HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজ pdf download ~ Exam Cares

১. আরব শব্দের সমার্থক শব্দ কোনটি?

[ক] জলাশয়

[খ] খাল

[গ] জনপদ

[ঘ] মরুভূমি

২. আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন?

[ক] মরুভূমির দেশ বলে

[খ] তিন দিক জলবেষ্টিত হওয়ার কারণে

[গ] আরব সাগরের তীরে অবস্থিত বলে

[ঘ] আরব পবিত্রভূমি হওয়ার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :

মহানন্দার তীরে বাঁধ নির্মাণ করে বুলনপুরের লোকেরা বন্যার কবল থেকে গ্রামকে রক্ষা করে। এতে কৃষি কাজের প্রভূত উন্নতি হয়।

৩. উদ্দীপকের মতো ব্যবস্থা গৃহীত হয়েছিল কোন সভ্যতায়?

[ক] মিশরীয়

[খ] সুমেরীয়

[গ] গ্রিক

[ঘ] রোমান

৪. এতে কৃষির উন্নতি হয় কীভাবে?

i. জল সেচের মাধ্যমে

ii. উর্বরতা বৃদ্ধির ফলে

iii. বন্যা প্রকোপ থেকে রক্ষার ফলে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৫. পবিত্র কুরআনে ‘উম্মুল কুরা’ বলা হয়েছে কোন নগরীকে?

[ক] মক্কা

[খ] মদিনা

[গ] ইয়াসরিব

[ঘ] তায়েফ

৬. খন্দকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

[ক] ৬২৪

[খ] ৬২৫

[গ] ৬২৭

[ঘ] ৬২৮

৭. মহানবির প্রতিষ্ঠিত হিলফুল ফুজুলের উদ্দেশ্য ছিল-

i. ইসলাম প্রচার করা

ii. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা

iii. নিস্ব, অসহায় দুর্গতের সাহায্য করা

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

৮. ‘আতিক’ শব্দের বাংলা অর্থ কী?

[ক] দয়ালু

[খ] বিশ্বাসী

[গ] দাতা

[ঘ] পরোপকারী

৯. ইসলামের ত্রাণকর্তা হিসেবে আখ্যায়িত ছিলেন.

[ক] আবু বকর (রা.)

[খ] উমর (রা.)

[গ] উসমান (রা.)

[ঘ] আলী (রা.)

১০. ‘‘আলোচনা ব্যতীত কোনো খিলাফত চলতে পারে না।’. উক্তিটি কার?

[ক] আবু বকরের (রা.)

[খ] উমরের (রা.)

[গ] উসমানের (রা.)

[ঘ] আলীর (রা.)

১১. হযরত আলীর (রা.) উপাধি কী ছিল?

[ক] আসাদুল্লাহ

[খ] সাইফউল্লাহ

[গ] উমর ফারুক

[ঘ] সিদ্দিক

১২. উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-

[ক] সাম্রাজ্য বিস্তার

[খ] জনকল্যাণ

[গ] স্থাপত্য শিল্পের বিকাশ

[ঘ] জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ

নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :

রাজা ফারহান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন। কয়েকজন বিখ্যাত সেনাপতির সাহায্যে তিনি মধ্য এশিয়া, ইউরোপ ও ভারতবর্ষের সিন্ধুমুলতানে রাজ্য বিস্তার করেন।

১৩. উদ্দীপকে বর্ণিত রাজা ফারহানের সাথে উমাইয়া বংশের কোন খলিফার মিল খুঁজে পাওয়া যায়?

[ক] ইয়াজিদ

[খ] আব্দুল মালিক

[গ] আল-ওয়ালিদ

[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৪. উদ্দীপকের মতো উক্ত খলিফার সময়ে ইসলামি সাম্রাজ্যের বিস্তৃতির ফলে-

i. মুসলমানদের যাতায়াতের পথ সুগম হয়

ii. মুসলমানদের মর্যাদা বৃদ্ধি পায়

iii. সাংস্কৃতিক আদান-প্রদানের শুরু হয়

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

১৫. কোন উমাইয়া খলিফাকে ৫ম খোলাফায়ে রাশেদিন বলা হয়?

[ক] ইয়াজিদ

[খ] আব্দুল মালিক

[গ] আল-ওয়ালিদ

[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৬. অমুসলমানদের দেয় ভূমিকার কোনটি?

[ক] যাকাত

[খ] জিজিয়া

[গ] খারাজ

[ঘ] উশর

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

১৭. উমাইয়া খিলাফতের রাজধানী ছিল-

[ক] কুফা

[খ] বসরা

[গ] ফুসতাত

[ঘ] দামেস্ক

১৮. কাকে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?

[ক] মুয়াবিয়া

[খ] আব্দল মালিক

[গ] আল-ওয়ালিদ

[ঘ] উমর বিন আব্দুল আজিজ

১৯. উমাইয়া খলিফা আব্দুল মালিকের কেন্দ্রীয় টাকশাল ছিল কোন শহরে?

[ক] কুফা

[খ] বসরা

[গ] ফুসতাত

[ঘ] দামেস্ক

২০. উমাইয়া বংশের সর্বশেষ খলিফা ছিলেন.

[ক] আল-ওয়ালিদ

[খ] আব্দুল মালিক

[গ] দ্বিতীয় মারওয়ান

[ঘ] উমর বিন আব্দুল আজিজ

২১. স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন কে?

[ক] আব্দুর রহমান আদ-দাখিল

[খ] দ্বিতীয় আব্দুর রহমান

[গ] তৃতীয় আব্দুর রহমান

[ঘ] আল মুনজির

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :

আনজুম তার মায়ের সাথে সমরখন্দ বেড়াতে গিয়ে সেখানে ‘বিবি কাইয়ুম’ মসজিদের স্থাপত্যকীর্তি দেখে মুগ্ধ হন। তৈমুর লঙ তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ এ স্থাপত্যটি নির্মাণ করেন।

২২. উদ্দীপকে বর্ণিত সমরখন্দের স্থাপত্যকীর্তির সাথে স্পেনের কোন স্থাপত্যকীর্তির সাদৃশ্য রয়েছে?

[ক] আলহামরা প্রাসাদ

[খ] মদিনাতুল জাহিরা

[গ] দারউল মুলক

[ঘ] আজ জোহরা প্রাসাদ

২৩. উদ্দীপকে বর্ণিত স্থাপত্যকীর্তির সাথে স্পেনের সেই স্থাপত্যকীর্তির সাদৃশ্য হলো-

i. নামকরণে

ii. আকৃতিতে

iii. নির্মাণ উদ্দেশ্যে

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii

[খ] ii ও iii

[গ] i ও iii

[ঘ] i, ii ও iii

২৪. দার-উস-সালাম অর্থ কী?

[ক] আলোর নিবাস

[খ] শান্তির নিবাস

[গ] জ্ঞানের নিবাস

[ঘ] শান্তির ঘর

২৫. কোন আববাসি খলিফার উপাধি ছিল আল

মনসুর?

[ক] আবুল আববাস

[খ] আবু জাফর

[গ] আল হাদী

[ঘ] আল মাহদী

২৬. আবু মুসলিম খোরাসানির জন্মস্থান কোথায় ছিল?

[ক] কুফা

[খ] বাগদাদ

[গ] পারস্য

[ঘ] দামেস্ক

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :

বাঙালির মুখের ভাষা বাংলা। তাই এদেশে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা একাডেমি।

২৭. আববাসি শাসনামলে বাংলা একাডেমির ন্যায় কোন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল?

[ক] বিজ্ঞান একাডেমি

[খ] মারগা মানমন্দির

[গ] দারুল হিকমা

[ঘ] বায়তুল হিকমা

২৮. উক্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল-

[ক] জ্ঞান-বিজ্ঞানের বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা

[খ] পান্ডুলিপি সংগ্রহ ও প্রকাশ করা

[গ] জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা গবেষণা করা

[ঘ] ভাষা ও সাহিত্যের ওপর গবেষণা করা

২৯. ফাতেমি খিলাফত কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

[ক] ৯০৯

[খ] ৯০৮

[গ] ৯০৭

[ঘ] ৯০৬

৩০. খলিফা আল হাকিম কোন ধর্মমত প্রবর্তন করেছিলেন?

[ক] সুন্নি

[খ] দ্রুজ

[গ] খারেজি

[ঘ] শিয়া

উত্তরমালা: ১ [ঘ] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [ক] ৬ [গ] ৭ [খ] ৮ [ঘ] ৯ [ক] ১০ [খ] ১১ [ক] ১২ [ক] ১৩ [গ] ১৪ [ঘ] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [ঘ] ২৩ [ঘ] ২৪ [খ] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [ক] ২৯ [ক] ৩০ [ঘ]

Leave a Comment