HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-২ pdf download ~ Exam Cares

নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ

জনাব আবরার আহমেদ ডেনিস লিএর একজন কর্মকর্তা। তিনিকাচামাল সংগ্রহ থেকে শুরু কওে সার্বিক কাজেরসাথে জড়িত। গ্রাহকদেও ফরমায়েশ অনুযায়ী তিনিপণ্যের আকার ও ধরন নির্ধারণ করেন।

১। জনাব আবরার কোন ধরনের কাজের সাথে জড়িত?

[ক] কর্মী ব্যবস্থাপনা

[খ] মান ব্যবস্থাপনা

✅ উৎপাদন ব্যবস্থাপনা

[ঘ] কাচামাল ব্যবস্থাপনা

২।গ্রাহকদের ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা কোনটিকে নিদের্শ করে?

[ক] অ্যাপ্রাইজাল

✅ কাস্টমাইজেশন

[গ] পণ্য ডিজাইন

[ঘ] প্রমিতকরণ

৩। উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?

[ক] পণ্যের বিপণন

[খ] পণ্যেরবণ্টন

✅ পণ্যের নক্সায়ন

[ঘ] পণ্যের উন্নয়ন

৪। কোনটি উৎপাদনব্যবস্থাপনার কাজ নয়

[ক] পণ্য ডিজাইন

[খ] মজুদ নিয়ন্ত্রণ

[গ] কারখানা বিন্যাস

✅ বিক্রয় পরিকল্পনা

৫। দ্রব্য হলো

i. অভাব পুরণে সক্ষম

ii. অস্পর্শনীয়

iii. শনাক্তকরণযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

✅ i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৬। পণ্যেও অন্তর্নিহিত মূল বৈশিষ্ট্য কোনটি?

[ক] বাহ্যিকতা

[খ] সংরক্ষণযোগ্যতা

[গ] মানুষ সৃষ্ট

✅ অভাব মেটানোর সামর্থ্য

৭। নিচের কোনটি শপিং পণ্য নয়?

[ক] অলঙ্কার

[খ] আসবাবত্র

✅ গিফট

[ঘ] আইসক্রিম

৮। সেবা কীরূপ দ্রব্য?

[ক] সমষ্টিযোগ্য

✅ বিনাশযোগ্য

[গ] সংরক্ষণযোগ্য

[ঘ] সংগঠনযোগ্য

৯। পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর কোন ক্ষমতার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন?

✅ অভাব পুরনের ক্ষমতা

[খ] সহজলভ্যতা

[গ] উপযোগিতা

[ঘ] উৎপাদন ক্ষমতা

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ

মিসেস কবরী একজন ফ্যাশন ডিজাইনার। তিনি ভোক্তাদের রুচির কথা চিন্তা করে চলতি ফ্যাশনের সাথে সাম্যঞ্জপূর্ণ পোশাক ডিজাইন করেন। এ কারণে তার ডিজাইন করা পোশাক খুবই জনপ্রিয়।

১০। মিসেস কবরী কোন ধরনের ডিজাইন করেন?

[ক] ক্রিয়াগত ডিজাইন

✅ রুচিসম্মত ডিজাইন

[গ] উৎপাদন ডিজাইন

[ঘ] প্যাকিং ডিজাইন

১১\ পোশাক ডিজাইনের ক্ষেত্রে মিসেস করবী যে বিষয়টিতে গুরত্ব দেয় তা হচ্ছে

i. ভোক্তার সন্তুষ্টি

ii. চলতি প্রবণতা

iii. মুনাফা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১২। পণ্য ডিজাইনের তৃতীয় পর্যায়ে রয়েছে

✅ উৎপাদন সামর্থ্য

[খ] বণ্টন সামর্থ্য

[গ] মজুদ সামর্থ্য

[ঘ] যোগান সামর্থ্য

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -চূড়ান্ত মডেল টেস্ট-০২

১৩। পণ্যডিজাইনে প্রভাববিস্কার করেথাকে-

i. স্টাইল পরিবর্তনের প্রবণতা

ii. কার্যপদ্ধতি ও যন্ত্রপাতি

iii. শেয়ারের মূল্য

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৪। ক্রেতার পছন্দ অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষ সাধনে কাঠামোগত পরিবর্তনকে কী ডিজাইন বলে?

✅ নান্দনিক

[খ] উৎপাদন

[গ] ব্যবহারিক

[ঘ] প্যাকিং

১৫। কোনটি পণ্যেও অসত্মনির্হিত গুণাবলির সাথেসম্পর্কযুক্ত?

✅ ক্রিয়াগত ডিজাইন

[খ] রচিসম্মত ডিজাইন

[গ] উৎপাদন ডিজাইন

[ঘ] প্যাকিং ডিজাইন

১৬। বাংলাদেশ পণ্য ডিজাইনের ক্ষেত্র বিবেচ্য বিষয় হলো-

i. দেশীয় ঐতিহ্য

ii. ধর্মীয়উৎসব

iii. মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

১৭। নিম্ন মানের ফলাফল কী?

[ক] সম্পদ বৃদ্ধি

[খ] শ্রম ব্যয়

✅ ব্যয় বৃদ্ধি

[ঘ] অলসতা

১৮। সংশোধন মূলক ব্যয় কোন ধরনের কস্টের অন্তভূর্ক্ত?

[ক] অ্যাপ্রাইজাল

[খ] ইন্টারন্যাল ফেইলিউর

[গ] এক্সটারনাল ফেইলিউর

✅ প্রিভেনশন

১৯। ওয়ারেন্ট হলো

i. বিক্রীত পণ্য ফেরত

ii. বিক্রয় পরবর্তী সেবা

iii. বিক্রীত পণ্য মেরামত

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

✅ ii ও iii

[ঘ] i, ii ও iii

২১। আমেরিকান কোম্পানিগুলো মান ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয় কত সালে?

✅ ১৯৮০ এর পর

[খ] ১৯৮০ এর গোড়ার দিকে

[গ] ১৯৮১ এর পর

[ঘ] ১৯৮১ এর গোড়ার দিকে

২২। উৎপাদন ক্ষমতার অর্থ কী?

✅ সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ

[খ] সর্বনিম্ন উৎপাদনের পরিমাণ

[গ] সর্বোচ্চ মজুদ পণ্যের পরিমান

ঘ. সর্বনিম্ন মজুদ পণ্যের পরিমান

২৩। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে কী বোঝায়?

[ক] সর্বনিম্ন উৎপাদন

[খ] কাম্য উৎপাদন

✅ সর্বোচ্চ উৎ’পাদন

[ঘ] স্বাভাবিক উৎপাদন

২৪। কিসের যথাযথ ব্যবহারের ওপর প্রতিষ্টানের সাফল্য নির্ভর করে?

[ক] উৎপাদনের উপকরণ

[খ] কাচামালের

✅ উৎপাদনের ক্ষমতা

[ঘ] প্রযুক্তির

২৫। উৎপাদন ক্ষমতা ব্যবহারের সাথে দেশের কী জড়িত?

✅ অর্থনীতি

[খ] মুদ্রাস্ফীতি

[গ] জনসংখ্যা

[ঘ] রাজনৈতিক পরিবেশ

২৬। কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে কোনটি জড়িত?

[ক] আয় বৃদ্ধি

[খ] ব্যয় বৃদ্ধি

[গ] আয় হ্রাস

✅ ব্যয় সাশ্রয়

২৭। উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ কোনটি?

✅ কর্মীদের অদক্ষতা

[খ] আধুনিক যন্ত্রপাতির ব্যবহার

[গ] দক্ষ ব্যবস্থাপনা

[ঘ] অনুন্নত পণ্য উৎপাদন

২৮। কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে কীভাবে?

[ক] নতুন আইন প্রয়োগ করে

✅ নতুন প্রযুক্তি ব্যবহার করে

[গ] অতিরিক্ত মূলধন খাটিয়ে

[ঘ] অধিক পরিশ্রম করে

২৯। যেসব পণ্যের উৎপাদন প্রক্রিয়া স্তর বেশি থাকে সেসব পণ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা-

[ক] সহজ

✅ কঠিন

[গ] কঠিন নয়

[ঘ] অপেক্ষাকৃত কঠিন

৩০। বিপ্লবী কোন দেশে সংঘটিত হয়?

[ক] আমেরিকায়

[খ] জার্মানিতে

[গ] রাশিয়ার

✅ ইংল্যান্ড

Leave a Comment