১. The Histories গ্রন্থটি কার রচিত.
[ক] হেরোডোটাস
[খ] সক্রেটিস
[গ] এরিস্টটল
[ঘ] প্লেটো
২. ইসলাম ধর্মের প্রথম কেবলা কোন দিক ছিল?
[ক] মক্কা
[খ] জেরুজালেম
[গ] মদিনা
[ঘ] তায়েফ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
আজিম সাহেব এক এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার ইচ্ছা ছিল যে, তিনি হবেন ভবিষ্যতে এলাকার একমাত্র নেতা। কিন্তু করিম নামে এক ব্যক্তি আসাতে আজিমের সেই আশা আর পূরণ হলো না। তখন আজিম গোপন ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকেন।
৩. আজিমের চরিত্রের সাথে কোন ব্যক্তির চরিত্রের মিল আছে?
[ক] আব্দুল্লাহ ইবনে উবাই
[খ] কাব ইবনে আশরাফ
[গ] সাদ ইবনে ইমরান
[ঘ] আব্দুল্লাহ ইবনে মুরার
৪. উক্ত ব্যক্তির পিছনে যেগুলো কাজ করেছিল তাহলো-
i. উচ্চাকাঙক্ষা
ii. সততার অভাব
iii. কূটকৌশল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫. ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো-
[ক] সিফফিনের যুদ্ধ
[খ] নাহরাওয়ানের যুদ্ধ
[গ] উহুদের যুদ্ধ
[ঘ] বদরের যুদ্ধ
৬. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি?
[ক] আরব
[খ] আফ্রিকা
[গ] জাপান
[ঘ] কোরিয়া
৭. নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে.
i. মেসোপটেমীয় সভ্যতা
ii. মিশরীয় সভ্যতা
iii. সিন্ধু সভ্যতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮. চীনের দুঃখ বলা হয় কোনটি কে?
[ক] নদীনদকে
[খ] সিন্ধু নদকে
[গ] ভারত মহাসাগরকে
[ঘ] হোয়াংহো নদীকে
৯. মালার প্রধান কাজ ছিল-
i. মক্কার প্রশাসন তদারক করা
ii. উকাজ মেলা পরিচালনা
iii. মক্কার নিরাপত্তা বিধান করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
একসময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল ধরনের কৃষিকাজ গরুর দ্বারা করা হতো। মফস্বল এলাকায় মালামাল আনয়নের ক্ষেত্রে তখন গরুর গাড়ি ছিল একমাত্র বাহন।
১০. উদ্দীপকে প্রাচীন আরবের কোন প্রাণীর সাথে তুলনা করা যায়?
[ক] ঘোড়া
[খ] উট
[গ] হাতি
[ঘ] গাধা
১১. প্রাক আরবে উক্ত প্রাণীর প্রয়োজন ছিল-
i. আরববাসীদের চলাচলের প্রধান বাহন
ii. দুর্গম মরু অঞ্চলে চলাচলের কোনো উপায় ছিল না
iii. এর মাংস, দুধ, পশম বিভিন্ন কাজে ব্যবহার হতো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২. হযরত মুহাম্মদ (স.) কাকে জ্ঞানের দ্বার বলেছেন.
[ক] আবু বক্করকে
[খ] উমরকে
[গ] উসমানকে
[ঘ] আলীকে
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
উমর শাসনব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন। তিনি আরব জাতীয়তাবাদ বিশ্বাসী ছিলেন। তাঁর সময়ে আঞ্চলিক ভাষার পরিবর্তে সরকারি দলিলপত্র আরবি ভাষায় রক্ষিত করার প্রথা চালু করেন।
১৩. উদ্দীপকে উমরের সাথে কোন উমাইয়া খলিফার মিল আছে.
[ক] আব্দুল মালিক
[খ] উমর বিন আব্দুল আজিজ
[গ] সোলায়মান
[ঘ] আল-ওয়ালিদ
১৪. উক্ত খলিফা শাসনব্যবস্থার পরিবর্তন সাধন করেন.
i. স্বীয় দূরদর্শিতার মাধ্যমে
ii. সংস্কারের মাধ্যমে
iii. নব শাসন নীতির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫. বায়তুল হিকমা কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
[ক] ৮২৮
[খ] ৮২৯
[গ] ৮৩০
[ঘ] ৮৩২
১৬. কাকে Saviour of Spain বলা হয়।
[ক] প্রথম আব্দুর রহমান
[খ] দ্বিতীয় আব্দুর রহমান
[গ] তৃতীয় আব্দুর রহমান
[ঘ] তারিক বিন জিয়াদ
[ক] কুরাইশ
[খ] ইহুদি
[গ] খ্রিষ্টান
[ঘ] হিন্দু
দ্রষ্টব্য : সঠিক উত্তর [খ] ও [গ]
১৮. কোন খলিফা সর্বপ্রথম মদিনার মসজিদে আজান প্রবর্তনের প্রস্তাব দেন?
[ক] হযরত আবু বকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] হযরত উসমান (রা.)
[ঘ] হযরত আলী (রা.)
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
মহানবির এক সাহাবি ছিলেন। যিনি মহানবির দুই কন্যাকে বিবাহ করেছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রসারে নিজের ধন সম্পদ ব্যয় করেছিলেন। অথচ তাকে বিদ্রোহীরা হত্যা করেছিল।
১৯. উদ্দীপকে মহানবির কোন সাহাবীর কথা বলা হয়েছে?
[ক] উসমান (রা.)
[খ] আলী (রা.)
[গ] তালহা (রা.)
[ঘ] যুবাইর (রা.)
২০. উদ্দীপকে বর্ণিত সাহাবির হত্যার সাথে জড়িত ছিলেন.
i. কুফাবাসী
ii. বসরাবাসী
iii. মিশরবাসী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২১. খোলাফায়ে রাশেদিনের শাসনকাল কত বছর ছিল-
[ক] ২৫ বছর
[খ] ৩০ বছর
[গ] ৪০ বছর
[ঘ] ৫০ বছর
২২. হযরত উমর (রা.) পুলিশ বিভাগ গঠন করেন; কারণ-
i. অপরাধ দমন করা
ii. বিচার বিভাগকে সাহায্য করা
iii. জনগণের নিরাপত্তা দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. শুরা শব্দের অর্থ কী?
[ক] বিশ্বাস
[খ] দানশীল
[গ] পরামর্শ
[ঘ] বিচারালয়
২৪. হযরত আলী ছিলেন.
i. ইসলামের চতুর্থ খলিফা
ii. আল্লাহর সিংহ উপাধি লাভকারী
iii. ইসলামের খেদমতে সম্পদ ব্যয়কারী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৫. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
[ক] মুয়াবিয়াকে
[খ] উমর বিন আব্দুল আজিজকে
[গ] আব্দুল মালিককে
[ঘ] আল ওয়ালিদকে
২৬. আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন?
[ক] শ্রেষ্ঠ শাসক হিসেবে
[খ] তার পিতা হিসেবে
[গ] তার চার পুত্র খলিফা হিসেবে
[ঘ] বিজেতা হিসেবে
২৭. কাকে খোদার চাবুক বলা হয়?
[ক] হালাকু খান
[খ] চেঙ্গিস খান
[গ] গাজন খান
[ঘ] অর খান
২৮. স্পেনে মুসলিম শাসনের পতনের উল্লেখযোগ্য কারণ-
i. খ্রিষ্টানদের বৈরিতা
ii. উপজাতীয় কোন্দল
iii. শাসকদের দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৯. ফাতেমীয় বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কী?
[ক] আব্দুল আজিজ
[খ] আল মুইজ
[গ] আল হাকিম
[ঘ] আল মাহদি
৩০. আল হাকিমকে ব্যতিক্রমধর্মী খলিফা বলা হয় কেন?
i. স্বাভাবিক কর্মের জন্য
ii. অস্বাভাবিক কর্মের জন্য
iii. দিনে ঘুমানোর জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ক] ২ [খ] ৩ [ক] ৪ [ঘ] ৫ [ঘ] ৬ [ক] ৭ [ঘ] ৮ [ঘ] ৯ [খ] ১০ [খ] ১১ [ঘ] ১২ [ঘ] ১৩ [ক] ১৪ [ঘ] ১৫ [গ] ১৬ [গ] ১৭ * ১৮ [খ] ১৯ [ক] ২০ [ঘ] ২১ [খ] ২২ [খ] ২৩ [গ] ২৪ [ঘ] ২৫ [খ] ২৬ [গ] ২৭ [ক] ২৮ [ঘ] ২৯ [খ] ৩০ [গ]