HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর-৩ pdf download ~ Exam Cares

১। ব্যবসায়ের অবস্থান বলতে যা বোঝায় তা হলো ব্যবসায়ের

[ক] সুবিধা

[খ] সময়

✅ স্থান

[ঘ] কাচামাল

২। ব্যবসায়ের অবস্থান দ্বারা নিচের কোনটি নিদের্শ করে?

✅ নিদির্ষ্ট এলাকা

[খ] নিদির্ষ্ট যন্ত্রপাতি

[গ] নিদির্ষ্ট কাচামাল

[ঘ] জনশক্তি

৩। ব্যবসায়ের অবস্থারনের জন্য কোনটি সবচেয়ে বেশি ভুমিকা রাখে?

[ক] পরিকল্পনা বাস্তবায়ন

[খ] অধিক উৎপাদন

✅ বিস্তৃত বাজার সৃষ্টি

[ঘ] পণ্যেও মান নিয়ন্ত্রন

৪। নিচেরকোন ব্যবসায়ের জন্য শহুরে স্থান উপযুক্ত?

[ক] হস্তশিল্প

[খ] তাতশিল্প

✅ ফ্লাট নির্মাণ

[ঘ] মৎস্য খামার

৫। শহরে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রতিবন্ধকতা হলো

i. পর্যাপ্ত মূলধন

ii. কাচামালের অভাব

iii. উৎপাদনের অধিকমূল্য

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

✅ i, ii ও iii

৬। ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সুবিধা কোনটি?

[ক] প্রশিক্ষণ সুযোগ

[খ] উন্নত যোগাযোগ

[গ] শ্রমিকের সহজ প্রাণ্যতা

✅ সহজ বাজারতকরণ

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

মাসুদ বেকার যুবক। তবে সে জানেগ্রামে শিল্প স্থাপন করলে কর অবকাশ সুবিধা পাওয়া যায। তাই যেস উৎপাদনের সকল উপাদান বিবেচনা করে ও চাহিদার দিকে লক্ষ্য রেখে বিস্কুট ফ্যাক্টরি স্থাপন করলেন।

৭। কর অবকাশের সুবিধা পাওয়া যায় কোথায় শিল্প স্থাপন করলে?

[ক] শহরে

✅ গ্রামাঞ্চলে

[গ] শিল্প এলাকায়

[ঘ] আবাসিক এলাকায়

৮। সরকার নতুন শিল্পপ্রতিষ্ঠানে কী দিয়ে থাকে?

i. আর্থিক সুবিধা

ii. কর অবকাশ

iii. যাতায়াত সুবিধা

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

৯। ব্যবসায়ের কর্মকেন্দ্র সুবিন্যস্তভাবে সাজানোকে কী বলে?

[ক] নকশা

✅ লেআউট

[গ] সঠিক নিয়ন্ত্রন

[ঘ] ব্যবস্থাপনা

১০। লে আউট কী?

[ক] কর্মক্ষেত্রের মুনাফা

✅ কর্মক্ষেত্রের নকশা প্রণয়ন

[গ] কার্যক্ষেত্রের পরিকল্পনা

[ঘ] অনিদির্ষ্ট পরিকল্পনা

১১। যন্ত্রপাতি বিন্যাস কিসের অন্তর্ভূক্ত?

[ক] মান ব্যবস্থাপনা

[খ] পণ্য ব্যবস্থাপনা

[গ] শ্রমিক ব্যবস্থাপনা

✅ উৎপাদন ব্যবস্থাপনা

১২।বিন্যাসের মূল উদ্দেশ্য কী?

✅ উপকরনের সর্বোত্তম ব্যবহার

[খ] উপকরণগুলো কাছাকাছি রাখা

[গ] প্রতিষ্টানের সৌন্দর্য বৃদ্ধি

[ঘ] উৎপাদন কার্যক্রম পরিচালনা করা

১৩। বিন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম কোন বিষয়টি বিবেচনা করতে হয়?

✅ দ্রব্য বা সেবার প্রকৃতি

[খ] ব্যবসায়ের প্রকৃতি

[গ] উৎপাদনের প্রকৃতি

[ঘ] ব্যবস্থাপনার প্রকৃতি

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -চূড়ান্ত মডেল টেস্ট-০৩

১৪। খারাপ বিন্যাস কীভাবে উৎপাদনশীলতাকে হ্রাস করে?

[ক] বিক্রয়ের পরিমাণকে হ্রাসকরনের মাধ্যমে

✅ উপযুক্ত কার্যপরিবশে বিন্যাসের মাধ্যমে

[গ] মেশিনের অবচয় হ্রাস বৃদ্ধির মাধ্যমে

[ঘ] শ্রমদক্ষতার উন্নীতকরণের মাধ্যমে

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫-১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ

বকুল সিলেটে একটি গামেন্টের্স পরিচালনা করেন। উক্ত গামেন্টেসের ২য় তলা য় কাপড় কাটা হয় নিচতলায় সেলাই করা হয় এবং ৩য় তলায় ওয়াশিং প্লান্ট ও প্যাকেজিং করা হয়। ফ্যাক্টরিতে প্রবেশের সিড়ি সংকীর্ণ হওয়ার ফলে শ্রমিকরা ভালোভাবে উঠা নামা করতেপারে না। কিন্তু ঠিক সময পণ্যের উৎপাদন কাজ শেষ করতে হয়।

১৫। উদ্দীপকের বকুলের গামেন্টেসটি কোন লে আউটের অন্তর্ভূক্ত?

[ক] অফিস লে আউট

✅ ফ্যাক্টরি লে আউট

[গ] ওয়্যারহাউজ লে আউট

[ঘ] রিটেনল লে আউট

১৬। বকুলের গামেন্টর্স স্থাপনের পূর্বে কী বিবেচনা করা উচিত ছিল

[ক] অধিক মুনাফা

[খ] কম খরচ

✅ পর্যাপ্ত জায়গা

[ঘ] যোগাযোগ ব্যবস্থা

১৭। বকুল ফ্যাক্টরিতে লে আউট অনুসরনের মূলত কয়টি বিষয় বিবেচনা করেছিল?

✅ ২টি

[খ] ৩টি

[গ] ৪টি

[ঘ] ৫টি

১৮। কোন লে আউটের উদ্দেশ্যে সমজাতীয় যন্ত্রপাতিকে এক বিভাগে অন্তুর্ভূক্ত করা হয়?

✅ প্রসেস

[খ] ফিক্সড পজিশন

[গ] প্রোডাক্ট

[ঘ] রিটেনল

১৯। কোন বিন্যাসে কম মূলধন বিনিয়োগ করে বেশি পরিমান পণ্য বা সেবা উৎ’পাদন করা যায়?

✅ প্রক্রিয়া বিন্যাসে

[খ] পণ্য বিন্যাস

[গ] গুদাম বিন্যাসে

[ঘ] খুচরা বিক্রয় কেন্দ্র

২০। কোন বিন্যাসে কম মূলধন বিনিয়োগ করে বেশি পরিমাণ পন্য বা সেবা উৎপাদন করা যায়?

[ক] প্রক্রিয়া বিন্যাস

[খ] স্থির বিন্যাসে

✅ পণ্য বিনাসে

[ঘ] অফিস বিন্যাসে

২১। স্থির বিন্যাসের সুবিধা হলো

i. নমনীয়তা

ii. ধারাবাহিকতা উপাদান

iii. পৃথক কর্মসূচি

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২২। ফিক্সড পজিশন লে আউটে কোনটি স্থির থাকে?

✅ পণ্য

[খ] যন্ত্রপাতি

[গ] শ্রমিক

[ঘ] কাচামাল

২৩। জাহাজ নির্মান কোন লে আউটের অন্তুর্ভূক্ত?

[ক] প্রসেস লে আউট

[খ] ফিক্সড লে আউট

[গ] অফিস লে আউট

✅ প্রোডাক্ট লে আউট

২৪। বয়স শিল্পে কোন ধরনের লে আউট উপযোগী?

[ক] প্রসেস লে আউট

[খ] ফিক্সড পজিশন লে আউট

✅ প্রোডাক্ট লে আউট

[ঘ] অফিস লে আউট

২৫। কারখানার প্রশাসনিক কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কোন লে আউট স্থাপিত হয়?

[ক] প্রসেস

[খ] প্রডাক্ট

[গ] সার্ভিস

✅ অফিস

২৬। লে আউটের ফলে সরাসরি কোন্ উদ্দেশ্যটি অর্জিত হয়?

[ক] মুনাফা অর্জিত

[খ] সম্পদ বৃদ্ধি

[গ] সহজ নিদের্শনা

✅ সহজ নিয়ন্ত্রন

২৭। আবাসিক হোটেলগুলো শহর কেন্দ্রিক গড়ে ওঠে কেন?

[ক] যোগাযোগের সুবিধা

✅ ভোক্তার সান্নিধ্য

[গ] ভূমির সহজলভ্যতা

[ঘ] শ্রমের সহজলভ্যতা

২৮। বিন্যাসের মাধ্যমে

i. স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়

ii. স্বল্প ব্যয় পণ্য ও সেবা প্রদান করা যায়

iii. সংশ্লিষ্ট্য শ্রমিক কর্মচারীদের সেবা প্রদান করা যায়

নিচের কোনটি সঠিক?

✅ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii

২৯। বিন্যাসে কী সাজানো হয়?

[ক] যন্ত্রপাতি

[খ] আসবাবপত্র

[গ] কাচামাল

✅ উৎপাদিত পণ্য

৩০। বিন্যাসের উদ্দেশ্য কী?

[ক] মূলধনের সদ্ব্যবহার

[খ] সম্পদের সদ্ব্যবহার

✅ স্থানের সদ্ব্যবহার

[ঘ] বাহ্যিক কাঠামোর উন্নয়ন

Leave a Comment