপর?

✅ ফসল

[খ] মাছ

[গ] গবাদিপশু

[ঘ] মুরগি

৬২. ফসলের ফলন নির্ভর করে-

i. তাপমাত্রা

ii. আলো

iii. আর্দ্রতা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬৩. নিচের কোনটি লবণাক্ত সহিষ্ণু ধানের জাত?

[ক] ব্রি ধান ৩৬

[খ] ব্রি ধান ৫১

✅ ব্রি ধান ৬১

[ঘ] ব্রি ধান ৭১

৬৪. বায়ুর আর্দ্রতা বেশি হলে ফসল উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়তে পারে?

[ক] পানির ঘাটতি হয়

[খ] প্রস্বেদন বেড়ে যায়

[গ] ফলন কমিয়ে দেয়

✅ পোকা ও রোগের আক্রমণ বেড়ে যায়

৬৫. যেসব উদ্ভিদের পুষ্প ধারণ দিন বা রাতের দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয় না তাদের কী বলে?

[ক] ছোট দিনের উদ্ভিদ

✅ দিবা নিরপেক্ষ উদ্ভিদ

[গ] বড় দিনের উদ্ভিদ

[ঘ] স্বপ্ন দিবা দৈর্ঘ্য উদি

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৬৬. দেশের তাপমাত্রা বর্তমানের চেয়ে ২ ডিগ্রি বেড়ে গেলে কোন উৎপাদনে ধস নামবে?

[ক] ধান

[খ] আলু

✅ গম

[ঘ] ভুট্টা

৬৭. নিম্ন তাপমাত্রার কারণে কোনটি ঘটে?

[ক] ফসলের জীবনকাল বেড়ে যায়

✅ ধানের ফলন কমে যায়

[গ] ধানগাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে

[ঘ] রোগবালাই কম হয়

৬৮. ২০৩০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে?

[ক] ০.৫° সে.

✅ ১. ৫° সে.

[গ] ৩. ৫° সে.

[ঘ] ২. ৫° সে.

৬৯. গ্রিন হাউস ইফেক্ট-এর কারণ কোনটি?

[ক] বনায়ন

[খ] অধিক ফসল উৎপাদন

✅ কার্বন ডাইঅক্সাইডের আধিক্য

[ঘ] অক্সিজেনের আধিক্য

৭০. বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হওয়ার কারণ কোনটি?

[ক] অধিক নদনদী

[খ] সাগরের উপস্থিতি

✅ ভৌগোলিক অবস্থান

[ঘ] কম সংখ্যক পাহাড়

৭১. প্রতিকূল পরিবেশে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাওয়ানোর প্রক্রিয়াকে কী বলে?

[ক] সালোকসংশেস্নষণ

[খ] অভিস্রবণ

✅ অভিযোজন

[ঘ] শ্বসন

৭২. আলোক সংবেদনশীল ধানের জাত কোনটি?

[ক] রোপা আউশ

[খ] বোনা আউশ

✅ আমন

[ঘ] বোরো

৭৩. ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়?

[ক] ১১ এপ্রিল, ২০১৮

✅ ১১ মে, ২০১৮

[গ] ২৪ এপ্রিল, ২০১৮

[ঘ] ২৪ মে, ২০১৮

৭৪. বাংলাদেশে সাধারণত কোন মাসে শিলাবৃষ্টি হয়?

[ক] জানুয়ারি-ফেব্রুয়ারি

[খ] ফেব্রুয়ারি-মার্চ

✅ মার্চ-এপ্রিল

[ঘ] এপ্রিল-মে

৭৫. কোনটির ফলে ঘাসে বিষক্রিয়া সৃষ্টি হয়?

[ক] খরা

[খ] জলোচ্ছ্বাস

✅ বন্যা

[ঘ] ঘূর্ণিঝড়

৭৬. কাঁচা ঘাসের সম্পূরক খাদ্য হিসেবে কোনটি ব্যবহার করা হয়?

[ক] ভূসি

[খ] খড়

[গ] চালের গুঁড়া

✅ সবুজ অ্যালজি

৭৭. কোনটি উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ?

[ক] খরা

[খ] অনাবৃষ্টি

[গ] অতিবৃষ্টি

✅ জলোচ্ছ্বাস

৭৮. স্যাঁতসেঁতে আবহাওয়ায় মুরগির কোন রোগের প্রকোপ দেখা দেয়?

[ক] পুলোরাম

✅ রানীক্ষেত

[গ] কলেরা

[ঘ] গামবোরো

৭৯. বৃষ্টিপাতের তারতম্যের কারণ কোনটি?

[ক] পৃথিবীর আকার

✅ অক্ষাংশ

[গ] দ্রাঘিমাংশ

[ঘ] উচ্চতা

৮০. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.?

[ক] ১১০০-১২৯০

✅ ৩১০০-৪৫০০

[গ] ২১০০-৩২৯০

[ঘ] ১৮০০-৩২৯০

৮১. বাংলাদেশে কোন সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে?

✅ এপ্রিল-আগস্ট

[খ] জুলাই-অক্টোবর

[গ] জুলাই-নভেম্বর

[ঘ] আগস্ট-জানুয়ারি

৮২. বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত কোথায় হয়?

[ক] লালপুরে

✅ লালখানে

[গ] টেকনাফে

[ঘ] তেঁতুলিয়া

৮৩. উদার কৃষি পরিবেশ অঞ্চলের আওতায় কোন অঞ্চলগুলো পড়েছে?

[ক] ১,২,৩

✅ ৩, ৯, ১১

[গ] ১৭, ১৬, ২৪

[ঘ] ১৭, ১৯, ২৭

৮৪. লবণাক্ত মাটিতে ফসলের কোন উপাদানটি সংগ্রহ করতে সমস্যা হয়?

[ক] নাইট্রোজেন

✅ পানি

[গ] লবণ

[ঘ] ক্যালসিয়াম

৮৫. লবণাক্ত এলাকায় আমন মৌসুমে চাষের জন্য অনুমোদিত ধানের জাত নিচের কোনটি?

✅ ব্রি ধান ৪০

[খ] ব্রি ধান ৪৭

[গ] ব্রি ধান ৫৫

[ঘ] ব্রি ধান ৫৬

৮৬. গাছ তার প্রাপ্ত আলোর কত ভাগ সালোকসংশেস্নষণে ব্যবহার করে?

✅ ১

[খ] ২

[গ] ৩

[ঘ] ৪

৮৭. ধান গাছের জন্য সর্বোত্তম তাপমাত্রা কত ডিগ্রি সে.?

[ক] ২৫-৩৫

✅ ২০-৩০

[গ] ৩০-৪০

[ঘ] ৩৪-৫৬

৮৮. কোনটি আলোক সংবেদনশীল ধানের জাত?

[ক] বিআর-১

[খ] বিআর-২১

[গ] বিআর-৫

✅ বিজার ৩৪

৮৯. যশোর অঞ্চলে কোন ফসলটির উৎপাদন সবচেয়ে ভালো হয়?

[ক] আম

[খ] লিচু

[গ] কমলা

✅ খেজুর

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে?

✅ ১

[খ] ২

[গ] ৩

[ঘ] ৪

৯১. যে সকল ফসল কম তাপে ভালো জন্মে তাদের কোন মৌসুমে চাষাবাদ করা হয়?

✅ রবি

[খ] খরিফ-১

[গ] খরিফ-২

[ঘ] বারোমাস

৯২. বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সে.?

[ক] ৫-৩৫

✅ ৭-১৫

[গ] ৩০-৪০

[ঘ] ৩৪-৫০

৯৩. শীতকালীন শাকসবজি চাষের উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সে.?

[ক] ২৫-৩৫

[খ] ১৭-১৫

✅ ২৫-৩০

[ঘ] ৩৪-৫০

৯৪. গার্নার ও অ্যালার্ড আলোক দৈর্ঘ্যের প্রতি ফুল ধারণের সংবেদনশীলতার ভিত্তিতে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করেন?

[ক] ২ ভাগে

✅ ৩ ভাগে

[গ] ৪ ভাগে

[ঘ] ৫ ভাগে

৯৫. রবি মৌসুমে চাষকৃত ফসলের নাম-

✅ মসুর

[খ] আউশ ধান

[গ] পাট

[ঘ] আমন ধান

৯৬. কোনো স্থানের দৈনিক তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, সূর্যালোক, বায়ুচাপ প্রভৃতির সামগ্রিক অবস্থাকে বলে-

[ক] জলবায়ু

✅ আবহাওয়া

[গ] কৃষি আবহাওয়া

[ঘ] কৃষি জলবায়ু

৯৭. বায়ুম-লের কয়টি স্তর রয়েছে?

[ক] ৩টি

✅ ৪টি

[গ] ৫টি

[ঘ] ৬টি

৯৮. বায়ুম-লের সবচেয়ে নিচের স্তর হলো-

✅ ট্রপোস্ফিয়ার

[খ] থার্মোস্ফিয়ার

[গ] স্ট্রাটোস্ফিয়ার

[ঘ] মেজোফিয়ার

৯৯. কোন অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ২৫ সে.মি. এর কম?

[ক] বারি অঞ্চলে

✅ উষর অঞ্চলে

[গ] আর্দ্র অঞ্চলে

[ঘ] অব-আর্দ্র অঞ্চলে

১০০.বাংলাদেশে প্রায় শতকরা কত ভাগ ভূমি সমতল?

[ক] ৪৫ ভাগ

[খ] ৫৭ ভাগ

[গ] ৭৫ ভাগ

✅ ৮৭ ভাগ

Leave a Comment