১. হযরত আলী (রা.) কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
[ক] ৬ বছর
[খ] ৮ বছর
[গ] ১০ বছর
[ঘ] ১২ বছর
উত্তর: [গ] ১০ বছর
২. উমাইয়া আমলে কাদের প্রাধান্য স্থাপিত হয়?
[ক] অনারবদের
[খ] হিমারীয়দের
[গ] আরবদের
[ঘ] মুদারীয়দের
উত্তর: [গ] আরবদের
◈ নিচের উদ্দীপকটি পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেবের চার ছেলে ধারাবাহিকভাবে স্বীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়।
৩. করিম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়?
[ক] আবদুল মালিক
[খ] আল-ওয়ালিদ
[গ] সুলায়মান
[ঘ] হিশাম
উত্তর:[ক] আবদুল মালিক
৪. নিচের কারা উমাইয়া খলিফা আল ওয়ালিদের সেনাপতি ছিলেন?
i. হাজ্জাজ বিন ইউসুফ
ii. তারিক বিন জিয়াদ
iii. মুসা বিন নুসায়ের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৫. কোন উমাইয়া খলিফাকে ‘সাধুপুরুষ’ বলা হয়?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল মালিক
[গ] আল ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ
উত্তর: [ঘ] উমর বিন আব্দুল আজিজ
৬. আবুল আব্বাসের ‘আল-সাফফাহ’ উপাধি গ্রহণ
করার কারণ হলো-
i. বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার
ii. বিরোধীদের অনুগত করা
iii. বিরোধীদের প্রতি অনুকম্পা প্রদর্শন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৭. খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসকহওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু আবু মুসলিমের প্রতিনিষ্ঠুর আচরণের কারণ-
[ক] নিজের ও বংশের নিরাপত্তা শঙ্কা
[খ] ব্যক্তিস্বার্থ
[গ] অর্থনৈতিককারণ
[ঘ] অনৈসলামিক কার্যকলাপ
উত্তর: [ক] নিজের ও বংশের নিরাপত্তা শঙ্কা
৮. মুসা বিন নুসাইর নিচের কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
[ক] উত্তর আফ্রিকা
[খ] মধ্য আফ্রিকা
[গ] দক্ষিণ আফ্রিকা
[ঘ] দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
উত্তর: [ক] উত্তর আফ্রিকা
৯. যে সংকীর্ণ জলরাশি দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্ত করে এবং দুটি ভূমিকে বিচ্ছিন্ন করে, তাকে বলে-
[ক] উপদ্বীপ
[খ] প্রণালি
[গ] হ্রদ
[ঘ] অন্তরীপ
উত্তর: [খ] প্রণালি
◈ নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
মির্জা গালিব সুদৃঢ় ভিত্তির ওপর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি সকল অভ্যন্তরীণ কোন্দল দমন করে শান্তি ফিরিয়ে আনেন। তাঁর শাসনকালে সাম্রাজ্য গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করে।
১০. উদ্দীপকে উল্লিখিত মির্জা গালিবের সাথে ফাতেমি খিলাফতের কোন খলিফার কর্মকান্ডের সামঞ্জস্য পাওয়া যায়?
[ক] ওবায়দুল্লাহ আল মাহদী
[খ] আল মুইজ
[গ] আল আজিজ
[ঘ] আল হাকিম
উত্তর: [খ] আল মুইজ
১১. উক্ত খলিফার শাসন কাল ছিল-
i. শান্তিপূর্ণ
ii. বিদ্যাচর্চায় সমৃদ্ধ
iii. আড়ম্বরপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১২. স্পেনে ফকিহ আন্দোলনের উদ্দেশ্য ছিল-
[ক] ক্ষমতা দখল
[খ] ধর্মের বিশুদ্ধতা
[গ] উমাইয়াদের বিতাড়ন
[ঘ] স্পেনীয়দের স্বার্থ রক্ষা
উত্তর: [ক] ক্ষমতা দখল
১৩. দারুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
[ক] আল মনসুর
[খ] আল মুইজ
[গ] আল আজিজ
[ঘ] আল হাকিম
উত্তর: [খ] আল মুইজ
i. কুরাইশ-অকুরাইশ দ্বন্দ
ii. গণতন্ত্রের অপব্যবহার
iii. খলিফার সরলতা ও উদারতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
◈ নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
রাজা নাফিস একজন ভৃত্যসহকারে উটের পৃষ্ঠে চড়ে তার সেনাপতি কর্তৃক অবরুদ্ধ শহরের দিকে রওয়ানা হন। পালাক্রমে তিনি ও তার ভৃত্য উটের পৃষ্ঠে চড়ে শহরে উপস্থিত হলেন, শহরে প্রবেশকালে তখন রাজা উটের রশি টানছিলেন আর ভৃত্য উটের পৃষ্ঠে বসা।
১৫. উক্ত ঘটনাটিতে হযরত উমর (রা.) এর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে-
i. ন্যায়বিচার
ii. মানবতাবোধ
iii. সাম্যবাদিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৬. উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সম্পর্কিত?
[ক] জেরুজালেম অধিকার
[খ] খ্রিষ্টান ও মুসলমানদের যুদ্ধ বিরতি
[গ] জেরুজালের নিরাপত্তা
[ঘ] খ্রিষ্টান ও মুসলমানদের সন্ধি চুক্তি
উত্তর: [ক] জেরুজালেম অধিকার
১৭. খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] ধর্মীয় ও রাজনৈতিক
[খ] রাজনৈতিক ও সাংস্কৃতিক
[গ] অর্থনৈতিক ও সামাজিক
[ঘ] ধর্মীয় ও নৈতিক
উত্তর: [ক] ধর্মীয় ও রাজনৈতিক
◈ নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
কৌশলপূর্ণ পশ্চাৎগমন দূরদর্শী নেতৃত্বের বৈশিষ্ট্য। একজন মহাপুরুষ তাঁর জীবনে এরূপ একটি সিদ্ধান্ত নিয়ে সুদূরপ্রসারী ও রণচাতুর্যপূর্ণ বিজয় অর্জন করে।
১৮. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল হলো-
i. দীর্ঘমেয়াদি যুদ্ধাবস্থার অবসান
ii. মহাবিজয়
iii. আত্মবিশ্বাস বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৯. উদ্দীপকে ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] হিলফুল ফুযুল
[খ] আকাবার শপথ
[গ] মদিনা সনদ
[ঘ] হুদায়বিয়ার সন্ধি
উত্তর: [ঘ] হুদায়বিয়ার সন্ধি
২০. রিদ্দা যুদ্ধের কারণ হলো-
i. স্বধর্মত্যাগারীদের বিদ্রোহ
ii. ভন্ড নবীদের আবির্ভাব
iii. নারীর অধিকার প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২১. ইয়ামামার যুদ্ধে সেনাপতি কে ছিলেন?
[ক] মুনজির
[খ] আবু ওবায়দা
[গ] খালিদ বিন ওয়ালিদ
[ঘ] ওসামা
উত্তর: [গ] খালিদ বিন ওয়ালিদ
◈ নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
রহিম, রাম ও জন একটি ইসলামি রাষ্ট্রে বসবাস করেন। রহিম যে হারে ভূমিকর দেন; রাম ও জন তার চেয়ে একটু বেশি ভূমিকর দেন। সামরিক করের বিনিময়ে রাম ও জন, ইসলামি রাষ্ট্রে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে রহিমের যুদ্ধে অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল।
২২. রাম ও জন যুদ্ধে যাওয়া থেকে নিষ্কৃতি পায় যে কর পরিশোধের কারণে, তা হলো-
[ক] খারাজ
[খ] জিজিয়া
[গ] আল্-ফে
[ঘ] উশর
উত্তর: [খ] জিজিয়া
২৩. রহিমের প্রদেয় ভূমিকরের নাম কী?
[ক] জিজিয়া
[খ] উশর
[গ] খারাজ
[ঘ] যাকাত
উত্তর: [খ] উশর
২৪. মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর মদিনায় হিজরত মুসলমানদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এনেছিল তা হলো-
i. মর্যাদা প্রতিষ্ঠা
ii. উম্মাহ গঠন
iii. রাষ্ট্রগঠন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২৫. মুসলমানরা প্রথম হিজরত করেন কোথায়?
[ক] আবিসিনিয়া
[খ] মদিনা
[গ] তায়েফ
[ঘ] নজদ
উত্তর: [ক] আবিসিনিয়া
২৬. প্রাক-ইসলামি সমাজকে কলুষিত করেছিল আরবদের-
i. ব্যভিচার
ii. কন্যা শিশুকে হত্যা
iii. শেখতন্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
◈ নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
রুদ্র প্রকৃতিতে বেঁচে থাকা, ক্ষিপ্রগতিতে যাতায়াত, যুদ্ধ, অভিজাত জীবনযাপন প্রভৃতি আরব সমাজে নির্ভর করত একটি প্রাণীর মালিকানার উপরে।
২৭. মানুষের জীবনে উক্ত প্রাণীর যে প্রভাব ছিল-
i. যুদ্ধজয়
ii. কৃষিকাজ
iii. যাতায়াত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
২৮. উদ্দীপকে যে প্রাণীটির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো-
[ক] উট
[খ] ঘোড়া
[গ] গাধা
[ঘ] খচ্চর
উত্তর: [খ] ঘোড়া
২৯. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার
উত্তর: [গ] তিন
৩০. ‘আরব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
[ক] জলাশয়
[খ] জনপদ
[গ] মরুভূমি
[ঘ] মালভূমি
উত্তর: [গ] মরুভূমি